Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question Solution

Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question Solution is available below. MEFWD Previous Question Solution, Medical Education and Family Welfare Division Previous Question Solution, Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question And Solution, Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question And Answer, MEFWD Previous Question, Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question are search option to apply Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question Solution.

 

 

 

 

 

 

 

 

Medical Education and Family Welfare Division (MEFWD) Previous Question Solution:

Organization Name: Medical Education and Family Welfare Division (MEFWD)

See more…

 

Previous Exam Solution: (Year: 2021) 
Post Name:

1. Steno Typist Cum Computer Operator

2. Computer Operator

3. Cashier

4. Office Sohayok

 

 

 

Exam Date: 15 January 2021

 

 

See/download MEFWD Exam Question Solution 2021 from below: 

 

Solved by http://jobstestbd.com/

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

বাংলা অংশ সমাধানঃ 

১. অনুচ্ছেদ লিখুন ”৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ”

১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ এক ঐতিহাসিক ভাষণ। বাঙালিরা তাদের মহান নেতার নির্দেশের অপেক্ষায় ছিল যা ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রকাশ পায়। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ভাষণটি ইতিমধ্যে ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ৭ই মার্চের ভাষণের মাহাত্ম্য বিবেচনা করে কিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। আর ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় যা বাঙালি জাতির জন্য অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ই মার্চের ভাষণে শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে গর্জে ওঠার আহবান জানানো হয়। জাতির জনক যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারণ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানি শাসকরা ক্ষমতা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখার চেষ্টা শুরু করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদ আহ্বান করলেও ১লা মার্চ অপ্রত্যাশিতভাবে এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারাদেশে হরতাল পালিত হয়। ৩রা মার্চ তিনি পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি অসহযোগ আন্দোলনের মধ্যেই প্রদান করা হয়েছিল। ভাষণটিতে ৪টি দাবি তুলে ধরা হয় যা ছিল, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, হত্যার সুষ্ঠু বিচার, সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়া, সামরিক আইন প্রত্যাহারের আহ্বান। বঙ্গবন্ধু বাঙালির বদনাম যেন না হয় সে বিষয়েও ভাষণটিতে সতর্ক করেছেন। ভাষণটির প্রথম থেকে শেষ পর্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি কথা বিশ্লেষণধর্মী। বাঙালি জাতির স্বাধীনতার পরোক্ষ ঘোষণা ছিল ৭ই মার্চের ভাষণ। বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রই ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বাঙালি জাতির জনকের দেওয়া এই ঐতিহাসিক ভাষণটি সর্বকালের সেরা ভাষণ হিসেবে সারাবিশ্বে আলোচিত এর ফলস্বরূপ ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

 

২. এক কথায় প্রকাশ করুন। 

যা আঘাত পায়নি=উত্তরঃ অনাহত

অক্ষির অভিমুখে= উত্তরঃ প্রত্যক্ষ

অসূয়া নেই এমন নারী=উত্তরঃ অনুসূয়া

ঈষৎ পীত বর্ণ= উত্তরঃ আপীত/পীতাভ 

অধর প্রান্তের হাসি= উত্তরঃ বক্রোষ্ঠিকামর  

৩. এক কথায় উত্তর দিন। 

সুপ্ত এর প্রত্যয় কি= উত্তরঃ √স্বপ্ + ক্ত 

সন্দেশ কি ধরনের শব্দ= উত্তরঃ রূঢ়ি শব্দ

বিশেষ্য পদ কত প্রকার=উত্তরঃ পাঁচ  প্রকার

পঞ্চায়েত কোন পদ= উত্তরঃ বিশেষ্য পদ

আদেশ ক্রিয়ার কোন ভাব= উত্তরঃ অনুজ্ঞা ভাব

৪. সন্ধি বিচ্ছেদ করুন। 

বৃষ্টি=উত্তরঃ  বৃষ্+তি 

মস্যাধার=উত্তরঃ মসী + আধার

অন্বয়= উত্তরঃ অনু+অয়

শীতার্ত= উত্তরঃ শীত+ঋত 

সঞ্চয়= উত্তরঃ সম্ + চয় 

৫. লেখক এর নাম লিখুন। 

ওদের জানিয়ে দাও=উত্তরঃ শাহরিয়ার কবির (কবিতা) 

সবুজ মাঠ পেরিয়ে=উত্তরঃ  শেখ হাসিনা (সবুজের মাঠ পেরিয়ে’ শেখ হাসিনার একটি প্রবন্ধের বই। বইটি লিখেছেন কারাগারে বসে। সংসদ ভবন এলাকায় সাবজেলে বন্দী ছিলেন তখন, সেসব দিনের কথা স্থান পেয়েছে এই বইয়ে) 

 রাইফেল রোটি আওরাত=উত্তরঃ  আনোয়ার পাশা (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস) 

গোরা=উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১০ সালে রচিত ‘গোরা‘ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস) 

সময়ের প্রয়োজনে= উত্তরঃ  জহির রায়হান (ছোটগল্প) 

৬. ভাব সম্প্রসারণ করুন: 

”চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায় “

কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে”। 

মূল ভাবঃ
মহৎ যাঁরা, পরহিতব্রতী যাঁরা, তাঁরা নিজেকে বিলিয়ে দেন জগৎ ও জগৎবাসীর কল্যাণে। তাঁদের ব্যক্তিগত জীবনের দুঃখ, যন্ত্রণা, নিন্দা ও কালিমা যদি কিছু থাকে তবে তা তাঁরা একাকী বহন করেন, সর্বদা সচেষ্ট থাকেন সেই বিষ যেন অন্যকে স্পর্শ না করে। সমস্ত বিষজ্বালা সয়ে তাঁরা বিশ্বমানবকে দান করেন হিরন্ময় আলো। সে আলোতে মানুষের জীবন হয় আলোকিত।
সম্প্রসারিত ভাবঃ 
আকাশের চাঁদ যেমন তার কলঙ্ককে যথাসম্ভব ঢেকে রেখে স্নিগ্ধ জ্যোৎস্নার শুভ্রতা চড়িয়ে ঘুচিয়ে দেয় পৃথিবীর মালিন্যের অন্ধকার, মহামনীষীদের জীবনও তেমনি। তাঁরা ব্যক্তিগত জীবনে হয়তো অপরিসীম দুঃখ-ক্লেশ ভোগ করেন, অসম্মান ও লাঞ্ছনা সহ্য করেন, স্থলন ও ত্রুটিতে জড়িয়ে যান। কিন্তু তার বিন্দুমাত্রও তাঁরা অন্যকে স্পর্শ করতে দেন না। তাঁরা অপরিসীম গুণাবলি দিয়ে সেসব দুঃখ-ক্লেশ আড়াল করেন। অপরিসীম মমতা ও আন্তরিকতা দিয়ে অন্যের দুঃখ মোচনে ব্রতী হন, দুঃস্থ মানবতার জন্যে নিজের স্বস্তি বিলিয়ে দেন, অন্যের বিপদে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেন না, জ্ঞানের আলো ছড়িয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেন, মহৎ সাধনায় অনুপ্রাণিত করেন বিশ্বজনকে। হৃদয়ের বিশালতা দিয়ে এঁরা জয় করেন সকল সংকীর্ণতা, ক্ষুদ্রতা ও মালিন্যকে। মানব সভ্যতার ইতিহাসে হজরত মুহম্মদ (স.), শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, যিশু খ্রিস্ট, চৈতন্যদেব প্রমুখ ধর্মবেত্তাদের ভূমিকা এমনি। কেবল এই সব মহামনীষীই নন, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক, রাষ্ট্রনায়করাও বিশ্বজনের অন্তরকে আলোময় করে মানব সভ্যতার নিত্য নব উত্তরণে মহৎ অবদান রেখে আসছেন। এঁদের অনেকে জীবনে অপরিসীম দুঃখ দহনে জর্জরিত হয়েছেন। কিন্তু দুঃখজয়ী চেতনা দিয়ে তাঁরা শিল্প-সাহিত্য-বিজ্ঞানের নব নব সৃষ্টির সাহায্যে মানুষের জীবনে ছড়িয়েছেন আনন্দ ও আলো। তাঁদের অবদানেই পৃথিবী এগিয়ে চলেছে আলোর পথে।

Solved by http://jobstestbd.com/

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

ইংরেজি অংশ সমাধানঃ 

৭. Fill in the gaps. 

a) I have been looking—– you for a long time. উত্তরঃ for 

b) The train is running—time . উত্তরঃ on 

c) He is older than I—–five years. উত্তরঃ for/by  

d) Check— beast in you. উত্তরঃ the 

e) Only—— Omar can save our nation. উত্তরঃ a  

৮. ইংরেজিতে অনুবাদ করুন। 

ক) সে কথা না বলেই আমার পাশ দিয়ে হেঁটে গেল। =উত্তরঃ He walked past me without speaking

খ) হালিম যাই করুক পরিবার তার পিছেনে আছে।= উত্তরঃ Whatever Halim does, the family is behind him. 

গ) আমরা আগামী পরশু সাক্ষাৎ করি। =উত্তরঃ We are going to meet the next day. 

ঘ) তোমার উত্তর আমার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নয়। = উত্তরঃ Your answer is not relevant to my question. 

ঙ) একবারেই এসো।= উত্তরঃ Come for forever. 

৯. Write a paragraph: Coronavirus is a fatal disease. 

Coronaviruses are a large family of respiratory viruses that can cause illness in people and animals. In rare cases, coronaviruses that circulate among animals can evolve and infect humans. In turn, these infections can easily spread from person-to-person as was the case with Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) and Middle-East Respiratory Syndrome (MERS-CoV). An outbreak of the novel (new) coronavirus was first reported in December 2019 when cases of viral pneumonia with unknown origin were confirmed in Wuhan, Hubei Province, China. Because of its similarity to SARS-CoV, the virus has been named: Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-CoV-2). This virus causes the disease referred to as COVID-19 – Coronavirus disease 2019. Similar to other coronaviruses SARS-CoV-2 is suspected to have come from animals, potentially bats. The virus is primarily transmitted from person-to-person by coming into contact with an infected person’s droplets. When an infected person coughs, sneezes or exhales, droplets are expelled and can land in another person’s nose or mouth and inhaled into the lungs. The virus can be transmitted by an infected person not showing symptoms of illness. This is why it’s important to stay at least 2 metres (6 feet) apart. The most common symptoms include flu-like symptoms such as fever, dry cough, and shortness of breath or difficulty breathing. Symptoms can also include chills and repeated shaking, muscle pain, headache, sore throat, and loss of sense of taste or smell. Practice good hand hygiene. Wash your hands frequently and thoroughly with soap and water. Use an alcohol-based hand sanitizer containing at least 60% alcohol where soap and water are not available. Avoid close contact with those who appear sick. Avoid touching your face.

 

১০. Make sentences. 

Bad blood= উত্তরঃ (অসদ্ভাব বা কলহ)- There is bad blood between the two brother. 

Turn down= উত্তরঃ (হ্রাস করা)- Please turn down the price of rice in Bangladesh.   

Yellow dog= উত্তরঃ  (হীনচেতা লোক)- Sumon is a yellow dog for our society.    

End in smoke= উত্তরঃ (ব্যর্থতায় পর্যবসিত হওয়া)- The love story ended in smoke.   

Hard up= উত্তরঃ (অভাবগ্রস্ত)-  We are passing a hard up life. 

১১. Change the voice. 

a) Do you like me? উত্তরঃ  Am I liked by you? 

b) Please do the work. উত্তরঃ You are requested to do the work.   

c) He wants me to take some fruits. উত্তরঃ He wants some fruits to be given to him. 

d) He annoyed me. উত্তরঃ I was annoyed with him. 

e) The thief was caught. উত্তরঃ Someone caught the thief. 

১২. Write right form of verb. 

a) Each of the girls (be) present in the class Yesterday=উত্তরঃ was 

b) You , He and I (be) friends=উত্তরঃ are 

c) One fourth of the work (to finish)=উত্তরঃ has been done 

d) I already (forget) his name=উত্তরঃ have forgotten  

e) After (eat) rice I shall go to Market=উত্তরঃ eating 

Solved by http://jobstestbd.com/

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

গণিত অংশ সমাধানঃ  

১৩. একটি জমির ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করুন।

উত্তরঃ জমিটির দৈর্ঘ্য ১৬ মিটার আর প্রস্থ ১২ মিটার। 

১৪. একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60০ কোণ করে গাছের গোড়া থেকে 15√3 মিটার দূরে মাটি স্পর্শ করে।

উত্তরঃ ৪৫ মিটার  

১৫. এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন , প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১ টাকা হয়। তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন?

উত্তরঃ ৫০ টি  কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন। 

১৬. উৎপাদকে বিশ্লেষণ কর: 8x^3+12x^ 2+6x- 63 

উত্তরঃ (2x-3) (4×2 +12x + 21) 

Solved by http://jobstestbd.com/

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

১৭. পূর্ণ অর্থ লিখুন। 

ক) ICDDRB= উত্তরঃ International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh. 

খ) SPARRSO= উত্তরঃ Bangladesh Space Research and Remote Sensing Organization. 

গ) MICR= উত্তরঃ Magnetic ink character recognition. 

ঘ) SMTP= উত্তরঃ Simple Mail Transfer Protocol

ঙ) NAEM= উত্তরঃ National Academy for Educational Management 

১৮. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন (সাধারণ জ্ঞান) 

ক) স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত। 

খ) ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? উত্তরঃ ১৯৭২ সালের ১৯ মার্চ

গ) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কি?  উত্তরঃ  ফ্যালকন-৯ 

ঘ) অপারেশন থান্ডারবোল্ট কি? উত্তরঃ রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি অপারেশনের নাম ‘অপারেশন থান্ডারবোল্ট’।  

ঙ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ পঞ্চম তফসিলে 

চ) বিশ্বের গভীরতম খাল কোনটি? উত্তরঃ পানামা খাল

ছ) পদ্মা সেতুর দৈর্ঘ্য ও স্প্যান সংখ্যা কত? উত্তরঃ দৈর্ঘ্য ৬.১৫ কি.মি এবং ৪১ টি স্প্যান।    

জ) মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করেছিলেন কে?  উত্তরঃ এম.এ.জি. ওসমানী (তিনি তাজউদ্দিন আহমদ এর নির্দেশে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন) 

ঝ) ভারতের কতটি ছিট মহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?  উত্তরঃ ১১১টি  

ঞ) পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী? উত্তরঃ ত্রিনিদাদ ও টোবাগো  

ট) ওমানের মুদ্রার নাম কি? উত্তরঃ রিয়েল 

ঠ) আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

ড) SDG টার্গেট কতটি? উত্তরঃ ১৬৯টি  

ঢ) বেগম রোকেয়ার জন্ম কত সালে? উত্তরঃ ৯ ডিসেম্বর ১৮৮০ 

ণ) Green Dam কি? উত্তরঃ Green Dam is a content-control software for Windows developed in the People’s Republic of China (PRC). 

 

Solved by http://jobstestbd.com/

 

 

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ…. 

See/download MEFWD Exam Question 2021 from below: 

 

 

 

 

 

 

Previous Exam Solution: (Year: 2019) 
Post Name And Vacancy:

1. Accountant-01

2. Steno typist Cum Computer Operator-12

3. Cashier-01

4. Cataloger-01

5. Office Assistant Cum Computer Typist-19

6. Office Sohayok-25

Total Vacancy: 59

 

 

 

 

Exam Date: 11 January 2019

 

 

 

 

See/download MEFWD Exam Question Solution 2019 From below:

আমাদের সমাধানের কোন অংশ কপি করা সম্পুর্ণ নিষিদ্ধ। কোন বাণিজ্যিক উদ্দ্যেশে আমাদের পোষ্ট শেয়ার করা যাবে না। কেউ ফেসবুকে শেয়ার করতে চাইলে Jobstestbd.com এর নাম কার্টেসী আকারে দিতে হবে। ধন্যবাদ… 

বাংলা অংশ সমাধানঃ

Office Assistant Cum Computer Typist:

1.কোনটি শুদ্ধ বানান- প্রত্যুৎগমন

2. চাকু শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি

3. বন্য শব্দটির চলিত রূপ কোনটি- বুনো

4. নিচের কোন শব্দটির তদ্ভব- হাত

5. এতিমখানা কোন সমাস -তৎপুরুষ

6. ভানুমতির খেল প্রবচনটি বুঝায়- ভেলকিবাজি

7. ছেলেটি নয় যেন ননীর পুতুল এখানে যেন -অব্যয়

8. কোন বানানটি শুদ্ধ- স্বায়ত্তশাসন

9.কোন বানানটি শুদ্ধ- নিরীহ

10. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন -১৯১৩

11.দেয়াল গ্রন্থটির রচয়িতা কে- হুমায়ূন আহমেদ

12. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি- চোখের জল

13. অবীরা বলতে কোন নারীকে বুঝায়-যার স্বামী ,পুত্র নেই

14. গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি- গণকী

15.বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি- বিদুষী

16. মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ- উভয়লিঙ্গ

17. কন্যা শব্দের সমার্থক কোনটি- তনয়া

18. জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি- কুটিল বুদ্ধি

19. ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কী- সামান্য অর্থে

20.আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, চরণটি কোন কবিতার- বিদ্রোহী

21. সংশপ্তক কোন জাতীয় গ্রন্থ- উপন্যাস

22. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ ঈষা

23.উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- উৎ+ জ্বল

24.ক্রিয়াপদের মূল অংশকে কি বলে- ধাতু

25. স্রোতস্বিনী শব্দের অর্থ কি -নদী

26. কোনটি বাতাসের প্রতিশব্দ নয়- অর্ণব

27. আসামির পক্ষের উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে-সহায় অর্থে

28. এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার- পশুরী

29.যা লাফিয়ে চলে এক কথায় বলে- প্লবগ

30.আলো শব্দের বিপরীত শব্দ কোনটি -তিমির

ইংরেজী অংশ সমাধানঃ

31. Which of the following spelling is correct? Ans: Bureaucracy

32. Which of the following spelling is correct? Ans: Guarantee

33. Synonym of depressed-Ans: Sad

34. Antonym of the word restrict? Ans: Allow

Fill in the blanks with appropriate words:

35. Four and four — eight. Ans: makes

36. He made his children _____ their homework every afternoon. Ans: do

37. Bread is usually made — wheat. Ans: of

38. Fifty miles —- a long distance. Ans: is

39. His birthday is —December. Ans: in

40. A slip of the tongue means- unintentionally

41. Which one is singular? Hypothesis

42. Feminine gender of wizard? Ans: Witch

43. Synonym of fidelity ? Ans: loyalty

44. Antonym of ingenious? incompetent

45. Find the miss-pelt word- Commitee ( Right- Committee)

46. Down to earth meaning? Realistic

47. Gulliver’s Travels written by? Jonathan Swift

Choose the pair which is out of place?  

48. Humane/kind

49. Resolute/determined

Choose the correct sentences:

50. Correct sentence- Dina is taller than each of her four sisters.

51.

 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

৮১. আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ

৮২. কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে- ভারত ও মায়ানমার

৮৩. শহীদ বুদ্ধিজীবী দিবস-১৪ ডিসেম্বর

৮৪. হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী-এহসান খান

৮৫. নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি-টাঙ্গুয়ার হাওর

৮৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়- কালুরঘাট, চট্টগ্রাম

৮৭. ওয়ানগালা উৎসব কাদের- গারো

৮৮. HTML কখন ব্যবহার করা হয়- ওয়েব পেজ ডিজাইন

৮৯. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে- বাইনারি

৯০. বাংলা ছোটগল্পের জনক বলা হয়-রবীন্দ্রনাথ ঠাকুর

৯১. জোয়ার ভাটা হয় না কোন নদীতে- গোমতী নদী

৯২. MS Word এর কোন মেনুতে Mail Merge থাকে? Mailings

৯৩. পোস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি- CTRL + S

৯৪. ইনপুট ডিভাইস-মাউস

৯৫. প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি- CTRL + P

৯৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছেন-চট্টগ্রামকে

৯৭. বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে- ১৯৭৬ সালে

৯৮. সংবিধান নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে- হাইকোর্টকে

৯৯. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থা কত- ৭ম 

১০০. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর নিচের কোনটি- বেনাপোল

 

Office Sohayok Post:

বাংলা অংশ সমাধানঃ

১. অকালপক্ক হয়েছে যা- অকালপক্ক

২. আকাশে বেড়ায় যে- খেচর

৩. আপনাকে যে পন্ডিত মনে করে- পন্ডিতস্মন্য

৪. গরীয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি- গরিয়সী

৫. বসুন্ধরা শব্দের অর্থ কি- পৃথিবী

৬. নিচের কোনটি দেহ শব্দের সমার্থক শব্দ নয়- নেত্র

৭. ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি- ভবিষ্যৎ

৮. দফতর শব্দটি কোন ভাষার শব্দ-ফারসি

৯. নিচের কোন উত্তরটি সঠিক- দয়া+বতুপ্=দয়াবান

১০. কোনটি শুদ্ধ বানান- বিভীষিকা

১১. কোন বাক্যে বিশেষণের বিশেষণ হয়েছে-ঘোড়া খুব দ্রুত চলে

১২. পদ কত প্রকার-৫

১৩. কোন বাগধারাটির অর্থ বেহায়া- ‘ঠোঁটকাটা’

১৪. সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন- ভরাডুবি

১৫. আমি ভাত খাই। বাক্যটিতে খাই শব্দটি কোন পদ- ক্রিয়া পদ

 

ইংরেজি অংশ সমাধানঃ

Office Sohayok Post:-

Fill in the blanks with appropriate preposition:

16. He is good —-Mathematics. Ans: at

17. Death is preferable —–disgrace. Ans: to

18. I can not part—–my book. Ans: to

19. He is blind—– his weakness. Ans: to

20. She was disappointed —her failure. Ans: to

Choose the correct sentences:

21. Man is mortal.

22. He loves his children.

23. Either you or I am wrong.

24. The quality of mangoes was not good.

25. Neither the Chairman nor the members were present.

26. The antonym of exciting. Ans: Boring

27. The antonym of horizontal. Ans: Vertical

28. The phrase Man of parts means? Talented

29. The correct spelling- Pension

30. Adjective of the word strength? Strong

গণিত অংশ সমাধানঃ

৩১. পিতা ও পুত্রের বয়সের অনুপাতে ১৩ঃ৫। পুত্রের বয়স ১৫ বছর হলে পিতার বয়স কত? উত্তরঃ ৩৯

৩২. একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রি করা হলো? পণ্যটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৬৯০ টাকা

৩৩. ১৩,১৬,১৮,২৪ ও ৩৪ এর গড় কত? উত্তরঃ ২১

৩৪. 9x-5x=1/3 হলে x=? উত্তরঃ 1/12

৩৫. যে খাদ্যে ১৫ জন সৈন্যের ১৫ দিন চলে সেই খাদ্যে আরো ১০ জন সৈন্য বেশী থাকলে তাদের কতদিন চলবে? উত্তরঃ ৯ দিন

৩৬. x+y=2 হলে (x+y)^2=? উত্তরঃ 4

৩৭. ১৮.৩৪ সময় কে ১২ ঘণ্টার সময়সূচীতে প্রকাশ করলে কত হবে? উত্তরঃ বিকাল ৬.৩৪

৩৮. x+y=6, x-y=4 হলে xy=? উত্তরঃ 5

৩৯. x2-7x+6 এর উৎপাদক বিশ্লেষণ? উত্তরঃ (x-6)(x-1)

৪০. যদি x=2-√3 হলে x2=? উত্তরঃ 1

 

 

 

 

Previous Exam Solution: (Year: 2018) 

প্রতিষ্ঠানের নামঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পরীক্ষা হয়েছিলঃ ১১ মে ২০১৮

পদের নামঃ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রশিক্ষণার্থী

 

Solved by jobstestbd.com

বাংলা অংশঃ

১. ছন্দের জাদুকর কার উপাধি- সত্যেন্দ্রনাথ দত্ত

২. বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর প্রণেতা কে- রাজশেখর বসু

৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন যুগের সাহিত্য- প্রাচীন যুগ

৪. বাংলা সাহিত্যে মৌলিক রুপ- ৪ টি

৫. উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি কত প্রকার- ৫ প্রকার

৬. নিচের কোনটি সমাস সাধিত শব্দ- মনমাঝি

৭. নিষ্পত্তি শব্দের সন্ধি বিচ্ছেদ- নিঃ + পত্তি

৮. তামাক কোন বিদেশী শব্দ থেকে এসেছে- ফারসি

৯. বীজন অর্থ- পাখা (মূলত বীজন মানে পাখা দিয়ে বাতাস করা যেহেতু অপশনে বাতাস করা নেই তাই পাখা উত্তর হবে)

১০. নিচের কোনটি দেশি শব্দ- ঢেঁকি

১১. Practice makes a man perfect-গাইতে গাইতে গায়েন

১২. বানি  অর্থ- স্বর্ণকারের মজুরি

১৩. দুহাত যা সমানে চলে- সব্যসাচী

১৪. Consul এর বাংলা প্রতিশব্দ- বাণিজ্যদূত

১৫. নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন- মধুকর

১৬. নিত্য সমাসের উদাহরণ- দর্শণমাত্র

১৭. ফুলে ফুলে ভরেছে বাসর কোন সমাস- করণে সপ্তমী

১৮. আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুদার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু! চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ- মানুষ

১৯. নিচের কোন বানানটি শুদ্ধ- জ্যৈষ্ঠ

২০. চাঁদের পাহাড় কার লেখা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

English Part:

২১. In the interest — safety, smoking is forbidden. –of

২২. Synonym of Lunatic- Mad

২৩. Which is plural noun? – Media

২৪. There were —–guests than I expect. -Fewer

২৫. Salina wore a beautiful necklace made —-silver.-of

২৬. Brain box meaning- Intelligent person

২৭. Which of the following word is feminine gender?- nun

২৮. Plural form of OX- Oxen

২৯. Which of the following is a neuter gender?- Table

৩০. Which one is not the synonym of definite?- Vague

৩১. We read novels. (Passive voice)- Novels are read by us.

৩২. Analogy- Hospital: Patient: Restaurant: Customer

৩৩. Synonym of exposed- Open

৩৪. Antonym of pure- adulterated

৩৫. Correct spelling- Coffee

৩৬. The act of doing deliberate damage to something is called- Sabotage

৩৭. Many a little pickle makes a- mickle

৩৮. Play careful attention to something- Heed

৩৯. In black and white means- In writing  

৪০. It is time for —his bad habits- change

গণিত অংশঃ

৪১. ২০,২৩,২৬, ২৯ ধারাটির ৩১ তম পদ- ১১০

৪২. ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি-১৫ টি

৪৩. কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসলের পরিমাণ কত- ৪৮০০ টাকা

৪৪. নিচের কোনটি ক্ষুদ্রতম- ৭৫/১০

৪৫. ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%? -৯৬০ টাকা

৪৬. ১.৮ হেক্টর সমান কত একর?- ৪.৫ একর

৪৭. a+b=8 এবং ab=15 হলে a2-b2=?- 16

৪৮. ৪:১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?- ১:৪

৪৯. ব্যাসার্ধ ২০% হ্রাস পেলে  ১ টি বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে- ৩৬%

৫০. X=-3 হলে 9x^2+17x+25 এর মান কত- সঠিক উত্তর নাই ( ঊত্তর হবে 55)

৫১. x/3 – x/5=2 এর সমাধান কোনটি? – 15

৫২. নিচের কোন সংখ্যার ১/৩ ও ১/৪ এর পার্থক্য ২.৫?  ৩০

৫৩. 2^4y=256 then 3^y=? 9

৫৪. X^2 –√5x+1=0  হলে x^2-1/x^2=? √5

৫৫. ২০ জন একটি কাজে যেসময়ে করে কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি করতে কতগুণ বেশী সময় লাগবে- ২.৫ গুণ

সাধারণ জ্ঞানঃ

৫৬. World Hand Hygiene Day- ৫ মে

৫৭. মুক্তিযুদ্ধের সেক্টর- ১১

৫৮. মানুষের শরীরের ক্রোমসোম সংখ্যা- ২৩ জোড়া

৫৯. জাতীয় সংসদের আসন সংখ্যা-৩৫০

৬০. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত- ১.৩৭%

৬১. ২০১৮ সালে কততম ফুটবল বিশ্বকাপ হবে- ২১ তম

৬২. Ebola কি-ভাইরাস

৬৩. চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয়-  বায়োমেট্রিক্স

৬৪. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ-৮ম

৬৫. সবচেয়ে ঘনবসতি দেশ-মোনাকো

৬৬. DNA এর ম্যাচিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়- জেনেটিক্স

৬৭. বাংলাদেশ আওয়ামী লীগ কত সনে প্রতিষ্ঠিত- ১৯৪৯

৬৮. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রাংকিং কত-৮ম

৬৯. এখন হিজরি সনের কততম মাস চলছে- ৮ম (শাবান)

৭০. বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই

 

 

 

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরঃ

পদের নামঃ পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক 

১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? – ১০টি

২. ক বর্গের ধ্বনিসমুহের উচ্চারণ স্থান- জিহ্বামুল

৩. আহ্বান এর প্রকৃত উচ্চারণ- আওভান

৪. কোনটি সঠিক বানান- মহর্ষি

৫. কোন বর্গীয় বর্গের সঙ্গে যুক্ত “ন কখনও “ণ” হয়না- চ-বর্গ

৬. গোস্পদ এর সন্ধি বিচ্ছেদ- গো+পদ

৭. ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয়- ছিদ+ক্ত

৮. পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে – পর্তুগিজ

৯. কোনটি দেশি শব্দ- খোঁপা

১০. খাটি বাংলা উপসর্গ- ২১টি

১১. হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? ব্যাকে ব্যবহৃত “হের” কোন ধাতু- অজ্ঞাতমূল

১২. কবি কবি ভাব ,কিন্তু ছন্দের অভাব- -এ বাক্যে “কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে- উপহাস অর্থে ১

১৩. Quotation এর বাংলা পরিভাষা- মুল্যজ্ঞাপন

১৪. সাপ শব্দের সমার্থক- অহি

১৫. গোবর গণেশ অর্থ- মূর্খ

১৬. সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় “উঠলে” কোন ক্রিয়াপদ -অসমাপিকা

১৭. ষোল সংখ্যার ক্রমবাচক রুপ- ষোঢ়শ

১৮. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে কার লেখা-জীবনানন্দ দাশের

১৯. হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শোব্দটি বসে -যূথ

২০. বনফুল কার ছদ্মনাম – বালাই চাঁদ মুখোপাধ্যায়

২১. The Jury is divided in their opinion. Used incorrectly- Their

২২. Which one is plural form- Media

২৩. Fifty miles are a long way- Used incorrectly- are (Correct is)

২৪. Feminine gender of earl- Countess

২৫. A person related to you who lived a long time ago- Ancestor

২৬. Which one is different- Stag

২৭. He was elected chairman. Which nominative chairman here- Complementary

২৮. Superlative of out-Utmost

২৯. Which one ordinal numeral adjective- Third

৩০. We have—-breakfast at 7 PM.- No article

৩১. If he came, I (Go)- would go

৩২. I wish, I will sing a song.

৩৩. I like Japanese Car- Her Japanese- Proper adjectives

৩৪. Present form of sworn-Swear

৩৫. He started reading- Here reading- Gerund

৩৬. He writes carefully- Here carefully adverb of- Manner

৩৭. Synonym of bona-fide- Authentic

৩৮. Antonym of fertile- Barren

৩৯. Correct spelling- Annual

৪০.  Which parts of speech is May- Verb

৪১. বৃত্তের ব্যাস দু’গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেতেফল কতগুণ বৃদ্ধি পায় – ৪গুণ

৪২. বার্ষিক ৪.৫টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬টাকা হবে- ৭০০টাকা ৪৩. কোন সংখ্যা সব চেয়ে বড়- √0.3

৪৪.   ৫,৯,১৩,১৭ ধারাটির ১৬৫ তম পদ কত?- ৪১

৪৫. টাকায় ৫টি জিনিস ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা লাভ হবে- ২৫%

৪৬. ১ একরের ৫% সমান কর বর্গগজ- ২৪২

৪৭. কোনটি মূলদ সংখ্যা- √১২১

৪৮. ২:৩ এর সমানুপাত- ৪:৬

৫০. ১৬

৫১. ৩

৫২. ৩৬

৫৩. ১২

৫৪. ১ টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য- ৭.৭৫

৫৫. ৪

৫৭. সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসব কত তম ছিল-৭১ তম

৫৮. DPT vaccine কোন রোগের প্রতিষেধক- ডিপথেরিয়া

৫৯. জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম তারিখ- ১৭ মার্চ

৬০. ওয়ানগালা’ উৎসব কাদের- গারোদের

৬১. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ কত তম-২১

৬২. কোন গাছের বাকল হতে কুইনাইন আহরিত হয়-চিংকোনা (সিনকোনা)

৬৩. এডিস মশা কিসের জীবাণু বহন করে- ডেঙ্গু জ্বর

৬৪.  ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে- ইংল্যান্ডে

৬৫. কোন সনে জাতিসংঘ জন্মনিয়ন্ত্রণকে মানবাধিকার বলে স্বীকৃতি দেয়-

৬৬. ব্যাকটেরিওলজির জনক কে-লিউয়েন হুক

৬৭. এখন হিজরি সনের কততম মাস চলছে- ৮ম (শাবান)

৬৮. কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে- UNICEF

৬৯. কম্পিউটারের স্থায়ী মেমরিকে বলে- ROM

৭০. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়-বি২

 

 

 

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান:

 

বাংলা অংশঃ

১) প্রশ্ন: গৃহ শব্দটির অর্থ কি?
উত্তর: বাড়ি
২) প্রশ্ন: বাংলা ভাষা ধ্বনি বা বর্ণের সংখ্যা কতটি?
উত্তর: ৫০টি
৩) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: পুত্র
৪) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
উত্তর: ধাতু
৫) প্রশ্ন: ভাষার মূল উপাদান কয়টি?
উত্তর: চারটি
৬) প্রশ্ন: বাক যন্ত্রের সাহায্যে আমরা কি সৃষ্টি করি?
উত্তর: ধ্বনি
৭) প্রশ্ন:পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: দাড়ি
৮) প্রশ্ন: হিসাব শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর: আরবি
৯) প্রশ্ন: উষ্ণ শব্দের ষ্ণ কোন দুটি শব্দ থেকে আগত?
উত্তর: ষ + ণ
১০) প্রশ্ন: গুন বা অবস্থা প্রকাশকারী শব্দকে বলা হয়?
উত্তর: বিশেষণ
১১) প্রশ্ন: কোন বানানটি সঠিক?
উত্তর: ব্যাকরণ
১২) প্রশ্ন: জনৈক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: জন+ এক
১৩) প্রশ্ন: “কোথাও উঁচু কোথাও নিচু” এক কথায় প্রকাশ কি?
উত্তর: বন্ধুর
১৪) প্রশ্ন: বলা যায় না যা এক কথায় প্রকাশ?
উত্তর: অকথ্য
১৫) প্রশ্ন: বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে?
উত্তর: কারক
১৬) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: পুত্র
১৭) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
উত্তর: ধাতু
১৮) প্রশ্ন: প্র, পরা, অপ ইত্যাদিকে কি বলে?
উত্তর: উপসর্গ
১৯) প্রশ্ন: ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
২০) প্রশ্ন: মাতাপিতা কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস
২১) প্রশ্ন: আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২২) প্রশ্ন: নিমন্ত্রণ কবিতাটি কার লেখা?
উত্তর: জসীমউদ্দীনের

সাধারণ জ্ঞানঃ

২৩ ) প্রশ্ন: ফিফা বিশ্বকাপ 2018 আর কতদিন বাকি?
উত্তর: ৬দিন (০৮.০৬.২০১৮ ইং তারিখ থেকে)
২৪) প্রশ্ন: এশিয়া মহাদেশের কতটি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে?
উত্তর: ৫টি
২৫) প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি?
উত্তর: ১৯ কোটি
২৬) প্রশ্ন: বঙ্গবন্ধু-১ কি?
উত্তর: কৃত্রিম উপগ্রহ।
২৭) প্রশ্ন: পানিতে ডুবে গেলে রোগীর পেট থেকে কিভাবে পানি বের করতে হয়?
উত্তর: চিৎ করে শুইয়ে
২৮) প্রশ্ন: সাধারণত ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: টিংচার আয়োডিন
২৯) প্রশ্ন: চাল কোন জাতীয় খাবার?
উত্তর: শর্করা
৩০) প্রশ্ন: মাদকাসক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থাটি সবচেয়ে কার্যকর?
উত্তর: সহায়তামূলক
৩১) প্রশ্ন: নিপা কি?
উত্তর: ভাইরাস
৩২) প্রশ্ন:এখন কত বঙ্গাব্দ সাল চলছে?
উত্তর: ১৪২৫
৩৩) প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল হিসেবে নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের আইন?
ক)বাধ্যতামুলক আইন
খ)তথ্যমুলক আইন
গ)সতর্কতামুলক আইন
ঘ)সবগুলি
উত্তর: সবগুলি

English:

৩৪)প্রশ্ন: মহাসড়ক এর ইংরেজি কি?
Ans: Highway
৩৫) প্রশ্ন: a word indicating action is called?
Ans: Verb
৩৬) প্রশ্ন: A word used to name something is called?
Ans:Noun
৩৭) প্রশ্ন: কোন বাক্যটি সঠিক?
Ans: I listen to music.
৩৮) প্রশ্ন: Dhaka is a big city এখানে Dhaka?
Ans: Proper Noun
৩৯) প্রশ্ন: there is ____ but hate’s a liar?
Ans: None
৪০) প্রশ্ন: কোনটি plural হয় না?
Ans: furniture
৪১) প্রশ্ন: নিচের কোনটি plural ভিন্ন অর্থ প্রকাশ করে?
Ans: good
৪২) প্রশ্ন: নিচের কোনটি সর্বদা Common Gender হিসেবে ব্যবহৃত হয়?
Ans: Cousin
৪৩) প্রশ্ন: কোনটি abstract noun?
Ans: kindness
৪৪) প্রশ্ন: he is junior ___ me.
Ans: To
৪৫) প্রশ্ন: last year Anwar ___ in class VII
Ans: was
৪৬) প্রশ্ন: pen is ____ than the sword?
Ans: mightier
৪৭) প্রশ্ন: মোটরযানের ইংরেজি কি?
Ans: Vehicle

গনিতঃ

৪৮) প্রশ্ন: ২, ৫, ৮, ১১ ধারাটির ১০ম পদ কত?
উত্তর:২৯
৪৯) প্রশ্ন: ৫০ টাকার ১৫০% কত?
উত্তর:৭৫টাকা
৫০) প্রশ্ন: X^1 (X to the power one) এর মান কত?
Ans: X
৫১) প্রশ্ন: সেট প্রকাশের পদ্ধতি কয়টি?
Ans: ২টি
৫২) প্রশ্ন: বার্ষিক ১০% সরল মুনাফার ১২০০ টাকায় কত বছরে ৪৮০ টাকা হবে?
উত্তর: ৪ বছরে
৫৩) প্রশ্ন: (-4,6) বিন্দুটি লেখচিত্রের কোন চতুর্ভাগে অবস্থিত?
উত্তর: ৪র্থ
৫৪) প্রশ্ন: If X= 3-1/x then find the value of x^2 + 1/x^2
উত্তর: 7
৫৫) প্রশ্ন: 1/4 – 1/2 = 0 হলে এর সমাধান কত?
উত্তর: 2
৫৬) প্রশ্ন: (a+b)^3 কে বিশ্লেষণ করলে কয়টি পদ পাওয়া যায়?
উত্তর: ৪টি
৫৭) প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা
উত্তর: ১৯
৫৮) প্রশ্ন: a+1/a = √ 3 হলে, a³ + 1/ a³= কত?
উত্তর: 0
৫৯) প্রশ্ন: x+y = 6 ও x-y =4 হলে, 4xy = কত?
উত্তর: 20
৬০) প্রশ্ন: এক কুইন্টাল কত কিলোগ্রাম?
উত্তর: ১০০ কিলো
৬১) প্রশ্ন: ১ একর সমান কত বর্গগজ?
উত্তর: ৪৮৪০
৬২) সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত ডিগ্রি?উত্তর: ৯০ ডিগ্রি

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. We are not responsible for any Change, reform, or republishing of any news.

For more updates stay with our website jobstestbd.com

MEFWD Previous Exam Question Solution:

Medical Education and Family Welfare Division MEFWD Previous Exam Question Solution has been published by the authority. Medical Education and Family Welfare Division (MEFWD) Job Circular All information is given above.  The Medical Education and Family Welfare Division (MEFWD) is one of the largest Government organizations in Bangladesh. The Medical Education and Family Welfare Division (MEFWD) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Medical Education and Family Welfare Division (MEFWD) is given on our website jobstestbd.com. We  Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with some effective information or resources and job tips that help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of academic support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

 

Contact Us:

If you want to advertise on our website for any product of your organization, please contact us at the following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →