Election Commission Secretariat (ECS) Exam Question Solution 2025

Election Commission Secretariat (ECS) Exam Question Solution 2025 has been published. The authority has published the ECS Office Assistant Cum Computer Typist  Exam Question Solution 2025. Election Commission Exam Question Solution 2025 is good news for the students. All information on the Election Commission Secretariat Exam Question Solution 2025 is available below. The Election Commission Secretariat (ECS) is a government organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

Election Commission Secretariat Exam Question Solution 2025: 

Organization Name: Election Commission Secretariat (ECS)

See more…

 

Post Name And Vacancy:

1. Computer Operator – 01

2. Stenographer Cum Computer Operator – 05

3. Steno Stypist Cum Computer Operator – 01

4. Physical Instructor – 02

5. Upper Division Assistant – 21

6. Store Keeper – 14

7. Accounts Assistant – 13

8. Medical Assistant – 02

9. Office Assistant Cum Computer Typist – 167

10. Driver – 03

11. Despatch Rider – 02

12. Rest House Caretaker – 01

13. Office Shohayok – 122

14. Security Guard – 05

15. Cleaner – 10

 

 

 

Total Vacancy: 369 

 

 

 

 

 

Exam Date: 08 and 15 August 2025 

Exam Time: 10:30 AM to 11:30 AM

Exam Type: MCQ

 

 

 

 

See/download Election Commission Secretariat Exam Question Solution 2025 from the below content: 

প্রতিষ্ঠানের নামঃ নির্বাচন কমিশন সচিবালয়

পরীক্ষার তারিখঃ ০৮ আগস্ট ২০২৫    

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  + অন্যান্য 

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

প্রশ্নের পূর্ণমানঃ ৮০

প্রশ্নের সংখ্যাঃ ৮০টি

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

বাংলা অংশের সমাধানঃ 

১. ‘এটি’এর বহুবচন কোনটি? 

ক) এসব খ) এগুলো গ) এসমস্ত ঘ) কোনটি নয় 

সঠিক উত্তর: খ) এগুলো

২. রাজপথ এর ব্যাসবাক্য কোনটি?

ক) রাজবাড়ী পথ খ) রাণীর পথ গ) রাজার পথ ঘ) পথের রাজা

সঠিক উত্তর: ঘ) পথের রাজা

৩. ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) ষষ + থ খ) ষট্ + থ গ) ষত + ট ঘ) ষম + ত 

সঠিক উত্তর: খ) ষট্ + থ

৪. ১৬ এর পূরণবাচক শব্দ কোনটি?

ক) যষ্টদশ খ) ষোল গ) ষোড়শ ঘ) ষোলই 

সঠিক উত্তর: গ) ষোড়শ

৫. ‘নগদ’ কোন ভাষার শব্দ?

ক) ফারসী খ) আরবী গ) ইংরেজি ঘ) পর্তুগীজ 

সঠিক উত্তর: খ) আরবি

৬. ‘যেমন কর্ম তেমন ফল’ এর যেমন- তেমন কোন ধরনের সর্বনাম?

ক) প্রশ্নবাচক খ) পারস্পরিক গ) সকল বাচক ঘ) সাপেক্ষ 

সঠিক উত্তর: ঘ) সাপেক্ষ

৭. সে ব্যাকরণে ভালো-এ বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক? 

ক) কর্তা খ) করণ গ) কর্ম ঘ) অধিকরণ 

সঠিক উত্তর: ঘ) অধিকরণ

৮. চিঠিটা পড়া হয়েছে- এটি কোন বাক্য? 

ক) কর্ম খ) ভাব গ) কর্তা ঘ) কোনটি নয় 

সঠিক উত্তর: ক) কর্ম

৯. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে কী বলে? 

ক) উদ্দেশ্য খ) পুরক গ) প্রসারক ঘ) বিধেয় 

সঠিক উত্তর: ক) উদ্দেশ্য

১০. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?

ক) বিখেয় খ) বর্গ গ) উদ্দেশ্য ঘ) বাক্যাংশ 

সঠিক উত্তর: খ) বর্গ

১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থের নাম কোনটি?

ক) কৃতদাসের হাসি খ) দর্পন গ) পদ্মরাগ ঘ) পল্লী সমাজ 

সঠিক উত্তর: গ) পদ্মরাগ

১২. ‘অন্ধকার’-এর প্রতিশব্দ কোনটি নয়? 

ক) আধার খ) তিমির গ) তমসা ঘ) কালো 

সঠিক উত্তর: ঘ) কালো

১৩. কোন বানানটি ভুল?

ক) সারনি খ) জননি গ) নির্বান ঘ) সবগুলি 

সঠিক উত্তর: ঘ) সবগুলি

১৪. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 

ক) ১১ টি খ) ৭টি গ) ১৬টি ঘ) ৪ 

সঠিক উত্তর: খ) ৭টি

১৫. আমিনা কথা বলতে থাকবে- কোন কাল? 

ক) ঘটমান ভবিষ্যৎ খ) সাধারণ ভবিষ্যৎ গ) সাধারণ অতীত ঘ) নিত্যবৃত্ত অতীত 

সঠিক উত্তর: ক) ঘটমান ভবিষ্যৎ

১৬. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? 

ক) ২৪ মে ১৭৯৯ খ) ২৫ মে ১৮৯৯ গ) ২৪ মে ১৮৯৯ ঘ) ২৫ মে ১৯৯৯ 

সঠিক উত্তর: গ) ২৪ মে ১৮৯৯

১৭. যা ক্রমশ বর্ধিত হচ্ছে- এক কথায় কী বলে? 

ক) বর্ধনশীল খ) বর্ধিষ্ণু গ) নাতি দীর্ঘ ঘ) প্রত্যক্ষ 

সঠিক উত্তর: খ) বর্ধিষ্ণু

১৮. বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৫২ খ) ১৯৫৪ গ) ১৯৬৬ ঘ) ১৯৫৫

 সঠিক উত্তর: ঘ) ১৯৫৫

১৯. ‘সোনালী কাবিন’ গ্রন্থের লেখক কে?

ক) আল মাহমুদ খ) নজরুল ইসলাম গ) রফিকুল ইসলাম ঘ) নীলীমা ইব্রাহিম 

সঠিক উত্তর: ক) আল মাহমুদ

২০. বাংলাসাহিত্যের আধুনিক যুগের কবির নাম কী?

ক) কাজী নজরুল ইসলাম খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) বঙ্কিমচন্দ্র ঘ) মাইকেল মধুসূদন দত্ত 

সঠিক উত্তর: ঘ) মাইকেল মধুসূদন দত্ত

 

ইংরেজি অংশের সমাধানঃ 

২১. Death is preferable — to dishonor 

ক) from খ) of গ) in ঘ) to

সঠিক উত্তর: ঘ) to

২২. Choose the correct sentence

 ক) I have a decent house to live খ) I have a decent house to live in 

গ) I has a decent house to live in ঘ) I have decent house to live in 

সঠিক উত্তর: খ) I have a decent house to live in

২৩. Although I do not agree with your idea gave me food— 

ক) for fun খ) for thought গ) for care ঘ) for thinking

 সঠিক উত্তর: খ) for thought

২৪. The bag is heavy; it is — as light as feather 

ক) very খ) not গ) slightly ঘ) none 

সঠিক উত্তর: খ) not

২৫. Romel likes orange, — he does not like apple. 

ক) as খ) to গ) but ঘ) yet 

সঠিক উত্তর: গ) but

২৬. My friend and — study together during holidays.

ক) I খ) I myself গ) myself ঘ) none of these 

সঠিক উত্তর: ক) 

২৭. He was exempted — attending the seminar 

ক) by খ) for গ) without ঘ) from 

সঠিক উত্তর: ঘ) from

২৮. The adjective form of ‘art’ is 

ক) artisan খ) artificer গ) artistic ঘ) art 

সঠিক উত্তর: গ) artistic

২৯. Which one is correctly spelt? 

ক) definately খ) occurrence গ) seperate ঘ) receive 

সঠিক উত্তর: ঘ) receive

৩০. A synonym of ‘equivalent’ is 

ক) identical খ) different গ) dissimilar ঘ) none 

সঠিক উত্তর: ক) identical

৩১. They—to Sylhet next year 

ক) went খ) are going গ) gone ঘ) had gone 

সঠিক উত্তর: খ) are going

৩২. Be—the street is slippery 

ক) quiet খ) diligent গ) calm ঘ) careful 

সঠিক উত্তর: ঘ) careful

৩৩. Your performance is—than it was a month ago 

ক) bad খ) the worst গ) worse ঘ) so bad 

সঠিক উত্তর: গ) worse

৩৪. They selected me for the job only— merit 

ক) with খ) on গ) alone ঘ) in 

সঠিক উত্তর: খ) on

৩৫. Translate into English-“ঝিম ঝিম বৃষ্টি হচ্ছে” 

ক) It is drizzling খ) It is raining cats and dogs

গ) It is raining heavily ঘ) It is raining intermittently

সঠিক উত্তর: ক) It is drizzling

৩৬. ‘To and fro’ means- 

ক) back and forth খ) be still গ) resolve ঘ) stay 

সঠিক উত্তর: ক) back and forth

৩৭. He is — F.C.P.S

 ক) the খ) a গ) an ঘ) by 

সঠিক উত্তর: গ) an

৩৮. Are you good………..presentation? 

ক) in খ) of গ) on ঘ) at 

সঠিক উত্তর: ঘ) at

৩৯. He comes—a respectable family. 

ক) in খ) on গ) of ঘ) by 

সঠিক উত্তর: গ) of

৪০. Antonym of ‘benign’ is 

ক) malignant খ) salubrious গ) healthful ঘ) wholesome 

সঠিক উত্তর: ক) malignant

 

গণিত অংশের সমাধানঃ 

৪১। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টকার ৫ বছরের মুনাফা ১৫০ টাকা হবে?

ক) ১৫% খ) ১০% গ) ১২% ঘ) ২০%  

সঠিক উত্তর: খ) ১০%

৪২। পিতা ও গুত্রের বয়সের অনুপাত ১০:৩। পুত্রের বয়স ১৮ হলে পিতা বয়স কত? 

ক) ৫২ খ) ৫৮ গ) ৬০ ঘ) ৬২ 

সঠিক উত্তর: গ) ৬০

 ৪৩। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? ঘ) কোনটিই নয় 

ক) ১২৮ খ) ১২৬  গ) ১৫২ ঘ) কোনটিও নয় 

সঠিক উত্তর: ক) ১২৮

88।  a+b=7, a²+ b²=25 হলে ab এর মান হবে 

ক)১৬ খ) ২০ গ) ১২ ঘ) ২৪ 

সঠিক উত্তর: গ) ১২

8৫। 1 9x²-9x-4 কে উৎপাদকে বিশ্লেষণ করলে হয়-  

ক) (3x-1) (3x+4) ) খ) (3x+1) (3x-4) গ) (3x+1) (3x+4) ঘ) কোনটিই নয় 

সঠিক উত্তর: খ) (3x+1) (3x-4)

৪৬। দুটি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দুটি হবে-

ক) ৪০ ও ২০ ঘ) ১০ ৩ও ৫০ গ) ৮০ ও ৬০ ঘ) ৩৫ ও ২৫ 

সঠিক উত্তর: ক) ৪০ ও ২০

৪৭. যদি x+y= 5 এবং xy=6 হলে 2(x³ + y³) এর মান কত হবে? 

ক 16 খ) 14 গ 20 ঘ) 26 

সঠিক উত্তর: সঠিক উত্তর নাই। সঠিক উত্তর ৭০। কিন্তু 2(x2 + y2) প্রশ্নে থাকলে উত্তর 26 হবে।  

৪৮। নিচের কোন ভগ্নাংশাট ক্ষুদ্রতম? 

ক) ৫/৩ খ) ৩/৪  গ) ৫/২১ ঘ) ৫/১৭ 

সঠিক উত্তর: গ) ৫/২১

৪৯। ত্রিভুজের একটি বাহু ৭ সে.মি এবং অপর বাহু ৪ সে. মি. হলে তৃতীয় বাহর দৈর্ঘ্য কত? 

ক) ১১ খ) ৪ গ) ৩ ঘ) ১২ 

সঠিক উত্তর: খ) ৪

৫০। 9×2+16 y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ রাশি হবে? 

ক) 14xy খ) 12xy গ) 24xy  ঘ) 6xy

সঠিক উত্তর: গ) 24xy

৫১। কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত ১:২:২:৩ হলে বৃহত্তম কোণটি কত ডিগ্রী?

ক) ১০০° খ) ১১৫°  গ) ১২৫°  ঘ) ১৩৫°     

সঠিক উত্তর: ঘ) ১৩৫°     

৫২। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

ক) ৫০ খ) ৬০ গ) ৭০ ঘ) ৮০ 

সঠিক উত্তর: খ) ৬০

৫৩। একটি চতুর্ভুজের চারটি বাহর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান হলে তাকে বলে-

ক) আয়তক্ষেত্র খ)সামন্তিরিক গ) বর্গক্ষেত্র ঘ) ট্রাপিজিয়াম 

সঠিক উত্তর: ঘ) ট্রাপিজিয়াম 

৫৪। কতজন বালকের মধ্যে ১২৫ টিআম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যাবে? 

ক) ৫ খ) ১০ গ) ১৫ ঘ) ২০ 

সঠিক উত্তর: ক) ৫

৫৫। ঘড়িতে যখন ১১ টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবতী কোণ কত ডিগ্রী হবে?

ক) ৫০° খ) ৩০° গ) ৪৫° ঘ) ২০°  

সঠিক উত্তর: খ) ৩০°

৫৬। X ও Y এর মানের গড় 9 এবং Z =১২ হলে X,Y এবং Z এর মানের গড় কত?

ক) ৫ খ) ১০ গ) ১৫ ঘ) ২০  

সঠিক উত্তর: খ) ১০

৫৭। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ১০ হয়। সংখ্যাটি কত? 

ক) ১ খ) ১২ গ) ১৬ ঘ) ১৮ 

সঠিক উত্তর: ঘ) ১৮ 

৫৮। মারুফের বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার ১০% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো?

ক) ०% খ) ১% গ) ১০% ঘ) কোন ক্ষতি হয়নি  

সঠিক উত্তর: খ) ১%

৫৯। 5, 7, 10, 14……….25 ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

ক) ১৯ খ) ২০ গ) ২১ ঘ) ২০

সঠিক উত্তর: ক) ১৯ 

৬০। একটি দ্রব্য ১৭০ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক) ১৮০ খ) ১৯০ গ) ১৯৫ ঘ) ২০০

সঠিক উত্তর: ঘ) ২০০ 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৬১। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? 

ক) জেনেভা খ) নিউইয়র্ক গ) লন্ডন ঘ) প্যারিস 

সঠিক উত্তর: খ) নিউইয়র্ক

৬২। মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত? 

ক) পানামানগর খ) পুণ্ড্রনগর গ) পান্ডুয়া ঘ) ভাসুবিহার 

সঠিক উত্তর: খ) পুণ্ড্রনগর

৬৩। নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? 

ক) ১৯০৫ খ) ১৮৮৬ গ) ১৯০১ ঘ) ১৯০২ 

সঠিক উত্তর: গ) ১৯০১

৬৪। বহুরূপী মৌল কোনটি? 

ক) পটাশিয়াম খ) বোরিয়াম গ) আয়রন ঘ) কার্বন 

সঠিক উত্তর: ঘ) কার্বন

৬৫। বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? 

ক) শাহ ওলি উল্লাহ খ) পীর মুহসিন উদ্দীন গ) হাজী শরীয়তউল্লাহ ঘ) ফকির মজনু শাহ 

সঠিক উত্তর: গ) হাজী শরীয়তউল্লাহ

৬৬। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ? 

ক) ২০ মে খ) ২১ জুন গ) ২১ জুলাই ঘ) ১৯ জুন 

সঠিক উত্তর: খ) ২১ জুন

৬৭। কম্পিউটারের মস্তিস্ক কোনটিকে বলা হয়? 

ক) মাদার বোর্ড খ) প্রসেসর গ) এজিপি ঘ) র‍্যাম 

সঠিক উত্তর: খ) প্রসেসর (এটি সাধারণত সিপিইউ বা Central Processing Unit নামে পরিচিত, যা প্রসেসর হিসেবেও উল্লেখ করা হয়)

৬৮। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

ক) ম্যানিলা খ) ব্যাংকক গ) হংকং ঘ) সিঙ্গাপুর 

সঠিক উত্তর: ক) ম্যানিলা

৬৯। LAN শব্দের অর্থ কী? 

ক) Local Area Network খ) Local Anti Network গ) Local Access Network ঘ) Location Area Network 

সঠিক উত্তর: ক) Local Area Network

৭০। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? 

ক) কুমার খ) ভৈরব গ) মহানন্দা ঘ) বরাল 

সঠিক উত্তর: গ) মহানন্দা

৭১। চীনের মুদ্রার নাম কি? 

ক) ইয়েন খ) ইউয়ান গ) রিয়াল ঘ) জেনমেনপি 

সঠিক উত্তর: খ) ইউয়ান

৭২। TCB এর পূর্ণরূপ কী? 

ক) Tea Corporation Board খ) Trade Commission Bangladesh 

গ) Tea Commission of Bangladesh ঘ) Trading Corporation of Bangladesh 

সঠিক উত্তর: ঘ) Trading Corporation of Bangladesh

৭৩। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? 

ক) অ্যালুমিনিয়াম খ) তামা গ) দস্তা ঘ) সীসা 

সঠিক উত্তর: ক) অ্যালুমিনিয়াম

৭৪। আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? 

ক) জেনেভা খ) দ্য হেগ গ) দ্য প্যারিস ঘ) নিউ ইয়র্ক 

সঠিক উত্তর: খ) দ্য হেগ

৭৫। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? 

ক) মিথেন খ) ইথেন গ) হাইড্রোজেন ঘ) নাইট্রোজেন 

সঠিক উত্তর: ক) মিথেন

৭৬। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? 

ক) ১৯৭২ খ) ১৯৭৩ গ) ১৯৭৪ ঘ) ১৯৭৫ 

সঠিক উত্তর: ক) ১৯৭২

৭৭। নিচের কোন উপজাতিটি মাতৃপ্রধান? 

ক) চাকমা খ) গারো গ) সাঁওতাল ঘ) মারমা 

সঠিক উত্তর: খ) গারো

৭৮। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? 

ক) আয়কর খ) আমদানি ও রপ্তানি গ) ভূমি রাজস্ব ঘ) মূল্য সংযোজন কর 

সঠিক উত্তর: ঘ) মূল্য সংযোজন কর

৭৯। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়? 

ক) ১৯৩০ খ) ১৯৩২ গ) ১৯৩৪ ঘ) ১৯৩৮ 

সঠিক উত্তর: ক) ১৯৩০

৮০। ইন্টারনেটের ব্যান্ডউইথ কী? 

ক) ডেটা প্রবাহের হার খ) ডেটা প্রবাহের দিক গ) ডেটা প্রবাহ ঘ) কোনটি নয় 

সঠিক উত্তর: ক) ডেটা প্রবাহের হার

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

See/download Election Commission Secretariat (ECS) Exam Question 2025 from the images below: 

 

ECS-1

ECS-2

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B.: Generally, we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates, stay with our website jobstestbd.com

Election Commission Exam Question Solution 2025:

Bangladesh Election Commission Exam Question Solution 2025 is available above. Bangladesh Election Commission (ECS) has been published by the authority. Bangladesh Election Commission (ECS) Job Circular information is given above. Bangladesh Election Commission (ECS) is one of the largest Government organizations in Bangladesh. The Election Commission (ECS) has published a huge job circular. All information regarding the appointment of the Bangladesh Election Commission (ECS) is given on our website, jobstestbd.com. We publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information, with as provide some effective information or resources and job tips, which help to get a job easily. We trust that our distributed data helps job seekers who are looking for better employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our main target turn into a trustworthy job site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities for individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. Suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website, jobstestbd.com. So every day, visit our website for all kinds of academic support. Please like our Facebook page, jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to advertise on our website for any product of your organization, don’t hesitate to get in touch with us by following the Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.