PKB Office Sohayok Exam Question Solution 2023 has been published. Probashi Kallyan Bank (PKB) Office Sohayok Exam Question Solution 2023 has been solved by our educational team. PKB Office Sahayok MCQ Exam Question Solution 2023 is good news for job seekers in Bangladesh. All information on Probashi Kallyan Bank Office Sahayok Exam Question Solution 2023 is available below. Probashi Kallyan Bank (PKB) is a Government Bank in Bangladesh.
Probashi Kallyan Bank (PKB) Office Sohayok Exam Question Solution 2023:
Organization Name: Probashi Kallyan Bank (PKB)
See more…
Post Name and Vacancy:
1. Driver – 07
2. Security Guard – 176
3. Office Sohayok – 99
Total Vacancy: 282
Exam Date: 05 May 2023
Exam Time: 3.00 PM to 4.00 PM
Total Exam Candidates: 44355
See/download Probashi Kallyan Bank (PKB) Exam Question Solution 2023 from the contents below:
প্রতিষ্ঠানের নামঃ প্রবাসী কল্যাণ ব্যাংক
পরীক্ষার তারিখঃ ০৫ মে ২০২৩
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা
Exam Type: MCQ
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
Solved and Edited By www.jobstestbd.com
বাংলা অংশের সমাধানঃ
১। “অপয়া” কোন সমাস?
ক. কর্মধারয় সমাস খ. বহুব্রীহি সমাস গ. তৎপুরুষ সমাস ঘ. অব্যয়ীভাব সমাস
উত্তরঃ গ. তৎপুরুষ সমাস
২। সৌন্দর্য শব্দের বিশেষণ রূপ কোনটি?
ক. সুন্দর খ. সৌন্দর্যপ্রিয় গ. সুন্দরতম ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক. সুন্দর
৩। ভোজন করার ইচ্ছা – এক কথায় কি হবে?
ক. পেটুক খ. ভোজন বিলাসী গ. বুভুক্ষা ঘ. খাদক
উত্তরঃ গ. বুভুক্ষা
৪। “গবাক্ষ” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গোবা + অক্ষ খ. গৌ + অক্ষ গ. গো + অক্ষ ঘ. গুবা + অক্ষ
উত্তরঃ গ. গো + অক্ষ
৫। দেশের জন্য সেবা কর- এখানে ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য খ. কর্মে শূন্য গ. কর্মে ষষ্টী ঘ. সম্প্রদানে ষষ্টী
উত্তরঃ ঘ. সম্প্রদানে ষষ্টী
৬। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অর্ণব খ. অর্ক গ. প্রসূন ঘ. পল্লব
উত্তরঃ খ. অর্ক
৭। “একাদশে বৃহস্পতি” বাগধারাটির অর্থ হলো –
ক. অসম্ভব বস্তু খ. সুসময় গ. দুঃসময় ঘ. গ্রহের ফের
উত্তরঃ খ. সুসময়
৮। নীচের কোন বানানটি সঠিক?
ক. সমিচিন খ. সমীচিন গ. সমীচীন ঘ. সমিচীন
উত্তরঃ গ. সমীচীন
৯। তিমির এর বিপরীত শব্দ কোনটি?
ক. অন্ধকার খ. আলো গ. রাত ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ. আলো
১০। কাদম্বিনী শব্দের অর্থ কী?
ক. নদী খ. রাত গ. অমাবস্যা ঘ. মেঘমালা
উত্তরঃ ঘ. মেঘমালা
১১। ‘অপমান’ শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. বিপরীত খ. বিকৃত গ. অভাব ঘ. নিকৃষ্ট
উত্তরঃ ক. বিপরীত
১২। ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস গ. ছোট গল্প ঘ. কবিতা
উত্তরঃ খ. উপন্যাস
১৩। ‘কবর’ নাটকের রচয়িতা কে?
ক. জসিম উদ্দিন খ. মুনীর চৌধুরী গ. হুমায়ূন আহমেদ ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ. মুনীর চৌধুরী
১৪। শরৎচন্দ্রের ‘দেবদাস’ উপন্যাসের প্রধান নারী চরিত্র কোনটি?
ক. কবিতা খ. পার্বতী গ. হৈমন্তী ঘ. লাবণ্য
উত্তরঃ খ. পার্বতী
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১৫। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশী?
ক. ০ ডিগ্রি খ. ৪ ডিগ্রি গ. ১০ ডিগ্রি ঘ. ৫ ডিগ্রি
উত্তরঃ খ. ৪ ডিগ্রি
১৬। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
ক. IBRD খ. IDA গ. IFC ঘ. IMF
উত্তরঃ ঘ. IMF
১৭। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “ হাঙর নদী গ্রেনেড” কে লিখেছেন?
ক. হুমায়ূন আহমেদ খ. শওকত ওসমান গ. সেলিনা হোসেন ঘ. জাহানারা ইমাম
উত্তরঃ গ. সেলিনা হোসেন
১৮। ২০২২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. ডেভিড জুলিয়াস খ. আরডেম পাঠাপুটিয়ান গ. অ্যান্টন জেলিঙ্গর ঘ. সোয়ান্তে প্যারো
উত্তরঃ ঘ. সোয়ান্তে প্যারো
১৯। ছয়দফা দাবি কত সালে উত্থাপিত হয়?
ক. ১৯৬৬ খ. ১৯৬৪ গ. ১৯৭১ ঘ. ১৯৫৪
উত্তরঃ ক. ১৯৬৬
২০। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
ক. ১৯৯৫ খ. ১৯৯৭ গ. ২০০১ ঘ. ২০০৫
উত্তরঃ খ. ১৯৯৭
২১। Sustainable Development Goal (এসডিজির লক্ষ্যমাত্রা কতটি?)
ক. ৪৭ টি খ. ১৭ টি গ. ১৬ টি ঘ. ১০ টি
উত্তরঃ খ. ১৭ টি
২২। ১ জিবি = কত?
ক. ৫১২ কেবি খ. ১০২৪ এমবি গ. ১০২৪ কেবি ঘ. ৫১২ এমবি
উত্তরঃ খ. ১০২৪ এমবি
গণিত অংশের সমাধানঃ
২৩। ১ ডজন ডিমের দাম ৫৪ টাকা হলে ৪৫ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে?
ক. ১০ টি খ. ৮ টি গ. ৯ টি ঘ. ১১ টি
উত্তরঃ ক. ১০ টি
২৪। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
ক. ৩/৫ খ. ৭/১০ গ. ৭/১২ ঘ. ৮/১৫
উত্তরঃ ঘ. ৮/১৫
২৫। বার্ষিক ৭% হার সুদে ১৮০০ টাকার ৬ বছরের সুদ কত?
ক. ৭৫০ টাকা খ. ৭৫৬ টাকা গ. ৭৭৬ টাকা ঘ. ৬৮৮ টাকা
উত্তরঃ খ. ৭৫৬ টাকা
২৬। একটি ঘড়ি ৫৬০ টাকার বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক. ৪০০ টাকা খ. ৫০০ টাকা গ. ৬০০ টাকা ঘ. ৭০০ টাকা
উত্তরঃ ঘ. ৭০০ টাকা
২৭। কোন সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩ হয়?
ক. ৩৩ খ. ৬৩ গ. ১২৩ ঘ. ২৩৪
উত্তরঃ খ. ৬৩
২৮। ০.১ × o.o১ × o.০০১= কত?
ক. ০.০০২ খ. ০.০০০১ গ. ০.০০০৩ ঘ. ০.০০০০০১
উত্তরঃ ঘ. ০.০০০০০১
২৯। a2 + b2 = ?
ক. (a + b)2 + 2ab খ. (a + b)2 − 2ab গ. (a + b)2 + 4ab ঘ. (a + b)2 − 4ab
উত্তরঃ খ. (a + b)2 − 2ab
৩০। a+b = 7 এবং ab = 10 হলে (a -b) = কত?
ক. 4 খ. 3 গ. 2 ঘ. 8
উত্তরঃ খ. 3
৩১। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত?
ক. ৪৫ ডিগ্রি খ. ৩০ ডিগ্রি গ. ৬০ ডিগ্রি ঘ. ৯০ ডিগ্রি
উত্তরঃ গ. ৬০ ডিগ্রি
৩২। বৃত্তের কেন্দ্রগামী জ্যা-কে কি বলে?
ক. ব্যাস খ. পরিধি গ. বৃত্তচাপ ঘ. ব্যাসার্ধ
উত্তরঃ ক. ব্যাস
৩৩। (x + y)2 – (x – y)2 = ?
ক. xy খ. 2xy গ. 3xy ঘ. 4xy
উত্তরঃ ঘ. 4xy
৩৪। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৪ সেমি ও ৭ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক. ৫৬ বর্গসেমি খ. ২৮ বর্গসেমি গ. ১৪ বর্গসেমি ঘ. ১২.৫ বর্গসেমি
উত্তরঃ গ. ১৪ বর্গসেমি
৩৫। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত?
ক. ১০ বর্গমিটার খ. ১০০ বর্গমিটার গ. ১০০০ বর্গমিটার ঘ. কোনটি নয়
উত্তরঃ ঘ. কোনটি নয়
৩৬। কোন চতুর্ভূজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলি সমকোণ নয় তাকে কি বলে?
ক. আয়তক্ষেত্র খ. বর্গক্ষেত্র গ. রম্বস ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ গ. রম্বস
ইংরেজি অংশের সমাধানঃ
৩৭। Which one is plural number?
ক. School খ. Food গ. Oxen ঘ. Man
উত্তরঃ গ. Oxen
৩৮। What is the opposite gender of “Ram”?
ক. Eue খ. Ewe গ. Rams ঘ. Eew
উত্তরঃ খ. Ewe
৩৯। The patient had died before the doctor came – Which tense is it?
ক. Past Indefinite খ. Present perfect গ. Past Perfect ঘ. Present Perfect
উত্তরঃ গ. Past Perfect
৪০। He is a nice man. here ‘nice’ is —
ক. Adjective খ. noun গ. adverb ঘ. verb
উত্তরঃ ক. Adjective
৪১। The word ‘Incredible’ means –
ক. বিশাল খ. বিষদ গ. অবিশ্বাস্য ঘ. বিরাট
উত্তরঃ গ. অবিশ্বাস্য
৪২। Fill in the gap with preposition: He died………….overeating?
ক. by খ. for গ. due to ঘ. from
উত্তরঃ ঘ. from
৪৩। Choose the countable Noun ?
ক. Water খ. Newspaper গ. Fire ঘ. Sand
উত্তরঃ খ. Newspaper
৪৪। What is superlative degree of ‘good’?
ক. Goods খ. Better গ. Best ঘ. Goods
উত্তরঃ গ. Best
৪৫। What is the synonym of ‘ability’?
ক. Properly খ. Appropriately গ. Capability ঘ. Disability
উত্তরঃ গ. Capability
৪৬। What is the correct spelling?
ক. Aggressive খ. Agressive গ. Aggrassive ঘ. Aggrasive
উত্তরঃ ক. Aggressive
৪৭। Fill in the gap with article: He is …….. M.A. in English
ক. a খ. an গ. the ঘ. none
উত্তরঃ খ. an
৪৮। কোন পুস্তকটি Charles Dickens এর লেখা?
ক. David Copperfield খ. As you like it গ. The old man and sea ঘ. Paradise lost
উত্তরঃ ক. David Copperfield
৪৯। Which sentence is correct?
ক. Never tells a lie খ. Never tell a lie গ. Never tell lie ঘ. Never tell the lie
উত্তরঃ খ. Never tell a lie
৫০। ভুল করা মানুষের স্বভাব- Translate into English?
ক. To err is humans খ. To err is a human গ. To err is human ঘ. To err are human
উত্তরঃ গ. To err is human
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
Solved and Edited By www.jobstestbd.com
See/download Probashi Kallyan Bank (PKB) Exam Question Solution 2023 from the image below:
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.
For more updates stay with our website jobstestbd.com
Probashi Kallyan Bank Exam Question Solution 2023:
Probashi Kallyan Bank MCQ Exam Question Solution 2023 has been published. Probashi Kallyan Bank (PKB) is the Government bank in Bangladesh. Probashi Kallyan Bank (PKB) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of Probashi Kallyan Bank (PKB) is given on our website jobstestbd.com. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding for better employment. We likewise share slanting assets for learners uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not for unemployed people but also for employed people too. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day visit our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.
Contact Us:
If you want to give an advertisement on our website for any product of your organization please contact with us by following Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.