Bangladesh Railway Ticket Collector Exam Question Solution 2024

Bangladesh Railway Ticket Collector Exam Question Solution 2024 has been published. BR Ticket Collector Exam Question Solution 2024 has been published by the authority. Railway TC MCQ Exam Question Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on the Railway Bangladesh Ticket Collector Exam Question Answer 2024 is available below. Bangladesh Railway is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Bangladesh Railway Ticket Collector Exam Question Solution 2024: 

Organization Name: Bangladesh Railway

See more… 

 

 

 

Post Name Name And Vacancy: 

1. Ticket Collector – 133

 

Total Vacancy: 133 

 

 

 

Exam Date: 24 February 2024 

Exam Time: 2.00 PM to 3.30 PM

Exam Type: MCQ

Total MCQ Exam Questions: 70

Total Marks: 70

Negative Marks: 0.50 will be reduced for each wrong answer.

Total MCQ Exam Candidates: 168758

Exam Centre: Dhaka

 

 

See/download Bangladesh Railway Ticket Collector Exam Question Solution 2024 from the below content: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রেলওয়ে

পরীক্ষার তারিখঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪

পদের নাম: টিকেট কালেক্টর

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

প্রশ্নের মানঃ ৭০

Exam Type: MCQ

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

সমাধানঃ সেট-০১ 

 

১. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?

ক. মুজিব: একটি জাতির রূপকার খ. খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা গ. শেখ মুজিব আমার পিতা ঘ. চিরঞ্জীব মুজিব

উত্তরঃ ঘ. চিরঞ্জীব মুজিব

২. কোনটি মৌলিক শব্দ?

ক. মা খ. বাঁশি গ. তৈল ঘ. জলধি

উত্তরঃ ক. মা 

৩. ‘শ্যামল ছায়া’ উপন্যাসের পটভূমি হচ্ছে-

ক. গ্রামীণ জীবন খ. শহরে জীবন গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘ. নদী পাড়ের জীবন

উত্তরঃ গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ

৪. ঢাকা (কমলাপুর) রেল স্টেশনের স্থপতি কে?

ক. এফ আর খান খ. লুই আই কান গ. বব লুই ঘ. মাজহারুল ইসলাম

উত্তরঃ গ. বব লুই

৫. কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. UNDP খ. UNICEF গ. UNESCO ঘ. UNCTAD

উত্তরঃ গ. UNESCO

৬. ‘রাত্রিকালীন যুদ্ধ’ এর এক কথায় প্রকাশ কোনটি?

ক. সৌপ্তিক খ. কোকনদ গ. রিরংসা ঘ. সংবর্ত

উত্তরঃ ক. সৌপ্তিক

৭. Identify feminine gender-

ক. Spinster খ. Boar গ. Parent ঘ. Peer

উত্তরঃ ক. Spinster

৮. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

ক. বিশেষ্য ও ক্রিয়া খ. বিশেষণ ও ক্রিয়া গ. বিশেষ্য ও বিশেষণ ঘ. ক্রিয়া ও সর্বনাম

উত্তরঃ ঘ. ক্রিয়া ও সর্বনাম

৯. তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। এটি কোন বাক্যের উদাহরণ?

ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. মিশ্র বাক্য ঘ. যৌগিক বাক্য

উত্তরঃ ক. সরল বাক্য

১০. A burnt child dreads the fire. Here ‘burnt’ is a /an –

ক. finite verb খ. gerund গ. present participle ঘ. past participle

উত্তরঃ ঘ. past participle

১১. 3^x^2) = 9^4 হলে x এর মান কত?

ক. ±1 খ.  ±2 গ. ±2√2 ঘ. ±3

উত্তরঃ গ. ±2√2

১২. Which one is singular?

ক. nuclei খ. radii গ. agendum ঘ. criteria

উত্তরঃ গ. agendum

১৩. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়?

ক. জার্মানি খ. নরওয়ে গ. ডেনমার্ক ঘ. সুইডেন

উত্তরঃ ক. জার্মানি

১৪. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে?

ক. ৫% খ. 50% গ. ৬৬.৬৬% ঘ. ৩৩.৩৩%

উত্তরঃ ঘ. ৩৩.৩৩%

১৫. ‘জনগণ’ সর্বময় ক্ষমতার উৎস’ সংবিধানের কত অনুচ্ছেদে এটি উল্লেখ আছে?

ক. ১০ খ. ৭ গ. ১১ ঘ. ২২

উত্তরঃ  খ. ৭

১৬. Trace the odd pair in the following-

ক. teacher and student খ. hospital and patient

গ. nest and bird ঘ. prison and culprit

উত্তরঃ ক. teacher and student

১৭. ‘Syntax’ means-

ক. Manner of speech খ. Supplementary tax

গ. Sentence building ঘ. Synchronizing act

উত্তরঃ গ. Sentence building

১৮. ‘ফোঁটা ফোঁটা’ কোন পদের দ্বৈতরূপ?

ক. ক্রিয়া খ. অব্যয় গ. বিশেষণ ঘ. বিশেষ্য

উত্তরঃ গ. বিশেষণ

১৯. Which of the following is synonym to the word ‘evaluation’?

ক. Assessment খ. Appraisal গ. Judgment ঘ. All of these

উত্তরঃ ঘ. All of these

২০. ‘ক্ষুৎপিপাসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

ক. ক্ষুদ্+পিপাসা খ. ক্ষুধ্‌ +পিপাসা গ. ক্ষুত্+পিপাসা ঘ. ক্ষুৎপিপাসা

উত্তরঃ খ. ক্ষুধ্‌ +পিপাসা

২১. Identify the correct word?

ক. insociant খ. insocant গ. incuciant ঘ. insouciant

উত্তরঃ ঘ. insouciant

২২. সূর্যের উন্নতি কোণ ৬০° হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য ১০ মিটার হয়। গাছটির উচ্চতা কত?

ক. ১৭.৩২ মিটার খ. ১৬.৭২ মিটার গ. ১৭.৫২ মিটার ঘ. ১৭.৭৫ মিটার

উত্তরঃ ক. ১৭.৩২ মিটার

২৩. New Development Bank (NDB) এর সদর দপ্তর কোথায়?

ক. সাংহাই, চায়না খ. বেইজিং, চায়না গ. টোকিও, জাপান ঘ. সিউল, কোরিয়া

উত্তরঃ ক. সাংহাই, চায়না

২৪. Scarcely had he completed his study——–his mother called him.

ক. then খ. when গ. before ঘ. as soon as

উত্তরঃ খ. when

২৫. বার্মি আর্মি কী?

ক. বার্মার জঙ্গী বাহিনী খ. বার্মার সশস্ত্র বাহিনী

গ. ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী ঘ. অস্ট্রেলিয়া ফুটবল দলের সমর্থক গোষ্ঠী

উত্তরঃ গ. ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী

২৬. Lyric শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. গীতিকবিতা খ. বঙ্গকাব্য গ. চিত্রকাব্য ঘ. মহাকাব্য

উত্তরঃ ক. গীতিকবিতা

২৭. আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে-

ক. বেরিং প্রণালী খ. পক প্রণালী গ. জিব্রাল্টার প্রণালী ঘ. ডোভার প্রণালী

উত্তরঃ গ. জিব্রাল্টার প্রণালী

২৮.৭৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?

ক. ১০০ খ. ৭৫ গ. ১০২ ঘ. ১০৪

উত্তরঃ গ. ১০২

২৯. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক-

ক. গণ পরিষদ খ. সুপ্রিম কোর্ট গ. আইন মন্ত্রণালয় ঘ. জাতীয় সংসদ

উত্তরঃ খ. সুপ্রিম কোর্ট

৩০. CT Scan এর পূর্ণরূপ কী?

ক. Computed Treatment Scan খ. Computed Tomography Scan

গ. Computed Tomology Scan ঘ. Computer Therapy Scan

উত্তরঃ খ. Computed Tomography Scan

৩১. BMI কী নির্দেশ করে?

ক. মানব দেহের গড়ন ও চর্বির সূচক খ. পেশি ও চর্বির সূচক

গ. উচ্চতা ও স্থুলতার সূচক ঘ. শক্তি খরচের সূচক

উত্তরঃ ক. মানব দেহের গড়ন ও চর্বির সূচক

৩২.২, ৩, ৫, ৯, ১৭, ৩৩ এর পরবর্তী সংখ্যা কত?

ক. ৬৪ খ. ৬৬ গ. ৭০ ঘ. ৬৫

উত্তরঃ ঘ. ৬৫

৩৩. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন:

ক. দীর্ঘিকা, নদী, প্রণালি খ. শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ

গ. গাউ, তটিনী, অর্ণব ঘ. স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

উত্তরঃ খ. শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ

৩৪. There is … milk in the glass.

ক. a little খ. little গ. much ঘ. more

উত্তরঃ ক. a little

৩৫. ‘সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’ এই উক্তির রচয়িতা কে?

ক. ভারতচন্দ্র খ. লুইপা গ. রামাই পণ্ডিত ঘ. চণ্ডীদাস

উত্তরঃ ঘ. চণ্ডীদাস

৩৬. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?

ক. ৪৩ খ. ৩৯ গ. ৪৫ ঘ. ৪১

উত্তরঃ ক. ৪৩

৩৭. The word ‘sibling’ means-

ক. a brother or sister খ. a son or daughter গ. a cousin ঘ. none of the above

উত্তরঃ ক. a brother or sister

৩৮. Change into passive voice- ‘Whom do you want?”

ক. By whom you are wanted? খ. By whom are you wanted?

গ. Whom is wanted by your? ঘ. Who is wanted by you?

উত্তরঃ ঘ. Who is wanted by you?

৩৯. Water the plants. Here the word ‘water’ is used as-

ক. Noun খ. Adverb গ. Pronoun ঘ. Verb

উত্তরঃ ঘ. Verb

৪০. ‘কাছাটিলা’ বাগধারাটির অর্থ কী?

ক. বেহায়া খ. কাণ্ডজ্ঞানহীন গ. ভণ্ড ঘ. অসাবধান

উত্তরঃ ঘ. অসাবধান

৪১. কোন কবির উপাধি ‘কবিকণ্ঠহার’?

ক. বিদ্যাপতি খ. মালাধর বসু গ. আলাওল ঘ. ভারতচন্দ্র

উত্তরঃ ক. বিদ্যাপতি 

৪২.১/৩ ও ১/৫ এর গ.সা.গু নিচের কোনটি?

ক. ১/৩০ খ. ১/৬০ গ. ১/১৫ ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ. ১/১৫

৪৩. (0.1 x* 0.01 x 0.001)/(0.2 x 0.02 x 0.002) এর মান কত?

ক. 1/80 খ. 1/800 গ. 1/8000 ঘ. 1/8

উত্তরঃ ঘ. 1/8

৪৪. ‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’। এখানে ‘কুসুমকলি’ কোন কারক ও কোন বিভক্তি?

ক. কর্তায় শূন্য খ. কর্মে শূন্য গ. করণে দ্বিতীয়া ঘ. অপাদানে দ্বিতীয়া

উত্তরঃ খ. কর্মে শূন্য

৪৫. English translation of: অন্যের দোষ ধরো না।

ক. Do not eatch a blame for other people খ. Do not find faults with others.

গ. Do not search for others fault. ঘ. Do not find other’s faults.

উত্তরঃ খ. Do not find faults with others.

৪৬. এক ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?

ক. ২/৩ খ. ১/৩  গ. ৩/8  ঘ. ১/8

উত্তরঃ খ. ১/৩

89. (x + 3) = x + 3 হলে x =?

ক. 3 খ. -3 গ. 0 ঘ. 3

উত্তরঃ গ. 0

৪৮. What is the verb of the word ‘ability’?

ক. Ableness খ. Ably গ. Enable ঘ. Able

উত্তরঃ গ. Enable

৪৯. কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?

ক. বাংলাদেশ খ. ভারত  গ. থাইল্যান্ড ঘ. মালয়েশিয়া

উত্তরঃ ঘ. মালয়েশিয়া

৫০. নিচের কোনটি সবচেয়ে বড়?

ক. 8/৫ খ. ০.৮৫ গ. ৮/৯ ঘ. ৮৭%

উত্তরঃ গ. ৮/৯

৫১. ‘ভূত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. ভবিষ্যত খ. প্রেত গ. পেতনি ঘ. ভীরু

উত্তরঃ ক. ভবিষ্যত

৫২. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

ক. কবর খ. চিলেকোঠার সেপাই গ. আরেক ফাল্গুন ঘ. স্মৃতির মিনার

উত্তরঃ গ. আরেক ফাল্গুন

৫৩. ‘নিপাতনে সিদ্ধ বহুব্রীহি’ সমাসের উদাহরণ কোনটি?

ক. আশীবিষ খ. অন্তরীপ গ. জবরদস্তি ঘ. অকেজো

উত্তরঃ খ. অন্তরীপ

৫৪. xy = 2 এবং x y^2 = 8 হলে x =?

ক. 1/3 খ. 1/4 গ. 1/2 ঘ. 1/5

উত্তরঃ গ. 1/2

৫৫. ‘হাতের কঙ্কণ মা লো দাপন’ কার লেখা-

ক. গদেপা খ. লুইপা গ. সরহপা ঘ. কাহ্নপা

উত্তরঃ গ. সরহপা

৫৬. ‘Man is mortal’- its negative is-

ক. Man is immortal খ. Man is not mortal

গ. Everyone is not mortal ঘ. No man is immortal

উত্তরঃ ঘ. No man is immortal

৫৭. a² – a – 56 =0 হলে a এর মান কত?

ক. 7, -8 খ. 8, -7 গ. 5, -6 ঘ. 14, -4

উত্তরঃ খ. 8, -7

৫৮. Fifty miles … a long distance.

ক. is খ. are গ. be ঘ. has

উত্তরঃ ক. is

৫৯. ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

ক. বাহাদুরি খ. জেঠামি গ. জমিদারি ঘ. ডাক্তারি

উত্তরঃ ক. বাহাদুরি

৬০. গ্লান্ডস্লাম কথাটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক. বিলিয়ার্ড খ. লনটেনিস গ. টেবিল টেনিস ঘ. দাবা

উত্তরঃ খ. লনটেনিস

৬১. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

ক. শিরোশ্চেদ, দারিদ্র্য, সমীচিন খ. শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন

গ. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন ঘ. শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

উত্তরঃ গ. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

৬২. বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়?

ক. সৈয়দপুর খ. ঢাকা গ. রাজশাহী ঘ. চট্টগ্রাম

উত্তরঃ ক. সৈয়দপুর

৬৩. His speech is void … any meaning.

ক. of খ. to গ. with ঘ. at

উত্তরঃ ক. of

৬৪. Choose the correct sentence-

ক. I know what does he wants? খ. I know what does he wants?

গ. I know what he want? ঘ. I know what he wants.

উত্তরঃ ঘ. I know what he wants.

৬৫. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

ক. ১২৮ মিটার খ. ১৪৪ মিটার গ. ৬৪ মিটার ঘ. ৯৬ মিটার

উত্তরঃ ক. ১২৮ মিটার

৬৬. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল কত?

ক. ১৮০° খ. ২৭০° গ. ১৫০° ঘ. ৩৬০°

উত্তরঃ ঘ. ৩৬০°

৬৭. ‘to genuflect’ means-

ক. to be genuine খ. to reflect গ. to bend the knee ঘ. to be flexible

উত্তরঃ গ. to bend the knee

৬৮.’অম্বু’ এর সমার্থক শব্দ কোনটি?

ক. বাতাস খ. সুর্য গ. পানি ঘ. অক্ষি

উত্তরঃ গ. পানি

৬৯. ‘David Copperfield’ is a/an… novel.

ক. Victorian খ. Modern গ. Romantic ঘ. Elizabethan

উত্তরঃ ক. Victorian

৭০. নীচের কোন প্রযুক্তি ‘Pay as you go’ সার্ভিস মডেল অনুসরণ করে?

ক. Internet of Things খ. Cloud Computing

গ. Client Server System ঘ. Big Data Analysis

উত্তরঃ খ. Cloud Computing

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

See/download Bangladesh Railway Ticket Collector Exam Question 2024 from the below images: 

 

BR-TC-1

BR-TC-2

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay on our website jobstestbd.com

Railway TC MCQ Exam Question Solution 2024:

The authority has published the Bangladesh Railway TC Exam Question and Solution 2024. Bangladesh Railway all information is given below. Bangladesh Railway is one of the largest Government organizations in Bangladesh. Bangladesh Railway has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Bangladesh Railway is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers looking for better employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →