Land Record and Survey Department (DLRS) Exam Question Solution 2024

Land Record and Survey Department (DLRS) Exam Question Solution 2024 has been published. DLRS Exam Question Solution 2024 has been solved by our educational team. Land Record and Survey Department Exam Question Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on the DLRS Draftsman Cum Area Estimator Cum Seat Keeper Exam Question Solution 2024 is available below. Land Record and Survey Department (DLRS) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Land Record and Survey Department Exam Question Solution 2024:  

Organization Information: Land Record and Survey Department (DLRS)

See more…

 

Exam Question Solution: 01

Post Name And Vacancy:

1. Stenographer Cum Computer Operator – 05

2. Surveyor – 272

3. Traverse Surveyor – 10

4. Computor – 13

5. Draftsman Cum Area Estimator Cum Seat Keeper – 295

6. Driver – 12

7. Nazir Cum Cashier – 17

8. Office Assistant Cum Computer Typist – 21

9. Peshkar – 378

10. Record Keeper – 291

11. Kharij Assistant – 474

12. Janch Mohrar – 422

13. Copyist Cum Bench Assistant – 480

14. Office Sohayok (Office Support Staff) – 182

15. Chainman – 145

 

 

Total Vacancy: 3017 

 

 

 

 

Exam Date: 07 June 2024

Exam Time: 10:30 AM to 12:00 PM 

 

 

 

See/download Land Record and Survey Department Exam Question Solution 2024 from below:

প্রতিষ্ঠানের নামঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

পরীক্ষার তারিখঃ ০৭ জুন ২০২৪

পদের নামঃ ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার

সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট

পূর্ণমানঃ ১০০

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

বাংলা অংশের সমাধানঃ 

১. সন্ধি বিচ্ছেদ করুন। 

ক. পবিত্র = পো + ইত্র

খ. অন্বেষণ = অনু + এষণ

গ. মতৈক্য = মত + ঐক্য

ঘ. ততোধিক = ততঃ + অধিক

ঙ. প্রত্যূষ = প্রতি + ঊষ

 

২. নিচের বানানগুলো শুদ্ধ করুন। 

ক. শিরোচ্ছেদ = শিরশ্ছেদ

খ. গিতাঞ্জলি = গীতাঞ্জলি

গ. বিভীষীকা = বিভীষিকা

ঘ. মুমুর্ষু = মুমূর্ষু

ঙ. বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী

 

৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন। 

ক. আমরণ = মরণ পর্যন্ত = অব্যয়ীভাব সমাস

খ. তেমাথা = তে (তিন) মাথার সমাহার = দ্বিগু সমাস

গ. মধুমাখা = মধু দিয়ে মাখা = ৩য়া তৎপুরুষ সমাস

ঘ. দ্বীপ = দু দিকে অপ যার = নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস

ঙ. চন্দ্রমুখ = চন্দ্রের ন্যায় মুখ = উপমিত কর্মধারয় সমাস

 

৪. নিম্নেরেখ পদগুলোর কারক নির্ণয় করুন। 

ক. মেঘ থেকে বৃষ্টি পড়ে। = অপাদান কারক

খ. তিলে তৈল আছে। = অধিকরণ কারক

গ. ডাক্তার ডাক। = কর্মকারক

ঘ. ছেলেরা ফুটবল খেলছে। = কর্তৃকারক

ঙ. সৎপাত্রে কন্যা দান কর। = সম্প্রদান কারক

 

৫. বাক্য সংকোচন করুন। 

ক. সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন

খ. যার অন্য উপায় নেই = অনন্যোপায়

গ. আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতম্মন্য

ঘ. যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব

ঙ. মৃতের মতো অবস্থা যার = মুমূর্ষু

 

ইংরেজি অংশের সমাধানঃ  

৬. Fill in the blanks:

ক. We should abide———the law. Ans: by

খ. Momotaz was married ………..Shahjahan. Ans: to

গ. He was absent …………….the meeting. Ans: from

ঘ. You………..better go now. Ans: had

ঙ. I am ashamed…………..his conduct. Ans: of

চ. I am capable ………..doing it. Ans: of

ছ. Are you confident ………….your performance? Ans: of

 

৭. Correct the following sentences:

ক. Rich is not always happy.

Ans: The rich are not always happy.

খ. Everybody have gone there.

Ans: Everybody has gone there.

গ. One of my friends are a lawyer.

Ans: One of my friends is a lawyer

ঘ. Yesterday he has gone home.

Ans: Yesterday he went home.

ঙ. This is an unique case.

Ans: This is a unique case.

চ. Would you mind to close the door?

Ans: Would you mind closing the door?

 

৮. Translate the following sentences:

ক. গতরাতে তার ঘুম ভাল হয়েছে।

Ans: He slept a sound sleep last night.

খ. প্রয়োজন আইন মানে না।

Ans: Necessity knows no law.

গ. তিনি এলএলএম পাশ।

Ans: He is an LLM.

ঘ. আমি না হেসে পরলাম না।

Ans: I could not but laugh.

ঙ. আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি।

Ans: I prefer reading to writing.

চ. সে পাঁচ বছর যাবত এখানে বাস করছে।

Ans: He has been living here for five years.

 

৯. Answer the following questions:

ক. Reading is an excellent habit. Here, the word ‘reading’ is a………..

Ans: Gerund

খ. What kind of noun is knowledge?

Ans: Abstract Noun

গ. What is the adjective of word ‘mouth’?

Ans: Oral

ঘ. What is the noun form of ‘Foolish’?

Ans: Fool

ঙ. What is the superlative degree of the word ‘big’?

Ans: Biggest

চ. What is the adjective of the word ‘tax’?

Ans: Taxable

 

বিষয়ভিত্তিক অংশের সমাধানঃ   

১০. সংজ্ঞা লিখুন। 

ক. বাটা দাগ

উত্তরঃ বাটা দাগ হচ্ছে সেই সমস্ত দাগ, যে সকল দাগ রেকর্ড চলাকালীন সময়ে উপযুক্ত তথ্যের অভাবে একটি দাগ প্রস্তুত করা হয় এবং উক্ত দাগটি রেকর্ড চলাকালীন সময়ের মধ্যেই উপযুক্ত তথ্যাদি উপস্থাপন করে প্রস্তুতকৃত একটি দাগকে একাধিক দাগে রূপান্তরিত করার প্রক্রিয়াটি, যেই দাগ সৃষ্টির মাধ্যমে সমাধান করা হয় তাহায় হচ্ছে বাটা দাগ।

 

খ. মৌজামিলি

উত্তরঃ সার্ভে কাজের মাসিক কাজের অগ্রগতির প্রতিফলন হচ্ছে মৌজামিলি।

 

গ. সিট

উত্তরঃ নক্সার উত্তর-পশ্চিম কোন থেকে নাম্বারিং শুরু হয়। মৌজায় জমির পরিমাণ বেশি হলে একাধিক সিট হতে পারে।

 

১১. ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত ৫টি যন্ত্রপাতির নাম লিখুন।

উত্তরঃ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ফোর্থ জেনারেশন সার্ভে ড্রোন বা ইউএভি, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, গ্লোবাল পজিশনিং সিস্টেম- জিপিএস, ইলেকট্রনিক টোটাল স্টেশন- ইটিএস, ডাটা রেকর্ডার, প্লটার

 

১২. নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কী কী?

উত্তরঃ  ব্যবহারিক দিক ও প্রয়োগের ভিন্নতার উপর ভিত্তি করে স্কেলকে প্রাথমিকভাবে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।

ক) সরল স্কেল (Simple Scale)

খ) তুলনামূলক স্কেল (Comparative Scale)

গ) কর্ণীয় স্কেল (Diagonal Scale)

ঘ) ভার্নিয়ার স্কেল (Vernier Scale)

ঙ) বিশেষ ধরনের স্কেল (Seales of Special Types)

 

গণিত অংশের সমাধানঃ   

১৩. একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে ১৫, ১৮, ২১ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।

উত্তরঃ ২৫২২ 

 

১৪. একটি বষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ ৪২ সে.মি., ৩৪ সে.মি. এবং ২০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ ৩৩৬ বর্গসে.মি. 

 

১৫. একটি শ্রেণির প্রতি বেঞ্জে ০৪ জন করে বসলে ০৩ খানা বেঞ্জ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্জে ০৩ জন করে বসলে ০৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?

উত্তরঃ ৬০ জন

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

১৬. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। 

ক. বিশ্ব পরিবেশ দিবস কবে?

উত্তরঃ ৫ জুন

 

খ. কোথায় দিন-রাত্রি সমান?

উত্তরঃ নিরক্ষরেখায়

 

গ. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছ?

উত্তরঃ ১৭ বার

 

ঘ. পদ্মাসেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

উত্তরঃ দৈর্ঘ্য- ৬.১৫ কি.মি.; প্রস্থ- ১৮.১০ মি.

 

ঙ. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?

উত্তরঃ ভুটান

 

চ. ‘পদ্মানদীর মাঝি’ এর রচয়িতা কে?

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

 

ছ. “আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি।’ উক্তিটি কার?

উত্তরঃ ফিদেল ক্যাস্ট্রো

 

জ. স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী?

উত্তরঃ ৪টি। যথা: স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেন

 

ঝ. মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কী কী?

উত্তরঃ ৪টি। যথা: বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক

 

ঞ. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কী? এর দৈর্ঘ্য কত?

উত্তরঃ কক্সবাজার সমুদ্র সৈকত। দৈর্ঘ্য- ১২০ কি.মি.

 

ট. ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের লেখক কে?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

ঠ. উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে?

উত্তরঃ অমর্ত্য সেন

 

ড. GPS ও GIS এর পূর্ণরূপ কী?

উত্তরঃ GPS = Global Positioning System

GIS = Geographic information system

 

ঢ. ছয়দফা আন্দোলন কত সালে হয়েছিল?

উত্তরঃ ১৯৬৬ সালে

 

ণ. ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী?

উত্তরঃ এডিস মশা

 

ত. বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে?

উত্তরঃ ভারত ও মিয়ানমার

 

থ. রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ পাবনা

 

দ. জাতিসংঘ কতসালে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ১৯৪৫ সালে। সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

 

ধ. নিশীথ সূর্যের দেশ কোনটি?

উত্তরঃ নরওয়ে

 

ন. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?

উত্তরঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

 

 

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

See/download Land Record and Survey Department (DLRS) Exam Question 2024 from the below image:

পদের নামঃ ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার 

 

DLRS-Area-Estimator

 

 

Exam Question Solution: 02 

Post Name And Vacancy:

1. Stenographer Cum Computer Operator – 02

2. Computer Operator – 05

3. Draftsman – 02

4. Assistant Record Keeper – 01

5. Sub-Surveyor – 21

6. Computor – 30

7. Boundary Amin – 13

8. Zinc Corrector – 02

9. Printer – 03

10. Accounts Assistant – 01

 

 

Total Vacancy: 82

 

 

Exam Date: 16 March 2024

Exam Time: 11.00 AM to 12.30 PM 

 

 

 

See/download Land Record and Survey Department Exam Question Solution 2024 from below:

প্রতিষ্ঠানের নামঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

পরীক্ষার তারিখঃ ১৬ মার্চ ২০২৪

পদের নামঃ সাব-সার্ভেয়ার + সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট

পূর্ণমানঃ ৯০

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

বাংলা অংশের সমাধানঃ 

 

১. সন্ধি বিচ্ছেদ করুন।

ক) গতানুগতিক = গত + অনুগতিক

খ) শুদ্ধোদন = শুদ্ধ + ওদন

গ) প্রত্যুষ = প্রতি + ঊষ

ঘ) ক্ষুৎপিপাসা = ক্ষুধ্‌ + পিপাসা

ঙ) দুর্গতি = দুঃ + গতি

 

২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন। 

ক) ঘরমুখো = = ঘরের দিকে মুখ যার = প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস

খ) পঙ্কজ = পঙ্কে জন্মে যা = উপপদ তৎপুরুষ সমাস

গ) একগুঁয়ে = এক দিকে গোঁ যার = সমানাধিকরণ বহুব্রীহি

ঘ) যুধিষ্ঠির = যুদ্ধের স্থির থাকে যে = অলুক তৎপুরুষ সমাস

ঙ) মুখচন্দ্র = = মুখ চন্দ্রের ন্যায় = উপমিত কর্মধারয়

 

৩. বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন।

ক) শরতের শিশির = সুসময়ের বন্ধু = আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকো?

খ) পাথরে পাঁচকিল = ত্যন্ত সৌভাগ্য = শেয়ার ব্যবসায় লাভ হয়ে আজ মনে হচ্ছে আমার জীবনে পাথরে পাঁচ কিল এসেছে।

গ) ঝাঁকের  কৈ = একই দলের লোক =  স্বার্থের কারণে আজ  জামাল এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।

ঘ) অকাল বোধন =  অসময়ের জাগরণ = সবকিছু হারিয়ে আজ সুমনের অকাল বোধন হয়েছে।

ঙ) কাক ভূষণ্ডি = দীর্ঘায়ু ব্যক্তি = মমিন সাহেবের বাবার বয়স ১০৫ বছর, তিনি যেন এক কাক ভূষণ্ডি

 

৪. এক কথায় প্রকাশ করুন।  

ক) হনন করার ইচ্ছা = জিঘাংসা

খ) বা বলা হয় নি = অনুক্ত

গ) যার অন্য কোনো উপায় নেই  = অনন্যোপায়

ঘ) যে বন হিংস্র প্রস্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল

ঙ) যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার

 

 

ইংরেজি অংশের সমাধানঃ  

৫. Write the verb form of the following words: 

a) Mourning = Mourn

b) Spirit = Spirit

c) Terror =Terrorize

d) Type = Type

e) Vitality =  Vitalize

 

৬. Change the gender of the following words: 

a) Priest = Priestess

b) Actor = Actress

c) Buck-rabbit = Doe -rabbit 

d) Duke = Duchess

e) Milkman = Milkmaid

 

৭. Change the following sentences as instructed: 

a) You should do the work. (Imperative) = Do the work.

b) He plays football. (Imperative) = Let him play football.

c) I know him. (Complex) = I know who he is.

d) Nobody likes him. (Interrogative) = Does anybody like him?

e) Everything in the shop was costly. (Negative) = Nothing in the shop was cheap.

 

 

৮. Change the voice:

a) There are lots of things to do. = There are lots of things to be done.

b) I know him. = He is known to me.

c) You can do it. = It can be done by you.

d) Is he eating fruit? = Is fruit being eaten by him?

e) Let her sing a song. = Let a song be sung by her.

 

 

 

গণিত ও পদ সংশ্লিষ্ট অংশের সমাধানঃ  

৯. ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে ২ মিটার বিস্তৃত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?

উত্তরঃ ৪৪০ টাকা 

 

১০.  a + 1/a = 2 হলে দেখাও যে, a^2 + 1/(a^2) = a^4 + 1/(a^4)

উত্তরঃ

দেওয়া আছে, a+1/a=2

এখন, L.H.S= a2+1/a2

=(a+1/a)2−2a.1/a

=(a+1/a)2−2

মান বসিয়ে পাই,

=(2)2−2

=4−2

=2

আবার,

R.H.S= a4+1/a4

=(a2)2+(1/a2)2

=(a2+1/a2)2−2a2.1/a2

=(a2+1/a2)2−2

মান বসিয়ে পাই ,

=(2)2−2

=4−2

=2

অতএব, a2+1/a2=a4+1/a4 (প্রমাণিত)

 

১১. একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে মিনারটির উচ্চতা কত?

উত্তরঃ 20/√3 বা ১১.৫৫ মিটার 

 

১২. ভূমি জরিপ কত প্রকার ও কী কী? থিওডোলাইট কী?

উত্তরঃ ভূমি জরিপ ৪ প্রকার যথা ভূ সংস্থানিক, কিস্তোয়ার, নগর, প্রকৌশল। 

থিওডোলাইট হল মনোনীত দৃশ্যমান বিন্দুগুলোর মধ্যবর্তী কোণ অনুভূমিক এবং উল্লম্ব তল বরাবর পরিমাপের জন্য একটি নির্ভুল আলোক যন্ত্র। প্রচলিতভাবে ভূমি জরিপের জন্য ব্যবহৃত হলেও বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আবহাওয়া এবং রকেট লঞ্চের মত বিশেষায়িত প্রয়োগগুলোতেও এটি ব্যবহৃত হয়।

 

১৩. সংজ্ঞা লিখুন। 

ক) মৌজা = মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। এটি ভূমি জরিপের একটি ভৌগলিক ইউনিট।

 

খ) জেএল নম্বর = জেএল নম্বর (Jurisdiction List Number) থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিন্থিত করা হয়। মৌজার এ নম্বরকে জেএল নম্বর বলে।

 

গ) খতিয়ান =  মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা (অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।

 

ঘ) পর্চা = কোন জরিপ যখন সম্পন্ন হয় তখন চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হওয়ার পর মালিকানার বিবরণ সম্বলিত বিবরণী হল খতিয়ান। কিন্তু জরিপের প্রাথমিক পর্যায়ে জমির মালিককে যে খসড়া মালিকানার বিবরণী দেয়া হয় তাকে পর্চা বলে।

 

৬) তফসিল = তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরণ।

 

১৪. ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো কী কী লিখুন।

কোন মৌজার নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে মৌজায় যে কাঠামো স্থাপন করা হয় সেটাই ট্রাভার্স। ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো ওপেন ট্রাভার্সিং, বন্ধ ট্রাভার্সিং, চেইন ট্রাভার্সিং, কম্পাস ট্র্যাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং, প্লেন টেবিল ট্রাভার্সিং।

 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

১৫.  সংক্ষেপে উত্তর লিখুন। 

ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে?

উত্তরঃ আবুল খায়ের

 

খ) ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে?

উত্তরঃ পঁচিশ বিঘা 

 

গ) বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?

উত্তরঃ Tong Tong (টং টং) 

 

ঘ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ১৫ মার্চ 

 

ঙ) বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর প্রধান লক্ষ্য লিখুন।

উত্তরঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা

 

চ) কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?

উত্তরঃ ৬০ ডেসিবল

 

ছ) বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখুন।

উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র 

 

জ) QR Code এর পূর্ণরূপ লিখুন।

উত্তরঃ Quick Response Code (কুইক রেসপন্স কোড

 

ঝ) একটি ডিজিটাল মুদ্রার নাম লিখুন।

উত্তরঃ বিটকয়েন

 

ঞ) ‘বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহাসিক স্থান’ হিসেবে ঘোষণা করেছে?

উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ 

 

ট) কৃত্রিমভাবে তৈরি জীবজন্তুর অভয়ারণ্য যেখানে প্রাণীরা খোলামেলা বিচরণ করে তাকে কী বলে?

উত্তরঃ সাফারি পার্ক

 

ঠ) সবুজ অর্থনীতি কী?

উত্তরঃ পরিবেশের ক্ষতিসাধন না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই সবুজ অর্থনীতি

 

ড) মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?

উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী 

 

ঢ) ‘সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য’- সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

উত্তরঃ ২১ (১) 

 

ণ) ম্যাগসেসে পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশীর নাম লিখুন।

উত্তরঃ  করভী রাখসান্দ

 

ত) বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উত্তরঃ ১.২২%

 

থ) দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে দীর্ঘতম সড়ক টানেল কোনটি?

উত্তরঃ বঙ্গবন্ধু টানেল

 

দ) বাংলাদেশের সর্ব পূর্ব ও সর্ব পশ্চিমের উপজেলা কোনটি?

উত্তরঃ সর্ব পূর্বের উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।  

 

ধ) যুক্তরাষ্ট্রের দুইটি রাজনৈতিক দলের নাম লিখুন।

উত্তরঃ রিপাবলিকান পার্টি, ডেমোক্রাটিক পার্টি

 

ন) ITI কী?

উত্তরঃ ITI এর পূর্ণরূপ Industrial Training Institute. আইটিআই অর্থাৎ ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট’ এটি একটি শিল্প বা বৃত্তিমূলক কোর্স।

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

See/download Land Record and Survey Department (DLRS) Exam Question 2024 from the below image:

পদের নামঃ সাব-সার্ভেয়ার

 

 

পদের নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর  

 

DLRS-Stenographer-Cum-Computer-Operator-Exam-Question-2024

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible. Any Transaction of money for recruitment is illegal. So, don’t pay money to anyone for recruitment purposes.  

For more updates stay with our website jobstestbd.com

Land Record and Survey Department Written Exam Question Solution 2024:

Land Record and Survey Department Exam Question Solution 2024 has been published by the authority. Land Record and Survey Department (DLRS) is one of the largest Government organizations in Bangladesh. The Land Record and Survey Department (DLRS) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Land Record and Survey Department (DLRS) is given on our website jobstestbd.com. We Publish all job circulars daily, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information and some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are looking for better employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our main target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com

 

 

 

Contact Us:

If you want to advertise on our website for any product of your organization please contact us at the following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Momin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Momin →