DGDA Office Sohayok Exam Question Solution 2022

DGDA Office Sohayok Exam Question Solution 2022 has been published. Directorate General of Drug Administration (DGDA) Office Sohayok Exam Question Solution 2022 has been published by the authority. Directorate General of Drug Administration Office Sohayok Question Solution 2022 is good news for job seekers in Bangladesh. All information on the Directorate General of Drug Administration Office Sohayok Exam Question and Solution 2022 is available below. The Directorate General of Drug Administration (DGDA) is a government organization in Bangladesh.

 

 

 

 

DGDA Office Sohayok Exam Question Solution 2022:

Organization Name: Directorate General of Drug Administration (DGDA)

Post Name and vacancy:

1. Office Sohayok – 47

Total Vacancy: 47

 

Office Sohayok Exam Date: 13 May 2022 

Exam Time: 10.00 AM to 11.00 AM

 

See/Downlod DGDA Office Sohayok Exam Question Solution 2022 from below: 

ঔষধ প্রশাসন অধিদপ্তর

পদের নাম: অফিস সহায়ক

সময়: ৬০ মিনিট   পরীক্ষার তারিখ: ১৩-০৫-২২

পুর্নমান: ৭০

 

১। বাংলা সাহিত্যের আদি কবি কে?

ক. কাহ্নপা খ. ঢেন্ডন পা গ. লুইপা ঘ. ভুষুক্ষুপা 

উত্তরঃ (গ) লুইপা 

২। মাঝি, আমাশয়, বালতি – এগুলো কেনা ভাষা থেকে এসছে?

ক. পর্তুগিজ খ.জাপানি গ. রুশ ঘ. চীনা 

উত্তরঃ (ক) পর্তুগিজ

৩। ‘নন্দিত’’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. বিষগ্ন খ. বিষাদ গ. প্রচ্ছন্ন ঘ. নিন্দিত 

উত্তরঃ (ঘ) নিন্দিত  

৪। ‘গগন’ শব্দের অর্থ কী?

ক. মেঘ খ. আকাশ গ. হীরক ঘ. বাতাস

উত্তরঃ (খ)  আকাশ

৫। রবিন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কারে ভূষিত হন।

ক. ১৯১০ সালে খ. ১৯১১ সালে

গ. ১৯১২ সালে ঘ. ১৯১৩ সালে 

উত্তরঃ (ঘ) ১৯১৩ 

৬। স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. সৈয়দ  নজরুল ইসলাম

খ. শেখ মুজিবুর রহমান

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. এম মনুসর আলী

উত্তরঃ (খ) শেখ মুজিবুর রহমান 

৭। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?

ক. মিশ্র ভাষা খ. সাধু ভাষা

গ. চলিত ভাষা ঘ. উপভাষা

উত্তরঃ (ঘ) উপভাষা 

৮। কোন বানানটি শুদ্ধ?

ক. নিশীথ খ. নিশিথ

গ. ত্রীশিথ ঘ. নীশীথ

উত্তরঃ (ক) নিশীথ 

৯। ‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় কী হবে- 

ক. সুহাসিনী খ. সুবক্তা

গ. প্রিয়ংবদা ঘ. শ্রীমতি

উত্তরঃ (গ)  প্রিয়ংবদা 

১০। ‘চকলেট’ কোন দেশের শব্দ?

ক. অস্ট্রেলিয়া খ. ইতালি 

গ. জার্মানি ঘ. মেক্সিকো 

উত্তর: (ঘ)মেক্সিকো

১১। ‘অলস’ এর বিশেষ্য পদ কোনটি

ক. অলসতা খ. আলস্য 

গ. আলসে ঘ. আলসেমী

উত্তরঃ (ক) অলসতা (খ) আলস্য 

১২। ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থের রচয়িতা কে?

ক. জাহানারা ইমাম খ. সৈয়দ শামসুল হক

গ শেখ মুজিবুর রহমান ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ (ঘ) সুফিয়া কামাল 

১৩। “চাচা কাহিনী” গ্রন্থের লেখক কে?

ক. শওকত ওসমান খ. সৈয়দ শামসুল হক

গ. সৈয়দ মুজতবা আলী ঘ. ফররুখ আহমেদ 

উত্তরঃ (গ) সৈয়দ মুজতবা আলী 

১৪। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালেল ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়?

ক. ১৮২৪ সালে খ. ১৮৭৩ সালে 

গ. ১৮৫৮ সালে ঘ. ১৮৪৭ সালে

উত্তরঃ (গ) ১৮৫৮ সালে 

১৫। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?

ক. সুবচন নির্বাসনে খ. রক্তাক্ত প্রান্তর

গ. কবর ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায় 

উত্তরঃ (ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

১৬। ‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. চল + চিত্র খ. চলত + চিত্র

গ. চলৎ + চিত্র ঘ. চলঃ + চিত্র

উত্তরঃ (গ) চলৎ+চিত্র

১৭। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদিন খ. হামিদুর রহমান

গ. কামরুল হাসান ঘ. হাশেম খান

উত্তরঃ (গ) কামরুল হাসান 

১৮। বাংলা ছোট গল্পের জানক কাকে বলা হয়? 

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. জসীমউদ্দীন ঘ. কালিদাস

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৯।  “গণকবর” শব্দে  ‘গণ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. সাধারণ অর্থে খ. মানুষ অর্থে

গ. বিশেষ অর্থে ঘ. বহুবচন অর্থে  

উত্তরঃ (ঘ) বহুবচন অর্থে

২০। অপ্রতুল শব্দের অর্থ কি?

ক. অপ্রয়জনীয় খ. অসম্ভব

গ. অপর্যাপ্ত ঘ. অসম্মান 

উত্তরঃ (গ) অপর্যাপ্ত

২১। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. এফ আর খান খ. নিতুন কুন্ডু 

গ. হামিদুর রহমান ঘ. সৈয়দ মাইনুল হোসেন  

উত্তরঃ (ঘ)  সৈয়দ মাইনুল হোসেন

২২। হেলসিংকি কোন দেশের রাজধানী?

ক. সুইডেন খ. ফিনল্যান্ড

গ. পোল্যান্ড ঘ. নরওয়ে     

উত্তরঃ (খ) ফিনল্যান্ড

২৩। মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল?

ক.১১ খ. ৮ গ. ২ ঘ. ১০ 

উত্তরঃ (খ) ৮

২৪। মুক্তিযুদ্ধ ভিক্তিক ‍উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?

ক. সৈয়দ শামসুল হক খ. আমজাদ হোসেন

গ. হুমায়ুন আহমেদ ঘ. শওকত ওসমান 

উত্তরঃ (গ) হুমায়ুন আহমেদ

২৫। টেকসই উন্নয়ন লক্ষ্যে (SDG) যে কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে?

ক. ১৬ খ. ১৭ গ. ১৯ ঘ. ২১

উত্তরঃ (খ) ১৭

২৬। আইন প্রণয়নে ক্ষমতা –

ক. আইন মন্ত্রনালয়ের খ. রাষ্ট্রপতির

গ. স্পীকারের ঘ. জাতীয় সংসদের   

উত্তরঃ (ঘ) জাতীয় সংসদের

২৭। দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?

ক. গজারিয়া খ. গাজীপুর

গ. সাভার ঘ.  ভালুকা             

উত্তরঃ (ক) গজারিয়া

২৮। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

ক. ২৬ জুন খ. ১ আগষ্ট

গ. ১ মে ঘ. ১০ ডিসেম্বর

উত্তরঃ (ঘ) ১০ ডিসেম্বর

২৯। স্বাধীনতা যুদ্ধে  অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধীতে ভূষিত করা হয়েছে?

ক. ৫ জন খ. ৭ জন গ. ২ জন ঘ. ৩ জন

উত্তর: (গ) ২ জন

৩০। WHO  এর সদর দপ্তর কোথায়? 

(ক) জেনেভা (খ) প্যারিস  

(গ) লন্ডন (ঘ) গ্রীস   

উত্তরঃ (ক) জেনেভা

৩১। The Boy (play) Football.

ক. Playing খ. Plays

গ. Playes ঘ. Play  উত্তরঃ (খ) Plays

৩২। How nice ___ bird.

ক. the খ. an

গ. a ঘ. was উত্তরঃ (ক) the

৩৩। He joined____ army. 

ক. a খ. an 

গ. the ঘ. is উত্তরঃ (গ) the 

৩৪। I have (eat) rice. 

ক. ate খ. eat 

গ. eaten ঘ.eating  উত্তরঃ (গ) eaten 

৩৫।    ___ I done the work? 

ক. have খ. had গ. was ঘ. None উত্তরঃ (ক) have

৩৬। The Scissors___blunt. 

ক. Is খ. Are 

গ. The ঘ. Was উত্তরঃ (খ) Are 

৩৭। Teacher said, “The earth__ round the sun” 

ক. Moved খ. Moves 

গ. Has move ঘ. Will be Moving উত্তরঃ (খ) Moves 

৩৮। I have been living in dhaka___2000. 

ক. From খ. Since 

গ. after ঘ. till  উত্তরঃ (খ) Since 

৩৯। Fed is the past from of the verb. 

ক. Food খ. Find 

গ. Fight ঘ. Feed  উত্তরঃ (ঘ)  Feed

৪০। I have —-headache.

ক.an খ.a

গ.the ঘ.no articale  উত্তরঃ ঘ.no articale

৪১। The patient (die) before the doctor came.

ক.died খ.dies

গ.had died ঘ.die  উত্তরঃ গ.had died

৪২। He talks as if he ( to do) mad.

ক.will be খ.were

গ.is ঘ.had been উত্তরঃ খ.were

৪৩। How many paras are in a Paragraph?

ক.one খ.two

গ.three ঘ.four উত্তরঃ ক.one

৪৪। Which one of the following is abstract noun?

ক.child খ.boy

গ.chilldhood ঘ.family উত্তরঃ গ.chilldhood

৪৫। What is the verb of the word shortly?

ক.short খ.shorter

গ.shorten ঘ.shortness উত্তরঃ গ.shorten

৪৬। The man divided his lands—his sons.

ক.among খ.with

গ.into ঘ.for উত্তরঃ ক.among

৪৭। Water can be changed—- vapour.

ক.in খ.into

গ.with ঘ.none উত্তরঃ খ.into

৪৮। What is the correct spelling?

ক. Shakespeare খ.Shakespiar

গ. Shakespear ঘ. Shakespiare    উত্তরঃ ক. Shakespeare

৪৯। He is the (bad) boy in the class.

ক.worse খ.better

গ.worst ঘ.bad   উত্তরঃ গ.worst

৫০। Man is—-architect of his own fate.

ক.the খ.a

গ.an ঘ.no articale  উত্তরঃ ক.the

৫১। দুুটি সংখ্যার অনুপাত ৫ঃ৪ এবং তাদের ব্যবধান ১৫। ছোট সংখ্যাটি কত?

ক. ৩০ খ. ৪০ গ. ৫০ ঘ. ৬০  উত্তরঃ (ঘ) ৬০

৫২। নিচের কোনটি অমূলদ সংখ্যা?

ক. 9 খ. 16 গ. 25 ঘ. 2    উত্তরঃ  (ঘ) 2  

৫৩। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল ৩০ হলে এদের মধ্যে বড় সংখ্যাটি কত?

ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১   উত্তরঃ (ঘ) ১১

৫৪। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৪   উত্তরঃ (গ) ২

৫৫। একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে?

ক. ১০৮ ডিগ্রি খ. ১৮০ ডিগ্রি গ. ৩৬০ ডিগ্রি ঘ. ৪৫০ ডিগ্রি   উত্তরঃ (ক) ১০৮ ডিগ্রি

৫৬। ৭ বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের ১/৫ অংশ ছিল। বর্তমানে তাদের বয়সের অনুপাত ১ঃ৩ হলে ৭ বছর পর পুত্রের বয়স কত হবে?

ক. ২১ বছর খ. ২৮ বছর গ. ১৪ বছর ঘ. ৪২ বছর  উত্তরঃ (ক) ২১ বছর

৫৭। মিরাজের মাসক বেতন রনির মাসিক বেতনের দ্বিগুণ এবং রনির মাসিক বেতন আকাশের মাসিক বেতনের ২৫%। তাদের মোট মাসিক বেতন ৪৯,০০০ টাকা হলে রনির মাসিক বেতন কত?

ক. ১৪,০০০ টাকা খ. ২১,০০০ টাকা

গ. ৭,০০০ টাকা ঘ. ৩৫,০০০ টাকা উত্তরঃ (গ) ৭,০০০ টাকা

৫৮। ১ গজ = কত ফুট?

ক. ২ ফুট খ. ৩ ফুট

গ. ৪ ফুট ঘ. ৫ ফুট উত্তরঃ (খ) ৩ ফুট 

৫৯। টাকায় ৫টি দরে ক্রয় করে ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. লাভ ২৫% খ. ক্ষতি ২৫%

গ. লাভ ২০% ঘ. ক্ষতি ২০% উত্তরঃ (ক) লাভ ২৫%

৬০। বার্ষিক ১০% মুনাফায় ১০,০০০ টাকায় ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত?

ক. ১,০০০ টাকা খ. ২,০০০ টাকা

গ. ২,১০০ টাকা ঘ. ১,১০০ টাকা   উত্তরঃ (গ) ২,১০০ টাকা

৬১। কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

ক. ৮০,০০,০০০ জন খ. ৬৭,২৪,০০০ জন

গ. ৬৫,২৮,০০০ জন ঘ. ৭০,০০,০০০ জন   উত্তরঃ (খ) ৬৭,২৪,০০০ জন

৬২। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার, এতে কত লিটার পানি ধরবে?

ক. ২৪ লিটার খ. ২৪০ লিটার

গ. ২,৪০০ লিটার ঘ. ২৪,০০০ লিটার   উত্তরঃ (ঘ) ২৪,০০০ লিটার 

৬৩। একটি কোণ ৩০ ডিগ্রি হলে এর সম্পূরক কোণ কত হবে?

ক. ৬০ ডিগ্রি খ. ৯০ ডিগ্রি গ. ১৮০ ডিগ্রি ঘ. ১৫০ ডিগ্রি   উত্তরঃ (ঘ) ১৫০ ডিগ্রি 

৬৪। x + y = 7 এবং xy=15 হলে, x2+y2 এর মান কত?

ক. 19 খ. 14 গ. 21 ঘ. 30  উত্তরঃ (ক) 19

৬৫। x-1/x=3 হলে, x2+ 1 /x2 এর মান কত?

ক. 11 খ. 9 গ. 15 ঘ. 7  উত্তরঃ (ক) 11

৬৬। ২ জন ব্যক্তির ২ পৃষ্ঠা টাইপ করতে ১ দিন সময় লাগলে ৫ জন ব্যক্তির ৫ পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে?

ক. ৫ দিন খ. ১০ দিন গ. ১ দিন ঘ. ২ দিন উত্তরঃ (গ) ১ দিন

৬৭। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

ক. ২৪০০ বর্গমিটার খ. ৯০০ বর্গমিটার

গ. ১৬০০ বর্গমিটার ঘ. ১২০০ বর্গমিটার  উত্তরঃ (ঘ) ১২০০ বর্গমিটার

৬৮। a+b=3 এবং ab=2 হলে, a3+b3 এর মান কত?

ক. 27 খ. 18 গ. 9 ঘ. 12  উত্তরঃ (গ) 9

৬৯। ৭০ টাকার ১৫০% কত?

ক. ৭ টাকা খ. ৭০ টাকা

গ. ৩৫ টাকা ঘ. ১০৫ টাকা  উত্তরঃ (ঘ) ১০৫ টাকা

৭০। ২, ৬ এবং ল.সা.গু কত?

ক. ২ খ. ৩০ গ. ৬০ ঘ. ৫০  উত্তরঃ (খ) ৩০

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republished of any news we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

DGDA Office Sohayok Exam Question Solution 2022:

DGDA Office Sohayok Exam Question Solution 2022 has been published by the authority. Directorate General of Drug Administration (DGDA) Circular all information are given above. The Directorate General of Drug Administration (DGDA) is one of the largest Government organizations in Bangladesh. The Directorate General of Drug Administration (DGDA) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Directorate General of Drug Administration (DGDA) is given on our website jobstestbd.com. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information and provide some adequate information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learners uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs on this website are not for unemployed people but also for employed people too. All types of suggestions and question solutions for different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

Mirpur 1, Dhaka, Bangladesh.