Directorate of Primary Education (DPE) Exam Question Solution 2025 has been published. The DPE Exam Question Solution 2025 has been solved by our educational team. Directorate of Primary Education Accounts Assistant Exam Question Solution 2025 is good news for job seekers in Bangladesh. All information on the DPE Office Assistant Cum Computer Typist Exam Question Solution 2025 is available below. The Directorate of Primary Education (DPE) is a renowned Government institution in Bangladesh.
Directorate of Primary Education Exam Question Solution 2025:
Organization Name: Directorate of Primary Education (DPE)
See more…
-
Directorate of Primary Education (DPE) Exam Result 2025
-
DPE Exam Question Solution 2028
-
DPE Previous Exam Question Solution
Organization Name: Directorate of Primary Education (DPE)
Job Circular Information of Circular Year: 2025
Post Name and Vacancy:
1. Office Assistant Cum Computer Typist – 224
2. Accounts Assistant – 246
Total Vacancy: 470
Organization Name: Directorate of Primary Education (DPE)
Job Circular Information of Circular Year: 2016
Post Name and Vacancy:
1. Upper Divisional Clerk cum Accountant – 115
2. Assistant Librarian cum Cataloger – 16
3. Office Assistant Cum Computer Typist – 184
4. Account Assistant – 164
Total Vacancy: 479
Exam Date: 26 December 2025
Exam Time Shift: 10:00 AM to 11:20 AM, 03:00 PM to 04:20 PM
Exam Type: MCQ (Preliminary Exam)
Exam Centre: Dhaka
Note:
অনিবার্য কারণবশত আজ (২৬ ডিসেম্বির ২০২৫) অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
See/download Directorate of Primary Education (DPE) Exam Question Solution 2025 from below:
প্রতিষ্ঠানের নামঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার প্রশ্নের মানঃ ১০০
পরীক্ষার সময়ঃ ৮০ মিনিট (১ ঘণ্টা ২০ মিনিট)
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে আমাদের jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
প্রশ্নের সেট কোড- গ
১. নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়?
(ক) ইন্দো-ইউরোপীয় (খ) দ্রাবিডীয় (গ) আফ্রিকীয় (ঘ) ইন্দো-ইরানীয়
উত্তরঃ গ) আফ্রিকীয় [ “ইন্দো-ইরানীয়” একটি ভাষা-পরিবারের নাম। এটি ইন্দো ইউরোপীয় ভাষা-পরিবারের ১০টি শাখার একটি উপশাখা ইন্দো-ইরানীয়। অন্যদিকে, ” আফ্রিকীয় ” একটি অঞ্চল এবং ভাষা-পরিবার নয়। তাই সঠিক উত্তর হল ” আফ্রিকীয় “।]
২. কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকার পূর্ব অপেক্ষা ২টি কলা যেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
(ক) 1.50 (খ) 2.50 (গ) 3.00 (খ) 4.00
উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক উত্তর ১.২০ টাকা]
৩. The synonym for ‘crowded”
(ক) jam-packed (খ) rare (গ) vacant (খ) hard
উত্তরঃ (ক) jam-packed
৪. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
(ক) ২৫০ নটিক্যাল মাইল (খ) ২২৫ নটিক্যাল মাইল
(গ) ২২০ নটিক্যাল মাইল (ঘ) ২০০ নটিক্যাল মাইল
উত্তরঃ (ঘ) ২০০ নটিক্যাল মাইল
৫. কোনটি দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে?
(ক) উপসর্গ দিয়ে (খ) প্রত্যয় দিয়ে (গ) উপসর্গ ও প্রত্যয় দিয়ে (ঘ) রেফ দিয়ে
উত্তরঃ (গ) উপসর্গ ও প্রত্যয় দিয়ে
৬. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সৈয়দ আলী আহসান
(গ) হাসান হাফিজুর রহমান (ঘ) কবীর চৌধুরী
উত্তরঃ (খ) সৈয়দ আলী আহসান
৭. হেক্সাডেসিমেল পদ্ধতি ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ?
