Class 8 Arts and Crafts Assignment Answer 2021 4th Week

Class 8 Arts and Crafts Assignment Answer 2021 4th Week has been published. 4th Week Class 8 Arts and Crafts Assignment Answer 2021 has been Solved by Our Educational Team. 4th Week Class 8 Arts and Crafts Assignment Solution 2021 is an important task for the students. All information of Class 8 4th Week Arts and Crafts Assignment Solution 2021 are available below. Class 8 Charu and Karukola Assignment Answer 2021 4th Week is a significant assignment for the students. The directorate of secondary and higher education has already released the assignment syllabus. You Must Submit Your Assignment Your School. See detail of Class 8 Arts and Crafts Part Assignment Answer 2021 4th Week.

 

 

 

Class 8 Arts and Crafts Assignment Answer 2021 4th Week: 

Assignment Type: High School Assignment

4th Week Assignment Publish Date: 23 May 2021

Assignment Class: 8 

Board: All Education Board   

Week: 4th

4th Week Assignment Answer 2021 for Class 8:

Subject Name: Arts and Crafts (চারু ও কারুকলা)

Question: 

গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন কর।

সংকেত:

০১। কোন্ কোন্ ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় তা চিহ্নিত কর। (যেমন: কুলা, ডালা)
০২। কী কী উপকরণ ও কীভাবে নান্দনিক রূপ দেয়া হয় তা’ উল্লেখ কর।

নির্দেশনা: তােমার দেখা কোন গায়ে হলুদের অনুষ্ঠানের অভিজ্ঞতার আলােকে লিখ।

Answer:

গায়ে হলুদ বিবাহ অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব। বিবাহের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে আনুষঙ্গিক নানা ধরনের আচার-অনুষ্ঠান সম্পাদিত হয়।  গায়ে হলুদ বাঙালি জাতির বহুল প্রচলিত উৎসবের মধ্যে একটি। এই উৎসব বহু কাল বংশ পরম্পরায় চলে আসছে। আর গায়ে হলুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হলুদ  যা ছাড়া গায়ে হলুদ কল্পনা করা যায় না। এছাড়াও বিভিন্ন জিনিসপত্রে করা হয় কারুশিল্পের ব্যবহার এবং নান্দনিকভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়। আমার দেখা গায়ে হলুদের অনুষ্ঠানে যে সব উপকরণ ব্যবহৃত হয়েছিল সেগুলো হলো:

ক) কুলা

খ) ডালা

গ) বাটি

ঘ) ফলমূল

ঙ) বিভিন্ন ধরনের মিষ্টি

চ) গায়ে হলুদের পোশাক

ছ) গায়ে হলুদ নেমপ্লেট

 

আমার দেখা কোন গায়ে হলুদের অনুষ্ঠানের অভিজ্ঞতার আলােকে গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন করা হলোঃ  

আমার দেখা গায়ে হলুদের অনুষ্ঠান ডালা দিয়েই শুরু হয় প্রথম পর্ব। আর সেখানে ছিল বর-কনেকে দেয়া উপহার সামগ্রী সহ আরো অনেক কিছু। প্রথমদিকে শুধু বেতের ঢালাই প্রচলন ছিল। এখন সুদৃশ্য পলি অথবা কাপড় দিয়ে মোড়া বিভিন্ন সুন্দর সুন্দর ডালা পাওয়া যায়। সঙ্গে লেইস ফিতা জড়িয়ে ডালায় আনা হয়েছিল নতুনত্ব। মাছের ও পোশাকের ডালা রঙিন সেলোফেন পেপার এবং নানা রঙের নেটের কাপড় পেচিয়ে চারপাশে সোনালী রঙের ফিতা দিয়ে বেঁধে সাজানো হয়েছিল। ফলে এটি সুন্দর দেখাচ্ছিল। এই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে কুলায়  ছিল নতুনত্ব। যেখানে কুলা ছিল বিভিন্নভাবে নকশাময়। কুলার চারদিক বিভিন্ন রংয়ের কাপড় দিয়ে মোড়ানো ছিল এবং ভিতরে বিভিন্ন পাতা, ফুল ইত্যাদি নকশা করা ছিল যা দেখতে অনেক সুন্দর। আমাদের দেশের গায়ে হলুদের  প্রচলিত পোশাকের মধ্যে রয়েছে হলুদ পাঞ্জাবি এবং হলুদ রংয়ের শাড়ি। আমার দেখা অনুষ্ঠানে এসব সবই ছিল। আত্মীয়-স্বজনরা কমবেশি সবাই হলুদ পাঞ্জাবী পড়েছিল যাতে লতাপাতা ইত্যাদির কিছু কারুকাজ ছিল এবং শাড়ির ক্ষেত্রে মেয়েগুলোর সাথে কনেও হলুদ শাড়ি পড়েছিল। হলুদের শাড়ির পাড় ছিল লাল যাতে কিছু কাজও করা ছিল। তবে বরের হলুদে সে গেঞ্জি এবং লুঙ্গি পড়েছিল। বর ও কনে উভয় পক্ষের গায়ে হলুদে বর বা কনের নাম অনুসারে নেমপ্লেট টাঙ্গানো হয়েছিল। যা বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছিল, সেখানে ছিল গায়ে হলুদের সাজ এবং গায়ে হলুদ লেখায় বৈচিত্রতা। অনুষ্ঠানে বিভিন্ন ধরণের মিষ্টান্ন ও ফলমূল সাজানো ছিল। যেমন লাড্ডু, গোল্লা, সন্দেশ, কলা, আপেল, আঙ্গুর ইত্যাদি। এসব ফল নানাভাবে কেটে রাখা হয়েছিল যা নতুন রূপ ধারণ করেছিল যা সকলের দৃষ্টি আকর্ষণ করতেছিল।

 

About admin

I have completed my BBA,MBA from Rajshahi University in Finance and Banking.
View all posts by admin →