PGCB Exam Question Solution 2024

PGCB Exam Question Solution 2024 has been published. Power Grid Company of Bangladesh Limited (PGCB) Exam Question Solution 2024 has been solved by our educational team. PGCB Exam Question and Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on Power Grid Bangladesh PLC Exam Question Solution 2024 is available below. Power Grid Bangladesh PLC Exam Question Solution 2024 is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

PGCB Exam Question Solution 2024: 

Organization Name: Power Grid Bangladesh PLC

See more…

 

 

Organization Name: Power Grid Bangladesh PLC

Post Name And Vacancy:

1. Junior Accounts Assistant – 05

2. Junior Administrative Assistant – 04

3. Technical Attendant – 150

4. Office Attendant – 04

 

 

 

Total Vacancy: 163 

 

 

 

 

MCQ Exam Date: 15 November 2024 

Exam Time: 10.00 AM to 11.00 AM

Exam Type: MCQ

 

 

 

See/download Power Grid Bangladesh Public Limited Company Exam Question Solution 2024 below: 

প্রতিষ্ঠানের নামঃ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি

পদের নামঃ জুনিয়র হিসাব সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী 

পরীক্ষার তারিখঃ ১৫ নভেম্বর ২০২৪

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা             

                                              

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

 

১। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত?

ক. চরফ্যাশন খ. মহেশখালী গ. হাতিয়া ঘ. ছেড়াদ্বীপ

উত্তরঃ ঘ. ছেড়াদ্বীপ

২। ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?

ক. ১৯৯৩ খ. ১৯৯৬ গ. ১৯৯৭ ঘ. ২০০০

উত্তরঃ গ. ১৯৯৭

৩। বাংলাদেশে ভ্যাট কখন চালু হয়?

ক. ১৯৭৩ খ. ১৯৯১ গ. ১৯৯৬ ঘ. ২০০১

উত্তরঃ খ. ১৯৯১

৪। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

ক. হাড়িয়াভাঙ্গা খ. যমুনা গ. নাফ ঘ. সাঙ্গু  

উত্তরঃ ক. হাড়িয়াভাঙ্গা

৫। ‘ছিয়াত্তর এর মন্বন্তর’ কত সালে সংঘটিত হয়?

ক. ১৭৭৬ খ. ১৭৭০ গ. ১৮৭০ ঘ. ১৮৭৬

উত্তরঃ খ. ১৭৭০

৬। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

ক. ১৭৫ খ. ২৭৫ গ. ২৫০ ঘ. ২০০

উত্তরঃ ঘ. ২০০

৭। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি?

ক. সওগাত খ. সমকাল গ. বঙ্গদর্শন ঘ. শিখা

উত্তরঃ খ. সমকাল

৮। ‘ইরাটম’ কি?

ক. উন্নত জাতের চা খ. উন্নত জাতের উক্ষু গ. উন্নত জাতের পাট  ঘ. উন্নত জাতের ধান

উত্তরঃ ঘ. উন্নত জাতের ধান

৯। পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?

ক. পেট্রোলের সাথে পানি মিশে যায় খ. পেট্রোলের সাথে মিশে না

গ. পেট্রোল পানির চেয়ে হালকা  ঘ. খ ও গ উভয়ই

উত্তরঃ ঘ. খ ও গ উভয়ই

১০। রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?

ক. লোহিত কণিকা খ. অনুচক্রিকা গ. শ্বেতকণিকা ঘ লসিকা কোষ.

উত্তরঃ খ. অনুচক্রিকা

১১। কোন শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মন্তিষ্কে থাকে?

ক. ১ সেকেন্ড খ. ০.১ সেকেন্ড গ. ০.০১ সেকেন্ড ঘ. ০.০০১ সেকেন্ড

উত্তরঃ খ. ০.১ সেকেন্ড

১২। থার্মোটিমটারে পারদ ব্যবহার করা হয়।  কারণ-

ক. গলনাংক কম খ. স্ফুটনাংক বেশি গ. তরল ধাতু ঘ অল্প তাপে বৃদ্ধি পায়

উত্তরঃ ঘ অল্প তাপে বৃদ্ধি পায়

১৩। প্রাথমিক বর্ণ নয় কোনটি?

