Update GK- 2017 March to December in Word and Pdf file

We publish different educational post in our website. Update GK is one the most important concern of our website. So choose your desired post of education support, job circular and apply specific job to build up your career. When we get Admit card and Result link or news then we give download link of Admit and Result as you can easily download through our website. We also give you questions solution of the exam and all type of educational support through our website jobstestbd.com. So stay with our website jobstestbd.com.

Update GK-2017

March to December-2017

By

jobstestbd.com

সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ ডিসেম্বর-২০১৭

১) ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় – ১৬১০ মার্কিন ডলার
২) ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি – ৭.২৮%
৩) বর্তমানে দেশে উপজেলা – ৪৯২ টি, সর্বশেষ শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
৪) বর্তমানে দেশে পৌরসভা – ৩২৮ টি, সর্বশেষ তাড়াশ, সিরাজগঞ্জ
৫) বর্তমানে DMP থানার সংখ্যা – ৫০ টি
৬) শয়তান ২ যে দেশের ক্ষেপনাস্ত্র – রাশিয়া
৭) ব্রিটিশ পার্লামেন্টে ব্ল্যাক রড পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পান – সারাহ ক্লার্ক
৮) বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন চালু করে যে দেশ – চীন
৯) বর্তমানে বিশ্বের সর্বাধিক সুপার কম্পিউটার রয়েছে – চীনে
১০) ২০১৭ সালে ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী – অ্যাঞ্জেলা মার্কেল
১১) আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC ‘র বর্তমান সদস্য দেশ – ১২৩ টি
১২) ২০১৬ সালে জলবায়ু পরিবর্তনজনিত কারনে শীর্ষ ক্ষতিগ্রস্থ দেশ – হাইতি, বাংলাদেশ – ১৩তম
১৩) ডুয়িং বিজনেস ২০১৮ রিপোর্টে শীর্ষ দেশ – নিউজিল্যান্ড
১৪) ডুয়িং বিজনেস ২০১৮ রিপোর্টে বাংলাদেশের অবস্থান – ১৭৭ তম
১৫) ২১ তম ফিফা বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে – রাশিয়ায়
১৬) রাশিয়া বিশ্বকাপে খেলবে – ৭ টি মুসলিম দেশ
১৭) UNESCO ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐহিত্য ঘোষণা করে – ৩০ অক্টোবর ২০১৭
১৮) বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের – ৩২ তম সদস্য
১৯) দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে – পটুয়াখালীর পায়রায়
২০) বাংলাদেশের যে উপজেলায় ৪ টি থানা রয়েছে – চরফ্যাশন
২১) প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি প্রকাশ পায় – ৫ নভেম্বর ২০১৭
২২) রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার নাম – A 135
২৩) বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ – চীন
২৪) বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ – ৫ম
২৫) ২০১৭ সালের বাংলাদেশ যুব গেমসের মাসকট – তেজস্বী
২৬) বাংলাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী মারা যান – ২৪ নভেম্বর ২০১৭
২৭) দ্য ইকোনমিস্ট এর ওয়ার্ল্ড ইন ফিগারেস এর মতে বর্তমানে বিশ্বে চা পানে শীর্ষ দেশ – চীন
২৮) চা পানে বিশ্বে বাংলাদেশের অবস্থান – ১০ম
২৯) যুক্তরাষ্ট্রের আইওপি সায়েন্স নামের জার্নালের জরিপ মতে বর্তমানে বাংলাদেশে বৃক্ষ রয়েছে – ২১% এলাকায়, কিন্তু বনবিভাগের জরিপ মতে রয়েছে ১১%
৩০) ফোর্বস সাময়ীকি মতে ২০১৭ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান – ৩০ তম
৩১) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুরু হয় – বিকেল ৩ টা ২০ মিনিটে
৩২) ভাষণের স্থায়ীত্বকাল – ১৯ মিনিট
৩৩) ভাষণের শব্দ সংখ্যা – ১১০৮ টি
৩৪) এই ভাষণটি অনূদিত হয় – ১২ টি ভাষায়
৩৫) ভাষণের রেকর্ডকারী – এ এইচ খন্দকার
৩৬) ” ৭ মার্চের ভাষণ আসলে স্বাধীনতার মূল দলিল ” – নেলসন ম্যান্ডেলা, দ. আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা
৩৭) ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপির আকার – ২৪, ৯৮৬ কোটি ডলার বা ২০, ৮৭, ৫৮০ কোটি টাকা
৩৮) জিডিপি হিসাব করা হয় – কৃষি, শিল্প ও সেবাখাত ধরে
৩৯) ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথা পিছু আয় – ১, ২৮, ১৬০ টাকা
৪০) প্রতিমাসে মাথাপিছু আয় – প্রায় ১১,০০০ টাকা
৪১) বাংলাদেশের জিডিপি ‘র প্রবৃদ্ধি ৭% এর বেশি হয় – পরপর ২ বছর
৪২) দেশের ৩১ তম সেনানিবাস নির্মিত হবে – পটুয়াখালীর পায়রা নদীর কাছে লেবুখালীতে
৪৩) এই সেনানিবাসের নাম – শেখ হাসিনা সেনানিবাস
৪৪) দেশে স্বাধীনতা স্তম্ভ নির্মিত হবে – সোহরাওয়ার্দী উদ্যানে
৪৫) গত ১০ বছরে দেশের জলসীমায় মোট নতুন দ্বীপ জেগে উঠে – ২৬ টি
৪৬) চর বন্দনা ও চর রজনীগন্ধা যে জেলায় – নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে
৪৭) ঠেঙ্গারচর ও জাহাজ্জ্যার চর – চট্টগ্রামের সন্দ্বীপে
৪৮) হাসের চর, কৈয়ার বিল, দুবাইঘোনা দ্বীপগুলো – কক্সবাজারে
৪৯) পরশুরাম প্যালেস, জিয়তকুন্ড রয়েছে – বগুড়ার মহাস্থানগড়ে
৫০) বঙ্গ ও সমতট নগরীর রাজধানী ছিল – বিক্রমপুরে
৫১) প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরের শাখা চালু করা হয় – আবুধাবিতে, নাম ‘ ল্যুভর আবুধাবি”
৫২) বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ – যুক্তরাষ্ট ( ভুল জাপান)
৫৩) সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ৩০ জানুয়ারি ১৯৫২, ( ভুল ৩১ জানুয়ারী ১৯৫২), পৃষ্ঠা নং – ৪৩
৫৪) Corner Stone of peace স্মৃতিস্তম্ব অবস্থিত – জাপানে ( ভুল হাইতি)
৫৫) বিশ্বে প্রথমবারের মতো পানযোগ্য পলিথিন তৈরি করে – ইন্দোনেশিয়া

৫৬) ৭ মার্চের ঐতিহাসিক গুরুত্ব UNESCO তে সর্ব প্রথম তুলে ধরেন – ২০১১ সালে, ইডেন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোকেয়া খাতুন
৫৭) বাজারে আসছে নতুন – ১০ টি অ্যান্টিবোয়োটিক
৫৮) নিয়মিতভাবে কর প্রদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড – ৮৪ টি স্বীকৃতি প্রদান করে
৫৯) বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮ তে বাংলাদেশ – ষষ্ঠ
৬০) জনসংখ্যায় বর্তমান বিশ্বে বাংলাদেশ – ৮ম
৬১) দেশে ঢাকায় প্রথম রোবট রেস্টুরেন্ট চালু হয় – ১৫ নভেম্বর ২০১৭
৬২) যুক্তরাজ্যের বেক্সিট কার্যকর হবে – ২৯ মার্চ ২০১৯ সালে
৬৩) বর্তমানে চলছে বিপিএল এর – ৫ম আসর
৬৪) ওয়ার্ল্ড এইচআর কংগ্রেসের ” আইসিটি লিডার অব দ্য ইয়ার ” পুরস্কার পেয়েছেন – আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
৬৫) দেশে প্রথমবারে মতো কর বাহাদুর উপাধি পেল – ৮৪ টি পরিবার
৬৬) ADB. এর নতুন কান্ট্রি ডিরেক্টর – মনমোহন
৬৭) ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল নাম – টেলস্টার১৮
৬৮) বর্তমানে মাছ রপ্তানিতে শীর্ষ দেশ – চীন
৬৯) বর্তমানে মাছ আমদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
৭০) জাতীয় আইসিটি দিবস – ১২ ডিসেম্বর
৭১. MDG এর লক্ষ্যমাত্রা কয়টি? উঃ ৮
৭২. IBFT এর পূর্ণরূপ কি? উঃ Internet Banking Fund Transfer
৭৩. মৎস্য উৎপাদনে বাংলাদেশ কততম? উঃ ৫ম
৭৪. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট কোথায় স্থাপিত হবে?
উঃ দিনাজপুর
৭৫. তামাবিল স্থলবন্দর টি কোন জেলায়?
উঃ সিলেট
৭৬. NPSB এর পূর্ণরূপ কি?
উঃ National Payment Switch Bangladesh
৭৭. পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসেন – ৩০ নভেম্বর, ২০১৭
৭৮. একমাত্র অ-ইউরোপীয় পোপ – পোপ ফ্রান্সিস
৭৯. ফ্রান্সিস – ২৬৬ তম পোপ
৮০. সম্প্রতি নতুন অধিদপ্তর করা হয়েছে – শ্রম অধিদপ্তর
৮১. শ্রম অধিদপ্তরের নতুন শাখা হবে – দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর
৮২. বর্তমানে মাছ উৎপাদনে বাংলাদেশ – ৫ম ( FAO রিপোর্ট -২০১৭)
৮৩. শীর্ষে – চীন
৮৪. বাংলাদেশে স্বাদু পানির মাছের প্রজাতি – ২৩০ টি
৮৫. বিনোদন শহর “ভেন” – তুরস্ক- ইরানের সীমান্তবর্তী শহর
৮৬. বিতর্কিত কারাগার ” রিকারস আইল্যান্ড” – যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক)
৮৭. নিউইয়র্কের নতুন মেয়র – বিল ডি ব্রাজিও
৮৮. ” ৭ মার্চের ভাষণ আসলে স্বাধীনতার মূল দলিল” বলেছেন – নেলসন ম্যান্ডেলা
৮৯. ফিলিস্তিনির মুদ্রা – জর্ডানি দিনার
৯০. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন – ৩০ নভেম্বর,২০১৭
৯১. বিশ্বে সবচেয়ে বড় শরণার্থী শিবির – দাদার , কেনিয়া
৯২. কোন দেশে সবচেয়ে বেশি শরণার্থী – তুরস্ক
৯৩. মায়ানমার- বাংলাদেশ রোহিঙ্গা বিষয়ক সমঝোতা স্মারক হয় – ২৩ নভেম্বর, ২০১৭
৯৪. ” Coalition of the Year” – বইটির লেখক – প্রণব মুখারজি
৯৫. ইউনেস্কো “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড” দেওয়া শুরু করে – ১৯৯৭ সাল
৯৬. ২০১৭ সালে স্বীকৃতি দেয় – ৭৭ টি নথিকে
৯৭. মোট স্বীকৃতি দেয় – ৪২৭ টি
৯৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড” স্বীকৃতি দেয় – ইউনেস্কো (৩০ অক্টোবর,২০১৭)
৯৯. UNDP এর সম্প্রতি শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছে – মাসরাফি বিন মূর্তজা
১০০. G7 এর সর্বশেষ সম্মেলন – তাওরমিনা, ইতালি
১০১. জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করেন – ২১ নভেম্বর,২০১৭
১০২. জিম্বাবুয়ে স্বাধীন হয় – ১৯৮০ সালে ব্রিটেন থেকে
১০৩. রবার্ট মুগাবে – ১৯৮০ সাল থেকে ক্ষমতায়
১০৪. ASEM (Asia-Europe Meeting) এর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক – ২০ নভেম্বর,২০১৭, অনুষ্ঠিত – মিয়ানমারের নেপিডোতে
১০৫. দেশে উদ্ভাবিত প্রথম ওষুধ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে – ন্যান্সভ্যাক
১০৬. ন্যান্সভ্যাক – জন্ডিস (হেপাটাইসিস রোগের ওষুধ)
১০৭. সুদানের বর্তমান প্রেসিডেন্ট – ওমর আল বশির
১০৮. লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন – ৩ নভেম্বর,২০১৭
১০৯. আসিয়ান এর সম্প্রতি বাণিজ্য চুক্তি হয়েছে – চীন নিয়ন্ত্রণাধীন হংকং এর
১১০. আসিয়ান সম্মেলন-২০১৭ হবে – ফিলিপাইনে
১১১. স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী – ম্যারিয়ানো রাহয়
১১২. আলোচিত কাতালেনিয়া – স্পেনের অধীন
১১৩. “ল্যুভর আবুধাবি” উদ্বোধন করেন – ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো
১১৪. “বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০১৮” এ শীর্ষ দেশ – হন্ডুরাস
১১৫. বাংলাদেশের অবস্থান – ষষ্ট
১১৬. জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত – বন, জার্মানি
১১৭. ভুটানের জন্যে বাংলাদেশ স্থলবন্দর চালু করবে – ৪ টি
১১৮. বর্তমানে বাংলাদেশ- ভুটানের সাথে স্থলবন্দর চালু – ১ টি (বুড়িমারী স্থলবন্দর)
১১৯. ঠেঙ্গারচর ‘ অবস্হিত – হাতিয়া , নোয়াখালী ।
১২০. রোহিঙ্গাদের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ফ্লোটিং ম্যান’ এর পরিচালকের নাম কি? সাইদ জুবায়ের আহমেদ।

Click the PDF file to download: 12. Update GK December-2017

11. সাম্প্রতিক সাধারণ জ্ঞান নভেম্বর-২০১৭

১. বঙ্গবন্ধুর ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘ বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য ‘ হিসেবে স্বীকৃতি দিয়েছে
— ইউনেস্কো । ৩০ অক্টোবর , ২০১৭।
২. বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের– ৩২ তম সদস্য।
৩. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা
— ৪৯২ টি । ৪৯২ তম উপজেলা — শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ )।
৪. বাংলাদেশে পানির খনি পাওয়া গিয়েছে — সাভার ও মানিকগঞ্জে।
৫. শেখ হাসিনা ‘ সেনানিবাস অবস্হিত — বরিশালে ।
৬. ২০১৭ সালে যুক্তরাজ্যের সম্মানজনক উপাধি ‘ নাইটহুড ‘ লাভ করেন
— আখলাকুর রহমান চৌধুরী।
৭. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট স্হাপিত হবে — নশিপুর ( দিনাজপুর )।
৮. পদ্মাসেতুর জন্য আনা বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতার ‘ হ্যামার ‘ টির নাম
— তুন ।
৯. ২০১৭ সালে ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্হান
— ৩০ তম । শীর্ষ ক্ষমতাধর নারী — অ্যাঞ্জেলা মার্কেল।
১০. ২০১৬ – ২০১৭ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ করেছে– সিঙ্গাপুর।
১১. বিবিএস এর চূড়ান্ত প্রতিবেদনে ২০১৬ – ১৭ অর্থবছরে মাথাপিছু আয় এবং জিডিপির প্রবৃদ্ধি
— যথাক্রমে ১৬১০ মা.ড. এবং ৭.২৮ %।
১২. রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ – মিয়ানমার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়- ২৩ নভেম্বর , ২০১৭।

