BNFE Upazila Program officer Previous Question Solution

BNFE Upazila Program officer Previous Question Solution is available below. Upazila Program officer Previous Question Solution, BNFE Upazila Program officer Previous Exam Question Solution, Upazila Program officer Previous Question Solution, www.bnfe.gov.bd exam question solution, Upazila Program officer Previous Exam Question Solution, Bureau of Non-Formal Education (BNFE) Exam question solution, Bureau of Non-Formal Education (BNFE) Previous Exam question solution, BNFE Upazila Program officer Recent Question Solution, Bureau of Non-Formal Education (BNFE) Upazila Program officer Previous Exam question solution are search option to get exam question solution of BNFE Upazila Program officer Previous Question Solution.

 

 

Bureau of Non-Formal Education (BNFE) Exam question solution is available below. Bureau of Non-Formal Education (BNFE) has taken exam on various post recently. We publish different educational post and exam question solution is one of the important concern of our website. Bureau of Non-Formal Education (BNFE) has published Exam date on various categorizes post. It’s a lucrative job and it’s great chance to get job for job seeker. This job is perfect to build up a significant career. Those, who want to work, they should be taken out of this opportunity. Bureau of Non-Formal Education (BNFE) is a renowned Government organization in Bangladesh.

 

 

BNFE Upazila Program officer Previous Question Solution:

Upcoming Exam: Upazila Program officer

Exam Date: 2 November 2018

See more….

BNFE Upazila Program officer Exam Question Solution Exam 2 November 2018

See/download BNFE Upazila Program officer Previous Question Solution from below:

1. Write a paragraph on any of the followings:

a) How do you ensure adult literacy.

b) Denial of leisure is a denial of life.

c) Alone in a sea beach.

2. Write a letter to your friend staying aboard informing him why do you intend  to be a program officer under BLP project.

3. Transform as directed in the bracket:

a) Allah alone can help us ( Negative)

None but Allah can help us.

b) There is no mother but loves her child (Affirmative)

Every mother loves her child.

c) What a fine bird it is! (Assertive)

It is a very fine bird.

d) We eat to live. (complex sentence)

We eat so that we can live.

e) As he was a great man, he served humanity. ( Compound)

He was a great man and he served humanity.

4. Translate to English: 

ক) ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। The patient had died before the doctor came.

খ) পতাকা পত পত করে ওড়ছে। The flag is fluttering in the breeze.

গ) স্বাধীনতা কোন জাতির ওপর নেমে আসেনা, জাতিকে স্বাধীনতা অর্জন করতে হয়।

Independence does not fall on any nation, the nation has to achieve independence.

ঘ) লোকটি ঘাস কাটিতেছে ও গরুকে খাওয়াইতেছে।

The man is cutting grass and feeding the cow.

ঙ) শীতল বাতাস বইছে। Cold wind flow

৫. সংক্ষিপ্ত উত্তর দিনঃ

ক) জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম লিখুনঃ 

অ্যান্টোনিও গুতারেস (পর্তুগালের নাগরিক)

খ) E-9 দেশগুলোর নাম লিখুনঃ

বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া এবং পাকিস্তান

গ) ব্রেক্সিট কি:

ব্রেক্সিট হল ব্রিটিশ এক্সিটের সংক্ষেপিত রূপ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা অপসারণ বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়। শব্দটি অনেকটা গ্রেক্সিটের মতো। গ্রিস ইউরোজোন থেকে ছিটকে পড়তে পারে বলে কয়েক বছর ধরে যে সম্ভাবনার গুঞ্জন চলছিল তা থেকেই গ্রেক্সিট শব্দটি চালু হয়েছিল। সে ধারাবাহিতায় ব্রিটেনের এক্সিট অর্থাৎ ব্রিটেনের ইইউ থেকে বের হয়ে যাওয়ার প্রশ্নে চালু হয় ব্রেক্সিট শব্দটি।

ঘ) মুজিবনগর সরকারের শপথ গ্রহণের তারিখ উল্লেখ করুন। ঐ শপথ কোথায় অনুষ্ঠিত হয়?

১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। বৈদ্যনাথতলা গ্রামের বর্তমান  মুজিবনগরে শপথ  গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঙ) বীরশ্রেষ্ঠদের নাম লিখুনঃ

৭ জন বীরশ্রেষ্ঠের নামঃ

১) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

২) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ

৩) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

৪) সিপাহি হামিদুর রহমান

৫) ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন

৬) সিপাহি মোস্তফা কামাল

৭) ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।

চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় মন্ত্রীর নাম কি? তিনি কোন জেলার অধিবাসী?

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এমপি। তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের নাম জামগ্রাম।

ছ) UNESCO এর পুর্ণরূপ লিখুন।

United Nations Educational, Scientific and Cultural Organization

জ) Video conference কি?

কনফারেন্স (conference) কথাটির অর্থ, এক সাথে একাধিক ব্যাক্তি বসে কোন ব্যাপার নিয়ে আলোচনা করা অথবা মতবিনিমন করা। যেমন: আমরা সাধারণত অফিসে বসে করে থাকি। আর বর্তমান প্রযুক্তির যুগে ঠিক এই ব্যাপারটিই যখন একাধিক মানুষ দূরবর্তী স্থানে বসে করে, কিন্তু প্রত্যেকে প্রত্যেককে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পায় এবং কথা শুনতে পারে, তাকে ভিডিও কনফারেন্স (video conference) বলে। সহজ কথায় সরাসরি ভিডিওর মাধ্যম্যে যে মিটিং হয়, তাকে ভিডিও কনফারেন্স বলে।

ঝ) ইমেইল কি?

ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২ খ্রীস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।

ঞ) এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন কে?

এ বছর  (২০১৮) নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত রাখা হচ্ছে, তবে তা পরের বছর প্রদান করা হবে, বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি৷ যৌন হয়রানি সংক্রান্ত ‘সংকটের’ কারণেই নাকি এই সিদ্ধান্ত। ২০১৭ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন ব্রিটিশ সাহিত্যিক কাজুও ইশিগুরো

৬. পার্থক্য লিখুনঃ

ক) IPS এবং UPS এর মধ্যে পার্থক্যঃ

UPS = Uninterruptible power supply
IPS = Instant Power System

আইপিএস এবং ইউপিএস দুটোই ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ এর ব্যাকআপ দিয়ে থাকে যখন বিদ্যুৎ না থাকে। তবে IPS এর ক্ষেত্রে কখনো কখনো পাওয়ার ড্রপ হয়। কিন্তু UPS এর ক্ষেত্রে এটা হয় না।

ইউপিএস কম্পিউটারের সাথে ব্যবহার হয় আর আইপিএস অন্যান্য বড় কিছু যেমন টিভি, ফ্যান, লাইট ইত্যাদি চালানোর কাজে ব্যবহার হয় যখন কারেন্ট না থাকে।

খ) শিরা ও ধমনীর মধ্যে পার্থক্যঃ

https://www.teachers.gov.bd/sites/default/files/styles/large/public/photo/58_0.jpg?itok=Z0-_jWZ0

গ) Hardware ও Software এর পার্থক্য:

হার্ডওয়্যার : কম্পিউটারের যেসমস্ত জিনিস  এর একটি আকার আছে এবং যা আমরা স্পর্স করতে পারি। যেমন কীবোর্ড , মাউস  মনিটর এবং কম্পিউটরের মধ্যে যত পার্টস আছে সবই হার্ডওয়্যার ।

সফটওয়্যার  :সফটওয়্যার মানে কম্পিউটার নির্দেশাবলী বা তথ্য। ইলেক্ট্রনিক ভাবে সংরক্ষণ করা যেতে পারে এমন যেকোনো কিছু হলো সফটওয়্যার। একে স্পশ করা যায় না ।বিভিন্ন এপ্লিকেশন বা প্রোগাম হলো সফটওয়্যার

কম্পিউটার যাকিছু করে তা হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় এর উপর নির্ভর  করে।

সহজ ভাষায় কম্পিউটারে যে সমস্যা কম্পিউটার নিজে ঠিক করতে পারে সেটা হল,সফটওয়্যার। কম্পিউটারে যে সমস্যা কম্পিউটার নিজে ঠিক করতে পারে না, সেটা হল হার্ডওয়্যার।

ঘ) ডিজিটাল ও এনালগের পার্থক্যঃ

ডিজিটাল আর এনালগ মূলত এক ধরনের সিগনাল যা তথ্য আদানপ্রদানে ব্যবহার হয়। শর্টকাটে এনালগ টেকনোলজিতে তথ্য বিভিন্ন তরঙ্গদৈর্ঘের ইলেকট্রিক পালসে পরিণত হয়। আর ডিজিটাল টেকনোলজিতে তথ্য বাইনারি ফরম্যাটে থাকে। একটু বিস্তারিত দেখা যাকঃ .

১। সিগনালঃ এনালগ সিগনাল কন্টিনিউয়াস আর ডিজিটাল সিগনাল ডিসক্রিট (বাংলায়, বিচ্ছিন্ন!)

২। তরঙ্গঃ সাইন ওয়েভ দিয়ে এনালগ সিগনাল প্রকাশ করা হয় আর ডিজিটাল সিগনাল প্রকাশ করতে লাগে স্কয়ার ওয়েভ

৩। উদাহরনঃ বাতাসে আমাদের মুখনিঃসৃত শব্দ, এনালগ ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি এনালগ সিগনাল ব্যবহার করে। কম্পিউটার, সিডি, ডিভিডি ইত্যাদি ডিজিটাল সিগনাল ব্যবহার করে।

৪। নয়েজ রেসপন্সঃ নয়েজ-এর কারণে এনালগ সিগনাল বড় ধরনের একুরেসি হারায়, কিন্তু ডিজিটাল সিগনালে যার পরিমাণ অনেক কম।

৫। ব্যবহারঃ অডিও-ভিডিও ট্রান্সমিশনের জন্য এনালগ সিগনাল বেস্ট। আর কম্পিউটিং এবং ইলেকট্রনিক ডিভাইসের জন্য ডিজিটাল সিগনাল বেস্ট।

৬। খরচঃ এনালগ টেকনোলজি ডিজিটাল এর চাইতে তুলনামূলক সস্তা।

ঙ) DNA ও Rna এর পার্থক্য:

১। DNA হল দ্বিসুত্রক বা double helics যুক্ত অর্থাৎ দুই পলিনিউক্লিওটাইড শৃঙ্খলবিশিষ্ট। কিন্তু RNA হল একসুত্রক বা single helics যুক্ত অর্থাৎ এক পলিনিউক্লিওটাইড শৃঙ্খলবিশিষ্ট ।

২। DNA তে deoxy-ribose sugar থাকে।অর্থাৎ এর পেন্টোজ সুগার গঠনের ২নং কার্বনে অক্সিজেন থাকেনা (deoxy অর্থ অক্সিজেন ছাড়া)। RNA তে শুধু ribose sugar থাকে। অর্থাৎ ২নং কার্বনে অক্সিজেন থাকে।

৩। DNA তে ইউরাসিল (Uracil) থাকে না। RNA তে থাইমিন (thymine) থাকে না।

৪। DNA রেপলিকেশনের মাধ্যমে নতুন DNA তৈরী করতে পারে। RNA তে রেপ্লিকেশন হয়না।

৫। DNA থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে RNA তৈরী হয়। RNA থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরী হয়।

৬।DNA প্রোটিন সরাসরি তৈরী করতে পারেনা। কিন্তু RNA প্রোটিন তৈরী করতে পারে।

৭। DNA এর কোন প্রকারভেদ নেই। কিন্তু RNA প্রধানত তিন প্রকার- mRNA, tRNA, rRNA.

৮। DNA বংশগতি বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ জীবের মুল জেনেটিক বস্তু DNA। কিন্তু কতিপয় ভাইরাস ছাড়া অধিকাংশ জীবে RNA বংশগতি বৈশিষ্ট্য বহন করেনা।

৯।DNA কার্যগতভাবে চিরস্থায়ী। কিন্তু RNA ক্ষণস্থায়ী।

৭. নিচের প্রশ্নের উত্তর দিনঃ

ক) ‘আমি বীরাঙ্গনা বলছি’ বইটির লেখক কে?  নীলিমা ইব্রাহিম

খ) ‘একাত্তরের দিনগুলি ‘ বইটির লেখক কে? জাহানারা ইমাম

গ) আমার কিছু কথা গ্রন্থের লেখক কে? শেখ মুজিবুর রহমান

ঘ) ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? ৪৫তম

ঙ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কি? টেরেসা মে (বর্তমান)

৮. ২৫% লাভ

৯. ১২০০ টাকা ও ৭%

১০.

ক) ৫৪

খ) -১

১১.

১২. প্রবন্ধ রচনা করুনঃ

ক) ডিজিটাল বাংলাদেশ রুপায়ন

খ) নারী উন্নয়নে বাংলাদেশ

গ) একুশের চেতনা

১৩. বাগধারা লিখুনঃ

ক) মিছরির চুরি- মুখে মধু অন্তরে বিষ

খ) উদোর পিন্ডি বুধোর ঘাড়ে-একের দোষ অন্যের উপর

গ) অহিনকুল সম্পর্ক- ভীষণ শত্রুতা

১৪. ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুনঃ 

ক) চাঁদমুখ- চাঁদের মত (ন্যায়) মুখ- উপমিত কর্মধারয়

খ) ফুলকুমারী- কুমারী ফুলের ন্যায়-উপমিত কর্মধারয় সমাস

গ) রাজহাঁস-হাঁসের রাজা- ষষ্ঠী তৎপুরুষ

১৫. সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক) ষোড়শ-ষট্ + দশ

খ) বৈষ্ণব র সন্ধি বিচ্ছেদ-বিষু + অব

গ) সচিবালয়- সচিব + আলয়

১৬. উত্তর দিনঃ

ক) এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার

খ) মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” গানটির রচিয়তা কে? অতুল প্রসাদ সেন

গ) কোথায় স্বর্গ কোথায় নরক পঙ্কটির রচয়িতা কে? শেখ ফজলূল করিম

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম কি? ভানুসিংহ

 

See/download BNFE Upazila Program officer Previous Question from below images:

Bureau of Non-Formal Education is a government bureau responsible for providing jobs, education, and opportunities to individuals who have not received formal education. The Bureau is located in Dhaka, Bangladesh. The Director General of Bureau of Non-Formal Education is Tapan Kumar Ghosh. The Bureau of Non-Formal Education traces its origin to the Directorate of Non-Formal Education. The Directorate of Non-Formal Education was under the Primary and Mass Education Division which was established in August 1992. The Directorate was placed in charge of Non-Formal Education programs providing services to 34.4 million illiterate people in Bangladesh. The Directorate of Non-Formal Education was dissolved in 2005 and replaced with the Bureau of Non-Formal Education. The Total Literacy Movement, which was founded in 1996 was dissolved in 2003, had parts of its functions absorbed into the Bureau. The Government of Bangladesh allocated Basic Literacy and Continuing Education project one and two to the bureau with a budget of 30 billion taka.

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally we try to update any news. For any Change, reform and  republished of any news we are not responsible.

For more update stay with our website jobstestbd.com

 

Contact Us:

If you want to give advertisement in our website for any product of your organization  please contact with us by following Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at : [email protected]
Contact No.: 01720403750

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.
View all posts by Abd Mamin →