DGFood Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2025

DGFood Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2025 has been published. The authority has published the Directorate General of Food Exam Question Solution 2025. Food Exam Question Solution 2025 is good news for the students. All information on the DGFood Exam Question Solution 2025 is available below. The Directorate General of Food (DGFood) is a government organisation in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

DGFood Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2025: 

Organization Name: Directorate General of Food (DGFood)

Job Circular Type: Revised Re-Job Circular

See more…

 

Post Name And Vacancy:

1. Sub Inspector of Food – 429

2. Stenographer Cum Computer Operator – 05

3. Steno Typist Cum Computer Operator – 13

4. Upper Division Assistant – 25

5. Auditor – 08

6. Accountant Cum Cashier – 03

7. Laboratory Technician – 07

8. Mechanical Foreman – 03

9. Electrical Foreman – 03

10. Assistant Sub Inspector of Food – 317

11. Operator – 18

12. Assistant Foreman – 04

13. Millwright – 05

14. Electrician – 11

15. Driver – 50

16. Office Assistant Cum Computer Typist – 436

17. Data Entry/Control Operator – 72

18. Laboratory Assistant – 02

19. Assistant Operator – 36

20. Stevedore Sardar – 06

21. Vehicle Mechanic – 09

22. Assistant Millwright – 06

23. Mill Operative -125

24. Syllo Operative – 174

25. Sprayman – 24

 

 

 

 

Total Vacancy: 1791

 

 

 

 

 

3rd Phase Exam Date: 26 September 2025

Exam Time: 10:00 AM to 11:00 AM

Exam Type: MCQ (Preliminary Exam)

Office Assistant Cum Computer Typist Total MCQ Exam Candidates: 1,89,958

 

 

 

৩য় ধাপের পরীক্ষার প্রশ্নের সমাধানঃ  

 

See/download Directorate General of Food Exam Question Solution 2025 from the below content: 

প্রতিষ্ঠানের নামঃ খাদ্য অধিদপ্তর

পরীক্ষার তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২৫      

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট

প্রশ্নের পূর্ণমানঃ ৫০

প্রশ্নের সেট -৭৯৬৬ 

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

প্রশ্নের সেট -৭৯৬৬ 

 

১. “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে”- চরণটি কার লেখা?

(ক) কাজী প্রসন্ন ঘোষ (খ) কাজী নজরুল ইসলাম (গ) জীবনানন্দ দাস (ঘ) জসীম উদ্দীন

সঠিক উত্তরঃ (গ) জীবনানন্দ দাস

২. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে?

(ক) লর্ড ওয়াভেল (খ) লর্ড কর্নওয়ালিস (গ) লর্ড ক্লাইভ (ঘ) লর্ড বেন্টিঙ্ক

সঠিক উত্তরঃ (খ) লর্ড কর্নওয়ালিস

৩. “Stunning” is a synonym of –

(ক) Behaviour (খ) Cunning (গ) Beautiful (ঘ) Love

সঠিক উত্তরঃ (গ) Beautiful

৪. Which word is correctly spelt?

(ক) Miscelenous (খ) Miscellaneous (গ) Miscellenous (ঘ) Misceleneous

সঠিক উত্তরঃ (খ) Miscellaneous

৫. দুটি সংখ্যার যোগফল ৮ ও অনুপাত ৩:১ হলে তাদের গুণফল কত?

(ক) ৮ (খ) ১২ (গ) ২৪ (ঘ) ৬

সঠিক উত্তরঃ (খ) ১২

৬. বাংলা ভাষায় মৌলিক অংশ কয়টি?

(ক) ৩ টি (খ) ২ টি (গ) ৫ টি (ঘ) ৪ টি

সঠিক উত্তরঃ (খ) (ঘ) ৪ টি [প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন: ১. ধ্বনি (Sound) ২. শব্দ (Word ) ৩. বাক্য ( Sentence ) ৪. অর্থ (Meaning)]  

৭. বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) প্রমথ চৌধুরী (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী

৮. “By all means” means-

(ক) Meaningless (খ) Meaningful (গ) Certainly (ঘ) Uncertainly

সঠিক উত্তরঃ (গ) Certainly

৯. নিচের যুগল শব্দের কোনটি সঠিক?

(ক) আষাড়, ভুষণ (খ) দুর্নীতি, মুমূর্ষু (গ) পুরষ্কার, আবিষ্কার (ঘ) লবন, ভীষন

সঠিক উত্তরঃ (খ) দুর্নীতি, মুমূর্ষু  

১০. শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে?

(ক) আঞ্চলিক ভাষা (খ) উপরের সবগুলো (গ) মাতৃভাষা (ঘ) প্রথম ভাষা

সঠিক উত্তরঃ (গ) মাতৃভাষা

১১. “কপাল কুন্ডলা” উপন্যাসটির লেখক কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) তারাশংকর বন্দ্যোপাধ্যায় (গ) মাইকেল মধুসূদন দত্ত (ঘ) সমরেশ বসু

সঠিক উত্তরঃ (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১২. What is the meaning of idiom “Bag and baggage”?

(ক) Leaving nothing behind (খ) Heavy things (গ) Own property (ঘ) Valuable goods

সঠিক উত্তরঃ (ক) Leaving nothing behind

১৩. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত?

(ক) ৪৫° (খ) ৬০° (গ) ৩০° (ঘ) ৫৫°

সঠিক উত্তরঃ (ক) ৪৫°

১৪. Which of the following is correct?

(ক) I have felt very bad that day. (খ) I feals very bad that day.

(গ) I feel very bad that day. (ঘ) I felt very bad that day.

সঠিক উত্তরঃ (ঘ) I felt very bad that day.

১৫. ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?

(ক) ৬ (খ) ৮ (গ) ৯ (ঘ) ৭

সঠিক উত্তরঃ (খ) ৮ [এই মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, এবং ১৯] 

১৬. “সাঁঝের মায়া” কবিতাটির রচয়িতা কে?

(ক) বেগম রোকেয়া (খ) নীলিমা ইব্রাহীম

(গ) সেলিনা হোসেন (ঘ) বেগম সুফিয়া কামাল

সঠিক উত্তরঃ (ঘ) বেগম সুফিয়া কামাল (প্রকৃতপক্ষে কাব্যগ্রন্থটির নাম ‘সাঁঝের মায়া’)

১৭. কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন?

(ক) লর্ড ক্লাইভ (খ) ক্রিস্টোফার কলম্বাস (গ) ভাস্কো ডা গামা (ঘ) ফ্রান্সিস ড্রেক

সঠিক উত্তরঃ (গ) ভাস্কো ডা গামা

১৮. কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে-

(ক) মাইক্রোপ্রসেসর (খ) মেমোরি (গ) হার্ড ডিস্ক (ঘ) উইন্ডোজ

সঠিক উত্তরঃ (ক) মাইক্রোপ্রসেসর

১৯. He said, “I know him well because I used to live with him”. Choose the correct indirect speech.

(ক) He had told that he had known him well because he used to live with him.

(খ) He told that he knew him well because he used to lived with him.

(গ) He said that he knew him well because he used to live with him.

(ঘ) He said that he had known him well because he had used to live with him.

সঠিক উত্তরঃ (গ) He said that he knew him well because he used to live with him.

২০. If the sentence is a universal truth or habitual fact, the tense will be’

(ক) Past Indefinite Tense (খ) Present Indefinite Tense

(গ) Future Indefinite Tense (ঘ) Present Continuous Tense

সঠিক উত্তরঃ (খ) Present Indefinite Tense

২১. যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে?

(ক) বক্তা (খ) বাচাল (গ) বাগ্মী (ঘ) মিতভাষী

সঠিক উত্তরঃ (গ) বাগ্মী

২২. বঙ্গভঙ্গ হয় কত সালে?

(ক) ১৭৫৭ (খ) ১৮৫৭ (গ) ১৯০৫ (ঘ) ১৯৪৭

সঠিক উত্তরঃ (গ) ১৯০৫

২৩. ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে- এর সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?

(ক) When the doctor comes he finds the patient dead.

(খ) The patient is dead when the doctor came.

(গ) The patient had died before the doctor came.

(ঘ) The doctor came and found the patient dead.

সঠিক উত্তরঃ (ঘ) The doctor came and found the patient dead.

২৪. বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ____

(ক) মায়ানমার (খ) ভারত ও মায়ানমার

(গ) ভারত ও নেপাল (ঘ) ভারত

সঠিক উত্তরঃ (খ) ভারত ও মায়ানমার

২৫. “আমার সোনার বাংলা” গানটির সুরকার কে?

(ক) কাজী নজরুল ইসলাম (খ) দ্বিজেন্দ্রলাল রায়

(গ) দেবাশীষ রায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২৬. “কেঁচো গণ্ডুস” বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

(ক) বিলম্বে আরম্ভ (খ) কাটাকাটি করা (গ) গন্ডগোল পাকানো (ঘ) পুনরায় আরম্ভ

সঠিক উত্তরঃ (ঘ) পুনরায় আরম্ভ

২৭. Identify correct passive voice.

(ক) Five men were arrested and one was fined.

(খ) Five men was arrested and one was fined.

(গ) Five men were being arrested and one was fined.

(ঘ) Five men were arrested and one fined.

সঠিক উত্তরঃ (ক) Five men were arrested and one was fined.

২৮. তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?

(ক) নীলফামারী (খ) লালমনিরহাট (গ) কুড়িগ্রাম (ঘ) রংপুর

সঠিক উত্তরঃ (খ) লালমনিরহাট

২৯. Wi-Fi Means-

(ক) Wireless Free (খ) World Wide Web (গ) Wireless Friendly (ঘ) Wireless Fidelity

সঠিক উত্তরঃ (ঘ) Wireless Fidelity

৩০. “শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে”- বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তায় শূন্য (খ) কর্মে শূন্য (গ) অপাদানে শূন্য (ঘ) অধিকরণে শূন্য

সঠিক উত্তরঃ (খ) কর্মে শূন্য 

৩১. Which one is the correct sentence?

(ক) No sooner had we heard the noice we had rushed to the spot.

(খ) No sooner had we heard the noise than we rushed to the spot.

(গ) No sooner we had heard the noice we rushed to the spot.

(ঘ) No sooner we had heard the noice then we rushed to the spot.

সঠিক উত্তরঃ (খ) No sooner had we heard the noise than we rushed to the spot.

৩২. ১২ বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা ৪ মিটার হলে তার দৈর্ঘ্য কত?

(ক) ৮ মিটার (খ) ১২ মিটার (গ) ৬ মিটার (ঘ) ৩ মিটার

সঠিক উত্তরঃ (গ) ৬ মিটার (ত্রিভুজের ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা)

৩৩. Which pair of words is correct?

(ক) Assassment, Commity (খ) Asessment, Committee

(গ) Assessment, Committee (ঘ) Assesment, Comitty

সঠিক উত্তরঃ (গ) Assessment, Committee

৩৪. Which one is correct?

(ক) Diarrhoea (খ) Dirrhaea (গ) Direa (ঘ) Dyrrhoea

সঠিক উত্তরঃ (ক) Diarrhoea

৩৫. কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) লিওনার্দো দ্য ভিঞ্চি (গ) মাইকেল অ্যাঞ্জেলো (ঘ) পিকাসো

সঠিক উত্তরঃ (খ) লিওনার্দো দ্য ভিঞ্চি

৩৬. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

(ক) মনসামঙ্গল (খ) চন্ডীমঙ্গল (গ) চর্যাপদ (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন

সঠিক উত্তরঃ (গ) চর্যাপদ

৩৭. I am looking forward to (hear) from you. Choose the right form of verb in the bracket.

(ক) hears (খ) hear (গ) hearing (ঘ) heard

সঠিক উত্তরঃ (গ) hearing (‘look forward to’ এর পরে verb+ing বসে)

৩৮. স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৩৬ কি.মি. পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ৬ কি.মি./ঘন্টা হবে? 

(ক) ৩ কি.মি./ঘন্টা (খ) ৪ কি.মি./ঘন্টা (গ) ৯ কি.মি./ঘন্টা (ঘ) ৬ কি.মি./ঘন্টা’

সঠিক উত্তরঃ (ক) ৩ কি.মি./ঘন্টা (অনুকূলে বেগ ৯ কি.মি./ঘন্টা। স্রোতের বেগ = অনুকূলে বেগ – নৌকার বেগ = ৯-৬ = ৩)

৩৯. “মনমাঝি” শব্দটি কোন সমাস?

(ক) উপমান কর্মধারয় (খ) উপমিত কর্মধারয় (গ) মধ্যপদলোপী কর্মধারয় (ঘ) রূপক কর্মধারয়

সঠিক উত্তরঃ (ঘ) রূপক কর্মধারয় (ব্যাস বাক্য: মন রূপ মাঝি)

৪০. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

(ক) ৬:৪ (খ) ৫:৮ (গ) ৪:৬ (ঘ) ৩:৭

সঠিক উত্তরঃ সঠিক উত্তর অপশনে নাই। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ বা ৫:৩

৪১. ৫ টাকায় ৮টি দরে আমলকি ক্রয় করে ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

(ক) ২৫% ক্ষতি (খ) ৩৩ ১/৩ % লাভ (গ) ৩৩ ১/৩ % ক্ষতি (ঘ) ২৫% লাভ

সঠিক উত্তরঃ (খ) ৩৩ ১/৩ % লাভ [যদি বিক্রয়মূল্য “৫ টাকায় ৬টি” ধরা হয়, তবে উত্তর ৩৩.৩৩% লাভ হয়, যা একটি অপশনের সাথে মেলে।] 

৪২. “গুদাম” শব্দটি কোন বিদেশী ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে?

(ক) পর্তুগীজ (খ) তুর্কি (গ) হিন্দি (ঘ) বার্মিজ

সঠিক উত্তরঃ (ক) পর্তুগীজ

৪৩. “কপোল” শব্দটির সমার্থক শব্দ কোনটি?

(ক) গণ্ডদেশ (খ) গাল (গ) কপাল (ঘ) ললাট

সঠিক উত্তরঃ (খ) গাল (দ্রষ্টব্য: ‘গণ্ডদেশ’ শব্দটিও সঠিক সমার্থক শব্দ)

৪৪. Fill in the blank with correct preposition- “Mr. John gave a talk …. the cause of dengue fever”.

(ক) off (খ) of (গ) on (ঘ) for

সঠিক উত্তরঃ (গ) on

৪৫. এক হেক্টরে কত একর?

(ক) ২৪.৭ একর (প্রায়) (খ) ৪.২৭ একর (প্রায়) (গ) ৭.২৪ একর (প্রায়) (ঘ) ২.৪৭ একর (প্রায়)

সঠিক উত্তরঃ (ঘ) ২.৪৭ একর (প্রায়)

৪৬. Choose the correct sentence.

(ক) Had I been a king, I would have helped the poor. (খ) All are correct.

(গ) If I were you, I would not do this. (ঘ) If I were you, I would not have done this.

সঠিক উত্তরঃ (খ) All are correct.

৪৭. একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে তার পরিধি কত?

(ক) 81.68 (প্রায়) (খ) 163.36 (প্রায়) (গ) 40.84 (প্রায়) (ঘ) 136.36 (প্রায়)

সঠিক উত্তরঃ (ক) 81.68 (প্রায়) (পরিধি = π × ব্যাস)

৪৮. বৃত্তস্থ রম্বস একটি ____

(ক) সামান্তরিক (খ) ত্রিভুজ (গ) আয়তক্ষেত্র (ঘ) বর্গক্ষেত্র

সঠিক উত্তরঃ (ঘ) বর্গক্ষেত্র

৪৯. a³-b³ = 513 এবং a – b = 3 হলে ab এর মান কত?

(ক) 45 (খ) 60 (গ) 48 (ঘ) 54

সঠিক উত্তরঃ (ঘ) 54

৫০. “বসুমতী” শব্দটির অর্থ কি?

(ক) ফুল (খ) গিরি (গ) নদী (ঘ) ধরিত্রী 

সঠিক উত্তরঃ (ঘ) ধরিত্রী 

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

See/download the Directorate General of Food Exam Question 2025 from the images below:

 

Food-OACT-1

Food-OACT-2

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally, we try to update any news. We are not responsible for any changes, reforms, or republishing of any news.

For more updates, stay with our website jobstestbd.com 

DGFood Exam Question Solution 2025:

The authority has published the Food Exam Question Solution 2025. Directorate General of Food Job Circular all information is given above.  The Directorate General of Food is one of the largest Government organizations in Bangladesh. The Directorate General of Food has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Directorate General of Food (dgfood) is given on our website, jobstestbd.com. We publish all job circulars daily, including government jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Results of Bank Jobs, Government Jobs, Government University Jobs, and Part-time Jobs in Bangladesh, as well as educational support, are available on our website. We provide different types of job information, and some effective information or resources and job tips, which help to get a job easily. We trust that our distribution data helps job seekers who are finding superior employment. We likewise share slanting assets for learner who are expanding their insight. Our main target turns into a trustworthy occupation round site in Bangladesh by distributing a genuine update that enables individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website, jobstestbd.com. So every day, tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page, jobstestbd.com.

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization, don’t hesitate to get in touch with us by following the Address.

 

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →