Primary Assistant Teacher 2nd Phase Exam Question Solution 2024

Primary Assistant Teacher 2nd Phase Exam Question Solution 2024 is available below. Primary 2nd Step Exam Question Solution 2024 has been solved by our educational team. Primary Assistant Teacher 2nd Phase MCQ Exam Question Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on Primary Teacher 2nd Phase Exam Question and Solution 2024 is available below. The Directorate of Primary Education (DPE) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Primary Assistant Teacher 2nd Phase MCQ Exam Question Solution 2024:

Organization Name: Directorate of Primary Education (DPE)

See more…

 

 

 

Job Circular: Group 02 (Rajshahi, Khulna, and Mymensingh Division) 

Post Name: Assistant Teacher

2nd Phase Circular Division: Rajshahi, Khulna, and Mymensingh Division

 

 

2nd Phase MCQ Exam Date: 02 February 2024

Exam Time: 10.00 AM to 11.00 AM

2nd Phase Rajshahi, Khulna, and Mymensingh Division Total MCQ Exam Candidates: 439438

Total Districts: 22 Districts

Number of Centres: 603

Exam Taker: BUET

 

 

 

 

See/download Primary Assistant Teacher 2nd Phase Exam Question Solution 2024 from below: 

পদের নামঃ সহকারী শিক্ষক

পরীক্ষার তারিখঃ ০২ ফেব্রুয়ারি ২০২৪

ধাপঃ ২য় ধাপের পরীক্ষা (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ)

সময়: ৬০ মিনিট (১ ঘণ্টা)

পূর্ণমান: ৭৫

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

 

সমাধানকৃত প্রশ্নের সেট- পদ্মা 

 

১। ‘Thank you very much’ – এ বাক্যে very শব্দটি একটি-

ক. Adjective খ. Adverb গ. Noun ঘ. Pronoun  

উত্তরঃ খ. Adverb

২। একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘণ্টায় ১০০ কি.মি. হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?

ক. ১০০ কি.মি. খ. ৫০ কি.মি. গ. সমাধান সম্ভব নয় ঘ. ২০০ কি.মি. 

উত্তরঃ খ. ৫০ কি.মি.

৩। বর্গক্ষেত্রের এক বাহু  4 মিটার হলে কর্ণ কত মিটার?

ক. ১৬ খ. 42 গ.24 ঘ. 32

উত্তরঃ খ. 4

৪। কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া – হেতু অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে ?  

ক. ব্যাপার খ. নিমিত্ত গ.প্রার্থনা ঘ. প্রসঙ্গ

উত্তরঃ খ. নিমিত্ত

৫। Adjacent to- Phrase এর অর্থ-

ক. নিকটবর্তী খ. বিপরীত দিক গ.  বিরক্ত হওয়া ঘ. আশির্বাদ করা

উত্তরঃ ক. নিকটবর্তী

৬। ‘মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি’- গানের গীতিকার কে?

ক. আপেল মাহমুদ খ. আহমেদ ইমতিয়াজ বুলবুল

গ. নজরুল ইসলাম বাবু ঘ. গোবিন্দ হালদার 

উত্তরঃ ঘ. গোবিন্দ হালদার

৭। বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?

ক. ঢাকা খ. সিলেট গ. ময়মনসিংহ ঘ. বরিশাল

উত্তরঃ ক. ঢাকা

৮। ‘মুক্তি পেতে ইচ্ছুক’ এক কথায় কি বলে?

ক. মুমুক্ষু খ.মূমূক্ষ গ.মুমূক্ষ ঘ.মুমুক্ষা

উত্তরঃ ক. মুমুক্ষু

৯। পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

ক. ৯ খ. ১৫ গ. ১২ ঘ. ১১

উত্তরঃ খ. ১৫

১০। Pen through the line এর সঠিক অনুবাদ-

ক. লাইনটি মুছে দাও খ. লাইনের উপর কলম ছোড়া

গ. লাইন বরাবর কলম চালানো ঘ. লাইনটি কেটে দাও

উত্তরঃ ঘ. লাইনটি কেটে দাও

১১। ১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-

ক. ২০% খ. ১৫% গ. ১৬.৬৭% ঘ. ১৮.৭৫%

উত্তরঃ গ. ১৬.৬৭%

১২। ‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. চালাক খ.  খনা গ. ছাতক ঘ. মহাজন

উত্তরঃ ঘ. মহাজন

১৩। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে?

ক. দ্বি-মাত্রিক খ. ত্রি-মাত্রিক গ. কোনটিই নয় ঘ. এক মাত্রিক

উত্তরঃ ক. দ্বি-মাত্রিক

১৪। কোনটি সঠিক?

ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস) খ.  কাঁদো নদী কাঁদো (কাব্য)

গ. বহিপীর (নাটক) ঘ.  মহাশ্মশান (নাটক)

উত্তরঃ গ. বহিপীর (নাটক)

১৫। বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?

ক. ১১ ১\% খ. ১২% গ. ১০% ঘ. ১৮ ১\%

উত্তরঃ ক. ১১ ১\৯%

১৬। ১২টি বই থেকে ৫টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকেবে?

ক. ১৪২ খ. ১৮৮ গ. ১২০ ঘ. ১৪০ 

উত্তরঃ গ. ১২০

১৭। “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে”- এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?

ক. দায়িত্ববোধ খ. রাজা হওয়ার ইচ্ছা গ. স্বৈরতন্ত্র ঘ. রসবোধ 

উত্তরঃ ক. দায়িত্ববোধ

১৮। যদি x + 5y = 24 এবং x = 3y হয়, তাহলে y এর মান কত?

ক. 3 খ. 7 গ. 8 ঘ. 5

উত্তরঃ ক. 3

১৯। ১ মিলিয়ন = কত বিলিয়ন? 

ক. ০.১ বিলিয়ন খ. ০.০০০১ বিলিয়ন গ. ০.০১ বিলিয়ন ঘ. ০.০০১ বিলিয়ন

উত্তরঃ ঘ. ০.০০১ বিলিয়ন

২০। দেশি শব্দ নয় কোনটি?

ক. ঝিঙ্গা খ. ঢিল গ. মুড়কী ঘ. মাছি 

উত্তরঃ ঘ. মাছি

২১। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. ফোর্ট উইলিয়াম গ. রজনীকান্ত ঘ. চার্লস উইলকিন্স

উত্তরঃ ঘ. চার্লস উইলকিন্স

২২। কোনটি সঠিক বানান? 

ক. Pandulam খ. Pandolam গ. Pendulam

উত্তরঃ ঘ. Pendulum

২৩। সারাংশ কোন পুরুষ লিখতে হয়?

ক. মধ্যম খ. প্রথম গ. সবগুলো ঘ. উত্তম

উত্তরঃ খ. প্রথম

২৪। “হর্ষণ’ শব্দের অর্থ কি?

ক. দেখা খ. হাসা গ.চাষ করা ঘ. আনন্দ

উত্তরঃ ঘ. আনন্দ

২৫। x < 4 হলে নীচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে? 

 ক. 0 খ.  3 গ. সবগুলোই ঘ. -4

উত্তরঃ গ. সবগুলোই

২৬। One who deals in cattle is-

ক. jockey খ.seller গ.drover ঘ.auctioneer

উত্তরঃ গ.drover

২৭। ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? 

ক. দেনা-পাওনা  খ. পোস্টমাস্টার গ. হৈমন্তী ঘ. সমাপ্তি 

উত্তরঃ ঘ. সমাপ্তি

২৮। মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?

ক. ব্যাতিহার কর্তা খ.মূখ্য কর্তা গ. প্রযোজক কর্তা ঘ.প্রযোজ্য কর্তা 

উত্তরঃ খ.মূখ্য কর্তা

২৯। 12 + 22 + 32 ……… + x2 এর মান কত? 

ক. x খ.x(x+1)(2x+1)6 গ. x1+4 ঘ.xn

উত্তরঃ খ.x(x+1)(2x+1)6

৩০। ‘আমার জ্বর জ্বর লাগছে” এটি কোন ধরনের বাক্য? 

ক. মিশ্র খ. যৌগিক গ. দ্বিরুক্ত ঘ. সরল

উত্তরঃ ঘ. সরল

৩১। নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ ? 

ক. তৎসম উপসর্গ খ. বিদেশি উপসর্গ গ. তদ্ভব উপসর্গ ঘ. বাংলা উপসর্গ 

উত্তরঃ খ. বিদেশি উপসর্গ

৩২। কোন কবির মাতাও একজন কবি?

ক. আহসান হাবিব খ. বিষ্ণু দে গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ ঘ. জীবনানন্দ দাশ

৩৩। ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?

ক. ১.৮৫২ খ. ২.৮৭১ গ. ২.২৫৮ ঘ. ১.৮৫৫

উত্তরঃ ক. ১.৮৫২

৩৪। ECNEC এর বর্তমান সভাপতি কে?

ক. অর্থ মন্ত্রী খ. প্রধানমন্ত্রী গ. পরিকল্পনা মন্ত্রী ঘ. জনপ্রশাসন মন্ত্রী

উত্তরঃ খ. প্রধানমন্ত্রী

৩৫। Walking is good for health এ বাক্যে walking শব্দটি-

ক. Gerund খ. Adverb গ. Verb ঘ. Noun 

উত্তরঃ ক. Gerund

৩৬। “SIM” এর পূর্ণরূপ কী?

ক. Single intensive module খ. Subscriber identity module গ. Spot identity module ঘ. Small initiative module

উত্তরঃ খ. Subscriber identity module

৩৭। What is an epic?

ক. All of the answers খ. a short poem গ. a long poem ঘ. a sative

উত্তরঃ গ. a long poem

৩৮। Personnel এর বাংলা অর্থ কি?

ক. ব্যক্তিগত খ. কর্মীগণ গ. ব্যক্তি সম্পর্কীয় ঘ.ব্যক্তিগত বিষয়

উত্তরঃ খ. কর্মীগণ

৩৯। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ  দায়িত্ব পালন করে? 

ক. অভ্যন্তরীন সম্পদ বিভাগ  খ. পরিকল্পনা বিভাগ গ. অর্থ বিভাগ ঘ. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

উত্তরঃ ঘ. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

৪০। দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে ? 

ক. কোলন  খ. হাইফেন গ. কমা ঘ. সেমিকোলন

উত্তরঃ ঘ. সেমিকোলন

৪১। কোন গ্রন্থটি William Blake এর লেখা?

ক. The Traveller খ. The School Boy গ. The Daffodils ঘ. All of the above

উত্তরঃ খ. The School Boy

৪২। নিচের কোন গ্রন্থটির রচয়িতা H.G. Wells?

ক. The invisible Man খ. The Time Machine

গ. The First Man on the Moon ঘ. All of the above

উত্তরঃ ঘ. All of the above

৪৩। He will stick — nothing.

ক. to খ. with গ. of ঘ. for

উত্তরঃ ক. to

৪৪। কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত? 

ক. ২০০ টাকা  খ. ১৬০ টাকা গ. ১৪০ টাকা  ঘ.১০০ টাকা

উত্তরঃ গ. ১৪০ টাকা

৪৫। একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত  কত? 

ক. ২৫ : ১৬ খ. ৯ : ১৬ গ. ১৬ : ৯ ঘ. ১৬ : ২৫

উত্তরঃ ঘ. ১৬ : ২৫

৪৬। Ernest Hemingway কোন দেশের সাহিত্যিক?

ক. চিলি খ. যুক্তরাজ্য গ. আমেরিকা ঘ. জার্মানি

উত্তরঃ গ. আমেরিকা

৪৭। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-

ক. সাবিত্রী  খ. সুরবালা গ. গফুর ঘ. ষোড়শী

উত্তরঃ খ. সুরবালা

৪৮। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম 

ক. আলোক তরঙ্গ খ. গামা রশ্মি গ. মাইক্রোওয়েভ ঘ. অবলোহিত বিকিরণ 

উত্তরঃ গ. মাইক্রোওয়েভ

৪৯। ১ হতে ২০ পর্যন্ত সংখ্যাগেুলোর যোগফল কত?

ক. ২৪০ খ. ২২০ গ. ২৩০ ঘ. ২১০

উত্তরঃ ঘ. ২১০

৫০। যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?

ক. চতুর্ভুজ খ. ট্রাপিজিয়াম গ. রম্বস ঘ. সামন্তরিক

উত্তরঃ খ. ট্রাপিজিয়াম

৫১। Meticulous শব্দের অর্থ-

ক. অস্পষ্ট খ. মাধ্যমিক পাশ গ. যত্নবান ঘ. সামর্থ্যবান

উত্তরঃ গ. যত্নবান

৫২। একটি দেশের জিডিপির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। ঐ  দেশের মোট জনসংখ্যার ১.৮৫ মিলয়ন হলে মাথাপিচু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার? 

ক. ৪০৫ খ. ৪.০৫৪ গ. ৪০ ঘ. ৪০.৫৪০  

উত্তরঃ গ. যত্নবান

৫৩। ‘Worse’ শব্দটি Adjective এর কোন degree?

ক. Assertive খ. Positive গ. Comparative ঘ. Superlative 

উত্তরঃ গ. Comparative

৫৪। Fare শব্দটি দ্বারা কি বুঝায়?

ক. ভয় দেখানো খ. মেলা গ. ভাড়া ঘ.সুষ্ঠু  

উত্তরঃ গ. ভাড়া

৫৫। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৪২ খ. ১৪১ গ. ৮৭ ঘ. ১০৪

উত্তরঃ খ. ১৪১

৫৬। Which one is the incorrect sentence?

ক. Fetch some water for me. খ. We are united. গ. We reached at home yesterday. ঘ. He answered my questions

উত্তরঃ গ. We reached at home yesterday.

৫৭। We are having a friendly ___ about football.

ক. chat খ. whisper গ. report ঘ. gossip

উত্তরঃ ক. chat

৫৮। নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়?

ক. প্রতিসরণ খ. প্রতিসরাঙ্ক গ. প্রতিফলন ঘ. প্রতিধ্বনি 

উত্তরঃ ঘ. প্রতিধ্বনি 

৫৯। Praise শব্দের antonym কোনটি ?

ক. Scold খ. All of the answers গ. Rebuke ঘ. Reprimand

উত্তরঃ খ. All of the answers

৬০। উপসর্গের কাজ কি? 

ক. নতুন শব্দ গঠন করা  খ. শব্দের বিরতি প্রদর্শন গ. শব্দের লক্ষণ দেখানো ঘ. কোনটিই নয় 

উত্তরঃ ক. নতুন শব্দ গঠন করা 

৬১। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? 

ক. ফা-হিয়েন খ. হিউয়েন সাং গ. মা হুয়ান ঘ. মেগাস্থিনিস

উত্তরঃ ক. ফা-হিয়েন

৬২। ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? 

ক. উপন্যাসে  খ. কাব্য গ. প্রহসন ঘ. মহাকাব্য 

উত্তরঃ গ. প্রহসন

৬৩। ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি? 

ক. ব + ন + ধ + ন খ. বন্ + ধন্ গ. ব + ন্ধ + ন ঘ. বান + ধন 

উত্তরঃ খ. বন্ + ধন্

৬৪। OIC’র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক. কায়রো খ. জেদ্দা গ. রিয়াদ ঘ. তেহরান

উত্তরঃ খ. জেদ্দা

৬৫। ‘উদাত্ত পৃথিবী’ কাব্য গ্রন্থের রচয়িতা কে?

ক. সুভাষ মুখোপাধ্যায় খ. সুফিয়া কামাল

গ. কবি আল মাহমুদ ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ খ. সুফিয়া কামাল

৬৬। একটি পেন্সিলের ওজন ৫ গ্রাম। এটির ওজন মিলিগ্রামে কত হবে?

ক. ৫০০ খ. ৫০,০০০ গ. কোনটিই নয় ঘ. ৫০

উত্তরঃ গ. কোনটিই নয়

৬৭। Many শব্দের Synonym কোনটি?

ক. Numerous খ. Enormous গ. All of the answers ঘ. Several

উত্তরঃ গ. All of the answers

৬৮। মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?

ক. ৯০ খ. ৮০ গ. ৭৫ ঘ. ৭০

উত্তরঃ ক. ৯০

৬৯। কোন দেশে প্রথম ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?

ক. লিবিয়া খ. মিশর গ. লেবানন ঘ. তিউনিশিয়া

উত্তরঃ ঘ. তিউনিশিয়া

৭০। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন?

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খ. ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

গ. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়

৭১। নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি?

ক. আমাশয় ও ডায়াবেটিকস খ. ক্যান্সার ও স্ট্রোক

গ. টাইফয়েড ও ডায়াবেটিকস ঘ. কলেরা ও স্ট্রোক

উত্তরঃ খ. ক্যান্সার ও স্ট্রোক

৭২। She copied the word – এ বাক্যে copied শব্দটি-

ক. Adverb খ. Adjective গ. Verb ঘ. Noun

উত্তরঃ গ. Verb

৭৩। AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?

ক. সবগুলোই খ. 4 IR গ. Digital device ঘ. Cloud server

উত্তরঃ ঘ. Cloud server

৭৪। He would — arrested if he had tried unfair means এখানে শূন্যস্থানে কি বসবে?

ক. has been খ. be surely গ. have been ঘ. be Police

উত্তরঃ গ. have been

৭৫। 0.5 + 0.05 + 0.005 0.5 0.05 0.005 = কত?

ক. 0.550000625 খ. 0.550000525 গ. 0.550000425 ঘ. 0.550000325

উত্তরঃ ক. 0.550000625

 

 

Edited and Solved by Jobstestbd.com

 

 

See/download Primary Assistant Teacher 2nd Phase Exam Question 2024 from the below images: 

 

নিচের প্রশ্নের সাথে উপরের প্রশ্নের সমাধান মিলিয়ে নিন।  

 

Set: 2815 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

Primary Assistant Teacher 2nd Step Exam Question Solution 2024:

Primary 2nd Phase Exam Question Solution 2024 is available above. Govt Primary School Job has published circulars on several categorized posts. DPE is one of the largest Government organizations in Bangladesh. DPE has published a huge job circular by the Authority. All information regarding the appointment of DPE is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people too. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →