49th BCS MCQ Exam Question Solution 2025

49th BCS MCQ Exam Question Solution 2025 has been published. Our Educational Team has solved the 49th Special BCS Exam Question Solution 2025. The 49th BCS Preliminary Exam Question Solution 2025 is good news for job seekers in Bangladesh. All information on the 49th Education BCS Exam Question Solution 2025 is available below. The Bangladesh Public Service Commission is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

49th BCS Preliminary Exam Question Solution 2025: 

Organization Name: Bangladesh Public Service Commission (BPSC)

See more…

 

Exam Name: 49th BCS Examination (Special)

Post Name and Vacancy:

1. Lecturer (Various) – 683

 

 

 

Total Vacancy: 683 (More or Less) 

 

 

 

BCS Type: Special BCS (General Education)

Exam Type: MCQ/Preliminary

Exam Marks: 200

Viva Marks: 100

 

 

 

 

৪৯ তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাস ২০২৫        

১। বাংলা ভাষা ও সাহিত্য – ২০

২। English Language and Literature – ২০

৩। বাংলাদেশ বিষয়াবলি – ২০

৪। আন্তর্জাতিক বিষয়াবলি – ২০

৫। গাণিতিক যুক্তি – ১০

৬। মানসিক দক্ষতা – ১০

৭। বিষয়ভিত্তিক (সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়) – ১০০

 

প্রিলিমিনারি মোট নম্বর : ২০০

 

ভাইভা মার্কসঃ ১০০

 

সর্বমোট নম্বর: ৩০০ 

 

 

 

Preliminary/MCQ Exam Date: 10 October 2025

MCQ Exam Date: 10:00 AM to 12:00 PM

 

 

 

 

See/download 49th BCS MCQ Exam Question Solution 2025 from below: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)

পদের নামঃ প্রভাষক (বিভিন্ন সাবজেক্ট)

নিয়োগ পরীক্ষার তারিখঃ ১০ অক্টোবর ২০২৫

সময়ঃ ২ ঘণ্টা

পূর্ণমানঃ ২০০

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

সমাধান সেটঃ Set-02  (চামেলী) 

সাধারণ (আবশ্যিক) অংশের সমাধানঃ 

 

১. Choose the synonym for ‘fright’.

(ক) placidity (খ) composure (গ) apprehension (ঘ) equanimity

সঠিক উত্তরঃ (গ) apprehension

২. ‘কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা’- বইটির লেখক কে?

(ক) আবুল কালাম শামসুদ্দীন (খ) আবুল মনসুর আহমদ

(গ) শামসুদ্দিন আবুল কালাম (ঘ) এস ওয়াজেদ আলী

সঠিক উত্তরঃ (খ) আবুল মনসুর আহমদ 

৩. “… I cannot but conclude the Bulk of your Natives, to be the most pernicious race of little odious vermin that Nature ever suffered to crawl upon the surface of the Earth”- the statement occurs in 

(ক) Robinson Crusoe (খ) A Doll’s House (গ) Vanity Fair (ঘ) Gulliver’s Travels

সঠিক উত্তরঃ (ঘ) Gulliver’s Travels

৪. বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) রংপুর বিশ্ববিদ্যালয়

(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তরঃ (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

৫. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি সাক্ষরিত হয়? 

(ক) কিয়োটো প্রোটোকল (খ) মন্ট্রিল প্রোটোকল (গ) প্যারিস চুক্তি (ঘ) রামসার কনভেনশন

সঠিক উত্তরঃ  (খ) মন্ট্রিল প্রোটোকল

৬. “Rubiyat of Khayyam” is attributed to 

(ক) Edward FitzGerald (খ) Scott Fitzgerald (গ) Thomas Fitzgerald (ঘ) William Fitzgerald

সঠিক উত্তরঃ (ক) Edward FitzGerald

৭. আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন্ সংগঠনটি? 

(ক) মুসলিম লীগ (খ) সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস (গ) আর.এস.এস (ঘ) জমিয়তে-ই-হিন্দ

সঠিক উত্তরঃ (ক) মুসলিম লীগ

৮. ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি?

 (ক) অক্ষর (খ) রূপমূল (গ) শব্দ (ঘ) বর্গ

সঠিক উত্তরঃ  (খ) রূপমূল 

৯. গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? 

(ক) সুইডেন (খ) ডেনমার্ক (গ) নরওয়ে (ঘ) ফিনল্যান্ড

সঠিক উত্তরঃ (খ) ডেনমার্ক 

১০. ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? 

(ক) লেখার ধরনে (খ) উচ্চারণের বিশিষ্টতায় (গ) সংখ্যাগত পরিমানে (ঘ) ইন্দ্রিয় গ্রাহ্যে

সঠিক উত্তরঃ (ঘ) ইন্দ্রিয় গ্রাহ্যে

১১. PQR ত্রিভুজের ∠Q=90° এবং ∠P=2∠R হলে নিচের কোনটি সঠিক?

(ক) PR=2QR (খ) PQ=2R (গ) PR=2PQ (ঘ) QR=2PQ

সঠিক উত্তরঃ (গ) PR=2PQ

১২. ‘সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায়না’- এখানে ভুল ঘটেছে –  

(ক) বানান ও প্রত্যয়ের (খ) অর্থ ও বচনের

(গ) অর্থ ও প্রত্যয়ের (ঘ) বানান ও বচনের 

সঠিক উত্তরঃ (ঘ) বানান ও বচনের 

১৩. ‘মৃগয়া’ শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়? 

(ক) বানর (খ) সিংহ (গ) পশু (ঘ) বন

সঠিক উত্তরঃ (গ) পশু

১৪. Logₓ4= -2 হলে x= কত?

(ক) 1/2 (খ) -1/2 (গ) 2 (ঘ) -2 

সঠিক উত্তরঃ (ক) 1/2

১৫. Identify the correct passive form, “People thought that the despot was corrupt”.

(ক) The despot had been thought to be corrupt. 

(খ) It was thought that the despot was corrupt. 

(গ) The despot was thought to be corrupt. 

(ঘ) The despot is thought to be corrupt. 

সঠিক উত্তরঃ (গ) The despot was thought to be corrupt. 

১৬. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ৩২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত?

(ক) ৮ (খ) ১৬ (গ) ২ (ঘ) ১/২  

সঠিক উত্তরঃ (গ) ২

১৭. The idiom ‘icing on the cake’ means –

(ক) a slice of the cake (খ) an attractive but unnecessary addition

(গ) an attractive service (ঘ) an attractive and essential enhancement

সঠিক উত্তরঃ (খ) an attractive but unnecessary addition

১৮. ‘পরিবার থেকে শিশুরা দূর’- এখানে ‘থেকে’ শব্দের সাথে যুক্ত ‘ই’-এর ব্যাকরণিক পরিচয় কী?

(ক) উপসর্গ (খ) প্রত্যয় (গ) ধাতু (ঘ) বলক 

সঠিক উত্তরঃ (ঘ) বলক 

১৯. ‘We work every day except Friday’. In this sentence ‘except’ is a/an 

(ক) adjective (খ) noun (গ) preposition (ঘ) pronoun

সঠিক উত্তরঃ (গ) preposition

২০. ১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোকের ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে? 

(ক) ৫ (খ) ২৫ (গ) ১ (ঘ) ১০

সঠিক উত্তরঃ (গ) ১

২১. Identify the word that can be used as both singular and plural 

(ক) light (খ) shot (গ) criterion (ঘ) cannon 

সঠিক উত্তরঃ (ঘ) cannon 

২২. প্রাচীন কালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারনা প্রথম উদ্ভূত হয়?

 (ক) মিশর (খ) গ্রীস (গ) চীন (ঘ) রোম 

সঠিক উত্তরঃ (গ) চীন

২৩. The novel ‘Wuthering Heights’ was penned by the author under the penname

 (ক) Ellise Bellet (খ) Ellis Belle (গ) Ellis Bell (ঘ) Una Ellis 

সঠিক উত্তরঃ (গ) Ellis Bell

২৪. মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে?

 (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কায়কোবাদ (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত (ঘ) ইসমাইল হোসেন সিরাজী

সঠিক উত্তরঃ (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

২৫. লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ায় পূর্বে কোন ভূমিকায় ছিলেন?

(ক) ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী (খ) ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত

(গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান (ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

সঠিক উত্তরঃ  (গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান

২৬. প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?

(ক) প্যারিস চুক্তি (খ) ভার্সাই চুক্তি (গ) জেনেভা চুক্তি (ঘ) জেনেভা কনভেনশন

সঠিক উত্তরঃ (খ) ভার্সাই চুক্তি

২৭. সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?

(ক) Parliament (খ) National Parliament

(গ) National Legislature (ঘ) The House of the Nation

সঠিক উত্তরঃ (ঘ) The House of the Nation

২৮. কাজী নজরুল ইসলামের কোন্ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? 

(ক) বাঁধন-হারা (খ) মৃত্যুক্ষুধা (গ) কুহেলিকা (ঘ) শিউলিমালা

সঠিক উত্তরঃ (গ) কুহেলিকা 

২৯. ‘স্বাধীন’ শব্দের ব্যুৎপত্তি কোনটি?

(ক) স্বীয়-এর অধীন (খ) সবার অধীন

(গ) স্ব-এর অধীন (ঘ) স্বত্তের-অধীন

সঠিক উত্তরঃ (গ) স্ব-এর অধীন

৩০. একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা? 

(ক) 200 (খ) 300 (গ) 400 (ঘ) 500

সঠিক উত্তরঃ (গ) 400

৩১. একটা বাক্সে ৪টা লাল, ৩টা নীল, ২টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই? 

(ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮

সঠিক উত্তরঃ (গ) ৭

৩২. বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?

 (ক) সিলেট (খ) চট্টগ্রাম (গ) মৌলভীবাজার (ঘ) পঞ্চগড়

সঠিক উত্তরঃ (গ) মৌলভীবাজার

৩৩. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?

 (ক) হ্যারি এস. ট্রুম্যান (খ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট

(গ) রিচার্ড নিক্সন (ঘ) জর্জ ডাব্লিও বুশ

সঠিক উত্তরঃ  (ক) হ্যারি এস. ট্রুম্যান

৩৪. Pick the correctly spelt word. 

(ক) Conscintious (খ) Consientious (গ) Concientious (ঘ) Conscientious

সঠিক উত্তরঃ (ঘ) Conscientious

৩৫. নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?

(ক) বুলগেরিয়া (খ) হাঙ্গেরি (গ) পোল্যান্ড (ঘ) সুইজারল্যান্ড

সঠিক উত্তরঃ (ঘ) সুইজারল্যান্ড

৩৬. Demographic Dividend বলতে কী বুঝায়?

(ক) শিশু মৃত্যুর হার হ্রাস (খ) জন্মহার শূন্যের কোঠায় আনা

(গ) জনসংখ্যার অধিকাংশ বেকার (ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি 

সঠিক উত্তরঃ (ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি 

৩৭. ‘এ কাজ করতে আমি বদ্ধ পরিকর’- এখানে ‘পরিকর’ শব্দের অর্থ কী?

(ক) শ্বাস (খ) প্রতিজ্ঞা (গ) কোমর (ঘ) প্রতিশ্রুত 

সঠিক উত্তরঃ (ঘ) প্রতিশ্রুত 

৩৮. হ্যালিনা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?

(ক) ব্রুনেই (খ) মালয়েশিয়া (গ) সিংগাপুর (ঘ) তানজানিয়া

সঠিক উত্তরঃ (গ) সিংগাপুর

৩৯. ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত?

(ক) ইন্দো-আর্য (খ) দ্রাবিড় (গ) অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা) (ঘ) তিব্বত-বর্মী

সঠিক উত্তরঃ (গ) অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)

৪০. কোন্ পদ্ধতি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?

(ক) নীরব (খ) উজ্জ্বল (গ) মনোনীত (ঘ) সংগ্রাম

সঠিক উত্তরঃ (ক) নীরব

৪১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্বদানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন ‘তমদ্দুন মজলিস’। তমদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কোন্ বিভাগের শিক্ষক ছিলেন?

(ক) রসায়ন (খ) পদার্থ বিজ্ঞান (গ) অর্থনীতি (ঘ) ইসলামী শিক্ষা

সঠিক উত্তরঃ (খ) পদার্থ বিজ্ঞান

৪২. নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই?

(ক) নাগাল্যান্ড (খ) মিজোরাম (গ) মেঘালয় (ঘ) আসাম

সঠিক উত্তরঃ (ক) নাগাল্যান্ড

৪৩. কেপ ভার্দে (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?

(ক) গালফ অফ গিনি (খ) ফ্রেঞ্চ পলিনেশিয়া (গ) দক্ষিণ আফ্রিকা (ঘ) পশ্চিম আফ্রিকা

সঠিক উত্তরঃ (ঘ) পশ্চিম আফ্রিকা

৪৪. একটা লোহার গোলক গড়িয়ে একটি সমান আয়তনের গোলক তৈরী সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক।

(ক) ৪ (খ) ৮ (গ) ১৬ (ঘ) ২

সঠিক উত্তরঃ (খ) ৮

৪৫. Who wrote “A Vindication of the Rights of Women”?

(ক) Claire Clairmont (খ) Marry Wollstonecraft

(গ) Mary Wollstonecraft Godwin (ঘ) Mary Shelley

সঠিক উত্তরঃ (খ) Marry Wollstonecraft

৪৬. যদি M={a,b,1,2} এবং N={1,2} হয়, তবে N – M এর মান কত?

(ক) { } (খ) {a,b} (গ) {0} (ঘ) {-a, -b}

সঠিক উত্তরঃ (ক) { }

৪৭. Fill in the blanks with appropriate words. ‘Selina knocked it ______ the park with her performance in culinary art’.

(ক) outside (খ) out of (গ) inside (ঘ) off

সঠিক উত্তরঃ (খ) out of

৪৮. ভারত পাকিস্তানের মধ্যে Indus ওয়াটার ট্রিটি (IWT) কোন সালে স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৪৮ (খ) ১৯৫৪ (গ) ১৯৫৫ (ঘ) ১৯৬০

সঠিক উত্তরঃ (ঘ) ১৯৬০

৪৯. দুইটি সংখ্যার ল.সা.গু 4x²-16x-48, গ.সা.গু 2x+4। একটি সংখ্যা 4x²+20x+24 হলে অপরটি –

(ক) x²-4 (খ) 2(x²-4) (গ) 4(x²-4) (ঘ) x+2

সঠিক উত্তরঃ (খ) 2(x²-4) 

৫০. বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; ‘বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়” এই ঐতিহাসিকের নাম কি?

ক. এন্থনি মাসকারেনহাস  খ. লরেন্স জিরিং গ.  লরেন্স লিফশুলজ্ ঘ. হেনরি কিসিঞ্জার

সঠিক উত্তরঃ খ. লরেন্স জিরিং 

৫১. একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত?

(ক) 5/7 (খ) 2/7 (গ) 5/12 (ঘ) 1/4

সঠিক উত্তরঃ (ক) 5/7

৫২. ফররুখ আহমদের গ্রন্থ কোনটি? 

(ক) হরফের ছড়া (খ) বর্ণশিক্ষা (গ) বর্ণপরিচয় (ঘ) সহজ ছড়া  

সঠিক উত্তরঃ (ক) হরফের ছড়া

৫৩. কোন যান্ত্রিক পিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে?

(ক) আগে (খ) জোরে (গ) একইভাবে (ঘ) কোনটিই নয়

সঠিক উত্তরঃ (খ) জোরে

৫৪. একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয় কোণ প্রথম দুই কোণের বিয়োগফলের তিনগুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রী?

(ক) ৩০ (খ) ৫০ (গ) ৬০ (ঘ) ৯০

সঠিক উত্তরঃ (গ) ৬০

৫৫. কোন্ ধ্বনি পরিবর্তন যথাযথ নয়?

(ক) ক্রন্দন > কাঁদা (খ) আঁজল > আঁজল (গ) সৎগীত > গীতিকা (ঘ) দন্ত > দাঁত

সঠিক উত্তরঃ (গ) সৎগীত > গীতিকা

৫৬. Which gender is the noun ‘neighbour’?

(ক) Masculin (খ) Feminine (গ) Neuter (ঘ) Common

সঠিক উত্তরঃ (ঘ) Common

৫৭. A person who leaves his/her own country to settle permanently in another is called a/an

(ক) immigrant (খ) migrant (গ) emigrant (ঘ) expatriate

সঠিক উত্তরঃ (গ) emigrant

৫৮. ‘কেবল জ্ঞানের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ’- অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন্ গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?

(ক) Development as Freedom (খ) Women and Human Development

(গ) Development through Disposition (ঘ) Development, Environment and Power

সঠিক উত্তরঃ (ক) Development as Freedom

৫৯. Which sentence is correct?

(ক) The picture was hanged on the wall. (খ) The picture was hung on the wall. 

(গ) The picture had hanged on the wall. (ঘ) The picture had hunged on the wall. 

সঠিক উত্তরঃ (খ) The picture was hung on the wall. 

৬০. একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20। ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত?

(ক) 100 (খ) 150 (গ) 200 (ঘ) 300

সঠিক উত্তরঃ (খ) 150

৬১. নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৩৯ (খ) ১৯৪৫ (গ) ১৯৪৯ (ঘ) ১৯৫০

সঠিক উত্তরঃ (গ) ১৯৪৯

৬২. সম্প্রতি বাংলাদেশের সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন্ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত?

(ক) পাকিস্তান পিপলস পার্টি (PPP) (খ) পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)

(গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) (ঘ) জামায়াতে ইসলামী পাকিস্তান

সঠিক উত্তরঃ (গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)

৬৩. The play “Englishmen for My Money” was written by

(ক) Christopher Marlowe (খ) Thomas Kyd

(গ) William Haughton (ঘ) Ben Johnson

সঠিক উত্তরঃ (গ) William Haughton

৬৪. বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোন্ টি?

(ক) তথ্য মন্ত্রণালয় (খ) প্রেস কাউন্সিল (গ) বিটিআরসি (ঘ) বাংলাদেশ টেলিভিশন

সঠিক উত্তরঃ (খ) প্রেস কাউন্সিল

৬৫. নীচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি? ১, ৯, ২৫, ৪৯, ……

(ক) ৮ (খ) ৯ (গ) ১০ (ঘ) ১২

সঠিক উত্তরঃ (খ) ৯

৬৬. যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১ তম দিন কি বার হবে?

(ক) শুক্রবার (খ) বুধবার (গ) সোমবার (ঘ) রবিবার

সঠিক উত্তরঃ (খ) বুধবার

৬৭. ‘উৎক্ষেপণ’ শব্দের ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ধারণ করছে?

(ক) জোর (খ) উর্ধ্ব (গ) আড়াল (ঘ) গতি

সঠিক উত্তরঃ (খ) উর্ধ্ব

৬৮. Select the sentence in which ‘better’ is an adverb

(ক) We’re helping for better weather tomorrow. 

(খ) Sound travels better in water than in air. 

(গ) It’s hard to decide which one is better. 

(ঘ) He joined the gym to better his health. 

সঠিক উত্তরঃ (খ) Sound travels better in water than in air. 

৬৯. ‘Someone sneezed loudly at the back of the hall’. In this sentence the verb ‘sneezed’ is

(ক) causative (খ) intransitive (গ) transitive (ঘ) factitive

সঠিক উত্তরঃ (খ) intransitive

৭০. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করতে কোন্ নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?

(ক) হাকিম আজমল খান (খ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক

(গ) স্যার সলিমুল্লাহ (ঘ) স্যার আব্দুর রহিম 

সঠিক উত্তরঃ (গ) স্যার সলিমুল্লাহ

৭১. ‘We know that the earth is a planet’ The underlined part is a/an

(ক) noun clause (খ) adverbial clause

(গ) adjective clause (ঘ) principal clause

সঠিক উত্তরঃ (ক) noun clause

৭২. পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

(ক) বিচারপতি সাত্তার (খ) বিচারপতি সায়েম 

(গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী (ঘ) বিচারপতি হামুদুর রহমান

সঠিক উত্তরঃ (ক) বিচারপতি সাত্তার

৭৩. কোন্ শব্দটি প্রত্যয়যোগে গঠিত?

(ক) ডাক্তারখানা (খ) হাসপাতাল (গ) আকাশছোঁয়া (ঘ) গুণমান 

সঠিক উত্তরঃ (ক) ডাক্তারখানা

৭৪. আয়নাঘর কী? 

(ক) দুই কামরা (খ) পরিবেশ বান্ধব কৃষিকাজ

(গ) গোপন কারাগার (ঘ) একটি হলিডে মুভি

সঠিক উত্তরঃ (গ) গোপন কারাগার

৭৫. আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?

(ক) চীন ও আফগানিস্তান (খ) চীন ও ইংল্যান্ড

(গ) চীন ও রাশিয়া (ঘ) ইংল্যান্ড ও আফগানিস্তান

সঠিক উত্তরঃ (খ) চীন ও ইংল্যান্ড

৭৬. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?

(ক) 2√2 মিটার (খ) 2√3 মিটার (গ) 2 মিটার (ঘ) 2√6 মিটার

সঠিক উত্তরঃ (ঘ) 2√6 মিটার

৭৭. নিম্নোক্ত কোন্ দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?

(ক) তিমুর লিস্টি (খ) দক্ষিণ সুদান (গ) ওয়েস্টার্ন সাহারা (ঘ) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক

সঠিক উত্তরঃ (গ) ওয়েস্টার্ন সাহারা

৭৮. রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত ও-কার ব্যবহার করতেন কেন?

(ক) এ-কার মাত্র যুক্ত বলে (খ) ‘এ’ ‘এ’ উচ্চারণ বোঝাতে

(গ) ‘আ’ উচ্চারণ বোঝাতে (ঘ) ‘অ্যা’ উচ্চারণ বোঝাতে

সঠিক উত্তরঃ (ঘ) ‘অ্যা’ উচ্চারণ বোঝাতে

৭৯. একটি ড্রাম প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে ২০০ ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটি স্তম্ভ  লক্ষ্য করে গুলি ছুড়লে কত  সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে?

(ক) ০ (খ) ১ (গ) ১.৫ (ঘ) ০.৫ 

সঠিক উত্তরঃ (খ) ১

৮০. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

(ক) ২৬ মার্চ (খ) ২১ ফেব্রুয়ারী (গ) ১৬ ডিসেম্বর (ঘ) ৫ আগষ্ট

সঠিক উত্তরঃ (ক) ২৬ মার্চ

৮১. ax+by=a², bx-ay=ab; এই সহ-সমীকরণের (x,y) এর সমাধান কোনটি?

(ক) (a²,b²) (খ) (a,b) (গ) (0,a) (ঘ) (a,0)

সঠিক উত্তরঃ (ঘ) (a,0)

৮২. ‘After lunch we went for a leisurely stroll’. Here ‘leisurely’ is a/ an

(ক) adverb (খ) adjective (গ) noun (ঘ) conjunction 

সঠিক উত্তরঃ (খ) adjective

৮৩. বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? 

(ক) UNOSOM (খ) UNMOGIP (গ) UNTSO (ঘ) UNEF 1 

সঠিক উত্তরঃ (গ) UNTSO

৮৪. চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি?

(ক) দ্বি স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি

(গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পি আর (PR) চালু করা

সঠিক উত্তরঃ (ক) দ্বি স্তর বিশিষ্ট সংসদ

৮৫. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers’ Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?

(ক) জালাল তালাবানী (খ) মাসুদ বারজানী

(গ) মাজলুম আবদি (ঘ) আবদুল্লাহ ওজালান

সঠিক উত্তরঃ (ঘ) আবদুল্লাহ ওজালান

৮৬. বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোন্ অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?

(ক) বাক-স্বাধীনতার অধিকার (খ) শিক্ষার অধিকার

(গ) সমাবেশের অধিকার (ঘ) ধর্মচর্চার অধিকার

সঠিক উত্তরঃ (খ) শিক্ষার অধিকার

৮৭. ১৫ মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে ১০ কেজি ওজন বাঁধা হয়েছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের ৩ : ২ অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে?

(ক) ৪৫ (খ) ৩ (গ) ১৫ (ঘ) ৫

সঠিক উত্তরঃ (গ) ১৫

৮৮. পারিভাষিক শব্দ বলতে বুঝায়-

(ক) ইংরেজি শব্দের বাংলা রূপান্তর (খ) বিদেশি শব্দের অনুবাদ

(গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ (ঘ) ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ

সঠিক উত্তরঃ (গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ

৮৯. জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী?

(ক) Generalized System of Preference (খ) Global System of Positioning

(গ) Global Strategic Partnership (ঘ) Government Support Program

সঠিক উত্তরঃ (ক) Generalized System of Preference

৯০. নিম্নোক্ত কোন রাষ্ট্র সাংহাই কোঅপারেশন অরগানাইজেশন বা SCO এর সদস্য নয়?

(ক) আজারবাইজান (খ) ভারত (গ) পাকিস্তান (ঘ) ইরান

সঠিক উত্তরঃ (ক) আজারবাইজান

৯১. চর্যাপদের রচিত পদগুলো তিব্বতি থেকে বাংলায় রুপান্তর করেন-

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায় (খ) হরপ্রসাদ শাস্ত্রী

(গ) রাজেন্দ্রলাল মিত্র (ঘ) সুকুমার সেন

সঠিক উত্তরঃ (খ) হরপ্রসাদ শাস্ত্রী

৯২. ‘তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না’- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?

(ক) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন (খ) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না

(গ) তিনি কথা শুনে জেগে রইলেন (ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন

সঠিক উত্তরঃ (ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন

৯৩. আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস কতজন কবি ছিলেন?

(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

সঠিক উত্তরঃ (খ) ৩

৯৪. চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত নদী ব্রহ্মপুত্র, চীন বা তিব্বতে কী নামে পরিচিত?

(ক) ইয়াংসি (খ) লিজিয়াং (গ) হুয়াইলি (ঘ) ইয়ারলুং সাংপো

সঠিক উত্তরঃ (ঘ) ইয়ারলুং সাংপো

৯৫. ‘They talked about going on a vacation’. Here ‘going’ is a/an 

ক) participle (খ) infinitive (গ) verbal noun (ঘ) gerund 

সঠিক উত্তরঃ (ঘ) gerund 

৯৬. নিম্নোক্ত কোন দেশটি ‘Five Eyes’ ভুক্ত নয়?

(ক) অস্ট্রেলিয়া (খ) ফ্রান্স (গ) নিউজিল্যান্ড (ঘ) কানাডা

সঠিক উত্তরঃ (খ) ফ্রান্স

৯৭. x²+6x-27≤0 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?

(ক) [-9, 3] (খ) [3, ∞) (গ) (-9, 3) (ঘ) (-∞, -9]

সঠিক উত্তরঃ (ক) [-9, 3]

৯৮. ‘শিক্ষকে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়’- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে –

(ক) একবচন বোঝাতে (খ) বহুবচন বোঝাতে

(গ) একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে (ঘ) প্রথমটি একবচন ও পরেরটি বহুবচন বোঝাতে 

সঠিক উত্তরঃ (খ) বহুবচন বোঝাতে

৯৯. বাংলাদেশের ICCPR এর স্বাক্ষরকারী দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?

(ক) International Conference on Civil and Political Rights

(খ) International Conference of Civil and Political Rights

(গ) International Covenant on Civil and Political Rights

(ঘ) International Covenant of Civil and Political Rights

সঠিক উত্তরঃ (গ) International Covenant on Civil and Political Rights

১০০. বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথমে কে অবস্থান করেন?

(ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) প্রধান উপদেষ্টা (ঘ) প্রধান বিচারপতি

সঠিক উত্তরঃ (খ) রাষ্ট্রপতি

 

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

See/download 49th BCS MCQ Exam Question 2025 from the images below: 

প্রশ্নের সেট Set-02  (চামেলী)   

সাধারণ (আবশ্যিক) অংশ এর (০১-১০০) প্রশ্নঃ  

 

49th-BCS-MCQ-Exam-Question-1

49th-BCS-MCQ-Exam-Question-2

 

 

 

 

 

Courtesy: To all authorities from whom documents are collected

N.B.: Generally, we try to update any news. We are not responsible for any changes, reforms, or republishing of any news.

For more updates, stay with our website, jobstestbd.com

49th BCS (Special) Exam Question Solution 2025: 

49th BCS Preliminary Exam Question Solution 2025 has been published by BPSC. BPSC has published some news on various categories of posts. BPSC is one of the largest Government sectors in Bangladesh. BPSC has published a huge job circular by the Authority. All information regarding the appointment of BPSC is given on our website, jobstestbd.com. We publish all job circulars daily, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information, with as provide some effective information or resources and job tips that help to get a job easily. We trust that our distribution of data helps job seekers who are looking for better employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our main target is to establish a trustworthy occupation round site in Bangladesh by distributing a genuine update that enables individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. Suggestions and solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website, jobstestbd.com. So every day, tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page, jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us by following the Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →