Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019

Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019 is available below. SI Written Exam Question Solution 2019, Sub Inspector (SI) Exam Question Solution 2019, SI Written Exam Question Solution 2019, BD Police SI Exam Question Solution 2019, Police SI Job Exam Question Solution, Police SI Exam Question With Answer 2019, Police SI Exam Question and Solved 2019, bd police si written question solution 2019, SI Exam Question and Answer Paper 2019, Police SI (Sub Inspector) English, Bengali & Composition, General Knowledge & Math, Morality Exam Question Solution 2019, Police SI Exam Question Solution 16 17 & 18 June 2019, Bangladesh Police SI Exam Question Solution 16-06-2019 are search option to get solution of Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019.

 

 

 

 

Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019:

Post: SI (Sub Inspector)-Unarmed

SI Written Examination Schedule 2019:

  • A) English, Bengali & Composition- 16 June 2019- 10.00 am to 1.00 pm (Marks- 100)
  • B) General Knowledge & Math- 17 June 2019- 10.00 am to 1.00 pm (Marks- 100)
  • C) Morality- 18 June 2019- 10.00 am to 10.30 am (Marks- 25)

See more…

Bangladesh Police Sub Inspector (SI) Written Exam Result 2019

Bangladesh Police SI (Sub Inspector) Previous Exam Question Solution

See/download Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019 from below:

Exam Date: 18 June 2019 (Morality):

See/download Bangladesh Police SI (Sub Inspector) Morality Exam Question Solution 2019 from below image:

Morality Part Solution:

১. আপনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনি ২য় প্রতিযোগিকে অতিক্রম করলেন , এখন আপনার অবস্থান কত?

উত্তরঃ ২য়

২. ক) কোন বানানটি শুদ্ধ: i) Butcucorcy  ii) Comentary  iii) Anticedent   iv) Conscientious

উত্তরঃ iv) Conscientious 

খ) কোন বানানটি অশুদ্ধ:  ক) সৌন্দর্য খ) মাধুর্য গ)   কার্তিক  ঘ) দুষনীয়

উত্তরঃ ঘ) দুষনীয়   ( সঠিক হবে দূষণীয়)

৩. Sericulture: Silk: Horticulture: ?

উত্তরঃ Garden

৪. Mouth is to eat, —- is to bite. Heart is to pump, —- is to breath.

উত্তরঃ i) teeth  ii) nose

৫. নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্র থেকে বড় অনুসারে সাজান?

উত্তরঃ -৭, -৪, -৩, -২, ৩, ৫ ,৮

৬.  কুকুর ও পথিকের কথা মনে পড়লে আপনার কোন কবিতার কথা মনে পড়ে। কবিতাটির কবি কে?

উত্তরঃ কবিতাঃ উত্তম ও অধম  আর কবিঃ সত্যেন্দ্রনাথ দত্ত

৭. একটি  অধাতুর নাম লিখুন যা বিদ্যুৎ পরিবাহী।

উত্তরঃ গ্রাফাইট

৮. আমলকিতে কোন এসিড থাকে?

উত্তরঃ  অক্সালিক এসিড

৯. Brexit কী?

উত্তরঃ ব্রেক্সিট হলো ব্রিটিশ এক্সিটের সংক্ষেপিত রূপ। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যেরর বেরিয়ে যাওয়া।

১০. ECNEC কী?

উত্তরঃ ECNEC  এর পুর্নরূপ হচ্ছে Executive Committee of National Economic Council  বাংলায় এর অর্থ হচ্ছে জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটি

১১. A and B are the Children of C. C is the father of A, but B is not the son of C. How B is related to C?

উত্তরঃ Daughter and father

১২. নিচের সংখ্যার সারিগুলোর শূন্যস্থান পূরণ করুন।

ক) ১৩, ১৭, ২৫—–, ৭৩

উত্তরঃ ৪১

খ)  ৬, ১৭, ৪৯, —–, ৪২৮

উত্তরঃ ১৪৪

১৩. A is west of B and B is north of C. D is south of A. Which direction is D of C?

উত্তরঃ D is the west of C

১৪. Find the odd from the given:

উত্তরঃ Sydney ( Sydney is not the capital)

১৫. If you rearrange the letters “LNGEDNA” you have the name of a—–

উত্তরঃ Country ( England)

১৬. একটি স্থলবেষ্টিত ও একটি জলবেষ্টিত দেশের নাম লিখুন?

উত্তরঃ একটি স্থলবেষ্টিত দেশ- ভুটান আর একটি জলবেষ্টিত দেশের নামঃ ভারত

১৭. কোন সাগরের তীরে সবচেয়ে বেশী দেশ অবস্থিত?

উত্তরঃ  ভূমধ্যসাগর

১৮. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?

উত্তরঃ বায়োগ্যাস

১৯. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা

২০.  ক) ১ ইঞ্চি সমান কতো সে.মি?

উত্তরঃ ২.৫৪ সে. মি।

খ)  ২০ ডিগ্রি ফারেনহাইট সমান কতো ডিগ্রি সেলসিয়াস?

উত্তরঃ -৬.৬৭

২১. প্রেম, আগ্রা ও যমুনা শব্দগুলো একত্রে দেখলে আপনার কোন সম্রাট এর কথা মনে পড়ে?

উত্তরঃ সম্রাট শাজাহান

২২.  কত কেজিতে ১ টন?

উত্তরঃ ১০০০ কেজি

২৩. If the 1st day of January 2019 is Tuesday. What day will be 31’st December of the same year?

উত্তরঃ Tuesday

২৪. চিত্র………………

উত্তরঃ iii)         

২৫. Which does not exist in the group? 9, 16, 25, 36, 48

উত্তরঃ 48 ( ৪৮ পুর্ণবর্গ নয়)

See/download Bangladesh Police SI (Sub Inspector) Morality Exam Question 2019 from below image:

Exam Date: 17 June 2019 ( General Knowledge & Math):

 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১. সংক্ষেপে উত্তর দিন ( বাংলাদেশ প্রেক্ষিত)

ক. তমুদ্দিন মজলিশ কি?

উত্তরঃ

তমুদ্দুন মজলিস ১৯৪৭ খ্রিষ্টাব্দে গঠিত তৎকালীন পূর্ব-পাকিস্তানের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। . ১৯৪৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসের শেষ সপ্তাহে ঢাকার সিদ্দিক বাজারের ‘লিলি কটেজে’ সংস্কৃতিমনা অধ্যাপক, সাহিত্যসেবী ও বুদ্ধিজীবীদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রাথমিকভাবে একটি সাংস্কৃতিক সংগঠন তৈরির কথা আলোচিত হয়। এর কয়েকদিন পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক আবুল কাসেম-এর ১৯ নম্বর আজিমপুরের (ঢাকা) বাসায় অপর একটি সভা আহ্বান করা হয়। সভার আহ্বায়ক ছিলেন আবুল কাসেম। এই সভায় চূড়ান্তভাবে একটি সাংস্কৃতিক সংগঠনের তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বসম্মতিক্রমে এই সংগঠনের নাম রাখা হয়- ‘তমদ্দুন মজলিস’। . ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। এর সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক আবুল কাসেম।

খ. বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু সেভেন সিস্টারভুক্ত নয় ভারতের রাজ্যটির নাম লিখুন।

উত্তরঃ

সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল। আর বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। তাই এখান থেকে বলা যায় বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু সেভেন সিস্টারভুক্ত নয় ভারতের রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ।

গ. কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় আর রানীর শাসন শুরু হয়?

উত্তরঃ

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হলে কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা ঘটে। আর ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়। ১৮৫৮ সালের ভারত শাসন আইন বলে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক দায়দায়িত্ব স্বহস্তে তুলে নেয় এবং দেশে নতুন ব্রিটিশ রাজ বা রানীর শাসন প্রবর্তিত হয়।

ঘ. বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তরঃ

বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান গ্রন্থের স্বরবিতান থেকে নেওয়া হয়েছে।

আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গাঁথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত। বাউল গায়ক গগন হরকরার গান “আমি কোথায় পাব তারে” থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।

১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।

ঙ. পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করবে?

উত্তরঃ

পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। পদ্মা সেতু তিনটি জেলাকে সংযুক্ত করবে- মুন্সীগঞ্জ (মাওয়া পয়েন্ট / উত্তর পাড়), শরীয়তপুর এবং মাদারীপুর (জঞ্জিরা / দক্ষিণ পাড়)।

চ. সাইমন ড্রিং কে?

উত্তরঃ

সাইমন ড্রিং একজন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা। তিনি বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের বৈদেশিক প্রতিনিধি হিসেবে বিশ্বের অনেক জায়গা ভ্রমণ করে তরতাজা ও গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এছাড়াও তিনি লন্ডনভিত্তিক দ্য ডেইলী টেলিগ্রাফ, বিবিসি টেলিভিশন এবং রেডিও সংবাদ ও চলতি ঘটনা তুলে ধরার লক্ষ্যে অনবরত কাজ করছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর জঘন্য ও নৃশংসতার বিবরণ দৈনিকে তুলে ধরে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

ছ. হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা যে পরিব্রাজক প্রাচীনবঙ্গে এসেছিলেন তার নাম কি?

উত্তরঃ

হর্ষবর্ধন বা হর্ষ (৫৯০–৬৫৭) উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট যিনি ৬০৬ থেকে ৬৪৭ খ্রিস্টাব্দ (মতান্তরে ৬৪৮ খ্রিস্টাব্দ) পর্যন্ত শাসন করেন। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা যে পরিব্রাজক প্রাচীনবঙ্গে এসেছিলেন তার নাম হিউয়েন-সাঙ। হিউয়েন-সাঙ রচিত বিবরণীর নাম সি-ইউ-কি। 

জ. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম কি?

উত্তরঃ

বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম তেঁতুলিয়া। তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত একটি উপজেলা।

ঝ. BTRC কি নিয়ন্ত্রণ করে?

উত্তরঃ

BTRC বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ করে। এর পুর্ণনাম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ঞ. DNA বলতে কি বুঝায়?

উত্তরঃ

DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড একটি নিউক্লিক এসিড। যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রনের জিনগত নির্দেশ ধারণ করে।

২. সংক্ষেপে উত্তর দিন ( আন্তর্জাতিক প্রেক্ষিত)

ক. BRICS এর পুর্ণরূপ কি?

উত্তরঃ

BRICS এর পুর্ণরূপ হলো Brazil, Russia, India, China and South Africa. ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।

খ. তক্ষশীলা কোন দেশে অবস্থিত?

উত্তরঃ

তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। তক্ষশীলার অবস্থান ইসলামাবাদ রাজধানী অঞ্চল এবং পাঞ্জাবের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে।

গ. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? 

উত্তরঃ

আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় প্রতিবছরের ৮ মার্চ। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো।

ঘ. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?

উত্তরঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্  এর সদস্য ৪৩৫।

ঙ. বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর?

উত্তরঃ

বন্দর আব্বাস ইরানের সমুদ্র বন্দর। বন্দর আব্বাস ইরানের দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমুদ্রবন্দর। এটি ইরানের হোর্মোজগন প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী। 

চ. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে

উত্তরঃ  সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।

ছ. ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল উত্তর আমেরিকার দুটি দেশ আমেরিকা, কানাডা আর মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে একত্রিতভাবে অনুষ্ঠিত হবে।

জ. দ্য ল্যুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত?

উত্তরঃ দ্য ল্যুভর মিউজিয়াম ফ্রান্সে অবস্থিত। দ্যু ল্যুভর বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ঐতিহাসিক স্থাপনা। 

ঝ. হেমলক বিষপানে কোন দার্শনিককে হত্যা করা হয়?

উত্তরঃ হেমলক বিষপানে কোন দার্শনিক সক্রেটিস কে হত্যা করা হয়।

ঞ. পাল হারবার যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ পাল হারবার যুক্তরাষ্ট্রের হওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি অবস্থিত

 

৩. টীকা লিখুন ( যে কোন পাঁচটি)

ক)  SDG

উত্তরঃ  SDG এর পুর্ণরূপ Sustainable Development Goals. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) হলো ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা -কে প্রতিস্থাপন করেছে, যা ২০১৫ সালের শেষ নাগাদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে । 

খ) ওয়ান বেল্ট

উত্তরঃ চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘ব্রেন চাইল্ড’ এই ওয়ান বেল্ট ওয়ান রোড মহাপরিকল্পনা। এ মহাপরিকল্পনার আওতায় রয়েছে ৬০টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। মহাপরিকল্পনাটির মূলত দুটো অংশ। এক. সড়কপথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে চীন। চীন সড়ক পথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও সংযুক্ত করছে। একই সঙ্গে সমুদ্রপথেও, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত হবে চীন। প্রাচীন সিল্ক রুটের আধুনিক সংস্করণ এটি। মূল সিল্ক রোডের অস্তিত্ব ছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে, এটা ছিল বাণিজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি পথ।

গ) Human Development Index

উত্তরঃ মানব উন্নয়ন সূচক ( Human Development Index) বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক। এখানে বিভিন্ন ধরণের পরিসংখ্যান ব্যবহার করে “মানব উন্নয়নের” মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশগুলোকে ক্রমানুসারে সাজানো হয় এবং “অনেক ভাল মানব উন্নয়ন”, “ভাল মানব উন্নয়ন”, “মাঝারি মানব উন্নয়ন” ও “নিম্ন মানব উন্নয়ন” এইসব ভাগে ভাগ করা হয়।

ঘ) CNN

উত্তরঃ CNN এর পুর্ণরূপ হচ্ছে Cable News Network. CNN বা কেবল নিউজ নেটওয়ার্ক , যা এর আদ্যাক্ষর সিএনএন (CNN) নামে বেশি পরিচিত, একটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল। এটি সংবাদ ও সংবাদের বিশ্লেষণ সম্প্রচার  করে। আটলান্টা শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৯০ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় বাগদাদ হতে সরাসরি সংবাদ সম্প্রচারের জন্য সিএনএন বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে।

ঙ) মানি লন্ডারিং

উত্তরঃ মানি লন্ডারিং বা অর্থশোধন ( Money laundering) হল একটি অবৈধ অর্থনৈতিক কার্যক্রম। যে প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ সম্পদের উৎস গোপন করার উদ্দেশ্যে সেই সম্পদের আংশিক বা পূর্ণ অংশ রুপান্তর বা এমন কোন বৈধ জায়গায় বিনিয়োগ করা হয় যাতে করে সেই বিনিয়োগকৃত সম্পদ থেকে অর্জিত আয় বৈধ বলে মনে হয়, তাকে আর্থোশোধন বা মানি লন্ডারিং বলা হয়। অনেক ক্ষেত্রে ব্যাংকের সক্রিয় সহায়তায় অর্থশোধন কার্যক্রম চলে। অর্থশোধন একটি ফৌজদারি অপরাধ।

চ) কমিউনিটি পুলিশিং

উত্তরঃ কোন ভৌগলিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠীকে সাধারণ অর্থে কমিউনিটি বলে। বৃহৎ অর্থে কোন বিধিবদ্ধ সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানও কমিউনিটির অন্তর্ভুক্ত। কমিউনিটি পুলিশিং অর্থ কমিউনিটি কর্তৃক পরিচালিত পুলিশী ব্যবস্থা (Community driven policing system)। অন্য ভাষায় বলা যায়, কোন নির্দিষ্ট ভৌগলিক এলাকায় অপরাধ দমন ও অপরাধ উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে পুলিশ ও ঐ এলাকার জনগণের পারষ্পরিক সহযোগিতা ও যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে সমস্যা ও সমস্যার কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় উদঘাটন ও বাস্তবায়নের পদ্ধতিই কমিউনিটি পুলিশিং।

৪. শহরমুখী গ্রামীণ জনস্রোতের কারণ সমূহ উল্লেখ করুন। বাসযোগ্য শহর গঠনে আপনার মতামত লিখুন।

নিজে নিজে চেষ্টা করুন………

৫. স্যোশাল মিডিয়া কি? এসব মিডিয়া ব্যবহারের মাধ্যমে কোন কোন ধরণের অপরাধ সংঘটিত হয়? এসকল অপরাধের প্রতিরোধের উপায় লিখুন।

নিজে নিজে চেষ্টা করুন………

পাটিগণিত অংশ সমাধানঃ

৬ একটি কাজ ৩০ জন শ্রমিক ২০ দিনে করতে পারে। কাজ শুরুর ১০ দিন পর রাস্তা তৈরির সরঞ্জামের অভাবে ৬ দিন কাজ বন্ধ রাখতে হয়েছে । নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে?

উত্তরঃ ৪৫ জন 

৭. ক) শতকরা কত মুনাফা হারে ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

উত্তরঃ ১০%

খ) টাকায় ৫ টি দরে ক্রয় করে টাকায় ৪ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

উত্তরঃ ২৫% লাভ 

৮. একটি বইয়ের মূল্য ৮০ টাকা যা প্রকৃত মূল্যের ৭০%। বাকি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে তাহলে ভর্তুকির পরিমাণ কত?

উত্তরঃ ৩৪.২৯ টাকা


৯. আট বছর পূর্বে  পিতা পুত্রের বয়সের ৮ গুণ ছিল। ১০ বছর পরে পিতা পুত্রের দুই গুণ হবে। বর্তমানে কার বয়স কত?

উত্তরঃ পিতার বয়সঃ ৩২ আর পুত্রের বয়স ১১ বছর

১০. একটি গাড়ি ৬০ কিলোমিটার বেগে কিছু পথ এবং ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে মোট ৫ ঘণ্টায় ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে । ৬০ কিলোমিটার বেগে গাড়িটি কত কিলোমিটার গিয়েছিল?

উত্তরঃ  ১২০ কিলোমিটার

See/download Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019 from below images And PDF:

SI Exam Question 2019 PDF

Exam Date: 16 June 2019 (English, Bengali & Composition)

বাংলা রচনা:

ক) ভেজাল খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি: বাংলাদেশ প্রেক্ষিত

মানুষের মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হলো খাদ্য। সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে খাদ্যকে মৌলিক উপকরণ ও ৩২ নম্বর অনুচ্ছেদে খাদ্যকে জীবনের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু খাদ্যে ভেজালের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে, তৈরি অথবা কাঁচা খাদ্য কোনোটির ওপরই মানুষ আর আস্থা রাখতে পারছে না।

খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি হ্রাস ও পুষ্টি সাধনের ওপর একটি দেশের সামগ্রিক টেকসই উন্নয়ন নির্ভর করে। খাদ্য নিরাপত্তা, জননিরাপত্তা, নির্মল বায়ু, পরিবেশ সক্ষমতার ভিত্তিতেই একটি দেশের উন্নয়নের রোল মডেল রচিত হয়। পাশাপাশি মানসিক ও শারীরিক রোগাক্রান্ত দুর্বল, অক্ষম, অকর্মণ্য, বেকার জনসংখ্যার আধিক্ষ্য একটি দেশের জন্য আশীর্বাদের বিপরীতে অভিশাপ হয়ে দাঁড়ায়। কাজেই সুস্থ সবল মানুষের সংখ্যা যত বাড়বে ততই সে জাতি সমৃদ্ধ সভ্যতা ও সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়। এক্ষেত্রে নিরাপদ খাদ্য-পানীয় ও স্বাস্থ্য ঝুঁকি ও সুরক্ষার বিষয়গুলো অতি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

যে খাদ্য আমাদের জীবন বাঁচায় সে খাদ্য যদি কৃত্রিম উপায়ে অখাদ্যে রুপান্তরিত হয়, তাহলে সেসব খাদ্য গ্রহণের শেষ পরিণতি হলো জীবন অবসান। যে খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ, পুষ্টি সাধন ও বল বাড়ানোর জন্য খাই সেই খাদ্য যদি মরণের কারণ হয়ে দাঁড়ায় তবেই ঘটে নানা ভোগান্তি ও বিপত্তি। খাদ্যের উদ্দেশ্যই হলো শরীরকে সুস্থ রাখা, পুষ্টিমান নিশ্চিত করা, রোগ প্রতিরোধ করা, আয়ু বৃদ্ধি করা সর্বপরি ক্ষুধা ও দারিদ্রতা দূর করা। এমন নিরাপদ খাদ্যকে মুনাফা খোরদের কারণে পরিকল্পিত ভাবে কেমিক্যাল মিশ্রিত করে অখাদ্যে পরিণত করা এখন ওপেন সিকরেট।

 

১৯৯৪ সালে আমেরিকার এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির প্রতিবেদনে প্রকাশ, ফরমালিন ফুসফুস ও গলবিল এলাকায় ক্যান্সার সৃষ্টি করে। ২০০৪ সালের ১ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গলবিল এলাকায় ক্যান্সার সৃষ্টির জন্য ফরমালিনকে দায়ী করে। টেক্সটাইল কালারগুলো খাদ্য ও পানীয়ের সঙ্গে মিশে শরীরে প্রবেশের পর এমন কোনো অঙ্গ-প্রত্যঙ্গ নেই যার ক্ষতি করে না। তবে সবচেয়ে বেশি দৃশ্যমান ক্ষতিগুলো হয় আমাদের লিভার, কিডনি, হৃৎপি- ও অস্থিমজ্জার। ধীরে ধীরে এগুলো নষ্ট হয়ে যায়। বাচ্চা ও বৃদ্ধদের বেলায় নষ্ট হয় তাড়াতাড়ি, তরুণদের কিছুটা দেরিতে।
খাদ্যপণ্য ভেজালের কারণেই দেশে বিভিন্ন রকমের ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেলিউর, হৃদযন্ত্রের অসুখ, হাঁপানি এগুলো অনেক বেড়ে যাচ্ছে। আর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রোগীদের লম্বা লাইন।

কেমিক্যাল মিশ্রিত বা ভেজাল খাদ্য গ্রহণের ফলে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো- পেটব্যথাসহ বমি হওয়া, মাথাঘোরা, মল পাতলা বা হজম বিঘ্নিত মল, শরীরে ঘাম বেশি হওয়া এবং দুর্বল হয়ে যাওয়া, পালস্ রেট কমে বা বেড়ে যেতে পারে।

তাছাড়া বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও ফলমূল আকর্ষণীয় করে ও দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ক্ষতিকর কার্বাইড, ইন্ডাসট্রিয়াল রঙ, ফরমালিন, প্যারাথিয়ন ব্যবহার করা হয়। এগুলো গ্রহণের ফলে কিডনি, লিভার ফাংশন, অ্যাজমাসহ বিভিন্ন প্রকার জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ভেজাল খাবারের কারণে যে রোগগুলো দ্বারা মানুষ বেশি আক্রান্ত হয় তাহলো অ্যালার্জি, অ্যাজমা, চর্মরোগ, বমি, মাথাব্যথা, খাদ্য বিষক্রিয়া, অরুচি, উচ্চরক্তচাপ, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিউর, হার্ট অ্যাটাক প্রভৃতি।

শুধু ব্যবসায়িক ফায়দা লুটতেই ইউরিয়া, ফরমালিনসহ নানা কেমিক্যাল মিশিয়ে মাছকে বিপজ্জনক বিষে পরিণত করা হচ্ছে। হাট বাজার ঘুরে কেমিক্যালমুক্ত মাছ মেলে না কোথাও। এর মধ্যেই ক্ষতিকর পিরহানা মাছ, রাক্ষুসে মাগুর, জীবনহানিকর পটকা মাছের দেদার বাজারজাত চলছে।

রাজধানীতে যত্রতত্র গড়ে উঠেছে শত শত বেকারি কারখানা। কালি-ঝুলি মাখা প্রতিটি কারখানার ভেতরে-বাইরে কাদাপানি, তরল ময়লা-আবর্জনাযুক্ত নোংরা পরিবেশ। দুর্গন্ধের ছড়াছড়ি। আশপাশেই নর্দমা ময়লার স্তূপ। মশা-মাছির ভনভন আর একাধিক কাঁচা-পাকা টয়লেটের অবস্থান। কারখানাগুলো স্থাপিত হয়েছে টিনশেড বিল্ডিংয়ে। বহু পুরনো চালার টিনগুলো স্থানে স্থানে ছিদ্র থাকায় বৃষ্টির পানি অনায়াসেই কারখানা ঘরে ঢুকে।

বাজারের কলা, আম, পেঁপে, পেয়ারা থেকে শুরু করে আপেল, আঙুর, নাশপাতিসহ দেশি-বিদেশি প্রায় সব ফলেই মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। সাধারণ ফল-মূলের উজ্জ্বল রঙ ক্রেতাদের নজর কাড়ে, সেগুলো বিক্রিও হয় বেশি দামে। তাই অপরিপক্ব ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড এবং তা উজ্জ্বল বর্ণে রূপান্তর করার জন্য অধিক ক্ষার জাতীয় টেক্সটাইল রঙ ব্যবহার হচ্ছে অবাধে। ফল গাছে থাকা পর্যায় থেকে বাজারে বিক্রি করা মুহূর্ত পর্যন্ত এক একটি ফলে ছয় দফা কেমিক্যাল ব্যবহার করা হয়।

 

ইদানিং পত্র পত্রিকা বা মিডিয়াতে খাদ্যে ও ওষুধপত্রে ভেজালের লোমহর্ষক আতঙ্কিত খবরাখবর আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এমতাবস্থায় প্রশ্ন জাগে আমি আপনি যা খাচ্ছি তা কি নিরাপদ না অনিষ্ঠকর।

 

নিরাপদ খাদ্য বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক (BFSN) ২০১০ সালে গঠিত হয়। শুরুতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এই নেটওয়ার্ক গঠিত হয়। এর সাথে যুক্ত আছে দেশের পরিবেশ, খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক অধিদপ্তর।

 

মূলত খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার নানা দিক এখনও অনেকের অজানা। এসব বিষয়ে গণসচেতনতা ও সাবধানতা অতীব জরুরি বিষয়। রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করার বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ ও সাবধানতা অতীব জরুরি। এক্ষেত্রে সমাজের কিয়দংশ মানুষ সচেতন হলে হবেনা, এতে করে কোনভাবেই সচেতন মানুষগুলোও স্বাস্থ্য নিরাপদে থাকতে পারে না, এজন্য সকলের স্বাস্থ্য সুরক্ষায় গণসচেতনতার সমন্বিত উদ্যোগ অতীব জরুরি। বিশেষ করে বৃক্ষরোপন, জীব ও বৈচিত্র্য সংরক্ষণ, পুকুর ও নদ-নদী রক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক প্রশান্তির যাবতীয় পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার।

 

প্রাণীজগতে নিরাপদ পুষ্টিমান সম্পন্ন খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে একটি দক্ষ ও কার্যকর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আমদানি-রপ্তানি, মজুদ, সরবরাহ ও বিপণন বিষয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালে প্রণীত আইনের যথার্থ প্রয়োগ ও বাস্তবায়ন করা হলে সুস্থ সবল সমৃদ্ধ জাতি গঠনের সফলতা ও চেতনার মাত্রা অসাধারণভাবে সফল হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে রাষ্ট্রের কর্ণধারদের এগিয়ে আসার বিকল্প নেই বলে অভিজ্ঞ মহল ও ভুক্তভোগী মহলের ধারণা।

 

খ) জঙ্গিবাদ

ভাব সম্প্রসারণ: 

প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না।

পৃথিবীর সকল প্রাণীকে সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা। তিনি মানুষকে সৃষ্টি করেছেন ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। এই শ্রেষ্ঠত্বের কারণ মানুষের প্রাণ ছাড়াও রয়েছে মন ও বুদ্ধিমত্তা। গাছপালা, পশুপাখি ও অন্যান্য প্রাণীর শুধু প্রাণ আছে। তারা খাদ্য সংগ্রহ করে, বেড়ে উঠে, পূর্ণতা লাভ করে ও বংশবিস্তার করে। এতে তাদের কোনো কৃতিত্ব নেই। অনেক প্রাণী যথেষ্ট বুদ্ধিসম্পন্ন হলেও তাদের মন নেই। তারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের পার্থক্য করতে পারে না। কিন্তু মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে পশুপাখির মতো জীবনধারণ করলে প্রকৃত মানুষ হতে পারে না। মানব মনের বিকাশের মাধ্যমে মনুষ্যত্ব নামক মহৎ গুণাবলি অর্জন করতে হয়। মন ও হৃদয় আছে বলেই মানুষ বিবেকবোধের অধিকারী হয়। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের বিচার করতে পারে। মনের সৎ চিন্তা, আবেগ ও প্রেম জীবনকে পূর্ণতা দেয়। মনের শক্তির জোরেই মানুষ বিজ্ঞান, সভ্যতা ও সংস্কৃতি সৃষ্টি করেছে। জলে, স্থলে, অন্তরীক্ষে উড়িয়েছে বিজয় পতাকা। মননশক্তি ও মনুষ্যত্ব অর্জনের মাধ্যমেই মানুষ সকল প্রাণীর উপর স্থান পেয়েছে। এই মনুষ্যত্ব অর্জন করতে হলে মনকে নির্লোভ, সংযমী, অহিংস ও মঙ্গলকামী করে তুলতে হয়। এজন্য মানুষকে অনেক প্রচেষ্টা, জ্ঞানসাধনা ও ত্যাগ স্বীকার করতে হয়। মানবিক গুণাবলি মানুষকে পশুত্ব থেকে মুক্তি দেয়। একজন সত্যিকারের মানুষ অসহায়কে সাহায্য করে, সহানুভূতি দেখায়। দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে। সততা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা ও বিবেকবোধ প্রভৃতি সদগুণ মানুষকে সম্মানিত করে। এসব গুণাবলি অর্জন ছাড়া মানুুষ প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে না।

 

মানবজীবনের শ্রেষ্ঠ সাধনা হলো মনুষ্যত্ব অর্জনের সাধনা, এর মাধ্যমে প্রকৃত মানুষ হওয়া সম্ভব। মানুষকে প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে তার চিন্তাচেতনা, মানবিক গুণাবলি, মহৎকর্ম প্রভৃতির উৎকর্ষ সাধন করতে হবে।

 

এক কথায় প্রকাশঃ

ক. পংক্তিতে বসার অনুপযুক্ত-অপাংক্তেয়

খ. অতি শীতও নয় উষ্ণ ও নয়– নাতিশীতোষ্ণ

গ. তুলার তৈরি- তুলোট

ঘ. অন্তিমকাল উপস্থিত যার-অন্তিমশয্যা

ঙ. প্রতিকার করার ইচ্ছা- প্রতিচিকীর্ষা

English Letter:

Write a letter to your younger brother about Importance of learning English.

Your letter is just to hand. In it you have written that you are not interested in learning English. It’s very disappointing. Today I tell you about the importance of learning English.

You know that English is an international language. It is the most common medium of co-operation and communication among the nations of the world. If we wish to communicate with the people of other countries, we must know English. All international seminars and discussions are held in English. To be a doctor, a good teacher, a good tourist one must have a good knowledge in English. It is also necessary for higher education and for a good job. I hope now you can realize the importance of learning English and read it well.

No more today. More when we shall meet. Take care and you take my love.

Yours ever

Abd Mamin

English Composition:

1. Environmental Pollution: Causes and Remedies

Environmental pollution is one of the most serious problems facing humanity and other life forms on our planet today. Environmental pollution is defined as “the contamination of the physical and biological components of the earth/atmosphere system to such an extent that normal environmental processes are adversely affected.” Pollutants can be naturally occurring substances or energies, but they are considered contaminants when in excess of natural levels. Any use of natural resources at a rate higher than nature’s capacity to restore itself can result in pollution of air, water, and land.

 

Pollution has become the first enemy of the mankind. Industrial revolution of 19th century led to environmental disaster. The whole world is now more afraid of pollution rather than nuclear blast. Technological advancement has brought revolutionary changes in life style and national economy with overwhelming power over nature. The protection of environment has become a major issue around the global for the well being of the people and economic development.

The present environmental condition of Bangladesh is not at all equilibrium. Severe air, water and noise pollution are threatening human health, ecosystems and economic growth of Bangladesh. Air pollution caused due to increasing population, burning fossil fuels, industrialization and associated motorization. The water pollution caused due to industrialization. The under ground water of Bangladesh has been polluted due to arsenic. The inhabitants of major cities of Bangladesh are also exposed to high level of noise pollution. Environmental degradation of Bangladesh is also caused due to poverty, over-population and lack of awareness on the subject. It is manifested by deforestation, destruction of wetlands, soil erosion and natural calamities. Few steps have been taken by the government to improve the environmental degradation and pollution control. This paper analyzes the different types of environmental pollution and associated health hazard in Bangladesh. It also discusses the different governmental steps as well as some suggested steps to improve the pollution control.

Air pollution is a serious environmental health hazard affecting the populations of Bangladesh. Air pollution of Bangladesh is caused due to increasing population and associated motorization. Indoor air pollution is mainly associated with the use of biomass fuels during cooking with poor ventilation. Industrial emissions and automobiles are the principle sources of outdoor air pollution.

 

One of the major sources of air pollution in urban areas of Bangladesh is due to the unburned fuel from two stroke engine vehicles. Dhaka has been rated as one of the most polluted cities of the world. Bangladesh Atomic Energy Commission reports that automobiles in Dhaka emit 100 kg lead, 3.5 tons SPM, 1.5 tons SO2, 14 tons HC and 60 tons CO in every day.

Water pollution creates serious health hazard for Bangladesh. The dumping of municipal wastes, hospital wastes and toxic environmental discharges from mostly industries pollute both surface and ground water sources. The most dangerous threat emanating from environmental degradation is the arsenic contamination of ground water.

The main industrial areas of Bangladesh are at Dhaka, Chittagong, Khulna, and Bogra districts. The mostly contributing industries for water pollution are pulp and paper, pharmaceuticals, metal processing, food industry, fertilizer, pesticides, dyeing and painting, textile, tannery etc. More than 200 rivers of Bangladesh directly or indirectly receive a large quantity of untreated industrial wastes and effluent. Everyday approximately 700 tanneries of Dhaka city are discharging about 16,000 cubic meters of toxic wastes. The Department of Environment (DOE) has listed 1,176 factories that cause pollution throughout the country.

The indiscriminate discharge of solid waste, domestic and hospital sewage are the major source of water pollution in Bangladesh. About 4,000 to 4,500 tons of solid wastes are generated daily and only half of the generated wastes are disposed of in low lying areas or into river water. These solid wastes are associated with the problems of littering on roads, spilling around the bins, clogging of drains, indiscriminate dumping on vacant plots and cause serious environmental pollution. More than 500 hospitals and clinics of Dhaka city

Arsenic in ground water poses a serious environmental hazard for Bangladesh. About ninety-seven percentages (97%) of Bangladesh people have been using ground water as the main source of drinking water but the water has been threatened by arsenic contamination.

The noise pollution is also a major health hazard in Bangladesh. According to World Health Organization (WHO), 60 decibel (DB) sound can make a man deaf temporarily and 100 DB sound can cause complete deafness. According to the Department of Environment (DOE), the perfect sound condition for Bangladesh is 45 dB for the daytime and 35 dB for the night in peaceful areas and 50 dB for the daytime and 40 dB for the night in residential areas. The main sources of noise pollution are industries, motorized vehicles, construction works and indiscriminate use of loudspeaker.

Prevention of pollution: 

1. The government has taken some steps to improve the pollution control of Bangladesh. But the steps are not adequate. As such, few more steps may also be taken to improve the environmental degradation:

2. Use of Environmental Technologies and Methods.

Environmental technologies and methods such as Geographic Information Systems (GIS), remote sensing and environmental impact assessment might be used for integrated policy formulation, decision-making, evaluation and monitoring of environment.

3. Development of Environmental Database.

A comprehensive environmental database may be made and the environmental planners might have the access for environmental up-gradation, planning and management The database is to be updated regularly.

4. Environmental Education and Awareness.

Formal and informal methods of education might be adopted through local media, seminars, celebrations, workshops, walks and student competitions to aware the people regarding the process of environmental degradation.

5. Industrial and Solid Waste Management.

The government might take appropriate measures to monitor emission limits and Market Based Incentives (MBI) for reducing pollution control. The industries might be given both technical and financial support for introducing mitigation measures, promoting green technologies, using less pollution technologies and recycling the waste.

6. Enforcement of Rules and Regulation.

Environmental Conservation Rules of 1997, traffic rules and other relevant environmental laws might be enforced further to punish the violation of the emission limits.

7. Urban Transport Management.

Government must strengthen vehicle emission standards, complete the emission inventory and conduct an investigation on the emission control measures. Auto-rickshaw must be restricted in Dhaka city. Government must replace old vehicles, two-stroke engine vehicles, improve traffic conditions and promote an equivalent and efficient alternative public transportation services to improve urban transport management.

8 Reduce Sulfur in Diesel.

Government must take necessary steps to remove sulfur content from diesel through hydro-desulphurization (HDS) process. The government must also enforce the vehicle manufacturers to install catalytic converters in every vehicle to reduce the vehicular emissions.

 

Environmental issues have become a major concerns due to impact on public health and development of Bangladesh. Air and water pollution, groundwater contamination, nuisance from solid wastes and noise pollution are the main environmental pollution’s of Bangladesh. Dhaka City is one of the most polluted cities in the world. Environmental problems occur mainly due to population growth, urbanization, industrialization, rapid rise in transportation, inadequate and improper traffic management, poor sanitation systems and inefficient solid waste management.

 

2. Women and Children Trafficking

Fill in the blanks:

a. Would you mind……….
d. He is…….. Smart and educated 
e. Fish abounds…….this lake. Ans: in

Write the meaning of the Phrase:
Get rid of- to remove something that you do not want any longer:  (I can’t wait to get rid of that ugly old couch)
At stake- At risk. (People’s lives could be at stake)
In nut a shall- in short  ( In a nutshell,  Tamim is a horrible Cricket)

Translation: Bangla to English

একটি বাড়ি, একটি খামার

Translation: English to Bangla

Truthfulness is the greatest…..

কিছু প্রশ্ন সংগ্রহ করতে না পারায় সম্পুর্ণ সমাধান করা সম্ভব হচ্ছে না।  আজকের পরীক্ষার প্রশ্ন কারো কাছে থাকলে দেন আমরা সম্পুর্ণ সমাধান করে দেব।

যেকোন পরীক্ষার প্রশ্ন [email protected] এই ইমেইল পাঠালে আমরা সমাধান করে দেব। প্রশ্নের ছবি থাকলে Send করুন প্লিজ।

 

See/download Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019 from below images And PDF:

Bangladesh Police SI (Sub Inspector) Exam Related information:

 

ফেসবুকের মাধ্যমে এই নিউজ ও আপনার কাঙ্খিত সকল তথ্য সবার আগে মোবাইলে Notification পেতে আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে লাইক দিন ও অফিশিয়াল ফেসবুক  গ্রুপে যুক্ত থাকুন। ধন্যবাদ

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform and  republished of any news we are not responsible.

For more update stay with our website jobstestbd.com

Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019:

Bangladesh Police SI (Sub Inspector) Exam Question Solution 2019 is available below.Bangladesh Police has published Exam Schedule And Admit 01 categorizes post. Bangladesh Police is one of the largest Government organization in Bangladesh. Bangladesh Police has published a huge job circular by the Authority. All information regarding the appointment of Bangladesh Police given on our website jobstestbd.com. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private Company in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part time Jobs in Bangladesh and other educational support are available here in our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs of this website is not for the unemployed people but also employed people too. All type of suggestions, question solutions of different competitive exam are available here. We provide all type of educational support in our website jobstestbd.com. So everyday tune with our website for all kinds of educational support. Please like our facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization  please contact with us by following Address.

 

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at : [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →