Department of Narcotics Control (DNC) Exam Question Solution 2025

Department of Narcotics Control (DNC) Exam Question Solution 2025 has been published. Department of Narcotics Control Office Sohayok Exam Question Solution 2025 has been published by the authority. DNC MCQ Exam Question Solution 2025 is good news for job seekers in Bangladesh. All information on the Madok Exam Question Solution 2025 is available below. The Department of Narcotics Control (DNC) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

Department of Narcotics Control Exam Question Solution 2025: 

Organization Name: Department of Narcotics Control (DNC)

See more…

 

Job Type: Government Job

Organization Name: Department of Narcotics Control (DNC)

Post Name and Vacancy:

1. Store Keeper – 13

2. Motor Mechanic – 01

3. Data Entry Control Operator – 03

4. Audio Visual Operator – 01

5. Pump Operator –  01

6. Receptionist – 01

7. Library Assistant – 01

8. Office Sohayok (Office Support Staff) – 44

 

 

 

 

Total Vacancy: 65 

 

 

 

 

 

MCQ Exam Date: 01 November 2025 

MCQ Exam Time: 10:00 AM to 11:00 AM

Exam Type: Preliminary (MCQ Type)

Time to enter the exam center: 08:30 AM to 09:30 AM

 

 

 

See/download Department of Narcotics Control (DNC) Exam Question Solution 2025 from below: 

প্রতিষ্ঠানের নামঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নামঃ অফিস সহায়ক + স্টোর কিপার

নিয়োগ পরীক্ষার তারিখঃ ০১ নভেম্বর ২০২৫

সময়ঃ ১ ঘণ্টা

পূর্ণমানঃ ৮০

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

প্রশ্নের সেটঃ খ

পদের নামঃ অফিস সহায়ক

 

গণিত অংশের সমাধানঃ 

১. দুইটি সংখ্যার সমষ্টি ৭০ ও অন্তর ১০ হলে, বড় সংখ্যাটি কত?

A. ৪০ B. ৩৫ C. ৩৭ D. ৪২

সঠিক উত্তর: A. ৪০

ব্যাখ্যা: বড় সংখ্যা = (সমষ্টি + অন্তর) / ২ = (৭০ + ১০) / ২ = ৮০ / ২ = ৪০।

২. ১২ এর কত শতাংশ ১৮ হবে?

A. ১১০ B. ১২০ C. ১৫০ D. ১৬০

সঠিক উত্তর: C. ১৫০

ব্যাখ্যা: (১৮ ÷ ১২) × ১০০ = ১.৫ × ১০০ = ১৫০%।

৩. ৭২ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

A. ৯ B. ১১ C. ১০ D. ১২

সঠিক উত্তর: D. ১২

ব্যাখ্যা: ৭২ = ২³ × ৩²। ভাজক সংখ্যা = (৩+১) × (২+১) = ৪ × ৩ = ১২টি।

৪. ১৩ ৩/৪% এর সমান-

A. ১১/৮০ B. ১/৯ C. ১১/২০ D. ১/৮

সঠিক উত্তর: D. ১/১০

ব্যাখ্যা: ১০% = ১০/১০০ = ১/১০।

৫. একটি পঞ্চভুজের সমষ্টি –

A. ৪ সমকোণ B. ৬ সমকোণ C. ৮ সমকোণ D. ১০ সমকোণ

সঠিক উত্তর: B. ৬ সমকোণ

৬. ৬% হারে নয় মাসে ১,০০০ টাকার উপর সুদ কত?

A. ৪৫ B. ৫৪ C. ৬০ D. ২৪

সঠিক উত্তর: A. ৪৫

ব্যাখ্যা: সুদ = (আসল × হার × সময়) / ১০০ = (১০০০ × ৬ × ৯/১২) / ১০০ = ৪৫ টাকা।

৭. ১১ এর ৩ শতাংশ কত?

A. ৩.০০ B. ৩.৩০ C. ১১.০০ D. ০.৩৩

সঠিক উত্তর: D. ০.৩৩

ব্যাখ্যা: (১১ × ৩) / ১০০ = ৩৩ / ১০০ = ০.৩৩।

৮. x + 1/x = √6 হলে x³ + 1/x³ এর মান কত?

A. √3 B. 6√3 C. 3√3 D. 3√6

সঠিক উত্তর: D. 3√6

ব্যাখ্যা: x³ + 1/x³ = (x + 1/x)³ – 3(x)(1/x)(x + 1/x) = (√6)³ – 3(√6) = 6√6 – 3√6 = 3√6।

৯. ২০ জন শ্রমিক একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?

A. ৩০ B. ১০ C. ২০ D. ৪০

সঠিক উত্তর: A. ৩০

ব্যাখ্যা: (শ্রমিক₁ × দিন₁) = (শ্রমিক₂ × দিন₂)। ২০ × ৩০ = শ্রমিক₂ × ২০। সুতরাং, শ্রমিক₂ = ৩০ জন।

১০. x=7, এবং y=6 হলে 16x²-40xy+25y² এর মান কত?

A. 8 B. 116 C. 4 D. 76

সঠিক উত্তর: C. 4

ব্যাখ্যা: রাশিটি হলো (4x – 5y)²। মান বসালে, (4×7 – 5×6)² = (২৮ – ৩০)² = (-২)² = ৪।

১১. কোন ভগ্নাংশটি ⅔ থেকে বড়?

A. ৩৩/৫৫ B. ৩/৫ C. ৮/১১ D. ১৩/২৭

সঠিক উত্তর: C. ৮/১১

ব্যাখ্যা: ২/৩ ≈ ০.৬৭। ৮/১১ ≈ ০.৭২, যা ২/৩ থেকে বড়।

১২. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

A. ৫ B. ৭ C. ৬ D. ৮

সঠিক উত্তর: B. ৭

ব্যাখ্যা: দ্বিতীয় সংখ্যাটি ৩৫ এবং ৬৩ উভয়ের সাধারণ গুণনীয়ক হবে। ৩৫ ও ৬৩ এর গ.সা.গু. হলো ৭।

১৩. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গএকক?

A. (√3/2)a² B. (3/2)a² C. (2/√3)a² D. (√3/4)a

সঠিক উত্তর: A. (√3/4)a²

ব্যাখ্যা: এটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র।

১৪. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড়, ৩৮১ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

A. ৩৩৯ B. ৩৪১ C. ৩৪০ D. ৩৪২

সঠিক উত্তর: B. ৩৪১

ব্যাখ্যা: সংখ্যাটি হলো ৩০১ এবং ৩৮১ এর গড়। (৩০১ + ৩৮১) / ২ = ৬৮২ / ২ = ৩৪১। 

১৫. কোনটি সবচেয়ে ছোট?

A. ২/১২ B. ৩/১১ C. ৪/১৫ D. ২/১৩

সঠিক উত্তর: D. ২/১৩  

ব্যাখ্যা: ২/১২ ≈ ০.১৬, ৩/১১ ≈ ০.২৭,  ৪/১৫ ≈ ০.২৬, ২/১৩ ≈ ০.১৫। সুতরাং, ২/১৩ সবচেয়ে ছোট।

১৬. a+b=8 এবং ab=15 হলে, a²+b² এর মান কত?

A. 36 B. 34 C. 32 D. 35

সঠিক উত্তর: B. 34

ব্যাখ্যা: a²+b² = (a+b)² – 2ab = (৮)² – ২(১৫) = ৬৪ – ৩০ = ৩৪।

১৭. একটি খুঁটির অর্ধাংশ মাটির নীচে, এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং ১২ ফুট পানির উপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত?

A. ৮০ ফুট B. ৭৪ ফুট C. ৭২ ফুট D. ৮২ ফুট

সঠিক উত্তর: C. ৭২ ফুট

ব্যাখ্যা: খুঁটির (১ – ১/২ – ১/৩) = ১/৬ অংশ পানির উপরে আছে। সুতরাং, খুঁটির ১/৬ অংশ = ১২ ফুট। মোট দৈর্ঘ্য = ১২ × ৬ = ৭২ ফুট।

১৮. ১ ডজন ডিমের দাম ৫৪ টাকা হলে ৪৫ টাকায় কয়টি ডিম পাওয়া যায়?

A. ৮ টি B. ১০ টি C. ১১ টি D. ১২ টি

সঠিক উত্তর: B. ১০ টি

ব্যাখ্যা: ৫৪ টাকায় পাওয়া যায় ১২ টি ডিম। ১ টাকায় পাওয়া যায় ১২/৫৪ টি। ৪৫ টাকায় পাওয়া যায় (১২ × ৪৫) / ৫৪ = ১০ টি।

১৯. একটি আয়কক্ষেত্রে পরিসীমা ৪০ মিটার। এর প্রস্থ ৫ মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?

A. ৩০ B. ২৫ C. ২০ D. ১৫

সঠিক উত্তর: D. ১৫

ব্যাখ্যা: পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)। ৪০ = ২(দৈর্ঘ্য + ৫) => ২০ = দৈর্ঘ্য + ৫ => দৈর্ঘ্য = ১৫ মিটার।

২০. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?

A. ১০০ B. ১১১ C. ৩০১ D. ১৯৯

সঠিক উত্তর: A. ১০০

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

২১. ফ্রান্সের মুদ্রার নাম কী?

A. ফ্রাংক B. ডলার C. ইউরো D. পাউন্ড

সঠিক উত্তর: C. ইউরো

২২. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

A. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ B. ১৭ অক্টোবর, ১৯৭৪

C. ২৭ অক্টোবর, ১৯৭৪ D. ২৭ সেপ্টেম্বর, ১৯৭৪

সঠিক উত্তর: A. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪

২৩. সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?

A. মাচুপিচু B. পেনিকো C. কোরাল D. কুস্কো

সঠিক উত্তর: B. পেনিকো

২৪. ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত?

A. বাগেরহাট B. সিলেট C. সাতক্ষীরা D. খুলনা

সঠিক উত্তর: C. সাতক্ষীরা

২৫. শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে?

A. ষোল শতকে B. আঠারো শতকে

C. সতেরো শতকে D. উনিশ শতকে

সঠিক উত্তর: B. আঠারো শতকে

২৬. ‘ওয়ানগালা’ উৎসব কাদের?

A. গারোদের B. মারমাদের C. কুকিদের D. চাকমাদের

সঠিক উত্তর: A. গারোদের (উৎসবটির আসল নাম ‘ওয়াংগালা’)

২৭. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?

A. আংকারা B. লিসবন C. কাজাখস্তান D. ইস্তাম্বুল

সঠিক উত্তর: D. ইস্তাম্বুল (ইউরোপ ও এশিয়া মহাদেশে)

২৮. ১৯৭১ সালের কত তারিখে বাংলাদেশে ১১ টি সেক্টরে ভাগ করা হয়?

A. ১১ জুলাই B. ১২ সেপ্টেম্বর C. ২১ এপ্রিল D. ১১ এপ্রিল

সঠিক উত্তর: D. ১১ এপ্রিল

২৯. দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ?

A. বাংলাদেশ B. ভুটান C. মালদ্বীপ D. শ্রীলংকা

সঠিক উত্তর: B. ভুটান 

৩০. কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয়?

A. ২০১৪ B. ২০১৮ C. ২০২২ D. ২০০৪

সঠিক উত্তর: B. ২০১৮ (নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।

৩১. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

A. মেঘনা B. ব্রহ্মপুত্র C. পদ্মা D. যমুনা

সঠিক উত্তর: A. মেঘনা (প্রস্থ এবং পানি প্রবাহের দিক থেকে)

৩২. মালদ্বীপের মুদ্রার নাম কী?

A. রুপী B. পাউন্ড C. ডলার D. রুপাইয়া

সঠিক উত্তর: D. রুপাইয়া (Rufiyaa)

৩৩. জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর প্রেক্ষাপট কী ছিল?

A. বৈষম্য নিরসন B. কোটা সংস্কার C. ভিন্নমত দমন D. নিরাপদ সড়ক

সঠিক উত্তর: কোটা সংস্কার

৩৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?

A. রংপুর B. টাঙ্গাইল C. ময়মনসিংহ D. ফরিদপুর

সঠিক উত্তর: D. ফরিদপুর

৩৫. বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত?

A. নোয়াখালী B. চাঁদপুর C. কুষ্টিয়া D. হবিগঞ্জ

সঠিক উত্তর: D. হবিগঞ্জ (গ্রামের নাম বানিয়াচং)

৩৬. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?

A. ওবায়দুল হাসান B. সৈয়দ মাহমুদ হোসেন

C. হাসান ফয়েজ সিদ্দিকী D. সৈয়দ রেফাত আহমেদ

সঠিক উত্তর: D. সৈয়দ রেফাত আহমেদ 

৩৭. বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি?

A. যুক্তরাষ্ট্র B. মালয়েশিয়া C. জাপান D. সৌদি আরব

সঠিক উত্তর: A. যুক্তরাষ্ট্র [প্রবাসী আয় প্রেরণের দিক থেকে শীর্ষ দশ দেশের তালিকায় এরপরে রয়েছে যথাক্রমে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

৩৮. চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন?

A. ৬৩৮ সালে B. ৫৩২ সালে C. ৭৩২ সালে D. ৬৮৮ সালে

সঠিক উত্তর: A. ৬৩৮ সালে

৩৯. কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?

A. সৈয়দ আমীর আলী B. নবাব আব্দুল লতিফ

C. স্যার সৈয়দ আহমদ খান D. ইসমাইল হোসেন সিরাজী

সঠিক উত্তর: C. স্যার সৈয়দ আহমদ খান

৪০. মুক্তিযুদ্ধে “ক্র্যাক প্লাটুন” কোন শহরে সক্রিয় ছিলো?

A. ঢাকা B. খুলনা C. চট্টগ্রাম D. যশোর

সঠিক উত্তর: A. ঢাকা

ইংরেজি অংশের সমাধানঃ  

৪১. Gulliver’s Travels ______ a famous book.

A. are B. is C. her D. have

সঠিক উত্তর: B. is

৪২. What kind of noun is “River”?

A. Material B. Proper C. Collective D. Common

সঠিক উত্তর: D. Common

৪৩. Early rising is beneficial ______ health.

A. for B. on C. to D. of

সঠিক উত্তর: C. to

৪৪. Sentence এর কয়টি অংশ?

A. দুইটি B. চারটি C. তিনটি D. পাঁচটি

সঠিক উত্তর: A. দুইটি (Subject and Predicate)

৪৫. I only want ______ little sugar in my tea, please.

A. some B. much C. few D. a

সঠিক উত্তর: D. a (‘a little’ অর্থ অল্প পরিমাণ)

৪৬. All at once – এর অর্থ

A. slowly B. gradually C. quickly D. suddenly

সঠিক উত্তর: D. suddenly (হঠাৎ)

৪৭. The children were entrusted ______ the care of their uncle.

A. with B. to C. for D. at

সঠিক উত্তর: B. to

৪৮. “Cut and dry” means –

A. Humorous B. Brief C. Fixed D. Secret

সঠিক উত্তর: C. Fixed (পূর্ব-প্রস্তুত বা অপরিবর্তনীয়)

৪৯. Which one is correct?

A. Messile B. Missile C. Misile D. Messilee

সঠিক উত্তর: B. Missile

৫০. I smell something ______.

A. burnt B. burn C. is burning D. burning

সঠিক উত্তর: D. burning

৫১. Poor এর Noun হল –

A. Poority B. Poorness C. Poverty D. Poorly

সঠিক উত্তর: C. Poverty

৫২. I have no pen to write ______.

A. at B. by C. on D. with

সঠিক উত্তর: D. with

৫৩. Which one is the common gender?

A. Boy B. Baby C. Girl D. Man

সঠিক উত্তর: B. Baby

৫৪. “Borne” শব্দের অর্থ

A. বহন B. উদ্ধার C. জন্ম D. চালিত

সঠিক উত্তর: A. বহন/C. জন্ম 

৫৫. The train is running sixty ______ miles.

A. at B. for C. to D. by

সঠিক উত্তর: A. at (গতিবেগের পূর্বে at বসে)

৫৬. আমি একে কখনো দেখিনি – ইংরেজি করুন।

A. I do not see him. B. I never saw him.

C. I never see him. D. I do not saw him.

সঠিক উত্তর: B. I never saw him.

৫৭. “By and large” means –

A. Everywhere B. Very large C. Mostly D. Far away

সঠিক উত্তর: C. Mostly (মোটের উপর)

৫৮. Which of the following words is an Adverb?

A. Quickly B. Quicker C. Sly D. Quickest

সঠিক উত্তর: A. Quickly

৫৯. Which is the correct spelling?

A. Diarhea B. Exagarate C. Litareture D. Committee

সঠিক উত্তর: D. Committee

৬০. Choose the synonym: Atmosphere

A. Tonic B. Conducive C. Humid D. Climate

সঠিক উত্তর: D. Climate

বাংলা অংশের সমাধানঃ 

৬১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?

A. ৪৭ B. ৪৯ C. ৫০ D. ৫২

সঠিক উত্তর: C. ৫০ (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জনবর্ণ ৩৯টি)

৬২. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

A. বিভক্তি B. প্রত্যয় C. ধাতু D. কৃৎ

সঠিক উত্তর: C. ধাতু

৬৩. কোনটি নাসিক্য ধ্বনি?

A. ম B. ল C. জ D. প

সঠিক উত্তর: A. ম

৬৪. নীলিমা শব্দের প্রকৃতি– প্রত্যয় কোনটি?

A. নীল+ইমা B. নীল+ইমন C. নীল+ঈমা D. নীল+ইমন্

সঠিক উত্তর: B. নীল+ইমন

৬৫. চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?

A. নিধি B. বধু C. বিধু D. সবিতা

সঠিক উত্তর: C. বিধু

৬৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

A. ফলা B. কার C. যতি D. বিরাম

সঠিক উত্তর: B. কার

৬৭. গরীয়ান এর স্ত্রীবাচক শব্দ কোনটি?

A. গরীয়সী B. মহীয়সী C. গরীয়ানী D. মহীয়ান

সঠিক উত্তর: A. গরীয়সী

৬৮. “তুমি যদি যেতে ভালো হত” বাক্যটিতে ‘যেতে’ ক্রিয়ার কোন কাল?

A. সাধারণ অতীত B. ঘটমান অতীত

C. নিত্যবৃত্ত অতীত D. পুরাঘটিত অতীত

সঠিক উত্তর: C. নিত্যবৃত্ত অতীত

৬৯. “সৌম্য” এর বিপরীত শব্দ কোনটি?

A. কঠিন B. উগ্র C. উদ্ধত D. শান্ত

সঠিক উত্তর: B. উগ্র

৭০. কোনটি তদ্ভব শব্দ?

A. অলাবু B. ভিটা C. নদী D. ফল

সঠিক উত্তর: B. ভিটা

৭১. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?

A. ধ্বনি B. ধাতু C. বর্ণ D. ক্রিয়াবিভক্তি

সঠিক উত্তর: D. ক্রিয়াবিভক্তি

৭২. কোনটি সাধিত শব্দ নয়?

A. হাতল B. ফুলেল C. গোলাপ D. পানসা

সঠিক উত্তর: C. গোলাপ (এটি মৌলিক শব্দ)

৭৩. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

A. গৌর দাস B. পঞ্চানন কর্মকার

C. চার্লস উইলকিন্স D. গঙ্গাকিশোর ভট্টাচার্য

সঠিক উত্তর: C. চার্লস উইলকিন্স

৭৪. তস্কর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

A. তুচ্ছ B. তথাগত C. সাধু D. অতএব

সঠিক উত্তর: C. সাধু

৭৫. বরফ শব্দটি যে ভাষা থেকে আগত?

A. আরবি B. জাপানি C. ফারসি D. বাংলা

সঠিক উত্তর: C. ফারসি

৭৬. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত” এ উক্তিটি কার?

A. রবীন্দ্রনাথ ঠাকুর B. প্রমথ চৌধুরী

C. কাজী নজরুল ইসলাম D. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: B. প্রমথ চৌধুরী

৭৭. তারিখ জ্ঞাপক সংখ্যা কোনটি?

A. প্রথম B. চৌঠা C. চার D. ৭ম

সঠিক উত্তর: B. চৌঠা

৭৮. সাধারণ স্ত্রী জাতীয় অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?

A. খালা B. জা C. মামী D. পাগলী

সঠিক উত্তর: D. পাগলী 

৭৯. ঋ, র, ষ এর পরে কী হয়?

A. ণ B. ন্য C. ন D. ণ্য

ঠিক উত্তর: A. ণ (ণ-ত্ব বিধান অনুযায়ী)

৮০. মনীষা শব্দের অর্থ নয় কোনটি?

A. অলস B. মনন C. বুদ্ধি D. প্রজ্ঞা

সঠিক উত্তর: A. অলস

 

 

পদের নামঃ স্টোর কিপার 

 

বাংলা অংশের সমাধানঃ  

১. সাধিত ধাতুর উদাহরণ কোনটি?
ক. কর্
খ. দে
গ. করা
ঘ. খা
উ. গ

২. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার
খ. যতি
গ. ফলা
ঘ. বিরাম
উ. গ

৩. ‘যদ্যপি’ শব্দের চলিত রূপ কী?
ক. যদিও
খ. তথাপি
গ. যদি
ঘ. তথাপিও
উ. ক

৪. ‘দারিদ্র্য’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. নতুন চাঁদ
ঘ. সিন্ধু হিন্দোল
উ. ঘ

৫. Consul এর বাংলা পরিভাষা কোনটি?
ক. পরামর্শক
খ. বাণিজ্যদূত
গ. উপদেষ্টা
ঘ. সুপারিশকারী
উ. খ

৬. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
ক. পদ্মগোখরা
খ. পদ্মপুরাগ
গ. পদ্মাবতী
ঘ. পদ্মরাগ
উ. ক

৭. ‘গৌরব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
ক. গৌর+অব
খ. গুরু+অব
গ. গুরু+ঞ্চ
ঘ. গুরু+ষ্ণ
উ. ঘ

৮. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নিখুঁত
খ. আনমনা
গ. অবহেলা
ঘ. নিমরাজী
উ. ঘ

৯. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
ক. নাটক
খ. ছোটগল্প
গ. প্রবন্ধ
ঘ. গীতিকবিতা
উ. ঘ

১০. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক. ভূবন
খ. শূণ্য
গ. ত্রিভুজ
ঘ. পূন্য
উ. গ

১১. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক. বুন
খ. বুনো
গ. বন
ঘ. বুন
উ. খ

১২. চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন?
ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. বিধুশেখর শাস্ত্রী
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. প্রবোধকুমার বাগচী
উ. ক

১৩. ‘খনার বচন’ এর মূলভাব কী?
ক. শুদ্ধ জীবনযাপন রীতি
খ. সামাজিক মঙ্গলবোধ
গ. রাষ্ট্র পরিচালনার নীতি
ঘ. লৌকিক প্রণয়সঙ্গীত
উ. ক

১৪. ‘ক্রীতদাসের হাসি’ একটি-
ক. রচনাসমগ্র
খ. উপন্যাস
গ. কাব্যগ্রন্থ
ঘ. নাটক
উ. খ

১৫. চন্দ্রাবতী কে ছিলেন?
ক. প্রথম বাঙালি নারী ঔপন্যাসিক
খ. প্রথম বাঙালি নারী প্রশাসক
গ. বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
ঘ. বাংলা সাহিত্যের প্রথম নারী নাট্যকার
উ. গ

১৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. প্রমান
খ. ব্যাবহারিক
গ. সৌজন্যতা
ঘ. উৎকৃষ্টতা
উ. খ

১৭. নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ?
ক. আক্ষরিক
খ. আগমন
গ. পৃথগন্ন
ঘ. যাদব
উ. গ

১৮. নিচের কোনটি ঘোষ, মহাপ্রাণ, তালব্য বর্ণ?
ক. ঘ
খ. ধ
গ. ভ
ঘ. ড

১৯. Tenancy শব্দের বাংলা পরিভাষা-
ক. তাবু টানানো
খ. বাড়ির মালিক
গ. স্বাধীনতা
ঘ. প্রজাস্বত্ব
উ. ঘ

২০. ‘বিজুরি’ শব্দের প্রতিশব্দ কী?
ক. চপলা
খ. মেঘ
গ. গগন
ঘ. ছায়া
উ. ক

ইংরেজি অংশের সমাধানঃ  

২১. Which one is the correct spelling?
ক. Theoretically
খ. Theotically
গ. Theoreticaly
ঘ. Theoratically
উ. ক

২২. Which of the following is in the correct plural form of the word?
ক. Phenomenons
খ. Phenomenon
গ. Phenomena
ঘ. Phenomenas
উ. গ

২৩. What is the meaning of the word “Expunge”?
ক. to add
খ. to delete
গ. to improve
ঘ. to include
উ. খ

২৪. To introduce a list of objects we use-
ক. comma
খ. hyphen
গ. semicolon
ঘ. colon
উ. ঘ

২৫. Which one is an example of a positive degree?
ক. less
খ. more
গ. little
ঘ. worse
উ. গ

২৬. Tell me … that
ক. whom told you
খ. that told you
গ. told you
ঘ. who told you
উ. ঘ

২৭. “Get off” meaning-
ক. নেমে যাওয়া
খ. মাঝে মাঝে
গ. উন্নত হওয়া
ঘ. দূরে যাওয়া
উ. ক

২৮. Which part of speech is “book”?
ক. Noun
খ. Verb
গ. Adjective
ঘ. Both noun and verb
উ. ঘ

২৯. The antonym of “Polite”-
ক. Civil
খ. Rude
গ. Confuse
ঘ. Courteous
উ. খ

৩০. “Once in a blue moon” means-
ক. Occasionally
খ. Very rarely
গ. Suddenly
ঘ. Often
উ. খ

৩১. A fantasy is-
ক. An imaginary story
খ. A funny film
গ. A history record
ঘ. A real-life event
উ. ক

৩২. Boot leg means to-
ক. distribute
খ. export
গ. import
ঘ. smuggle
উ. ঘ

৩৩. Prices for bicycle can run … tk 20,000.
ক. as high as
খ. so high as
গ. as high to
ঘ. as high for
উ. ক

৩৪. Green eye means-
ক. Trust
খ. Green coloured eyes
গ. Jealousy
ঘ. Faith
উ. গ

৩৫. Paradise lost is-
ক. a satire
খ. a tragedy
গ. a ballad
ঘ. an epic
উ. ঘ

৩৬. Past form of “Stride”
ক. Strided
খ. Strode
গ. Striden
ঘ. Strude
উ. খ

৩৭. Which one is feminine gender
ক. Peer
খ. Parent
গ. Boar
ঘ. Spinster
উ. ঘ

৩৮. … going to office, I met an accident.
ক. While
খ. on
গ. Behind
ঘ. When
উ. ক

৩৯. Today he is in high spirits, here high spirits means-
ক. Gloomy
খ. Joyful
গ. Grieved
ঘ. Hopeful
উ. খ

৪০. Like her brother she is also … heiress to the property.
ক. the
খ. a
গ. an
ঘ. none of these
উ. গ

গণিত অংশের সমাধানঃ   

৪১. তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
ক. ৯৯৮
খ. ৯৮৮
গ. ৮৯৯
ঘ. ৮৮৮
উ. গ

৪২. x + y – 1 = 0, x – y + 1 = 0 এবং y + 3 = 0 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
ক. সমবাহু
খ. বিষমবাহু
গ. সমকোণী
ঘ. সমদ্বিবাহু
উ. (উত্তর দেওয়া নেই)

৪৩. x/y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
ক. (2y² – x²)/xy
খ. (x² – 2y²)/xy
গ. (x² – 2y²)/xy
ঘ. (x² – y²)/xy
উ. ক

৪৪. 2x² + x – 15 এর উৎপাদক কোনটি?
ক. (x – 3)(2x + 5)
খ. (x + 3)(2x – 5)
গ. (x – 3)(2x – 5)
ঘ. (x + 3)(2x + 5)
উ. খ

৪৫. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
ক. ১৬ সে.মি.
খ. ১২ সে.মি.
গ. ২৪ সে.মি.
ঘ. ১৮ সে.মি.
উ. গ

৪৬. ঘড়িতে যখন ৭ টাকা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
ক. ৯০°
খ. ১৩৫°
গ. ১৫০°
ঘ. ৮৫°
উ. গ

৪৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। তাদের বর্তমান বয়স কত?
ক. ১৫, ১০
খ. ৩৫, ১০
গ. ৩৫, ৭
ঘ. ২৫, ১০
উ. খ

৪৮. দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং তাদের বর্গের পার্থক্য ১০৮, সংখ্যা দুইটির যোগফল কত?
ক. ৬
খ. ১৮
গ. ১২
ঘ. ৮
উ. খ

৪৯. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
ক. ২৪০ লিটার
খ. ২৪০০ লিটার
গ. ২৪,০০০ লিটার
ঘ. ২,৪০,০০০ লিটার
উ. গ

৫০. উৎপাদকে বিশ্লেষণ করুন: x² + x – 6
ক. (x + 3)(x – 2)
খ. (x + 6)(x – 1)
গ. (x – 3)(x + 2)
ঘ. (x – 6)(x + 1)
উ. ক

৫১. ১ বর্গমাইল = ?
ক. ১৮৩৫ বিঘা
খ. ১৯৩৬ বিঘা
গ. ২০৩৬ বিঘা
ঘ. ১৭৩৬ বিঘা
উ. খ

৫২. ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
ক. ২৯
খ. ৩৫
গ. ৪৯
ঘ. ৩৯
উ. ঘ

 

৫৩. অমূলদ সংখ্যা কোনটি?
ক. √49
খ. √7
গ. √(8/18)
ঘ. 0.5
উ. খ

৫৪. তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?
ক. ৭৪
খ. ৭৯
গ. ৭৩
ঘ. ৭৫
উ. ঘ

৫৫. a² – 2a + 1 = 0 হলে a⁸ – 1/a⁸ এর মান কত?
ক. 2
খ. 4
গ. 6
ঘ. 0
উ. ঘ

৫৬. কোন আসল ৩ বছরে মুনাফা-আসরে ৫৫০০ টাকা হয়, মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?
ক. ১২.৫০%
খ. ১৫%
গ. ১১.৫০%
ঘ. ১৩.৫০%
উ. ক

৫৭. ১২ + ২৪ + ৪৮ + …… + ৭৬৮ ধারাটির সমষ্টি কত?
ক. ১৭২৪
খ. ১৭২২
গ. ১৫২৪
ঘ. ১৬২৪
উ. গ

৫৮. (a – 3)(b + 3) < 0 হলে নিচের কোনটি সত্য?
ক. a > 3, b < – 3
খ. a > 3, b > -3
গ. a < 3, b < – 3
ঘ. a = 3, b = -3
উ. ক

৫৯. নিচের কোনটি মূলদ সংখ্যা?
ক. ³√২৪৩
খ. ³√৩৪৩
গ. ³√৩৯২
ঘ. ³√৬৭৬
উ. খ

৬০. a + b + c = 15 এবং a² + b² + c² হলে ab + bc + ca এর মান কত?
ক. 61
খ. 71
গ. 103
ঘ. 93
উ. খ

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

৬১. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উ. গ

৬২. “পূর্বাশা” দ্বীপের অপর নাম-
ক. নিঝুম দ্বীপ
খ. সেন্টমার্টিন দ্বীপ
গ. দক্ষিণ তালপট্টি দ্বীপ
ঘ. কুতুবদিয়া দ্বীপ
উ. গ

৬৩. আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক. ইরাক
খ. আলজেরিয়া
গ. সৌদি আরব
ঘ. জর্ডান
উ. ক

৬৪. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. ফ্লোরিডা
খ. পক
গ. জিব্রাল্টার
ঘ. বেরিং
উ. ঘ

৬৫. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অংকিত শিল্পকর্মের নাম-
ক. উন্নত মমশির
খ. অকুতোভয়
গ. বিদ্রোহী
ঘ. দুরন্ত
উ. ক

৬৬. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
ক. প্যারিস চুক্তি
খ. ভার্সাই চুক্তি
গ. জেনেভা চুক্তি
ঘ. রোম চুক্তি
উ. খ

৬৭. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. টোকিও
খ. নিউয়র্ক
গ. রোম
ঘ. কোপেনহেগেন
উ. ক

৬৮. দারফুর হলো … একটি শহরের নাম।
ক. সুদানের
খ. উগান্ডার
গ. লেসোথোর
ঘ. ঘানার
উ. ক

৬৯. বাংলাদেশ স্কয়ার অবস্থিত?
ক. কেনিয়া
খ. সুদান
গ. সাইবেরিয়া
ঘ. লাইবেরিয়া
উ. ঘ

৭০. সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়?
ক. ১০১
খ. ১০২
গ. ১০৩
ঘ. ১০৪
উ. খ

৭১. বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৪
গ. ১৯৭৮
ঘ. ১৯৮২
উ. ক

৭২. উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কোলকাতায়
খ. মানিকগঞ্জ
গ. মুন্সিগঞ্জ
ঘ. নাটোরে
উ. খ

৭৩. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
ক. কার্তিক-ফাল্গুন
খ. চৈত্র-বৈশাখ
গ. ভাদ্র-অগ্রহায়ণ
ঘ. শ্রাবণ-আশ্বিন
উ. ক

৭৪. যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন- এটি কার উক্তি?
ক. সালজার
খ. ফ্রঙ্কো
গ. হিটলার
ঘ. মুসোলিনি
উ. গ

৭৫. ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. টোকিও
খ. ব্রাসেলস
গ. নিউইয়র্ক
ঘ. ভিয়েনা
উ. ঘ

৭৬. কোন ধাতু সর্বপেক্ষা হালকা?
ক. টাইটেনিয়াম
খ. লিথিয়াম
গ. দস্তা
ঘ. নিকেল
উ. খ

৭৭. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন “COP” এর পূর্ণরূপ কী?
ক. Conference of Parties
খ. Commitment of Parties
গ. Comments of Parties
ঘ. None of these
উ. ক

৭৮. ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত?
ক. ৬.১০%
খ. ৫.০০%
গ. ৩.৯৭%
ঘ. ৪.৯০%
সঠিক উত্তর: ৩.৬৯

৭৯. জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন-
ক. আব্দুল আহাদ
খ. শহীদ মুগ্ধ
গ. আবু সাইদ
ঘ. আবু কাহার
উ. ক

৮০. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. জার্মানি
উ. গ

 

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

See/download Department of Narcotics Control (DNC) Exam Question 2025 from below: 

 

DNC-OSS-1

DNC-OSS-2

 

 

 

Courtesy/Disclaimer: To all authorities from where documents are collected
N.B: Generally, we try to update any news. For any changes, reforms, or republishing of any news, we are not responsible.

For more updates, stay with our website jobstestbd.com 

DNC Exam Question Solution 2025: 

DNC Exam Question and Solution 2025 have been published on our website. Department of Narcotics Control (DNC) has published a job circular for various categories of posts.  The Department of Narcotics Control (DNC) is one of the largest Government organizations in Bangladesh. The Department of Narcotics Control (DNC) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Department of Narcotics Control (DNC) is given on our website, jobstestbd.com. We publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information, with as provide some effective information or resources and job tips, which help to get a job easily. We trust that our distribution data helps job seekers who are looking for better employment. We likewise share slanting assets for learners who are expanding their knowledge. Our prime target turns into a trustworthy job site in Bangladesh by distributing a genuine update that provides opportunities for individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website, jobstestbd.com. So every day, visit our website for all kinds of academic support. Please like our Facebook page, jobstestbd.com.

 

 

 

 

Contact Us:

If you would like to advertise a product from your organization on our website, please don’t hesitate to contact us by following the Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →