DGT Exam Question Solution 2025 has been published. Department of Government Transport (DGT) Exam Question Solution 2025 has been published by the authority. MOPA DGT Exam Question Solution 2025 is good news for job seekers in Bangladesh. All information on the Department of Government Transport Exam Question Solution 2025 is available below. The Department of Government Transport (DGT) is a Government Organization in Bangladesh.
Department of Government Transport Exam Question Solution 2025:
Organization Name: Department of Government Transport (DGT)
See more…
Post Name and Vacancy:
1. Steno Typist Cum Computer Operator – 01
2. Mechanic (Grade 15) – 19
3. Driver (Grade 15) – 330
4. Driver (Grade 16) – 73
5. Office Assistant Cum Computer Typist – 04
6. Accounts Assistant – 05
7. Time Keeper – 01
8. Index Assistant – 02
9. Job Assistant – 01
10. Store Man – 01
11. Ledger Assistant – 03
12. Speed Boat Driver – 10
13. Mechanic (Grade 18) – 16
14. Despatch Rider – 11
15. Office Support Staff (Office Sohayok) – 05
16. Cleaner/Helper – 29
17. Security Guard- 16
Total Vacancy: 530
1st Phase Exam Date: 28 February 2025
Exam Time: 09:00 AM to 10:30 AM, 02:30 PM to 03:30 PM
See/download Department of Government Transport (DGT) Exam Question Solution 2025 below:
প্রতিষ্ঠানের নামঃ সরকারী যানবাহন অধিদপ্তর
পদের নামঃ হিসাব সহকারী + অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ২৮ ফেব্রুয়ারি ২০২৫
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
বাংলা অংশের সমাধানঃ
১. ঢাকা শহরের যানজট নিরসনে ১০টি উপায় বর্ণনা করুন।
বর্তমানে রাজধানী ঢাকায় যানজট সমস্যা একটি অন্যতম সমস্যা। ঢাকা শহরের যানজট নিরসনে ১০টি উপায় নিম্নে বর্ণনা করা হলোঃ
১. সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
২. ঢাকামুখী জনস্রোত বন্ধ করতে প্রয়োজনে ক্ষমতা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে।
৩. সড়কের সংখ্যা বাড়াতে হবে। সাথে সিগন্যাল ব্যবস্থায় সর্বোচ্চ ২ মিনিট আটকে রাখতে হবে।
৪. পার্কিং ব্যবস্থার উন্নত করতে হবে।
৫. ব্যক্তিগত গাড়ির বদলে পাবলিক যানবাহনের ব্যবস্থা করতে হবে।
৬. স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাক্তিগত গাড়ির বদলে সবার জন্য বাসে পরিবহন বাধ্যতামূলক করা।
৭. রেল ও নৌপথে সমানভাবে উন্নতি করা যাতে সড়কের উপর চাপ কমে।
৮. ইউলুপসহ বিভিন্ন উন্নত পদ্ধতি ব্যবহার করতে হবে।
৯. মহাসড়কগুলিতে তিন চাকা ও দুই চাকার যানবাহনগুলি নিষিদ্ধ করে এসবের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।
১০. যদি সম্ভব হয় ঢাকাকে বাদ দিয়ে আশেপাশের কোন জেলায় রাজধানী স্থানান্তর করা।
২. ভাব-সম্প্রসারণ করুন: (অনধিক ১০টি বাক্যে)
”জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।”
মূল অর্থ: নিজের আয়ত্বের বাইরে জন্মের জন্য মানুষ দায়ী নয়, কিন্তু কর্মে কার কি অবদান তা দিয়েই তার মূল্যায়ন করা হয়।
সম্প্রসারিত ভাব: মানুষের পরিচয় তার আপন কর্মে- বংশ পরিচয় বা আভিজাত্য নয়। অভিজাত বংশে জন্মগ্রহণ করেও মানুষ যদি ভাল কাজ না করে তবে কারও কাছ থেকে সে শ্রদ্ধা ও গৌরব পায় না। প্রকৃতপক্ষে সাধনা ও কর্মের দ্বারা জীবনে মহত্ত্ব অর্জন করতে হয়। অতি সাধারণ বংশে জন্মগ্রহণ করেও যদি কেউ আপন কর্মসাধনা দ্বারা জীবন-সংসারে মহত্ত্ব প্রতিষ্ঠিত করতে পারেন তবে সে ব্যক্তি সবার আদর ও সম্মান লাভ করে থাকেন। পৃথিবীতে অনেকেই নীচবংশে জন্মগ্রহণ করেও স্বীয় মহৎ আচরণ ও পুণ্যকর্মের দ্বারা ব্যাপক প্রতিষ্ঠা লাভ করেছেন এবং গৌরবের অধিকারী হয়েছেন। সুতরাং বলা যেতে পারে কর্মেই মানুষকে মহিমাময় করে- বংশ গৌরব বা আভিজাত্য নয়।
উপসংহারঃ তাই জন্ম নয়, কর্ম দিয়েই মানুষকে নিজের প্রতিষ্ঠা অর্জন করতে হবে। যে তা পারে না, তার কোন গৌরব নেই। কর্মে যে মহৎ সেই প্রকৃত মানুষ।
৩. পার্শ্বে উল্লিখিত প্রত্যেকটির একটি করে সমার্থক শব্দ লিখুন:
ক. উর্মি = ঢেউ
খ. ধেনু = গরু
৪. পার্শ্বে উল্লিখিত প্রত্যেকটির শব্দার্থসহ বাক্য রচনা করুন:
ক. বাঘের দুধ = (দুঃষ্প্রাপ্য বস্তু): টাকায় বাঘের দুধ মেলে একথা সব ক্ষেত্রে সঠিক নয় ।
খ. সাতপাঁচ ভাবা = (নানারকম চিন্তা): সাত পাঁচ না ভেবে পড়াশুনায় মনোযোগ দাও তাহলে চাকরি পাবে।
গ. হাতের পাঁচ = (শেষ সম্বল): বাবার রেখে যাওয়া হাতের পাঁচ ব্যবসাটিপ রক্ষা করতে পারলাম না।
৫. এককথায় প্রকাশ করুন:
ক. অনেক দেখেছে যে = ভূয়োদর্শী
খ. বাঘের চামড়া = কৃত্তি
গ. রেশম দিয়ে নির্মিত = রেশমি
৬. সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন।
২৮ ফেব্রুয়ারি, ২০২৫
বগুড়া
প্রিয় সুমন,
অনেকদিন তোর চিঠিপত্র পাইনা। তুই কেমন আছিস? আশা করি ভালো আছিস। শেষবার যখন আমাদের দেখা হয়েছিল, তুই বলেছিলে কখনো পাহাড় বেড়াতে গেলে তোকে যেন আমি ভ্রমণের সেই অভিজ্ঞতা অবশ্যই জানাই। সম্প্রতি পরিবারের সাথে এমনই একটি ভ্রমণে যাওয়ার সুযোগ আমার ঘটেছিল। এবার গিয়েছিলাম ভারতের দার্জিলিং শহরে। এটাই আমার প্রথম পাহাড় ভ্রমণ।তোকে বলে বোঝাতে পারবো না সুমন, কি অপূর্ব সুন্দর এই দার্জিলিং শহর। পাহাড়ের ওপর ধাপ কেটে কেটে তৈরি হয়েছে ছোট ছোট বাড়ি। ওঠার সময় পাহাড়ের খাদের গা ঘেঁষে কত ছোট ছোট কাঠের তৈরি দোকান, তুই দেখলে অবাক হয়ে যাবি। আর আমার কাছে সব থেকে বেশি যেটা আকর্ষণীয় লাগলো, তা হল এখানকার পাহাড়ি লোকেদের চা বাগান আর স্থানীয় জীবনযাত্রা। কি অদ্ভুত পরিশ্রমী ও কর্মঠ এখানকার মানুষ, বিশেষ করে পাহাড়ি মহিলারা।
ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে চা বাগানে এরা কি ভীষণ পরিশ্রম করে, আর কাজের শেষে পিঠে চায়ের পাতা বোঝাই করে পাহাড়ি পথ বেয়ে উঠে যায়। কি অদ্ভুত কষ্টকর কিন্তু সরল এখানকার মানুষের রোজকার জীবনচর্যা। আর ভ্রমণের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখতে। কি যে অপরূপ সুন্দর সেই সূর্যোদয়, আর তার বিপরীতে বরফাবৃত সোনালী কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, তা না দেখলে বিশ্বাস করা যায় না।হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বেড়ানোর সময় প্রতিমুহূর্তে তোর কথা মনে আসছিল। আমি ঠিক করেছি তোর আপত্তি না থাকলে একবার সময় করে আমরা দুই বন্ধু এই শহরে বেড়াতে আসবো। এই সম্পর্কে তোর কি অভিমত, তা জানাস। আমার ভালোবাসা নিস। চাচীকে আমার সালাম দিস।
ইতি,
তোর প্রিয় বন্ধু হাসান
প্রাপকের ঠিকানা:
সুমন
প্রযত্নে: কাজী রুমান
বগুড়া
ইংরেজি অংশের সমাধানঃ
৭. Make Sentences with the following Idioms and Phrases:
ক. Above All = (সর্বোপরি): Above all, I would like to thank my family.
খ. Crying need = (জরুরি প্রয়োজন): Sound environment is the crying need of Bangladesh.
গ. Black and white = (লিখিতভাবে): They give their complaint in black and white.
ঘ. Out and out = (পুরোপুরি): Sumon was out and out a gentle man.
ঙ. At daggers drawn = (ভীষণ শত্রুতা): The two party men have been at daggers drawn for a decade.
৮. Make the following Nouns into Adjectives:
ক. Ambition = ambitious
খ. Voice = vocal
গ. Invent = inventive
ঘ. Need = needy
ঙ. Trust = trustworthy/trusty
৯. Fill in the Gaps with the Appropriate Preposition:
ক. He set out……………..home.
উত্তরঃ for/towards
খ. It is a quarter… nine.
উত্তরঃ to
গ. The building is … repair.
উত্তরঃ in
ঘ. He came… road.
উত্তরঃ by
ঙ. You are time.
উত্তরঃ on
১০. Write a Paragraph on ‘Book Fair’ (Within 10 Sentences)
A book fair is an exhibition of books. There are two traditional book fairs in Bangladesh, the Dhaka International Book Fair and the Ekushey Book Fair. Books are like our closest pals because they always bring something new and help us learn. They teach us to think, understand, and see things in different ways. They’re like a key to unlocking new ideas and expanding our minds. The Bangla Academy holds a month-long book fair for International Mother Language Day on its grounds. Also, famous publishers sometimes have their book fairs. A book fair can last for a week or even a month. Lots of publishers join the Ekushe book fair. Their stalls are in rows and look nice. They show and sell books in Bangla and English on many topics. People who love books come to book fairs. Teachers, students, educated folks, and sometimes scholars, writers, and poets also come.
১১. Write an Application to the Director (Roads) for 3 days Casual Leave.
To,
Director (Roads)
Dhaka, Bangladesh.
Subject: Application for 3 days Casual Leave.
Dear Sir,
I hope this letter finds you well. I am writing to request a leave of absence for three days, 01 March 2025 to 03 March, due to attending a family wedding. I have ensured that all my responsibilities are well delegated during my absence to prevent any inconvenience.
I am ready to assist in ensuring a smooth workflow during my absence and will be reachable on my phone and email should any urgent matters arise.
Thank you for considering my leave application. I am hopeful for a positive consideration and am willing to discuss this further if necessary.
Yours sincerely,
Abid
Section Officer
গণিত অংশের সমাধানঃ
১২. ১২০০ টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় ৫ বছরে ১৫৭৫ টাকা হলে মুনাফার হার কত?
উত্তরঃ ৬.২৫%
১৩. উৎপাদকে বিশ্লেষণ করুন:
ক. x ^ 2 + x – 20
উত্তরঃ (x+5) (x-4)
খ. a^4 + 4
উত্তরঃ (a2+2a+2) (a2-2a+2)
১৪. মান নির্ণয় করুনঃ a + b = 12 এবং ab = 35 হলে a² + b² এর মান নির্ণয় করুন।
উত্তরঃ 74
১৫. সংজ্ঞা লিখুনঃ
ক. সূক্ষ্মকোণী ত্রিভুজ = যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ (৯০° এর চেয়ে কম) সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
খ. ভরকেন্দ্র = ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ভরকেন্দ্র বলে।
গ. ট্রাপিজিয়াম = যে চতুর্ভূজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে।
ঘ. পরিবৃত্ত = কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে।
ঙ. ঘনক = পরস্পর লম্ব ছয়টি বর্গাকার সর্বসম তল দ্বারা যে বহুতলক গঠিত তাকে ঘনক বলে।
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১৬. সংক্ষেপে উত্তর লিখুন:
ক. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫
খ. বাংলাদেশ কবে OIC এর সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে
গ. দাভোেস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড
ঘ. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
উত্তরঃ মিশর
ঙ. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তরঃ ১০: ৬ বা ৫:৩
১৭. পূর্ণরূপ লিখুন:
ক. BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
খ. OMR = Optical Mark Recognition
গ. HTML = Hypertext Markup Language
ঘ. TIN = Tax Identification Number
ঙ. UNDP = United Nations Development Programme
১৮. টীকা লিখুন:
ক. অমর একুশে বইমেলা
অমর একুশে বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মেলা নিয়ন্ত্রণের যাবতীয় দায়িত্ব পালন করে। প্রকাশনীসমূহের স্টলগুলো প্রকাশক এলাকা, প্রকাশক-বিক্রেতা এলাকা, শিশু কর্ণার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং লিটল ম্যাগাজিন ইত্যাদি এলাকায় বিভাজন করে স্থান দেয়া হয়। এছাড়া মেলা চত্বরকে ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রমুখ ব্যক্তিত্বের নামে ভাগ করা হয়। এই মেলায় দেশের খ্যাতনামা সব প্রকাশনী, বই বিক্রেতা ছাড়াও দেশের বাইরে, যেমন ভারত, রাশিয়া, জাপান প্রভৃতি দেশ থেকেও নানা প্রকাশনা সংস্থা তাঁদের বই ও প্রকাশনা নিয়ে অংশগ্রহণ করেন।
খ. রোহিঙ্গা সমস্যা
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তু বলতে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তুদের বুঝানো হয়ে থাকে। ২০১৭ সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী, ২৫ আগস্ট ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় ৬,৫৫,০০০ থেকে ৭,০০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। বিগত তিন দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে ৩,০০,০০০ এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে। এ মুহূর্তে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত ২২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাছাড়া, ভারতের হায়দ্রাবাদের রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় ভুগছে, ফলে মিয়ানমারের মতো তারাও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। বাংলাদেশে রোহিঙ্গা সংকট এক জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক সমস্যা, যা শুধুমাত্র জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সংকটের পেছনে রয়েছে রোহিঙ্গাদের ওপর মায়ানমারের দীর্ঘমেয়াদী নিপীড়ন এবং তাদের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা। এ সমস্যার ইতিহাস, বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের ভূমিকা ও সমাধানের পথ নিয়ে আলোচনা করা অপরিহার্য।
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
See/download the Department of Government Transport (DGT) Exam Question 2025 below:
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.
For more updates, stay on our website jobstestbd.com
Department of Government Transport Job Question Solution 2025:
Department of Government Transport Job Exam Question Solution 2025 has been published. The Department of Government Transport (DGT) is one of the Government organizations in Bangladesh. Department of Government Transport (DGT) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Department of Government Transport (DGT) is given on our website jobstestbd.com. We publish all job circulars daily, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private Companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information, some effective information or resources, and job tips, which help to get a job easily. We trust that our data distribution helps activity searchers find superior employment. We likewise share slanting assets for learner uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupation round site in Bangladesh by distributing a genuine refresh that enables unemployment to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day, tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.
Contact Us:
If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us by following the Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.