BTV Exam Question Solution 2023

BTV Exam Question Solution 2023 has been published. Bangladesh Television (BTV) Exam Question Solution 2023 has been solved by our educational team. BTV Written Exam Question Solution 2023 is good news for job seekers in Bangladesh. All information on the Bangladesh Television Exam Question Solution 2023 is available below. Bangladesh Television (BTV) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

Bangladesh Television (BTV) Exam Question Solution 2023:

Organization Name: Bangladesh Television (BTV)

Post Name And Vacancy:

1. Instrumentalist – 01

2. Still Cameraman – 01

3. Production Associate/Production Assistant – 18

4. Transmission/VTR Record Keeper – 02

5. Make-Up-Artist – 03

6. Wardrobe Assistant – 01

7. Assistant Accountant – 04

8. Television Technician – 18

9. Sales Assistant – 01

10. Teleprinter Operator – 02

11. Accounts Assistant – 02

12. License Inspector – 02

13. Upper Division Assistant (UDA) – 02

14. Steno Typist Cim Computer Operator – 02

15. Security Inspector – 02

16. Painting Assistant – 01

17. Junior Television Technician/Tower Technician – 01

18. Lighting Assistant – 08

19. Cashier – 01

20. Electrician – 03

21. Pump Operator – 01

22. Driver – 08

23. Data Entry/Control Operator – 04

24. Stage Hand – 08

25. Comstume Ironer – 01

26. OB Assistant – 03

27. Equipment Cleaner – 04

28. Office Sohayok – 12

29. Security Guard – 09

30. Gardener (Mali) – 04

31. Cleaner – 05

 

Total Vacancy: 133

 

 

Exam Date: 30 December 2023

Exam Time: 2.00 PM

 

 

See/download Bangladesh Television (BTV) Exam Question Solution 2023 from below: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ টেলিভিশন

পদের নামঃ অফিস সহায়ক সহ বিভিন্ন পদ

নিয়োগ পরীক্ষার তারিখঃ ৩০ ডিসেম্বর ২০২৩

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৭০

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

 

Exam Question Solution: 01 

 

বাংলা অংশের সমাধানঃ 

 

পদের নামঃ অফিস সহায়ক 

 

১। ক) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম কী? 

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম পিতা- শেখ লুৎফর রহমান; মাতার নাম – সায়েরা খাতুন ।

খ) তিনি কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

গ) তিনি কলকাতার কোন কলেজে পড়াশোনা করেন?

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার  ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন ।

 

২। এক কথায় প্রকাশ করুন। 

ক) যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা

খ) পান করিবার ইচ্ছা = পিপাসা

গ) সমুদ্র হইতে হিমালয় পর্যন্ত = আসমুদ্রহিমাচল

ঘ) কোথাও উঁচু কোথাও নিচু = বন্ধুর

 

৩। বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন। 

ক) কাঁঠালের আমসত্ত্ব = অলীক বস্তু = সুমন করবে পরীক্ষায় পাশ, কাঁঠালের আমসত্ত্ব আর কি।

খ) দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুদিনে দুধের মাছি অভাব হয় না কিন্তু দুর্দিনে একজনও মিলে না।

গ) অমাবস্যার চাঁদ (দুর্লভ বস্তু): তোমার দেখা পাওয়াই ভার, অমাবস্যার চাঁদ হয়ে পড়েছ।

ঘ) আঠারো মাসে বছর (দীর্ঘসূত্রতা/দীর্ঘসূত্রিতা): তোমার তো আঠারো মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি হয় না।

 

৪।নিচের গ্রন্থগুলোর লেখকের নাম লিখুন। 

ক) সোনার তরী = রবীন্দ্রনাথ ঠাকুর

খ) সঞ্চিতা = কাজী নজরুল ইসলাম

গ) নীল দর্পণ = দীনবন্ধু মিত্র

ঘ) মেঘনাদবধ কাব্য = মাইকেল মধুসূদন দত্ত

 

৫। “বঙ্গবন্ধু স্যাটেলাইট” অথবা “স্মার্ট বাংলাদেশ” বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন।

 

“বঙ্গবন্ধু স্যাটেলাইট”

 

বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২০১৮ সালের ১১ মে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশ ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ। প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয়। স্পেসএক্স ফ্যালকন ৯ উৎক্ষেপণ যানে করে ১১ মে ২০১৮ সফলভাবে বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। বিভিন্ন টিভি চ্যানেল ও তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য স্যাটেলাইট ভাড়া করেছে। এক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ টিভি চ্যানেলগুলোকে তাদের চ্যানেলের সক্ষমতা ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয় করছে। বিভিন্ন বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তখন স্যাটেলাইটের মাধ্যমে দুর্যোগপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা সচল রাখা সম্ভব হবে। অনেক বড় বড় রাষ্ট্র তাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারেনি। সেখানে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ৫৭ তম দেশ হিসেবে। তাই এটি আমাদের জন্য গর্বের বিষয়।

 

“স্মার্ট বাংলাদেশ”

 

স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও শ্লোগান দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ই ডিসেম্বর ২০২২ সালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সর্বপ্রথম ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী ২০৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব এবং বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ।’ এ স্মার্ট শব্দটি দেশ ও শহরের ক্ষেত্রে প্রথম ব্যবহার শুরু হয় ভারতে স্মার্ট সিটি প্রকল্প নামে। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি চারটি। এগুলো হচ্ছে— স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে। আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। ‘স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট। যেমন স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট পরিবহন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় সব ডিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নাম পরিবর্তন করে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে বাংলাদেশ সরকার।

 

 

ইংরেজি অংশের সমাধানঃ  

 

৬। Draft an application to Director General of BTV for 3 days leave.

 

Date: 30 December 2023

 

Director General

Bangladesh Television

Rampura, Dhaka

 

Subject: Application for 3 Days Leave

 

Dear Sir,

I hope this letter finds you well. I am writing to request a leave of absence for three days from 01 January 2024 to 03 January 2024 due to a family emergency that requires my immediate attention.

 

I am attaching a note from my parents explaining the emergency. I am hopeful for a positive consideration of my leave application and am willing to discuss this further if needed.

Thank you for considering my request.

 

Yours sincerely

Md. Sumon Hasan

 

 

৭। Translate into English. 

a) গত সোমবার থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। =  It has been drizzling since Monday last.

b) আকাশ কী নীল! = How blue the sky is!

c) ট্রেন না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। = We shall have to wait until the train arrives.

d) শীতের পরে বসন্ত আসে। = Spring comes after winter.

e) নাই মামার চেয়ে কানা মামা ভালো। = Something is better than nothing.

 

৮। Make a sentence with the following idiom and phrase. 

a) To left no stone unturned = চেষ্টার ত্রুটি না রাখা = Sumon left no stone unturned for a job.

b) Wear and tear = ক্ষয়-ক্ষতি = The project has its wear and tear only.

c) Apple of discord = বিবাদের বিষয় = The Land has become an apple of discord between the two sisters.

 

৯। বাংলায় অনুবাদ করুন। 

a) Bangladesh has an inspiring story of growth and development. = বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের একটি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে।

b) The natural view of the hill is charming. = পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চিত্তাকর্ষক।

c) One swallow does not make a summer. = এক মাঘে শীত যায় না।

 

১০। Write a paragraph on ‘The Winter Season’.

‘The Winter Season’ 

There are six seasons in Bangladesh. They are the summer, the rainy season, the autumn, the late autumn, the winter and the spring. Winter comes after the late autumn. It is the coldest season. Generally, it starts in November and lasts up to February. It is the season of mist and fog. The sun rises late and sets early. Even when the sun rises, it is a matter of good luck to see the face of the sun as it remains covered with dense fog. Mists begin to fall at night and disappear as the sun rises in the morning. The nights are longer than the days. The cold wind blows from the north. Most of the trees shed their leaves. Then they look like skeletons. Everything looks grey and hazy due to the dense fog. Everybody wears heavy clothes to ward off the cold. Various kinds of fresh vegetables are available during the winter. Everything is fresh and tasty in this season. It is also a season for traveling. People go to different tourist spots to have vacations and picnics. In this season, the village roads remain dry. So, people go to visit their relatives in winter. An air of festivity prevails during the whole season.

 

 

 

গণিত অংশের সমাধানঃ  

 

 

১১। প্রথম ৫০টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করুন।

উত্তরঃ ১২৭৫ 

 

১২। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০। কোণ তিনটি ডিগ্রিতে প্রকাশ করুন।

উত্তরঃ ৪৫°, ৬০° ও ৭৫° 

 

১৩। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার। এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।

উত্তরঃ ৪ মিটার

 

১৪। একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

উত্তরঃ ক্রয়মূল্য ১০ টাকা

 

১৫। ১০% সুদে ৩০০০ টাকার ৩ বছরের সরল সুদে সুদাসলে মোট কত টাকা হবে?

উত্তরঃ ৩৯০০ টাকা

 

১৬। একটি আয়তক্ষেত্রের একটি বাহু ১২ মিটার ও অন্য বাহু ১০ মিটার হলে, আয়তক্ষেত্রটির আয়তন কত?

উত্তরঃ ১২০ বর্গমিটার

 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

 

১৭। পূর্ণরূপ লিখুন। 

UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization

NATO = North Atlantic Treaty Organization

 

১৮। বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে ৪টি বাক্য লিখুন ।

উত্তরঃ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে ১৯৬৪ সালে। এটি বিশ্বের প্রাচীনতম বাংলা ভাষার টেলিভিশন সংস্থা। বাংলাদেশ টেলিভিশন দুটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র এবং ১৪টি রিলে কেন্দ্র চালায়। ২০০৪ সালে এটি স্যাটেলাইটে বিটিভি ওয়ার্ল্ড এর উদ্বোধন করে।

 

১৯। মহান মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা কোন সেক্টরের আওতায় ছিলো?

উত্তরঃ মহান মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা ২নং সেক্টরের আওতায় ছিলো। 

 

২০। অফিস সহায়কের কাজ কী কী?

উত্তরঃ বাংলাদেশ সার্ভিস রুলস অনুসারে অফিস সহায়কের কাগজসমূহ নিম্নরূপঃ 

১। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

২। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা।

৩। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হইতে অন্যস্থানে সরানো।

৪। গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া।

৫। কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন।

৬। তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন।

৭। তাহারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করিয়া অফিসে আসিবেন।

৮। তাহারা স্ব স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করিবেন।

৯। তাহার দর্শণপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন

১০। তাহারা কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা তুলিবেন।

১১। তাহারা অফিস সময়ের ১৫ মিনিট পূর্বে অফিসে আসিবেন এবং সহকারী সচিব/প্রধান সহকারীর নিকট আগমনের রিপোর্ট করিবেন।

১২। তাহারা বিনা অনুমতিতে কোন সময় অফিস ত্যাগ করিবেন না।

 

 

Exam Question Solution: 02 

 

বাংলা অংশের সমাধানঃ 

 

পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী/নিরাপত্তা প্রহরী/মালি/মঞ্চ সহায়ক/ওবি সহকারী/কস্টিউম আয়রনার

 

১. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলার কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা। 

 

২. বাংলা ব্যঞ্জনবর্ণগুলো শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল ব
শ ষ স হ
য় ড় ঢ় ৎ ং ঃ

 

৩. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ৪টি লাইন শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—

 

৪. বাংলাদেশের ৪টি নদীর নাম লিখুন।

উত্তরঃ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র 

 

৫. অসুস্থতার কারণে ১ দিনের ছুটি চেয়ে মহাপরিচালক বরাবরে একটি দরখাস্ত লিখুন।

উত্তরঃ 

তারিখঃ ৩০/১২/২০২৩ খ্রিঃ

বরাবর,

মহাপরিচালক

বাংলাদেশ টেলিভিশন

রামপুরা, ঢাকা।

 

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারী। আমি গত ২৮/১২/২০২৩ তারিখে অসুস্থতার কারণে অফিসে উপস্থিত হতে পারেনি। আমার তীব্র অসুস্থতার কারণে আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। এমতাবস্থায় আমি সুস্থ হয়ে আবারো প্রতিষ্ঠানে ফিরতে পেরেছি।

অতএব, মহাদয়ের কাছে আমার আকুল আবেদন আমাকে গত ২৮/১২/২০২৩ তারিখে একদিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সুমর্জি কামনা করছি।

 

বিনীত নিবেদক,

আপনার প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী

নামঃ মোঃ সুমন হাসান

অফিসঃ অডিট পরিদপ্তর, বিটিভি।

 

ইংরেজি অংশের সমাধানঃ  

৬. ইংরেজি বর্ণগুলো শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

বড় হাতের অক্ষরঃ A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

ছোট হাতের অক্ষরঃ a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

 

৭. আম, ফুল, কলম, মা, মাছ- এই শব্দগুলোর ইংরেজি শব্দ লিখুন।

উত্তরঃ 

আম = Mango

ফুল = Flower

কলম = Pen

মা = Mother

মাছ = Fish

 

৮. বাংলাদেশ সম্পর্কে ৫টি বাক্য ইংরেজিতে শুদ্ধ করে লিখুন।

উত্তরঃ 

Bangladesh is an independent sovereign country. Bangladesh was established as an independent and sovereign country in 1971. Bangladesh is bordered by India and Myanmar. In its southern region, Bangladesh is fringed by the Sundarbans, a huge expanse of marshy deltaic forest. The most significant feature of the Bangladesh landscape is provided by the rivers.

 

৯. ইংরেজিতে অনুবাদ করুন।

(ক) আমার নাম সফিক। = My Name is Sofiq.

(খ) আমি একজন মালি। = I am a gardener.

 

গণিত অংশের সমাধানঃ  

১০. যোগ করুন। ২৭+২৩+১০=?

উত্তরঃ ৬০ 

 

১১. বিয়োগ করুন। ১০০০০-৯৯৯৯=?

উত্তরঃ ১ 

 

১২. কথায় লিখুন: ২৩৫৭০

উত্তরঃ তেইশ হাজার পাঁচশত সত্তর 

 

১৩. অঙ্কে লিখুন: বার হাজার পাঁচশত দশ

উত্তরঃ ১২৫১০ 

 

১৪. করিম সাহেব ১০০০ টাকা নিয়ে বাজারে গিয়ে ৩০০ টাকার মাছ, ৭৩ টাকার সবজি ও ১২৯ টাকার ফল কিনলেন। বাজার শেষে করিম সাহেবের কাছে আর কত টাকা অবশিষ্ট থাকবে?

উত্তরঃ ৪৯৮ টাকা 

১৫. ১০০ টাকার ১ বছরের সুদ ২০ টাকা হলে ১০০০ টাকার ২ বছরের সুদ কত হবে?

উত্তরঃ ৪০০ টাকা 

১৬. আড়াই ফুটে কত ইঞ্চি?

উত্তরঃ  ৩০ ইঞ্চি

১৭. একটি বর্গক্ষেত্রের একটি বাহু ১০ মিটার হলে, বর্গক্ষেত্রটির আয়তন কত?

উত্তরঃ ১০০ বর্গমিটার। 

 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

 

১৮. বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কত তারিখে?

উত্তরঃ স্বাধীনতা দিবস = ২৬ শে মার্চ,  বিজয় দিবস = ১৬ ডিসেম্বর 

 

১৯. বাংলাদেশ টেলিভিশন সম্পর্কে ৪টি বাক্য লিখুন।

উত্তরঃ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে ১৯৬৪ সালে। এটি বিশ্বের প্রাচীনতম বাংলা ভাষার টেলিভিশন সংস্থা। বাংলাদেশ টেলিভিশন দুটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র এবং ১৪টি রিলে কেন্দ্র চালায়। ২০০৪ সালে এটি স্যাটেলাইটে বিটিভি ওয়ার্ল্ড এর উদ্বোধন করে।

 

২০. বাংলাদেশের জেলার সংখ্যা ও বিভাগের সংখ্যা কতটি?

উত্তরঃ বাংলাদেশের জেলার সংখ্যা ৬৪টি। বাংলাদেশের বিভাগের সংখ্যা ৮টি 

 

২১. বাংলাদেশের জাতীয় পতাকার রঙ দুটি কি কি?

উত্তরঃ লাল ও সবুজ 

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

See/download Bangladesh Television (BTV) Exam Question 2023 from below: 

 

BTV-MLSS

BTV-Cleaner

 

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay with our website jobstestbd.com

BTV Job Exam Question Solution 2023:

Bangladesh Television  Exam Question Solution 2023 has been published by the authority. Bangladesh Television (BTV) is one of the Government organizations in Bangladesh. Bangladesh Television (BTV) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Bangladesh Television (BTV) Job Circular is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers find superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide various kinds of educational support on our website jobstestbd.com. So every day visit our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Momin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Momin →