CAAB Written Exam Question Solution 2024 

CAAB Written Exam Question Solution 2024 is available below. Civil Aviation Authority of Bangladesh Written Exam Question Solution 2024 has been solved by our educational team. CAAB  Office Assistant Cum Computer Typist Written  Exam Question Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on the CAAB Written Exam Question and Solution 2024 is available below. The Civil Aviation Authority of Bangladesh (CAAB) is a renowned Government institute in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

Civil Aviation Authority of Bangladesh (CAAB) Written Exam Question Solution 2024: 

Organization Name: Civil Aviation Authority of Bangladesh (CAAB)

See more…

 

 

Circular: 14

Group 8 (খ বিভাগ)            

Post Name and Vacancy: 

1. Office Assistant Cum Computer Typist (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) – 69

2. Surveyor (সার্ভেয়ার) – 01

3. Store man (স্টোরম্যান) – 04

4. Medical Assistant (মেডিক্যাল এসিস্ট্যান্ট) – 01

5. Airport Fire Operator (এয়ারপোর্ট ফায়ার অপারেটর) – 85

6. Motor Transport Fitter Driver (মোটর পরিবহন ফিটার ড্রাইভার) – 04

7. Junior Security Operator (জুনিয়র নিরাপত্তা অপারেটর) – 07

8. Pump Driver & Pump Mistry (পাম্প চালক ও পাম্প মিস্ত্রী) – 02

9. Trollyman/Belder/Bearer/Cleaner (ট্রলীম্যান/বেলদার/বাহক/ পরিচ্ছন্নতা কর্মী) – 35

10. Assistant Cook (সহকারী বাবুর্চি) – 01

 

Group 8 (খ বিভাগ) Total Vacancy: 209 

 

 

 

 

Written Exam Date: 08 November 2024 

Exam Type: Written

Exam Time: 10:30 AM to 12:00 PM

 

 

 

 

See/download Civil Aviation Authority of Bangladesh (CAAB) Written Exam Question Solution 2024 from below: 

প্রতিষ্ঠানের নামঃ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পরীক্ষার তারিখঃ ০৮ নভেম্বর ২০২৪

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

বাংলা অংশের সমাধানঃ  

১। বাগধারাগুলির অর্থ লিখুনঃ   

ক. অগাকাণ্ড = নির্বোধ/বোকা [অঘাচণ্ডি বলে বেশি প্রচলিত] 

খ. অষ্ঠকপাল = হতভাগ্য 

গ. আঠার মাসে বছর = কুড়ে স্বভাব/দীর্ঘসূত্রিতা 

ঘ. এক ঘরে গিন্নি = কর্তৃত্ব

ঙ. এলেবেলে = নিকৃষ্ট/গুরুত্বহীন

 

২। বিপরীত শব্দ লিখুন।

ক. অধিত্যকা =উপত্যকা

খ. অনুরক্ত = বিরক্ত

গ. অনুমোদিত = অননুমোদিত/নিষিদ্ধ 

ঘ. অনাবিল = আবিল 

ঙ. আরোহন =অবতরণ 

 

৩। রচনা লিখুন: “বাংলাদেশের শ্রম বাজারঃ সংকট ও সমাধান।”

বর্তমান বিশ্বে আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে জনশক্তি রপ্তানি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পৃথিবীর বিভিন্ন এলাকায় জনসংখ্যার অসম বণ্টন দেখা যায়। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাসহ অনেক দারিদ্র্য দেশে সামর্থ্যরে তুলনায় অধিক জনসংখ্যা রয়েছে। ফলে দেখা দিচ্ছে নানামুখী সমস্যা। তাই বিপুল জনশক্তিকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই। অধিক জনশক্তিকে জনসম্পদে রূপান্তরের প্রক্রিয়া হিসেবে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির উদ্যোগ গ্রহণ করা করতে হবে। যার মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। প্রতিবছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে গমন করে থাকে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এছাড়া বাহরাইন, লিবিয়া, লেবানন, দ. কোরিয়া, মরিশাস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালিসহ অন্যান্য দেশেও বাংলাদেশের শ্রমিক পাঠানো যায়।

 

দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয়ের সেরা মাধ্যম জনশক্তি রফতানি বা প্রবাসী আয়। কিন্তু ক্রমবর্ধমান শ্রমবাজার সংকটহেতু জনশক্তি রফতানিতে ধ্বংস দেশের রেমিট্যান্স প্রবাহকে প্রতিনিয়তই স্থবির করে তুলছে। প্রায় তিন বছর ধরে জনশক্তি রফতানির নিম্নমুখী প্রবণতা রয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা, বিদেশে মানুষরূপী অমানুষদের পদচারণ ও অপতৎপরতায় বাংলাদেশিদের ভাবমূর্তি সংকট, দক্ষ শ্রমিকের অভাব এবং বিভিন্ন দেশে বাংলাদেশের জনশক্তি রফতানি বন্ধ হয়ে যাওয়া এবং কূটনৈতিক তৎপরতার অভাবসহ নানাবিধ কারণ এর পেছনে জড়িত। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে রাজনৈতিক সংকটে রিক্ত নিঃস্ব হয়ে প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে আসার প্রবণতায় দেশের রেমিট্যান্স প্রবাহ যোগ করেছে সংকটের নতুন মাত্রা। ফলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনকারী দেশ হয়েও হুমকির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। অথচ জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান রাখা এ বৃহৎ খাতটির স্থবিরতা দূর করা প্রয়োজন সবার আগে। এক্ষেত্রে যথেষ্ট সুযোগও রয়েছে বাংলাদেশের। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে চাহিদার ভাটা পড়লেও পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাওয়া দেশগুলোতে দক্ষ ও অদক্ষ জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। এসব অঞ্চলে বাংলাদেশের জনশক্তি রফতানিকে সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে শ্রমবাজারের যে ধাক্কা লেগেছে তা পূরণ করা সম্ভব। এছাড়া আফ্রিকা মহাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে জনশক্তি রফতানির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে নতুন করে শ্রমবাজার পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের সামনে। সাম্প্রতিক প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা বেকার সমস্যা হ্রাস, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। গ্রামীণ জনগণের প্রেরিত অর্থ দ্বারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।

 

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের শ্রম বাজার এক বিশাল সম্ভাবনাময় খাত। এ খাত থেকে বাংলাদেশ প্রতিবছর প্রচুর রেমিট্যান্স পেয়ে থাকে, যা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। তাই বাংলাদেশের শ্রমবাজারের সমস্যাসমূহ চিহ্নিত করে তা সমাধানের আশু ব্যবস্থা গ্রহণ করা জরুরি

 

৪। ভাব সম্প্রসারণ লিখুন; “মানুষ বাঁচে তার কর্মে মধ্যে, বয়সের মধ্যে নয়।”

সময় অনন্ত, জীবন সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত এ জীবনে মানুষ তার মহৎকর্মের মধ্য দিয়ে এ পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। আবার নিন্দনীয় কর্মের ফলে এই জগতে সে বেঁচেও মরে থাকে। কেননা ব্যক্তি, পরিবার, সমাজ তাকে ভালােবাসে না। সমাজ, দেশ ও জাতি তাকে শ্রদ্ধা করে না, স্মরণ করে না। তার মৃত্যুতে কারও কিছু যায় আসে না।

 

মানুষ মাত্রই জন্ম-মৃত্যুর অধীন। পৃথিবীতে জন্মগ্রহণ করলে একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য। মৃত্যুর মধ্য দিয়েই সে পৃথিবী থেকে চিরবিদায় নেয়, কিন্তু পেছনে পড়ে থাকে তার মহকর্মের ফসল। যে-কর্মের জন্যে সে মরে যাওয়ার পরও পৃথিবীতে যুগ যুগ ধরে বেঁচে থাকে। কৃতকর্মের জন্যেই কারাে কারাে নাম পায় মহিমা, উত্তর-পুরুষের কাছে হয় স্মরণীয়। মহকর্মের জন্যেই তারা এই পৃথিবীতে অমর হয়ে থাকেন। এমন ব্যক্তিই মানবসমাজে ধন্য বলে বিবেচিত। মানুষের জীবনকে দীর্ঘ বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। জীবনে কেউ যদি কোনাে। ভালােকাজ না করে থাকে তবে সে জীবন অর্থহীন, নিষ্ফল। সেই নিষ্ফল জীবনের অধিকারী মানুষটিকে কেউ মনে রাখে না। নীরব জীবন নীরবেই ঝরে যায়। পক্ষান্তরে, যে-মানুষ জীবনকে কর্মমুখর করে রাখে এবং যার কাজের মাধ্যমে জগৎ ও জীবনের উপকার সাধিত হয় তাকে বিশ্বের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। সেই সার্থক মানুষের কাজের অবদান বিশ্বের বুকে কীর্তিত হয়ে কৃতী লােকের গৌরব প্রচারিত হতে থাকে। কীর্তিমান ব্যক্তির যেমন মৃত্যু নেই, তেমনি শেষও নেই, কারণ এ পৃথিবীতে সে নিজস্ব কীর্তির মহিমায় লাভ করে অমরত্ব। কীর্তিমানের মৃত্যু হলে তার দেহের ধ্বংসসাধন হয় বটে, কিন্তু তার সৎকাজ এবং অম্লান কীর্তি পৃথিবীর মানুষের কাছে তাকে বাঁচিয়ে রাখে। তাঁর মৃত্যুর শত শত বছর পরেও মানুষ তাঁকে স্মরণ করে। তাই সন্দেহাতীতভাবে বলা যায়, মানবজীবনের প্রকৃত সার্থকতা কৰ্ম-সাফল্যের ওপর নির্ভরশীল। একটা নির্দিষ্ট সময়ের জন্যে মানুষ পৃথিবীতে আসে এবং সে সময়সীমা পার হওয়ার সঙ্গে সঙ্গে সে বিদায় নেয় পৃথিবী থেকে। এ নির্দিষ্ট সময়সীমায় সে যদি গৌরবজনক কীর্তির স্বাক্ষরে জীবনকে মহিমান্বিত করে তুলতে সক্ষম হয়, মানবকল্যাণে নিজের জীবন উৎসর্গ করে, তবে তার নশ্বর দেহের মৃত্যু হলেও তার স্বকীয় সত্তা থাকে মৃত্যুহীন।

 

 

ইংরেজি অংশের সমাধানঃ   

 

৫। শূন্যস্থান পূরণ করুন:

a) He is ……. honest man. (Article) = an 

b) Dhaka is …….. capital of Bangladesh. (Article) = the 

c) Exercise is beneficial …….. health. (Appropriate preposition) = to 

d) Be aware …… dog. (Appropriate preposition) = of 

e) Smoke is emitted …… the chimney. (Appropriate preposition) = from 

 

৬। Voice change করুন।

a) Who was calling me? = By whom am I being called? 

b) She is writing a letter. = A letter is being written by her. 

c) I have killed the bird. = The bird has been killed by me. 

d) Do it. = Ley it be done. 

e) He called it laurel. =It was called laurel by him. 

 

৭। অর্থ লিখুন।

a) All’s well that ends well. = সব ভাল তার শেষ ভাল যার।  

b) Better late than never. = একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। 

c) Jack of all trades, master of none. = সবজান্তা অষ্টরম্ভা। 

d) No news is good news. = কোনো খবর না থাকাটাই সুখবর। 

e) Birds of the same feather flock together. = চোরে চোরে মাসতুতো ভাই। 

 

৮। Write a paragraph about “Computer”

In the 21st century, it is impossible to imagine a life without a computer and internet connection. The invention of computers has brought a lot of changes in people’s lives and has helped in fulfilling people’s dreams. A computer is an electronic device that was discovered by Charles Babbage. He is known as the father of computers. There are various parts to a computer. The four major parts of a computer are the mouse, keyboard, monitor and CPU. With computers, we can send and receive messages through emails and save important information. It helps to store and modify data. Nowadays, computers are used in schools, banks, offices, etc., and it is now impossible to survive without computers. In order to run any organisation, institution, or any other office, a computer is a must. Computers have made life easier for people of different age groups.

 

 

 

গণিত অংশের সমাধানঃ   

৯। একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বার যথাক্রমে ৩০ মিনিট ও ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বার পূর্ণ চৌবাচ্চাটি ৬০ মিনিটে খালি হয়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? 

উত্তরঃ ১৫ মিনিট 

১০। যদি ‍a = √3 + √2 হয়, তবে প্রমাণ করুন যে, a3+ 1/a3=18√

সমাধানঃ 

 

১১। একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি বেগে কিছু পথ এবং ঘণ্টায় ৪০ কি.মি বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট ৫ ঘণ্টায় ২৪০ কি.মি. পথ অতিক্রম করলে, ঘণ্টায় ৬০ কি.মি বেগ কতদূর গিয়েছে?

উত্তরঃ ১২০ কি.মি. 

১২। একটি সমদ্বিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৬০ সে.মি। এর ক্ষেত্রফল ১২০০ বর্গসে.মি হলে, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।

উত্তরঃ  ৫০ সে.মি. 

১৩। x2-3 = 2√2 হলে, x4+1/x4 এর মান কত? 

উত্তরঃ 34 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

১৪। 

ক. আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত শিকাগো কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৯৪৪ সালে 

খ. আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদস্য রাষ্ট্র কতটি? 

উত্তরঃ ১৯৩টি 

১৫।

ক. IATA এর পূর্ণরূপ লিখুন।

উত্তরঃ IATA = International Air Transport Association

খ. IATA এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? 

উত্তরঃ মন্ট্রিল, কানাডা

১৬। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন অঙ্গ রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা সবচেয়ে বেশি? 

উত্তরঃ ক্যালিফোর্নিয়া [৫৪টি] 

 ১৭। প্যারিস জলবায়ু চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ২০১৬ সালে [২২ এপ্রিল] 

১৮। কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে? 

উত্তরঃ ভারত 

১৯। নিম্নোক্ত আন্তর্জাতিক সংস্থাসমূহের পূর্ণরূপ লিখুন: 

ক. ASEAN =  Association of Southeast Asian Nations

খ. APEC = Asia-Pacific Economic Cooperation

গ. NAM = Non-Aligned Movement

ঘ. CIS = Commonwealth of Independent States

 

২০। বাংলাদেশে বিশ্বের কতটি দেশে ঔষুধ রপ্তানি করে? 

উত্তরঃ ১৫৭টি দেশে 

২১। ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? 

উত্তরঃ জাপানি সংগঠন নিহন হিডানকিও

২২। বাংলাদেশে সবচেয়ে বেশি চর আছে কোন নদীতে? 

উত্তরঃ যমুনা 

২৩। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭৪ সালে 

২৪। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা কত? 

উত্তরঃ ৩২টি 

২৫। বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায়? 

উত্তরঃ মৌলভীবাজার 

২৬। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে? 

উত্তরঃ ১৯৮০ সালে 

২৭। সুপারশপসমূহে কবে থেকে  পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে? 

উত্তরঃ ১ অক্টোবর ২০২৪ 

২৮। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বাংলাদেশের কোন বোলার প্রথম ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন? 

উত্তরঃ মোস্তাফিজুর রহমান [যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে]  

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

See/download the Civil Aviation Authority of Bangladesh (CAAB) Written Exam Question 2024 from the below image: 

 

CAAB-Written-Question

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

Civil Aviation Authority of Bangladesh Exam Question Solution 2024:

The authority has published the CAAB Exam Question Solution 2024. Civil Aviation Authority of Bangladesh (CAAB) Job Circular all information is given above. The Civil Aviation Authority of Bangladesh is one of the largest Government organizations in Bangladesh. The Civil Aviation Authority of Bangladesh (CAAB) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Civil Aviation Authority of Bangladesh (CAAB) is given on our website jobstestbd.com. We Publish all job circulars daily, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learner uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. Suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to give advertisement on our website for any product of your organization please contact with us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →