DTEV Exam Question Solution 2025

DTEV Exam Question Solution 2025 is available below. Directorate of Technical Education (DTE) Exam Question Solution 2025 has been solved by our educational team. DTEV Caretaker Exam Question Solution 2025 is helpful for job seekers in Bangladesh. All information on the DTEV Written Exam Question Solution 2025 is available below. The Directorate of Technical Education (DTE) is a government organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

Directorate of Technical Education Exam Question Solution 2025: 

Organization Name: Directorate of Technical Education (DTE)

See more…

 

Organization Name: Directorate of Technical Education (DTE)

Job Circular Type: Revised Re-Job Circular

Post Name And Vacancy:

1. Stenographer Cum Computer Operator – 01

2. Librarian – 65

3. Steno Typist Cum Computer Operator – 02

4. Accountant – 28

5. UDA Cum Accountant – 04

6. LDA Cum Store Keeper – 14

7. Assistant Cum Store Keeper – 11

8. Office Assistant Cum Store Keeper – 46

9. LDA Cum Typist – 02

10. Assistant Cum Typist – 02

11. Office Assistant Cum Data Entry/Control Operator – 27

12. Caretaker – 74

13. Driver Cum Mechanic – 02

14. LDA Cum Cashier – 79

15. Craft Instructor (Shop) – 07

16. Craft Instructor (Lab) – 15

17. Office Sohayok/Security Guard – 47

18. Office Sohayok (Office Support Staff) – 317

19. Office Sohayok/Gardener – 05

 

 

 

Total Vacancy: 751 

 

 

 

 

 

Exam Date: 27 June and 04 July 2025 

Exam Time: 10:30 AM to 11:30 AM, 10:30 AM to 12:00 PM

 

 

 

 

Exam Question Solution: [Exam Date: 04 July 2025] 

 

See/download Directorate of Technical Education Exam Question Solution 2025 from below:

প্রতিষ্ঠানের নামঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর

পরীক্ষার তারিখঃ  ০৪ জুলাই ২০২৫

পদের নামঃ বিভিন্ন পদ 

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৭০

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

বাংলা অংশের সমাধানঃ 

 

০১। কবি কাজী নজরুল ইসলামের চারটি কাব্যগ্রন্থের নাম লিখুন।

উত্তর: কবি কাজী নজরুল ইসলামের চারটি কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, দোলনচাঁপা, সাম্যবাদী,  ভাঙার গান। 

০২। বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম কী? এবং এর রচয়িতা কে?

উত্তর: বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইয়ের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র। এর রচয়িতা রামরাম বসু। 

০৩। মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? কত সালে প্রকাশিত হয়?

উত্তর: বাংলা ভাষায় মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য তিলোত্তমাসম্ভব কাব্য। এটি ১৮৬০ সালে প্রকাশিত হয়। ইংরেজি ভাষায় মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য ” দ্য ক্যাপটিভ লেডি” (The Captive Lady)। এটি ১৮৪৯ সালে প্রকাশিত হয়। 

০৪। নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্ম নাম কী?

উত্তর: নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্ম নাম বানভট্ট। 

০৫। বাংলা ভাষায় প্রচলিত চারটি জাপানি শব্দ লিখুন।

উত্তর: রিকশা, সুনামি, ক্যারেট, প্যাগোডা বাংলা ভাষায় প্রচলিত চারটি জাপানি শব্দ। 

 

০৬। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) ঈষদুষ্ণ = ঈষৎ + উষ্ণ

খ) বিদ্যুদ্বেগ = বিদ্যুৎ + বেগ

গ) যশোবন্ত = যশঃ + বন্ত

ঘ) তদনুসারে = তৎ + অনুসারে

 

০৭। শুদ্ধ বানান লিখুন:

মানষিক = মানসিক

অহোরাত্রি = অহোরাত্র

অধ্যাবসায় = অধ্যবসায়

স্বতোস্ফূর্ত = স্বতঃস্ফূর্ত

 

০৮। এক কথায় প্রকাশ করুন:

ক) বাঘের চামড়া = কৃত্তি

খ) বন্দনা করার যোগ্য = বন্দনীয়

গ) ভীষণ কাঁদছে এমন = রোরুদ্যামান

ঘ) জল আর্দ্র যে ভূমি = জলাভূমি

 

০৯। অর্থসহ বাক্য রচনা করুন:

ক) খণ্ড প্রলয় = তুমুল কাণ্ড = ১ বিঘা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে খণ্ড প্রলয় ঘটে গেল।

খ) মন না মতি = অস্থির মানব মন  = আমাদের সমাজে বর্তমানে মন না মতি অবস্থা বিরাজ করছে।

গ) কানাকড়ি = অতি নগণ্য পরিমাণ = সরকারি চাকুরীজীবীদের হাতে মাস শেষে এককানাকড়ি থাকে না।

ঘ) একচোখা = পক্ষপাতদুষ্ট = সমাজে একচোখা লোকের অভাব নেই।

 

১০। কার সম্পাদনা এবং কোন সংস্থা থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়?

উত্তরঃ চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়। 

 

গণিত অংশের সমাধানঃ  

১১। একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো এবং ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশটির দৈর্ঘ্য কত?

উত্তরঃ বাঁশটির দৈর্ঘ্য ৩৬০ মিটার।

 

১২। প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি.মি পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?

উত্তরঃ ১১ ঘণ্টা 

 

১৩। একটি গ্রামের মোট জনসংখ্যার ৫/৯ ভাগ লোক পুরুষ। যদি পুরুষের ৩০% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত?

উত্তরঃ ২৭.৭৮% 

 

১৪. a+1/a =√2 হলে a4-1/a4 =?

উত্তরঃ -2 

 

১৫। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফ ৮১০ বর্গ সে.মি হলে উচ্চতা কত?

উত্তরঃ উচ্চতা ২৭ সে.মি

 

ইংরেজি অংশের সমাধানঃ 

 

১৬। Write a short note (not less than ten sentences): “Control of corruption in Bangladesh”

Corruption in Bangladesh has been a continuing problem. According to all major ranking institutions, Bangladesh routinely finds itself among the most corrupt countries in the world. Transparency International has been ranking Bangladesh as among the most corrupt countries in the world consistently since the 1990s and the scourge reached its zenith during the 2009-August 2024, governing period. In Bangladesh, corruption has gone through several phases. For example, initially, corruption was tolerated; then it got institutionalized; then corruption gained respectability; and eventually became an entitlement, implying that it was no more a deal under the table but a norm. Corruption abounds in Bangladeshi government offices. Many officials receive salaries without having any actual assigned work. Officials are recruited and promoted for reasons that are not objectively clear. Solicitation of bribes is common. According to Transparency International The latest value from 2024 is 23 points, a decline from 24 points in 2023. In comparison, the world average is 43 points, based on data from 177 countries. Historically, the average for Bangladesh from 2001 to 2024 is 22 points. The minimum value, 4 points, was reached in 2001 while the maximum of 28 points was recorded in 2017.

 

১৭। Translate into English:

ক) সে এতই গর্বিত অনুভব করলো যে, সে কোন কথা বলতে পারলো না।

= He felt so proud that he couldn’t say a word.

খ) সে প্রতিজ্ঞা করলো যে, সে আর কখনো বিলম্বে অফিসে আসবে না।

= He vowed that he would never come to the office late again.

গ) ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।

= Beggars must not be choosers

ঘ) পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেল।

= The thief fled before the police arrived.

ঙ) রবিবার হতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল।

= It had been raining heavily since Sunday.

 

১৮। Make sentences with meaning:

a) Through and through = পুরোপুরি = Mr. Kamal is honest through and through.

b) Run short = ঘাটতি = Students ran short of money in student life.

c) Stand aside = পাশে দাঁড়ানো = Please stand aside Phalestine.

d) Point of no return = গুরুত্বপূর্ণ মুহূর্ত/সন্ধিক্ষণ= She was getting ready to pass the point of no return.

e) Read between the lines = তাৎপর্য বোঝা = Please try to read between the lines of the letter.

 

১৯। Fill in the blanks with prepositions:

a) The principal had an inquiry——–the case.

Answer: into

b) The leader arrives……..a decision at last.

Answer: at

c) Feed the baby………… milk.

Answer: on

d) He is an antipathy…….. smoking.

Answer: to

e) There is no alternative…….. training.

Answer: to

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

 

২০। পূর্ণরূপ লিখুন: BANBEIS, WiMAX

উত্তর: BANBEIS = Bangladesh Bureau of Educational Information and Statistics

WiMAX = Worldwide Interoperability for Microwave Access

 

২১। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর: ইয়াংসিকিয়াং

 

২২। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে কে বৃটেনের নাইট উপাধি লাভ করেন?

উত্তর: স্যার ফজলে হাসান আবেদ

 

২৩। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর: মালদ্বীপ

 

২৪। বাংলার কোন সুলতান ১৭ বার ভারত আক্রমণ করেন?

উত্তর: সুলতান মাহমুদ 

 

২৫। জেরুজালেম কোন কোন ধর্মালম্বীদের জন্য পবিত্র স্থান?

উত্তর: ইসলাম, ইহুদি ও খ্রিস্ট ধর্ম

 

২৬। ইংরেজি বাংলাদেশের জাতীয় সংসদের নাম লিখুন।

উত্তর: House of the Nation

 

২৭। বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান লিখুন।

উত্তর: বাংলাদেশ বিমানের লোগো বলাকা। এর স্লোগান আকাশে শান্তির নীড়। 

 

২৮। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্ব প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?

উত্তর: যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল জোসেফ টিটো

 

২৯। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: মোস্তফা কামাল আতাতুর্ক

 

৩০। বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত?

উত্তর: 0.05 mg/l

 

৩১। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি?

উত্তর: মূল্য সংযোজন কর (ভ্যাট)

 

৩২। ফারাওরা কোন দেশের রাজা ছিলেন?

উত্তর: মিশর

 

৩৩। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়?

উত্তর: হোয়াইড গোল্ড

 

৩৪। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কী?

উত্তর: Technical and Madrasah Education Division

 

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

See/download the Directorate of Technical Education Exam Question 2025 from the image below:

 

DTEV-Written-2025

 

DTEV-Various-Post

 

 

 

 

Exam Question Solution: [Exam Date: 27 June 2025] 

 

See/download Directorate of Technical Education Exam Question Solution 2025 from below:

প্রতিষ্ঠানের নামঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর

পরীক্ষার তারিখঃ  ২৭ জুন ২০২৫

পদের নামঃ অফিস সহায়ক, অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক/ গার্ডেনার

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৭০

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

১। জেরুজালেম কোথায় অবস্থিত?

উত্তরঃ জেরুজালেম ইসরায়েলে অবস্থিত একটি শহর। তবে ইসরায়েল ও ফিলিস্থিন উভয় দেশই জেরুজালেমকে নিজেদের শহর বলে দাবী করে। 

 

২। কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না?

উত্তরঃ চাতক পাখি 

 

৩। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। 

ক) খয়ের খাঁ =চাটুকার, তোষামোদকারী = অফিসের বসের খয়ের খাঁ হয়ে অনেকে নিজের কাজ হাসিল করতে চায়।

খ) লেফাফা দুরন্ত=বাইরের দিকটা সুন্দর কিন্তু ভেতরে অসার বা ফাঁকা = লোকটির লেফাফা দুরস্ত আচরণে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু পরে জানলাম সে আসলে প্রতারক।

 

৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘প্রত্যুপকার’ রচনাটি কোন মহাকাব্য থেকে সংকলন করা হয়েছে?  

উত্তরঃ আখ্যানমঞ্জরী দ্বিতীয় ভাগ 

 

৫। লেখক প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ পাবনা জেলায় 

 

৬। ‘সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত’- কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি?

উত্তরঃ প্রমথ চৌধুরীর ‘বই পড়া’ প্রবন্ধের উক্তি

 

৭। ক) সঠিক বানানটি লিখুন। 

বিভিষীকা  = বিভীষিকা 

খ) এক কথায় উত্তর লিখুন। 

যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি 

 

৮। ‘রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেঁক শিয়ালীর বিয়ে হচ্ছে- উক্তিটি মুহম্মদ শহিদুল্লাহ্’র কোন প্রবন্ধে উল্লেখ রয়েছে?

উত্তরঃ পল্লিসাহিত্য

৯। ‘অংশ’ ও ‘অংস’ শব্দগুচ্ছের অর্থ কী?

অংশ: ভাগ/খণ্ড

অংস: কাঁধ/স্কন্ধ 

 

১০। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’- এ উক্তিটি কার?

উত্তরঃ হযরত মুহাম্মদ (সাঃ)

 

১১। Make a sentence with meaning:

a) more or less = কমবেশি/মোটামুটি = “The project was more or less a success in Bangladesh.” 

b) without fail =  নিশ্চয় = Jamal delivers the newspapers every morning without fail

c) a slow coach = ধীরগতি সম্পন্ন ব্যক্তি = I have never seen such a slow coach like Kamrul. 

d) here and there = অনিয়মিতভাবে = Karim goes to school here and there

 

১২। Write the plural form of the following words. 

a) story = stories

b) army = armies 

C) datum = data 

d) syllabus = syllabuses/syllabi

 

১৩। Write the feminine gender of the following words. 

a) director =  Directress

b) doctor =  Lady doctor

c) deer = Buck 

d) servant = Maid

 

১৪। Use the right form of the verb. 

a) No sooner had he (take) the money then he went away. 

Answer:  taken

b) He made me (to do) the work. 

Answer: do

c) While (walk) at the station, I met him.

Answer: walking

d) Neither he nor his friends (to have) attended the function. 

Answer: have

 

১৫। Fill in the gap with an appropriate preposition. 

a) We shall have to account to Allah ——–our deeds. 

Answer: for

b) The committee is consisted ——-six members. 

Answer: of

c) Man has unquenchable thirst——–knowledge.

Answer: for

d) He is expert——English. 

Answer:  in

 

 

১৬. একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে?

উত্তরঃ ৬ টাকা

 

১৭.যদি a^4+a^2b^2+b^4=3 এবং a^2+ab+b^2=3 হয়, তবে a^2+b^2 এর মান কত?

উত্তরঃ 2 

 

১৮. x^2 +6x^2y+11xy^2+6y^3″ কে উৎপাদকে বিশ্লষণ করুন।

উত্তরঃ (x+y)(x+2y)(x+3y) 

 

১৯. সংজ্ঞা লিখুন:

ক) সন্নিহিত কোণ: যখন দুটি কোণের শীর্ষবিন্দু একই হয় এবং তাদের একটি সাধারণ বাহু থাকে, তখন কোণ দুটিকে সন্নিহিত কোণ (Adjacent angles) বলে। 

খ) সরল কোণ: যে কোণের পরিমাপ 180∘ তাকে সরল কোণ (Straight angle) বলে। এটি একটি সরলরেখার উপর গঠিত হয়। 

গ) বিপ্রতীপ কোণ: দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয়, তাদেরকে বিপ্রতীপ কোণ (Vertically opposite angles) বলে। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। 

ঘ) বৃত্তের ব্যাস: বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা বৃত্তকে দুটি সমান অংশে বিভক্ত করে, তাকে বৃত্তের ব্যাস (Diameter of a circle) বলে। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা।

 

২০। ৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ০৮ গুণ ছিল। ১০ বছর পর পিতার বয়স পুত্রে বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত?

উত্তরঃ বর্তমানে পুত্রের বয়স ১১ বছর এবং পিতার বয়স ৩২ বছর।

 

 

২১. বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের নাম কী?

উত্তরঃ স্টারলিংক (Starlink) 

 

২২. মহাকাব্য শাহনামার রচয়িতা কী?

উত্তরঃ মহাকবি ফেরদৌসী

 

২৩. ওজন স্তরের রং কী?

উত্তরঃ গাঢ় নীল

 

২৪. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি”

উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী 

 

২৫. http এর পূর্ণরুপ লিখুন।

উত্তরঃ Hypertext Transfer Protocol 

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

See/download the Directorate of Technical Education Exam Question 2025 from the image below:

 

 

 

Courtesy: To all authorities from whom documents are collected

N.B.: Generally, we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates, stay on our website, jobstestbd.com

DTE Exam Question Solution 2025:

Directorate of Technical Education Exam Question Solution 2025 has been published. The Directorate of Technical Education (DTE) published a job circular for several categories of posts. The Directorate of Technical Education (DTE) is one of the largest Government organizations in Bangladesh. The Directorate of Technical Education (DTE) has published a huge job circular for the Authority. All information regarding the Directorate of Technical Education (DTE) appointment is given on our website, jobstestbd.com. We publish all job circulars daily, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information, with as provide some effective information or resources and job tips that help to get a job easily. We trust that our distribution data helps job seekers who are finding superior employment. We likewise share slanting assets for learner who are expanding their insight. Our main target turn into a trustworthy occupation round site in Bangladesh by distributing a genuine refresh that enables individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website, jobstestbd.com. So every day, tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page, jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us by following the Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →