Class 7 Assignment Answer 2021 4th Week

Class 7 Assignment Answer 2021 4th Week is available below. Class Seven Fourth Assignment Question and Solution, 4 Assignment Solved Class 7, Four-week 7 assignment answer, cotuttho soptaho 7 School assignment Somadhan, If You Looking For 4th Week Class 7 Assignment Solution Science, Arts and Craft Subject. See Full Solution Class 7 Assignment Answer All Subject Four/4th Week.   

 

The directorate of secondary and higher education has already released the assignment syllabus. Many students find it challenging to answer all of the questions within the assignment on their own. Therefore, we’ve tried to assist them by solving Class 7 every week’s assignments. DSHE www.dshe.gov.bd 4th Week Assignment Done Published on 23 May 2021. You Must Submit Your Assignment Your School. See Class 7 Answer All Subject 4th Week Assignment. 

 

 

4th Week Assignment Answer For Class 7:

Assignment Type: School /College Assignment 

4th Week Assignment Publish Date: 23 May 2021

Assignment Class: Seven

Subject: Science, Arts and Craft 

Board: All Education Board   

See/download School 4th Week Assignment Question All Subject in below PDF: 

School 4th Week Assignment Question 2021 PDF

 

4th Week Assignment Answer 2021 for Class 7:

Subject Name: Science (বিজ্ঞান)

Question:

১। তােমার বাড়ীর দেওয়ালে অথবা আশে পাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং কী কারনে হয় বলে তুমি মনে কর।

২। তােমার শরীরে হালকা জ্বর ও ডাইরিয়া কী কারনে হয় বলে তুমি মনে কর।

৩। স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তােমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে – যৌক্তিকতা নিরুপন করে ব্যাখ্যা কর।

 

Answer:

১ নং প্রশ্নের উত্তরঃ 

বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং দেখা যায়, তার কারণ হলাে যথাক্রমে ছত্রাক ও শৈবাল। প্রধানত ক্লোরােফিলযুক্ত ও স্বভােজী উদ্ভিদরাই শৈবাল। এরা আলােকিত স্থান পছন্দ করে। এরা মাটি, পানি, ঘরের দেওয়াল ও অন্য গাছের উপর জন্মাতে । পারে। এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। এদের দেহে কোন পরিবহন কলা থাকে না। এর সবুজ, লাল, বাদামী ইত্যাদি নানা রঙের হতে পারে ।

ছত্রাক এক প্রকার সমাঙ্গ দেহী ক্লোরােফিল বিহীন অসবুজ উদ্ভিদ। এরা সালােকসংশ্লেষণ করতে পারে না ছায়াযুক্ত স্থানে। | এবং ভেজা স্থানে জন্মায়। বাড়ির দেয়ালে এবং জৈব পদার্থ পূর্ণ মাটিতে ছত্রাক জন্মায়। ছত্রাক সাধারণত সাদা রঙের হয়ে থাকে।

অতএব, বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং হয় তা এসব অণুজীবের কারণে হয়ে থাকে।

 

২ নং প্রশ্নের উত্তরঃ 

আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া যথাক্রমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে স্বলে আমি মনে করি। ভাইরাসের কারণে জ্বর হয় । ভাইরাস হচ্ছে সরলতম জীব । এদের দেহে কোষপ্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত | নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই । ভাইরাস জীবিত দেহ ছাড়া বা জীব দেহের বাইরে জীবনের কোনো  লক্ষণ দেখা দেয় না।

এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস গোলাকার, দন্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির হতে পারে। আর ভাইরাসের ফলে মানব দেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হয়। বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। যার ফলে আমাদের শরীরে জ্বর অনুভব হয় ।

ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে । ব্যাকটেরিয়া হচ্ছে একপ্রকার আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া প্রধানত চার প্রকার হতে পারে । যথা : কক্কাস, ব্যাসিলাস, কমা, স্পাইরিলাম। ব্যাকটেরিয়ার ফলেই নিউমোনিয়া, ধনুষ্টংকার, রক্তামাশয়, ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগের সৃষ্টি হয়।

হাত মেলানাের মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে । পঁচা-বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় । ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এন্টামিবা মানুষের শরীরের বিভিন্ন রােগ ছড়ায় ।

৩ নং প্রশ্নের উত্তরঃ  

”স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমার জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে ।” নিচে এই উক্তিটির যৌক্তিকতা নিরূপণ হলোঃ

ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এন্টামিবার যেসব রোগ সৃষ্টি করে তা প্রতিরোধ ও প্রতিকার করতে হলে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি খুবই গুরুত্বপূর্ণ । যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলােকে ছড়িয়ে দেয়। আক্রান্ত ব্যক্তির কোনো  কিছু ব্যবহার করলে ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি জনিত রোগ এবং বর্তমানে করোনা ভাইরাসসহ ইত্যাদি রোগ ছড়াতে পারে। আবার আর্সেনিকযুক্ত পানি পান করলে, ময়লা,  পানিতে গোসল করলে এবং ময়লা পানি ব্যবহার করলে  মানবদেহে চর্ম রোগসহ অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে ।

ব্যাকটেরিয়া জীবাণু সহজেই দেহের অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। নিরাপদ পানির অভাবে ও যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে এ সকল রোগ সহজেই ছড়িয়ে পড়ে। যেসব স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং  যে সকল স্থানে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে সেখানে এন্টামিবা আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায় । যার ফলে এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসকল জীবণু লেগে যায়। এই সবজি পরবর্তীতে খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আর এভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই । আবার কলেরা টাইফয়েড ইত্যাদি সৃষ্ট রোগ থেকে বাঁচতে নিরাপদ পানি পান করা খুবই জরুরী। তাই পরিশেষে বলা যায় যে, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমাদের। সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা।

খাবার-পানি নিরাপদ হওয়া খুবই জরুরী। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রােগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গােসল ও কাপড় কাচা, বাসন ধােওয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। পুকুর ও নদীর পানি ব্যবহারের পূর্বে ভালােভাবে ফুটিয়ে নিতে হবে। অন্যথায়, আর্সেনিক আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হতে পারে ।

 

Subject Name: Arts and Crafts (চারু ও কারুকলা)

Question: 

চারু ও কারুকলা জীবন যাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে- ব্যাখ্যা কর।

Answer:

চারুকলা বা ললিতকলা (ইংরেজি: Fine Arts) বলতে শিল্পকলার বেশ কিছু ধারার একটি দলকে বোঝায়, যার মধ্যে অঙ্কন, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, কাব্য, মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি ও অভিনয় অন্তর্ভুক্ত। বর্তমানে, ললিতকলায় সাধারণভাবে চলচ্চিত্র, ফটোগ্রাফি, ধারণাগত শিল্প, ও প্রিন্টমেকিং যুক্ত হয়। অন্যদিকে যে কলা বা শিল্প প্রধানত দৈহিক ও ব্যবহারিক চাহিদা মেটানাের সঙ্গে আনন্দ দান করে, তাকে কারুকলা বলা হবে। এই দুইয়ের উদ্দেশ্য হলাে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, মানবিক ও নান্দনিক বিকাশ ঘটানাে এবং তাদের দেশাত্মবােধ, বিজ্ঞানসম্মত সৃজনশীলতা ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা।

 

জীবন যাপনকে সুন্দর ও রুচিশীল করতে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে চারু ও কারুকলার গুরুত্ব নিম্নে বর্ণনা করা হলোঃ  

দেশের কাজে, জনগণের প্রয়ােজনে ও কল্যাণে সমাজে চিত্রশিল্পীদের প্রয়ােজন খুবই গুরুত্বপূর্ণ। তাই শিল্পী তৈরি করার জন্য একটি কলেজ বা প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি সম্ভব সরকারিভাবেই শুরু করতে হবে। সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন রােগ থেকে নিরাময় পেতে হলে ছবি এঁকে পােস্টার তৈরি করে খুব সহজেই বােঝানাে যায়। যা বইপুস্তকে লেখালেখি করে বােঝানাে সহজ নয়। কারণ দেশে লেখাপড়া জানা মানুষের সংখ্যা খুব কম। সহজে চাষ করা, সেচ দেওয়া, পােকামাকড় থেকে সাবধান থাকা থেকে শুরু করে কীভাবে কৃষি ফলন বাড়ানাে যায় তা ছবি এঁকে সাধারণ কৃষককে বােঝানাে যায়। সরকারের বিভিন্ন বিষয়ের প্রচার কাজে রাস্তায় হাঁটাচলা, বাস-ট্রাক চলাচলের নিয়ম-কানুন ইত্যাদির জন্য পােস্টার ও প্রচারপত্রের জন্য শিল্পীর প্রয়ােজন হবে। সদ্য নতুন দেশে শিল্প কারখানা ধীরে ধীরে গড়ে উঠবে। এসব কারখানার উৎপাদনের পর বাজারে ও বিদেশে রপ্তানি করতে গেলে নানারকম রঙে মােড়ক তৈরি করতে হবে। নকশা ও ছবি আঁকতে হবে। ছবি এঁকে বিজ্ঞাপন করতে হবে। মানচিত্র আঁকা, স্কুল-কলেজের পুস্তকের জন্য ছবি আঁকা, চিকিৎসাবিদ্যা ও কারিগরিবিদ্যার বই পুস্তকের জন্য শিল্পীর প্রয়ােজন জরুরি।

 

Official Notice Link: Click Here to see the Official Notice

See/download School 4th Week Assignment Question All Subject in below images:   

4th Week Assignment Answer for Class 7:  

Class 7 Assignment Syllabus Science 4th Week

 

Class 7 Assignment Syllabus Arts and Craft 4th Week

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, and republished of any news we are not responsible.

For more update stay with our website jobstestbd.com

 

Hope You Find The Answer For Class 7 4th Assignment All Subject. Ask me Anything Related to Education by comment below. 

Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

Mirpur 1, Dhaka, Bangladesh.