১৩. মাছ উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ– চীন। বাংলাদেশ যথাক্রমে ০৫ম এবং ৪৫তম।
১৪. মার্কিন সাময়িকী ‘ ফোর্বস’ এর তথ্য মতে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি– জেফ বেজোস।
১৫. জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট– এমারসন এমনানগাগওয়া।
১৬. UNESCO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক
— আদ্রেঁ আজুলে ( ফ্রান্স )।
১৭. ২০১৭ সালের ৬৬তম মিস ইউনিভার্স এর নাম
— ডেমি -লি নিল-পিটার্স , দক্ষিণ আফ্রিকা।
১৮. ২০১৭ সালের ৬৭তম মিস ওয়ার্ল্ড এর নাম
— মানসী ছিল্লার , ভারত।
১৯. MNP এর পূর্ণরূপ- Mobile Number Portability।
২০. প্যারাডাইস পেপারস ‘ কেলেঙ্কারি প্রকাশ পায় — ০৫ নভেম্বর ,২০১৭ ।
২১. ‘ প্যারাডাইস পেপারস ‘ এ মোট তথ্য ফাঁস হয়- ১.৪ টেরাবাইট।
২৪. ২৩তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP23 অনুষ্ঠিত হয়
— বন , জার্মানি। ০৬ – ১৭ নভেম্বর ,২০১৭।
২৫. ২৪তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন( COP-24) অনুষ্ঠিত হবে — কাটোওয়াইস , পোল্যান্ড ।
০৩-১৪ ডিসেম্বর ২০১৮ সালে।
২৬.
* চা উৎপাদন ও চা পানে শীর্ষ দেশ. চীন
২৭. লিঙ্গ সমতায় শীর্ষ দেশ- আইসল্যান্ড।

২৮. সম্প্রতি স্বাধীনতা ঘোষণা করা কাতালোনিয়ার রাজধানী– বার্সেলোনা।
২৯. সম্প্রতি ১টি নারী রোবটকে নাগরিকত্ব দিয়েছে– সৌদিআরব। নারী রোবটটির নাম – সোফিয়া।
৩০. প্রথম দেশ সিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের ( ICC ) সদস্য পদ প্রত্যাহার করে — বুরুন্ডি।
৩১. WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে — বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা।
১০ – ১৩ ডিসেম্বর ২০১৭ সালে।
৩২. ডুয়িং বিজনেস ২০১৮ ‘ রিপোর্টে শীর্ষ দেশ নিউজিল্যান্ড । বাংলাদেশ ১৭৭তম।
৩৩. প্রাকৃতিক দূর্যোগে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ– ভারত। বাংলাদেশ — তৃতীয়।
৩৪. ১৯৯৭ – ২০১৬ সালের জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ
— হন্ডুরাস
৩৫. সাম্প্রতিক এক রিপোর্টের তথ্য মতে পরিচ্ছন্ন ও সৎ সরকারপ্রধান হিসেবে বিবেচিত শীর্ষ রাষ্ট্রপ্রধান
— অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি) ৩য় – শেখ হাসিনা ( বাংলাদেশ)।

৩৬. RSF এর এক তথ্য মতে সাংবাদিকতায় সবচেয়ে খারাপ দেশ — উত্তর কোরিয়া। ভালো দেশ — নরওয়ে।
বাংলাদেশের অবস্হান — ১৪৬তম।

৩৭. শয়তান – ২– রাশিয়ার তৈরি শক্তিশালী আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র।
৩৮. ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম– টেলস্টার ১৮।
৩৯. আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান
– ডেভিড মিলার ( দক্ষিণ আফ্রিকা)৩৫ বলে সেঞ্চুরি। বিপক্ষ – বাংলাদেশ।
৪০. ২১তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ায়। ১৪জুন – ১৫ জুলাই , ২০১৮ ।
৪১. ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী মোট মুসলিম দেশ- ০৭টি দেশ।

৪২. সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি দলের নাম– ম্যানচেস্টার সিটি।
৪৩. ফোর্বস/২০১৭এর এক তথ্য মতে বিশ্বের শীর্ষ ধনী খেলোয়াড়– রজার ফেদেরার , সুইজারল্যান্ড।

১ম পর্বঃ

১) মাইক্রোবায়োলজিতে গবেষণার জন্য ইউনেস্কোর কার্লোস জে ফিনলর পুরষ্কার পেয়েছেন – বাংলাদেশের অধ্যাপক ডা. সমীর সাহা
২) শিশুদের নোবেল খ্যাত ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজের জন্য মনোনীত হয়েছে – বরগুনার কিশোরী সাজেদা আক্তার ( বাল্য বিবাহ প্রতিরোধে)
৩) ২০ তম মহাত্ম গান্ধী পুরষ্কার পেয়েছেন – সৈয়দ আবুল মকসুদ
৪) ম্যানবুকার পুরস্কার ২০১৭ পেয়েছেন – যুক্তরাষ্ট্রের জর্জ স্যান্ডার্স
৫) হতাশাগ্রস্ত শহরের তালিকায় এশিয়ার মধ্যে শীর্ষে – ঢাকা
৬) আর বিশ্বের ১৫০ টি দেশের মধ্যে ঢাকার অবস্থান – ১৪৪ তম হতাশাগ্রস্ত শহর
৭) বিশ্ব ক্ষুধা সূচকে ১১৯ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান – ৮৮ তম
৮) বিশ্বের সবচেয়ে ক্ষুধাগ্রস্ত দেশ – মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৯) বিশ্বের ৬০ টি নিরাপদ শহরের তালিকায় – ঢাকা ৫৮ তম
১০) বিশ্বের শীর্ষ ৩ নিরাপদ শহর – জাকার্তা, হো চি মিন সিটি, ম্যানিলা
১১) বর্তমানে দেশে দারিদ্যের হার – ২৪.৩% ( বিবিএস)
১২) পদ্মা সেতুর প্রথম স্প্যান সফলভাবে বসানো হয় – জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নং খুঁটিতে, ৩০ সেপ্টেম্বর ২০১৭
১৩) পদ্মা সেতুর পিলার ও পাইলের সংখ্যা – ৪২ ও ২৪০ টা, স্প্যান ৪১ টি
১৪) ওয়ানডেতে এখন বিশ্ব অলরাউন্ডার – পাকিস্তানের মোহাম্মদ হাফিজ
১৫) ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী শাসক – বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( টানা ৯ বছর সহ ১৪ বছর শাসন)
১৬) বর্তমান বিশ্বে নারী সরকার প্রধান – ১২ জন ( তাইওয়ান ছাড়া)
১৭) বিশ্বের ৭ ভাগ দেশ পরিচালিত হচ্ছে – নারী নেতৃত্বে
১৮) ২৮ তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় – ভোলার শাহবাজপুরে
১৯) প্রথম শান্তিতে নোবেল জয়ী মহিলা – বার্থাভন সুটার
২০) ৩য় বারের মতো বিশ্ব সেরা হাফেজ নির্বাচিত হয়েছেন – বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরের হাফেজ আবদুল্লাহ আল মামুন
২১) বিশ্বের বৃহত্তম ইন্টারনেট পেমেন্ট সিস্টেম – পেপাল
২২) বাংলাদেশে পেপাল চালু হয় – ১৯ অক্টোবর ২০১৭
২৩) ২০১৭ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশ – ৯৯ তম
২৪) আগামী ১০ বছরে বাংলাদেশের বৈশ্বিক চ্যালেঞ্জ – ১৫ টি ( ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম)
২৫) প্রথম নদী গবেষণাকেন্দ্র চালু করেছে – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৬) বিশ্বের বৃহত্তম বাঁধ – যুক্তরাষ্ট্রে
২৭) বিশ্বে রাষ্ট্র ধর্ম রয়েছে – ৪৩ টি দেশে
২৮) ” ব্ল্যাকআউট বোম্ব ‘” ফেলার হুমকি দিয়েছে উ. কোরিয়াকে – দ. কোরিয়া
২৯) এই বোম্ব যুক্তরাষ্ট্র ইরাকে ফেলে – ১৯৯০ সালে, ন্যাটো জোট ফেলে সার্বিয়ার বিরুদ্ধে – ১৯৯৯ সালে
৩০) ইন্টোরপোলের বর্তমান সদস্য – ১৯২ টি দেশ
৩১) IPU এর বর্তমান সদস্য দেশ – ১৭৬ টি দেশ
৩২) বাংলাদেশে সর্বশেষ চালু হওয়া বেসরকারি টিভি চ্যানেল – দূরন্ত
৩৩) বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র ইউনিট – ৩৬ টি
৩৪) ISESCO এর বর্তমান সদস্য দেশ – ৫৪ টি
৩৫) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ নির্বাচিত হয় – ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ( ১ মাসের জন্য)
৩৬) কোকো উৎপাদনে শীর্ষ দেশ – আইভেরিকোষ্ট
৩৭) ফেসবুক লাইক বাটনের উদ্ভাবক – জাস্টিন রোজেনসটিন
৩৮) দেশের প্রথম স্মার্টফোন কারখানা চালু করে – ওয়ালটন, চন্দ্রা, গাজীপুরে, ৫ অক্টোবর ২০১৭
৩৯) চট্টগ্রাম জেলায় পর্যটন স্পট – ৩৬ টি
৪০) পাট থেকে পলিথিন ব্যাগ উদ্ভাব। করেছেন – ড. মোবারক আহমদ খান
৪১) প্রথমবারের মতো ব্লাষ্টবিরোধী গমের জাত উদ্ভাবন করে – দিনাজপুরের গম গবেষণা কেন্দ্র, জাতের নাম-বারি ৩৩
৪২) সম্প্রতি কোন ক্রিকেটারের নামে যুক্তরাষ্ট্রে একটি স্টেডিয়ামের নাম করণ করা হয়েছে –
সুনীল গাভাস্কার ( ভারত)
৪৩) স্বপ্নের পদ্মা সেতুরর প্রথম দৃশ্যমান স্টিল স্ট্রাকচার বসানো হয় – ৩০ সেপ্টেম্বর ২০১৭, ৩৭ ও ৩৮ নং পায়ারের স্প্যানে
৪৪) বিশ্বের ভাসমান শহর বলা হয় – ইতালির ভেনিসকে
৪৫) ” দ্য ওয়ার্ল্ড ” নামক কৃত্রিম দ্বীপ – আরব সাগরে, মালিকানা সংযুক্ত আরব আমিরাত
৪৬) বর্তমান বিশ্বের ২য় দীর্ঘস্থায়ী শাসক হলেন – ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ
৪৭) দ. কোরিয়া উ. কোরিয়াকে যে হামলার হুমকি দেয় – গ্রাফাইট হামলা
৪৮) গ্রাফাইট বোমা সর্বপ্রথম ব্যবহার করা হয় – ইরাকের বিরুদ্ধে ১৯৯০ সালে
৪৯) এই গ্রাফাইট বোমা পরবর্তীতে ন্যাটো ব্যবহার করে – ১৯৯৯ সালে, সার্বিয়ার বিরুদ্ধে
৫০) সিরিয়ার রাকা শহরটি আইএস মুক্ত হয়য় – ১৭ অক্টোবর ২০১৭
৫১) ফিলিপাইনের ” মারাওয়ি” শহরটি আইএস মুক্ত ঘোষণা দেয় – ১৭ অক্টোবর ২০১৭
৫২) সৌদি আরবের ইতিহাসে প্রথম রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন আল তাকাফিয়ায় নারী শিল্পীর গান সম্প্রচার করা হয়য় – ৩ অক্টোবর ২০১৭
৫৩) সৌদি আরব প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়য় – ২৬ সেপ্টেম্বর ২০১৭
৫৪) সৌদি নারীদের ফতোয়া দেয়ার অধিকার দেয়া হয়য় দেশটির – শুরা কাউন্সিলের ৪৯ তম বৈঠকে
৫৫) ২০১৭ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়া ICAN সংস্থাটি ২৩ এপ্রিল ২০০৭ সালে,আর আত্মপ্রকাশ করে ৩০ এপ্রিল ২০০৭ সালে
৫৬) সংগঠনটির নির্বাহী পরিচালক – বিয়াত্রিচ ফিন
৫৭) এই জোট গঠিত হয় বিশ্বের – ১০১ টি দেশের ৪৬৮ টি সংগঠন ও প্রতিষ্ঠান নিয়ে
৫৮) বাংলাদেশের যে দুটি প্রতিষ্ঠান ICAN এর সদস্য – ফিজিশিয়ান্স ফর সোস্যাল রেসপন্সিবিলিটি বাংলাদেশ ( PSRB) ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ( CBS)
৫৯) ফেসবুকে ব্যবহৃত ” ইমোজি ” শব্দটি – জাপানি শব্দ
৬০) ২০ সেপ্টেম্বর ২০১৭ UN এর পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে প্রথম স্বাক্ষর করে যে দেশ – ব্রাজিল
৬১) ২০১৭ সালে অনুষ্ঠিত হবেবে আসিয়ানের – ৩১ তম সম্মেলন
৬২) FAO এর মতে ২০১৭ সালের বন্যায় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় – ৮০ লাখ মানুষ
৬৩) সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে সক্রিয় সিম সংখ্যা – ১৩ কোটি ৯৩ লাখ
৬৪) বর্তমানে সারাবিশ্বে বেকারত্বের হার – ৫.৮%
৬৫) হাওইজা শহরটি – ইরাকে
৬৬) ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপের যততম আসর বসে – ১০ম
৬৭) বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী নারী ও পুরুষের গড় আয়ু – ৭৪ঃ৭০ বছর
৬৮) স্মার্টফোনে HIV নির্ণয় করার প্রযুক্তি আবিষ্কার করেন – ব্রিটিশ বিজ্ঞানীরা
৬৯) সৌরজগতের সবচেয়ে প্রাচীনগ্রহ হিসেবে চিহ্নিত হয়ে – বৃহস্পতি
৭০) সম্প্রতি বিজ্ঞানীরা যে আলো খেকো গ্রহের সন্ধান পেয়েছেন তার নাম – ওয়াস্প ১২ বি, এর অবস্থান অরিগা নক্ষত্রপুঞ্জে

Click the PDF file to download: 11. Update GK November-2017

10. সাম্প্রতিক সাধারণ জ্ঞান অক্টোবর ২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. প্রশ্ন: ঢাকা মহানগরের মোট আয়তন কত?
উত্তর: ২৬৯.৯৬ বর্গকিলোমিটার।
০২. প্রশ্ন: ঢাকার দুই সিটি করপোরেশনে বর্তমানে মোট ওয়ার্ড কতটি?
উত্তর: ১২৯ টি। (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪৩ টি)
০৪. পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কী রাখার প্রস্তাব করা হয়েছে?
উত্তর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
০৫. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী হবে?
উত্তর: Ministry of Environment, Forest and Climate Change
০৬. আয়তনে দেশের বৃহত্তম অর্থনৈতিক অনঞ্চল কোথায় হবে?
উত্তর: মিরসরাই (চট্রগ্রাম); এর আয়োতন হবে ৩০ হাজার একর।
০৭. বাংলাদেশ ব্যাংক প্রতিবছর কতবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে থাকে?
উত্তর: ২ বার (জানুয়ারি ও জুলাই মাসে)।
০৮. বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেন কে?
উত্তর: রাষ্ট্রপতি
০৯. দেশে প্রথম জাতীয় গৃহায়ণ নীতি প্রণয়ন করা হয় কবে?
উত্তর: ১৯৯৩ সালে
১০. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৭ আগষ্ট ২০১৭।
১১. বাংলাদেশ সংবিধানে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় কবে?
উত্তর: ১ আগস্ট ২০১৭।
১২. বাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন ববে?
উত্তর: ২১ আগস্ট ২০১৭।
১৩. সাম্প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালুকৃত নতুন ইনস্টিটিউটের নাম কি?
উত্তর: বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।
১৪. বাংলাদেশের ৩৮তম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
১৫. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ‘বিটিআরসির’ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত?
উত্তর: ৭ কোটি ৩৩ লাখ ৪৭ হজার।
১৬. ১১-১২ আগস্ট ২০১৭ সিটি ও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকম কলকাতার আয়োজনে কোথায় ‘সার্ক টেক সামিট’ অনুষ্ঠিত হয়?
উত্তর: ঢাকায়।
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকুনগুনিয়া ও আর্থাইটিস ক্লিনিকের উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১৩ আগস্ট ২০১৭।
১৮. সম্প্রতিক মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখান কোন বাংলাদেশি?
উত্তর: মাগুরার কৃতী সন্তান আব্দুল হালিম।
১৯. বর্তমানে দেশে মোট সমবায় সমিতির সংখ্যা কত?
উত্তর: ৬৩,৩১১ টি।
২০. বেসরকারি খাতে আরো ১০ টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব কবে অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি?
উত্তর: ৯ আগস্ট ২০১৭।
২১. ১১ আগস্ট কোথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘শেখ হাসিনা সড়ক’ উদ্বোধন করা হয়?
উত্তর: মাদারীপুরের শিবচরে।
২৩. রক্তনালির বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির বাড়ি কোন জেলায়?
উত্তর: সাতক্ষীরায়।
২৪. রক্তনালির বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির হাতে কবে প্রথম দফার অস্ত্রোপচার করা হয়?
উত্তর: ১২ আগস্ট ২০১৭।
২৫. ওআইসি- এর মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন কবে বাংলাদেশ সফরে আসেন?
উত্তর: ২ আগস্ট ২০১৭।
২৬. দেশে ২০১৭ সালের জুলাই মাসে মুদ্রাস্ফীতি কত হয়?
উত্তর: ৫.৫৭%।
২৭. ‘মিস ব্রিটিশ বিউটি কার্ভ ২০১৭’ মুকুট জয় করেন কে?
উত্তর: স্থুলকায় নৃত্যশিল্পী এমিলি ডায়প্রে।
২৮. টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সূচকে জাতিসংঘভুক্ত ১৫৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১২০তম।
২৯. ২০১৭ সালের কত তারিখে ঢাকায় ২৭টি দেশের অংশগ্রহণে পানি সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৯-৩০ জুলাই, ২০১৭।
৩০. সম্প্রতি কোথায় ভারতের প্রয়াত রাষ্ট্রপতি পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দেশটির সরকার?
উত্তর: তামিলনাডুর রামেশ্বরমের পেইকরম্বুতে।
৩১. সম্প্রতি কোন দেশের ‘চাওপাদি’ প্রথা নিষিদ্ধ করে আইন পাস করা হয়?
উত্তর: নেপাল।
৩২. দেশের বাইরে চীন কোথায় প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে?
উত্তর: জিবুতিতে।
৩৩. ২০১৭ সালে হিরোশিমা ও নাগাসাকি ট্র্যাজেডির কততম বার্ষিকী পালিত হয়?
উত্তর: ৭২তম।
৩৪. সম্প্রতি কোন দেশটি পঞ্চম প্রজন্মের ‘অদৃশ্য সুপারসনিক জেট’ তৈরির ঘোষণা দেয়?
উত্তর: রাশিয়া।
৩৫. টেস্ট ক্রিকেটের অলরাউন্ডার র্যাং কিংয়ের শীর্ষে রয়েছে কোন খেলোয়াড়?
উত্তর: সাকিব আল হাসান।
৩৬. সম্প্রতি কোন খেলোয়াড় রেকর্ড দামে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়?
উত্তর: নেইমার, ব্রাজিল।
৩৭. সম্প্রতি কোন দেশটি পাসপোর্টের জন্য প্রচলিত পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল করে?
উত্তর: ভারত।
৩৮. পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী ‘পানামা পেপার্স কেলেঙ্কারির’ অভিযোগে পদত্যাগ করেন?
উত্তর: নওয়াজ শরিফ।
৩৯. পাকিস্তানের বর্তমান অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: শহীদ খাকান আব্বাসী।
৪০. পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করা হয়?
উত্তর: শাহবাজ শরিফ।
৪১. বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু ‘ইউরোপের সেতু’ এর দৈর্ঘ কত?
উত্তর: ৫০০ মিটার।
৪২. ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালিত হয় কবে?
উত্তর: ১-৭ আগস্ট পর্যন্ত।
৪৩. যুক্তরাষ্ট্র কবে মার্কিন নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন?
উত্তর: ৩ আগস্ট ২০১৭ (এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ১ সেপ্টেম্বও থেকে)
৪৪. রাশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে কবে ট্রেড-বাই বার্টার চুক্তি স্বাক্ষরিত?
উত্তর: ৬ আগস্ট ২০১৭।
৪৫. স্বাধীন ভারতে জন্ম নেওয়া ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে কে শপথগ্রহণ করেন?
উত্তর: এম ভেঙ্কাইয়া নাইডু (১১ আগস্ট ২০১৭)।
৪৬. কলম্বিয়ায় কবে ৫০ বছরের গৃহযুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়?
উত্তর: ১৫ আগস্ট ২০১৭।
৪৭. ২৩ আগস্ট ২০১৭ চীনে আঘাত হানা ঘূণিঝড়ের নাম কী?
উত্তর: হাতো; জাপানি শব্দ ‘হাতো’ অর্থ কবুতর।
৪৮. ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৯ সেপ্টেম্বও ১৯৬০ (করাচি,পাকিস্তান)।
৪৯. কোন আইনের অধীনে মার্কিন প্রেসিডেন্ট কোনো দেশের উপর শুল্ক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা রাখেন?
উত্তর: ট্রেড আ্যাক্ট ১৯৭৪ এর ৩০১ ধারার আওতায়।
৫০. কাগজবিহীন বাণিজ্য কী?
উত্তর: বিশ্বেও উন্নত দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্য খরচ ও সময় বাঁচাতে কাগুজে নথি নিয়ে কাজ করার বদলে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে, যেখানে কোনো কাগুজে ফাইলের দরকার পড়ছেনা। এটি কাগজবিহীন বাণিজ্য নামে পরিচিত।
৫১. ‘পানামা পেপারস’ ফাঁস হয় কবে?
উত্তর: ৩ এপ্রিল ২০১৬।
৫২. বর্তমানে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতি সবচেয়ে বেশি কোন দেশে?
উত্তর: সিঙ্গাপুরে’ ১৫৪.৩৮ এমবিপিএস।
৫৩. বর্তমমানে মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে বেশি কোন দেশে?
উত্তর: নরওয়ে; ৫২.৫৯ এমবিপিএস।
৫৪. ২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
উত্তর: ফিনল্যান্ড।
৫৫. ২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৮২তম।
৫৬. ২০১৬-১৭ মৌসুমের জন্য UEFA বর্ষসেরা ফুটবলার মনোনীত হন কে?
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)
৫৭. সর্বশেষ ১০ আগস্ট ২০১৭ ঘোষিত ফিফা র্যাং কিংয়ে শীর্ষদেশ কোনটি?
উত্তর: ব্রাজিল।
৫৮. ৩১ জুলাই ২০১৭ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৩তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: মঈন আলী (ইংল্যান্ড)।
৫৯. ২৩তম শীতকালীন অলিম্পিক গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৯-২৫ ফেব্রুয়ারি ২০১৮; পিয়ং চ্যাং ( দক্ষিণ কোরিয়া)।
৬০. ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪-২০ ফেব্রুয়ারি ২০২২; বেইজিং (চীন)
৬১. ১৭তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৮ সেপ্টেম্বর-৬ অক্টোবর ২০১৯; দোহা, কাতার।
৬২. ১৮তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ৬-১৫ আগস্ট ২০১২১; ইউজিন, যুক্তরাষ্ট্র।
৬৩. ব্রিটিশ অ্যাথলেট মো. ফারাহ টানা কতটি স্বর্ণপদক জয় করেন?
উত্তর: ১০ টি।
৬৪. ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ২০১৭’ লাভ করে কোন দল?
উত্তর: বার্সেলোনা।
৬৫. ২০১৭ সালে স্প্যানিশ সুপার কাপ’ চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর: রিয়াল মাদ্রিদ।
৬৬. টেস্ট ক্রিকেটে ৩১ জুলাই ২০১৭ পর্যন্ত কতটি হ্যাটট্রিক হয়?
উত্তর: ৪৩টি।
৬৭. হতিমানব হিসেবে পরিচিত জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট কবে অবসরগ্রহণ করেন?
উত্তর: ১২ আগস্ট ২০১৭।
৬৮. টেনিস র্যাং্কিংয়ের শীর্ষস্থানে রয়েছেন কোর খেলোয়াড়?
উত্তর: রাফায়েল নাদাল।
৬৯. সম্প্র্রতি কোন দেশের একজন ক্রিকেটার বাউন্সারের আঘাতে মৃত্যুবরণ করেন?
উত্তর: পাকিস্তান।
৭০. সম্প্রতি ক্রিকেটক্ষেত্রে অবদানের জন্য ভারতের আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দেও পক্ষ থেকে কোন বাংলাদেশি ক্রিকেটারকে‘সেরা বাঙালি’ পুরুস্কার প্রদান করা হয়?
উত্তর: মাশরাফি বিন মর্তুজা।
৭১. জাতীয় গৃহায়ণ নীতিমালা, ২০১৬ জারি করা হয় কবে?
উত্তর: ১৯ জুলাই ২০১৭।

এক নজরে নোবেল পুরস্কার-২০১৭

চিকিৎসা শাস্ত্রে নোবেল-২০১৭

২০১৭ সালের চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী ৩ জন হলেনঃ
১. জেফরি সি হল (যুক্তরাষ্ট্র)
২. মাইকেল রসবাশ (যুক্তরাষ্ট্র)
৩. মাইকেল ডব্লিউ ইয়ং (যুক্তরাষ্ট্র)

অবদানঃ মানুষের দেহঘড়ির স্পন্দন বা সারকাডিয়ান রিদম নিয়ন্ত্রণকারী মলিকিউলার সিস্টেম আবিষ্কারের জন্য।

পদার্থ বিজ্ঞানে নোবেল-২০১৭

২০১৭ সালের পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী ৩ জন হলেনঃ
১. রেইনার ওয়েস (যুক্তরাষ্ট্র)
২. ব্যারি সি ব্যারিশ (যুক্তরাষ্ট্র)
৩. কিপ এস থ্রোন (যুক্তরাষ্ট্র)

অবদানঃ শত বছর আগে আলবার্ট আইনস্টাইন মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেছিলেন, তা শনাক্ত করার জন্য।

রসায়ন বিজ্ঞানে নোবেল-২০১৭

২০১৭ সালের রসায়ন বিজ্ঞানে নোবেল বিজয়ী ৩ জন হলেনঃ
১. জ্যাক ডাবোশেট (সুইজারল্যান্ড)
২. জোয়াকিম ফ্র্যাংক (যুক্তরাষ্ট্র)
৩. রিচার্ড হেন্ডারসন (যুক্তরাজ্য)

অবদানঃ রাসায়নিক তরলে জৈব অণুর বিপাক ক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরষ্কার দেয়া হয়।

সাহিত্যে নোবেল-২০১৭

২০১৭ সালের সাহিত্যে নোবেল বিজয়ী হলেন জাপানি বংশোদ্ভূত ব্রিটেনের নন্দিত ঔপন্যাসিক কাজুয়ো ইশিগুরো।

অবদানঃ ‘তীব্র আবেগঘন উপন্যাসগুলোতে মোহময় চৈতন্যের আড়ালে বিরাজমান অতল জগতের সঙ্গে বাস্তব পৃথিবীর যোগসূত্রকে উন্মোচন করায়’ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বিখ্যাত লেখাঃ Remains of the day.

শান্তিতে নোবেল-২০১৭

২০১৭ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থাঃ পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণা সংস্থা ‘ইকান’ (ICAN )
পুর্ণরুপঃ International Campaign to Abolish Nuclear Weapons
সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
প্রতিষ্ঠাঃ ২০০৭ সাল।
বর্তমান প্রধানঃ Beatrice Fihn

অবদানঃ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনস্বীকার্য অবদানের জন্য। জুলাই ২০১৭ তে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি চুক্তিতে বিশ্বের ১২২ টি দেশের স্বাক্ষরে বিশেষ ভুমিকা রেখেছিল – আইসিএএন।

অর্থনীতিতে নোবেল-২০১৭

২০১৭ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ী হলেন আমেরিকান প্রথিতযশা অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার।

অবদানঃ আচরণগত অর্থনীতিতে অবদান রাখার জন্য।

এক নজরে রকমারি সাম্প্রতিক সাধারণ জ্ঞান অক্টোবর-২০১৭

১। দেশে দারিদ্র্য জনগোষ্ঠী বেশি কোন জেলায়? = কুড়িগ্রাম (৭০%+)
২। ভারতের হাইকমিশনার কে? = হষর্বধন শ্রিংলা
৩। দেশে শিক্ষার হার কত? = ৭২.০৩%
৪। কালাতালানিয়ার স্বাধীনতাকামী নেতা কে? = কার্লোস পুনজমেন
৫। বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান কে? = এস্তোনিয়ান কুর্জ ( অস্ট্রিয়া -৩১ বছর)
৬। ICAN কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়? = ২০০৭, অস্ট্রেলিয়া
৭। ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কারের সাথে কোন প্রতিষ্ঠান জড়িত? = আইকান
৮। ওডিআই তে সেরা দল কোনটি? = সাউথ আফ্রিকা
৯। ঢাবির বর্তমান ভিসি কে? = ড. আখতারুজ্জামান
১০। IMF এর নতুন প্রতিবেদনে বাংলাদেশকে বলা হয়েছে? = এশিয়ার উদীয়মান ও উন্নয়নশীল দেশ
১১। সিরিয়ার ঐহিত্যবাহী শহর – হোমস
১৩। ইন্টারন্যাশনাল এগ কমিশন ( আইইসি) স্থাপিত হয় – ১৯৬৪ সালে, যুক্তরাজ্যে
১৪। বিশ্ব ডিম দিবস – প্রতিবছরের অক্টোবর মাসের ২য় শুক্রবার
১৫। বর্তমানে আইইসি এর সদস্য দেশ – ৮০
১৬। প্রথম বিশ্ব ডিম দিবস পালিত হয় – ভিয়েনায়, ১৯৯৬ সালে
১৭। বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব ডিম দিবস পালন করে – ২০১৩ সালের ১১ অক্টোবর
১৮। হোয়া বিন, নঘি অ্যান, থান হোয়া, সন লা, ইয়েন বাই প্রদেশ গুলো – ভিয়েতনামে
১৯। গাজা শাসন নিয়ে চির বৈরি ২ ফিলিস্তিন সংগঠন হামাস ও ফাতাহ এর মধ্যে – চুক্তি হয়েছে, ১২ অক্টোবর ২০১৭
২০। কাতালোনিয়ায় গণভোট হয় – ১ অক্টোবর ২০১৭
২১। মারি ক্লেয়ার হলো একটি – আন্তর্জাতিক মাসিক ম্যাগাজিন
২২। বর্তমান বিশ্বে যে রাষ্ট্রপ্রধান নারীবাদী হিসেবে পরিচিত – কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
২৩। প্রথমবারের মতো ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল খেলবে – পানামা ও আইসল্যান্ড
২৪। বঙ্গবন্ধু দ্বীপের আয়তন কত? ৭.৮ কিমি
২৫। জিআই পণ্য অনুমোদন দেয় কোন সংস্থা? WIPO
২৬। বিশ্ব হাত ধোয়া দিবস – ১৫ অক্টোবর
২৭। ইউনেস্কো থেকে নিজেদেরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে – যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ১২ অক্টোবর ২০১৭ তারিখে
২৮। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল – মিরসরাই, ৩০ হাজার একর
২৯। কাতালোনিয়ার নেতা – কার্লোস পূজেমন
৩০। ঐতিহাসিকভাবে কোন প্রথম সৌদি রাষ্ট্রনায়ক হিসেবে রাশিয়া সফরে আছে – সৌদি বাদশা
৩১। বৈশ্বিক মানবসূচকে বাংলাদেশের অবস্থান – ১৩০ টি দেশের মধ্যে ১১১তম
৩২। জাতিসংঘের সামটেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক প্রতিবেদন ২০১৭ মতে SDG সূচকে বাংলাদেশের অবস্থান – ১২০ তম, ১৫৭ টি দেশের মধ্যে।
৩৩। এডিস মশার কামড়ে ছড়ায় – চিকনগুনিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাস
৩৪। নতুন ভ্যাট আইন কার্যকর হবে – ২০১৯ সালে
৩৫। বাংলাদেশের প্রধান রপ্তানি পন্য গুলো যথাক্রমে – তৈরি পোশাক ১ম, চামড়া ২য়, পাট ও পাটজাত দ্রব্য ৩য়, চিংড়ি, হোম টেক্সটাইল, কৃষিপণ্য।
৩৬। বর্তমান অর্থনৈতিক অঞ্চল দাঁড়াল – ৮৮ টি
৩৭। ভারতের সাথে বাংলাদেশের নতুন করে ঋণচুক্তি হয় – ৩৬ হাজার কোটি টাকার।
৩৮। হাউইজা, কিরকুক শহরগুলো – ইরাকে
৩৯। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধান – ব্রি ৮১
৪০। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান শেষ হবে – ২০২১ সালে
৪১। পেনের প্রধানমন্ত্রী – মারিয়ানো রাহয়
৪২। স্পেনের পার্লামেন্টের উচ্চকক্ষ – সিনেট
৪৩। কাতালোনিয়া স্পেন ছাড়লে আর সদস্য থাকবে না – ইইউ এর
৪৪। কাতালোনিয়ার রাজধানী – বার্সেলোনা
৪৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য — অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।
৪৬। দেশের ১১তম শিক্ষা বোর্ড — ময়মনসিংহ।
৪৭। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘Mother of Humanity’ বা ‘মানবতার মা’ আখ্যা দিয়েছে —
ব্রিটিশ মিডিয়া ।
৪৮। রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে -৮ম ।
৪৯। ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝঁকি সূচকে বাংলাদেশের অবস্হান — ৬ষ্ঠ ।
৫০। বাংলাদেশে বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ -সিঙ্গাপুর ।
৫১। সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ‘ভৌগোলিক নির্দেশক পণ্যের’ স্বীকৃতি পেয়েছে — ইলিশ ।
৫২। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্হান- ৩য় । শীর্ষে চীন।
৫৩। বাংলাদেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে – ২০ সেপ্টেম্বর ২০১৭।
৫৪। প্রথম দেশ হিসেবে পেপারলেস ট্রেড চুক্তিতে স্বাক্ষর করে – বাংলাদেশ। ২৯ আগস্ট ২০১৭।
৫৫। দেশে বর্তমানে সাক্ষরতার হার — ৭২.৩ শতাংশ ।
৫৬। দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা- ১৮৮ জন । সেপ্টেম্বর ২০১৭ ।
৫৭। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল অবস্হিত-পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোড়া আমখোলা পাড়া গ্রামে ।
৫৮। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চাচ্ছে – ক্যালিফোর্নিয়া ।
৫৯। আরসা’ কোন দেশের গেরিলা গোষ্ঠী — মিয়ানমার।
৬০। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?- দাদাব
৬১। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন — স্লোভেনিয়ার কূটনীতিক মিরোস্লাভ লাজক্যাক।
৬২। সম্প্রতি মিয়ানমারের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে – মালদ্বীপ ।
৬৩। ভারতের বৃহত্তম ও বিশ্বের ২য় বৃহত্তম বাঁধের নাম- সরদার সরোবর বাঁধ।
৬৪। বিশ্বের বৃহত্তম বাঁধ -গ্র্যান্ড কুলি বাঁধ ।
৬৫। ‘What Happened’ গ্রন্হের রচয়িতা — হিলারি ক্লিনটন।
৬৬। ‘Perfect Hostage’ — মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র জীবনীগ্রন্হ । রচয়িতা ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
৬৭। ‘The Floating Man’ — রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
৬৮। * চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড ‘ কর্মসূচীর প্রবক্তা- শি চিন পিং ।
৬৯। ‘অপারেশন ক্লিয়ারেন্স’ — মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
৭০। ‘টাটামাডো’ – মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
৭১। ‘৯৬৯’ — মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
৭২। মা বা থা’ — মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন।
৭৩। মিয়ানমারের ধর্মগুরু – আশিন উইরাথু ।
৭৪। বিশ্বে শীর্ষ পাম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারকদেশ – ইন্দোনেশিয়া।
৭৫। সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট — হালিমা ইয়াকুব।
৭৬।২০১৭ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন -রাফায়েল নাদাল (স্পেন ) ।
৭৭। সুচির ” ফ্রিডম অব অক্সফোর্ড ” সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে – অক্সফোর্ড সিটি কাউন্সিল

কিছু সংস্থার সম্মেলনের খবরঃ

১। ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে -পামপাঙ্গা , ফিলিপাইন । ১৩ – ১৪ নভেম্বর,২০১৭।
২। WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে- ১০-১৩ ডিসেম্বর , ২০১৭। বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
৩। ২৫ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – অস্ট্রেলিয়া । ১৬ এপ্রিল ,২০১৮ ।
৪। নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।
৫। ১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে — জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।
৬। প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – আস্তানা , কাজাখস্তান।

কিছু রিপোর্ট/জরিপঃ

১। বৈশ্বিক সক্ষমতা সূচক-২০১৭

সূচক প্রকাশ করেছেঃ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
বাংলাদেশের অবস্থানঃ ৯৯ তম (গতবছর ছিল-১০৬ তম)
সক্ষমতার সূচকে শীর্ষে পাঁচ দেশঃ
১. সুইজারল্যান্ড
২. যুক্তরাষ্ট্র
৩. সিঙ্গাপুর
৪. নেদারল্যান্ড
৫. জার্মানি।
সর্বনিম্ন স্থানে আছেঃ ইয়েমেন (১৩৭ তম)

২। বৈশ্বিক মানবসম্পদ সূচক-২০১৭

শীর্ষ দেশ- নরওয়ে।
সর্বনিম্ন দেশ — ইয়েমেন ।
বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্হান- ১১১তম।

৩। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন-২০১৭

শীর্ষ দেশ- সুইজারল্যান্ড ।
সর্বনিম্ন দেশ – ইয়েমেন ।
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্হান – ৯৯তম।

৪। ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড ২০১৭’ শীর্ষক তালিকায় বাংলাদেশের অবস্হান – ২৫তম।

Click the PDF file to download: 10. Current Affairs-October-2017


9. সাম্প্রতিক সাধারণ জ্ঞান সেপ্টেম্বর ২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. বিশ্বের সব বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত ‘ওয়েবমেট্রিক্স র্যাংককিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি’-এ বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোনটি?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
০২. সম্প্রতি প্রকাশিত ‘ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’-এর প্রতিবেদন অনুযায়ী মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১২০
০৩. বিমসটেকের প্রথম বাংলাদেশী মহাসচিব কে?
উত্তরঃ এম শহিদুল ইসলাম।
০৪. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নাম কি?
উত্তরঃ কাজী ছানাউল হক।
০৫. বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম?
উত্তরঃ ১৩৭তম।
০৬. অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন’-এর প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক দাসত্ব সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৩য়।
০৭. এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভোক্তা আস্থা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৩য়।
০৮. গ্লোবাল স্নেভারি ইনডেক্স ২০১৬ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১১
০৯. আগামী ২ বছরের জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)-এর কো-চেয়ার নির্বাচিত হয় কোন দেশে?
উত্তরঃ বাংলাদেশ।
১০. ব্রিটিশ হাইকোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত বিচারপতির নাম কি?
উত্তরঃ আখলাকুর রহমান চৌধুরী।
১১. ২০১৭ সালে কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে নতুন ইনস্টিটিউট চালু হয়েছে ?
উত্তরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১২. সম্প্রতি এক নতুন আইনে নাশকতা করে বিদ্যুৎ স্থাপনা নষ্টকারীকে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দেওয়ার বিধান করা হয়?
উত্তরঃ ১০ বছর।
১৩. দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) কোথায় অবস্থিত?
উত্তরঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ)
১৪. ২০১৭ সালে দেশে সাংবাদিক চর্চা ও শিক্ষায় অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কাকে আজীবন সম্মাননা দেয়?
উত্তরঃ শাহেদ কামাল।
১৫. সম্প্রতি অটিজম আক্রান্তদের কল্যাণে নিরবিচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছেন কে?
উত্তরঃ সায়মা ওয়াজেদ পুতুল।
১৬. বাংলাদেশে চিকুনগুনিয়ার আবির্ভাব ঘটে কত সালে?
উত্তরঃ ২০০৮
১৭. লোকার্নো চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’-এর পরিচালকের নাম কি?
উত্তরঃ রুবাইয়াত হোসেন
১৮. ‘হেলথ ওয়াচ রিপোর্ট ২০১৬’ অনুযায়ী বাংলাদেশে বছরে কত সংখ্যক মানুষের মৃত্যু হয় অসংক্রামক ব্যাধিতে?
উত্তরঃ ৫ লাখ ২২ হাজার।
১৯. ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কততম আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৯ম।
২০. ১১-১২ আগস্ট ২০১৭ সিটি ও ফোরাম বাংলাদেশ ইনফোরকম কলকাতার আয়োজনে কোথায় ‘সার্ক টেক সামিট’ সম্মেলন হয়?
উত্তরঃ ঢাকা।
২১. দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ আরাফাত সিদ্দিকী।
২২. সম্প্রতি প্রকাশিত ওকলার ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’-এর প্রতিবেদন অনুযায়ী মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বের প্রথম স্থান রয়েছে কোন দেশ?
উত্তরঃ নরওয়ে।
২৩. ১৭-২১ জুলাই ২০১৭ কোন দেশে এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানি লন্ডারিং (এপিজি)-এর ২০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়?
উত্তরঃ শ্রীলংকা।
২৪. পাকিস্তানের মন্ত্রিসভায় কত বছর পর ২০১৭ সালে একজন হিন্দু মন্ত্রী স্থান পেয়েছেন ?
উত্তরঃ ২০ বছর।
২৫. ভারতের রাষ্ট্রপতি ভবনের নাম কি?
উত্তরঃ রাইসিনা হিল।
২৬. সম্প্রতি রাশিয়া পঞ্চম প্রজন্মের যে অদৃশ্য সুপারসনিক জেট তৈরির ঘোষণা দিয়েছে তার নাম কি?
উত্তরঃ এসইউ-৫৭
২৭. আগামী ২৩-২৪ নভেম্বর ২০১৭ ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলন কোথায় অনুষ্ঠিত বে?
উত্তরঃ ভারত।
২৮. রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি ?
উত্তরঃ ১৪তম।
২৯. ভারতের নাগাল্যান্ডের নতুন মূখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ টিআর জেলিয়াং
৩০. বহুল আলোচিত ‘গুয়াম’ দ্বীপটি কোন মহাসাগরের একটি দ্বীপ ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
৩১. ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কবে তার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন?
উত্তরঃ ২৬ জুলাই ২০১৭।
৩২. দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের নাম কি?
উত্তরঃ আবিদা ইসলাম।
৩৩. সম্প্রতি দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কোথায় স্থাপন করেছে দেশটির সরকার?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ায়।
৩৪. সম্প্রতি সৌদি আরব এবং ইরাক কত বছর পর তাদের সীমান্ত ফটক ‘আরার’ খুলে দেওয়ার ঘোষণা দেয়?
উত্তরঃ ২৭ বছর।
৩৫. কলম্বিয়ার প্রেসিডেন্ট কট্টর বামপন্থী ফার্ক বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে ৫০ বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেয় কবে?
উত্তরঃ ১৫ আগস্ট ২০১৭।
৩৬. সম্প্রতি লন্ডন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে ২৭০ বছর পর কোন যৌন উত্তেজক উপন্যাসটি বাদ দেয়া হয়?
উত্তরঃ ফ্যানি হিল
৩৭. পাকিস্তানের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ শহিদ খাকান আব্বাসী
৩৮. হিরোশিমা দিবস কত তারিখে?
উত্তরঃ ৬ আগস্ট।
৩৯. নাগাসাকি দিবস কত তারিখে?
উত্তরঃ ৯ আগস্ট।
৪০. সম্প্রতি কাতার আকাশপথে পরিবহন ও পর্যটন খাতকে চাঙ্গা করতে কতটি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই কাতারে প্রবেশের অনুমতি দেয়?
উত্তরঃ ৮০টি।
৪১. ২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী কোন চলচ্চিত্র ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছে?
উত্তরঃ মেড ইন বাংলাদেশ।
৪২. দুর্নীতির অভিযোগের মুখে কবে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী কারুনানায়েক পদত্যাগ করেন?
উত্তরঃ ১০ আগস্ট ২০১৭।
৪৩. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কততম?
উত্তরঃ ১৩তম।
৪৪. ৩-৫ সেপ্টেম্বর ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ চীন।
৪৫. সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট তাৎক্ষণিক তিন তালাক প্রথা অসংবিধানিক বলে রায় দিয়েছেন?
উত্তরঃ ভারত।
৪৬. টেস্ট ক্রিকেটের অল রাউন্ডারের শীর্ষে রয়েছেন কোন খেলোয়াড়?
উত্তরঃ সাকিব আল হাসান।
৪৭. টেনিস র্যাংেকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন কোন খেলোয়াড়?
উত্তরঃ রাফায়েল নাদাল।
৪৮. সম্প্রতি কোন দেশের একজন ক্রিকেটার বাউন্সারের আঘাতে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ পাকিস্তান।
৪৯. সম্প্রতি ক্রিকেটক্ষেত্রে অবদানের জন্য ভারতের পক্ষ থেকে কোন বাংলাদেশী ক্রিকেটারকে ‘সেরা বাঙালি’ পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ মাশরাফি বিন মর্তুজা।
৫০. উসাইন বোল্ট তার জীবনের শেষ প্রতিযোগিতামূলক ১০০ মিটার দৌড়ে কি জিতেছেন?
উত্তরঃ ব্রোঞ্জ।

Click the PDF file to download: 9. Current Affairs- September-2017

08. সাম্প্রতিক সাধারণ জ্ঞান আগস্ট ২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. দেশে ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৪টি।
০২. ৬ জুন ২০১৭ কোন আর্থিক প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়?
উত্তরঃ অ্যালায়েন্স লিজিং ফিন্যান্স কোম্পানি লিমিটেড
০৩. ১৩ জুলাই ২০১৭ পর্যন্ত কতজন শব্দসৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান?
উত্তরঃ ২৫৩ জন।
০৪. ৩ জুলাই ২০১৭ পর্যন্ত কতজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান ?
উত্তরঃ ২৫৩ জন।
০৫. জাতীয় সংসদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে ?
উত্তরঃ ১০ জুলাই ২০১৭।
০৬. জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচল বিল, ২০১৭ পাস হয় কবে?
উত্তরঃ ১১ জুলাই ২০১৭।
০৭. জাতীয় সংসদে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল, ২০১৭ পাস হয় কবে?
উত্তরঃ ১১ জুলাই ২০১৭।
০৮. জাতীয় সংসদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে?
উত্তরঃ ১২ জুলাই ২০১৭।
০৯. ২৮ জুন ২০১৭ কোন বাংলাদেশী Academy of Motion Picture Arts and Sciences-এর সদস্য হন ?
উত্তরঃ নাফিস বিন জাফর।
১০. জাতীয় মানব পাচার দমন সংস্থা গঠন করা হয় কবে?
উত্তরঃ ৬ জুন ২০১৭।
১১. ফাইন্যান্সিয়াল নিপোটিং কাউন্সিল (FRC) প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ১৯ এপ্রিল ২০১৬।
১২. FRC’র প্রথম চেয়ারম্যান কে?
উত্তরঃ সি. কিউ. কে মুশতাক আহমেদ।
১৩. ৪ জুলাই ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ব্যক্তিকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করে?
উত্তরঃ ইউকিয়ো আমানো
১৪. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) ও জাপান নতুন করে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তরঃ ৬ জুলাই ২০১৭।
১৫. মঙ্গোলিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে ?
উত্তরঃ খালৎমা বাতুলগা।
১৬. হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী কে?
উত্তরঃ ক্যারি ল্যাম।
১৭. ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) চালু হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ২০১৭।
১৮. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তরঃ রামনাথ কোবিন্দ।
১৯. WHO’র পরিসংখ্যান অনুসারে কোন দেশে হামের প্রকোপ সর্বাধিক ?
উত্তরঃ ভারত।
২০. হামের প্রকোপের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তরঃ অষ্টম।
২১. বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান কাউন্সিল চেয়ারম্যান কে?
উত্তরঃ এনরিক ক্যানন পেড্রাগোসা (উরুগুয়ে)
২২. আন্তর্জাতিক মান সংস্থা (ISO)-এর বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ সার্জিও মুজিকা (চিলি)
২৩. ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE)-এর বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
২৪. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১০৪টি।
২৫. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান সহযোগী দেশ কতটি?
উত্তরঃ ৯২টি।
২৬. বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৮২টি।
২৭. ১০ এপ্রিল ২০১৭ কোন দেশ WCO’র ১৮২তম সদস্য পদ লাভ করে ?
উত্তরঃ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা।
২৮. বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) কতটি?
উত্তরঃ ৪৭টি।
২৯. সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
উত্তরঃ দক্ষিণ সুদান।
৩০. ৪ জুন ২০১৭ কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় কোন দেশ?
উত্তরঃ নিরক্ষীয় গিনি।
৩১. নিরক্ষীয় গিনি কবে LDC ভুক্ত হয়েছিল ?
উত্তরঃ ১৯৮২ সালে।
৩২. LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কতটি দেশ?
উত্তরঃ ৫টি।
৩৩. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৩৪. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৩৫. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মিশর।
৩৬. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৩৭. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৪র্থ।
৩৮. FAO আউটলুক ২০১৭ অনুযায়ী, চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভারত।
৩৯. জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ চীন।
৪০. জনসংখ্যায় সর্বনিম্ন দেশ কোনটি? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
৪১. জনসংখ্যার ঘনত্বে (প্রতি বর্গ কিমি) শীর্ষ দেশ কোনটি? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ মোনাকো।
৪২. জনসংখ্যার ঘনত্বে (প্রতি বর্গ কিমি) সর্বনিম্ন দেশ কোনটি? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ মঙ্গোলিয়া।
৪৩. জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ অষ্টম।
৪৪. জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কততম? (World Population Prospects 2017 অনুযায়ী)
উত্তরঃ সপ্তম।
৪৫. বর্তমানে ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে?
উত্তরঃ ৯টি।
৪৬. পরিবর্তিত আইনে হ্যান্ডেল্ড দ্য বল আউটটি বর্তমানে কোন আউট হিসেবে পরিগণিত হয়ে থাকে?
উত্তরঃ অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড ।
৪৭. ২০১৭ সালের ১১তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ ইংল্যান্ড।
৪৮. ২০২১ সালের ১২তম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নিউজিল্যান্ড।
৪৯. বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কোনটি?
উত্তরঃ ১২টি।
৫০. ২২ জুন ২০১৭ ICC’র পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ কোনটি?
উত্তরঃ আফগানিস্তান ও আয়ারল্যান্ড


এক নজরে রকমারি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আগস্ট-২০১৭

০১. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিতব্য কোম্পানির নাম কি?
উত্তরঃ Bangladesh Communication Satellite Company (BCSC) Limited
০২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টেলিভিশন চ্যানেলের স্টুডিও উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১৮ জুলাই ২০১৭।
০৩. ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০১৮ সালে; ঢাকায়।
০৪. OIC’র চতুর্দশ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ৬-১১ ডিসেম্বর ১৯৮৩; ঢাকায়।
০৫. পাট আইন ২০১৭ কার্যকর হয় কবে?
উত্তরঃ ৫ জুন ২০১৭।
০৬. বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত ইউরোপীয় ক্রেতাদের জোটের নাম কি?
উত্তরঃ Accord on Fire and Building Safety in Bangladesh (Accord)।
০৭. ১৪ জুলাই ২০১৭ ইন্দোনেশিয়া দক্ষিণ চীন সাগরের নিজেদের অংশের নাম পরিবর্তন করে কি নাম রাখে?
উত্তরঃ North Natuna Sea.
০৮. বিদেশে প্রথম চীনা সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত?
উত্তরঃ পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে।
০৯. ১ জুলাই ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অষ্টম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ তেদ্রোস আধানম গেবিয়াসেস (ইথিওপিয়া)
১০. জাতিসংঘের সর্বকনিষ্ঠ শুভেচ্ছা দূত কে?
উত্তরঃ সিরীয় উদ্বাস্তু (শরণার্থী) মুজুন আলমেলেহান।
১১. অর্থশাস্ত্রের পরিভাষায় আবগারি করকে (Excise Duty) কি নামে ডাকা হয় ?
উত্তরঃ পাপ কর (Sin Tax)
১২. ‘ফার্স্টবয়দের দেশ’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ অমর্ত্য সেন (ভারত)।
১৩. ১২তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭-৮জুলাই ২০১৭; হামবুর্গ, জার্মানি।
১৪. ১৩তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ ২০১৮ সালে; বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
১৫. জাতিসংঘ বিশ্বের দেশসমূহকে কতটি ক্যাটাগরিতে ভাগ করেছে?
উত্তরঃ ৩টি। স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশ।
১৬. LDC থেকে উত্তরণের প্রাথমিক তালিকা তৈরি করে কে?
উত্তরঃ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC)-এর উন্নয়ন নীতিমালাবিষয়ক কমিটি (CDP)।
১৭. CDP কত বছর অন্তর LDC থেকে উত্তরণের প্রাথমিক তালিকা তৈরি করে?
উত্তরঃ প্রতি তিন বছর অন্তর।
১৮. CDP কতটি সূচকের ভিত্তিতে LDC’র তালিকা করে?
উত্তরঃ ৩টি। মাথাপিছু মোট জাতীয় আয় (GNI), মানব সম্পদ সূচক (HAI) ও আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI)।
১৯. LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কতটি দেশ ও কি কি?
উত্তরঃ ৫টি। বতসোয়ানা, কেপভার্দে, মালদ্বীপ, সামোয়া ও নিরক্ষীয় গিনি।
২০. বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মোট কতটি স্থান রয়েছে?
উত্তরঃ ১,০৭৩টি।
২১. বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
উত্তরঃ ৮৩২টি।
২২. বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি ?
উত্তরঃ ২০৬টি।
২৩. বর্তমানে মোট মিশ্র ঐতিহ্য কতটি?
উত্তরঃ ৩৫টি।
২৪. ২০১৭ সালের SDG সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সুইডেন।
২৫. ২০১৭ সালের SDG সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
২৬. ২০১৭ সালের SDG সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তরঃ ১২০তম।
২৭. শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ তুরস্ক।
২৮. কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী হয়েছে?
উত্তরঃ সিরিয়া।
২৯. ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৩০. ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৩১. চাল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৩২. ২০১৭ সালের কনফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তরঃ জার্মানি; রানার্সআপ চিলি।
৩৩. ২ জুলাই ২০১৭ ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন কে?
উত্তরঃ ভানিদু হাসারাঙ্গা, শ্রীলংকা।
৩৪. ২০১৭ সালের উইম্বলডনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
উত্তরঃ রজার ফেদেরার, সুইজাল্যান্ড এবং গারবিনে মুগুরুজা, স্পেন।
৩৫. জাতীয় সামার অ্যাথলেটিক্সে দ্রুততম মানব-মানবী কে?
উত্তরঃ দ্রুততম মান মেজবাহ আহমেদ ও দ্রুততম মানবী শিরিন আক্তার।

Click the PDF file to download: 8. Current Affairs- August-2017

৭. সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই ২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. ১ জুন ২০১৭ বাংলাদেশের কোন কূটনীতিক প্রথম সিনিয়র সচিবের মর্যাদা লাভ করেন?
উত্তরঃ ইসমাত জাহান।
০২. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট-এর নাম কি?
উত্তরঃ ব্র্যাক অন্বেষা।
০৩. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
উত্তরঃ ৪ জুন ২০১৭।
০৪. জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে ?
উত্তরঃ ২২ অক্টোবর।
০৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে প্রথম নিয়োগ পান কে?
উত্তরঃ ড. সনজীদা খাতুন।
০৬. বর্তমানে দেশে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ ৪০টি।
০৭. দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তরঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
০৮. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তরঃ অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।
০৯. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ শাহজাদপুর, সিরাজগঞ্জ।
১০. জাতীয় বাজেট ২০১৭-১৮ কততম বাজেট ?
উত্তরঃ ৪৭তম।
১১. জাতীয় বাজেট ২০১৭-১৮ বাজেটের মোট পরিমাণ কত?
উত্তরঃ ৪,০০,২৬৬ কোটি টাকা।
১২. জাতীয় বাজেট ২০১৭-১৮ সাধারণ করমুক্ত আয়সীমা কত?
উত্তরঃ ২ লাখ ৫০ হাজার টাকা।
১৩. জাতীয় বাজেট ২০১৭-১৮ নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যাক্তির করমুক্ত আয়সীমা কত?
উত্তরঃ ৩ লাখ টাকা।
১৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ জনসংখ্যা (২০১৫) কত?
উত্তরঃ ১৫.৮৯ কোটি।
১৫. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৩৭%
১৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ জনসংখ্যার ঘনত্ব/প্রতি বর্গ কি. মি. কত?
উত্তরঃ ১০৭৭ জন।
১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উত্তরঃ ৭০.৯ বছর।
১৮. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ সাধারণ অর্থ বিভাগের (GED) প্রক্ষেপণ অনুযায়ী, দারিদ্রের নিম্নসীমা কত?
উত্তরঃ ১২.১%
১৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ সাধারণ অর্থ বিভাগের (GED) প্রক্ষেপণ অনুযায়ী, দারিদ্রের উর্ধ্বসীমা কত ?
উত্তরঃ ২৩.৫০%
২১. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ সাক্ষরতার হার (৭+) কত?
উত্তরঃ ৬৩.৬০%
২২. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ মাথাপিছু আয় কত ?
উত্তরঃ ১৬০২ মা. ড.
২৩. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ শের বাহাদুর দেউবা।
২৪. ৭ জুন ২০১৭ সার্কের চেয়ারপারসন পদে স্থলাভিষিক্ত হন কে?
উত্তরঃ শের বাহাদুর দেউবা।
২৫. ৫ জুন ২০১৭ ভারত মহাকাশে কোন রকেটটি উৎক্ষেপণ করে ?
উত্তরঃ GSLV Mark III
২৬. ৩১ মে ২০১৭ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন সভাপতি নির্বাচিত হন কে?
উত্তরঃ মিরোস্লাভ লাজকাক (স্লোভাকিয়া)
২৭. OPEC’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৪টি।
২৮. ২৫ মে ২০১৭ কোন দেশ OPEC’র ১৪তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৪টি।
২৯. ৯ জুন ২০১৭ কোন দেশ SCO’র সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
৩০. AIIB’র বর্তমান সদস্য দেশ কতটি ?
উত্তরঃ ৭৭টি।
৩১. NATO’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ২৯টি।
৩২. ৫ জুন ২০১৭ কোন দেশ NATO’র ২৯তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ মন্টিনিগ্রো।
৩৩. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি হাজারে HIV আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সোয়াজিল্যান্ড।
৩৪. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ বাংলাদেশে প্রতি হাজারে HIV আক্রান্ত কতজন?
উত্তরঃ ০.০১
৩৫. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি লাখে যক্ষ্মা আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
৩৬. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি হাজারে ম্যালেরিয়ায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি ?
উত্তরঃ মালি।
৩৭. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি লাখে আত্মহত্যায় শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শ্রীলঙ্কা।
৩৮. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ প্রতি লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভেনিজুয়েলা।
৩৯. বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ বাংলাদেশে প্রতি লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কতজনের ?
উত্তরঃ ১৩.৬
৪০. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ বিশ্বের কোন দেশে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৪১. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ কোন দেশ বিশ্বে সর্বাধিক বিনিয়োগ করেছে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৪২. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ বাংলাদেশে কোন খাতে সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
উত্তরঃ টেলিকমিউনিকেশন
৪৩. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সিঙ্গাপুর।
৪৪. ১৭তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৮-৯ জুন ২০১৭।
৪৫. ১৭তম SCO শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ আস্তানা, কাজাখস্তান।
৪৬. ১২তম G-20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৮-৯ জুলাই ২০১৭।
৪৭. ১২তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ হামবুর্গ, জার্মানি।
৪৮. ২০১৭ সালে অষ্টম ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ ডেভিড গ্রসম্যান (ইসরাইল)
৪৯. কোন গ্রন্থের জন্য ডেভিড গ্রসম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন ?
উত্তরঃ A Horse Walks Into a Bar
৫০. The Ministry of Utmost Happiness উপন্যাসের লেখক কে?
উত্তরঃ অরুন্ধতী রায়।

এক নজরে রকমারি সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই-২০১৭

০১. ১২ ডিজিটের কর শনাক্তকরণ নম্বর (Taxpayer Identification Number-TIN) কত ধরনের কাজের জন্য বাধ্যতামূলক?
উত্তরঃ ৩১টি।
০২. ‘ব্রুনাই কিং’ কোন জাতের ফলের নাম?
উত্তরঃ আম।
০৩. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ অষ্টম।
০৪. বাংলাদেশ জাতিসংঘের কতটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে?
উত্তরঃ ৪০টি দেশের ৫৪টি মিশনে।
০৫. ঘূর্ণিঝড় ‘মারা’ (Mora) বাংলাদেশে আঘাত হানে কবে?
উত্তরঃ ৩০ মে ২০১৭; উৎপত্তি ২৮ মে ২০১৭।
০৬. ‘মোরা’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ থাই ভাষার শব্দ। Mora শব্দটির ইংরেজি অর্থ Star of the Sea। এর বাংলা অর্থ ‘সাগরের তারা’
০৭. বর্তমানে দেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে?
উত্তরঃ ১০৯টি; এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)-এর নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র ৩৮টি।
০৮. জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যবৃন্দের উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু হয় কবে?
উত্তরঃ ৩১ মে ২০১৭।
০৯. বাংলাদেশের সাথে কতটি দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে?
উত্তরঃ ১৯৮টি। এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৭১টি । [সূত্রঃ সংসদে বাণিজ্যমন্ত্রী]
১০. বাংলাদেশের সর্বাধিক বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে ?
উত্তরঃ চীন।
১১. বাংলাদেশে উৎপাদিত পাটপণ্য বিশ্বের কতটি দেশে রপ্তানি করা হয়?
উত্তরঃ ১১৮টি। [সূত্র: সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী]
১২. দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে কোথায়?
উত্তরঃ সিলেটে।
১৩. রোয়াইলবাড়ি দুর্গ কোথায় অবস্থিত?
উত্তরঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আমতলা ইউনিয়নে।
১৪. পদ্মা সেতু প্রকল্পের পাইলিং কাজে ব্যবহার করার জন্য আনা বিশ্বের শক্তিশালী হ্যামার IHC-300 কোন দেশের তৈরি?
উত্তরঃ জার্মানি।
১৫. সম্প্রতি দেশের হাওরাঞ্চলে বন্যায় বিপুল পরিমাণ মাছ ও হাঁস মরে যাওয়ার নেপথ্যে ছিল-
উত্তরঃ নীল-সবুজ শৈবাল (Blue-Green Algae); বিজ্ঞানী মহলে এর জনপ্রিয় নাম ‘সায়ানোব্যাকটেরিয়া’।
১৬. লালনের গান বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেন কে?
উত্তরঃ ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার মুচকুন্দ দুবে।
১৭. বাংলাদেশের জনসংখ্যা ও জাতাত্ত্বিক সূচক ২০১৬ অনুযায়ী মোট জনসংখ্যা কত?
উত্তরঃ ১৬১.৭৫ মিলিয়ন; ১ জানুয়ারি ২০১৭।
১৮. বাংলাদেশের জনসংখ্যা ও জাতাত্ত্বিক সূচক ২০১৬ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৩৭%।
১৯. বাংলাদেশের জনসংখ্যা ও জাতাত্ত্বিক সূচক ২০১৬ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত?
উত্তরঃ ১,০৯০ জন।
২০. বাংলাদেশের জনসংখ্যা ও জাতাত্ত্বিক সূচক ২০১৬ অনুযায়ী সাক্ষরতার হার (৭+) কত?
উত্তরঃ ৭১.০%।
২১. বাংলাদেশের জনসংখ্যা ও জাতাত্ত্বিক সূচক ২০১৬ অনুযায়ী প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তরঃ ৭১.৬%
২২. বাংলাদেশের জনসংখ্যা ও জাতাত্ত্বিক সূচক ২০১৬ অনুযায়ী প্রতি হাজারে স্থুল জন্মহার কত?
উত্তরঃ ১৮.৭ জন।
২৩. বাংলাদেশের জনসংখ্যা ও জাতাত্ত্বিক সূচক ২০১৬ অনুযায়ী প্রতি হাজারে স্থূর মৃত্যুহার কত?
উত্তরঃ ৫.১ জন।
২৪. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কবে ওবামার কিউবা নীতি বাতিল করেন?
উত্তরঃ ১৬ জুন ২০১৭।
২৫. মধ্যপ্রাচ্যে যুক্তরাস্ট্রের বৃহত্তম বিমানঘাঁটির নাম কি?
উত্তরঃ আল উদেইদ বিমানঘাঁটি, কাতার।
২৬. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে ?
উত্তরঃ ১ জুন ২০১৭।
২৭. এশিয়ার দীর্ঘতম সেতুন নাম কি?
উত্তরঃ ভুপেন হাজারিকা সেতু, ভারত; ৯.১৫ কিলোমিটার।
২৮. চীন প্রথম বৈদেশিক নৌঘাঁটি নির্মাণ করে কোন দেশে?
উত্তরঃ জিবুতি’তে।
২৯. ১৪ জুন ২০১৭ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের যে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার নাম কি?
উত্তরঃ গ্রেনফেল টাওয়ার।
৩০. Global Finance Magazine-এর ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ ও সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ যথাক্রমে কাতার (১,২৯,৭২৬ মা. ড.) ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (৬৫৬ মা. ড)।
৩১. Global Finance Magazine-এর ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত ?
উত্তরঃ ৩,৮৯০ মা. ড.; বিশ্বে অবস্থান ১৪৩তম।
৩২. ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ হন্ডুরাস; বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।
৩৩. ২০১৬-১৭ সালের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন কোন দল?
উত্তরঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স; রানার্সআপ প্রাইম দোলেশ্বর।
৩৪. ২০১৭ সালের ২৯তম ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কোন দল?
উত্তরঃ ঢাকা আবাহনী; রানার্সআপ চট্টগ্রাম আবাহনী।
৩৫. ২০১৭ সালের ফরাসি ওপেনের মহিলা এককে শিরোপা লাভ করেন কে?
উত্তরঃ রাফায়েল নাদাল (স্পেন)।

Click the PDF file to download: 7. Current Affairs- July-2017

৬. সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুন-২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে?
উত্তরঃ মহেশখালী।
০২. কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ৬ মে ২০১৭।
০৩. কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৮০ কিলোমিটার।
০৪. ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের কোন বৈশ্বিক ব্যাংকের সদস্য হওয়ার প্রস্তাব পায়?
উত্তরঃ New Development Bank (NDB)
০৫. বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
উত্তরঃ সান ম্যারিনো।
০৬. বর্তমানে বাংলাদেশে নদী বন্দর কতটি?
উত্তরঃ ৩০টি।
০৭. দেশের ৩০তম নদী বন্দর কোনটি?
উত্তরঃ সুনামগঞ্জ নদী বন্দর।
০৮. সুনামগঞ্জ নদী বন্দর ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৮ মে ২০১৭।
০৯. সৈয়দ আবদুল্লাহ খালিদ কোন ভাস্কর্যের স্থপতি ?
উত্তরঃ অপারেজয় বাংলা, অঙ্কুর এবং ডলফিন, মা ও শিশু এবং অঙ্গীকার।
১০. সেরা চলচ্চিত্র বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭’ লাভ করে কোনটি?
উত্তরঃ বাপজানের বায়োস্কোপ।
১১. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩ মে ২০১৭।
১২. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৮ মে ২০১৭।
১৩. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তরঃ ১,৬০২ মার্কিন ডলার।
১৪. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত?
উত্তরঃ ১,৫৩৮ মার্কিন ডলার।
১৫. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জনসখ্যা কত?
উত্তরঃ ১৬.১৮ কোটি।
১৬. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ৩.৪০%
১৭. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ৩.৪০%
১৮. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ১০.৫০%
১৯. ২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে সেবা খাতের পৃবদ্ধির হার কত?
উত্তরঃ ৬.৫০%
২০. ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বর্তমান নেতা কে?
উত্তরঃ ইসমাইল হানিয়া।
২১. বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ার বা ভবনের নাম কি?
উত্তরঃ জেদ্দা টাওয়ার।
২২. জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে কত?
উত্তরঃ ১০০৮ মিটার।
২৩. দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়?
উত্তরঃ ৫ মে ২০১৭।
২৪. দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ ?
উত্তরঃ ভারত
২৫. চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম কী?
উত্তরঃ Comac C919 ।
২৬. কোন দেশের উদ্ভিদবিজ্ঞানীরা চা-গাছের জীবনরহস্য উন্মোচন করেছে?
উত্তরঃ চীন।
২৭. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন?
উত্তরঃ সৌদি আরব ।
২৮. ফ্রান্সের ২৫তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইমানুয়েল ম্যাক্রোঁ।
২৯. ফ্রান্সের বর্তমান প্রেধানমন্ত্রী কে ?
উত্তরঃ এডওয়ার্ড ফিলিপ।
৩০. দক্ষিণ কোরিয়ার ১২তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ মুন জায়ে-ইন।
৩১. দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ লি নাক ইয়েন ।
৩২. পূর্ব তিমুরের চতুর্থ ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ফ্রান্সিসকো গুতেরেস।
৩৩. সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সঞ্জের (SAFE) নতুন চেয়ারম্যান কে?
উত্তরঃ আশিষ চৌহান।
৩৪. ১২ মে ২০১৭ কোন বাংলাদেশি OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
উত্তরঃ শেখ মোহাম্মদ বেলাল।
৩৫. ২৭ এপ্রিল ২০১৭ কোন দেশ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) ছাড়ার ঘোষণা দেয়?
উত্তরঃ ভেনিজুয়েলা।
৩৬. জাতিসংঘে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)-এর প্রথম স্থায়ী পর্যবেক্ষকের নাম কি?
উত্তরঃ লুই কাস্ত্রো।
৩৭. ২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৪-২৫ মে ২০১৭।
৩৮. ২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ ব্রাসেলস, বেলজিয়াম।
৩৯. ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৬-২৭ মে ২০১৭।
৪০. ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ তাওরমিনা, ইতালি।
৪১. ২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে।
৪২.২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া।
৪৩. ২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৪৬তম।
৪৪. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ পর্তুগাল।
৪৫. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজতন্ত্র।
৪৬. ২০১৭ সালের শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তরঃ ৮৭তম।
৪৭. ২০১৭ সালের আরব বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ মোহাম্মেদ হাসান আলওয়ান
৪৮. কোন গ্রন্থের জন্য মোহাম্মেদ হাসান আলওয়ান ‘আরব বুকার’ পুরস্কার লাভ করেন?
উত্তরঃ A Small Death
৪৯. ‘মহামানবের দেশে’ কোন ব্যক্তিকে নিয়ে নির্মিত টেলিভিন নাটক?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫০. ‘মহামানবের দেশে’ নাটকটির নাট্যরূপ নির্দেশক ও পরিচালক কে?
উত্তরঃ মান্নান হীরা।

Click the PDF file to download: 6. Current Affairs- June-2017

৫. সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে-২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাঁও।
০২. বর্তমানে চামড়াশিল্প নগরী ঢাকার কোথায় অবস্থিত?
উত্তরঃ সাভার।
০৩. চামড়া গবেষণা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত?
উত্তরঃ সাভার।
০৪. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি?
উত্তরঃ বীর
০৫. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তরঃ নিকুঞ্জ, ঢাকা।
০৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য ‘বীর’-এর মূল ডিজাইনার কে?
উত্তরঃ হাজ্জাজ কায়সার।
০৭. ১৪ এপ্রিল ২০১৭ কোন বিশ্ববিদ্যালয় দাপ্তরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার বাধ্যতামূলক করে?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৮. বর্তমানে দেশে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ ৩৯টি।
০৯. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তরঃ অধ্যাপক ডা. মাসুম হাবিব।
১০. রাজশাহী সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তরঃ অধ্যাপক ডা. মাসুম হাবিব।
১১. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উত্তরঃ অধ্যাপক ডা. ইসমাইল খান।
১২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর প্রথম এমেরিটাস অধ্যাপক কে?
উত্তরঃ ড. এমএ সাত্তার মণ্ডল।
১৩. কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স (আরবি ও ইসলামিক স্টাডিজ)-এর সমমান দেয়া হয় কবে ?
উত্তরঃ ১৩ এপ্রিল ২০১৭।
১৪. ফরাসি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কবে ?
উত্তরঃ ২৬ মার্চ ২০১৭।
১৫. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ফরাসি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তরঃ প্রফেসর ফ্রান্স ভট্টাচর্য।
১৬. হিন্দি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ৮ এপ্রিল ২০১৭।
১৭. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তরঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৮. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আরবি ভাষায় অনুবাদ করে কে?
উত্তরঃ ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯. বঙ্গবন্ধুর ‘অসামপ্ত আত্মজীবনী’ কোন ভাষায় অনুবাদ হয়েছে ?
উত্তরঃ ইংরেজি, জাপানি, চীনা, আরবি, ফরাসি এবং হিন্দি।
২০. ‘ফাদার অব অল বোম্বস’ (FOAB) কোন দেশের তৈরি?
উত্তরঃ রাশিয়া।
২১. ‘মাদার অব আল বোম্বস’ (MOAB) কোন দেশের তৈরি ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
২২. আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ কোন সাল?
উত্তরঃ ২০১৯।
২৩. ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নতুন গভর্নর কে?
উত্তরঃ আনিস বাসউইদেন
২৪. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুন নাম কী?
উত্তরঃ ঢোলা-সাদিয়া সেতু।
২৫. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু ঢোলা-সাদিয়া কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ভারত।
২৬. বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
উত্তরঃ ডেভিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)
২৭. বিম্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৮১ টি।
২৮. ৩ মার্চ ২০১৭ কোন দেশ WCO-এর ১৮১তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ কসোভো।
২৯. ইন্টার পার্লামেন্টোরি ইউনিয়ন (IPU)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৭৩টি।
৩০. ২ এপ্রিল ২০১৭ কোন দুটি দেশ IPU-এর সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ট্যুভালু ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
৩১. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভারত।
৩২. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ অষ্টম।
৩৩. প্রবাসী আয় বা রেমিট্যান্স কোন দেশের জিডিপি’তে সর্বাধিক অবদান রাখে?
উত্তরঃ কিরগিজস্তান।
৩৪. ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ স্পেন।
৩৫. ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ?
উত্তরঃ ইয়েমেন।
৩৬. ২০১৭ সালের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১২৫ তম।
৩৭. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৩৮. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ শহর কোনটি?
উত্তরঃ ব্যাংকক।
৩৯. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম?
উত্তরঃ দ্বিতীয়।
৪০. বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি ?
উত্তরঃ ভারত।
৪১. বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ পঞ্চম।
৪২. ২০তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২৮-২৯ এপ্রিল ২০১৭।
৪৩. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ম্যানিলা, ফিলিপাইন।
৪৪. ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২৬-২৭ মে ২০১৭।
৪৫. ৪৩তম জি=৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ সিসিলি, ইতালি।
৪৬. ইন্টার পার্লালমেন্টারি ইউনিয়ন (IPU)-এর ১৩৬তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১-৫ এপ্রিল ২০১৭।
৪৭. IPU-এর ১৩৬তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ঢাকা, বাংলাদেশ।
৪৮. বাংলাদেশ টি২০ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
উত্তরঃ সাকিব আল হাসান।
৪৯. ২৮ মার্চ ২০১৭ ওয়ানডে ক্রিকেটের ৪১তম হ্যাটট্রিক করেন কে?
উত্তরঃ তাসকিন আহমেদ (বাংলাদেশ)
৫০. ৬ এপ্রিল ২০১৭ টি২০ ক্রিকেটের পঞ্চম হ্যাটট্রিক করেন কে?
উত্তরঃ লাথিস মালিঙ্গা (শ্রীলঙ্কা)

এক নজরে রকমারি সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে-২০১৭

০১. দেশের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি ও কি কি?
উত্তরঃ ৩টি; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।
০২. ৬ এপ্রিল ২০১৭ দেশের ৬৯তম পাসপোর্ট অফিস উদ্ভোধন করা হয় কোথায়?
উত্তরঃ বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৩. কোন বিশ্ববিদ্যালয়ে সমুদ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হচ্ছে ?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৪. কওমি মাদরাসা কী?
উত্তরঃ ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার কারিকুলামে পারিচালিত মাদরাসাগুলোকে বলা হয় কওমি মাদরাসা। ‘কওম’ শব্দটি আরবি। এর অর্থ গোষ্ঠী, গোত্র, জাতি, সম্প্রদায় ও জনগণ। যেহেতু কওমি মাদরাসাগুলো সরকারি অনুদানের পরিবর্তে মুসলিম জনগণের অর্থানুকূল্যে পরিচালিত হয়, তাই এ ধারার শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘কওমি’ মাদরাসা বলা হয়।
০৫. কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স (আরবি ইসলামিক স্টাডিজ)-এর সমমান দেওয়ার জন্য গঠিত শিক্ষা বোর্ডের নাম কি?
উত্তরঃ আল-হাইয়াতুল ‘উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ; গঠন ১৬ এপ্রিল ২০১৭।
০৬. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
উত্তরঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুরে।
০৭. ১১ এপ্রিল ২০১৭ আন্তর্জাতিক সংবাদমাধ্যম Business Insider-এর সহযোগিতায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বাংলাদেশকে কি নামে অভিহিত করা হয়?
উত্তরঃ এশিয়ার ‘নতুন বাঘ’।
০৮. ৬ এপ্রিল ২০১৭ সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দুটির নাম কি ?
উত্তরঃ প্রাইম টিভি ও সিটিজেন টিভি।
০৯. বে অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে?
উত্তরঃ গাজিপুর।
১০. NATO’র ২৯তম সদস্য পদ লাভ করবে কোন দেশ?
উত্তরঃ মন্টিনিগ্রো।
১১. কৃত্রিম ডিম উৎপাদন ও বাজারজাতকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন; ২০০৪ সাল থেকে।
১২. যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে?
উত্তরঃ চীন।
১৩. যুক্তরাষ্ট্র কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
উত্তরঃ কানাডা।
১৪. চীনের নিজস্ব তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি?
উত্তরঃ টাইপ 001A; ২৬ এপ্রিল ২০১৭ যাত্রা শুরু করে।
১৫. এশিয়ার বাঘ (Asian Tigers) বলতে সাধারণত কোন চারটি দেশকে বোঝানো হয়?
উত্তরঃ হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান।
১৬. জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?
উত্তরঃ মালালা ইউসফজাঈ; পাকিস্তান।
১৭. ইউরোপের স্বাধীনতাকামী সশস্ত্র ও বিদ্রোহী সংগঠন ETA প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ৩১ জুলাই ১৯৫৯।
১৮. ETA’র পূর্ণরূপ কি?
উত্তরঃ Euskadi Ta Askatasuna।
১৯. PTA’র পূর্ণরূপ কি?
উত্তরঃ Preferential Agreement।
২০. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর বর্তমান প্রশাসক কে?
উত্তরঃ অসিম স্টেইনার; জার্মানি।
২১. ফ্রান্সের কোন নেতা, কবে মধ্য ডানপন্থী দল En Marchel! (On The Move) প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ইমানুয়েল ম্যাখঁ; ৬ এপ্রিল ২০১৬।
২২. হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেড কোন দেশভিত্তিক ?
উত্তরঃ চীন।
২৩. শেরন কোন দেশভিত্তিক তেল-গ্যাস কোম্পানি ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক।
২৪. ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তির প্রস্তাবিত নাম কি?
উত্তরঃ TPP 12 Minus One; ২৩ জানুয়ারি ২০১৭ TPP থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে নিলে নতুন এ নামটি প্রস্তাব করা হয়।
২৫. মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?
উত্তরঃ ২০১৭ সালে।
২৬. গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?
উত্তরঃ ২০১১ সালে।
২৭. সার্চ জায়ান্ট গুগল ইউটিউব টিভি চালু করে কবে?
উত্তরঃ ৫ এপ্রিল ২০১৭।
২৮. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (BRTC)।
২৯. বঙবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পর কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করবে?
উত্তরঃ ১১৯.১° পূর্ব দ্রাঘিমাংশ।
৩০. ২৮ মার্চ ২০১৭ তাসকিন আহমেদ কততম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করে?
উত্তরঃ পঞ্চম।
৩১. ১-১৮ জুন ২০১৭ অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি’র শুভেচ্ছা দূত নির্বাচিত হন কোন বাংলাদেশি?
উত্তরঃ হাবিবুল বাশার সুমন।

Click the PDF file to download: 5. Current Affairs- May -2017

৪. সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল-২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. বাংলাদেশের যমুনা নদীর বালু রপ্তানি হবে কোন দেশে?
উত্তরঃ সিঙ্গাপুর ও মালদ্বীপ।
০২. জাতীয় ‘গণহত্যা দিবস’ কবে?
উত্তরঃ ২৫ মার্চ।
০৩. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তরঃ ১২মার্চ ২০১৭।
০৪. বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়?
উত্তরঃ ৪১তম।
০৫. বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত সাবমেরিন দুটির নাম কি?
উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা।
০৬. বাংলাদেশ প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?
উত্তরঃ বিএনএস শেখ হাসিনা।
০৭. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম।
০৮. নির্বাচন কমিশনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (NID) কোন দেশ থেকে তৈরি করে আনা হয়?
উত্তরঃ ফ্রান্স।
০৯. বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে?
উত্তরঃ প্রবাসী কল্যাণ ব্যাংক।
১০. তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলা বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করেছে?
উত্তরঃ ২৬টি।
১১. তেল-গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রে ব্লক কয়টি?
উত্তরঃ ১৫টি।
১২. তেল-গ্যাস অনুসন্ধানে অগভীর সমুদ্রে ব্লক কতটি?
উত্তরঃ ১১টি।
১৩. ২০ মার্চ ২০১৭ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংককে পেপালের (PayPal) কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়?
উত্তরঃ সোনালী ব্যাংক লিমিটেড।
১৪. বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ১ মার্চ ২০১৭।
১৫. বাংলাদেশ অ্যাক্রোডিটেকশন কাউন্সিল বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৭ মার্চ ২০১৭।
১৬. বাংলাদেশ শিপিং করপোরেশন বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৮ মার্চ ২০১৭।
১৭. জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়?
উত্তরঃ ১১ মার্চ ২০১৭।
১৮. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী?
উত্তরঃ কারাগারের রোজনামচা
১৯. ‘কারাগারের রোজনামচা’ অানুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় কবে ?
উত্তরঃ ১৭ মার্চ ২০১৭।
২০. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলা একাডেমি
২১. ‘কারাগারে রোজনামচা’ গ্রন্থটিতে বঙ্গন্ধুর কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে?
উত্তরঃ ১৯৬৬-১৯৬৮ সাল।
২২. নিজেদের শততম টেস্টে বাংলাদেশ কোন দলের বিপক্ষে খেলে?
উত্তরঃ শ্রীলংকা।
২৩. বাংলাদেশের শততম টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ হন কে?
উত্তরঃ তামিম ইকবাল।
২৪. শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
উত্তরঃ সাকিব আল হাসান।
২৫. বাংলাদেশের শততম টেস্টটি ক্রিকেট ইতিহাসের কততম টেস্ট?
উত্তরঃ ২২৫৪তম।
২৬. ২০১৭ সালে যুক্তরাষ্ট্র কোন দেশে ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
২৭. সুদানের বর্তমান ও ১২তম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ বকরি হাসান সালেহ।
২৮. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোট মিশন কতটি?
উত্তরঃ ৭১টি।
২৯. বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
উত্তরঃ ১৬টি
৩০. বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ইথিওপিয়া।
৩১. শান্তিরক্ষা মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সেনেগাল।
৩২. বর্তমানে বিশ্বের কতটি দেশে শান্তিরক্ষী কাজ করছে?
উত্তরঃ ১২৬টি।
৩৩. জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
উত্তরঃ আমিনা মোহাম্মদ।
৩৪. OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন নির্বাচিত হন কে?
উত্তরঃ শেখ মোহাম্মদ বেলাল (বাংলাদেশ)।
৩৫. আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৮৭টি।
৩৬. ১৭ ফেব্রুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর ৮৭তম সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ভানুয়াতু।
৩৭. বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
উত্তরঃ ৭,০৯৯টি
৩৮. সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তরঃ পাপুয়া নিউগিনি।
৩৯. পাপুয়া নিউগিনিতে মোট কতটি ভাষা রয়েছে?
উত্তরঃ ৮৪০টি।
৪০. বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
উত্তরঃ চৈনিক।
৪১. বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
উত্তরঃ ষষ্ঠ।
৪২. মানব উন্নয়নে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে।
৪৩. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজতন্ত্র।
৪৪. মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১৩৯তম।
৪৫. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৪৬. গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ সোয়াজিল্যান্ড।
৪৭. মাথাপিছু আয়ে শীর্ষে দেশ কোনটি?
উত্তরঃ কাতার।
৪৮. মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
৪৯. সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শ্রীলংকা।
৫০. সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ।

এক নজরে রকমারি সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল-২০১৭

০১. ১৬ মার্চ ২০১৭ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করে কোন দুটি বিভাগ গঠন করা হয়?
উত্তরঃ স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
০২. স্বাস্থ্য সেবা বিভাগ-এর ইংরেজি নাম কী?
উত্তরঃ Health Services Division.
০৩. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর ইংরেজি নাম কী?
উত্তরঃ Medical Education and Family Welfare Division.
০৪. ৪ মার্চ ২০১৭ ঢাকা বিম্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হয়?
উত্তরঃ অমিত চাকমা।
০৫. বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ‘আমান অর্থনৈতিক অঞ্চল’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
০৬. জাতীয় যুব নীতি ২০১৭ অনুসারে যুবদের বয়সসীমা কত?
উত্তরঃ ১৮-৩৫ বছর।
০৭. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’-এর পরিচালক কে?
উত্তরঃ ফাখরুল আরেফীন খান; মুক্তি লাভ ৩ মার্চ ২০১৭।
০৮. ১৯৭২ সাল থেকে মার্চ ২০১৭ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট কতটি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত/সম্পাদিত হয়েছে?
উত্তরঃ ৯৩টি।
০৯. শেখ হাসিনা পানি শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
১০. বর্তমানে দেশে কতটি ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করেছে?
উত্তরঃ ২৫টি, যার মধ্যে ৮টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং ১৭টি বাণিজ্যিক ব্যাংক সাধারণ পরিচালনা করে।
১১. ডটবাংলা ডোমেইনের প্রথম ওয়েবসাইট কোনটি?
উত্তরঃ উই.বাংলা [উই মোবাইলের ওয়েবসাইট]
১২. দিনাজপুরে অবস্থিত ‘নীলসাগর’র পূর্ব নাম কি?
উত্তরঃ বিন্নাদীঘি।
১৩. ‘মায়ের হাসি’ কি?
উত্তরঃ রূপালী ব্যাংকের ‘শিওর ক্যাশ’-এর মাধ্যমে সারা দেশে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির টাকা দেয়ার সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ।
১৪. দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্যামনগর, সাতক্ষীরা।
১৫. বঙ্গবন্ধু কত দিন কারাগারে ছিলেন?
উত্তরঃ ৪,৬৮২দিন। [সূত্র: জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী, ৭ মার্চ ২০১৭।]
১৬. বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ?
উত্তরঃ ভুটান; ৬ ডিসেম্বর ১৯৭১। [সূত্র: জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী, ২৮ ফেব্রুয়ারি ২০১৭]
১৭. মার্চ ২০১৭ পর্যন্ত কতটি দেশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে?
উত্তরঃ ১৫০টি।
১৮. দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 কনসোর্টিয়ামে সংযুক্ত রয়েছে কতটি দেশ ও টেলিকম অপারেটর ?
উত্তরঃ ১৭টি দেশ ও ১৯টি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর।
১৯. Portraits of Courage: A Commander in Chief’s Tribute to America’s Warriors গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ৪৩তম মার্কিন প্রেজিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
২০. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি?
উত্তরঃ আইবিএমের ‘সাইমন’। ১৬ আগস্ট ১৯৯৪ বাজারে আসে ‘সাইমন’।
২১. সর্বাধিক সাবমেরিন রয়েছে কোন দেশের ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র, ৭৫টি এবং দ্বিতীয় উত্তর কোরিয়া, ৭০টি।
২২. THAAD কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা; এর পূর্ণরূপ Terminal High Altitude Area Defense।
২৩. দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত কবে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে দুর্নীতির দায়ে অপসারণ করে?
উত্তরঃ ১০ মার্চ ২০১৭।
২৪. হাইড্রোফনিক (Hidrophonic) কী?
উত্তরঃ মাটি ছাড়া ফসল উৎপাদনের একটি পদ্ধতি।
২৫. ১৫ মার্চ ২০১৭ নিউজিল্যান্ড কোন নদীকে ‘মানবীয় সত্তা’ হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাস করে?
উত্তরঃ হোয়াংগানুই (Whanganui)
২৬. পেপাল (PayPal) কী?
উত্তরঃ অনলাইনে অর্থ লেনদেন করার মাধ্যম।
২৭. পেপাল কবে, কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্র।
২৮. ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
উত্তরঃ আলভোরাদা।
২৯. ব্রিটিশ রানী এলিজাবেথের কোড নাম কি?
উত্তরঃ লন্ডন ব্রিজ।
৩০. বিশ্বে জনসংখ্যা কত ?
উত্তরঃ ৭৩৪.৯৫ কোটি। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৩১. বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.২%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৩২. জনসংখ্যায় শীর্ষ দেশ?
উত্তরঃ চীন; ১৩৭.৬০ কোটি। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৩৩. জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে কোন দেশ?
উত্তরঃ ওমান; ৮.৪%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৩৪. সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া; ১০০%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৩৫. সাক্ষরতার হারে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ নাইজার; ১৯.১%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)
৩৬. সার্কভুক্ত দেশে স্বাক্ষরতা হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ; ৯৯.৩%। (মানব উন্নয়ন রিপোর্ট-২০১৬)

Click the PDF file to download: 4. Current Affairs- April-2017

৩. সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ-২০১৭

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

০১. দেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা কে?
উত্তর: কামরুন নাহার।
০২. টাঙ্গাইল বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয় একাত্তর’ এর ভাস্কর কে?
উত্তরঃ সৈয়দ সাইফুল কবীর রঞ্জু।
০৩. বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে সরকার কি নামে তহবিল গঠন করবে?
উত্তরঃ বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল।
০৪. বর্তমান অর্থসচিব কে?
উত্তরঃ হেদায়েতুল্লাহ আল মামুন।
০৫. দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তরঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র
০৬. মোবারকপুর গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তরঃ সুজানগর, পাবনা।
০৭. ২৪ জানুয়ারি ২০১৭ দেশের তৃতীয় বেসরকাররি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয় কোনটিকে?
উত্তরঃ নাফ ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল।
০৮. দেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ কে এম নূরুল হুদা।
০৯. দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ বেগম কবিতা খানম।
১০. প্রধান নির্চাচন কমিশনার ও নির্চাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান কে?
উত্তরঃ প্রধান বিচারপতি।
১১. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সর্বনিম্ন বয়সসীমা কত?
উত্তরঃ কোন বয়সের সীমা নেই।
১২. বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৬ ফেব্রুয়ারি ২০১৭।
১৩. বাংলাদেশ জীববৈচিত্র্য বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩১ জানুয়ারি ২০১৭।
১৪. ক্যাডেট কলেজ বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩০ জানুয়ারি ২০১৭।
১৫. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৭ ফেব্রুয়ারি ২০১৭।
১৬. পাট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি ২০১৭।
১৭. ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ ময়মনসিংহ।
১৮. মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
উত্তরঃ ময়মনসিংহ।
১৯. চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ সাতক্ষীরা।
২০. চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ মৌলভীবাজার
২১. পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ ফরিদপুর।
২২. আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ মুন্সিগঞ্জ।
২৩. মসুর উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ রাজশাহী।
২৪. আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ রাজশাহী।
২৫. আখ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ নাটোর।
২৬. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ পাবনা।
২৭. কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ কুষ্টিয়া।
২৮. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ ঝিনাইদহ।
২৯. জার্মানির ১২তম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ফ্রাংক ওয়েল্টার স্টেইনমিয়া।
৩০. বর্তমান তেল উত্তোলন শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ আইরস মিতেঁরা (ফ্রান্স)।
৩১. ২০১৭ সালে ৬৫ তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?
উত্তরঃ আইরিস মিতেঁরা (ফ্রান্স)।
৩২. ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ আলফা কোন্দে (গিনি)।
৩৩. ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন কমিশন (AUC)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ মুসা ফাকি (শাদ)।
৩৪. আফ্রিকান ইউনিয়ন (AU)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৫৫টি।
৩৫. ৩০ জানুয়ারি ২০১৭ কোন দেশ পুনরায় আফ্রিকান ইউনিয়ন (AU)-এ যোগদান করে ?
উত্তরঃ মরক্কো।
৩৬. আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা(IHO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৮৬টি।
৩৭. ১১ জানুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর ৮৬তম সদস্যপদ লাভ করে?
উত্তরঃ মাল্টা।
৩৮. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২৮-২৯ এপ্রিল ২০১৭।
৩৯. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ মেট্রো ম্যানিলা, ফিলিপাইন।
৪০. ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৩-১৪ নভেম্বর ২০১৭।
৪১. ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ পামপাঙ্গা, ফিলিপাইন।
৪২. বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA-WE-WE 5-এর বাংলাদেশ ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
৪৩. SEA-WE-WE 5-এর বাংলাদেশ ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী।
৪৪. SEA-WE-WE 5-এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২০,০০০ কি. মি.
৪৫. SEA-WE-WE 5-এর সাথে যুক্ত দেশ কতটি?
উত্তরঃ ১৯টি।
৪৬. প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঝরে পড়ে কোন জেলায়?
উত্তরঃ গাইবান্ধা।
৪৭. প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিক সবচেয়ে কম শিক্ষার্থী ঝরে পড়ে কোন জেলায়?
উত্তরঃ চট্টগ্রাম।
৪৮. ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ হংকং।
৪৯. ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ উত্তর কোরিয়া।
৫০. ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ কততম?
উত্তরঃ ১২৮তম।

এক নজরে রকমারি সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ-২০১৭

০১. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে ?
উত্তর: ৮২টি
০২. বাংলাদেশে কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়?
উত্তর: বি আর ২৮
০৩. বর্তমানে BEPZA’র অধীনে সরকারি আটটি ইপিজেডে কতটি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে ?
উত্তর: ৩৬টি
০৪. বাংলাদেশে কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে ?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)
০৫. বাংলাদেশ কোন দেশে সর্বাধিক পাটজাত পণ্য রপ্তানি করে ?
উত্তর: তুরস্ক
০৬. শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিজস্ব ভবন কোথায় ?
উত্তর: আগারগাঁও
০৭. মজু চৌধুরীরহাট নদীবন্দর ঘোষণা হয় কবে ?
উত্তর: ১২ জানুয়ারি ২০১৭
০৮. মজু চৌধুরীরহাট নদীবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: লক্ষ্মীপুর সদর
০৯. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
উত্তর: ২৯টি
১০. বাংলাদেশে প্রথম নদীবন্দর ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৯ সেপ্টেম্বর, ১৯৬০
১১. বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: রাজারবাগ, ঢাকা
১২. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
উত্তর: ফরিদপুর
১৩. ৯ জানুয়ারী ২০১৭ নিকার-এর ১১তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
উত্তর: লালমাই, কুমিল্লা
১৪. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত ?
উত্তর: ৪৯১টি
১৫. দেশের ৪৯১তম উপজেলার নাম কি ?
উত্তর: লালমাই (কুমিল্লা)
১৬. বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত ?
উত্তর: ৩২৭টি
১৭. দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
উত্তর: দোহজারি (চট্টগ্রাম)
১৮. চাঁদের বুকে অবতরণকারী র্সবশেষ নভোচারীর নাম কি ?
উত্তর: ইউজিন সারনেন
১৯. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে?
উত্তর: ডোনাল্ট ট্রাম্প
২০. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর: মাইক পেন্স
২১. যুক্তরাষ্ট্রের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: বেক্স টিলারসন
২২. WTO’র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১১-১৪ ডিসেম্বর ২০১৭
২৩. মানবদেহের ৭৯তম অঙ্গ কোনটি ?
উত্তর: মেসেনটরি
২৪. তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: ভারত
২৫. পশম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
২৬. কোকো উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: আইভরি কোস্ট
২৭. চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল
২৮. গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
২৯. সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্রের
৩০. সয়াবিন ব্যবহারে শীর্ষ দেশ ?
উত্তর: চীন
৩১. ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: যুক্তরাষ্ট্র
৩২. টেস্টে যে কোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি কত ?
উত্তর: ৩৫০ রানের
৩৩. টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস কার ?
উত্তর: সাকিব-আল-হাসান
৩৪. টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান কত ?
উত্তর: ২১৭ রান
৩৫. বর্ষসেরা ফুটবলার কে ?
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনাল্দো
৩৬. বর্ষসেরা নারী ফুটবলার কে ?
উত্তর: কার্লা লয়েড
৩৭. স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দটি বিভাগ গঠিত হয় কবে ?
উত্তর: ১৯ জানুয়ারি, ২০১৭। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ
৩৮. জননিরাপত্তা বিভাগ এর ইংরেজি নাম কি ?
উত্তর: Publicc Security Division
৩৯. স্র্বর্ণদীপ কোথায় অবস্থিত?
উত্তর: হাতিয়া, নোয়াখালী।
৪০. স্বর্ণদ্বীপের অপর নাম কি ছিল ?
উত্তর: জাহাইজ্জার চর।
৪১. দেশের ১১তম শিক্ষা বোর্ড কোনটি ?
উত্তর: ময়মনসিংহ
৪২. দেশের উঠ পাখির ছানা জন্ম নেয় কবে ?
উত্তর: ১৬ জানুয়ারী, ২০১৭। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক
৪৩. বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি ?
উত্তর: বেইপানজিয়াং, চীন।
৪৪. Android-এর উদ্ভাবক কে ?
উত্তর: অ্যান্ডি রুবিন (যুক্তরাষ্ট্র)
৪৫. শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি ?
উত্তর: সোমালিয়া (স্কোর ৯০)
৪৬. কম দৃর্নীতিগ্রস্থ দেশ কোনটি ?
উত্তর: ডেনমার্ক ও নিউজিল্যান্ড (স্কোর ৯০)
৪৭. কয়লা উৎপাদনে শীর্ষ দেশ?
উত্তর: চীন
৪৮. স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: চীন
৪৯. প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ও ব্যবহারে শীর্ষ দেশ ?
উত্তর: যুক্তরাষ্ট্র
৫০. ডট বাংলা (.bangla) ডোমেইন উদ্বোধন হয় কবে ?
উত্তর: ৩১ ডিসেম্বর, ২০১৭।

Click the PDF file to download: 3. Current Affairs- March-2017

Bank and BCS Preparation এর সকল শিক্ষামূলক উপকরণ পেতে আমাদের jobstestbd.com এর সাথেই থাকুন।


N.B: কোন ধরণের ভুল থাকলে আপডেট তথ্য দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ

Courtesy: To all authorities from where documents are collected

For more update stay with our website jobstestbd.com

Update GK-2017

Update GK is one of the largest part of any competitive Exam in Bangladesh. Our website has published a huge job circular 2017 by the Authority. All information regarding the appointment of jobs circular is given on our website jobstestbd.com. We are Published all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Privet Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Privet Company in Bangladesh, Privet University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part time Jobs in Bangladesh and other educational support are available here in our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs of this website is not for the unemployed people but also employed people too. All type of suggestions, question solutions of different competitive exam are available here. We provide all type of educational support in our website jobstestbd.com. So everyday tune with our website for all kinds of educational support. Please like our facebook page jobstestbd.com.

Contact Us

jobstestbd.comoffers banner official advertising wants to build up your business/organizations through us, do not feel hesitate to contact us for your virtual advertisement with us.
You Contact us through jobstestbd.com@gmail.comand if you have any question or suggestion about any exam circular or result or any other information and any advertisement then you can Contact Us without any hesitation.
Inform to: jobstestbd.com
Mirpur 1, Dhaka, Bangladesh
Email: jobstestbd.com@gmail.com
Contact: 01720403750


বিঃদ্রঃ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Courtesy: To all authorities from where documents are collected
For more update stay with our website
jobstestbd.com

About admin

I have completed my BBA, MBA from Rajshahi University in Finance and Banking.

View all posts by admin →