BCSIR Exam Question Solution 2022

BCSIR Exam Question Solution 2022 is available below. Bangladesh Council of Scientific and Industrial Research Exam Question Solution 2022 has been solved by our educational team. BCSIR Written Exam Question Solution 2022 is good news for job seekers in Bangladesh. All information on the Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) Exam Question Solution 2022 is available below. Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) is a government organization in Bangladesh.

 

 

 

 

BCSIR Exam Question Solution 2022: 

Organization Name: Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR)

Post Name and Vacancy:

1. Scientific Officer – 01

2. Receptionist Cum Office Assistant – 01

3. Electrician – 01

 

Total Vacancy: 03 

 

Exam Date: 18 March 2022

 

 

 

See/download Bangladesh Council of Scientific and Industrial Research Exam Question Solution 2022 from below: 

পদের নাম: রিসিপসনিস্ট কাম অফিস সহকারী

পরীক্ষার তারিখঃ ১৮ মার্চ ২০২২

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

 

বাংলা অংশ সমাধানঃ 

১. সন্ধি বিচ্ছেদ করুন।

সিংহাসন = সিংহ + আসন

নিষ্কর = নিঃ + কর

সন্ধি = সম্ + ধি

কৃষ্টি = কৃষ্ + তি

শিরচ্ছেদ = শিরঃ + ছেদ 

২. বিপরীত শব্দ লিখুন।

সৌম্য = উগ্র

দুর্জন = সজ্জন

উৎকর্ষ = অপকর্ষ

সুশীল = দুঃশীল

ঐক্য = বিভেদ

৩. সমার্থক শব্দ লিখুন। 

সমুদ্র = জলধি

রাত = রজনী

অরণ্য = জঙ্গল

পৃথিবী = অবনী

সূর্য = রবি

৪. “নবান্ন উৎসব” বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন। 

নবান্ন” শব্দের অর্থ “নতুন অন্ন”। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিসংশ্লিষ্ট অনেক উৎসব রয়েছে। নবান্ন উৎসব এর মধ্যে অন্যতম। বাংলাদেশের অধিকাংশ জনগণই কৃষিজীবী। কঠিন মাটিকে তারা তাদের শ্রম ও শক্তির দ্বারা নমনীয় করে সেখানে প্রাণের জোয়ার সৃষ্টি করে। রােদ-বৃষ্টি মাথায় নিয়ে অসম্ভব খাটুনির পর খেতের সােনালি ফসল যখন তারা ঘরে তুলতে পারে তখন তাদের প্রাণেও আনন্দের বান ডেকে যায়। নবান্ন উৎসব এই আনন্দমুখর প্রাণেরই উৎসব। হেমন্তের শুরু থেকেই সারা বাংলার ঘরে ঘরে ফসল তােলার ধুম পড়ে যায়। তখন এই লােকউৎসব গ্রামবাংলার ঘরে ঘরে পালিত হয়। উৎসবের দিন ভাের না হতেই ছেলেমেয়েরা ঘরের বাইরে এসে ছড়া কেটে দাঁড় কাকদের নিমন্ত্রণ করত। এ দিন ভােরে নতুন ধানের নতুন চাল পেঁকিতে কোটা হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ির প্রবীণরা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন এবং ছােট ছেলে-মেয়েরা নতুন জামা-কাপড় পরে। এরপর বাড়ির উঠোনে গর্ত করে জ্যান্ত কই মাছ ও দুধ দিয়ে একটি বাঁশ পোঁতা হয়। একে বলে বীর বাঁশ। বীর বাঁশের প্রতিটি কঞ্জিতে নতুন ধানের ছড়া বাঁধা হয়। বীর বাঁশ পোঁতার পর একটি কলার খােলে চাল মাখা কলা ও নারকেলের নাড়ু কাককে খেতে দেওয়া হয়। কাককে কেন্দ্র করে অনুষ্ঠিত এ পর্বটির নাম কাকবলি ‘। এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ আহার করে না। শস্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে পূজা এবং নবান্ন দিয়ে পরে সকলে আহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বেশ ঘটা করেই পালন করে নবান্ন উৎসব। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানে রাজধানীবাসী উপভোগ করে থাকে। নানা রকমের পিঠাপুলির আয়োজন থাকে নবান্ন উৎসবে। আমাদের দেশে নবান্ন উৎসবে অঞ্চলভেদে চলে জারি, সারি, মুর্শিদি, লালন, পালা ও বিচার গান। আর মেলায় পাওয়া যায় নানা স্বাদের খাবার। ছোটদের বাড়তি আনন্দ দিতে মেলায় আসে নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস, বায়োস্কোপ। ক্রমান্বয়ে এই লােক উৎসবটি সকল সম্পদায়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে নবান্ন উৎসবের ব্যাপকতা কিছুটা হ্রাস পেয়েছে। আমাদের উচিত বাংলা ও বাঙালির এই লােক ঐতিহ্যকে টিকিয়ে রাখা।

