BPDB Security Guard Exam Question Solution 2023

BPDB Security Guard Exam Question Solution 2023 has been published. Bangladesh Power Development Board (BPDB) Exam Question Solution 2023 has been solved by our educational team. BPDB Security Guard MCQ Exam Question Solution 2023 is good news for job seekers in Bangladesh. All information on Bangladesh Power Development Board Security Guard Exam Question Solution 2023 is available below. Bangladesh Power Development Board (BPDB) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

Power Development Board Security Guard Exam Question Solution 2023: 

Organization Name: Bangladesh Power Development Board (BPDB)

See more…

 

 

Post Name And Vacancy:

1. Junior Accounts Assistant (Lower Division Accounts Assistant) – 300

2. Pharmacist/Medical Assistant – 25

3. Senior Staff Nurse – 04

4. Junior Staff Nurse – 09

5. Dresser – 06

6. Midwife – 09

7. Security Guard – 464

 

Total Vacancy: 818 

 

 

Security Guard Exam Date: 11 November 2023 

Exam Time: 10.00 AM to 11.00 AM

Exam Type: MCQ

 

 

See/download Bangladesh Power Development Board (BPDB) Security Guard Exam Question Solution 2023 from the below content: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পরীক্ষার তারিখঃ ১১ নভেম্বর ২০২৩

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

Exam Type: MCQ

পূর্ণমানঃ ১০০

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

প্রশ্নের সেট- A 

 

১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?

ক. ১১টি খ. ৫০টি গ. ৩৯টি ঘ. ৪০টি

উত্তরঃ খ. ৫০টি 

২. মানুষ মরণশীল। এ বাক্যে ‘মানুষ’ শব্দটি কোন লিঙ্গ?

ক. পুংলিঙ্গ খ. স্ত্রীলিঙ্গ গ. উভয় লিঙ্গ ঘ. ক্লীব লিঙ্গ

উত্তরঃ গ. উভয় লিঙ্গ

৩. ভাষার মূল উপাদান হচ্ছে-

ক. বর্ণ খ. বাক্য গ. শব্দ ঘ. ধ্বনি

উত্তরঃ ঘ. ধ্বনি

৪. ‘আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. আরবি খ. ফারসি গ. উর্দু ঘ. সংস্কৃত

উত্তরঃ খ. ফারসি

৫. Phonology এর বাংলা প্রতিশব্দ কোনটি?

ক. Phone সংক্রান্ত বিদ্যা খ. দর্শনতত্ত্ব গ. ভাষাতত্ত্ব ঘ. ভাষার ধ্বনিবিজ্ঞান

উত্তরঃ ঘ. ভাষার ধ্বনিবিজ্ঞান

৬. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী

ক. সাধু রীতি খ. চলিত রীতি গ. কথ্য রীতি ঘ. লেখ্য রীতি

উত্তরঃ ক. সাধু রীতি

৭. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?

ক. উচ্চ ভূমি খ. মুক্ত ভূমি গ. যুক্ত ভূমি ঘ. নিম্ন ভূমি

উত্তরঃ খ. মুক্ত ভূমি 

৮. ‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. পরী+ঈক্ষা খ. পড়ি+ঈক্ষা গ. পরী+ইক্ষা ঘ. পরি+ঈক্ষা

উত্তরঃ ঘ. পরি+ঈক্ষা

৯. ‘বিগত হয়েছে পত্নী যার’- ব্যাসবাক্যটি কোন সমাসের?

ক. মধ্যপদলোপী কর্মধারয় খ. নঞ তৎপুরুষ গ. বহুব্রীহি সমাস ঘ. নিত্য সমাস

উত্তরঃ গ. বহুব্রীহি সমাস

১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ। খ. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ।

গ. স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ। ঘ. স্কুল সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ ।

উত্তরঃ গ. স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।

১১. পূরণবাচক শব্দ কোনটি?

