Department of Textiles (DOT) Exam Question Solution 2022

Department of Textiles (DOT) Exam Question Solution 2022 has been published. DOT Exam Question Solution 2022 has been solved by our educational team. DOT Written Exam Question Solution 2022 is good news for job seekers in Bangladesh. All information on the Department of Textiles Exam Question Solution 2022 is available below. The Department of Textiles (DOT) is a renowned Government institute in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

Department of Textiles (DOT) Exam Question Solution 2022:

Organization Name: Department of Textiles (DOT) 

See more…

 

Post Name and Vacancy:

1. Inspector (Technical) – 01

2. Computer Operator – 04

3. Tailor Master – 05

4. Stenographer Cum Computer Operator – 01

5. Upper Division Assistant  (UDA) – 03

6. Steno Typist Cum Computer Operator – 01

7. Pattern Designer – 01

8. Technical Assistant – 20

9. Library Assistant – 02

10. Office Assistant Cum Computer Typist – 19

11. Store Keeper – 03

12. Driver – 02

13. Mechanics – 10

14. Boiler Operator – 01

15. Laboratory Assistant – 08

16. Security Guard – 01

17. Office Sohayok – 33

18. Gardener – 01

Total Vacancy: 116 

 

Exam Date: 02 September 2022

Exam Time: 10.00 AM

 

See/download the Department of Textiles (DOT) Exam Question Solution 2022 below: 

প্রতিষ্ঠানের নামঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর বস্ত্র অধিদপ্তর 

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পূর্ণমানঃ ৭০

সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

 

Solved and edited by jobstestbd.com

 

বাংলা অংশের সমাধানঃ 

 

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) যথার্থ = যথা+অর্থ  

২) ভূর্ধ্ব  = ভূ+ঊর্ধ্ব  

গ) গবাক্ষ = গো+অক্ষ 

ঘ) উল্লাস = উৎ+লাস  

ঙ) দুস্থ = দুঃ+থ     

 

২। অর্থসহ বাক্য রচনা করুন:   

ক) অদৃষ্টের পরিহাস = ভাগ্যের বিড়ম্বনা = অদৃষ্টের পরিহাসে সে আজ গরীব। 

খ) আটকপালে = হতভাগ্য =  বিয়ের দিন না পেরোতেই স্বামী হারালো, কী আটকপালে মেয়েরে বাবা!

গ) কাঠালের আমসত্ত্ব = অসম্ভব বস্তু = লেখাপড়া না করে “এ প্লাস” পাওয়া এ যেন কাঠালের আমসত্ত্ব। 

ঘ) নয়ছয় = বিশৃঙ্খলা = নয়ছয় করে সাফল্য পাওয়া যায়না।

ঙ) ভিজে বিড়াল = কপটচারী = সমাজে ভিজে বিড়ালের অভাব নেই।

 

৩। এক কথায় প্রকাশ করুন:- 

ক) যা অধ্যয়ন করা হয়েছে = অধীত

খ) সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন

গ) হনন করার ইচ্ছা  = জিঘাংসা

ঘ) ফল পাকলে যে গাছ মরে যায়  = ওষধি

ঙ) মৃতের মত অবস্থা যার = মুমূর্ষু

 

৪। অনুচ্ছেদ লিখুন:- ‘ছয় দফা’ 

১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। দফাগুলো রচিত হয়েছিল ‘লাহোর প্রস্তাব’ অনুযায়ী। সিএসপি অফিসার রুহুল কুদ্দুস দফাগুলোর খসরা প্রস্তুত করেন। তবে তবে ছয়দফা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ২৩ মার্চ ১৯৬৬। ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়। ০৭ জুন। ১৯৬৬ সালের এদিন আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ১১ জন মৃত্যুবরণ করেন। তাই ৭ জুনকে ঐতিহাসিক ছয় দফা দিবস বলা হয়। দফা ছয়টি হচ্ছে ১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি ২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ৩। মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা ৪। রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা ৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা ৬। আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। সংক্ষেপে দফা ছয়টির বর্ণনা নিম্নে প্রদত্ত হলো। 

১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতিঃ পাকিস্তানকে ফেডারেশন করতে হবে, সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং আইন পরিষদ সার্বভৌম হবে।

২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতাঃ  কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল দেশরক্ষা ও বৈদেশিক নীতির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে।

৩। মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতাঃ  দু’টি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। তবে সমগ্র দেশের জন্যে কেবল মাত্র একটি মুদ্রা চালু থাকলে শাসনতন্ত্রে অঙ্গ-রাষ্ট্রগুলির মধ্যে মূলধন পাচার বন্ধে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও (বাংলাদেশ ব্যাংক) পত্তন করতে হবে।

৪। রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতাঃ কর বা শুল্ক ধার্যের ব্যাপারে অঙ্গরাজ্যগুলির সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কর ধার্যের ক্ষমতা থাকবে না।

৫। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতাঃ বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারে থাকবে। এছাড়া অঙ্গরাষ্ট্রগুলোর স্ব-স্বার্থে অন্যরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা থাকবে।

৬। আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতাঃ অঙ্গ-রাষ্ট্রগুলির নিজ কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা থাকবে।

পাকিস্তান রাষ্ট্রে বাঙালিরা শুরু থেকেই বৈষম্যের শিকার হয়। শুরু থেকেই পূর্ব বাংলার ওপর পশ্চিমের শাসকদের একধরনের ঔপনিবেশিক শোষন চলতে থাকে। ওই রাষ্ট্রে বাঙালি সমস্যার প্রকৃতি ছিল জাতিসত্তাগত। এ সমস্যা থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। এতে দ্রুত বাঙালিদের মধ্যে জাতীয় মুক্তির নবচেতনা জেগে ওঠে যা বাঙালি জাতির স্বাধীনতাকে ত্বরান্নিত করে। তাই ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।

 

ইংরেজি অংশের সমাধানঃ  

৫। Translate into English:

a) বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ = Bangladesh is a democratic country.

b) আমরা সমাজে বাস করি = We live in society. 

C) আমি পড়ি = I read. 

d) বালকটি সাতাঁর কাটতে জানে না = The boy does not know how to swim. 

e) সে ধনী কিন্তু সৎ = He is rich but honest.

 

৬। Make a sentence with the following idioms & Phrases:

a) Blue blood = (আভিজাত্য) The blue blood of his forefathers was flowing freely in his veins. 

b) Get rid of = (মুক্তি পাওয়া) He finally got rid of the door-to-door salesman.

c) In consequence of = (ফলশ্রুতিতে) She lost a lot of money in consequence of some risky investment.

d) Pros & cons = (সুবিধা-অসুবিধা) I want to know the pros and cons before I decide whether to take the job.

e) Slow and steady = (ধীর স্থির) Slow and steady wins the race. 

 

৭। Write a paragraph on ‘Padma Bridge’.  

Padma Bridge is a multipurpose bridge project over the drought-prone Padma River in Bangladesh. Padma Bridge was inaugurated on June 25, 2022 by the Honorable Prime Minister Sheikh Hasina of the People’s Republic of Bangladesh. The largest mega project in the country has been built with full domestic funding without foreign aid. After changes at various times, its cost came to 30 thousand crores. Construction of the bridge began on December 7, 2014. It was built by China Major Bridge Engineering Construction Company Limited. There is the involvement of foreign and local artisans in various works of the project. On its eastern bank is Lauhjung of Munshiganj and on its western bank Shariatpur and Madaripur. The total length of this bridge is 6,150 meters and the width is 18.18 meters. Through the opening of this bridge, 19 districts of the southwestern region have been directly connected with the eastern part of the country, including Dhaka, and most of the districts will be connected when the railway section is opened. The importance of the Padma Bridge is immense in the economic development of Bangladesh and in changing the standard of living of billions of people. Besides, this bridge will be one of the most interesting and historical landmarks in the world and the key to a successful economy. Bangladesh entered a new era with the construction of the Padma Bridge. Most importantly, Padma Bridge will be a shining symbol of hope, confidence, devotion, and faith in the people of Bangladesh.

 

৮। Fill in the blanks with appropriate prepositions:

a) Students should abide —-their teacher’s advice. = by 

b) The committee is consisted —– ten members. = of

c) Mohsin is famous … his kindness. = for 

d) He has lack ……money. = of 

e) Ignorance is similar – darkness. = to

 

গণিত অংশের সমাধানঃ  

 ৯। শহিদ ২৪০ টাকায় কতগুলাে কলম কিনল? সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতাে তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তাে। সে কতগুলাে কলম কিনল? 

উত্তরঃ ১৫টি 

১০। আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আটগুন ছিল। দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়স দ্বিগুন হবে।। বর্তমানে কার বয়স কত? 

উত্তরঃ ৩২ বছর 

১১। একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার হলে রম্বসের পরিসীমা কত? 

উত্তরঃ ৫২ মিটার 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

 

১২। সংক্ষেপে উত্তর দিনঃ 

ক) বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? 

উত্তরঃ ৫০ 

খ) জাতিসংঘের সদর দপ্তর  কোথায় অবস্থিত? 

উত্তরঃ নিউইয়র্ক

গ) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী ? 

উত্তরঃ মিথেন

ঘ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 

উত্তরঃ ৪টি যথাঃ  জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। 

ঙ) মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? 

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১  

চ) আয়তনে বাংলাদেশের  ক্ষুদ্রতম জেলা কোনটি?

উত্তরঃ নারায়ণগঞ্জ 

ছ) ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে? 

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী 

জ) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? 

উত্তরঃ সেন্টমার্টিন দ্বীপ 

ঝ) ‘সার্ক’ এর মোট সদস্য রাষ্ট্র কয়টি? 

উত্তরঃ ৮ দেশ 

ঞ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তরঃ ১৭ মার্চ, ১৯২০ খ্রিঃ 

ট) ‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত? 

উত্তরঃ জাপানের নাগাসাকি শহরে

ঠ) NATO’ এর পূর্ণরূপ কি? 

উত্তরঃ North Atlantic Treaty Organization

ড) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 

উত্তরঃ ৬.১৫ কি.মি.

ঢ) ‘চীনে ‘এক দেশ দুই নীতি’ চালু হয় কত সালে? 

উত্তরঃ ১৯৯৭ সালে [মেয়াদ ১৯৯৭ থেকে ২০৪৭ সাল]  

ণ) আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখক কে? 

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

Solved and edited by jobstestbd.com

 

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

Department of Textiles (DOT) Exam Question Solution 2022:

Department of Textiles Exam Question Solution 2022 has been published by the authority. Department of Textiles (DOT) Job Circular All information is given above. The Department of Textiles (DOT) is one of the largest Government organizations in Bangladesh. Department of Textiles (DOT)  Job Circular is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information and some adequate information or resources and job tips which help to get a job quickly. We trust that our distributing data helps the activity searchers find superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide various kinds of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give advertisement on our website for any product of your organization please contact us by following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →