Railway Khalasi Exam Question Solution 2022

Railway Khalasi Exam Question Solution 2022 has been published. Bangladesh Railway Exam Question Solution 2022 has been published by the authority. Bangladesh Railway Khalasi MCQ Exam Question Solution 2022 is good news for job seekers in Bangladesh. All information on Bangladesh Railway Khalasi Exam Question Solution 2022 is available below. The Bangladesh Railway is a Government Organization in Bangladesh.

 

 

 

Railway Khalasi Exam Question Solution 2022:

Organization Name: Bangladesh Railway

See more…

Post Name Name And Vacancy:

1. Khalasi – 1086

Total Vacancy: 1086 

 

The Circular information:

Application Last Date: 10 February 2022

Application Start Date: 20 December 2021

MCQ Exam Date: 25 November 2022

Exam Time: 10.00 AM to 11.00 AM

Total MCQ Exam candidates: 267726

See/download Railway Khalasi Exam Question Solution 2022 below: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রেলওয়ে

পদের নামঃ খালাসী 

সময় : ১ ঘণ্টা

পূর্ণমান: ৭০ 

প্রতিটি উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

Solved and Edited By www.jobstestbd.com

১। মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে?

(ক) ১০ই এপ্রিল ১৯৭১ (গ) ১৪ই এপ্রিল ১৯৭১ (গ) ১৭ই এপ্রিল ১৯৭১ (ঘ) ১লা এপ্রিল ১৯৭১ উ. গ 

২। 3x² + x +10 উৎপাদক বিশ্লেষণা

(ক) (x+2)(3x-5) (খ) (3x+2)(x – 5) (গ) (x-2) (3x + 5) (ঘ) (3x-2) (x+5) উ. ক 

৩. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? 

(ক) পল্লী সমাজ   (খ) শেষ প্রশ্ন   (গ) পদ্মরাগ   (ঘ) পরিণীতা উ. গ 

৪। Write the noun form of ‘Choose’ – 

(ক) Chosen (খ) Choice (গ) Choosing (ঘ) Chosened  উ. খ 

৫। Translate into english, এই চাকরিটি আমার খুবই প্রয়োজন। 

(ক) I need this job badly. (খ) I need this job urgently. 

(গ) I need this work very urgently. (ঘ) I am in need of this job.  উ. ক 

৬। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী? 

(ক) ক্ষণস্থায়ী বস্তু (খ) অর্থের কু প্রভাব (গ) তীব্র জালা (ঘ) অসম্ভব বস্তু  উ. খ 

৭। ১ ইঞ্চি = কত সেন্টিমিটার? 

(ক) ২.৪৫ (খ) ৩.২৮ (গ) ২.৫৪ (ঘ) ৩৯.৩৭  উ. গ 

৮। শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?  ২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ………..

(ক) ১৩ (খ) ৪৩ (গ) ৩৩ (ঘ) ৮০                   উ. ঘ 

৯। Fill in the blank.  Call ……a doctor immediately 

(ক) at          (খ) with      (গ) in       (ঘ) for                   উ. গ 

১০। অগ্নি নির্বাপক যন্ত্রে কি গ্যাস ব্যবহৃত হয়?

(ক) অক্সিজেন  (খ) নাইট্রোজেন  (গ) মিথেন  (ঘ) কার্বন ডাই অক্সাইড   উ. ঘ 

১১। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 

(ক) ১২১১ (গ) ১২০৪ (গ) ১২১২ (ঘ) ১২০০ উ. খ 

১২। সমকোণী ত্রিভুজের অনুপাত কোনটি? 

(ক) ৬:৪:৩  (খ) ৬:৫:৩ (গ) ১২:৮:৪ (ঘ) ১৩: ১২: ৫     উ.  ঘ 

১৩। Fill in the blank. He is ignorant ……this law.

(ক) to     (খ) about    (গ) of      (ঘ) with       উ. গ 

১৪। বঙ্গবন্ধু কবে ‘ছয় দফা’ ঘোষণা করেন

(ক) ৩ জানুয়ারি ১৯৬৬  খ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬  

(গ) ১ ফেব্রুয়ারি ১৯৬৬   (ঘ) ১৫ জুন ১৯৬৬ উ.  খ 

১৫। ১০টি বানর ১ মিনিটে ১০টি কলা খেতে পারে। ৫০টি বানরের ৫০টি কলা খেতে কত সময় লাগবে?

(ক) ১ মিনিট    (খ) ৫ মিনিট   (গ) ১০ মিনিট   (ঘ) ৫০ মিনিট  উ. ক 

১৬। ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যের নায়িকার নাম কী?

 (ক) মধুমালা   (খ) রুপাই     (গ) সাজু     (ঘ) দুলী    উ. গ

১৭। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? 

(ক) দুই  (খ) চার  (গ) তিন  (ঘ) পাঁচ                 উ. গ

১৮। এক কথায় প্রকাশ করুন ‘হাতির ডাক’ 

(ক) অগ্রিন      (খ) বৃংহতি     (গ) হ্রেষা     (ঘ) কেকা উ. খ 

১৯।The plural form of ox-

(ক) oxes    (খ) oxis    (গ) oxen    (ঘ) oxess      উ. গ 

২০। খাঁটি বাংলা শব্দ কোনটি? 

(ক) হালুয়া     (খ) চাঁদ      (গ) ঈদ      (ঘ) ঢোল উ. ঘ 

২১। একটি বৃত্তের ব্যাস 20 সে.মি. হলে উহার ক্ষেত্রফল কত?

(ক) 314 বর্গ সে.মি. (খ) 326 বর্গ সে.মি. (গ) 400 বর্গ সে.মি. (ঘ) 324 বর্গ সে.মি. উ. ক 

২২। পাঁচটি সংখ্যার গড় ৪৬ | সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫ | পঞ্চম সংখ্যাটি কত? (ক) ৪৮    (খ) ৪৯     (গ) ৫০      (ঘ) কোনটিই নয়    উ. গ 

২৩। ০.১ × ০.০৩ ×  ৪.০ = ?

(ক) ০.১২ (খ) ০.০১২ (গ) ১.২০ (ঘ) ০.১২০ উ. খ 

২৪। ‘Crocodile tears’ means

 (ক) Real love  (খ) Emotion  (গ) Pretend to cry  (ঘ) Foolish  উ. গ 

২৫। Shallow এর বিপরীত অর্থবোধক (antonym) শব্দ 

(ক) Deep     (খ) Small    (গ) Long    (ঘ) Heavy      উ. ক  

২৬। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? 

(ক) মেঘনা    (খ) যমুনা    (গ) কপোতাক্ষ     (ঘ) ব্রহ্মপুত্র   উ. ঘ 

২৭। Walking is good for health. Here walking is- 

(ক) Adjective   (খ) Adverb   (গ) Gerund   (ঘ) Participle   উ.  গ 

২৮। a+b = 3 এবং ab = 2 হলে a³ + b³ = ? 

(ক) 9    (খ) 27    (গ) 18     (ঘ) 12        উ. ক  

২৯। Write the correct spelling 

(ক) fassinate   (খ) fascinate    (গ) faccinate   (ঘ) fesinate   উ. খ 

৩০। Change into indirect form – He said, “I am writing a letter”.

(ক) He said that he was writing a letter. (খ) He said that he is writing a letter.

(গ) He said that he has written a letter.(ঘ) He said that he has been writing a letter.উ. ক 

৩১। ‘Go there at once’ is an  …… sentence 

(ক) Imperative   (খ) Optative   (গ) Exclamatory    (ঘ) Interrogative   উ. ক 

৩২। x³ – 2x², x² -4 ও xy – 2y এর গ.সা.গু কত?

(ক) (x+2)     (খ) (x-2)      (গ) (x+4)     (ঘ) x(x-2)  উ. খ 

৩৩। ‘লাঠালাঠি’ কোন সমাস? 

(ক) প্রাণি (খ) তৎপুরুষ (গ) কর্মধারয় (ঘ) ব্যতিহার বহুব্রীহি  উ. ঘ 

৩৪। Change the voice- He teaches us English. 

(ক) We are taught English by him.    (খ) English is taught by him. 

(গ) We taught English by him.      (ঘ) We teach English to him.  উ. ক 

৩৫। Translate into english- ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে।

(ক)The train leaves in right time. (খ) The train has left at right time.

(গ) The train is leaving in just time. (ঘ) The train has right time left.   উ. খ 

৩৬। কোনটি জংশন স্টেশন? 

(ক) ঢাকা     (খ) রাজশাহী    (গ) আখাউড়া   (ঘ) খুলনা      উ.  গ 

৩৭। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? 

(ক) লুইপা    (খ) শরপা    (গ) কাহ্নপা    (ঘ) ভুসুকপা  উ. গ 

৩৮। একটি কাজ ৩০ জন লোক ২০ দিনে সম্পন্ন করে। কাজ শুরুর ১০ দিন পর ১০ জন লোক চলে গেলে বাদ বাকী কাজ কত দিনে শেষ হবে?

(ক) ২০ দিনে    (খ) ১৮ দিনে    (গ) ১৫ দিনে    (ঘ) ২৪ দিনে     উ. গ

৩৯। ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? 

(ক) মর্মার্থে (খ) ক্ষুদ্রার্থে (গ) বৃহদার্থে (ঘ) বিপরীতার্থে    উ. খ

৪০। নীচের কোনটি বড়? 

(ক) ১৫/১৫ (খ) ১/১৫ (গ) ১.২৫ (ঘ) ০.১৫    উ. গ

৪১। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

 (ক) ঢাকা (খ) চট্টগ্রাম (গ) রাঙ্গমাটি (ঘ) খুলনা   উ.  গ

৪২। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ সে.মি. ও ২০ সে.মি. হলে উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

(ক) ৬০ সে.মি. (খ) ৩০ সে.মি.   (গ) ৪০ সে.মি. (ঘ) ৫২ সে.মি.  উ. গ 

৪৩। ‘পদ্মাবতী’ কার রচনা? 

(ক) সৈয়দ সুলতান (খ) শাহ মুহাম্মদ সগীর  (গ) আব্দুল হাকিম (ঘ) আলাওল  উ. ঘ  

৪৪। Transform into future perfect tense- ‘I am going to school’ 

(ক) I will go to school   (খ) I will be going to school

(গ) I will have going to school  (ঘ) I will have gone to school  উ. ঘ 

৪৫। কোন বানানটি শুদ্ধ? 

(ক) সংসপ্তক (খ) সংশপ্তক (গ) শংসপ্তক (ঘ) শংশপ্তক   উ. খ 

৪৬। ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হরো- 

(ক) নৌ + ইক     (খ) নবৌ + ইক   (গ) নবো + ইক (ঘ) না + বিক   উ. ক 

৪৭। কোনটি সমার্থক শব্দ নয়? 

(ক) সন্দেশ (খ) সংবাদ (গ) বার্তা (ঘ) গুজব    উ. ঘ    

৪৮। জাপানের পার্লামেন্টের নাম কি?

 (ক) ডায়েট (খ) ফোকেটিং (গ) রিক্সড্যাগ (ঘ) রাইখস্ট্যাগ   উ. ক 

৪৯। The writer of ‘Daffodil’ poem- 

(ক) ‍Shakespeare (খ) P.B.Shelly (গ) Wordsworth (ঘ) John Keats   উ. গ

৫০। ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি? 

 (ক) চতুরতা (খ) চতুরালি (গ) চতুর (ঘ) চৈতন্য     উ.গ

৫১। ৪৫º এর সম্পূরক কোণের মান কত? (ক) ১৩৫º (খ) ১৪৫º (গ) ৩৫º (ঘ) ৪৫º  উ. ক

৫২। Passion এর সমার্থক (Synonym) শব্দ- 

(ক) Despise (খ) Love (গ) Zeal (ঘ) Fanatic উ. গ 

৫৩। ৭২০ এর ৬.৫% কত? (ক) ৩৭ (খ) ৪৬.৮ (গ) ৫৬.৪ (ঘ) ৪৯         উ. খ

৫৪। The meaning of ‘Crying need’ is- 

(ক) useful (খ) very favourite (গ) urgent need (ঘ) valuable    উ. গ

৫৫। Write feminine form of ‘Host’ 

(ক) Hosten (খ) Hosts (গ) Hostess (ঘ) Hostes উ. গ 

৫৬। ‘অমৃত’ এর বিপরীত শব্দ কোনটি? 

(ক) গরল (খ) বিষাক্ত (গ) তিক্ত (ঘ) বিরল   উ. ক

৫৭। Fill in the blank– Do not get ….. the running train. 

(ক) to (খ) at (গ) into (ঘ) on     উ. গ 

৫৮। a² – a – 56 = 0 হলে  a = ? 

(ক) 8, -7  (খ) 8, 7 (গ) -8, 7 (ঘ) -8, -7   উ. ক 

৫৯। 9a² + 16b² এর সাথে কত যোগ করলে যোগফল একটি বর্গরাশি হবে?

(ক) 12ab (খ) 16ab (গ) 20ab (ঘ) 24ab      উ. ঘ 

৬০। ‘দশে মিলি করি কাজ’- এখানে ’দশে’ কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে ৭মী (খ) সম্প্রদান কারকে ৭মী 

(গ) কর্তৃকারকে ২য়া  (ঘ) কর্তৃকারকে ৪ র্থী  উ. ক 

৬১। এক কথায় প্রকাশ করুন- ‘অক্ষির সমীপে’ 

(ক) সমক্ষ (খ) পরোক্ষ (গ) প্রতক্ষ (ঘ) নিরপেক্ষ        উ.ক

৬২। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

(ক) গৌড়ীয় ব্যাকরণ (খ) ভাষা ও ব্যাকরণ (গ) বর্ণ পরিচয়  (ঘ) সরল বাংলা ব্যাকরণ   উ. ক

৬৩। পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত ৩ : ১ হলে পুত্রের বর্তমান বয়স কত? 

(ক) ৮ বছর (খ) ৫ বছর (গ) ১২ বছর (ঘ) ৭ বছর      উ. খ 

৬৪। একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

(ক) ৪০০ টকা (খ) ৪৬০ টাকা (গ) ৫০০ টাকা (ঘ) ৬০০ টাকা     উ. গ 

৬৫। ১৫ টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

(ক) ৪টি (খ) ৫টি (গ) ৬টি (ঘ) ১০টি   উ. ক 

৬৬। Put the correct article. He is ___ university student. 

 (ক) an (খ) a (গ) the (ঘ) that  উ.  খ 

৬৭। কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়? 

  (ক) গ্রাম (খ) মহল (গ) ক্ষেত্র (ঘ) দাম  উ.  গ 

৬৮। কোনটি দন্ত বর্ণ- 

(ক) ঙ   (খ) প   (গ) ছ         (ঘ) দ     উ.  ঘ 

৬৯। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? 

(ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর (খ) লোহিত  সাগর ও আরব সাগর 

(গ) উত্তর সাগর ও দক্ষিণ সাগর (ঘ) ভারত মহাসাগর ও আরব সাগর    উ. ক  

৭০। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? 

(ক) যুক্তরাষ্ট্র  (খ) ইউক্রেন

(গ) রাশিয়া (ঘ) বাংলাদেশ উ. ক  

 

See/download Railway Khalasi Exam Question 2022 from the below images: 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible. 

For more updates stay with our website jobstestbd.com

Railway Khalasi Exam Question Solution 2022:

Bangladesh Railway Khalasi Exam Question Solution 2022 has been published by the authority. Bangladesh Railway Job Circular 2022 all information is given above. Bangladesh Railway is one of the largest Government organizations in Bangladesh. The Bangladesh Railway Job Circular 2022 is given on our website jobstestbd.com. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs on this website are not for unemployed people but also for employed people too. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tunes in to our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to give advertisement on our website for any product of your organization please contact with us by following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.