(ক) ৪ (খ) ৮ (গ) ৬ (ঘ) ১০
উত্তরঃ (গ) ৬
৮. 350 টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
(ক) 14 টাকা (খ) 42 টাকা (গ) 12 টাকা (ঘ) 105 টাকা
উত্তরঃ (খ) 42 টাকা
৯. বজ্রপাতের দেশ-
(ক) ভুটান (খ) জাপান (গ) ইন্দোনেশিয়া (ঘ) চীন
উত্তরঃ (ক) ভুটান
১০. বিষাদ সিন্ধু লেখকের কোন নামের বানানটি শুদ্ধ?
(ক) মীর মোশারফ হোসেন (খ) মীর মশারফ হোসেন
(গ) মীর মশাররফ হোসেন (ঘ) মীর মোশাররফ হোসেন
উত্তরঃ (গ) মীর মশাররফ হোসেন
১১. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রী। এর বাহু সংখ্যা কতগুলি হবে?
(ক) 30 (খ) 20 (গ) 18 (ঘ) 10
উত্তরঃ (ক) 30
১২. Meteorology is related to-
(ক) Concrete slabs (খ) Motor vehicles
(গ) Weather forecasting (ঘ) Motor neurone disease
সঠিক উত্তর: (গ) Weather forecasting
১৩. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি, ঘরটি পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত
(ক) ৬ মিটার (খ) ১০ মিটার (গ) ১৮ মিটার (ঘ) ১২ মিটার
সঠিক উত্তর: (খ) ১০ মিটার
১৪. ১৮২ ডিগ্রী কোণ একটি-
(ক) সূক্ষ্ম কোণ (খ) স্থূল কোণ (গ) সম্পূরক কোণ (ঘ) প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর: (ঘ) প্রবৃদ্ধ কোণ
১৫. ০.১ এর বর্গমূল কত?
(ক) ০.১ (খ) ০.০১ (গ) ০.২৫ (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ঘ) কোনটিই নয় (সঠিক উত্তর ০.৩১৬…)
১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
(ক) ৫% (খ) ১০% (গ) ২০% (ঘ) ২৫%
সঠিক উত্তর: (ক) ৫%
১৭. শূন্যস্থানে কোনটি বসবে ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩,………?
(ক) ২ (খ) ৪ (গ) ১৫ (ঘ) ১২
সঠিক উত্তর: (ক) ২
১৮. মাকড়সার কয়টি পা থাকে?
(ক) ৪টি (খ) ৬টি (গ) ৮টি (ঘ) ১০টি
সঠিক উত্তর: (গ) ৮টি
১৯. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
(ক) রেফ (খ) ফলা (গ) বর্ণসংযোগ (ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (খ) ফলা
২০. জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন-
(ক) ৮০ তম (খ) ৭২ তম (গ) ৭৫ তম (ঘ) ৭৯ তম
সঠিক উত্তর: (ক) ৮০ তম
২১. বাংলাদেশের রণসংগীতের সুরকার কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম
(গ) সমর দাস (ঘ) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: (খ) কাজী নজরুল ইসলাম
২২. If you don’t know what the word means, look it … ; ….. a dictionary.
(ক) up; from (খ) in; from (গ) for; in (ঘ) up; in
সঠিক উত্তর: (ঘ) up; in
২৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
(ক) কারবর্ণ (খ) অনুবর্ণ (গ) ফলা (ঘ) রেফ
সঠিক উত্তর: (ক) কারবর্ণ (সাধারণত ‘কার’)
২৪. দুইটি সংখ্যার গ.সা.গু, অন্তর ও ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ ও ২৪৪৮, সংখ্যা দুটি নির্ণয় করুন।
(ক) ১০৪, ২০৪ (খ) ১০৪, ১৪৪ (গ) ১০৪, ২৪৪ (ঘ) ১৪৪, ২০৪
সঠিক উত্তর: (ঘ) ১৪৪, ২০৪
২৫. ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫টি টাকার নোটের কত অংশ?
(ক) ১/৪ (খ) ১/২ (গ) ১/৮ (ঘ) ১/১৬
সঠিক উত্তর: (খ) ১/২
২৬. Which one of the following words is in singular form?
(ক) Agenda (খ) Oases (গ) redius (ঘ) formulae
সঠিক উত্তর: (গ) redius (সঠিক বানান radius)
২৭. সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর?
(ক) মহাকাব্য (খ) আত্মজীবনী (গ) গল্প (ঘ) নাটক
সঠিক উত্তর: (ঘ) নাটক
২৮. কোনটি ফারসি ভাষার শব্দ?
(ক) হজ (খ) বাদশাহ (গ) আলপিন (ঘ) হরতাল
সঠিক উত্তর: (খ) বাদশাহ
২৯. ‘খয়ের খাঁ’ বাগধারা অর্থ কী?
(ক) দিন মজুর (খ) গণমান্য ব্যক্তি (গ) নিরেট মূর্খ (ঘ) তোষামোদকারী
সঠিক উত্তর: (ঘ) তোষামোদকারী
৩০. রোমান সানা সম্পৃক্ত-
(ক) ফুটবল (খ) আর্চারি (গ) ক্রিকেট (ঘ) হকি
সঠিক উত্তর: (খ) আর্চারি
৩১. a =1, b = -1, c = 2, d = -2 হলে, a – (-b) – (-c) – (-d) এর মান কত?
(ক) ০ (খ) ১ (গ) ২ (ঘ) ৩
সঠিক উত্তর: (ক) ০
৩২. রাত্রির সমার্থক শব্দ কোনটি?
(ক) নিশীথ (খ) অমানিশা (গ) আঁধার (ঘ) ক ও খ উভয়টি
সঠিক উত্তর: (ঘ) ক ও খ উভয়টি
৩৩. ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD=১০০⁰ হলে, ∠BCE=কত?
(ক) ১০০ ডিগ্রী (খ) ৯০ ডিগ্রী (গ) ৮০ ডিগ্রী (ঘ) ৬৫ ডিগ্রী
সঠিক উত্তর: (গ) ৮০ ডিগ্রী [প্রশ্ন অর্ধেক অংশ ছিল। সম্পূর্ণ প্রশ্নে উত্তর ৮০ ডিগ্রী]
৩৪. ২০৭৪০ সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন ছাত্র অতিরিক্ত হয়। প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত?
(ক) ১৪২ জন (খ) ১৪৪ জন (গ) ১২৬ জন (ঘ) ১৪০ জন
সঠিক উত্তর: (খ) ১৪৪ জন
৩৫. What is the plural form of ‘Sheep’?
(ক) Sheeps (খ) Sheep (গ) Sheepes (ঘ) Sheepses
সঠিক উত্তর: (খ) Sheep
৩৬. বাংলাদেশে ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচী চালু করা হয় কবে?
(ক) ১৯৯২ (খ) ১৯৯৩ (গ) ১৯৯১ (ঘ) ১৯৯৪
সঠিক উত্তর: (খ) ১৯৯৩
৩৭. Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.
(ক) lies (খ) lied (গ) lay (ঘ) layed
সঠিক উত্তর: (গ) lay
৩৮. নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
(ক) SQL (খ) STATA (গ) CIH (ঘ) SPSS
সঠিক উত্তর: (গ) CIH
৩৯. ‘Bring to book’ means
(ক) a book published (খ) to rebuke
(গ) to find a book (ঘ) to be praised
সঠিক উত্তর: (খ) to rebuke
৪০. যদি x+5y = 24 হয় এবং x=3y হয়, তাহলে y এর মান কত?
(ক) 9 (খ) 3 (গ) 7 (ঘ) 8
সঠিক উত্তর: (খ) 3
৪১. Which one is the incorrect spelling?
(ক) Foreign (খ) Forlorn (গ) Freshner (ঘ) Fruity
সঠিক উত্তর: (গ) Freshner (Correct: Freshener)
৪২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
(ক) দম্পতি (খ) মহাবীর (গ) চালাক-চতুর (ঘ) বিষবৃক্ষ
সঠিক উত্তর: (ক) দম্পতি [দম্পতি =জায়া ও পতি]
৪৩. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে?
(ক) ১০৭৬ (খ) ১১৭৬ (গ) ১২৭৬ (ঘ) ১৩৭৬
সঠিক উত্তর: (খ) ১১৭৬
৪৪. A state where all religions are respected ………… .
(ক) Muslim (খ) Secular (গ) Good State (ঘ) Holy country
সঠিক উত্তর: (খ) Secular
৪৫. কোন গ্রন্থটি হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীগ্রন্থ?
(ক) মরুমা যা (খ) মরুতীর্থ (গ) মরুকুসুম (ঘ) মরুভাস্কর
সঠিক উত্তর: (ঘ) মরুভাস্কর
৪৬. পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে কোন স্থানে?
(ক) আরিচা (খ) গোয়ালন্দ (গ) চাঁদপুর (ঘ) ভৈরব
সঠিক উত্তর: (খ) গোয়ালন্দ
৪৭. কোন শব্দটি ‘চক্ষু’-এর সমার্থক নয়?
(ক) নেত্র (খ) নিবিড় (গ) আখি (ঘ) লোচন
সঠিক উত্তর: (খ) নিবিড়
৪৮. John Smith is good ………… Mathematics.
(ক) at (খ) in (গ) of (ঘ) after
সঠিক উত্তর: (ক) at
৪৯. বার্ষিক শব্দের প্রত্যয় যোগ কোনটি?
(ক) বর্ষ+ইক (খ) বর্ষ+ষ্ণি (গ) বর্ষ+ষ্ণিক (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ) বর্ষ+ষ্ণিক
৫০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
(ক) ৭টি (খ) ৮টি (গ) ১০টি (ঘ) ৯টি
সঠিক উত্তর: (খ) ৮টি
৫১. বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করা হয় …….. জনকে।
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (গ) ৪
৫২. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?
(ক) উদ্দেশ্য (খ) বিধেয় (গ) বাকাংশ (ঘ) বর্গ
সঠিক উত্তর: (ঘ) বর্গ
৫৩. হ্ণ যুক্ত বর্ণে কী কী বর্ণ আছে?
(ক) হ + ণ (খ) হ + ন (গ) হ + ম (ঘ) ক্ষ + ণ
সঠিক উত্তর: (ক) হ + ণ
৫৪. নোট অব ডিসেন্ট বলতে কী বোঝানো হয়?
(ক) চূড়ান্ত সিদ্ধান্ত (খ) ভিন্নমত (গ) আনুষ্ঠানিক ঐকমত্য (ঘ) সভার কার্যবিবরণী
সঠিক উত্তর: (খ) ভিন্নমত
৫৫. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
(ক) ৪টি (খ) ৯টি (গ) ১১টি (ঘ) ১০টি
সঠিক উত্তর: (ঘ) ১০টি
৫৬. What is the meaning of ‘toot your own horn’?
(ক) Self destruction (খ) Boast (গ) Possessive (ঘ) talks a lot
সঠিক উত্তর: (খ) Boast
৫৭. চর্যাপদের আবিষ্কারক কে?
(ক) ড. সুনীত কুমার চট্টোপাধ্যায় (খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) ড. দীনেশ চন্দ্র সেন
সঠিক উত্তর: (খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
৫৮. 3x – 7y + 10 = 0 এবং y – 2x – 3 = 0 এর সমাধান-
(ক) x = 1, y = -1 (খ) x = 1, y = 1 (গ) x = -1, y = -1 (ঘ) x = -1, y = 1
সঠিক উত্তর: (ঘ) x = -1, y = 1
৫৯. a – [a – {a – (a – 1)}] = কত?
(ক) 1 (খ) -1 (গ) a-1 (ঘ) a+1
সঠিক উত্তর: (ক) 1
৬০. a = 2b = 3c এবং abc = 36, c এর মান-
(ক) 3 (খ) 4 (গ) 5 (ঘ) 2
সঠিক উত্তর: (ঘ) 2
৬১. Teacher said, ‘The earth ……… round the sun’.
(ক) moves (খ) will be moving (গ) has moved (ঘ) moved
সঠিক উত্তর: (ক) moves
৬২. 4IR প্রযুক্তি কিসের সাথে সম্পর্কিত?
(ক) ক্যামেরা (খ) মোবাইল ফোন (গ) ইন্টারনেট এক্সপ্লোরার (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ঘ) কোনটিই নয় (এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সাথে সম্পর্কিত)
৬৩. ২৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
(ক) ৬২ ডিগ্রী (খ) ১১৮ ডিগ্রী (গ) ৩৩২ ডিগ্রী (ঘ) ১৫২ ডিগ্রী
সঠিক উত্তর: (ঘ) ১৫২ ডিগ্রী
৬৪. What part of speech is ‘readiness’?
(ক) Verb (খ) Noun (গ) Adjective (ঘ) Adverb
সঠিক উত্তর: (খ) Noun
৬৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
(ক) ৭.২ সে.মি. (খ) ৭.৩ সে.মি. (গ) ৭ সে.মি. (ঘ) ৭.১ সে.মি.
সঠিক উত্তর: (ক) ৭.২ সে.মি.
৬৬. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(ক) ৪৫% (খ) ৬০.৫০% (গ) ৫২.৭৫% (ঘ) ৫৬.২৫%
সঠিক উত্তর: (ঘ) ৫৬.২৫%
৬৭. The snow swirls ……… the valley.
(ক) up (খ) down (গ) in (ঘ) through
সঠিক উত্তর: (খ) down
৬৮. If I …. You, I …… take the chance.
(ক) was, would (খ) would, were (গ) were, could (ঘ) were, would
সঠিক উত্তর: (ঘ) were, would
৬৯. ‘To be, or not to be, that is the question’ is a famous dialogue form………
(ক) Othello (খ) Hamlet (গ) Romeo and Juliet (ঘ) Macbeth
সঠিক উত্তর: (খ) Hamlet
৭০. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
(ক) দধিচী (খ) গণনা (গ) শাশ্বত (ঘ) প্রানী
সঠিক উত্তর: (ঘ) প্রানী (শুদ্ধ বানান: প্রাণী)
৭১. I spent …. with the patient.
(ক) sometimes (খ) sometime (গ) some times (ঘ) some time
সঠিক উত্তর: (ঘ) some time
৭২. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) আরবী (খ) ফরাসি (গ) ইংরেজি (ঘ) চীনা
সঠিক উত্তর: (ক) আরবী
৭৩. https এর অর্থ কী?
(ক) Hyper-Text Transfer Protocol Secure (খ) Hyper-Text Transfer Protocol System
(গ) Hyper-Text Transfer Protocol Service (ঘ) Hyper-Text Transfer Protocol Sense
সঠিক উত্তর: (ক) Hyper-Text Transfer Protocol Secure
৭৪. ‘ণ-ত্ব ও ষ-ত্ব’ বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) বাক্যতত্ত্ব (গ) রূপতত্ত্ব (ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক) ধ্বনিতত্ত্ব
৭৫. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
(ক) 2, 4, 5 (খ) 4, 5, 6 (গ) 2, 4, 7 (ঘ) 3, 4, 6
সঠিক উত্তর: (গ) 2, 4, 7 [(গ) 2, 4, 7: ২ + ৪ = ৬ < ৭ (অসম্ভব, তাই ত্রিভুজ গঠন করা যাবে না)]
৭৬. Liza had given me two ……….
(ক) pair of jeans (খ) pairs of jean (গ) pair of jean (ঘ) pairs of jeans
সঠিক উত্তর: (ঘ) pairs of jeans
৭৭. বাগযন্ত্রের অংশ কোনটি?
(ক) স্বরযন্ত্র (খ) ফুসফুস (গ) দাঁত (ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (ঘ) উপরের সবকটি
৭৮. AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত-
(ক) 4IR (খ) Digital Device (গ) Cloud Server (ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ঘ) সবগুলোই
৭৯. বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত জন?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (গ) ৪
৮০. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-
(ক) গারো (খ) মনিপুরি (গ) রোহিংগা (ঘ) সাঁওতাল
সঠিক উত্তর: (গ) রোহিংগা
৮১. বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নাই?
(ক) খুলনা (খ) সাতক্ষীরা (গ) যশোর (ঘ) রাজশাহী
সঠিক উত্তর: (ক) খুলনা
৮২. Which word is the determiner in the sentence ” Will it take much time ?
(ক) will (খ) much (গ) take (ঘ) time
সঠিক উত্তর: (খ) much
৮৩. ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয়-
(ক) ৭ অক্টোবর ২০২৪ (খ) ৭ অক্টোবর ২০২৩
(গ) ৭ অক্টোবর ২০২৫ (ঘ) ৭ অক্টোবর ২০২২
সঠিক উত্তর: (খ) ৭ অক্টোবর ২০২৩
৮৪. Hasan has read most of the ______of Shakespeare.
(ক) poem (খ) play (গ) drama (ঘ) works
সঠিক উত্তর: (ঘ) works
৮৫. x – y = 2 এবং xy = 24 হলে, x- এর ধনাত্মক মানটি –
(ক) 3 (খ) 4 (গ) 5 (ঘ) 6
সঠিক উত্তর: (ঘ) 6
৮৬. যদি -5, P, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে-
(ক) -2, 9 (খ) 2, 9 (গ) -2, -9 (ঘ) 2, -9
সঠিক উত্তর: (খ) 2, 9
৮৭. কোনটি কম্পিউটারের সংরক্ষণ কী বাটন?
(ক) F8 (খ) F10 (গ) F6 (ঘ) F12
সঠিক উত্তর: (ঘ) F12
৮৮. The captain left the boat, because it ………… .
(ক) turned down (খ) turned up (গ) turned bottom (ঘ) turned over
সঠিক উত্তর: (ঘ) turned over
৮৯. দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি-
(ক) ৩১৮ (খ) ৩০৮ (গ) ২৮৩ (ঘ) ২৭৯
সঠিক উত্তর: (খ) ৩০৮
৯০. সার্ক প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৮০ সালে (খ) ১৯৮১ সালে (গ) ১৯৮৫ সালে (ঘ) ১৯৮৬ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৮৫ সালে
৯১. যে সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই-
(ক) BIMSTEC (খ) NAM (গ) NATO (ঘ) D-8
সঠিক উত্তর: (খ) NAM
৯২. m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত?
(ক) (x + y) / mn (খ) (x + y) / m + n (গ) (mx + ny) / m + n (ঘ) (mx + ny) / mn
সঠিক উত্তর: (গ) (mx + ny) / m + n
৯৩. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
(ক) চলতি (খ) সাধু রীতি (গ) মিশ্র রীতি (ঘ) আঞ্চলিক রীতি
সঠিক উত্তর: (খ) সাধু রীতি
৯৪. Sustainable Development Goals (SDG) এর -Goals সংখ্যা –
(ক) ১৫ (খ) ১৬ (গ) ১৭ (ঘ) ১৮
সঠিক উত্তর: (গ) ১৭
৯৫. The antonym for ‘inimical’
(ক) hostile (খ) friendly (গ) indifferent (ঘ) angry
সঠিক উত্তর: (খ) friendly
৯৬. কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তাহার জীবন সংশয়পূর্ণ (খ) তাহার জীবন সংশয়ময়
(গ) তাহার জীবন সংশয়াপূর্ণ (ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ) তাহার জীবন সংশয়াপূর্ণ
৯৭. “ডাক্তার ডাক” বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে…..?
(ক) call to doctor (খ) call is a doctor (গ) call in doctor (ঘ) call doctor
সঠিক উত্তর: (গ) call in doctor
৯৮. What is the verb of the word ‘able’?
(ক) unable (খ) disable (গ) enable (ঘ) ability
সঠিক উত্তর: (গ) enable
৯৯. দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দিব্+লোক (খ) দিব+লোক (গ) দ্যু+লোক (ঘ) দুল্ +লোক
সঠিক উত্তর: (ক) দিব্+লোক
১০০. If Orthopedic relates to bone then Psychiatry relates to …………
(ক) mind (খ) skin (গ) child (ঘ) heart
সঠিক উত্তর: (ক) mind
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে আমাদের jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
See/download Directorate of Primary Education (DPE) Exam Question 2025 from the images below:
Courtesy: To all authorities from where documents are collected.
N.B: Generally, we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.
For more updates, stay with our website jobstestbd.com
Directorate of Primary Education DPE Job Exam Question Solution 2025:
The authority has published the Directorate of Primary Education Job Exam Question Solution 2025. Directorate of Primary Education (DPE) Circular information is given above. The Directorate of Primary Education (DPE) is one of the largest Government organizations in Bangladesh. The Directorate of Primary Education (DPE) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Directorate of Primary Education (DPE) is given on our website, jobstestbd.com. We publish all job circulars daily, including government jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private Companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Results of Bank Jobs, Government Jobs, Government University Jobs, and Part-time Jobs in Bangladesh, as well as educational support, are available on our website. We provide different types of job information, including some effective information or resources and job tips, which help to get a job easily. We trust that our distribution data helps job seekers who are finding superior employment. We likewise share valuable assets for learner who are expanding their knowledge. Our primary goal is to establish a trustworthy occupation site in Bangladesh by providing accurate information that benefits individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for different competitive exams are available here. We provide various kinds of educational support on our website, jobstestbd.com. Every day, tune in to our website for a variety of academic support resources. Please like our Facebook page, jobstestbd.com.
Contact Us:
If you would like to advertise a product from your organization on our website, please don’t hesitate to contact us by following the Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.