 

ইংরেজি অংশ সমাধানঃ   

৫. Write a short paragraph on “Independence Day”.

Man is born to be free. When he loses his freedom, he starts protesting. To get freedom, he can do anything even he can sacrifice his life. Bangladesh’s Independence Day is celebrated on March 26th, Bangladesh National Day. On the night of 25 March 1971, the people of East Pakistan started formally their own struggle for independence. On 27 March, Ziaur Rahman called on Bangabandhu Sheikh Mujibur Rahman to formally participate in the War of Liberation from the Kalurghat Radio Station of Chittagong to the people of Bangladesh. On January 22, 1972, a notification was celebrated as National Day in Bangladesh and officially declared a holiday on this day. Independence day is a memorable day for all Bengali people because we received a letter of our Independence after a 9-month bloody war that killed 3 million people. That’s why we observe this day as our Independence. Every year Independence day is observed with some occasions and respectable way. On this day early in the morning, we hoisted our national flag. All schools and colleges, Madrasha & and another educational institute, government, and non-government all of the official word remain closed on the day. The day is begun with 31 gunshots. During the morning we go to Shahid Minar to offer flowers for the Martyrs. We observe one-minute silence for the forgiveness of their souls. We got this freedom for them. We can not ever pay the debt to the martyrs. They are the observe one-minute silence for the forgiveness of their souls. We got this freedom for them. We can not ever pay the debt to the martyrs. They are the real yoke We should remember the martyrsreal warriors.  We should pray to the Almighty Allah for the forgiveness of the martyrs. After flowering at the Shaheed Minar, we come home with a procession. After returning home, we went back to the educational institute to do the next ceremony. Then we organize different memorials for the martyrs, such as poetry recitation, lectures, patriotic songs, etc. There are also several sports competitions that are appreciated. We spent a whole day at one of the events. Independence is more important for all Nations because Man is born to be free. When he loses his freedom, he starts protesting. To get freedom, he can do anything even he can sacrifice his life. And the martyrs have proved this through their self-sacrifice. We never forget them. That is why I sing in the song. Those who brought Bengal’s independence in exchange for a sea of ​​blood, we do not forget you. Never forget you.

 

৬. Transform the sentences.

a) He was absent in the class (Make it negative). Ans: He was not present in the class. 

b) Do or Die (Make it complex). Ans:  If you don’t do, you will die.

c) Had I the wings of a dove! (Make it assertive). Ans: I wish I had got the wings of a dove.

d) Karim is the best boy in the class (Make it positive). Ans: No boy in the class is as good as Karim.

e) Rome was not built in a day (Change the voice). Ans: The Romans did not build Rome in a day.

 

৭. Translate into English.

a) সে এক কথার মানুষ। = He is a man of word. 

b) বিষয়টি বিবেচনাধীন। = The matter is under consideration. 

c) আমি কি পরেরটায় যেতে পারি? = Am I allowed to leave for the next?

d) তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ? = Are you going to attend their wedding?

e) তুমি কি উপস্থাপনায় দক্ষ? = Are you good at presentation?

 

৮. Make sentences rearranging words.

a) doing, you, what, are, moment, the, at = What are you doing at the moment? 

b) mother’s, is, international, 21st, language, February, Day, the = 21st February is the international mother’s language day. 

c) Know, do, picture, you, how, draw, to, a = Do you know how to draw a picture? 

d) poetry, I, Jasim, like, the, of, Uddin = I like the poetry of Jasim Uddin. 

e) your, keep, always, cool, head = Keep your head always cool. 

