EEDMOE Data Entry Operator Exam Question Solution 2021

EEDMOE Data Entry Operator Exam Question Solution 2021 has been published. EEDMOE DEO Exam Question Solution 2021 has been published by the authority. Education Engineering Department Data Entry Operator Question Solution 2021 is good news for job seekers in Bangladesh. All information on Education Engineering Department DEO MCQ Question Solution 2021 is available below. Education Engineering Department (EEDMOE) is a government organization in Bangladesh.

 

 

 

 

 

EEDMOE Data Entry Operator Exam Question Solution 2021: 

Organization Name: Education Engineering Department (EEDMOE)

See more…

 

Post Name And Vacancy:

1. Accountant – 25

2. Computer Operator – 69

3. Stenographer Cum Computer Operator – 02

4. Upper Division Assistant (UDA) – 31

5. Steno Typist Cum Computer Operator – 01

6. Store keeper – 01

7. Office Assistant Cum Computer Typist – 40

8. Cashier – 21

9. Account Assistant Cum Cashier – 14 

10. Data Entry Operator – 464

11. Office Sohayak – 515

12. Security guard – 11

Total Vacancy: 1194

All Post Exam Schedule: 29 October 2021 and 05, 12, 19, and 26 November 2021 

Exam Time: 3.00 PM to 4.00 PM  

Exam Type: MCQ 

Exam Duration: 1 Hour 

Data Entry Operator MCQ Exam Date: 19 November 2021

Exam Time: 3.00 PM to 4.00 PM 

Data Entry Operator Exam Total Candidates: 178544  [Vacancy: 464] 

 

 

See/download Education Engineering Department (EEDMOE) Exam Question Solution 2021 from below: 

পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর

পরীক্ষার তারিখঃ ১৯ নভেম্বর ২০২১   

 

Edited and Solved by Jobstestbd.com

 

বাংলা অংশ সমাধানঃ  

১। ‘পদ্ধতি’ এর সন্ধি বিচ্ছেদ হলো-

ক. পথ্ + হতি খ. পদ্ + হতি গ. পথঃ + হতি ঘ. পৎ + হতি

উত্তরঃ খ. পদ্ + হতি

২। মনীষা এর সন্ধি বিচ্ছেদ হলো-

ক. মন্ + ঈষা খ. মনঃ + ঈষা গ. মনি + ঈষা ঘ. মনস্ + ঈষা

উত্তরঃ ঘ. মনস্ + ঈষা

৩। বিলাতি>বিলিতি- কি ধরণের ধ্বনির পরিবর্তন?

ক. অপিনিহিতি খ. স্বরসঙ্গতি গ. বিপ্রকর্ষ ঘ. সম্প্রকর্ষ

উত্তরঃ খ. স্বরসঙ্গতি

৪। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ?

ক. ঙ খ. ঞ গ. ণ ঘ. ং 

উত্তরঃ ঘ. ং 

৫। রূপক কর্মধারয় এর উদাহরণ কোনটি?

ক. চন্দ্রমুখ খ. অরুণরাঙা গ. ক্রোধানল ঘ. বর্ণচোরা

উত্তরঃ গ. ক্রোধানল

৬। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক. হাতেখড়ি খ. আপাদমস্তক গ. চতুরঙ্গ ঘ. স্মৃতিসৌধ

উত্তরঃ ক. হাতেখড়ি

৭। ‘তার যেন সেখানে যাওয়া হয়’ – বাক্যটি কোন বাচ্য?

ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য

উত্তরঃ গ. ভাববাচ্য

৮। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন?

ক. ১৯১১ খ. ১৯১৩ গ. ১৯১৯ ঘ. ১৯২৬

উত্তরঃ খ. ১৯১৩ 

৯। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?

ক. নৌকাডুবি খ. রাজর্ষি গ. গোরা ঘ. ঘরে বাইরে

উত্তরঃ ঘ. ঘরে বাইরে

১০। ‘আমি তাঁকে সভায় উপস্থিত দেখেছিলাম’ – এ বাক্যটি ক্রিয়ার কোন কালের অন্তর্ভুক্ত কোন কালের অন্তর্ভুক্ত?

ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত গ. নিত্যবৃত্ত অতীত ঘ. পুরাঘটিত অতীত

উত্তরঃ ক. সাধারণ অতীত

১১। উপসংহার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক. তৎসম উপসর্গ খ. বাংলা উপসর্গ গ. ফারসি উপসর্গ ঘ. আরবি উপসর্গ

উত্তরঃ ক. তৎসম উপসর্গ

১২। তিনি শিক্ষিত অথচ সৎ ব্যক্তি নন – এ বাক্যে অথচ হলো-

ক. সংযোজক অব্যয় খ. বিয়োজক অব্যয় গ. সংকোচক অব্যয় ঘ. অনন্বয়ী অব্যয়

উত্তরঃ গ. সংকোচক অব্যয়

১৩। পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. শৈল খ. খগ গ. ধরা ঘ. অটবি

উত্তরঃ ক. শৈল

১৪। ‘কান্ডারী হুশিয়ার’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

ক. প্রলয়-শিখা খ. সর্বহারা গ. সিন্ধু-হিন্দোল ঘ. জিঞ্জীর

উত্তরঃ খ. সর্বহারা

১৫। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়?

ক. মরুভাস্কর খ. চক্রবাক গ. কুহেলিকা ঘ. বিষের বাঁশি

উত্তরঃ গ. কুহেলিকা

১৬। ‘সাত সাগরের মাঝি’ , ‘মুহুর্তের কবিতা’, ‘নৌফেল ও হাতেম’ কাব্যগ্রন্থগুলো কার লেখা?

ক. কায়কোবাদ খ. ফররুখ আহমদ গ. গোলাম মোস্তফা ঘ. বন্দে আলী মিয়া

উত্তরঃ খ. ফররুখ আহমদ

১৭। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ‘নিষিদ্ধ লোবান’ কার লেখা?

ক. শামসুর রাহমান খ. শওকত ওসমান গ. আবু ইসহাক ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ ঘ. সৈয়দ শামসুল হক

১৮। ‘প্রথম প্রহর’, ‘বিমর্ষ রাত্রি’, ‘তৃষ্ণা’, ‘আগুন পাখি’ গ্রন্থসমুহের রচয়িতা কে?

ক. হাসান আজিজুল হক খ. আলাউদ্দিন আল আজাদ

গ. শামসুদ্দিন আবুল কালাম ঘ. আবুল মনসুর আহমেদ

উত্তরঃ ক. হাসান আজিজুল হক

১৯। ‘কিশোর কবি’ বলা হয় কাকে?

ক. জীবনানন্দ দাশ খ. সুকুমার রায় গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ গ. সুকান্ত ভট্টাচার্য

২০। জ্ঞানে বিমল আনন্দ হয় – বাক্যটিতে জ্ঞানে কোন কারক- বিভক্তি?

ক. কর্মে দ্বিতীয়া খ. করণে সপ্তমী গ. সম্প্রদানে চতুর্থী ঘ. অপাদানে দ্বিতীয়া

উত্তরঃ খ. করণে সপ্তমী

 

Edited and Solved by Jobstestbd.com

 

কম্পিউটার ও আইসিটি অংশ সমাধানঃ   

২১। কম্পিউটার Heart বলা হয় কোনটিকে?

ক. Memory খ. Monitor গ. CPU ঘ. Disks

উত্তরঃ গ. CPU

২২। Website এর মূল Page কে কী বলা হয়?

ক. Main page খ. Home page গ. Bookmark page ঘ. Browser page

উত্তরঃ খ. Home page

২৩। নিচের কোনটি input device নয়?

ক. Keyboard খ. Mouse গ. Speaker ঘ. Scanner

উত্তরঃ গ. Speaker

২৪। RAM কী?

ক. Extra memory খ. Secret information store

গ. Hard disk device ঘ. Fast memory used for data

উত্তরঃ ঘ. Fast memory used for data

২৫। MS Windows এর একটি page select করতে হলে control চেপে কী চাপতে হবে?

ক. A খ. B গ. C ঘ. D

উত্তরঃ ক. A

২৬। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের ভিত্তি কী?

ক. System Knowledge খ. Programming গ. Artificial Intelligence ঘ. VVLS

উত্তরঃ গ. Artificial Intelligence

২৭। IBM কী?

ক. Internal Band Machine খ. International Business Machine

গ. International Ballistic Missile ঘ. Internal Business Machine

উত্তরঃ খ. International Business Machine

২৮। C++ কোন প্রজন্মের ভাষা?

ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ

উত্তরঃ গ. তৃতীয়

২৯। কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশকে কী বলে?

ক. মনিটর খ. আউটপুট গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার

উত্তরঃ গ. হার্ডওয়্যার

৩০। নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?

ক. মাউস খ. মনিটর গ.সিপিইউ ঘ. উইন্ডোজ

উত্তরঃ ঘ. উইন্ডোজ

৩১। নিচের কোনটি Application package?

ক. DOS খ. LOTUS গ. LINUS ঘ. UBUNTU

উত্তরঃ খ. LOTUS

৩২। Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

ক. ২ খ. ৮ গ. ১০ ঘ. ১১

উত্তরঃ খ. ৮

৩৩। Memory এবং ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি?

ক. কিবোর্ড খ.র‌্যাম গ. কন্ট্রোল ইউনিট ঘ. মাউস

উত্তরঃ গ. কন্ট্রোল ইউনিট

৩৪। পার্সোনাল কম্পিউটার এর মেইন সার্কিট বোর্ড নিচের কোনটি?

ক. Motherboard খ. Rom Board গ. Ram Board ঘ. System Unit

উত্তরঃ ক. Motherboard

৩৫। Ctrl+P কোন সময় ব্যবহার করা হয়?

ক. Page open করতে  খ. Print করতে গ. Paste করতে ঘ. Cut-paste করতে

উত্তরঃ খ. Print করতে

৩৬। কম্পিউটার সিস্টেমে কয়টি অংশ থাকে?

ক. ২ টি খ. ৪ টি গ. ৬ টি ঘ. ৮ টি

উত্তরঃ ক. ২ টি

৩৭। CPU এর পূর্ণরূপ কী?

ক. Central Power Unit খ. Central Processing Unit

গ. Computer Processing Unit ঘ. Computer Power Unit

উত্তরঃ Central Processing Unit

৩৮। প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি?

ক. PYTHON খ. HTML গ. BASIC ঘ. FORTRAN

উত্তরঃ ঘ. FORTRAN

৩৯। Save এবং Save As এর মধ্যে পার্থক্য কী?

ক. Save নতুন স্থানে সংরক্ষণ করে। খ. Save As নতুন স্থানে সংরক্ষণ করে।

গ. Save এবং Save As একই বিষয়। ঘ. Save As মূলত কম্পিউটারের যন্ত্রাংশ সচল রাখে।

উত্তরঃ খ. Save As নতুন স্থানে সংরক্ষণ করে।

৪০। Search Engine কী?

ক. ইঞ্জিন খুঁজতে কাজে লাগে খ. ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে

গ. ইঞ্জিনকে সঠিকভাবে পরিচালনা করে ঘ. বিল গেটসের আবিষ্কৃত একটি যন্ত্রের নাম

উত্তরঃ খ. ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে

৪১। একসাথে অনেক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুতে সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটি?

ক. MS Power Point খ. MS Excel গ. MS Word ঘ. MS DOS

উত্তরঃ খ. MS Excel

৪২। Pentium কোনটির সাথে সম্পর্কিত?

ক) Mouse  খ) Microprocessor গ) Hard Disk ঘ) DVD

উত্তরঃ খ) Microprocessor 

৪৩। Webcam কি কাজে লাগে?

ক. ওয়েবপেজ এ ক্যামেরার ডিজাইন করতে খ. ভিডিও কল করতে

গ. Webpage এ ক্যামেরা সার্চ করতে ঘ. কম্পিউটারের সকল যন্ত্র সচল রাখতে

উত্তরঃ খ. ভিডিও কল করতে

৪৪। Portrait ও Landscape কোন কাজে লাগে?

ক. Page setup করতে খ. জমি মাপতে গ. ছবি আঁকতে ঘ. স্কিপিং করতে

উত্তরঃ ক. Page setup করতে

৪৫। কম্পিউটারের মূল Memory তৈরি হয় কী দিয়ে?

ক. অ্যালুমিনিয়াম খ. গ্রাফাইট গ. সোডিয়াম ক্লোরাইড ঘ. সিলিকন

উত্তরঃ ঘ. সিলিকন

৪৬। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কে?

ক. মোস্তফা জব্বার খ. সজীব ওয়াজেদ জয় গ. মনির হোসেন ঘ. এন আই খান

উত্তরঃ খ. সজীব ওয়াজেদ জয়

৪৭। নিচের কোনটি ডেটা (Data) সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না?

ক. পেন ড্রাইভ খ. ফ্লপি ডিস্ক গ. ভিজিএ ঘ. মেমোরি কার্ড

উত্তরঃ গ. ভিজিএ

৪৮। MS Word এর কোন মেন্যুতে Mail Merge কমান্ড থাকে?

ক. View খ. Review গ. Mailings ঘ. Page Layout

উত্তরঃ গ. Mailings

৪৯। কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়?

ক. MS Word খ. MS Excel গ. Word Star ঘ. Latex

উত্তরঃ খ. MS Excel

৫০। MS Word এর কোন মেন্যুতে প্রিন্ট কমান্ড থাকে?

ক. File খ. Format গ.  Insert ঘ. Edit

উত্তরঃ ক. File

 

Edited and Solved by Jobstestbd.com

 

ইংরেজি অংশ সমাধানঃ   

৫১। ‘May God bless you’ কোন ধরণের Sentence?

ক. Assertive খ. Interrogativeগ. Imperative ঘ. Optative

উত্তরঃ ঘ. Optative

৫২। ইংরেজিতে Syllable কত প্রকার?

ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত

উত্তরঃ ক. চার

৫৩। নিচের কোনটি ব্যতিক্রম?

ক. Proper খ. Feminine গ. Common ঘ. Collective

উত্তরঃ খ. Feminine 

৫৪। নিচের কোনটি Article নয়?

ক. An খ. A গ. To ঘ. The

উত্তরঃ গ. To

৫৫। What part of speech is `scarcity’?

গ. Toখ. Adjective গ. Verb ঘ. Adverb

উত্তরঃ গ. To

৫৬। ‘None but Allah can help us’. What kind of Pronoun ‘None’ is?

ক. Reflexive খ. Indefinite গ. Reciprocal ঘ. Demonstrative

উত্তরঃ খ. Indefinite

৫৭। —– Andamans are in —– Indian ocean.

ক. The, a খ. The, an গ. The, the ঘ. A, the

উত্তরঃ গ. The, the

৫৮। He takes pride ——- his wealth.

ক. at খ. upon গ. at ঘ. in

উত্তরঃ ঘ. in

৫৯। Each ——– a trophy for ———achievement.

ক. got, his খ. get, his গ. get, their ঘ. has got, his

উত্তরঃ ঘ. has got, his

৬০। I ———- breakfast before I started for office.

ক. had had খ. had গ. would have ঘ. would have taken

উত্তরঃ ক. had had

৬১। Which one is the correct passive voice?

ক. Two criminals were arrested and one released.

খ. Two criminals were arrested and one was released.

গ. Two criminals arrested and one was released.

ঘ. Two criminals arrested and one released.

উত্তরঃ খ. Two criminals were arrested and one was released.

৬২। Which one is the correct sentence?

ক. He expressed his innocence. খ. He confessed his innocence.

গ. He declared his innocence. ঘ. He proclaimed his innocence.

উত্তরঃ ক. He expressed his innocence.

৬৩। ‘আমার যাওয়ার কথা ছিল’ এর সঠিক ইংরেজি অনুবাদ-

ক. I was supposed to go খ. I was to go গ. I had to go ঘ. I had supposed to go

উত্তরঃ ক. I was supposed to go

৬৪। Which one is the correct spelling?

ক. Orthopeadic খ. Orthopaedic গ. Orthopedic ঘ. Orthopadic

উত্তরঃ গ. Orthopedic

৬৫। The synonym of the word ‘intimidate’ is-

ক. Hint খ. Hit গ. frighten ঘ. Bluff

উত্তরঃ গ. frighten

৬৬। The antonym of ‘diligent’ is-

ক. Cheap খ. Simply গ. garrulous ঘ. Indolent

উত্তরঃ ঘ. Indolent

৬৭। ‘Call to mind’ means-

ক. recall খ. fantasize গ. attend ঘ. remember

উত্তরঃ ঘ. remember

৬৮। ——-Work without any delay.

ক. Set to খ. Set up গ. Set down ঘ. Set on

উত্তরঃ ক. Set to

৬৯। The verb form of ‘dear’ is-

ক. dear খ. endear গ. indear ঘ. Dearing

উত্তরঃ খ. endear

৭০। She said to him, “Are you an engineer”? Its indirect speech is:

ক. She asked him that he was an engineer. খ. She said to him that he was an engineer.

গ. She asked him if he was an engineer. ঘ. She said to him if he was an engineer.

উত্তরঃ গ. She asked him if he was an engineer.

 

Edited and Solved by Jobstestbd.com

 

গণিত অংশ সমাধানঃ 

৭১। এক গ্রাম = কত?

ক. ১০ ডেকাগ্রাম খ. ০.১ হেক্টোগ্রাম গ. .০১ সেন্টিগ্রাম ঘ. ০.১ মিলিগ্রাম

উত্তরঃ সঠিক উত্তর নাই 

৭২। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

ক. ১৫% খ. ১২% গ. ১০% ঘ. ২০%

উত্তরঃ গ. ১০%

৭৩। ১ কাঠা = কত?

ক. ৭২০ বর্গফুট খ. ৩২৪ বর্গফুট গ. ৮৩৬ বর্গফুট ঘ. ১৬০০ বর্গফুট

উত্তরঃ ক. ৭২০ বর্গফুট

৭৪। একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

ক. ৯.৫ কি. মি. খ. ৯.৬ কি. মি. গ. ১০ কি. মি. ঘ. ৮.৮ কি. মি.

উত্তরঃ খ. ৯.৬ কি. মি. 

৭৫। একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?

ক. ৭৫০ টাকা খ. ৭৬৩^৮/টাকা গ. ৮২০টাকা ঘ. ৯৩০টাকা

উত্তরঃ খ. ৭৬৩^৮/৯ টাকা 

৭৬। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 ; লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 16এর সমান। ভগ্নাংশটি কত?

ক. 5/6 খ. 4/7 গ. 3/4 ঘ. 3/5

উত্তরঃ গ. 3/4

৭৭। সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের সমষ্টি-

ক. স্থুলকোণ খ. সমকোণ গ. সমকোণ বা স্থুলকোণ ঘ. সূক্ষকোণ বা স্থুলকোণ

উত্তরঃ খ. সমকোণ

৭৮। একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কি. মি. ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক. ২০০ বার খ. ২৫০ বার গ. ৩০০ বার ঘ. ৩৫০ বার

উত্তরঃ গ. ৩০০

৭৯। x – y = 3 এবং xy = 10 হলে, (x + y)2এর মান কত?

ক. 49 খ. 30 গ. 90 ঘ. 39

উত্তরঃ ক. 49

৮০। a + b = 8 এবং ab = 15 হলে, a2+ b2 এর মান কত?

ক. 120 খ. 60 গ. 34 ঘ. 33 

উত্তরঃ গ. 34

৮১. 3×2+x-10 এর উৎপাদক কত?

উত্তরঃ (x+2) (3x-5) 

৮২. a+b=3 এবংab=2 হলে a3+b3 এর মান কত?

উত্তরঃ 9 

৮৩. x/(x-y), y/(x+y) এবং z/ x(x+y) এর সাধারণ হর কত?

উত্তরঃ x(x2 -y2) 

৮৪. 7+12+17+……. ধারাটির প্রথম ৩০ টি পদের সমষ্টি কত?

উত্তরঃ 2385

৮৫. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত?

উত্তরঃ ৬০ মিটার 

৮৬. নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য?

উত্তরঃ প্রত্যেক বাহু সমান 

৮৭. একটি বৃত্তাকার শিটের এর পরিধি 154 সে.মি. হলে এর ব্যাসার্ধ কত?

উত্তরঃ ২৪.৫ সে.মি 

৮৮. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. ও 8 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

উত্তরঃ ২৪ বর্গ সে.মি  

৮৯. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 50 হলে ক্ষুদ্রতম কোণের মান কত?

উত্তরঃ ৪২.৫ ডিগ্রি 

৯০. এক বর্গ ইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার?

উত্তরঃ ৬.৪৫ বর্গ সেন্টিমিটার

 

Edited and Solved by Jobstestbd.com

 

See/download Education Engineering Department (EEDMOE) Exam Question 2021 from below: 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, and republished of any news we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

EEDMOE Data Entry Operator Exam Question Solution 2021:

EEDMOE Data Entry Operator Exam Question Solution 2021 has been published by the authority. Education Engineering Department Job Circular all information is given above. Education Engineering Department Job Circular has been published on various categories post. Education Engineering Department is one of the largest Government organizations in Bangladesh. Education Engineering Department has published a huge job circular by the Authority. All information regarding the appointment of Education Engineering Department EEDMOE is given on our website jobstestbd.com. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private companies in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs on this website are not for unemployed people but also employed people too. All types of suggestions, question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →