LGED MCQ Exam Question Solution 2023

LGED MCQ Exam Question Solution 2023 has been published. Local Government Engineering Department (LGED) Exam Question Solution 2023 has been solved by our educational team. LGED Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2023 is good news for job seekers. All information on the LGED Office Assistant MCQ Exam Question and Solution 2023 is available below. The Local Government Engineering Department (LGED) is a government organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

LGED MCQ Exam Question Solution 2023:

Organization Name: Local Government Engineering Department (LGED)

See more…

 

Post Name And Vacancy:

1. Stenographer Cum Computer Operator- 12

2. Community Organizer – 206

3. Steno Typist Cum Computer Operator- 39

4. Accounts Assistant – 361

5. Surveyor – 88

6. Work Assistant – 720

7. Electrician – 84

8. Muazzin – 01

9. Office Assistant Cum Computer Typist – 257

10. Office Assistant – 171

11. Office Sohayok – 104

12. Security Guard – 194

 

Total Vacancy: 2237 

 

MCQ Exam Date: 12 May 2023 

Exam Type: MCQ

Exam Centre: Dhaka

Exam Time: 11.00 AM to 12.00 PM

 

See/download Local Government Engineering Department (LGED) Exam Question Solution 2023 from the below content: 

প্রতিষ্ঠানের নামঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)

পরীক্ষার তারিখঃ ১২ মে ২০২৩

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

Exam Type: MCQ

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

সমাধানঃ সেট-০১ 

১। নিচের কোনটি System software নয়?

ক. Linux  খ. Android  গ. Mozilla Firefox  ঘ. Apple IOS 

উত্তরঃ গ. Mozilla Firefox

২। he ran with great speed. The underlined part of the sentence is a –

ক. Noun Phrase  খ. Adverb Phrase  গ. Adjective Phrase  ঘ. Participle Phrase 

উত্তরঃ খ. Adverb Phrase

৩। যদি Q/P=1/4 হয় তবে, P +Q/P-Q এর মান কত?    

ক. 5/3 খ. 2/3  গ. 3/5  ঘ. 5/7  

উত্তরঃ ক. 5/3 

৪। What is the synonym of ‘Jovial’?

ক. Jolly খ. Gay গ. Jealous ঘ.Happy

উত্তরঃ ক. Jolly

৫। In spite of my request, he did not-

ক. give in খ. fall in  গ. get off ঘ. give forth

উত্তরঃ ক. give in

৬। বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি? 

ক. ঘন ঘন বন্যা খ. সমুদ্র দূষণ গ. অপরিকল্পিত ট্যুরিজম ঘ. কোনটিই নয় 

উত্তরঃ ক. ঘন ঘন বন্যা

৭। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুন:প্রবর্তিত হয়? 

ক. অষ্টম খ. নবম গ. একাদশ ঘ. দ্বাদশ

উত্তরঃ ঘ. দ্বাদশ

৮। Choose the correct alternative to complete the sentence. ‘He —– to see us if he had been able to’

ক. would come খ. would have come  গ. may have come  ঘ. may come

উত্তরঃ খ. would have come

৯। Identify the correct passive form- ‘Do not close the door.’

ক. Let not the door close  খ. Let not the door be closed 

গ. Let the door not be closed ঘ. Let not the door closed 

উত্তরঃ খ. Let not the door be closed 

১০। ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে 

ক. পর্তুগিজ ভাষা হতে খ. আরবি ভাষা হতে গ. দেশি ভাষা হতে ঘ. ওলন্দাজ ভাষা হতে

উত্তরঃ ক. পর্তুগিজ ভাষা হতে

১১। Choose the correct sentence : 

ক. I asked Javed had he passed. 

খ. I asked Javed if he had passed. 

গ. I asked  Javed if you had passed. 

ঘ. I asked Javed that had he passed. 

উত্তরঃ খ. I asked Javed if he had passed. 

১২। জিজ্ঞাসিব জনে জনে বাক্যে নিম্নরেখা কোন কারকে কোন বিভক্তি ? 

ক. অপাদানে সপ্তমী খ. কর্মে সপ্তমী গ. করণে সপ্তমী ঘ. কর্তায় সপ্তমী

উত্তরঃ খ. কর্মে সপ্তমী

১৩। পদাবলী লিখেছেন কে? 

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. মাইকেল মধুসূদন দত্ত গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. কায়কোবাদ

উত্তরঃ ক. রবীন্দ্রনাথ ঠাকুর

১৪। ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

ক. ১৫ মিনিট খ. ২০ মিনিট গ. ২৫ মিনিট ঘ.৩০ মিনিট

উত্তরঃ গ. ২৫ মিনিট

১৫। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন? 

ক. সাকিব আল হাসান খ. তামিম ইকবাল গ. আশরাফুল ইসলাম ঘ. মুশফিকুর রহিম

উত্তরঃ ঘ. মুশফিকুর রহিম

১৬। পরম শূন্য তাপমাত্রা কোনটি? 

ক. ২৭৩ সেন্টিগ্রেড খ. ২৭৩° ফারহানেট গ. ০সেন্টিগ্রেড ঘ. ০ কেলভিন

উত্তরঃ ঘ. ০ কেলভিন

১৭। Find the correct spelling; 

ক. leftenant  খ. lieutanent  গ. lieutenent  ঘ. lieutenant 

উত্তরঃ ঘ. lieutenant 

১৮।  ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? 

ক. নেপালের রাজ  দরবার থেকে খ.গোয়ালঘর থেকে গ. পাঠশালা থেকে ঘ. মন্দির থেকে

উত্তরঃ খ.গোয়ালঘর থেকে

১৯। Select the right word: He ran fast lest he —– miss the train. 

ক. can খ. should গ. could  ঘ. has 

উত্তরঃ খ. should

২০। ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 

ক. ফার্সি খ. তুর্কি গ. পর্তুগিজ ঘ. আরবি

উত্তরঃ খ. তুর্কি

২১। কোনটি তদ্ভব শব্দ? 

ক. চাঁদ খ. সূর্য গ. নক্ষত্র ঘ. গগন

উত্তরঃ ক. চাঁদ

২২। ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ? 

ক. তৎপুরুষ খ. কর্মধারয় গ. অব্যয়ীভাব ঘ. বহুব্রীহি

উত্তরঃ ক. তৎপুরুষ

২৩। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

ক. ৫% খ. ২৫% গ. ২০% ঘ. ১০% 

উত্তরঃ  ক. ৫%

২৪। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিমোক্ত কোন একটি ভাষা থেকে-

ক. সংস্কৃত খ. পাঠান গ. প্রাকৃত ঘ. অপভ্রংশ

উত্তরঃ গ. প্রাকৃত 

২৫। কোনটি সঠিক বানান? 

ক. নিশিথিনী খ. নীশিথিনী গ. নিশীথিনী ঘ. নিশিথিনি

উত্তরঃ গ. নিশীথিনী

২৬। বাংলা লিপির উৎস কী? 

ক. সংস্কৃত খ. চীনা লিপি গ., আরবি লিপি ঘ. ব্রাহ্মী লিপি

উত্তরঃ ঘ. ব্রাহ্মী লিপি

২৭। Who is the author of ‘Animal Farm’?

ক. Thomas More খ. George Orwel  গ. Boris Pasternak  ঘ. Charles Dickens  

উত্তরঃ খ. George Orwel

২৮। ভৌগলিক গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো –

ক. মূল মধ্যরেখা খ. কর্কটক্রান্তি রেখা গ. মকরক্রান্তি রেখা ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তরঃ খ. কর্কটক্রান্তি রেখা 

২৯। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে 

ক.√3/4a2 খ.√3/2a2  গ. 3/2a2 ঘ. √1/2a2

উত্তরঃ ক.√3/4a2 

৩০। There is —- on the roads today? 

ক. too many traffic  খ. very much traffic গ. too much traffic ঘ. few traffic 

উত্তরঃ ক. too many traffic

৩১। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? 

ক. RAM  খ. Clipboard  গ. Terminal  ঘ. Hard Disk

উত্তরঃ খ. Clipboard 

৩২। The antonym of ‘inimical’ 

ক. Hostile খ. Friendly গ. Indifferent  ঘ. Angry

উত্তরঃ ক. Hostile

৩৩। স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? 

ক. ইরাক খ. আলজেরিয়া গ. সৌদি আরব ঘ. জর্ডান

উত্তরঃ ক. ইরাক

৩৪। Which one of the following is a common gender? 

ক. King খ. Sovereign গ. Emperor ঘ. Queen

উত্তরঃ খ. Sovereign

৩৫। ৬০ থেকে ৮০ মর্ধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত? 

ক. ৮ খ. ১৮ গ. ৫০ ঘ. ১৪০ 

উত্তরঃ খ. ১৮

৩৬। ‘Give somebody a piece of your mind’ means to –

ক. tell someone that you are very angry with them. 

খ. say exactly what you feel or think. 

গ. return or help somebody return to a normal situation.

ঘ. give somebody mental peace. 

উত্তরঃ ক. tell someone that you are very angry with them. 

৩৭। ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? 

ক.  পৃথী খ. নীর গ. ক্ষিতি ঘ. অবনী 

উত্তরঃ ঘ. অবনী 

৩৮। a-{a-(a+1)} = কত? 

ক. a-1 খ. 1 গ. a ঘ. a+1

উত্তরঃ ঘ. a+1

৩৯। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাত’ এই মনোবাক্যটি কার? 

ক. ভবানন্দের খ. ভাঁদুদত্তের গ. ঈশ্বরী পাটনীর ঘ. প্রফুল্লরায়ের

উত্তরঃ গ. ঈশ্বরী পাটনীর

৪০। ১ হতে ৭০ পর্যন্ত  সংখ্যাসমূহের যোগফল কত? 

ক. ২৪৮৫ খ. ২৮৫৪ গ. ৪২৫৮ ঘ. ২৫৮৪

উত্তরঃ ক. ২৪৮৫

৪১। ‘ষড়ঋতু’ শব্দের সন্দি বিচ্ছেদ

ক. ষড় + ঋতু খ. ষড়্ + ঋতু গ. ষট + ঋতু ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ. ষট + ঋতু

৪২। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? 

ক. ইতালি খ. ইরাক গ. তুরস্ক ঘ. গ্রিস 

উত্তরঃ গ. তুরস্ক

৪৩। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

ক. ৩৬ ব.মি খ. ৪২ ব.মি গ. ৪৮ ব. মি ঘ. ৫০ ব. মি 

উত্তরঃ গ. ৪৮ ব. মি

৪৪। Which is the noun of the word ‘Beautiful’?

ক. Beautious খ. Beauty  গ. Beautifully ঘ. Beautify

উত্তরঃ খ. Beauty 

৪৫। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ, দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত মিটার ? 

ক. ১২৮ মিটার খ. ১৪৪ মিটার গ. ৬৪ মিটার ঘ. ৯৬ মিটার 

উত্তরঃ ক. ১২৮ মিটার

৪৬। নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? 

ক. লাওস খ.হংকং গ. ভিয়েতনাম ঘ. কম্বোডিয়া 

উত্তরঃ খ.হংকং

৪৭।  `A rolling stone gathers no moss’. what ‘rolling’ is? 

ক. Gerund খ. Verbal noun গ. Participle  ঘ. Adjective

উত্তরঃ গ. Participle 

৪৮। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত? 

ক. ৭০ খ. ৮০ গ. ৯০ ঘ. ১০০ 

উত্তরঃ ঘ. ১০০ 

৪৯। ‘Justice delayed is justice denied’ was stated by –

ক. Disraeli খ. Emerson গ. Gladstone  ঘ. Shakespeare 

উত্তরঃ গ. Gladstone

৫০। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ? 

ক. ৫/ খ. ১১/১৫ গ. ১১/১৪ ঘ. ১৭/২১ 

উত্তরঃ গ. ১১/১৪

৫১। ৩৮ কোন সংখ্যার ১২.৫%  

ক. ১২৫ খ. ২৫৬ গ. ৩০৪ ঘ. ১৯০

উত্তরঃ গ. ৩০৪ 

৫২। বর্ণ হচ্ছে ? 

ক. একসংগে উচ্চারিত ধ্বনিগুচ্ছ খ. ধ্বনি নির্দেশক প্রতীক গ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ ঘ. কোনটি নয় 

উত্তরঃ খ. ধ্বনি নির্দেশক প্রতীক

৫৩। ‘দক্ষিন তালপট্টি’ দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? 

ক. কুশিয়ারা খ. আড়িয়াল খাঁ গ. হাড়িয়াভাঙ্গা ঘ. ফেনী

উত্তরঃ গ. হাড়িয়াভাঙ্গা

৫৪। COP-2 এ COP এর মানে কি? 

ক. কনফারেন্স অব প্যারিস খ. কনফারেন্স অব দ্য পাওয়ার 

গ. কনফারেনস্ অব দ্য পার্টিস ঘ. কনফারেন্স অব দ্য প্রটোকল 

উত্তরঃ গ. কনফারেনস্ অব দ্য পার্টিস

৫৫। Dog days means –

ক. a period of being careless  খ. a period of having youthful filings 

গ. a period of misfortune  ঘ. hot weather 

উত্তরঃ ঘ. hot weather 

৫৬। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে কী বলা হয় ? 

ক. স্বরবৃত্ত খ. পয়ার গ. মাত্রাবৃত্ত ঘ. অপবৃত্ত 

উত্তরঃ ক. স্বরবৃত্ত

৫৭। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 

ক. ৯১ খ. ১৪৩ গ. ৪৭ ঘ. ৮৭ 

উত্তরঃ গ. ৪৭

৫৮। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী? 

ক. থ্যালাস এ্যালেনিয়া খ. স্পেস এক্স গ. নাসা ঘ. স্পটনিক 

উত্তরঃ খ. স্পেস এক্স

৫৯। মধ্যপদলোপী কর্মধারায় এর দৃষ্টান্ত ? 

ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া খ. তরুণের মুখ-তরুণরাঙা গ. হাসিমাখা মুখ-হাসিমুখ ঘ. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী -ক্ষণস্থায়ী 

উত্তরঃ গ. হাসিমাখা মুখ-হাসিমুখ 

৬০। যে বায়ু সর্বদায় উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় 

ক. আয়ন বায় খ. প্রত্যয়ন বায়ু গ. মৌসুমী বায়া ঘ. নিয়ত বায়ু

উত্তরঃ ঘ. নিয়ত বায়ু

৬১। .1×.01×.001/.2×.02×.002এর মান কত?  

ক.  180 খ. 1/800 গ. 1/8000 ঘ.1/8    

উত্তরঃ ঘ.1/8    

৬২। ‘Out and Out’ means 

ক. not at all  খ. thoroughly  গ. to get out  ঘ. to be last

উত্তরঃ খ. thoroughly

৬৩। ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? 

ক. নির্ভয় খ. বিস্ময় গ. প্রত্যয় ঘ. দ্বিধা 

উত্তরঃ গ. প্রত্যয়

৬৪। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 

ক. ৫৬ এবং ১৪ বছর খ. ৩২ বছর ও ৭ বছর গ. ৩৬ এবং ৯ বছর ঘ. ৪০ এবং ১০ বছর 

উত্তরঃ গ. ৩৬ এবং ৯ বছর

৬৫। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? 

ক. দীনেশ চন্দ্র সেন খ. সুনীতি কুমার চট্টোপাধ্যায় গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. সুকুমার সেন 

উত্তরঃ ক. দীনেশ চন্দ্র সেন

৬৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? 

ক. জানুয়ারি ১০, ১৯৭৩ খ. ডিসেম্বর ১৬, ১৯৭২ গ. নভেম্বর, ৪, ১৯৭২ ঘ. অক্টোবর, ১১, ১৯৭২ 

উত্তরঃ খ. ডিসেম্বর ১৬, ১৯৭২

৬৭। ‘তুলসী বনের বাঘ’ বাগধারাটির অর্থ কি?

ক. নির্ভীক খ. অপদার্থ গ. শক্তিশালী ঘ. ভন্ড

উত্তরঃ ঘ. ভন্ড

৬৮। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে-

ক. ভরত চন্দ্র রায় খ. দৌলত কাজী গ.সৈয়দ হামজা ঘ. আব্দুল হাকিম 

উত্তরঃ গ.সৈয়দ হামজা

৬৯। The correct sentence of the following: 

ক. The Nile is longest the river in Africa. 

খ. The Nile is longest river in the Africa.  

গ. Nile is the longest river in Africa. 

ঘ. The Nile is the longest river in Africa. 

উত্তরঃ ঘ. The Nile is the longest river in Africa. 

৭০।  Choose the correct spelt word 

ক. Liesure  খ. Leisure  গ. Leasure ঘ. None 

উত্তরঃ খ. Leisure 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

See/download Local Government Engineering Department (LGED) Exam Question 2023 from the below images

l-GED-Typist-1

l-GED-Typist-2

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

Local Government Engineering Department MCQ Exam Question Solution 2023:

LGED Exam Question Solution 2023 has been published by the authority. Local Government Engineering Department (LGED) Job Circular All information is given above. The Local Government Engineering Department (LGED) is one of the largest Government organizations in Bangladesh. Local Government Engineering Department (LGED) Job Circular 2019 is given on our website jobstestbd.com. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private Companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding for better employment. We likewise share slanting assets for learners uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not for unemployed people but also for employed people too. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day visit our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give advertisement on our website for any product of your organization please contact with us by following Address.

 

 

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →