Shakti Foundation Job Circular 2019

Shakti Foundation Job Circular 2019 has been published. Shakti Foundation Job Circular Apply 2019, Shakti Foundation Job Circular And Apply Form 2019, http://www.sfdw.org/, www.sfdw.org job circular 2019, New Job Circular of Shakti Foundation 2019, Shakti Foundation Job Apply Form 2019, Shakti Foundation Job Circular And Application Form 2019, Shakti Foundation Job Application Form 2019, Shakti foundation NGO Job Circular Application 2019 are search option to apply in Shakti Foundation Job Circular 2019.

 

 

 

Shakti Foundation Job Circular 2019:

Organization Name: Shakti Foundation for Disadvantaged Women (Shakti Foundation) 

Organization Type: Non-governmental Organization (NGO)

Organization Address: House 04, Road 1 (Main Road), Block A, Section 11, Mirpur, Pallabi, Dhaka 1216.

Post Name and Vacancy:

1. Regional Head-10

2. Area Supervisor-30

3. Branch Manager-85

4. Accountant- 100

5. Credit Officer ( Field Worker)-400

6. Paramedic/Medical Assistant ( Contractual Female)-50

7. Health Service Officer-Agreement-Based (Female) -150

8. Sales Executive ( Shakti Model Pharma)- 15

 

 

Total Vacancy: 840

 

 

Application Last Date: 21 July 2019

Application Last Date: 29 June 2019 ( 8. Sales Executive)

 

 

 

বিস্তারিত আবেদনের নিয়ম নিচে দেওয়া আছে…

* আবেদন পাঠানোর ঠিকানা- সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজ্‌ড উইমেন, বাড়ি নম্বর#৪, রোড নম্বর#১ (মেইন রোড), ব্লক#এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

 

 

 

Official Circular Link: Click Here To See Official Job Circular Notice

 

 

 

বিস্তারিত দেখুন এখানেঃ

“শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি ঋণদানকারী প্রতিষ্ঠান যা মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কর্মসূচি বাস্তবায়ন এবং সম্প্রসারণের জন্য নিম্নলিখিত শর্তসাপেক্ষে যোগ্য ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হবেঃ

ক্রঃ নং পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত

যোগ্যতা

বয়স মাসিক বেতন অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য
রিজিওনাল হেড ১০ স্নাতকোত্তর সর্বোচ্চ ৪৫ বছর ৪৫,০০০ টাকা। প্লাস প্রতি মাসে রিজিওনাল ভাতা ৫০০০/- কোন আর্থিক প্রতিষ্ঠান/ ক্ষুদ্রঋণ কর্মসূচীতে রিজিওনাল হেড/ জোনাল ম্যানেজার হিসেবে ২০-৩০টি শাখা পরিচালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
এরিয়া
সুপারভাইজার
৩০ স্নাতক/ স্নাতকোত্তর সর্বোচ্চ ৪৫ বছর ৩০,০০০ থেকে ৩৮,০০০ টাকা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে এরিয়া ম্যানেজার/এরিয়া সুপারভাইজার হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শাখা ব্যবস্থাপক ৮৫ স্নাতক/ স্নাতকোত্তর সর্বোচ্চ ৪০ বছর ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাকাউন্ট্যান্ট ১০০ অ্যাকাউন্টিং/ ফিন্যান্স বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর সর্বোচ্চ ৩৭ বছর ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচীতে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।বৃহত্তর কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
ক্রেডিট অফিসার (মাঠ কর্মী) ৪০০ ন্যূনতম স্নাতক সর্বোচ্চ ৩২ বছর শিক্ষানবীশকালে ১৩,৫০০ টাকা, স্থায়ীকরণের পর ১৪,৬৪৮ টাকা অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে বৃহত্তর কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
প্যারামেডিক/ মেডিক্যাল এ্যাসিস্টেন্ট-মহিলা, চুক্তি ভিত্তিক

(হেলথ প্রোগ্রাম)

৫০ ২-৪ বৎসরের প্যারামেডিক কোর্স সম্পন্ন করা। ২০-৪০ বছর সর্বসাকুল্যে ১০,০০০/=

পূর্ন দিবস

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৬ মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার জন্য আবেদন গ্রহন করা হবে।
হেলথ সার্ভিস অফিসার-চুক্তি ভিত্তিক(মহিলা) ১৫০ এস.এস.সি/

এইচ.এস.সি

সর্বোচ্চ ৩৫ বছর সর্বসাকুল্যে ৫,৫০০/=

পূর্ণ দিবস

অভিজ্ঞতার প্রয়োজন নেই। সমগ্র বাংলাদেশের জন্য আবেদন পত্র গ্রহণ করা হবে।তবে দেশের প্রত্যন্ত এলাকায় শাখা পর্যায়ে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে।
সেলস এক্সিকিউটিভ (শক্তি মডেল ফার্মা) ১৫ অনুমোদিত সংস্থা হতে বি/সি গ্রেড ফার্মাসিস্ট হতে হবে ১৮-৩০ বছর ‘বি’ গ্রেড   ৮,০০০ -১০,০০০ ‘সি’গ্রেড

৭,০০০-৯,০০০ ‘এ’ গ্রেড প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে

শুধুমাত্র নারী প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। বি/সি গ্রেড প্রার্থীদের ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।   বি-ফার্মা শেষ বর্ষের শিক্ষার্থী এবং সদ্য পাশকৃত প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কর্মস্থল: মিরপুর, ঢাকা।

* ক্রমিক নং ১-৫ নং পদের শিক্ষানবীশকাল ৬ মাস।

* সংস্থার পলিসি অনুযায়ী ফিল্ড ট্রিপস্, মোবাইল বিল, বৈশাখী ভাতা, বছরে ২ টি উৎসব ভাতা এবং সাপ্তাহিক ২ দিন ছুটি (শুক্র-শনি) সুবিধা।

* ক্রমিক নং ১-৪ এবং ৮ নং পদের প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এবং মেইল কাজ করা পারদর্শি হতে হবে।

অন্যান্য সুযোগ ও সুবিধাঃ

১) সংস্থার পলিসি অনুযায়ী ফিল্ড ট্রিপস্, মোবাইল বিল, বৈশাখী ভাতা, বছরে ২ টি উৎসব ভাতা এবং সাপ্তাহিক ২ দিন ছুটি (শুক্র-শনি) সুবিধা।

২) স্থায়ীকরনের পর সংস্থার পলিসি অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও ইনক্রিমেন্ট প্রদেয় হবে।

৩) ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের আবাসন এবং বাইসাইকেল ব্যবহারের সুবিধা।

৪) দায়িত্বকালীন সময়ে দূর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী সকল কর্মীর জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ সুবিধা রয়েছে।

৫) মাতৃত্বকালীন ছুটি ৬ মাস।

৬) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে।

৭) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকায় ক্রেডিট অফিসার এবং বি.এম পদে বিশেষ ভাতা ১০০০/-টাকা প্রযোজ্য।

৮) সর্বোচ্চ কমিশনে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিকেল টেষ্টের সুবিধা।

৯) সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদেয় হবে।

জামানতঃ

ক্রেডিট অফিসার ১২,০০০, অ্যাকাউট্যান্ট ১৫,০০০, শাখা ব্যবস্থাপক ২০,০০০ এবং এরিয়া সুপারভাইজার পদে ২৫,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা সংস্থার পলিসি অনুযায়ী ফেরৎ যোগ্য।

সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় ৩০০ (তিনশত টাকা) মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের উপর কর্মীর হলফনামা এবং প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে (চাকুরীজীবী) প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে ৩০০ (তিনশত টাকা) মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।

* ক্রমিক নং ২-৫ নং পদে নির্বাচিত প্রার্থীদের  প্রশিক্ষণ ফি বাবদ ৩,০০০ টাকা জমাদান সাপেক্ষে প্রশিক্ষণে অংশগ্রহন করতে হবে।

 

 

 

আবেদন করার শর্তাবলী এবং নিয়মাবলীঃ

* ১, ২ এবং ৩ পদে বর্তমানে কোনো মাইক্রো ফাইন্যান্স ঋণদানকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমন প্রার্থীদের আবেদনই বিবেচনাযোগ্য।

* ১, ২ এবং ৩ পদের আবেদনে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে এবং নিয়োগের প্রমানপত্র সংযুক্ত করতে হবে।

* অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে।

*মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এরিয়া সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক (মহিলা কর্মী ব্যতিত) । কোন প্রার্থী স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার তথ্য ও অন্যান্য তথ্য গোপন করে নির্বাচিত হলে/নিয়োগ পেলে তা ধরা পড়া মাত্র চাকুরীচ্যুত করা হবে।

*খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে, অ্যাকাউট্যান্ট, ক্রেডিট অফিসার এবং হেলথ সার্ভিস অফিসার পদে প্রার্থীদের আগ্রহী এলাকার নাম উল্লেখ করতে হবে।

*লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-01817-031440) এর মাধ্যমে জানানো হবে।নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

*আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবন-বৃত্তান্ত (অভিজ্ঞতার বিবরণ ধারাবাহিকভাবে উল্লেখ থাকতে হবে), আত্মীয় নয় এমন ২ জন রেফারেন্সকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী ২১/০৭/২০১৯ (যারা আগে আবেদন পাঠাবেন তাদের আগে ডাকা হবে) তারিখের মধ্যে নিম্ন বর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে। তবে ৬ নং পদের আবেদন পত্র ২৯/০৬/২০১৯ তারিখের মধ্যে পাঠাতে হবে। পরীক্ষা পাশের মূলসনদ প্রকাশিত হয়নি অথবা অধ্যয়নরতদের আবেদনের প্রয়োজন নেই।

* আবেদন পাঠানোর ঠিকানা- সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজ্‌ড উইমেন, বাড়ি নম্বর#৪, রোড নম্বর#১ (মেইন রোড), ব্লক#এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

 

 

 

Previous Job Circular:

Organization Name: Shakti Foundation for Disadvantaged Women (Shakti Foundation) 

Organization Type: Non-governmental Organization (NGO)

Organization Address: House 04, Road 1 (Main Road), Block A, Section 11, Mirpur, Pallabi, Dhaka 1216.

Post Name and Vacancy:

1. Area Supervisor-25

2. Branch Manager-50

3. Accountant- 120

4. Credit Officer-350

5. Cook- 5

6. Health Service Officer-Agreement-Based (Female) -150

 

 

Total Vacancy: 700

 

 

Application Deadline: 30 March 2019

 

 

আবেদন করার শর্তাবলী এবং নিয়মাবলীঃ

* ১ এবং ২ পদে বর্তমানে কোনো মাইক্রো ফাইন্যান্স ঋণদানকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমন প্রার্থীদের আবেদনই বিবেচনাযোগ্য।

* ১ এবং ২ পদের আবেদনে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে এবং নিয়োগের প্রমানপত্র সংযুক্ত করতে হবে।

* অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে।

*মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এরিয়া সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক (মহিলা কর্মী ব্যতিত) । কোন প্রার্থী স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার তথ্য ও অন্যান্য তথ্য গোপন করে নির্বাচিত হলে/নিয়োগ পেলে তা ধরা পড়া মাত্র চাকুরীচ্যুত করা হবে।

*খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে,  একাউন্টেন্ট, ক্রেডিট অফিসার এবং হেলথ সার্ভিস অফিসার পদে প্রার্থীদের আগ্রহী এলাকার নাম উল্লেখ করতে হবে

 

*লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-01817-031440) এর মাধ্যমে জানানো হবে।নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

 

*আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবন-বৃত্তান্ত (অভিজ্ঞতার বিবরণ ধারাবাহিকভাবে উল্লেখ থাকতে হবে), আত্মীয় নয় এমন ২ জন রেফারেন্সকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী ৩০/০/২০১৯ (যারা আগে আবেদন পাঠাবেন তাদের আগে ডাকা হবে) তারিখের মধ্যে নিম্ন বর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে। পরীক্ষা পাশের মূলসনদ প্রকাশিত হয়নি অথবা অধ্যয়নরতদের আবেদনের প্রয়োজন নেই।

 

* আবেদন পাঠানোর ঠিকানা- সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজ্‌ড উইমেন, বাড়ি নম্বর#৪, রোড নম্বর#১ (মেইন রোড), ব্লক#এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

 

 

 

Application Last Date: 30 March 2019

 

 

 

Official Circular Link: Click Here To See Official Job Circular Notice

 

 

 

* ক্রমিক নং ১-৪ নং পদের শিক্ষানবীশকাল ৬ মাস।

* সংস্থার পলিসি অনুযায়ী ফিল্ড ট্রিপস্, মোবাইল বিল, বৈশাখী ভাতা, বছরে ২ টি উসব ভাতা এবং সাপ্তাহিক ২ দিন ছুটি (শুক্র-শনি) সুবিধা।

* ক্রমিক নং ১-৩ পদের প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল এ কাজ করায় পারদর্শি হতে হবে।

অন্যান্য সুযোগ ও সুবিধাঃ

১) সংস্থার পলিসি অনুযায়ী ফিল্ড ট্রিপস্, মোবাইল বিল, বৈশাখী ভাতা, বছরে ২ টি উসব ভাতা এবং সাপ্তাহিক ২ দিন ছুটি (শুক্র-শনি) সুবিধা।

২) স্থায়ীকরনের পর সংস্থার পলিসি অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও ইনক্রিমেন্ট প্রদেয় হবে।

৩) ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের আবাসন এবং বাইসাইকেল ব্যবহারের সুবিধা।

৪) দায়িত্বকালীন সময়ে দূর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী সকল কর্মীর জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ সুবিধা রয়েছে।

৫) মাতৃত্বকালীন ছুটি ৬ মাস।

৬) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে।

৭) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকায় ক্রেডিট অফিসার এবং বি.এম পদে বিশেষ ভাতা ১০০০/-টাকা প্রযোজ্য।

৮) সর্বোচ্চ কমিশনে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিকেল টেষ্টের সুবিধা।

৯) সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদেয় হবে।

 

জামানতঃ

ক্রমিক ১-৪ নং পদে এক মাসের মোট বেতনের সমপরিমান অর্থ জামানত হিসেবে জমা দিতে হবে; যা সংস্থার পলিসি অনুযায়ী ফেরৎ যোগ্য।

 

সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় ৩০০ (তিনশত টাকা) মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের উপর কর্মীর হলফনামা এবং প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে (চাকুরীজীবী) প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে ৩০০ (তিনশত টাকা) মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।

 

*এরিয়া সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের নির্বাচন পরবর্তীতে ৫,০০০ টাকা এবং একাউন্টেন্ট ও ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের ৩,০০০ টাকা প্রশিক্ষণ ফি বাবদ জমাদান সাপেক্ষে প্রশিক্ষণে অংশগ্রহন করতে হবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষনা করা হবে।

 

 

 

Previous Circular:

Organization Name: Shakti Foundation for Disadvantaged Women (Shakti Foundation) 

Organization Type: Non-governmental Organization (NGO)

Organization Address: House 04, Road 1 (Main Road), Block A, Section 11, Mirpur, Pallabi, Dhaka 1216.

Post Name and Vacancy:

1. Area Supervisor-30

2. Branch Manager-60

3. Apprentice Branch Manager-50

4. Senior Credit Officer ( Field Officer)-100

5. Credit Officer ( Field Officer)-100

6. Driver-5

 

 

Total Vacancy: 645

 

 

 

 

আবেদন করার শর্তাবলী এবং নিয়মাবলীঃ

* ১, ২ এবং ৪ নং পদে বর্তমানে কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমন প্রার্থীদের আবেদনই বিবেচনাযোগ্য।

* ১, ২ এবং ৪ নং পদের আবেদনে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে এবং নিয়োগের প্রমানপত্র সংযুক্ত করতে হবে।

* অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে।

*মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এরিয়া সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক (মহিলা কর্মী ব্যতিত) । কোন প্রার্থী স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার তথ্য ও অন্যান্য তথ্য গোপন করে নির্বাচিত হলে/নিয়োগ পেলে তা ধরা পড়া মাত্র চাকুরীচ্যুত করা হবে।

*খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে, সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদে প্রার্থীদের আগ্রহী এলাকার নাম উল্লেখ করতে হবে

 

*লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-01817-031440) এর মাধ্যমে জানানো হবে।নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

 

*আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবন-বৃত্তান্ত (অভিজ্ঞতার বিবরণ ধারাবাহিকভাবে উল্লেখ থাকতে হবে), আত্মীয় নয় এমন ২ জন রেফারেন্সকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী ৩০/০/২০১৯ (যারা আগে আবেদন পাঠাবেন তাদের আগে ডাকা হবে) তারিখের মধ্যে নিম্ন বর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে। পরীক্ষা পাশের মূলসনদ প্রকাশিত হয়নি অথবা অধ্যয়নরতদের আবেদনের প্রয়োজন নেই।

 

* আবেদন পাঠানোর ঠিকানা- সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজ্‌ড উইমেন, বাড়ি নম্বর#৪, রোড নম্বর#১ (মেইন রোড), ব্লক#এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

 

 

Application Last Date: 30 January 2019

 

Official Circular Link: Click Here To See Official Job Circular Notice

 

 

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

Shakti Foundation NGO Job Circular 2019: 

The authority has published the Shakti NGO Job Circular 2019. Shakti Foundation Job Circular All information is given above. Shakti Foundation is one of the largest private organizations in Bangladesh. The Shakti Foundation Job Circular is given on our website jobstestbd.com. We Publish all job circulars daily, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information and some adequate information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact with us by following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →