DGFood Exam Question Solution 2022

DGFood Exam Question Solution 2022 has been published. Directorate General of Food (DGFood) Exam Question Solution 2022 has been published by our educational team. DGFood Exam Question Solution 2022 is hopeful news for job seekers in Bangladesh. All information on the Directorate General of Food Exam Question Solution 2022 is available below. Directorate General of Food (DGFood) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

DGFood Exam Date 2022: 

Organization Name: Directorate General of Food DGFood

Post Name And Vacancy:

1. Sub Inspector of Food – 250

2. Stenographer Cum Computer Operator – 08

3. Steno Typist Cum Computer Operator -15

4. Upper Division Assistant – 31

5. Auditor – 16

6. Accountant Cum Cashier – 06

7. Laboratory Technician – 02

8. Foreman – 01

9. Mechanical Foreman – 25

10. Sub Assistant Inspector of Food – 274

11. Operator-20

12. Electrician – 09

13. Vehicle Electrician – 01

14. Assistant Foreman – 03

15. Millerite – 03

16. Office Assistant Cum Computer Operator – 402

17. Data Entry/Control Operator – 06

18. Laboratory Assistant – 08

19. Assistant Operator – 11

20. Stevedore Sardar – 06

21. Vehicle Mechanic – 04

22. Assistant Millrite – 05

23. Syllo operative – 56

24. Spryman – 27

Total Vacancy: 1166 

 

5th Step Exam Schedule, Post Name, and Vacancy:  

1. Accountant Cum Cashier – 06

2. Spryman – 27

 

Exam Date: 14 January 2022

Exam Time: 10.00 AM to 11.30 AM 

 

 

See/download Directorate General of Food (DGFood) Exam Question Solution 2022 from below:

পদের নাম: স্পেম্যান

পরীক্ষার তারিখ: ১৪ জানুয়ারি ২০২২ 

Edited and Solved by http://jobstestbd.com/

 

১। জিবুতি’র পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?

ক. নিরক্ষীয় গিনি খ. রুয়ান্ডা  গ. কেনিয়া   ঘ. বেনিন

উত্তর: ক. নিরক্ষীয় গিনি

২।  ‘পরীক্ষায় সফল হও’- এটি কোন ধরনের বাক্য? 

ক. বিবৃতিমূলক খ. আদেশমূলক  গ. বিস্ময়সূচক  ঘ. ইচ্ছাসূচক

উত্তর: ঘ. ইচ্ছাসূচক

৩। Promises should be kept’- make the sentences in passive form. 

ক. He should keep his promises. খ. One should keep his promises. 

 গ. You should keep your promises. ঘ. One should keep one’s promises.

উত্তর: ঘ. One should keep one’s promises.

৪। A synonym for “Synergy” is

ক. Alliance   খ. Conflict  গ. Autonomy ঘ. Antagonism

উত্তর: ক. Alliance  

৫। Find the correct analogy of “Light : Blind”. 

ক. Voice: Vibration  খ. Speech : Dumb গ. None of them  ঘ. Tongue : Sound

উত্তর: খ. Speech : Dumb

৬। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? 

ক. পরিস্কৃত খ. পতঞ্জলি  গ. উত্থান  ঘ. সংস্কৃত 

উত্তর: খ. পতঞ্জলি [পতৎ + অঞ্জলি] 

৭। একটি বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি? 

ক. 2:r খ. π: 2r গ. π: r ঘ. 2 : πr 

উত্তর: ক. 2:r

৮। He lives ……. honest means.

 ক. By খ. on গ. within ঘ. For

উত্তর: ক. By

 ৯. “মৈনাক’- ছদ্মনামে কে লিখতেন? 

ক. শামসুর রাহমান খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. সৈয়দ মুজতবা আলী

উত্তর: ক. শামসুর রাহমান

১০. বিদেশি ধাতু কোনটি?

ক. গড় খ. বুধ গ. ছাম্ ঘ. ডর

উত্তর: ঘ. ডর [হিন্দি ধাতু] 

১১. ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচয়িতা কে? 

ক. ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী খ. আহমদ ছফা 

গ. আলি আহাদ  ঘ. বদরুদ্দীন উমর

উত্তর: ঘ. বদরুদ্দীন উমর

১২. ‘To fight shy of-means. 

ক. to adopt খ. to snatch গ. to quarrel ঘ. to avoid

উত্তর: ঘ. to avoid

১৩. ২৭তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-27) কোথায় অনুষ্ঠিত হবে? 

ক. মিশর খ. স্কটল্যান্ড গ. সুইজারল্যান্ড  ঘ. পাকিস্তান

উত্তর: ক. মিশর

১৪. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়ােজিত? 

ক. চীন খ. ভারত গ. বাংলাদেশ  ঘ. পাকিস্তান

উত্তর: গ. বাংলাদেশ

১৫. The play ‘Hamlet’ is written by. 

ক. P. W. B. Yeats খ. William Shakespeare গ. W. H. Auden ঘ. W. Wordsworth

উত্তর: খ. William Shakespeare

১৬. Antonym of ‘bizarre’ is

ক. Messy খ. Normal গ . Flexible ঘ. Hannibal

উত্তর: খ. Normal

১৭. a : b = 3: 6 এবং b: c =12:16 হলে a:c = কত? 

ক. 6 : 16 খ. 3:2  গ. 2:3  ঘ. 4:31

উত্তর: ক. 6 : 16

১৮। একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যােগ করলে ২ হয়, সংখ্যাটি কত? 

ক. ০.৪০ খ. ০.২০ গ. ০.৪৫ ঘ. ১০

উত্তর: ক. ০.৪০

১৯. ‘সব ভাল যার শেষ ভাল তার’- সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

ক. All well that ends well. খ. All are well that are well. গ. All one well when all finish well. ঘ. All well that end well.. 

উত্তর: ক. All well that ends well.

২০. কর্মধারয় সমাস কোনটি? 

ক. মুখচন্দ্র খ. মধুমাখা গ. কদাচার ঘ. মহারাজ

উত্তর: ক, ঘ  [মহান যে রাজা= মহারাজ = সাধারণ কর্মধারয় , মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র = উপমিত কর্মধারয়]  

২১। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, সে দেশ দুটির নাম কি? 

ক. ভারত ও মিয়ানমার খ. ভারত ও ভুটান গ. ভারত ও নেপাল ঘ. ভারত ও চীন

উত্তর: ক. ভারত ও মিয়ানমার

২২. a + b =V16 এবং a – b = 9 হলে 4ab এর মান কত?

ক. 12 খ. 7  গ. 10 ঘ. 15

উত্তর: খ. 7

২৩. ৯০ ডিগ্রি কোণের পুরক কোণের মান কত? 

ক. ১৮০ ডিগ্রি খ. ৩৬০ ডিগ্রি.  গ. ৯০ ডিগ্রি  ঘ. ০ ডিগ্রি

উত্তর: ঘ. ০ ডিগ্রি

২৪. নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেবা নির্বাচিত হন কোন খেলােয়াড়?  

ক. এবাদত হােসেন খ. মমিনুল হক গ. মুশফিকুর রহিম। ঘ. লিটন দাস

উত্তর: ক. এবাদত হােসেন

২৫. কতজন লােককে ১২৫টি কমলা এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে? 

ক. ১৫ খ. ২০ গ. ৫ ঘ. ১০

উত্তর: গ. ৫

২৬. একটি সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে নীচের কোনটি সঠিক?

ক. c = a2 + b2 খ. c = a2 + b2 গ. a = b + c2 ঘ. b2 = a + c2

উত্তর: ক. c = a2 + b2

২৭. এসডিজি এর কত নং অভীষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? 

ক. অভীষ্ট-২ খ. অভীষ্ট-৪ গ. অভীষ্ট-১ ঘ. অভীষ্ট-৩ 

উত্তর: ক. অভীষ্ট-২ [GOAL 2: Zero Hunger] 

২৮. ‘ ফ্লুরোনা’ কিসের নাম?

ক.এক প্রকার ভাইরাস  খ. ইতালির একটি শহরের নাম 

গ. ফ্লু ও করােনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ ঘ. এক জাতীয় গােলাপ ফুল

উত্তর: গ. ফ্লু ও করােনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ

২৯. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?

 ক. ওলন্দাজ খ. গুজরাটি  গ. তুর্কি ঘ. পর্তুগিজ

উত্তর: ঘ. পর্তুগিজ

৩০. ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি, ২০২২ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল?

ক. জেনেভা, সুইজারল্যান্ড খ. ভিয়েত, ইউক্রেন গ. মস্কো, রাশিয়া। ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

উত্তর: ক. জেনেভা, সুইজারল্যান্ড

৩১. যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি। পাবে না? 

ক. ৬০.৫% খ. ৩৭.৫% গ. ৪০.৫% ঘ. ৫০% 

উত্তর: খ. ৩৭.৫%

৩২. অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল কত?

 ক. ৭১.৫ বছর খ. ৭০.৫ বছর গ. ৭৩.৮ বছর  ঘ. ৭২.৮ বছর 

উত্তর: ঘ. ৭২.৮ বছর [এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১.২ বছর। নারীর গড় আয়ু ৭৪.৫ বছর] 

৩৩. ২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত? 

 ক. ৬,০৩,৬৮১ কোটি টাকা  খ. ৫,৬৪,৬৮১ কোটি টাকা 

গ. ৬,৬৪,৬৮১ কোটি টাকা ঘ. ৫,০৩,৬৮১ কোটি টাকা

উত্তর: ক. ৬,০৩,৬৮১ কোটি টাকা

৩৪. কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ?  

ক. দুধভাতে উৎপাত খ. নামহীন গােত্রহীন 

গ. অরক্ষিত জনপদ ঘ. অবিনাশী আয়ােজন

উত্তর: খ. নামহীন গােত্রহীন [হাসান আযিযুল হক রচিত এ গল্পে মুক্তিযুদ্ধ চলাকালীন কালপর্বে পাকিস্থানী সৈনিকদের পৈশাচিকতার ভয়াল রূপটি আরও প্রকোটভাবে ধরা পড়েছে] 

৩৫. Select the correct sentence?

ক. He resembles as his father খ. He resembles to his father. 

গ. He resembles his father. ঘ. He resembles like his father.

উত্তর: গ. He resembles his father.

৩৬. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? 

ক. মহাপ্রাণ ধ্বনি খ. ঘােষ ধ্বনি গ. অঘােষ ধ্বনি ঘ. অল্পপ্রাণ ধ্বনি

উত্তর: খ. ঘােষ ধ্বনি

৩৭. ৬০ কোন সংখ্যার ৮০%?

ক. ৮০ খ. ৪৮ গ. ৭৫  ঘ. ১২০

উত্তর: গ. ৭৫ 

৩৮. ‘ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? 

ক. রাজার রাজ্য খ. বাটির দুধ  গ. দেশের লােক  ঘ. রােজার ছুটি

উত্তর: ঘ. রােজার ছুটি

৩৯. Choose the correct spelling? 

ক. Sovereignity খ. Soverinty  গ. Sovreignty ঘ. Soverenity 

উত্তর: সঠিক উত্তর নেই [সঠিক বানান Sovereignty]  

৪০. এক কুইন্টাল চালের দাম ২,০০০ টাকা। কেজি প্রতি ৫ টাকা বাড়লে বর্তমানে ১ কুইন্টাল চালের দাম কত?

 ক. ৩০০০ টাকা খ. ৫০০ টাকা গ. ২৫০০ টাকা ঘ. ১৫০০ টাকা 

উত্তর: গ. ২৫০০ টাকা

 

Edited and Solved by http://jobstestbd.com/

 

Courtesy: To all authorities from where documents are collected.

N.B: Generally we try to update any news. For any Change, reform, and republished of any news we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

DGFood Exam Question Solution 2022:

DGFood Exam Question Solution 2022 is available above. The Directorate General of Food (DGFood) has published Job Circular by the authority. Directorate General of Food (DGFood) is one of the largest Government organizations in Bangladesh. The Directorate General of Food (DGFood) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Directorate General of Food (DGFood) is given on our website jobstestbd.com. We are Published all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs on this website are not for unemployed people but also employed people too. All types of suggestions, question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.

 

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.