ক. নীল খ. সবুজ গ. লাল  ঘ. বেগুনি

উত্তরঃ ঘ. বেগুনি

১৪। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?

ক. দর্পণ খ. লেন্স গ. প্রিজম ঘ. বিম্ব

উত্তরঃ ক. দর্পণ

১৫। টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

ক. কম্পিউটার স্লো হয়ে যায় খ. কম্পিউটারের গতি বেড়ে যায়

গ. এন্টিভাইরাস কাজ করে না ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না

উত্তরঃ  ক. কম্পিউটার স্লো হয়ে যায়

১৬। একটি ধাতুর উপর জিংক এর প্রলেপ দেয়াকে কি বলে?

ক. ইলেক্টোপ্লেটিং খ. ভলকানাইজিং গ. গ্যালভানাইজিং ঘ. টিনপ্রোটিন

উত্তরঃ গ. গ্যালভানাইজিং

১৭। একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-

ক. বাড়বে খ. কমবে গ. প্রথম কমবে পরে বাড়বে ঘ. একই থাকবে

উত্তরঃ খ. কমবে 

১৮। সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে-

ক. সীমা খ. পারদ গ. ক্যালসিয়াম ঘ. লিথিয়াম

উত্তরঃ খ. পারদ

১৯। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

ক. বিকিরণ খ. পরিবহন গ. পরিচলন ঘ. সব উপায়ে

উত্তরঃ ক. বিকিরণ

২০। কোন চার্জবিহীন?

ক. ইলেকট্রন খ. প্রোটন গ. নিউট্রন ঘ. পজিট্রন

উত্তরঃ গ. নিউট্রন

২১। কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?

ক.লিথিয়াম খ. প্লাটিনাম গ. গোল্ড ঘ. ম্যাগনেসিয়াম

উত্তরঃ খ. প্লাটিনাম

২২। ফিউজ তার কিসের সংকর?

ক. টিন ও লোহা খ. টিন ও সীসা গ. সোনা ও রূপা ঘ. সোনা ও ব্রোঞ্জ

উত্তরঃ খ. টিন ও সীসা

২৩। এক্সরে আবিষ্কার করেন কে?

ক. মার্কনি খ. নিউটন গ. রন্টজেন ঘ. ফ্যারাডে

উত্তরঃ গ. রন্টজেন

২৪। জীনের বংগতির বৈশিষ্ট্য বহন করে-

ক. নিউক্লিয়াস খ. নিউক্লিওলাস গ. ক্রোমোসোম ঘ. নিউক্লিওপ্লাজম 

উত্তরঃ গ. ক্রোমোসোম

২৫। সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যাবহৃত হয়?

ক. VSAT খ. শব্দতরঙ্গ গ. চম্বুক তরঙ্গ ঘ. অপটিক্যাল ফাইবার

উত্তরঃ ঘ. অপটিক্যাল ফাইবার

২৬। কম্পিউটার ভাইরাস কী?

ক. একটি ক্ষতিকারক জীবাণু খ. একটি ক্ষতিকারক সার্কিট

গ. একটি ক্ষতিকারক ডিভাইস ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম

উত্তরঃ ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম

২৭। সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?

ক. ফ্যাটি এসিড খ. ডিটারজেন্ট গ. গ্লিসারিন ঘ. সোডা

উত্তরঃ গ. গ্লিসারিন

২৮। গ্রিন হাইজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

ক. নিম্নভূমি নিমজ্জিত হবে খ. তাপমাত্রা বৃদ্ধি পাবে

গ. বৃষ্টিপাত কমবে ঘ. বৃষ্টিপাত বাড়বে

উত্তরঃ ক. নিম্নভূমি নিমজ্জিত হবে

২৯। কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?

ক. এমএস এক্সেল খ. পাওয়ার পয়েন্ট গ. এমএস এক্সেল ঘ. নোটপ্যাড

উত্তরঃ গ. এমএস এক্সেল

৩০। কী-বোর্ডের কোন Key-টি সাধারণত Help Key হিসেবে ব্যবহৃত হয়?

ক. F12 খ. F5 গ. F1 ঘ. F2

উত্তরঃ গ. F1

৩১। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?

ক. আয়রন খ. কার্বন গ. টাংস্টেন ঘ. লেড

উত্তরঃ গ. টাংস্টেন

৩২। কোন পানিতে অক্সিজেন এর পরিমাণ বেশি?

ক. নদী খ. সমুদ্র গ. লেক ঘ. বিল  

উত্তরঃ ক. নদী

৩৩। কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী-

ক. Virus খ. Backup গ. Antivirus ঘ. Firewall

উত্তরঃ ঘ. Firewall

৩৪। ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?

ক. অ্যামিটার খ. গ্যালভানোমিটার গ. স্টাবিলাইজার ঘ. অ্যাডাপ্টার

উত্তরঃ গ. স্টাবিলাইজার

৩৫। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

ক. প্রতিসরণ খ. বিচ্ছুরণ গ. অপবর্তন ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন

উত্তরঃ ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন

৩৬। একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?

ক. LAN খ. MAN গ. WAN ঘ. PAN

উত্তরঃ ক. LAN

৩৭। উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?

ক. বর্ণভিত্তিক খ. চিত্রভিত্তিক গ. উভয়ই ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ. চিত্রভিত্তিক

৩৮। অভিকর্ষ হল বস্তুর উপর-

ক.উর্ধ্বমূখী বল খ. নিম্নমুখী বল গ. কেন্দ্রমুখী বল ঘ. সবগুলো

উত্তরঃ গ. কেন্দ্রমুখী বল

৩৯। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

গ. মাইক্রোসফট এক্সেল ঘ. মাইক্রোসফট এক্সেস

উত্তরঃ খ. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

৪০। দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয়-

ক. Dial-up খ. Satellite গ. Modem ঘ. DSL

উত্তরঃ ক. Dial-up

৪১। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন-

ক. চর্যাপদ খ. ডাকার্ণব গ. শ্রীকৃষ্ণকীর্তন ঘ. গীতগোবিন্দ

উত্তরঃ ক. চর্যাপদ

৪২। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বুঝায়-

ক. ১২০১-১২৫০ খ. ১২০১-১২৭৫ গ. ১২৫০-১৩০০ ঘ. ১২০১-১৩৫০

উত্তরঃ ঘ. ১২০১-১৩৫০

৪৩। কবি আলাওলের প্রথম রচনা-

ক. হপ্তপয়কর খ. পদ্মবর্তী গ. সয়ফুলমুলুক বদিউজ্জামাল ঘ. গুলে বকাওলী

উত্তরঃ খ. পদ্মবর্তী

৪৪। ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচিয়তা কে?

ক. মুকুন্দরাম চক্রবর্তী খ. রামপ্রসাদ সেন গ. ভারতচন্দ্র রায়গুণাকর ঘ. ময়ূরভট্ট

উত্তরঃ গ. ভারতচন্দ্র রায়গুণাকর

৪৫। ‘আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।’ এখানে ‘আমারে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে ৭মী খ. করণে ৩য়া গ. অপাদানে ৫মী ঘ. কর্মে ২য়া

উত্তরঃ ঘ. কর্মে ২য়া

৪৬। তৎসম বলতে কি বুঝায়?

ক. তদ্ভব শব্দ খ. দ্বিরক্ত শব্দ গ. সংস্কৃত শব্দ ঘ. কৃদন্ত শব্দ

উত্তরঃ গ. সংস্কৃত শব্দ

৪৭। ‘দৃঢ় সংকল্প’ এর অর্থ কোন বাগধারা মধ্যে রয়েছে?

ক. একচোখা খ. এককথার মানুষ গ. উড়নচণ্ডী  ঘ. কংস মামা

উত্তরঃ খ. এককথার মানুষ

৪৮। ‘ব্যর্থ’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ হলো- 

ক. ব্য+অর্থ খ. ব্যা+অর্থ গ. বি+অর্থ ঘ. বৃ+অর্থ

উত্তরঃ গ. বি+অর্থ

৪৯। Walking is good for health. Here ‘Walking’ is- 

ক. Adjective খ. Verb গ. Gerund ঘ. Participle

উত্তরঃ গ. Gerund

৫০। He always goes home….foot. 

ক. by খ. with গ. to ঘ. on

উত্তরঃ ঘ. on

৫১। Who. Which, what, Whom are-

ক. Demonstrative pronoun খ. Relative Pronoun

গ. Reflexive Pronoun ঘ. None of the above

উত্তরঃ খ. Relative Pronoun

৫২। Which of the following words is singular?

ক. Roofs খ. Bushes গ. Boxes ঘ. Physics

উত্তরঃ ঘ. Physics

৫৩। The passive form of the sentence, ‘I knew the man’-

ক. The man was Known by me. খ. The man was known to me.

গ. The man is known by me ঘ. The man was known with me.

উত্তরঃ খ. The man was known to me.

৫৪। Dhaka is becoming one of the….cities in asia.

ক. more busy খ. busy গ. busiest ঘ. most busy

উত্তরঃ গ. busiest

৫৫। ‘Go to the dogs’ means

ক. Be estimated খ. Be agreed গ. Be blamed ঘ. Be ruined

উত্তরঃ ঘ. Be ruined

৫৬। ‘Our Sweetest songs are those tell us of saddest thought’ quoted from-

ক. William Shakespeare খ. P.B. Shelley

গ. W. Wordsworth ঘ. S.T. Coleridge

উত্তরঃ খ. P.B. Shelley

৫৭। ১ থেকে ২৩ পর্যন্ত সংখ্যার যোগফল কত?

ক. ২৬৬ খ. ২৭৬ গ. ২৮৬ ঘ. ২৯৬

উত্তরঃ খ. ২৭৬ 

৫৮। ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

ক. ১১ টি খ. ৯টি গ. ১০টি ঘ. ৮টি    

উত্তরঃ ক. ১১ টি

৫৯। দু’টি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু. ৫। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?

ক. ২০ খ. ২৫ গ. ৩০ ঘ. ৩৫

উত্তরঃ খ. ২৫

৬০। তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

ক. ৯৯৮ খ. ৯৮৮ গ. ৮৯৯ ঘ.৮৮৮

উত্তরঃ গ. ৮৯৯

৬১। একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি সংখ্যাটি কত?

ক. ৫১ খ. ৬৮ গ. ৮৫ ঘ. ১০২

উত্তরঃ ঘ. ১০২

৬২।  ১৩, ১৭, ২৫, ৪১… এর পরবর্তী সংখ্যা কত?

ক. ৫০ খ. ৬২ গ. ৬৫ ঘ. ৭৩

উত্তরঃ ঘ. ৭৩

৬৩। একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হয়। চেয়ারের ক্রয়মূল্য কত?

ক. ১৬০ টাকা খ. ১২০ টাকা গ. ১০০ টাকা ঘ. ১৫০ টাকা

উত্তরঃ সঠিক উত্তর অপশনে নাই।  সঠিক উত্তর হবে ১৪৪ টাকা। 

৬৪। একটি চাকা ৪৪০ মিটার যেতে ১০ বার ঘোরে। চাকাটির ব্যাসার্ধ কত?

ক. ৫ মিটার খ. ৬ মিটার গ. ৭ মিটার ঘ. ৮ মিটার

উত্তরঃ গ. ৭ মিটার

৬৫। লবণের মূল্য ২৫% বৃদ্ধি পেলে, ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ১৫% খ. ২০% গ. ২৫% ঘ.কোনটিই নয়

উত্তরঃ খ. ২০%

৬৬। কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত ডিগ্রি?

ক. ১৮০ ডিগ্রি খ. ৩৬০ ডিগ্রি গ. ২৭০ ডিগ্রি ঘ. ৩৩০ ডিগ্রি

উত্তরঃ খ. ৩৬০ ডিগ্রি

৬৭। ৬৪ কে ৭: ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে?

ক. ৫৪ খ. ৫৬ গ. ৫৮ ঘ. ৬০

উত্তরঃ খ. ৫৬

৬৮। ১২১, ১৫৪, ২৭৯, ও ৫৯৪ এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন।

ক. ১২১ খ. ১৫৪ গ. ২৭৯ ঘ. ৫৯৪

উত্তরঃ গ. ২৭৯

৬৯। পিতা ও পুত্রে বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩ । ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল?

ক. ৪ : ১ খ. ৫ : ১ গ. ৬ : ১ ঘ. ৭ : ১

উত্তরঃ খ. ৫ : ১

 ৭০। নিচের কোনটি ২/৩ থেকে বড়?

ক. ৩১/৫০ খ. ৯/১১ গ. ২/৫ ঘ. ১১/২৭

উত্তরঃ খ. ৯/১১

৭১।  একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

ক. ১০ ব. মি. খ. ১০ ব. মি. গ. ১০ ব. মি . ঘ. ১০ ব. মি. 

উত্তরঃ ঘ. ১০৩ ব. মি. 

৭২। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে?

ক. ২ গুণ খ. ৩ গুণ গ. ৪ গুণ ঘ. ৬ গুণ

উত্তরঃ গ. ৪ গুণ 

৭৩।  বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? 

ক. ক্যাম্পিয়ান সাগর খ. সুপিরিয়র হ্রদ গ. ভিক্টোরিয়া হ্রদ ঘ. বৈকাল হ্রদ

উত্তরঃ ক. ক্যাম্পিয়ান সাগর

৭৪। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?

ক. মারমা খ. গারো গ. সাওতাল ঘ. চাকমা

উত্তরঃ ঘ. চাকমা

৭৫। কোনটি জি-৮ ভুক্ত দেশ?

ক. নাইজেরিয়া খ. জাপান গ. দক্ষিণ কোরিয়া ঘ. তুরস্ক

উত্তরঃ খ. জাপান

৭৬। মেক্সিকোর মুদ্রার নাম-

ক. দিনার খ. ডলার গ. দিরহাম ঘ. পেসো

উত্তরঃ ঘ. পেসো

৭৭। কোন দুর্যোগটি শুধু সাগরে সংঘটিত হয়?

ক. কালবৈশাখী খ. সুনামি গ. ভূমিকম্প ঘ. বন্যা

উত্তরঃ খ. সুনামি

৭৮। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক. ১৬৬ খ. ১৫৬ গ. ১৪৬ ঘ. ১৩৬

উত্তরঃ ঘ. ১৩৬

৭৯। কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই সমাপ্ত হয়েছে?

ক. সুরমা খ. হালদা গ. সাঙ্গু ঘ. কর্ণফুলী

উত্তরঃ খ. হালদা 

৮০। বাংলাপিডিয়া কারা প্রকাশ করে?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. বাংলা একাডেমী গ. শিল্পকলা একাডেমী ঘ. এশিয়াটিক সোসাইটি

উত্তরঃ ঘ. এশিয়াটিক সোসাইটি

 

 

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

See/download Power Grid Bangladesh Public Limited Company Exam Question 2024 below: 

 

PGCB-1

PGCB-2

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

Power Grid Company Exam Question Solution 2024:

PGCB Exam Question and Solution 2024 are given above. Power Grid Company of Bangladesh Limited (PGCB) is one of the largest Government institutes in Bangladesh. All information regarding the Power Grid Company of Bangladesh Limited (PGCB) is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to advertise on our website for any product of your organization don’t hesitate to get in touch with us by following Address.

 

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com

Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →