Class 8 Assignment Answer 2021 4th Week

Class 8 Assignment Answer 2021 4th Week has been published. Class 8 4th Week Assignment Answer 2021 has been Solved by our Educational Team. 4th Week Class 8 Assignment Answer 2021 is an important task for the students. All information on Class 8 Assignment Solution 2021 is available below. The directorate of secondary and higher education has already released the assignment syllabus. You Must Submit Your Assignment Your School. See Class 8 Assignment Answer 2021 4th Week.

 

 

 

 

Class 8 Assignment Answer 2021 4th Week: 

Assignment Type: High School Assignment

4th Week Assignment Publish Date: 23 May 2021  

Assignment Class: Eight 

Subject: All Subject 

Board: All Education Board  

 

4th Week Assignment Answer 2021 for Class 8:

Subject Name: Science (বিজ্ঞান)

Question:

চিংড়ি, মৌমাছি, ফিতা কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাহড্রা – প্রাণীগুলো থেকে যে কোনো ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি কর। এগুলোর মধ্যে থেকে তোমার পরিচিত প্রাণীগুলোর কিরুপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ কর।

সংকেতঃ প্রভাব নিরুপনে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করা। 

Answer:

ক)  চিংড়ি
পর্বঃ Arthropoda (আথ্রোপােডা)  
 
বৈশিষ্ট্য: এদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপঙ্গ বিদ্যমান। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহবর হিমােসিল নামে পরিচিত।
বাসস্থান: এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস ঝরে। এদের বহু প্রাণী জ্বলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে।
উপকারিতা: চিংড়ি মাছ আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে।
অপকারিতা: চিংড়ি মাছ খেলে এলার্জি জনিত সমস্যা হতে পারে।
খ) মৌমাছি 
পর্ব: আথ্রোপােডা (Arthropoda) 
বৈশিষ্ট্য: মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের তনয় রক্তপূর্ণ গহবর হিমােমিল নামে পরিচিত।
বাসস্থান: এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করে। এদের বহু প্রাণী স্থলে , স্বাদু পানিতে ও সমুদ্রে বসি করে।
উপকারিতা: মৌমাছির সাহায্যে উৎপাদিত মধু আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে। হতে পারে।
 
অপকারিতা: মৌমাছির কামড়ে বিষাক্ত জনিত ব্যথা হয়।
গ) ফিতা কৃমি 
পর্ব: প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)
বৈশিষ্ট্য: দেহ চ্যাপ্টা , উভলিঙ্গ। এরা বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। পুরাে কিউটিকল দ্বারা আবৃত থাকে দেহে চোষক ও আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলাে রেচন অঙ্গ হিসাবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ন বা অনুপস্থিত।
বাসস্থান: এই পর্বের বহু প্রজাতির বহিঃপরজীবী , অন্তঃপরজীবী হিসেবে অনজীব দেহের বাইরে বা ভিতরে বসবাস করে। এ পর্বের কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। তবে এ পর্বের কোনাে কোনো প্রাণী ভেজা ও স্যাঁতস্যাঁতে মাটিতে বাস করে।
উপকারিতা: ফিতাকৃমির কোন উপকারিতা নেই।
অপকারিতা: ফিতাকৃমি দেহে বমি বমি ভাব , পেট ব্যথা ইত্যাদি সৃষ্টি করতে পারে।
ঘ) সাপ  
পর্ব: কর্ডাটা (Chordata) এরা সরীসৃপ (Reptile)
বৈশিষ্ট্য: বুকে ভর করে চলে। ত্বক শুষ্ক ও আঁশযুক্ত। চারপায়েই পাঁচটি করে নখর যুক্ত আঙ্গুল আছে।
বাসস্থান: এরা বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী, খেচর ইত্যাদি হয়ে থাকে।
উপকারিতা: ধান ক্ষেতের ইদুর এবং ক্ষতিকর পােকা দমনে সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকারিতা: সাপের কামড়ের ফলে মানুষের মৃত্যু ঘটতে পারে।
ঙ) কাক 
 
পর্ব: কর্ডাটা (Chordata) এরা পক্ষীকুল (Aves) 
 
বৈশিষ্ট্য: দেহ পালকে আবৃত। দুটি ডানা , দুটি পা ও একটি চঞ্চ আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে । এরা উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত , হালকা ও ফাপা।
বাসস্থান: এরা বৃক্ষবাসী।
 
 উপকারিতা: কাক পরিবেশের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে।
 
 অপকারিতা: কাক মানুষের উৎপাদিত বিভিন্ন ফল গাছ থেকে খেয়ে নষ্ট করে ফেলে।
চ) ঝিনুক 
 
পর্ব: মলাস্কা (Mollusca)
বৈশিষ্ট্য: দেহনরম । নরম দেহটি সাধারণত শক্ত খােলস দ্বারা আবৃত থাকে। পেশীবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
বাসস্থান: এদের প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস কয়ে। তবে কিছু কিছু প্রজাতির পাহাড়ি অঞ্চলে বন – জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে।
উপকারিতা: সবুজ ঝিনুক পেশি, টিস্যু ও কোশকে চাঙ্গা করে তােলে , যা স্নায়ুর বিকাশে সহায়ক। অ্যাস্থমা রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
ঝিনুকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি বাতের ব্যথা ও শরীরের স্টিফনেস সারাতে সায়ক। দেহের প্রতিরােধ ক্ষমতা বাড়িতে তুলতে ঝিনুক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অপকারিতা: পাচনতন্ত্র এবং প্লীহা রােগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঝিনুক মারাত্মক ধরনের সমস্যা হওয়ার ভয় থাকে।
ছ ) রুই মাছ 
 
পর্ব: কর্ডাটা (Chordata)
 
বৈশিষ্ট্য: অধিকাংশই স্বাদু পানির মছি। মাথার দুই পাশে ৪ জোড়া ফুলকা থাকে। ফুলকা গুলাে কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
 
বাসস্থান: স্বাদু পানি, সমুদ্র ইত্যাদি।
উপকারিতা: রুই মছি আমাদেরকে অর্থনৈতিক ভাবে সাহায্য করে। প্রতিরোধ কম্বেস্তিয়ৱীৱজরাবা ব্যাকটেরিয়ায়
অপকারিতা: অতিরিক্ত মাছ খেলে রােগ কমে গিয়ে শরীর ভাইরাস বা আক্রান্ত হতে পারে, হতে পারে রোগ সংক্রমণ।
জ) বিড়াল 
 
পর্ব : স্তন্যপায়ী (Mammalia)
বৈশিষ্ট্য: দেহ লােমে আবৃত থাকে। উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
বাসস্থান: এরা স্থলে বসবাস করে।
 
উপকারিতা: বিড়াল ঘরের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে।
অপকারিতা: বিড়ালের আঁচড়ে কামড়ে বিভিন্ন রকমের রােগের সৃষ্টি হতে পারে।
ঝ) হাইড্রা
পর্ব: Cnidaria (নিডারিয়া) 
বৈশিষ্ট্য: এরা পুনরুৎপত্তি ক্ষমতার জন্য বিখ্যাত। হাইড্রা মুক্তজীবী। এরা মিঠাপানিতে নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিচের তলে সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। এরা মাংসাশী। কর্ষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে।
বাসস্থান: এরা জলে বসবাস করে।
উপকারিতা: হাইড্রার কোন উপকারিতা নেই। তবে গবেষণার বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়।
অপকারিতা: হাইড্রা বিভিন্ন ধরনের জলজ অমেরুদন্ডী প্রাণী খেয়ে ফেলে।

Subject Name: Arts and Crafts (চারু ও কারুকলা)

Question: 

গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন কর।

সংকেত:

০১। কোন্ কোন্ ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় তা চিহ্নিত কর। (যেমন: কুলা, ডালা)
০২। কী কী উপকরণ ও কীভাবে নান্দনিক রূপ দেয়া হয় তা’ উল্লেখ কর।

নির্দেশনা: তােমার দেখা কোন গায়ে হলুদের অনুষ্ঠানের অভিজ্ঞতার আলােকে লিখ।

Answer:

গায়ে হলুদ বিবাহ অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব। বিবাহের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে আনুষঙ্গিক নানা ধরনের আচার-অনুষ্ঠান সম্পাদিত হয়।  গায়ে হলুদ বাঙালি জাতির বহুল প্রচলিত উৎসবের মধ্যে একটি। এই উৎসব বহু কাল বংশ পরম্পরায় চলে আসছে। আর গায়ে হলুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হলুদ  যা ছাড়া গায়ে হলুদ কল্পনা করা যায় না। এছাড়াও বিভিন্ন জিনিসপত্রে করা হয় কারুশিল্পের ব্যবহার এবং নান্দনিকভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়। আমার দেখা গায়ে হলুদের অনুষ্ঠানে যে সব উপকরণ ব্যবহৃত হয়েছিল সেগুলো হলো:

ক) কুলা

খ) ডালা

গ) বাটি

ঘ) ফলমূল

ঙ) বিভিন্ন ধরনের মিষ্টি

চ) গায়ে হলুদের পোশাক

ছ) গায়ে হলুদ নেমপ্লেট

 

আমার দেখা কোন গায়ে হলুদের অনুষ্ঠানের অভিজ্ঞতার আলােকে গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন করা হলোঃ  

আমার দেখা গায়ে হলুদের অনুষ্ঠান ডালা দিয়েই শুরু হয় প্রথম পর্ব। আর সেখানে ছিল বর-কনেকে দেয়া উপহার সামগ্রী সহ আরো অনেক কিছু। প্রথমদিকে শুধু বেতের ঢালাই প্রচলন ছিল। এখন সুদৃশ্য পলি অথবা কাপড় দিয়ে মোড়া বিভিন্ন সুন্দর সুন্দর ডালা পাওয়া যায়। সঙ্গে লেইস ফিতা জড়িয়ে ডালায় আনা হয়েছিল নতুনত্ব। মাছের ও পোশাকের ডালা রঙিন সেলোফেন পেপার এবং নানা রঙের নেটের কাপড় পেচিয়ে চারপাশে সোনালী রঙের ফিতা দিয়ে বেঁধে সাজানো হয়েছিল। ফলে এটি সুন্দর দেখাচ্ছিল। এই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে কুলায়  ছিল নতুনত্ব। যেখানে কুলা ছিল বিভিন্নভাবে নকশাময়। কুলার চারদিক বিভিন্ন রংয়ের কাপড় দিয়ে মোড়ানো ছিল এবং ভিতরে বিভিন্ন পাতা, ফুল ইত্যাদি নকশা করা ছিল যা দেখতে অনেক সুন্দর। আমাদের দেশের গায়ে হলুদের  প্রচলিত পোশাকের মধ্যে রয়েছে হলুদ পাঞ্জাবি এবং হলুদ রংয়ের শাড়ি। আমার দেখা অনুষ্ঠানে এসব সবই ছিল। আত্মীয়-স্বজনরা কমবেশি সবাই হলুদ পাঞ্জাবী পড়েছিল যাতে লতাপাতা ইত্যাদির কিছু কারুকাজ ছিল এবং শাড়ির ক্ষেত্রে মেয়েগুলোর সাথে কনেও হলুদ শাড়ি পড়েছিল। হলুদের শাড়ির পাড় ছিল লাল যাতে কিছু কাজও করা ছিল। তবে বরের হলুদে সে গেঞ্জি এবং লুঙ্গি পড়েছিল। বর ও কনে উভয় পক্ষের গায়ে হলুদে বর বা কনের নাম অনুসারে নেমপ্লেট টাঙ্গানো হয়েছিল। যা বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছিল, সেখানে ছিল গায়ে হলুদের সাজ এবং গায়ে হলুদ লেখায় বৈচিত্রতা। অনুষ্ঠানে বিভিন্ন ধরণের মিষ্টান্ন ও ফলমূল সাজানো ছিল। যেমন লাড্ডু, গোল্লা, সন্দেশ, কলা, আপেল, আঙ্গুর ইত্যাদি। এসব ফল নানাভাবে কেটে রাখা হয়েছিল যা নতুন রূপ ধারণ করেছিল যা সকলের দৃষ্টি আকর্ষণ করতেছিল।

 

 

4th Week Assignment Syllabus for Class 8:  

Class 8 Assignment Syllabus Science 4th Week

Class 8 Assignment Syllabus Arts and Craft 4th Week   

 

See/download School 4th Week Assignment Question All Subject in below PDF: 

School 4th Week Assignment Question 2021 PDF

Official Notice Link: Click Here to see the Official Notice

See/download School 4th Week Assignment Question All Subject in below images:    

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, and republished of any news we are not responsible.

For more update stay with our website jobstestbd.com

 

Hope You Find The Answer For the 4th Week All Class Assignment All Subject. Ask me Anything Related to Education by the comment below. 

 

Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Momin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Momin →