ক. একক খ. এক গ. প্রথম ঘ. পহেলা

উত্তরঃ গ. প্রথম

১২. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

ক. সাহেব খ. সঙ্গী গ. বেয়াই ঘ. কবিরাজ

উত্তরঃ ঘ. কবিরাজ

১৩. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?

ক. বীরবল খ. ভীমরুল গ. অনিলা দেবী ঘ. যাযাবর

উত্তরঃ গ. অনিলা দেবী 

১৪. ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. জমিদার খ. নরেন্দ্র গ. মহেন্দ্ৰ ঘ. সফেদ

উত্তরঃ খ. নরেন্দ্র 

১৫. ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এক কথায় কী বলে?

ক. নির্বাক খ. হতবাক গ. অভিজ্ঞ ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ঘ. কোনোটিই নয়

১৬. ‘ভাওয়াইয়া” বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক. সিলেট খ. রংপুর গ. ময়মনসিংহ ঘ. চট্টগ্রাম

উত্তরঃ খ. রংপুর 

১৭. নিচের কোন শব্দটি ভুল?

ক. স্বায়ত্তশাসন খ. শ্রদ্ধাঞ্জলি গ. অভ্যন্তরীণ ঘ. মুহুর্মুহূ

উত্তরঃ ঘ. মুহুর্মুহূ

১৮. লোকটা হাড়ে হাড়ে শয়তান। বাক্যটিতে দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করে?

ক. সতর্কতা খ. চোর ডাকাত গ. বিস্তার ঘ. আধিক্য

উত্তরঃ ঘ. আধিক্য

১৯. ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয়?

ক. রবি খ. রশ্মি গ. প্রভা ঘ. কর

উত্তরঃ ক. রবি 

২০. ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক. মগের মুল্লুক খ. পুকুর চুরি গ. বালির বাঁধ ঘ. ভরাডুবি

উত্তরঃ ঘ. ভরাডুবি

২১. বাংলাদেশের জাতীয় গাছের নাম কি?

ক. কাঁঠাল গাছ খ. বটগাছ গ. আমগাছ ঘ. জাম গাছ

উত্তরঃ গ. আমগাছ

২২. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক. মেঘনা খ. যমুনা গ. পদ্মা ঘ. কর্ণফুলী

উত্তরঃ ক. মেঘনা 

২৩. ‘খসিয়া’ উপজাতি কোন জেলায় বাস করে?

ক. রাঙ্গামাটি খ. সিলেট গ. বান্দরবান ঘ. ময়মনসিংহ

উত্তরঃ খ. সিলেট

২৪. বৈদ্যুতিক ক্ষমতার একক?

ক. ক্যালরি খ. মিটার গ. জুল ঘ. ওয়াট

উত্তরঃ ঘ. ওয়াট

২৫. রবিশস্য বলতে কি বুঝায়?

ক. বর্ষাকালীন সবজি খ. শীতকালীন শস্য গ. বারোমাসী ফসল ঘ. গ্রীষ্মকালীন শস্য

উত্তরঃ খ. শীতকালীন শস্য

২৬. ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিলো?

ক. ১৯৬৬ খ. ১৯৭০ গ. ১৯৬৫ ঘ. ১৯৬৭

উত্তরঃ ক. ১৯৬৬ 

২৭. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?

ক. হাইলি খ. চলনবিল গ. সাদা পাথড় ঘ. হাকালুকি

উত্তরঃ ঘ. হাকালুকি

২৮. ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান স্থান কোনটি?

ক. ব্রাহ্মণবাড়ীয়া খ. টাঙ্গাইল গ. কলকাতা ঘ. ঢাকা

উত্তরঃ ক. ব্রাহ্মণবাড়ীয়া 

২৯. ইউক্রেনের রাজধানীর নাম কি?

ক. কিয়েভ খ. মালদোভা গ. রিগা ঘ. ক্রেমলিন

উত্তরঃ ক. কিয়েভ 

৩০. মিয়ানমারের মুদ্রার নাম কি?

ক. কিপ খ. রুপিয়া গ. রিংগিট ঘ. কিয়েট

উত্তরঃ ঘ. কিয়েট

৩১. বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হয়-

ক. ১৬ই ডিসেম্বর খ. ২১শে ফেব্রুয়ারি গ. ২৬ শে মার্চ ঘ. ৭ই মার্চ

উত্তরঃ গ. ২৬ শে মার্চ 

৩২. মুজিব নগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

ক. টুঙ্গিপাড়ায় খ. মেহেরপুরে গ. ঢাকায় ঘ. গাজীপুরে

উত্তরঃ খ. মেহেরপুরে 

৩৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদিন খ. কামরুল হাসান গ. হাশেম খান ঘ. হামিদুর রহমান

উত্তরঃ খ. কামরুল হাসান

৩৪. বাংলাদেশে তৈরি ল্যাপটপ –

ক. শাপলা খ. দোয়েল গ. যমুনা ঘ. বিজয়

উত্তরঃ খ. দোয়েল

৩৫. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক. পদ্মা খ. মেঘনা গ. সুরমা ঘ. যমুনা

উত্তরঃ খ. মেঘনা 

৩৬. জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাক নাম কী?

ক. বাবু খ. রত্ন গ. দুখু ঘ. খোকা

উত্তরঃ ঘ. খোকা

৩৭. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?

ক. রফিকুন্নবী খ. কামরুল হাসান গ. এ. এন. সাহা ঘ. জয়নুল আবেদীন

উত্তরঃ গ. এ. এন. সাহা 

৩৮. ‘লালন শাহ সেতু’ কোন নদীর উপর?

ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. আড়িয়াল খাঁ

উত্তরঃ ক. পদ্মা 

৩৯. জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?

ক. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৭ খ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৮ গ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ ঘ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৭০

উত্তরঃ গ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ 

৪০. ‘অপরাজেয় বাংলা ‘ কি?

ক. চিত্রকর্ম খ. ভাস্কর্য গ. ম্যুরাল চিত্র ঘ. মিনার

উত্তরঃ খ. ভাস্কর্য 

৪১. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় —

ক. চন্দ্র গ্রহণ খ. সূর্যগ্রহণ গ. অমাবস্যা ঘ. পূর্নিমা

উত্তরঃ খ. সূর্যগ্রহণ

৪২. কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে?

ক. মক্কা খ. জেদ্দা গ. জেরুজালেম ঘ. গাজা

উত্তরঃ গ. জেরুজালেম

৪৩. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

ক. শীতলক্ষ্যা খ. ধরলা গ. বংশী ঘ. বুড়িগঙ্গা

উত্তরঃ ঘ. বুড়িগঙ্গা

৪৪. বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

ক. ৩ বছর খ. ৪ বছর গ. ৫ বছর ঘ. ২ বছর

উত্তরঃ খ. ৪ বছর

৪৫. বৈদ্যুতিক ক্ষমতার একক?

ক. ক্যালরি খ. মিটার গ. জুল ঘ. ওয়াট

উত্তরঃ ঘ. ওয়াট

৪৬. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?

ক. ২ : ১ খ. ১ : ২ গ. ১ : ৫ ঘ. ১ : ১

উত্তরঃ খ. ১ : ২

৪৭. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৯০ সালে খ. ১৯৭১ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৯৮ সালে

উত্তরঃ গ. ১৯৭২ সালে 

৪৮. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

ক. মোহাম্মদ ফরাসউদ্দিন খ. আব্দুর রউফ তালুকদার গ. খোরশেদ আলম ঘ. লুৎফর রহমান সরকার

উত্তরঃ খ. আব্দুর রউফ তালুকদার 

৪৯. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হাওয়ার নুন্যতম বয়স কত?

ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ৩০ বছর ঘ. ৩৫ বছর

উত্তরঃ ঘ. ৩৫ বছর

৫০. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান-

ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ

উত্তরঃ ঘ. চতুর্থ 

৫১. বাংলাদেশ বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ?

ক. ৩০ তম খ. ৩৩ তম গ. ৩৪ তম ঘ. ৩৬ তম

উত্তরঃ খ. ৩৩ তম 

৫২. বাংলাদেশের দীর্ঘতম সেতু ‘পদ্মা’ ব্রিজ-এ কয়টি স্প্যান/সেকশন রয়েছে?

ক. ৩৩ টি খ. ৪১ টি গ. ৪৩ টি ঘ. ৪৫ টি

উত্তরঃ খ. ৪১ টি

৫৩. কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের” দৈর্ঘ্য কত?

ক. ৩.২৮ কি.মি. খ. ৩.৩২ কি.মি. গ. ৩.৪০ কি.মি. ঘ. ৩.৪২ কি.মি

উত্তরঃ গ. ৩.৪০ কি.মি

৫৪. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

ক. ১৬% খ. ২০% গ. ২৫% ঘ. ৩০%

উত্তরঃ গ. ২৫%

৫৫. সৌদি আরবের রাজধানী –

ক. জেদ্দা খ. মক্কা গ. মদিনা ঘ. রিয়াদ

উত্তরঃ ঘ. রিয়াদ

৫৬. দিন ও রাত্রি সমান হয় – – –

ক. ২১ শে জানুয়ারি খ. ২২শে জানুয়ারি গ. ২১ শে মার্চ ঘ. ২২শে এপ্রিল

উত্তরঃ গ. ২১ শে মার্চ

৫৭. বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

ক. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র খ. বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

গ. মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র ঘ. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তরঃ ক. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র 

৫৮. পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় নেয় পাঁচ মিনিট। ৩০টি বিড়াল ৩০ টি ইঁদুর ধরতে কত সময় নেবে?

ক. ৬ মিনিট খ. ১ মিনিট গ. ৩০ মিনিট ঘ. ৫ মিনিট

উত্তরঃ ঘ. ৫ মিনিট

৫৯. সোনালী ব্যাংকের বর্তমান নাম কি?

ক. সোনালী ব্যাংক লিমিটেড খ. সোনালী ব্যাংক পিএলসি গ. দি সোনালী ব্যাংক ঘ. সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

উত্তরঃ খ. সোনালী ব্যাংক পিএলসি 

৬০. জাপানের পতাকার রং কি?

ক. সাদা ও কালো খ. লাল ও সবুজ গ. সাদা ও লাল ঘ. লাল ও হলুদ

উত্তরঃ গ. সাদা ও লাল 

৬১. “Parent” কোন ধরনের gender?

ক. Masculine খ. Feminine গ. Neuter ঘ. Common

উত্তরঃ ঘ. Common

৬২. নিচের কোন শব্দটি Adverb ?

ক. Happy খ. Quickly গ. Tall ঘ. Smart

উত্তরঃ খ. Quickly

৬৩. নিচের কোন শব্দটি Relative Pronoun?

ক. That খ. There গ. This ঘ. There

উত্তরঃ ক. That

৬৪. নিচের কোন শব্দটি Verb?

ক. Intention খ. Intellect গ. Heartening ঘ. Interest

উত্তরঃ ঘ. Interest

৬৫. ‘Heart’ শব্দটির Adjective রুপ কোনটি?

ক. Heart খ. Hearten গ. Heartening ঘ. Heartful

উত্তরঃ গ. Heartening

৬৬. Some days — since my father died?

ক. are Passed খ. passed গ. have passed ঘ. had passed

উত্তরঃ গ. have passed

৬৭. Runa as well as Jhuma …. happy. শূন্যস্থানে কী বসবে?

ক. is খ. are গ. were ঘ. with

উত্তরঃ ক. is 

৬৮. I agree ___ you ____ the proposal. শূন্যস্থানে কি বসবে??

ক. with, on খ. with, to গ. with, of ঘ. of, with

উত্তরঃ খ. with, to

৬৯. He is _____ M.A.শূন্যস্থানে কী বসবে?

ক. a খ. an গ. the ঘ. no article

উত্তরঃ খ. an 

৭০. CV মানে কি?

ক. Curriculum Vita খ. Curriculum vitas গ. Curriculum Vitae ঘ. Current value

উত্তরঃ গ. Curriculum Vitae 

৭১. `Out and out’ এর সঠিক অর্থ হলো—-

ক. Whole heartedly খ. Not al all গ. out of all ঘ. Thoroughly

উত্তরঃ ঘ. Thoroughly

৭২. A bodyguard provides one …. protection.শূন্যস্থানে কী বসবে?

ক. with খ. for গ. of ঘ. to

উত্তরঃ ক. with 

৭৩. I saw …….. one eyed person.শূন্যস্থানে কী বসবে?

ক. a খ. an গ. the ঘ. no article

উত্তরঃ ক. a

৭৪. Ten years ……. a long time to wait.? wait.শূন্যস্থানে কী বসবে?

ক. have been খ. are গ. is ঘ. were

উত্তরঃ গ. is 

৭৫. `Notion’ শব্দটির সঠিক synonym হলো……

ক. truth খ. impression গ. faith ঘ. actually

উত্তরঃ খ. impression 

৭৬. It is I who ______ your teacher ? শূন্যস্থানে কী বসবে?

ক. am খ. is গ. were ঘ. be

উত্তরঃ ক. am

৭৭. There is a bridge ____ The river. শূন্যস্থানে কী বসবে?

ক. Near খ. over গ. across ঘ. on

উত্তরঃ  খ. over গ. across [উভয়ই সঠিক উত্তর] 

৭৮. খালি ঘরের সংখ্যা নির্ণয় কর।৭/৮ = t/২৪

ক. ১৫ খ. ৫৬ গ. ৩২ ঘ. ২১

উত্তরঃ ঘ. ২১

৭৯. ১/৪+১/২−১/৫= এর মান কত?

ক. ১/২০ খ. −১/২০ গ. ২/১৫ ঘ. ৩/১০

উত্তরঃ খ. −১/২০ 

৮০. (০.০১)২=কত?

ক. ০.১ খ. ০.০১ গ. ০.০০১ ঘ. ০.০০০১

উত্তরঃ ঘ. ০.০০০১

৮১. ৬০ লিটার শরবতে পানি ও চিনির অনুপাত ৭ : ৩। ঐ শরবতে আর কি পরিমান চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

ক. ৭০ কেজি খ. ৮০ কেজি গ. ৯০ কেজি ঘ. ৯৮ কেজি

উত্তরঃ খ. ৮০ কেজি

৮২. টাকায় ৩টি করে ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ৫০% খ. ২০% গ. ২৫% ঘ. ১০%

উত্তরঃ ক. ৫০% 

৮৩. রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একই কাজ করিমের চেয়ে ৬০ দিন কম সময়ে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে?

ক. ৪০ দিন খ. ২০ দিন গ. ৩০ দিন ঘ. ১২ দিন

উত্তরঃ ক. ৪০ দিন  

৮৪. যদি x + 5y = 16 এবং x = – 3y হয়, তাহলে y = মান কত?

ক. 24 খ. -2 গ. 8 ঘ. 2

উত্তরঃ গ. 8 

৮৫. এক মিটার সমান কত ইঞ্চি?

ক. ৩৭.৩৯ ইঞ্চি খ. ৩৯.৩৭ ইঞ্চি গ. ৩৯.৪৯ ইঞ্চি ঘ. ৩৮.৩৭ ইঞ্চি

উত্তরঃ খ. ৩৯.৩৭ ইঞ্চি 

৮৬. X^0= কত?

ক. ১ খ. ০ গ. অসীম  ঘ. x এর মানের উপর নির্ভরশীল

উত্তরঃ ক. ১

৮৭. অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন 10% কমানো হলে, পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার 10% বাড়ানো হলো, এতে তার শতকরা কত ক্ষতি হলো?

ক. ০% খ. ১/২% ঘ. ৯%

উত্তরঃ খ.

৮৮. যদি (a – b) = 3 এবং a2 + b2  = 29 হয় তাহলে ab এর মান কত ?

ক. ২০ খ. ১৫ গ. ১০ ঘ. ২৫

উত্তরঃ গ. ১০ 

৮৯. দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন করা হলো যেন দেয়ালটি উঁচু ২.৫ মিটার। ভূমি হতে ম‍ইটি ৬ মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ করে,তাহলে মইটির দৈর্ঘ্য কত?

ক. ৫.৬ মিটার খ. ৬.৫ মিটার গ. ৪২.২৫ মিটার ঘ. ৩৬ মিটার

উত্তরঃ খ. ৬.৫ মিটার

৯০. -১ হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে?

ক. + ১ খ. -১ গ. + ২ ঘ. – ২

উত্তরঃ খ. -১ 

৯১. ১০- এর ৩০% কোন সংখ্যার ১০% ?

ক. ১০ খ. ২০ গ. ৩০ ঘ. ৪০

উত্তরঃ গ. ৩০

৯২. নিচের কোন ভগ্নাংশটি ছোট?

ক. ১/৩ খ. ৩/৭ গ. ২/৫ ঘ. ৪/৯

উত্তরঃ ক. ১/৩ 

৯৩. ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয়। তবে ক : খ = কত?

ক. ৩ : ৪ খ. ৫ : ২ গ. ৫ : ৩ ঘ. ৪ : ৩

উত্তরঃ ঘ. ৪ : ৩

৯৪. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ১৮% খ. ২০% গ. ২৫% ঘ. ৫০%

উত্তরঃ খ. ২০%

৯৫. কোন স্কুলে ৭০% ইংরেজিতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে তে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. ৫০০ খ. ৫৬০ গ. ৬০০ ঘ. ৪০০

উত্তরঃ ক. ৫০০

৯৬. শতকরা বার্ষিক কত হারে সুদে কোন মুলধন ২৫ বছরে সুদে-মুলে ৪ গুণ হবে?

ক. ১৫% খ. ১৬% গ. ৮% ঘ. ১২%

উত্তরঃ ঘ. ১২%

৯৭. একটি বাঁশের ১/৩ অংশ কাঁদায় ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?

ক. ৬ হাত খ. ২১ হাত গ. ৫১ হাত ঘ. ৯০ হাত

উত্তরঃ ঘ. ৯০ হাত

৯৮. ৯ কোটি সমান কত?

ক. ৯ বিলিয়ন খ. ৯ মিলিয়ন গ. ৯০ মিলিয়ন ঘ. ৯০ বিলিয়ন

উত্তরঃ গ. ৯০ মিলিয়ন

৯৯. একটা মাটির ব্যাংকে ১ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সার মুদ্রা আছে এবং সর্বমোট ৫২.৫০ টাকা আছে । প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত?

ক. ৩০ খ. ২৫ গ. ৩৫ ঘ. ৪০

উত্তরঃ ক. ৩০

১০০. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

ক. ৭৩০ খ. ৭৩৫ গ. ৮০০ ঘ. ৭৮০

উত্তরঃ খ. ৭৩৫

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

See/download the Bangladesh Power Development Board (BPDB) Security Guard MCQ Exam Question 2023 from the below images: 

 

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

BPDB Security Guard Exam Question and Solution 2023:

BPDB Security Guard Exam Question Solution 2023 has been published by the authority. Bangladesh Power Development Board (BPDB) is one of the Government organizations in Bangladesh. Bangladesh Power Development Board (BPDB) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Bangladesh Power Development Board (BPDB) is given on our website jobstestbd.com. We  Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are looking for better employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact with us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →