Bangladesh Railway Pointsman Exam Question Solution 2024

Bangladesh Railway Pointsman Exam Question Solution 2024 has been published. BR Pointsman Exam Question Solution 2024 has been published by the authority. Railway Pointsman MCQ Exam Question Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on the Railway Bangladesh Pointsman Exam Question Answer 2024 is available below. Bangladesh Railway is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

Bangladesh Railway Pointsman Exam Question Solution 2024: 

Organization Name: Bangladesh Railway

See more…

 

 

 

Post Name Name And Vacancy: 

1. Field Kanungo –  06

2. Guard Grade-2 – 114

3. Amin – 22

4. Pointsman – 351

 

 

Total Vacancy: 493 

 

 

 

 

Exam Date: 28 June 2024 

Pointsman Exam Time: 10.00 AM to 11.00 AM

 

Exam Type: MCQ

Total MCQ Exam Questions: 70

Total Marks: 70

Pointsman Total MCQ Exam Candidates: 104490

 

Exam Centre: Dhaka

 

 

 

See/download Bangladesh Railway Pointsman Exam Question Solution 2024 from the below content: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রেলওয়ে

পরীক্ষার তারিখঃ ২৮ জুন ২০২৪

পদের নাম: পয়েন্টসম্যান 

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা

প্রশ্নের মানঃ ৭০

Exam Type: MCQ

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

সমাধানঃ সেট-০১ 

 

১. Dialect শব্দের বাংলা পরিভাষা কোনটি?

(ক) মাতৃভাষা (খ) রাষ্ট্রভাষা (গ) উপভাষা (ঘ) সাধুভাষা

উত্তরঃ (গ) উপভাষা

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে কোন ধরনের রেললাইন নির্মাণ করা হবে?

(ক) ব্রডগেজ ডাবল লাইন (খ) মিটারগেজ ডাবল লাইন

(গ) ডুয়েলগেজ ডাবল লাইন (ঘ) ব্রডগেজ সিংগেল লাইন

উত্তরঃ (গ) ডুয়েল গেজ ডাবল লাইন

৩. বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি?

(ক) বচনচিহ্ন (খ) উপসর্গ (গ) অনুসর্গ (ঘ) নির্দেশক

উত্তরঃ (গ) অনুসর্গ

৪. log2√6 +log2√2/3 = ?  

(ক) 0 (খ) 1 (গ) 3 (ঘ) 4 

উত্তরঃ খ) 1

৫. দু’টি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দু’টি সর্বসম  নাও হতে পারে?

(ক) দুইবাহু ও এক কোণ (খ) তিনটি বাহু

(গ) এক বাহু ও দুই কোণ (ঘ) তিন কোণ

উত্তরঃ (ঘ) তিন কোণ

৬. Fill in the gap. Hardly___ entered the office when he realized that he had forgotten his wallet.

(ক) he had (খ) he was (গ) had he (ঘ) did he

উত্তরঃ (গ) had he

৭. বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন ছাত্রী না আসায় বাকীদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড়া দিতে হল। প্রত্যেক ছাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?

(ক) ৪৯ টাকা (খ) ৫০ টাকা (গ) ৪৮ টাকা (ঘ) ৪০ টাকা

উত্তরঃ (গ) ৪৮ টাকা

৮. Fill in the gap. There are___ dangerous drivers. 

(ক) very much (খ) a lot of  (গ) very (ঘ) little

উত্তরঃ খ) a lot of 

৯. He ‘did it’ Here ‘did’ is – 

(ক) Proverb  (খ) common verb (গ) relative verb (ঘ) causative verb 

উত্তরঃ (খ) common verb

১০. ’নদী’ এর সমার্থক শব্দ কোনটি?

(ক) অম্বু  (খ) বারিদ (গ) বারিধি  (ঘ) সরিৎ 

উত্তরঃ (ঘ) সরিৎ 

১১. খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না?

(ক) স (খ) শ (গ) ণ (ঘ) ন 

উত্তরঃ (গ) ণ

১২. কোনটি বাল্টিক রাষ্ট্র? 

ক. ইউক্রেন খ. বেলারুশ গ. সার্বিয়া ঘ. এস্তোনিয়া

উত্তরঃ ঘ. এস্তোনিয়া 

১৩. (√+√ ) এর বর্গ কত?

(ক) 2 (খ) 4 (গ) 2 (ঘ)  23

উত্তরঃ (খ) 4

১৪. x = √5+√4 হলে x2+1/x2 এর মান কত? 

(ক) 36 (খ) 27 (গ) 18 (ঘ) 9 

উত্তরঃ (গ) 18

১৫. ছয় দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ক. বৈদেশিক বাণিজ্য খ. মুদ্রা বা অর্থ গ. রাজস্ব ঘ. কেন্দ্রীয় সরকার

উত্তরঃ ঘ. কেন্দ্রীয় সরকার

১৬. Fill in the gap. A __ of fish.

(ক) flock (খ) group (গ) school (ঘ) fleet 

উত্তরঃ (গ) school

১৭. যদি x + 2 = 7 এবং xy = 12 হয়, তবে x3+y3 এর মান কত?

ক. 91 খ. 81 গ. 101 ঘ. 85

উত্তরঃ ক. 91

১৮. কোনটি ‘কপোল’ শব্দের সমার্থক?

(ক) কপাল (খ) ললাট (গ) গন্ডদেশ (ঘ) গাল

উত্তরঃ (গ) গন্ডদেশ (ঘ) গাল

১৯. ‘এখন আমার হাত খালি’। বাক্যটির সঠিক অনুবাদ কী?

(ক) I am without money. (খ) I am empty pocket.

(গ) I am hard up now (ঘ) I am in empty hard now 

উত্তরঃ (গ) I am hard up now

২০. ‘গোধূলীর’ কারণ কী?

(ক) বিক্ষেপণ (খ) প্রতিসরণ (গ) প্রতিফলন (ঘ) অনুরনন    

উত্তরঃ (ক) বিক্ষেপণ

২১. ‘অঞ্চল প্রভাব’ বাগধারার অর্থ কী?

(ক) আঞ্চলিকতার প্রভাব (খ) উর্ধ্বতন কর্তার প্রভাব (গ) জাতীয় প্রভাব (ঘ) স্ত্রীর প্রভাব

উত্তরঃ (ঘ) স্ত্রীর প্রভাব

২২. একটি বই ২৭৫ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

(ক) ২১০ টাকা (খ) ২৪২ টাকা (গ) ২২১ টাকা (ঘ) ২৪০ টাকা

উত্তরঃ (খ) ২৪২ টাকা

২৩. একটি খুঁটির ৫/ অংশ কালো এবং বাকী অংশ সাদা। খুঁটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? 

ক. ৯ মিটার খ. ৮ মিটার গ. ৬ মিটার ঘ. ১২ মিটার

উত্তরঃ ক. ৯ মিটার 

২৪. 2^x+1=32 হলে x এর মান কত? 

ক. 1খ. 2 গ. 3 ঘ. 4

উত্তরঃ ঘ. 4 

২৫. সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি?

(ক) চাঁদের অমবস্যা (খ) খোয়াবনামা (গ) কাশবনের বন্যা (ঘ) জননী  

উত্তরঃ (ক) চাঁদের অমবস্যা

২৬. RTGS is –

(ক) Airlines Company (খ) Payment System

(গ) Insurance System (ঘ) Anti-virus Software 

উত্তরঃ (খ) Payment System

২৭. What kind of noun is ‘River’?

(ক) Material (খ) Collective (গ)  Proper (ঘ) Common

উত্তরঃ (ঘ) Common

২৮. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতা প্রদান করা হয়?

(ক) ৩টি (খ) ৫টি (গ) ২টি (ঘ) ৪টি

উত্তরঃ (ঘ) ৪টি

২৯. ‘Plagiarism’ means –

(ক) The act of using someone else’s idea (খ) The act of planning every beforehand.

(গ) The act of playing a musical instrument (ঘ) The art of dealing with forgery. 

উত্তরঃ (ক) The act of using someone else’s idea

৩০। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?

দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘ. সমুদ্রগুপ্ত

উত্তরঃ

৩১। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? 

ক. মার্ক জাকারবার্গ খ. স্যাম অল্টম্যান গ. বিল গেটস ঘ. ল্যারি প্যাচ

উত্তরঃ খ. স্যাম অল্টম্যান

৩২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?

ক. Round Table Conference খ. Round and Transport Corporation

গ. Royal Technical Committee ঘ. Rawalpindi Technical Committee

উত্তরঃ ক. Round Table Conference

৩৩. কোনটি কৃৎ প্রত্যয়?

ক. বহতা খ. দাপট  গ. জ্যান্ত  ঘ. মৌন

উত্তরঃ ক. বহতা গ. জ্যান্ত

৩৪।  Theology is term related to

ক. Study of education খ. Study of rate গ. Study of religion ঘ. Study of politics

উত্তরঃ গ. Study of religion

৩৫। The synonym of panoramic is –

ক.  scenic খ. narrow গ. limited  ঘ. restricted

উত্তরঃ ক.  scenic

৩৬। ‘চক্ষুর দ্বারা গৃহীত’ – এক কথায় প্রকাশ কী? 

ক. চক্ষুমান খ. দর্শনীয় ঘ. চাক্ষুস ঘ. গোচর

উত্তরঃ ঘ. গোচর

৩৭। একটি ঘড়িতে ৮টা বাজে। ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোর্ণটি হলো 

ক. ১২০ ডিগ্রি খ. ১৫০ ডিগ্রি  গ. ৯০ ডিগ্রি  ঘ. ১২৫ ডিগ্রি 

উত্তরঃ ক. ১২০ ডিগ্রি

৩৮। কত টাকার ২/ অংশ ৯০ টাকার ১/৩ অংশের সমান?   

ক. ১২০ টাকা খ. ৩০ টাকা গ. ৪৫ টাকা ঘ. ৫০ টাকা

উত্তরঃ গ. ৪৫ টাকা

৩৯। কোনটি স্বরাগমের উদাহরণ?

ক. বিলেত খ, বসতি গ. চাদর ঘ. পিরীতি 

উত্তরঃ ঘ. পিরীতি 

৪০। ≅ প্রতীকের অর্থ হলো? 

ক. আকার ও আকৃতি সমান খ. আকার ও পরিমাণ সমান

গ. আকার সমান নয় ঘ. আকার, আকৃতি ও পরিমাণ সমান

উত্তরঃ ক. আকার ও আকৃতি সমান

৪১। ‘আমরণ’ কোন সমাস? 

ক. কর্মধারয় খ. অব্যয়ীভাব গ. বহুব্রীহি ঘ. তৎপুরুষ 

উত্তরঃ খ. অব্যয়ীভাব

৪২। 15^2+ 4^ = 16^2+ 4^2 = কত?

ক. 0.88 খ. 209/240 গ. 15/16 ঘ. 0.74

উত্তরঃ খ. 209/240

৪৩। ‘Tooth and nail’ means –

ক. get by heart খ. go with heart গ. try hard ঘ. get hard

উত্তরঃ গ. try hard

৪৪। Fill in the gap. Ruma wants to go home and ___

ক. so we are খ. so we would  গ. we do so ঘ. so do we

উত্তরঃ ঘ. so do we

৪৫। ‘An orange is round’ . It is about –

ক. just one orange খ. any specific গ. not an orange ঘ. all oranges of the world 

উত্তরঃ ঘ. all oranges of the world 

৪৬। The noun form of ‘wide’ is – 

ক. width খ. wider  গ. with do ঘ. wideth 

উত্তরঃ ক. width

৪৭। যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কী বলে?

ক. ভাব বিশেষণ খ. বিশেষ্যর বিশেষণ গ. বিশেষণ ঘ. নাম বিশেষণ 

উত্তরঃ ঘ. নাম বিশেষণ 

৪৮। DEMAT কী?

ক. মন্দ শেয়ার খ. শেয়ার রোধ ব্যবস্থা গ. ভালো শেয়ার ঘ. শেয়ার দরপতন রোধ ইলেকট্রনিক প্রক্রিয়া 

উত্তরঃ ঘ. শেয়ার দরপতন রোধ ইলেকট্রনিক প্রক্রিয়া 

৪৯। Everybody hates a liar. Interrogative form of this sentence is –

ক. Who hates a liar? খ. Who does not hate a liar?

গ. Who do not hates a liar ঘ. Does anybody hates a liar?

উত্তরঃ খ. Who does not hate a liar?

৫৩। একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের ১৭ বেশি। সংখ্যাটি কত? 

ক. ১০২ খ. ১০৪ গ. ১০৬ ঘ. ১০৮

উত্তরঃ ক. ১০২

৫৪। নীচের কোনটি নিত্য নরবাচক শব্দ?  

ক. ছেলে খ. নেতা গ. কৃতদার ঘ. ধারা

উত্তরঃ গ. কৃতদার

৫৫। ৫ + ৮ + ১১ + ১৪+…………. ধারাটির কততম পদ ৩০২?

ক. ৬০ তম খ. ১০০ তম গ. ৭০ তম ঘ. ৯০ তম

উত্তরঃ খ. ১০০ তম

৫৬। ‘হৃদয়ে বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?

ক. সেলিনা হোসেন খ. পান্না কায়সার গ. আলউদ্দিন আল আজাদ ঘ. সালমা হোসেন

উত্তরঃ খ. পান্না কায়সার

৫৭। Identify the correct spelling – 

ক. equilibrium  খ. equailibrium  গ. equiliberium  ঘ. equalibrium 

উত্তরঃ ক. equilibrium

৫৮। Which one is superlative of ‘little’? 

ক. least খ. less গ. lest  ঘ. most 

উত্তরঃ ক. least

৫৯। বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা?

ক. রামমোহন রায় খ. সুকুমার সেন গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. সুফিয়া কামাল 

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ 

৬০।  Bangladesh abounds ___ rivers.

ক. with  খ. in গ. of ঘ. on

উত্তরঃ ক. with

৬১। ‘ক’ ও ‘খ’ ১২ দিনে করে একটি কাজ। ‘ক’ এক কাজটি ২০ দিনে করতে পারে । ‘খ’ একা কাজটি কতদিনে করতে পারে?

ক. ৩০ দিনে খ. ২৫ দিনে গ. ৩৫ দিনে ঘ. ৪০ দিনে

উত্তরঃ ক. ৩০ দিনে

৬২। কোনটি অনুসর্গ?

ক. তরে খ. এর গ. রে ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ক. তরে

৬৩।  Find out the correct sentence- 

ক. An ant is the intelligent insect . খ. The is an intelligent insect. 

গ. A ant is the intelligent insect. ঘ. An ant is a intelligent insect.

উত্তরঃ খ. The is an intelligent insect. 

৬৪। .03 x .006 x .007 = ? 

ক. 0.000126 খ. 0.0001260 গ. 0.126000  ঘ. 0.00000126

উত্তরঃ ঘ. 0.00000126   

৬৫। a:b = ৪ঃ৭, b:c=৫ঃ৬ হলে a:b:c =? 

ক. ৪ঃ৫ঃ৬ খ. ৬ঃ৭ঃ৪ গ. ৪ঃ৭ঃ৭ ঘ. ২০ঃ৩৫ঃ৪২

উত্তরঃ ঘ. ২০ঃ৩৫ঃ৪২ 

৬৬। He died of fever. Make it passive. 

ক. Fever caused him to die খ. Fever made him to death 

গ. He was caused to die of fever ঘ.  His death was 

উত্তরঃ গ. He was caused to die of fever. 

৬৭। Move and die. Make it simple sentence. 

ক. If  you  move, you will die খ. By moving you will die

গ. Without moving you will die. ঘ. If you do not move you will die

উত্তরঃ গ. Without moving you will die.

৬৮. ‘ষড়ানন’ এর সন্ধি বিচ্ছেদ?

ক. ষড়া + আনন খ. ষড় + আনন গ. ষঢা + আনন  ঘ. ষট্ + আনন

উত্তরঃ ঘ. ষট্ + আনন

৬৯. দুইটি সংখ্যার বর্ণের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?

ক. 5,18 খ. 10, 9 গ. 2,45 ঘ. 6, 15

উত্তরঃ খ. 10, 9

৭০. বাংলা ধাতু কোনটি?

ক. কৃ খ. মাগ্‌ গ. কাট্‌ ঘ. গম্‌

উত্তরঃ গ. কাট্‌ 

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে [email protected] আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com
See/download Bangladesh Railway Pointsman Exam Question 2024 from the below images: 

Set: 01 

 

BR-PM-01

BR-PM-02

 

 

Set: 03

Pointsman-01

Pointsman-02

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates stay on our website jobstestbd.com

Railway Pointsman MCQ Exam Question Solution 2024:

The authority has published the Bangladesh Railway Pointsman Exam Question and Solution 2024. Bangladesh Railway all information is given below. Bangladesh Railway is one of the largest Government organizations in Bangladesh. Bangladesh Railway has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Bangladesh Railway is given on our website jobstestbd.com. We Publish all job circulars daily, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers looking for better employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. Suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: [email protected]
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Momin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Momin →