DAE SAAO Previous Exam Question Solution is available below. Department of Agricultural Extension (DAE) SAAO Previous Exam Question Solution, DAE Sub Assistant Agriculture Officer (SAAO) Previous Exam Question Solution, Previous Question solution of DAE SAAO Exam, DAE SAAO Previous Exam Question And Solution, DAE SAAO Previous Exam Question, DAE Previous Exam Question Solution, DAE Previous Year Exam Question Solution, DAE SAAO Previous Exam Question Solved, Department of Agricultural Extension (DAE) Previous Exam Question Solution, Department of Agricultural Extension (DAE) Sub Assistant Agriculture Officer Previous Exam Question Solution are search option to get solution of DAE SAAO Previous Exam Question Solution.
DAE SAAO Previous Exam Question Solution:
Organization Name: Department of Agricultural Extension (DAE)
Post Name And Vacancy:
1. Sub Assistant Agriculture Officer (SAAO) – 1650
Total Vacancy Was: 1650
Exam Date: 02 August 2019
Exam Time: 10 AM to 11 AM
See More…
Department of Agricultural Extension (DAE) SAAO Exam Question Solution 2019
See/download DAE SAAO Previous Exam Question Solution from below:
প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছে Jobstestbd.com ওয়েবসাইট ও Jobs Exam Alert নামের Android App. তাই কেউ সমাধান কপি করলে এই দুইটা সাইট ও Apps এর ক্রেডিট দিবেন । কারণ তারা এতো কষ্ট করে প্রশ্নের সমাধান করেছে আর আপনারা নিজের নামে চালিয়ে দেন সারা ফেসবুক। এইটা দেখতে আমাদের খারাপ লাগে আর সমাধান করার আগ্রহ থাকেনা। আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনে আর সব পরীক্ষার প্রশ্নের সমাধান করবো…ধন্যবাদ…
এভাবে লিখলে খুশি হবঃ………….. Courtesy: jobstestbd.com
Department of Agricultural Extension (DAE) Previous Exam Question Solution:
Post Name: Sub Assistant Agriculture Officer (SAAO)
Edited and Collected by Jobstestbd.com
Exam Date: 12 December 2014
কৃষি বিষয়ক প্রশ্নের সমাধানঃ
১. কোদাল কোন পর্যায়ের কৃষি যন্ত্র?
ক. মাটি কাটার যন্ত্র খ. প্রাথমিক পর্যায়ের কর্ষণ যন্ত্র
গ. ধান কাটার যন্ত্র ঘ. সেচ যন্ত্র ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. প্রাথমিক পর্যায়ের কর্ষণ যন্ত্র
২. কোনটি মুক্ত জলাশয়ের অন্তর্ভুক্ত?
ক. পুকুর খ. ডোবা গ. বিল ঘ. দিঘী ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. বিল
৩. দেশী লাঙলে চাষের গভীরতা কত?
ক. ৩-৪ সেমি খ. ৭-৯ সেমি গ. ৫-৬সেমি ঘ. ১০-১২ সেমি ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ৭-৯ সেমি
৪. দেশী মোল্ড বোর্ড লাঙ্গল কোন ধরণের জমি চাষের উপযোগী?
ক. শুকনা জমি খ. ভিজা জমি গ. এঁটেল মাটি ঘ. দোআঁশ মাটি ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. দোআঁশ মাটি
৫. বীজ বপন যন্ত্রের সবচেয়ে গুরুত্বপুর্ণ অংশ কোনটি?
ক. বীজপাত্র খ. বীজ হার নির্ধারক গ. ঢেকে দেওয়ার যন্ত্র ঘ. খাদ্য তৈরিকারক ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. বীজ হার নির্ধারক
৬. নিচের কোনটি শক্তি চালিত আগাছা দমন যন্ত্র?
ক. নিড়ানি খ. ডিক্স হ্যারো গ. আঁচড়া ঘ. স্প্রিং টুথ হ্যারো ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঙ. কোনটিও নয়
৭. শক্তির উৎসের ভিত্তিতে শক্তিচালিত স্প্রেয়ার কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঙ. কোনটিও নয়
৮. ডাস্টিং এর কোন যন্ত্র অতি প্রয়োজনীয়?
ক. বায়ু প্রবাহের নল খ. ব্লোয়ার গ. ব্লো হেড ঘ. স্পিড লিভার ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. স্পিড লিভার
৯. কোন ধরণের ধান ভাঙ্গার মেশিন আমাদের দেশে তৈরি হয়?
ক. পোলিশিং মেশিন খ. মিলিং মেশিন গ. হাস্কিং মেশিন ঘ. রাইচ মেশিন ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. রাইচ মেশিন
১০. কৃষিতে বাংলাদেশের বর্তমান শক্তির ঘাটতি কেমন?
ক. সামান্য খ. ঘাটতি তীব্র গ. ঘাটতি নেই ঘ. কোন তথ্য নেই ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ঘাটতি তীব্র
১১. চাষাবাদ প্রক্রিয়ার কোন কোন অংশ এদেশে এখন পর্যন্ত যন্ত্রায়িত হয়েছে?
ক. জমি কর্ষণ খ. চারা রোপণ গ. বালাই দমন ঘ. পানি সেচ ঙ. কোনটিও নয়
উত্তরঃ সঠিক উত্তর নেই ( ক, খ, গ ও ঘ সবগুলোই সঠিক)
১২. শাখা কলমের মাধ্যমে কোন সবজির বংশবিস্তার করা যায়?
ক. মিষ্টি আলু খ. গোল আলু গ. কাঁকরোল ঘ. কচু ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. গোল আলু
১৩. ‘উফশী কি’?
ক. উন্নত জাতের আধুনিক ধান চাষ খ. উচ্চফলনশীল এক জাতের গম
গ. উচ্চফলনশীল এক জাতের পাট ঘ. উচ্চফলনশীল এক জাতের আম ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঙ. কোনটিও নয়
১৪. বর্তমানে দেশে ব্যাপক হারে পোলট্রি ফার্ম গড়ে উঠায় কিসের চাহিদা বেড়েছে?
ক. চামড়া খ. হাড় গ. চর্বি ঘ. পশম ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঙ. কোনটিও নয়
১৫. আমাদের দেশের কৃষিকাজে পশুশক্তির ব্যবহারে সবচেয়ে বড় বাঁধা কোনটি?
ক. পশুর জাত খ. পশু ধাদ্যের অভাব গ. পশুর আকার ঘ. পশুর রোগ-ব্যাধি ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. পশু ধাদ্যের অভাব
১৬. কোনটি সমন্বিত চাষ?
ক. হাঁস ও মাছ খ. মুরগি ও মাছ গ. হাঁস, ধান ও মাছ ঘ. ক, খ ও গ সবগুলো ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. ক, খ ও গ সবগুলো
১৭. বীজের ব্যাসের কতগুণ গভীরে বীজ বপন করা উচিত?
ক. তিনগুণ খ. চারগুণ গ. দ্বিগুণ ঘ. পাঁচগুণ ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. দ্বিগুণ
১৮. কোন পদ্ধতিতে পালন করলে ব্রয়লারের ওজন বেশী বৃদ্ধি পেতে দেখা যায়?
ক. কাঁচা পদ্ধতিতে খ. মাচা পদ্ধতিতে গ. লিটার পদ্ধতিতে ঘ. সমন্বিত পদ্ধতিতে ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. মাচা পদ্ধতিতে
১৯. হাডিং পদ্ধতিতে কোন ধরণের হাঁস পালন করা হয়?
ক. বাচ্চা খ. বাড়ন্ত গ. বয়স্ক ঘ. বাড়ন্ত ও বয়স্ক ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. বাড়ন্ত ও বয়স্ক
২০. বাংলাদেশের লোনা পানিতে কোন চিংড়ির চাষ সবচেয়ে লাভজনক?
ক. বাগদা চিংড়ি খ. চাকা চিংড়ি গ. হরিণা চিংড়ি ঘ. বাঘতারা চিংড়ি ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. বাগদা চিংড়ি
২১. নিচের কোনটি সবুজ সার উৎপাদনকারী উদ্ভিদ?
ক. মিষ্টি আলু খ. আলফা আলফা গ. মটর ঘ. পান ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. আলফা আলফা
২২. ভুট্টা কোন শ্রেণীর উদ্ভিদ?
ক. খাদ্যশস্য খ. চিনি গ. আঁশ ঘ. তেল ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. খাদ্যশস্য
২৩. কোন হাঁস মাংসের জন্য বিখ্যাত?
ক. পেকিন খ. খাকী ক্যাম্পবেল গ. রুয়েন ঘ. মাসকোভি ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. পেকিন
২৪. সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে কোষের কোন অংশ?
ক. সাইটোপ্লাজম খ. নিউক্লিয়াস গ. ক্লোরোপ্লাস্ট ঘ. গলজি বস্তু ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. ক্লোরোপ্লাস্ট
২৫. কোষের শক্তি উৎপাদন করে?
ক. মাইটোকন্ড্রিয়া খ. কোষ গহ্বর গ. লিউকোপ্লাস্ট ঘ. গলজি বস্তু ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. মাইটোকন্ড্রিয়া
২৬. মূলের কোন অংশ মাটি থেকে খাদ্য শোষণ করে?
ক. বর্ধিষ্ণূ অঞ্চল খ. স্থায়ী অঞ্চল গ. বিভাজন অঞ্চল ঘ. মূলরোম অঞ্চল ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. মূলরোম অঞ্চল
২৭. শালগম কোন ধরণের রূপান্তরিত মূল?
ক. কন্দাকৃতি মূল খ. রূপান্তরিত প্রধান মূল গ. অস্থানিক মূল ঘ. শাখামূল ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. রূপান্তরিত প্রধান মূল
২৮. কোন কাণ্ড খাদ্য তৈরি করে?
ক. হলুদ এর কাণ্ড খ. রূপান্তরিত কাণ্ড গ. বায়বীয় কাণ্ড ঘ. সবুজ কাণ্ড ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. রূপান্তরিত কাণ্ড
২৯. প্রস্বেদন পাতার একটি?
ক. বিশেষ কাজ খ. স্বাভাবিক কাজ গ.অসম্পুর্ণ কাজ ঘ. আদৌ পাতার কাজ নয় ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. স্বাভাবিক কাজ
৩০. পরাগায়ন কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. দুই
৩১. নিচের কোনটি চিনি উৎপাদনকারী উদ্ভিদ?
ক. কেনাফ খ. শন গ. বিট ঘ. পাট ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. বিট
৩২. নিচের কোন বীজে মৃৎগত অংকুরোদগম হয়?
ক. রেডি খ. মিষ্টি কুমড়া গ. আম ঘ. সীম ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. সীম
বাংলা অংশ সমাধানঃ
৩৩. ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল গ. সেলিনা হোসেন ঘ. তাসলিমা নাসরিন ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. বেগম রোকেয়া
৩৪. ‘পুকুরে পদ্মফুল জন্মে’-কোন ধরণের বাক্য?
ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. মিশ্র ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. সরল
৩৫. বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে?
ক. ৭ খ. ৮ গ. ৯ ঘ. ১০ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঙ. কোনটিও নয়
৩৬. সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘ইত্যাদি’
ক. ইতি + দি খ. ইতি + আদি গ. ইত + তাদি ঘ. ইতি + অদি ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ইতি + আদি
৩৭. কৃষ্ণ এর অর্ধ-তৎসম শব্দ কোনটি?
ক. পুত্র খ. কেষ্ট গ. পুত্তর ঘ. বিষ্ট ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. কেষ্ট
৩৮. তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতির বেশি হয়?
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. মিশ্র ঙ. কোনটিও নয়
উত্তরঃ
৩৯. শরৎচন্দ্রের রচনা কোনটি?
ক. দেবদাস খ. পদ্মরাগ গ. পালা মৌ ঘ. নবযুগ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. দেবদাস
৪০. ‘মালী’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. মালা খ. মালিকা গ. মালিনী ঘ. মালনী ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. মালিনী
৪১. ‘শেষের কবিতা’ কার রচনা?
ক. সত্যেন সেন খ. আবুল ফজল গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. আল মাহমুদ ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুর
৪২. ‘উত্থান’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. উন্মোচন খ. পতন গ. অবতান ঘ. অবসান ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. পতন
৪৩. কোনটি বহুব্রীহি সমাস?
ক. দশানন খ. সুপুরষ গ. সাদাকালো ঘ. চৌরাস্তা ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. দশানন
৪৪. কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
ক. পাল খ. সেন গ. গুপ্ত ঘ. তুর্কি ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. তুর্কি
ইংরেজি অংশ সমাধানঃ
Choose the similar word from below (45-48)
৪৫. Select
ক. Pick খ. Look গ. Elect ঘ. Pass ঙ. Observe
উত্তরঃ ক. Pick
৪৬. Crime
ক. Thief খ. Offense গ. Trail ঘ. Dark ঙ. Punishment
উত্তরঃ খ. Offense
৪৭. Fight
ক. Rolling খ. Gun গ. Combat ঘ. Brave ঙ. Move
উত্তরঃ গ. Combat
৪৮. Peace
ক. Blue খ. Fruit গ. Professie ঘ. Mind ঙ. Harmony
উত্তরঃ ঙ. Harmony
Choose the odd word from below (49-52)
৪৯. ক. Water খ. Food গ. House ঘ. Car ঙ. Education
উত্তরঃ ঙ. Education
৫০. ক. Profit খ. Business গ. Loss ঘ. Power ঙ. Risk
উত্তরঃ ঘ. Power
৫১. ক. Success খ. Hard work গ. Morning ঘ. Patience ঙ. Result
উত্তরঃ গ. Morning
৫২. ক. Agriculture খ. Seed গ. Weather ঘ. Farmer ঙ. Consultant
উত্তরঃ ঙ. Consultant
Choose the correctly spelled word from below: (53-56)
৫৩. ক. Parallel খ. Paralal গ. Parallal ঘ. Paralel ঙ. Perallal
উত্তরঃ ক. Parallel
৫৪. ক. Comitte খ. Committee গ. Comittee ঘ. Commeetty ঙ. Committy
উত্তরঃ খ. Committee
৫৫. ক. Profesor খ. Profeseer গ. Profeser ঘ. Profesar ঙ. Professor
উত্তরঃ ঙ. Professor
৫৬. ক. Problam খ. probleme গ. Problem ঘ. Problum ঙ. Problame
উত্তরঃ গ. Problem
গণিত অংশ সমাধানঃ
৫৭. কবির ৩০০ টি কলা কিনলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিলো। সে ক্র্যমূল্যের উপর শতকরা কত লাভ করলো?
ক. ৪০% খ. ৫০% গ. ৬০% ঘ. ৮০% ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. ৮০%
৫৮. খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর। খালেকের বাবা তার থেকে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
ক. ৬৬ খ. ৫৩ গ. ৭২ ঘ. ৫৬ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. ৬৬
৫৯. যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে?
ক. ৮ খ. ১০ গ. ৪ ঘ. ৬ ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. ৪
৬০. জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?
ক. ২৭২৫ খ. ৩০০০ গ. ৩১২৫ ঘ. ৩২০০ ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. ৩১২৫
৬১. রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কিলোমটার। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো । পথে বাসটি ১ ঘন্টা যাত্রাবিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কি.মি/ঘন্টা?
ক. ৪২ খ. ৪৯ গ. ৫৫ ঘ. ৬৩ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঙ. কোনটিও নয়
৬২. এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক. ১৫০ খ. ১৯০ গ. ২২৫ ঘ. ২৯০ ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ১৯০
৬৩. একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?
ক. ৯০% খ. ৮০% গ. ৭৫% ঘ. ৫০% ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. ৯০%
৬৪. সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেলো। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?
ক. ১২০৭৫ খ. ১৩৩২০ গ. ১৬০০০ ঘ. ১৪৪০০ ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ১৩৩২০
৬৫. ৭২০ এর ৬.৫% =কত?
ক. ৩৭ খ. ৪৬.৮ গ. ৫৬.৪ ঘ. ৪৯ ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ৪৬.৮
৬৬. ০, ১, ৪, ৬, ৯ এই সংখ্যাগুলো কে এক বা একাধিকবার ব্যবহার করে পাঁচ অংকের ক্ষুদ্রত্তম সংখ্যা কত?
ক. ০১৪৬৯ খ. ১০৪৬৯ গ. ৯০১৪৬ ঘ. ১০০০০ ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ১০৪৬৯
৬৭. একটি বড় বাক্সের মধ্যে ৪ টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৬ টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
ক. ১৮ খ. ২০ গ. ২৫ ঘ. ৩০ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঙ. কোনটিও নয় (সঠিক উত্তর হবে ২৯)
৬৮. টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮ ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ৬
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬৯. কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ঙ. কোনটিও নয়
উত্তরঃ খ. ৩
৭০. বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?
ক. ময়মনসিংহ খ. বরিশাল গ. গাজীপুর ঘ. চাঁদপুর ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. গাজীপুর
৭১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান খ. এম এ জি ওসমানী গ. একে খন্দকার ঘ. তাজউদ্দীন আহমেদ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. শেখ মুজিবুর রহমান
৭২. নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. অমর্ত্য সেন গ. মুহম্মদ ইউনুস ঘ. ফজলে হাসান আবেদ ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. রবীন্দ্রনাথ ঠাকুর
৭৩. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. বান্দরবান খ. রামু গ. কাপ্তাই ঘ. রাঙামাটি ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. কাপ্তাই
৭৪. কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়?
ক. ব্যাঙ খ. ষাঁড় গ. মহিষ ঘ. কেঁচো ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. কেঁচো
৭৫. নিচের কোন জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত?
ক. ভোলা খ. নাটোর গ. রাজশাহী ঘ. সিলেট ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. রাজশাহী
৭৬. সম্প্রতি (২০১৪) কোন ভাইরাস এর বিস্তারে বিশ্বব্যাপী সতর্কতা গ্রহণ করা হয়?
ক. এইচআইভি খ. ভেরিসেলা গ. ইবোলা ঘ. মার্স ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. ইবোলা
৭৭. কম্পিউটারের জনক বলা হয় কাকে?
ক. চার্লস ব্যাবেজ খ. স্টিফেন হকিন্স গ. আলফ্রেড নোবেল ঘ. আইস্টাইন ঙ. কোনটিও নয়
উত্তরঃ ক. চার্লস ব্যাবেজ
৭৮. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেছেন কোন বলার?
ক. চামিন্দা ভাস খ. রুবেল হোসেন গ. তাইজুল ইসলাম ঘ. জুবায়ের হোসেন ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. তাইজুল ইসলাম
৭৯. ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম ঙ. কোনটিও নয়
উত্তরঃ গ. ৪র্থ
৮০. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
ক. ধান খ. গম গ. আঁখ ঘ. পাট ঙ. কোনটিও নয়
উত্তরঃ ঘ. পাট
যেকোন শিক্ষামূলক তথ্যের জন্য ভিজিট করুন Jobstestbd.com
ফেসবুকের মাধ্যমে এই নিউজ ও আপনার কাঙ্খিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে লাইক দিন ও অফিশিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। ধন্যবাদ
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally, we try to update any news. For any Change, reform or republished of any news, we are not responsible.
For more updates, stay with our website jobstestbd.com
DAE SAAO Previous Exam Question Solution:
DAE SAAO Previous Exam Question Solution has been published by the authority. DAE Exam Date and Admit Download Seat Plan 2019 information is given above. Department of Agricultural Extension (DAE) is one of the largest Government organizations in Bangladesh. Department of Agricultural Extension (DAE) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of the Department of Agricultural Extension (DAE) is given on our website, jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private Companies in Bangladesh, and private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs results in Bangladesh, and all part-time Jobs in Bangladesh, and other educational support are available here on our website. We provide different types of job information, with also provide some effective information or resources and job tips which help to get a job easily. We trust that our distributed data helps job seekers who are looking a superior employment. We likewise share slanting assets for learner who are expanding their insight. Our prime target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine update that enables the jobless individuals to. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions, question solutions of different competitive exams are available here. We provide all types of educational support on our website, jobstestbd.com. So every day, tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page, jobstestbd.com.
Contact Us:
If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us by following the Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.

