Dhaka Metropolitan Police (DMP) Exam Question Solution 2025

Dhaka Metropolitan Police (DMP) Exam Question Solution 2025 has been published. Dhaka Metropolitan Police (DMP) Exam Question Solution 2025 has been published by the authority. Dhaka Metropolitan Police Exam Question Solution 2025 is good news for job seekers in Bangladesh. All information on the Dhaka Metropolitan Police Exam Question Solution 2025 is available below. The Dhaka Metropolitan Police (DMP) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Dhaka Metropolitan Police Exam Question Solution 2025: 

Organization Name: Dhaka Metropolitan Police (DMP)

Post Name and Vacancy:

1. Computer Operator – 15

2. Office Assistant Cum Computer Typist – 19

3. Accounts Assistant – 01

 

 

 

Total Vacancy: 35 

 

 

 

 

Exam Date: 17, 18 and 24 January 2025

Exam Time: 10:00 AM to 11:30 AM

 

 

 

 

See/download Dhaka Metropolitan Police (DMP) Exam Question Solution 2025 below: 

প্রতিষ্ঠানের নামঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পরীক্ষার তারিখঃ ১৭ জানুয়ারি ২০২৫

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট 

            

                                              

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

বাংলা অংশের সমাধানঃ 

১. অর্থসহ বাক্য রচনা করুন। 

ক. সপ্তমে চড়া  = (প্রচণ্ড উত্তেজনা) = কেউ মিথ্যা অপবাদ দিলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়।

খ. কেঁচে গণ্ডুষ = (পুনরায় শুরু) = শুরুতেই ব্যবসায় বাকী দিয়েছি, এখন কেঁচে গণ্ডুষ করতে হবে।

গ. গৌরিদান = (বাল্যবিবাহ) = আমাদের সমাজে এখনো গৌরিদান চালু আছে।

ঘ. শরতের শিশির = (সুসময়ের বন্ধু) = ক্ষমতায় থাকলে নেতাদের শরতের শিশিরের অভাব হয় না।

ঙ. কাঞ্চন মূল্য = অতি উচ্চ মূল্য = বর্তমানে বাজারে অনেক পণ্যই কাঞ্চন মূল্যে বিক্রি হচ্ছে।

 

২. সন্ধি বিচ্ছেদ করুন। 

ক. সার্বভৌম = সর্বভূমি + ষ্ণ

খ. ষোড়শ = ষট্ + দশ

গ. পর্যালোচনা = পরি + আলোচনা

ঘ. দ্যুলোক = দিব্‌ + লোক

ঙ. সংবিধান = সম্ + বিধান

 

৩. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। 

ক. এক কথায় প্রকাশ করুন।  যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত = নৈয়ায়িক

খ. বিপরীত শব্দ লিখুন। সন্ন্যাসী = গৃহী

গ. আকাশ শব্দের ২টি সমার্থক শব্দ লিখুন। = গগণ, অম্বর

ঘ. কারক ও বিভক্তি নির্ণয় করুন। কালির দাগ সহজে মোছে না। = করণে ৬ষ্ঠী

ঙ. মুমুর্ষু শব্দের সঠিক বানান লিখুন। = মুমূর্ষু

 

৪. ১৫টি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন:

বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনে করণীয়।

বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির কারণ প্রাকৃতিক বা অবশ্যম্ভাবী নয়। বিশেষ ধরনের রাজনৈতিক-অর্থনৈতিক কাঠামোর কারণেই তা ঘটেছে। ১৯৪৮-এ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র বলে যে ‘সকলেই যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সমান সুরক্ষা পাওয়ার অধিকারী’ (অনুচ্ছেদ ৭)। ১৯৬৫-এ সকল প্রকারের বর্ণবৈষম্যে নির্মূলের আন্তর্জাতিক কনভেনশন এর ১(১) অনুচ্ছেদ সংজ্ঞায়িত করে যে জাতিগত বৈষম্য অর্থ হচ্ছে জাতি, বর্ণ, বংশ, বা জাতীয় বা জাতিগত উৎসের উপর ভিত্তি করে যে কোনো পার্থক্য, বর্জন, বিধিনিষেধ বা পছন্দ। বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকারী।’ ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে, (১) শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্য করবে না। এবং (২) রাষ্ট্র ও জনজীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার থাকবে। অথচ বাস্তবে বৈষম্য দূর করে, সমান কর্মসংস্থানের সুযোগের ধারণাটি বাংলাদেশে সঠিকভাবে প্রয়োগ হয় না। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এই রাজনৈতিক-অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটাতে হবে। শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে হবে। প্রাতিষ্ঠানিক খাতে মানসম্মত কর্মসংস্থান বাড়াতে হবে, অপ্রাতিষ্ঠানিক খাতকে শ্রম আইনের আওতায় এনে শ্রমিকের বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। ধনিক গোষ্ঠীর লুণ্ঠন ও দুর্নীতি কঠোরভাবে দমন করতে হবে, দুর্নীতিবাজ ব্যবসায়ী গোষ্ঠীকে বিচার করে শাস্তি দিতে হবে।

 

ইংরেজি অংশের সমাধানঃ 

৫. Translate into English:

ক. আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম। = I have entered the exam center just now.

খ. অন্যের দোষ ধরা সহজ। = It is easy to find fault with others.

গ. আমি সপ্তাহে দুইবার বাজারে যাই। =I go to market twice a week.

ঘ. আমি এক কথার মানুষ। = I am a man of word.

ঙ. লাইনটি কেটে দাও। = Pen through the line.

 

৬. Fill in the blanks with the appropriate word:

ক. He will stick …………….. nothing. = to

খ. I have no ambition ………….. fame. = for

গ. Fortune smiles ………… the brave.  = upon

ঘ. Always guard ……………. danger. = against

ঙ. The Titanic sank————– 1972 A.D. = into

 

৭. Make a sentence with the following:

ক. Once in a while = মাঝে মাঝে = We like to eat out at a nice restaurant once in a while.

খ. White elephant = অত্যন্ত ব্যয়সাপেক্ষ বিলাসিতা =  The new office block has become an expensive white elephant

গ. Against the rainy day = দুর্দিনের প্রতিকূলে = We should save money against a rainy day.

ঘ. In a nutshell = সংক্ষেপে = Please tell the incidence in a nutshell.

ঙ. Sine die = অনির্দিষ্ট কালের জন্য = The school was colsed sine die.

 

৮. Write a paragraph on Student politics within ten sentences.

Students of any country are the true treasure of it and the future of the country depends upon these young people. It is they, who have to represent the country as leaders, make the country by becoming engineers, treat its people by becoming doctors and render all the head and shoulder services in various capacities. These students are the sources of vital energy that can transform the face of the country. But if this energy is used in the otherwise ways, it can cause destruction and anarchy. Students and politics must complement each other. Students should also take part in the politics of the country so that they become aware of the government, state and their affairs. Such political participation by the students would ensure more awareness and better governance. Political participation by students is of utmost importance in the present day. It is important to bring student politics on the right track to produce honest and dedicated leaders for the future.

 

গণিত অংশের সমাধানঃ  

৯. উত্তর লিখুন। 

ক. এক সরল কোণের মান কত?

উত্তরঃ এক সরলকোণ = ১৮০°

 

খ. ৩ ফুট পর পর একটি করে গাছের চারা রোপন করলে ২৭ ফুট দৈর্ঘ্যের রাস্তার দুইধারে মোট কতটি গাছের চারা রোপন করা যাবে?

উত্তরঃ ২০টি 

 

গ. ১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি?

উত্তরঃ ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি [১১, ১৩, ১৭, ১৯]।

 

ঘ. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রস্থ ৮ মিটার হলে পরিসীমা কত?

উত্তরঃ ৬৪ মিটার 

 

৬. ধারার পরের সংখ্যাটি লিখুন: ৩, ৪, ৭, ১১, …..?

উত্তরঃ ১৮ 

 

১০.৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে?

উত্তরঃ ৩০০ টাকা 

 

১১. a ^ 2 – 2a + 1 =0 হলে, দেখান যে, a ^ 4 + 1/(a ^ 4) = 2

দেওয়া আছে, a ^ 2 – 2a + 1 = 0

⇒ a ^ 2 + 1 = 2a

⇒ (a ^ 2 + 1)/a = 2

⇒ a + 1/a = 2

: L.H. S = a ^ 4 + 1/(a ^ 4)

= (a ^ 2) ^ 2 + (1/(a ^ 2)) ^ 2

= (a ^ 2 + 1/(a ^ 2)) ^ 2 -2.a^ 2 . 1 a^ 2

= {(a ^ 2 + 1/(a ^ 2)) ^ 2} – 2

= {(a + 1/a) ^ 2 -2.a. 1 a^ 2} -2

= {(2) ^ 2 – 2\} ^ 2 – 2 = {4 – 2} ^ 2 – 2

= 4 – 2 = 2 =R.H.S

.: L .H.S=R.H.S (দেখানো হলো)

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১২. সংক্ষেপে উত্তর লিখুন। 

ক. লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?

উত্তরঃ ভারত ও পাকিস্তান

খ. রেনেসাঁর সূত্রপাত কোন দেশে?

উত্তরঃ ইতালি 

গ. বাংলাদেশের সর্বউত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়?

উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা

ঘ. মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

উত্তরঃ ১ নং সেক্টর 

ঙ. httpএর পূর্ণরূপ কী?

উত্তরঃ http = Hypertext Transfer Protocol

চ. বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম লিখুন।

উত্তরঃ শীতলতম স্থান: লালখান, সিলেট ও উষ্ণতম স্থান: লালপুর নাটোর।

ছ. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

উত্তরঃ আফগানিস্তান (৩ এপ্রিল, ২০০৭ সালে সদস্য পদ লাভ করে)

জ. বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি?

উত্তরঃ ইউনিকোড

ঝ. ২০২৪ সালে সাফ প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে?

উত্তরঃ নেপাল

ঞ. সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত?

উত্তরঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী।

ট. ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়?

উত্তরঃ অনুচক্রিকা

ঠ. জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয়?

উত্তরঃ ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে 

ড. INTERPOL এর পূর্ণরূপ লিখুন।

উত্তরঃ INTERPOL = Organization. International Criminal Police 

ঢ. নোবেল পুরস্কার এর প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়।

উত্তরঃ নোবেল পুরস্কার এর প্রবর্তক আলফ্রেড নোবেল ও ১৯০১ সাল থেকে এটি প্রবর্তন করা হয়।

ণ. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল কত?

উত্তরঃ ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা  

 

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

See/download the Dhaka Metropolitan Police (DMP) Exam Question 2025 below: 

 

Dhaka-Metropolitan-Police-Exam-Question-2025

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. We are not responsible for any Change, reform, or republishing of any news.

For more updates stay with our website jobstestbd.com 

Dhaka Metropolitan Police Exam Question Solution 2025:

DMP Exam Question Solved 2025 has been published by the authority. Dhaka Metropolitan Police (DMP) Job Circular All information is given above. The Dhaka Metropolitan Police (DMP) is one of the largest Government organizations in Bangladesh. Dhaka Metropolitan Police (DMP) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Dhaka Metropolitan Police (DMP) is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in to our website for academic support. Please like our Facebook page jobstestbd.com.

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →