Class 8 Assignment Answer

Class 8 Assignment Answer is available below. Class Eight Assignment Question and Solve, Assignment Solved Class 8, Four Week Class Eight Assignment Solution, 4th Week Class 8 Assignment Answer Sheet, Class 8 Assignment answer of 4th Week, Class 8 English Assignment Answer, Class 8 Bangladesh and Global Studies Assignment Answer, Assignment Ans at Class 8, See Full Solution Class 8 Assignment Answer All Subject 4th Week. 

 

Directorate of secondary and higher education has already released the assignment syllabus. You Must Submit Your Assignment Your School. See Class 8 Answer All Subject 4th Week Assignment.  

 

 

 

Class 8 Assignment Answer 4th Week:

Assignment Type: School / College Assignment 

4th Week Assignment Publish Date: 19 November 2020 

Assignment Class: 8 (Eight)  

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ সমাধান (পঞ্চম সপ্তাহের জন্য)

NB: সকল শ্রেনীর প্রশ্ন সমাধানের কাজ চলছে। কিছুক্ষণ পর পর ভিজিট করে আপনার সমাধান নিয়ে নিন। 

see/download School 4th Week Assignment Question Answer in below PDF: 

School 4th Week Assignment Question PDF

official Notice Link: Click Here to see Official Notice

see/download School 4th Week Assignment Question Answer in below images: 

School Assignment Answer for Class 8: 

সম্পূর্ণ সমাধান পাবেন নিচের লিঙ্কে.. Click here

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এ্যাসাইনমেন্ট সমাধান (চতুর্থ সপ্তাহের জন্য) Click here

Class 8 English Assignment Answer

English Grammar and Composition, Class- 8 Unit-7: Changing Sentences and Paragraph (Descriptive)

Exercise at page no. 143

Changing assertive sentences into interrogative

Suppose you visited a place last year. Describe that place answering the following questions:

  1. Where did you visit?
  2. Why did you go there?
  3. How did you go there?
  4. Who accompanied you?
  5. Did you like the place? Why/Why not?

Class 8 Science Assignment Answer

We Provide you Science Assignment For Every Class Including This Class 8 One. Our experts are proficient in covering every concepts that is a part of the subject.

ক) আইসােটোপ কাকে বলে?

খ) পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝ?

গ) উদ্দীপকের ছকে উল্লিখিত Z মৌলের ১ টি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় কর।

ঘ) উদ্দীপকের ছকে উল্লিখিত X ও Y মৌলদুটির পরমাণুসমুহের মধ্যে যৌগ গঠন সম্ভব- যুক্তিসহ বিশ্লেষণ কর।

Class 8 Bangladesh & Global Studies BGS Assignment Answer

অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট উত্তর

উদ্দীপক পড় ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

covid-19 এর কারণের রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেটি কভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহের রনিদের পাশের বাড়িতে একজন কোভিদ পজেটিভ রোগী শনাক্ত হয়।

পাড়া-প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন।

ক) সাংস্কৃতিক আত্তীরন বলতে কী বোঝায়?

উত্তর: সাংস্কৃতিক আত্তীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠি অন্যের সংস্কৃতি আয়ত্ত করে।

খ) সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও।

উত্তর: সাধারনত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়ন কে বোঝায়।

সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নে-

১. বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে।
২. শিক্ষাপ্রতিষ্ঠানে হাতে-কলমে পড়ালেখা করানোর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে।

গ) রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিদ আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের সেসাসেব

মূলক উদ্যোগ নেয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো।

উত্তর:

রনিদের এলাকার মতো পরিস্থিতিতে আমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে যে ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেয়া যায়, তার একটি তালিকা প্রণয়ন করা হলো-

১. গণপরিবহন এড়িয়ে চলার জন্য সাধারণ জনগণকে সচেতন করতে পারি।
২. মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে পারি।
৩. কর্মক্ষেত্রে অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি।
৪. জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি।
৫. করমর্দন ও কোলাকুলির মাধ্যমেও কোভিড ছড়াতে পারে। তাই এ ব্যাপারে সচেতন করতে পারি।
৬. করোনা আক্রান্তদের আর্থিকভাবে সহায়তার জন্য জনমত গড়ে তুলতে পারি।
৭. আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম গঠন করতে পারি।
৮. দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দূরত্ব ২ হাত বা ৩ ফুট হতে হবে এ ব্যাপারে জানাতে পারি।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোভিড আক্রান্তদের সংস্পর্শে যেতে চান না, আক্রান্তদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে। যা হীন মানসিকতার পরিচায়ক।

আমাদের সকলের উচিত আক্রান্তদের সর্বোচ্চ সহযোগিতা করা।

 

ঘ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-

সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে।

এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে।

এ প্রক্রিয়ায় সমাজের নিয়ম-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি সমাজ উন্নয়নেও অংশগ্রহণ করে।

ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে।

আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ভাববিনিময, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্যবিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়; কিছুদিন আগেও যা ভাবা যেত না।

এভাবে ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যম এ সমাজের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপরোক্ত আলোচনা থেকে বলা যায, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Hope You Find The Answer For Class 8 Assignment All Subject. Ask me Anything Related to Education by comment at below. 

 

Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization  please contact with us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at : [email protected]
Contact No.: 01720403750

Mirpur 1, Dhaka, Bangladesh.