Sadharan Bima Corporation (SBC) Junior Officer Exam Question Solution 2024 is available below. SBC Junior Officer Exam Question Solution 2024 has been published by the authority. Sadharan Bima Corporation Exam Question Solution 204 is very helpful for job seekers in Bangladesh. All information on Sadharan Bima Junior Officer MCQ Exam Question Solution 2024 is available below. Sadharan Bima Corporation (SBC) is a Government Organization in Bangladesh.
Sadharan Bima Corporation Junior Officer Exam Question Solution 2024:
Organization Name: Sadharan Bima Corporation (SBC)
See more…
-
Sadharan Bima Corporation (SBC) Assistant Manager Exam Question Solution 2024
-
Sadharan Bima Corporation (SBC) Junior Officer MCQ Exam Result 2024
Post Name and Vacancy:
1. Assistant Manager – 78
2. Assistant Manager (Engineering)/Assistant Engineer – 04
3. Junior Officer – 67
4. Junior Officer (Engineering) – 06
5. Upper Division Assistant (UDA) – 23
Total Vacancy: 178
Exam Date: 01 November 2024
Exam Time: 10:00 AM
Exam Type: MCQ
Exam Taker: IBA, DU
Junior Officer Total MCQ Candidates: 62379
See/download Sadharan Bima Corporation (SBC) Exam Question Solution 2024 from below:
প্রতিষ্ঠানের নামঃ সাধারণ বীমা কর্পোরেশন
পদের নামঃ জুনিয়র অফিসার
পরীক্ষার তারিখঃ ০১ নভেম্বর ২০২৪
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
বাংলা অংশ সমাধানঃ
১। নিচের কোন শব্দটি তুর্কি ভাষা থেকে আগত নয়?
ক. বাবা খ. বারুদ গ. বালতি গ. বাবুর্চি ঙ. কোনটিই নয়
উত্তরঃ গ. বালতি [বালতি পর্তুগিজ ভাষার শব্দ]
২। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে?
ক. স্বরসন্ধি খ. প্রত্যয় গ. কারক ঘ. ব্যঞ্জনসন্ধি ঙ. সমাস
উত্তরঃ খ. প্রত্যয়
৩। ‘কবিগুরু’ কোন ধরণের সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব খ. কর্মধারয় গ. অব্যয়ীভাব ঘ. বহুব্রীহি ঙ. দ্বিগু
উত্তরঃ খ. কর্মধারয়
৪। ‘প্রজ্ঞাপন’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Notification খ. Announcement গ. Commandment ঘ. Declaration ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক. Notification
৫। কলাজ্ঞান আছে যার=
ক. কলাক খ. কলাজ্ঞ গ. কলাবিদ ঘ. কলৈক ঙ. কলারদ
উত্তরঃ গ. কলাবিদ
৬। জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৬৫ খ. ১৯৬৬ গ. ১৯৬৭ ঘ. ১৯৬৮ ঙ. ১৯৬৯
উত্তরঃ ঙ. ১৯৬৯
৭। পুরাঘটিত অতীতের উদাহরণ নিচের কোন বাক্যে রয়েছে?
ক. শিকারী পাখিটিকে গুলি করল।
খ. গতবছর তাকে কিছুটা অন্যমনস্কই দেখেছিলাম।
গ. গতবছর আমরা এখানে মিছিল করতাম।
ঘ. সেবার চারদিক ডুবিয়ে বন্যার পানি এল। ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ. গতবছর তাকে কিছুটা অন্যমনস্কই দেখেছিলাম।
৮। তার হাতের লেখা চমৎকার।
ক. কর্ম কারকে ১মা খ. অধিকরণ কারকে ৪র্থী
গ. করণ কারকে ৬ষ্ঠী ঘ. কর্তৃকারকে ২য়া ঙ. কোনটিই নয়
উত্তরঃ গ. করণ কারকে ৬ষ্ঠী
৯। কেবল চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ল।
ক. করণ কারকে ২য়া খ. অপাদান কারকে ৩য়া
গ. কর্ম কারকে ৬ষ্ঠী ঘ. অধিকরণ কারকে ৪র্থী ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ. অপাদান কারকে ৩য়া
১০। সকলে মিলে দেশটাকে গড়ি।
ক. কর্ম কারকে ৬ষ্ঠী খ. কর্তৃকারকে ৭মী
গ. করণ কারকে ১মা ঘ. অধিকরণ কারকে ২য় ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ. কর্তৃকারকে ৭মী
১১। ঢিলেমি-
ক. ঢিলে + আমি খ. ঢিলা + আমি
গ. ঢিলে + মি ঘ . ঢিলা + মি ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক. ঢিলে + আমি
১২। বিচ্ছেদ-
ক. বিঃ + ছেদ খ. বিষ + ছেদ গ. বি + চ্ছেদ ঘ. বিঃ + চ্ছেদ ঙ. বি + ছেদ
উত্তরঃ ঙ. বি + ছেদ
১৩। পদ্ধতি-
ক. পদ + ধতি খ. পদ্ + হতি গ. পৎ + হতি ঘ. পত্ + ধতি ঙ. পৎ + ধতি
উত্তরঃ খ. পদ্ + হতি
প্রশ্ন (১৪-১৬) শুদ্ধ বানার নির্বাচন করুন:
১৪। ‘দুর্ভাগ্যক্রমে, ঘরের ভিতরকার — পুরুষটি চক্ষে কম দেখেন।’
ক. অধ্যয়ণশিল খ. অখ্যায়নশিল
গ. অধ্যায়নশীল ঘ. অধ্যয়ণশীল ঙ. অধ্যয়নশীল
উত্তরঃ ঙ. অধ্যয়নশীল
১৫। ———- অনেকেই চাকরি হারাবার শঙ্কায় আছেন।
ক. কোম্পানীয় খ. কম্পানির
গ. কোম্পাণীর ঘ. কোম্পাণির ঙ. কোম্পানির
উত্তরঃ ঙ. কোম্পানির
১৬। নতুন পৃথিবী সৃষ্টির পথেয় এই তারুণ্যের—।
ক. উচ্ছ্বাশ খ. উচ্ছ্বাস গ. উচ্ছাস ঘ. উৎচ্ছাস ঙ. উচ্ছ্বাষ
উত্তরঃ খ. উচ্ছ্বাস
১৭। ‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কী?
ক. শক্ত প্রাণ খ. হালকা মেজাজ
গ. সহজলভ্য ঘ. সর্বত্র নিয়োজিত ঙ. দীর্ঘায়ু
উত্তরঃ গ. সহজলভ্য
১৮। ‘শহর – ইয়ার’ (১৯৬৯) কার লেখা উপন্যাস?
ক. প্রমথ চৌধুরী খ. সৈয়দ মুজতবা আলী গ. অন্নদাশঙ্কর রায় ঘ. ফররুখ আহমদ ঙ. কোনাটিই নয়
উত্তরঃ খ. সৈয়দ মুজতবা আলী
১৯। ‘সমাস’ শব্দের অর্থ —— ।
ক. উৎপাদন খ. প্রসারণ গ. সংক্ষেপণ ঘ. সম্মিলন ঙ. লেখন
উত্তরঃ গ. সংক্ষেপণ
২০। ‘ব্যাঙাচি’ কার ছদ্মনাম?
ক. সমরেশ বসু খ. কালীপ্রসন্ন সিংহ গ. সুকমার রায় ঘ. কাজী নজুরল ইসলাম ঙ. কোনাটিই নয়
উত্তরঃ ঘ. কাজী নজুরল ইসলাম
ইংরেজি অংশ সমাধানঃ
Question 21-27: Fill in the blank with the most appropriate option.
২১। Compared with their parties, politicians are ____: they are considerably less enduring than the organizations in which they function.
ক. essential খ. redundant গ. crucial ঘ. unreliable ঙ. transitory
উত্তরঃ ঙ. transitory
২২। Titan, Satum’s largest moon, looks surprisingly____ even though it is a cold, dimly lit world made of unknown materials.
ক. daunting খ. forbidding গ. curt ঘ. familiar ঙ. unable
উত্তরঃ ঘ. familiar
২৩। Although men still dominate the ranks of full professors in the field of astronomy. the increasing number of younger women in the field could___ a change in its gender mix.
ক. require খ. block গ. hinder ঘ. alleviate ঙ. portend
উত্তরঃ ঙ. portend
২৪। Scientists should hope that the faults in their thrones will be ___ their peers since the refutation of one hypothesis can free its originator to develop a better one.
ক.disregarded by খ. discerned by গ. ignored by ঘ. opaque to ঙ. inspiring to
উত্তরঃ খ. discerned by
২৫। To criticize a comedy film for being ___ is a bit silly. since people hardly expect an honest portrayal of reality.
ক. implausible খ. harrowing গ. expensive ঘ. convoluted ঙ. derivative
উত্তরঃ ক. implausible
২৬। The author engages this issue from diverse perspectives. supports his arguments with many examples, and manages to avoid antagonizing others in dealing with a very ____ subject.
ক. pedestrian খ. perplexing গ. contentious ঘ. mundane ঙ. intriguing
উত্তরঃ গ. contentious
২৭। Although most land snails are ___ the giant African snail is a notable exception; it can be 15 inches long and weigh 2 pounds.
ক. gargantuan খ. juvenile গ. functional ঘ. minuscule ঙ. responsive
উত্তরঃ ঘ. minuscule
২৮। Choose the correct spelling.
ক. Accomodate খ. Acommodate গ. Accomodete ঘ. Accommodate ঙ. Acommodatee
উত্তরঃ ঘ. Accommodate
২৯। Choose the incorrectly spelled word.
ক. Maintenance খ. Privilege গ. Recomendation ঘ. Harassment ঙ. Acknowledge
উত্তরঃ গ. Recomendation
৩০। Choose the correct spelling.
ক. Maneuver খ. Manuever গ. Manouver ঘ. Maneauver ঙ. Maniuver
উত্তরঃ ক. Maneuver
৩১। Choose the incorrectly spelled word.
ক. Rhythm খ. Buisness গ. Column ঘ. Embarrass ঙ. Criticism
উত্তরঃ খ. Buisness
৩২। Choose the correct spelling.
ক. Emminent খ. Eminant গ. Emminate ঘ. Eminent ঙ. Eminet
উত্তরঃ ঘ. Eminent
Question 33 to 40: Select the erroneous part. If there is no error in the sentence, select option E (no Error)
৩৩। The singer Amitabha Barua, popular (A) both in Sri Lanka and in (B) the Maldives, (C) is considered the (D) most influential jazz musician of the twenty-first century.
উত্তরঃ E (no Error)
৩৪। During the subprime mortgage crisis in 2008, home mortgage foreclosures (A) resulted in (B) tens of thousands of Americans (C) being evaluated from homes (D) that they can no longer afford.
উত্তরঃ (D) that they
৩৫। Although the government (A) has spent (B) twenty-odd years and then thousand crore taka (C) planning a reservoir along the Padma River, the plan must be abandoned (D) as a result of the river has become heavily polluted.
উত্তরঃ (D) as a result of
৩৬। (A) Had the administrative skills of the Martian Shipping (B) Corporation’s managing director been (C) on par with her unquestionable talent for client dealings, she would not have needed such a brilliant expert (D) in operations as her Chief Operating Officer.
উত্তরঃ (D) in operations
৩৭। Early hunter-gatherer societies cultivated instincts that frowned upon selfish behavior (A) and fostered a spirit of voluntary collaboration (B) whether it be (C) within the group but also (D) with outsiders.
উত্তরঃ (B) whether it be
৩৮। The electronic conveyor-belt system, which Susan Park (A) adapted from a production-line method (B) pioneered by Thomas Langley, reduced the (C) required time being needed of assembling a Smart Gadget device (D) from over ten hours to just 120 minutes.
উত্তরঃ (C) required time being needed
৩৯। (A) Excavating ancient rock layers in southern Brazil, researchers have uncovered evidence (B) indicating that complex life-forms (C) emerged far earlier than (D) it is previously believed.
উত্তরঃ (D) it is
৪০। Unlike the surface of Venus. (A) Titan is largely covered in liquid methane (B) lakes, with solid ground (C) comprising only a fraction of the (D) moon’s total area.
উত্তরঃ E (no Error)
গণিত অংশ সমাধানঃ
৪১। ৫ ভাগ চিনি এবং ৩ ভাগ মরিচ দিয়ে মিষ্টি সস তৈরি করা হয়। অন্যদিকে ৫ ভাগ মরিচ এবং ৩ বাগ চিনি দিয়ে ঝাল সস তৈরি করা হয়। ২৪ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মরিচ মেশালে ঝাল সস তৈরি করা যাবে?
ক. ৬ খ. ১২ গ. ১৬ ঘ. ২৪ ঙ. ৩০
উত্তরঃ গ. ১৬
৪২। ত্রিভজের একটি বাহু ৭ সে.মি. এবং অপর বাহু ৪ সে.মি. হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সে.মি হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ১১ ঙ. ১২
উত্তরঃ গ. ৪
৪৩। একটি ব্যাংকে বার্ষিক ২০% সুদের হারে একটি স্থায়ী আমানত করা হয়। ব্যাংকটি অর্ধ-বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ প্রদান করলে আনুমানিক কত বছরে আমানত দ্বিগুণ হবে?
ক. ২.৫ খ. ৩.৫ গ.৫ ঘ. ৫.৫ ঙ. ৬
উত্তরঃ খ. ৩.৫
৪৪। যদি √3√x=x5 হয়, তবে x এর মান কত?
ক. 3√52 খ. 6√5^5 গ. 5 ঘ. 5√5^6 ঙ. 5^6
উত্তরঃ ঘ. 5√5^6
৪৫। ৬টি সংখ্যার গড় ৬.৮। যদি এদের মধ্য একটি সংখ্যাকে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়, তবে সংখ্যা ছয়টির মধ্যে কোন সংখ্যাকে ৪ দিয়ে গুণ করা হয়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬ ঙ. ১২
উত্তরঃ ঘ. ৬
৪৬। x একটি পূর্ণসংখ্যা যেখানে [x – ৩.৫] < ২ । x এর কতগুলো মানের জন্য অসমতাটি প্রযোজ্য হবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ঙ. ৬
উত্তরঃ গ. ৪
৪৭। একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৮৯ টাকা সংগ্রহ করেছেন । যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?
ক. ৩৩ খ. ৩৪ গ. ৩৫ ঘ. ৩৬ ঙ. ৩৭
উত্তরঃ খ. ৩৪
৪৮। 18^x9^4-/4^2 = ?
ক. 0 খ. 1 গ. 2 ঘ. 3 ঙ. 9
উত্তরঃ খ. 1
৪৯। ৭ +৬*৭+৬*৭^২ + ৬*৭^৩+৬*৭^৪+৬*৭^৫ +৬*৭^৬ = নিচের কোন মানের সমান?
ক. ৬^৭ খ. ৬^৯ গ. ৭^৭ ঘ. ৭^৮ ঙ. ৭^৬
উত্তরঃ গ. ৭^৭
৫০। কামাল গড়ে ঘন্টা প্রতি 2m মাইল গতিবেগ একটি ট্রিপ শেষ করতে h ঘন্টা সময় নেয়। যদি রোমেল একই ট্রিপ 2/3h ঘন্টায় শেষ করে, তাহলে রোমেলের ঘন্টা প্রতি গড় গতিবেগ কত মাইল ছিল?
ক. 13 mh খ. 23 mh গ. m ঘ. 3m ঙ. 3m
উত্তরঃ ঘ. 3m
৫১। একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকরীর মধ্যে ৪৫০ জন মহিলা। মহিলাদের অর্ধেক এবং পুরুষদের এক-চতুর্থংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যাক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?
ক. ১/৮ খ. ১/৩ গ. ৩/৪ ঘ. ২/৫ ঙ. ৪/৩
উত্তরঃ ঘ. ২/৫
৫২। x একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। x কে ৪ দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং x কে ৯ দ্বারা ভাগ করা হলে B অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?
ক. ১৭ খ. ১৯ গ. ২১ ঘ. ২৫ ঙ. ২৬
উত্তরঃ ক. ১৭
৫৩। যদি X একটি ধনাত্মক সংখ্যা হয় যেখালে -x < y < 0, তাহলে নিচের কোনটি অবশ্যই ধণাত্মক হবে?
ক. (x + y)2 খ. (x- y)2 গ. (y – x)2 ঘ. x2- y2 ঙ. y2-x2
উত্তরঃ ঙ. y2-x2
৫৪। যদি -2 <w <-1 <x <y <0 <z <1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?
ক. wy খ. wz গ. xy ঘ. xz ঙ. yz
উত্তরঃ খ. wz
৫৫। কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘন্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘন্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল?
ক. ১৪০ খ. ১৫০ গ. ১৮০ ঘ. ২২০ ঙ. ২৫০
উত্তরঃ খ. ১৫০
৫৬। জলিল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং জলিল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?
ক. ৭/২২ খ. ৪/৫ গ. ৫/৪ ঘ. ২/২৭ ঙ. ৫
উত্তরঃ গ. ৫/৪
৫৭। দশটি পদের ধনাত্মক ক্রমিক জোড় পূর্ণসংখ্যার ধারার মধ্যম একটি দুই অঙ্কের পূর্ণ বর্গসংস্যা। এই ধরনের কয়টি ভিন্ন ধারা সম্ভব?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ঙ. ৫
উত্তরঃ গ. ৩
৫৮। ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায় । বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ঙ. ৫
উত্তরঃ ঙ. ৫
৫৯। আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর র্দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
ক. ৪০ খ. ৩০ গ. ২৫ ঘ. ২০ ঙ. ১০
উত্তরঃ ক. ৪০
৬০। একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তরপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
ক. ১০ খ. ১২ গ. ১৪ ঘ. ১৬ ঙ. ১৮
উত্তরঃ ক. ১০
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬১। ‘স্বোপার্জিত স্বাধীনতা’-র স্থপতি——-।
ক. নিতুন কুন্ডু খ. শামীম শিকদার গ. জয়নুল আবেদিন ঘ. সৈয়দ মাইনুল হোসেন উ. কোনটিই নয়
উত্তরঃ খ. শামীম শিকদার
৬২। মানব-ক্লোনিং নিষিদ্ধ করেছে কোন সংস্থা?
ক. II.O খ. EU গ. IMF ঘ. OECD ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ. কোনটিই নয় [ইউনেস্কো মানব-ক্লোনিং নিষিদ্ধ করেছে]
৬৩। পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র proxima Centauri এর দূরত্ব কত আলোকবর্ষ?
ক. ৪.২ খ. ২.৪ গ. ৫.৬ ঘ. ৩.১
উত্তরঃ ক. ৪.২
৬৪। সাধারণ বীমা কর্পোরেশন নিচের কোন সংগঠনের স্পন্সর (Sponsor) শেয়ার হোল্ডার?
ক. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ খ. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি
গ. আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ঘ. ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ঙ. সবগুলো
উত্তরঃ ঙ. সবগুলো
৬৫। সিপাহি বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড ক্যানিং খ. লর্ড কার্জন গ. লর্ড হেস্টিংস ঘ. লর্ড ডালহৌসি উ. কোনটিই নয়
উত্তরঃ ক. লর্ড ক্যানিং
৬৬। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালিত হয় কবে?
ক. ৩০ নভেম্বর খ. ১০ অক্টোবর গ. ১ ডিসেম্বর ঘ. ১১ জুন উ. ১৬ মার্চ
উত্তরঃ ক. ৩০ নভেম্বর
৬৭। ২০২৪ সালে অর্থনীতিতে কত জন নোবেল পুরস্কার পান?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ঙ. কোনটিই নয়
উত্তরঃ গ. ৩ [পুরস্কার বিজয়ী তিনজন হলেন তুর্কি-আমেরিকান ড্যারন আসেমোগ্লু, ব্রিটিশ-আমেরিকান সাইমন জনসন ও জেমস এ. রবিনসন।]
৬৮। বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি?
ক. মার্কেন্টাইল খ. এবি ব্যাংক গ. ব্র্যাক ব্যাংক ঘ. আইবিআরডি ব্যাংক ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ. এবি ব্যাংক
৬৯। নিল আর্মস্ট্রং কোন মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করেন?
ক. Apollo 10 খ. Apollo 11 গ. Apollo 13 ঘ. Orion 5 ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ. Apollo 11
৭০। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ নিচের কোন শিল্পী অনুপস্থিত ছিলেন?
ক. জন লেনন খ. বব ডিলান গ. এরিক ক্লাপটন ঘ. রবি শঙ্কর ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক. জন লেনন
৭১। নিচের কোন দেশ NATO-র সদস্য নয়?
ক. Canada খ. Israel গ. Turkey ঘ. US ঙ. UK
উত্তরঃ খ. Israel
৭২। সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারি দেশ কোনটি?
ক. দ. কোরিয়া খ. যুক্তরাষ্ট্র গ. জার্মানি ঘ. তাইওয়ান ঙ. ফিনল্যান্ড
উত্তরঃ ঘ. তাইওয়ান
৭৩। হ্যারি ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন কোন ব্যক্তি?
ক. রিচার্ড নিক্সন খ. রোনাল্ড রিগ্যান গ. আইজেনহাওয়ার ঘ. জন এফ কেনেডি ঙ. কোনটিই নয়
উত্তরঃ গ. আইজেনহাওয়ার
৭৪। `The Vienna Convention for the Protection of the Ozone Layer’ কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয়?
ক. ১৯৮৮ খ. ১৯৯৮ গ. ১৯৯৪ ঘ. ১৯৮৫ ঙ. ১৯৭৬
উত্তরঃ ক. ১৯৮৮
৭৫। জনগণের মৌলিক অধিকারের সাথে অস্যমঞ্জস্যপূর্ণ আইন বাতিলের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে?
ক. ১৫ খ. ৭ গ. ১১৩ ঘ. ২৬ ঙ. ৮২
উত্তরঃ ঘ. ২৬
৭৬। বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন কোন ব্যক্তি?
ক. এম এন হামিদুল্লাহ খ. তাজউদ্দীন আহমেদ
গ. মতিউল ইসলাম ঘ. খন্দকার আসাদুজ্জামান ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ. তাজউদ্দীন আহমেদ
৭৭। বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন কত সালের ‘বীমা কর্পোরেশন আইন’ দ্বারা পরিচালিত হয়?
ক. ১৯৭৩ খ. ১৯৮২ গ. ১৯৯৩ ঘ. ২০১৯ ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঘ. ২০১৯
৭৮। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন কতজন ফিলিস্তিন সাংবাদিক?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ ঙ. ৫
উত্তরঃ ঘ. ৪
৭৯। বাংলাদেশ Insurance Development and Regulatory Authority কত সালে প্রতিষ্ঠা করা হয়?
ক. ২০০১ খ. ২০০৫ গ. ২০০৮ ঘ. ২০১১ ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঘ. ২০১১
৮০। বাংলাদেশে নিবন্ধিত নন-লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান কতটি?
ক. ৩০ খ. ৩৫ গ.৩৯ ঘ. ৪৬ ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঘ. ৪৬
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
See/download Sadharan Bima Corporation (SBC) Exam Question 2024 from the below images:
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally we try to update any news. We are not responsible for any Change, reform, or republishing of any news.
For more updates stay with our website jobstestbd.com
SBC Exam Question Solution 2024:
SBC MCQ Exam Question Solution 2024 has been published by the authority. Sadharan Bima Corporation (SBC) is one of the largest Government organizations in Bangladesh. Sadharan Bima Corporation (SBC) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of Sadharan Bima Corporation (SBC) is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learner uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.
Contact Us:
If you want to advertise on our website for any product of your organization please contact us at the following Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.