 

গণিত অংশ সমাধানঃ  

৯. রহিম সাহেবের ২৪০০০ টাকা আছে। তিনি এই টাকার ৫/১২ অংশ এতিমখানায়, ৩/৮ অংশ শিক্ষা-প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? 

উত্তরঃ ৫০০০ টাকা

 

১০. রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার হাঁটে। কে দ্রুত হাঁটে? 

উত্তরঃ মিনা দ্রুত হাটে

 

১১. বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হল। আসল কত ছিল? 

উত্তরঃ  ১১২০০ টাকা

১২) x2– 5x + 1 = 0 হলে x3+1/x3=? 

উত্তরঃ 110 

১৩) 2x2– 3x – 20 এর উৎপাদক বিশ্লেষণ করুন?

উত্তরঃ (x – 4) (2x + 5) 

 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

১৪. এক কথায় উত্তর দাও। 

ক) হাইব্রিড গাড়ির জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়?

উত্তরঃ প্রাথমিক শক্তি হিসেবে ব্যাটারি এবং দ্বিতীয় শক্তি হিসেবে জ্বালানি তেল ব্যবহৃত হয়।

খ) জৈব প্রযুক্তি কাকে বলে?

উত্তরঃ যে প্রযুক্তির সাহায্যে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্যসম্পন্ন জীব এর উদ্ভাবন বা উক্ত জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা যায়, সে প্রযুক্তিকে জৈব প্রযুক্তি বলে।

গ) Google কী?

উত্তরঃ ইন্টারনেট থেকে যেকোনো বিষয়ে সঠিক তথ্য (information, videos, software, movies, images) সহজে বের করে নেয়ার জন্য এই গুগল সার্চ ইঞ্জিন (Google search engine) আজ বিশ্বে সব থেকে বেশি ব্যবহার করা হয়। 

ঘ) রংপুর ও দিনাজপুর জেলা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

উত্তরঃ ৬ নং সেক্টরের অধীনে ছিল।

ঙ) কত সালের কত তারিখে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?

উত্তরঃ ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে

চ) জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লিখুন।

উত্তরঃ ইউনিসেফ, বিশ্বব্যাংক,  ইউএনডিপি, খাদ্য ও কৃষি সংস্থা

ছ) বঙ্গবন্ধু পাকিস্তানের কোন কারাগারে ছিলেন? 

উত্তরঃ মিয়ানওয়ালি কারাগার

জ) SDG-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Sustainable Development Goals

ঝ) বাংলাদেশের পঞ্চম আদমশুমারি কবে হয়?

উত্তরঃ ২০১১ সালের ১৫-১৯ মার্চ 

ঞ) বঙ্গবন্ধু রচিত ৩টি বইয়ের নাম লিখুন।

উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন।

ট) মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়?

উত্তরঃ মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে।

ঠ) কি কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়?

উত্তরঃ ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চাওয়া নিয়ে 

ড) “সোনার তরী” কাব্যগ্রন্থের কবি কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

ঢ) বিসিএসআইআর-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Bangladesh Council of Scientific and Industrial Research

ণ) কম্পিউটার কম্পোজে ডকুমেন্ট সেভ হয় কীভাবে?

উত্তরঃ ডকুমেন্ট সেভ করার নিয়মঃ  

১. ডকুমেন্ট তৈরি শেষ হওয়ার পর ফাইল মেনুতে ক্লিক করলে একটি কমান্ড লিস্ট আসবে। 

২. Save কমান্ডে ক্লিক করলে Save As ডায়ালগ বক্স আসবে। 

৩. File Name বক্সের মধ্যে যে নামে ডকুমেন্ট Save করতে হবে সে নামে লিখতে হবে।

৪. Save বাটনে ক্লিক করলেই ডকুমেন্টটি নির্ধারিত নামে সেভ হয়ে যাবে।

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

BCSIR Exam Question Solution 2022:

BCSIR Exam Question Solution 2022 is available above. Bangladesh Council of Scientific and Industrial Research Exam Date and Admit Download 2022 all information is given above. Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) is one of the largest Government organizations in Bangladesh. Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Bangladesh Council of Scientific and Industrial Research is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

 

Contact Us:

If you want to give advertisement on our website for any product of your organization please contact with us by following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →