BPSC Non-Cadre Exam Question Solution 2021 has been published. BPSC Non-cadre Exam Question Solution 2021 has been solved by our educational team. Bangladesh Public Service Commission (BPSC) Exam Question Solution 2021 is helpful for jobs seekers in Bangladesh. All information of BPSC Non-Cadre Senior Instructor Exam Question Solution 2021 is available below. Bangladesh Public Service Commission (BPSC) is a government organization in Bangladesh.
BPSC Non Cadre Exam Question Solution 2021:
Organization Name: Bangladesh Public Service Commission (BPSC)
Post Name: Sub Assistant Agriculture Officer
Exam Date: 10 December 2021
See more…
See/download Bangladesh Public Service Commission (BPSC) Exam Question Solution 2021 from below:
নন ক্যাডার কৃষি মন্ত্রাণালয়
কোডঃ যমুনা
সময়: ০১ ঘণ্টা পূর্ণ মান: ১০০
পদের নাম: উপ-সহকারী কৃষি কর্মকর্তা
Edited and Solved by http://jobstestbd.com/
১। “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ এ চরণটি কে লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. চন্ডীদাস গ. শহীদ কাদরী ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
২। দুধ পাস্তুরিকরণে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়?
ক. ১৪০ খ. ১৫০ গ. ১৪৫ ঘ. ১৫৫
উত্তরঃ ১৪৫ ডিগ্রি
৩। খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত?
ক. কৃষি অর্থনীতি খ. কৃষি উন্নয়ন গ. কৃষি অবকাঠামো ঘ. কৃষি ব্যবস্থাপনা
উত্তরঃ কৃষি উন্নয়ন
৪। বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি?
ক. কর্ণফুলী খ. কুশিয়ারা গ. হালদা ঘ. যমুনা
উত্তরঃ হালদা
৫। পটাশিয়ামবাহী সার কোনটি?
ক. ইউরিয়া খ. টিএসপি গ. ডিএপি ঘ. মিউরিয়া অব পটাশ
উত্তরঃ মিউরিয়া অব পটাশ
৬। The passive form of the sentence ‘The boy laughed at the lame man’ is-
ক. The lame man was laughed by the boy
খ. The lame man was laughed at by the boy
গ. The lame man was being laughed by the boy
ঘ. The lame man was being laughed at by the boy
উত্তরঃ The lame man was laughed at by the boy.
৭। ‘কবর’ নাটকের রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী খ. জসীম উদদীন গ. আল মাহমুদ ঘ. আনিস চৌধুরী
উত্তরঃ মুনীর চৌধুরী
৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
ক. ময়মনসিংহ খ. মেহেরপুর গ. যশোর ঘ. নওগাঁ
উত্তরঃ যশোর
৯। কোন ফসলটি এসিডিক PH পছন্দ করে?
ক. ধান খ. তুলা গ. চা ঘ. তামাক
উত্তরঃ চা
১০। To join two words are use —.
ক. colon খ. semicolon গ. dash ঘ. hyphen
উত্তরঃ Hyphen (-)
১১। Select the masculine gender.
ক. witch খ. mare গ. hen ঘ. Bachelor
উত্তরঃ Bachelor
১২। ইরাটম কি?
ক. উন্নত জাতের ধান খ. উন্নত জাতের চা গ. উন্নত জাতের পাট ঘ. উন্নত জাতের আলু
উত্তরঃ উন্নত জাতের ধান
১৩। বাক প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে বলা হয়-
ক. ধ্বনি খ. শব্দ গ. বর্ণ ঘ. ধাতু
উত্তরঃ ধ্বনি
১৪। ফ্লোরিকালচার’ কি?
ক. সবজিচাষ সংক্রান্ত খ. ফুলচাষ সংক্রান্ত
গ. ফলচাষ সংক্রান্ত ঘ. শস্যচাষ সংক্রান্ত
উত্তরঃ ফুলচাষ সংক্রান্ত
১৫। ইনকিউবেটরের সাহায্যে যে ঘরে বাচ্চা ফোটানাে হয় সেই ঘরের নাম কি?
ক. ব্রুডার ঘর খ. হ্যাচারিঘর গ. ব্রয়লার ঘর ঘ. গ্রোয়ার ঘর
উত্তরঃ ব্রুডার ঘর
১৬। Select the word with the right spelling.
ক. newtral খ. neutral গ. neutrel ঘ. newtrel
উত্তরঃ neutral
১৭। Mr. Robin is – humorist.
ক. a খ. an গ. the ঘ. no article
উত্তরঃ a
১৮। The headmaster was angry – the students.
ক. for খ. at গ. with ঘ. by
উত্তরঃ at
১৯। আধুনিক বাংলা কবিতার ‘ভােরের পাখি’ কে?
ক. কায়কোবাদ খ. ফররুখ আহমদ গ. বিহারীলাল চক্রবর্তী ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
২০। পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র খ. ভারত গ. চীন ঘ. জাপান
উত্তরঃ চীন
২১। ‘জল’ শব্দের সমার্থক শব্দ-
ক. বারিধি খ. অর্ণব গ. উদক ঘ. জলেশ
উত্তরঃ উদক
২২। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
ক. BARI খ. BRRI গ. BADC ঘ. BINA
উত্তরঃ BADC
২৩। অমর একুশের প্রথম কবিতা কোনটি?
ক. বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা খ. স্মৃতিস্মম্ভ
গ. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ঘ. একুশে ফেব্রুয়ারি
উত্তরঃ কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
২৪। বেগম রােকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
ক. নির্বাসিতা খ. অক্টোপাস গ. রায়নন্দিনী ঘ. পদ্মরাগ
উত্তরঃ পদ্মরাগ
২৫। It is 10 o’clock – my watch.
ক. by খ. in গ. at ঘ. of
উত্তরঃ by
২৬। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় কোনটি?
ক. পায়ের আওয়াজ পাওয়া যায় খ. এই দেশে এই বেশে
গ. ঘুম নেই ঘ. নূরলদীনের সারাজীবন
উত্তরঃ ঘ. নূরলদীনের সারাজীবন
২৭। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশী কোন দেশের সাথে?
ক. চীন খ. ভারত গ. যুক্তরাষ্ট্র ঘ. জার্মানী
উত্তরঃ চীন
২৮। ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. গাজীপুরের জয়দেবপুরে খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
গ. চট্রগ্রামের বিপ্লব উদ্যানে ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
২৯। ‘বাের্দো মিক্সচার’ কিসের মিশ্রণ?
ক. চুন ও তুঁত খ. চুন ও গন্ধক গ. চুন ও চিনি ঘ. লবণ ও পানি
উত্তরঃ চুন ও তুঁত
৩০। পাটের জিন রহস্য আবিষ্কারক বিজ্ঞানী কে?
ক. অধ্যাপক আব্দুস সালাম খ. ড. মোঃ সিদ্দিকুল্লাহ
গ. কুদরত-ই-খোদা ঘ. ড. মাকসুদুল আলম
উত্তরঃ ড. মাকসুদুল আলম
৩১। হাঁস মুরগীর ঘর কোন মূখী হলে ভালাে?
ক. পূর্বমূখী খ. পশ্চিমমূখী গ. উত্তরমূখী ঘ. দক্ষিণমূখী
উত্তরঃ ঘ. দক্ষিণমূখী
৩২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬দফা’ কোথায় ঘােষণা করেন?
ক. ঢাকা খ. চট্রগ্রাম গ. লাহোর ঘ. কোলকাতা
উত্তরঃ লাহোর
৩৩। চারা রােপনের কত দিন পূর্বে হার্ডেনিং করতে হয়?
ক. ১৫ দিন খ. ৩০ দিন গ. ৪৫ দিন ঘ. ৬০ দিন
উত্তরঃ ক. ১৫ দিন
৩৪। The doctor who treats heart patients is called a/an – .
ক. urologist খ. cardiologist গ. pathologist ঘ. neurologist
উত্তরঃ cardiologist
৩৫। Select plural number.
ক. index খ. mice গ. medium ঘ. scenery
উত্তরঃ mice
৩৬। The book ‘Hamlet’ is a-.
ক. novel খ. drama গ. Collection of stories ঘ. Collection of poems
উত্তরঃ drama
৩৭। কোন রাজনীতিবিদ সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেছেন?
ক. হেনরি কিসিঞ্জার খ. প্যাত্রিস লুসুম্বা
গ. সালভাদর আলেন্দে ঘ. উইনস্টন চার্চিল
উত্তরঃ উইনস্টন চার্চিল
৩৮। উদ্ভিদের কোন উপাদানগুলােকে প্রাথমিক পুষ্টি উপাদান বলে?
ক. N, P, K খ. C,H,O গ. Ca, Mo, S ঘ. As, Hg, Si
উত্তরঃ ক. N, P, K
৩৯। বাংলা ভাষায় সনেটের জনক কে?
ক. জন মিল্টন খ. উইলিয়াম শেক্সপিয়ার
গ. ফ্রান্সিকো পেত্রার্কা ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
৪০। পরজীবী পােকা কোনটি?
ক. বোলতা খ. মাজরা গ. মাকড়সা ঘ. তেলাপোকা
উত্তরঃ মাজরা
৪১। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন?
ক. ১৯৮০ খ. ১৯৮১ গ. ১৯৮২ ঘ. ১৯৮৩
উত্তরঃ খ. ১৯৮১
৪২। বাণিজ্যিক খামার স্থাপনে ন্যূনতম কয়টি গাভী প্রয়ােজন?
ক. ২টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৭টি
উত্তরঃ ৫টি
৪৩। মাটিস্থ বায়ু কোন স্তরে অবস্থান করে?
ক. মাটির কণার ফাঁকে খ. মাটির কণার চারপাশে
গ. জৈব পদার্থের মধ্যে ঘ. মাটিতে মিশ্রিত অবস্থায়
উত্তরঃ মাটির কণার ফাঁকে
৪৪। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কোন উইংটি মাঠ পর্যায় পর্যন্ত তত্ত্বাবধান করে থাকে?
ক. ফিল্ড সাপোর্ট সার্ভিস উইং খ. সরেজমিং উইং
গ. সংগনিরোধ উইং ঘ. প্রশাসনিক উইং
উত্তরঃ খ. সরেজমিং উইং
৪৫। I got the work – by him.
ক. have done খ. done গ. do ঘ. to be done
উত্তরঃ done
৪৬। কয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয়?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. আটটি
উত্তরঃ পাঁচটি
৪৭। কোন PH এ আলুর ফলন ভালাে হয়?
ক. ২-৩ খ. ৪-৪.৫ গ. ৫-৭ ঘ. ৮-৯
উত্তরঃ ৫-৭
48। Find out the correct sentence.
ক. See the word in the dictionary খ. Open page 50
গ. They have gone for a picnic ঘ. The man has returned yesterday
উত্তরঃ গ. They have gone for a picnic
৪৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নােবেল পুরস্কার পেয়েছেন?
ক. ১৯১১ খ. ১৯১২ গ. ১৯১৩ ঘ. ১৯১৪
উত্তরঃ ১৯১৩
৫০। The opposite word of pleasure is –
ক. merriment খ. pain গ. happiness ঘ. hypocrisy
উত্তরঃ pain
৫১। বীজ কেনার সময় কোন রং এর ট্যাগ দেখে বুঝা যাবে যে, এটা প্রত্যায়িত বীজ?
ক. সাদা খ. সবুজ গ. নীল ঘ. হলুদ
উত্তরঃ নীল
৫২। জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয়?
ক. পানি খ. খাবার গ. মাটি ঘ. অক্সিজেন
উত্তরঃ মাটি
৫৩। The adjective form of the word ‘sun’is –
ক. moral খ. lunar গ. solar ঘ. colar
উত্তরঃ গ. solar
৫৪। গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াটিকে কি বলে?
ক. রুট ট্রেনিং খ. রুট হার্ডেনিং গ. রুট প্রুফিং ঘ. রুট প্রুনিং
উত্তরঃ রুট প্রুনিং
৫৫। Identify the incorrect sentence.
ক. They are all but happy খ. He was in hurry
গ. I am in a fix ঘ. The loss cannot be made up
উত্তরঃ He was in hurry [He was in a hurry]
৫৬। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি?
ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. সিরিয়া
উত্তরঃ ইরাক
৫৭। Who of the following is a poet?
ক. John Keats খ. John Locke গ. Charles Dickens ঘ. Mary Shelley
উত্তরঃ John Keats
৫৮। সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরী হয়?
ক. আমিষ খ. শর্করা গ. ভিটামিন ঘ. এনজাইম
উত্তরঃ শর্করা
৫৯। ব্ল্যাকবেঙ্গল কিসের জাত?
ক. গরু খ. হাঁস গ. মুরগী ঘ. ছাগল
উত্তরঃ ছাগল
৬০। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়-
ক. ২০১০ সালে খ. ২০১৫ সালে গ. ২০১৭ সালে ঘ. ২০১৮ সালে
উত্তরঃ ২০১৭ সালে
৬১। নিচের কোনটি ঔষধি গাছ?
ক. পাট খ. ধনিয়া গ. অর্জুন ঘ. তুলা
উত্তরঃ অর্জুন
৬২। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’-গানটির সুরকার কে?
ক. আবদুল গাফফার চৌধুরী খ. আলতাফ মাহমুদ গ. সুবল দাস ঘ. আলাউদ্দিন আলী
উত্তরঃ আলতাফ মাহমুদ
৬৩। The man died – cancer.
ক. from খ. off গ. of ঘ. for
উত্তরঃ of
৬৪। ‘হাড়িভাঙ্গা’ কীসের জাত?
ক. কলা খ. আম গ. পেঁপে ঘ. লিচু
উত্তরঃ আম
৬৫। নিচের কোনটি ম্যাক্রোমৌল?
ক. নাইট্রোজেন খ. বোরন গ. আর্সেনিক ঘ. মারকারি
উত্তরঃ নাইট্রোজেন
৬৬। Which of the following phrases is correct?
ক. Buy the Buy খ. Bye the by গ. by the by ঘ. bye the bye
উত্তরঃ by the by
৬৭। Students have free — to the teachers.
ক. excess খ. access গ. axcess ঘ. axces
উত্তরঃ access
৬৮। রেশম কীটের দেহ নিঃসৃত আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরী করা হয়?
ক. সুতি খ. শিফন গ. রেশমি ঘ. ভেলভেট
উত্তরঃ রেশমি
৬৯। কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণি প্রদান করেন-
ক. শেরেবাংলা একে ফজলুল হক খ. তাজউদ্দীন আহমদ
গ. এম মনসুর আলী ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭০। দানাজাতীয় শস্য সংরক্ষণের জন্য নিরাপদ জলীয় অংশ কত শতাংশ?
ক. ৩০ খ. ২৫ গ. ১৩ ঘ. ৫
উত্তরঃ ১৩%
৭১। ‘কান ভারী করা’ বাগধারাটির সঠিক অর্থ-
ক. কানে প্রলেপ দেওয়া খ. কুপরামর্শ দেওয়া
গ. কানে কম শোনা ঘ. কানে ওজনদার গহনা পরা
উত্তরঃ কুপরামর্শ দেওয়া
৭২। আলুর ধ্বসা রােগ কিসের দ্বারা হয়?
ক. ছত্রাক খ. ব্যাকটেরিয়া গ. ভাইরাস ঘ. নেমাটোড
উত্তরঃ ছত্রাক
৭৩। সাইলেজ তৈরীর সময় গাছের শুষ্ক পদার্থের পরিমাণ কত?
ক. ১০-১৫% খ. ৩০-৩৫% গ. ২০-২৫% ঘ. ৪০-৪৫%
উত্তরঃ ৩০-৩৫%
৭৪। হুমায়ুন আহমেদের ‘জ্যোছনা ও জননীর গল্প’ উপন্যাস কী বিষয় অবলম্বনে রচিত?
ক. মুক্তিযুদ্ধ খ. দেশভাগ গ. গণঅভ্যুত্থান ঘ. ভাষা আন্দোলন
উত্তরঃ মুক্তিযুদ্ধ
৭৫। Walk-out’ শব্দের বাংলা পরিভাষা-
ক. সভা বর্জন খ. নিয়মিত হাঁটা গ. হরতাল ঘ. কর্ম-পরিকল্পনা
উত্তরঃ সভা বর্জন
৭৬। দুই পাহাড়ের মাঝখানের তুলনামুলক সমতল ভূমিকে বলা হয়?
ক. চূড়া খ. গিরিঙ্গম গ. পর্বতশৃঙ্গ ঘ. উপত্যকা
উত্তরঃ উপত্যকা
৭৭। বাংলা গদ্যের জনক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. উইলিয়াম কেরি ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৮। ধানজাতীয় ফসলের প্রধান ক্ষতিকারক আগাছা কোনটি?
ক. দূর্বা খ. মুথা গ. চাপড়া ঘ. শ্যামা
উত্তরঃ ক. দূর্বা
৭৯। কোন বানানটি অশুদ্ধ?
ক. প্রাঙ্গণ খ. সান্ত্বনা গ. শ্রীমতি ঘ. আশিস
উত্তরঃ শ্রীমতি [সঠিক শ্রীমতী]
৮০। ‘মাইটস’ কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নীচে বাঁচেনা?
ক. ৬০ খ. ৭০ গ. ৫০ ঘ. ৮০
উত্তরঃ ৫০
৮১। মাটির নমুনা পরীক্ষা করার জন্য কোন স্তর থেকে নমুনা সংগ্রহ করা হয়?
ক. জমির মাঝখান থেকে খ. কর্ষণ তল থেকে গ. কর্ষণ স্তর থেকে ঘ. আঁইল থেকে
উত্তরঃ কর্ষণ স্তর থেকে
৮২। বাংলাদেশে কৃষি দিবস কোনটি?
ক. পহেলা অগ্রহায়ণ খ. পহেলা কার্তিক গ. পহেলা আষাঢ় ঘ. পহেলা পৌষ
উত্তরঃ পহেলা অগ্রহায়ণ
৮৩। বাংলাদেশের শ্বেতস্বর্ণ’ বলা হয় কোনটিকে?
ক. ইলিশ মাছ খ. চিংড়ি মাছ গ. পাট ঘ. ধান
উত্তরঃ চিংড়ি মাছ
৮৪। কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় ?
ক. মাউস খ. পেনড্রাইভ গ. ও এম আর ঘ. মাইক্রোফোন
উত্তরঃ পেনড্রাইভ
৮৫। ‘পেঁপে’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক. ফরাসি খ. ওলন্দাজ গ. পর্তুগিজ ঘ. ফারসি
উত্তরঃ পর্তুগিজ
৮৬। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?
ক. নরওয়ে খ. জাপান গ. নিউজিল্যান্ড ঘ. রাশিয়া
উত্তরঃ নরওয়ে
৮৭। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. চিলেকোঠার সেপাই খ. সূর্য সবুজ রক্ত
গ. হাজার বছর ধরে ঘ. জাহান্নাম হইতে বিদায়
উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়
৮৮। কোন গ্রুপের বালাইনাশক সবচেয়ে বেশী নিষিদ্ধ করা হয়েছে?
ক. আর্গানো কার্বামেট খ. আর্গানো ফসফরাস
গ. আর্গানো ক্লোরিনেটেড ঘ. পাইরিথরয়েডস
উত্তরঃ আর্গানো ফসফরাস
৮৯। ‘দশাসই’ শব্দের অর্থ-
ক. লিকলিকে খ. লম্বা-চওড়া গ. মন্দভাগ্য ঘ. মোটাসোটা
উত্তরঃ লম্বা-চওড়া
৯০। মেসােপটেমিয়ার বর্তমান নাম কি?
ক. সিরিয়া খ. মরক্কো গ. ইরাক ঘ. লেবানন
উত্তরঃ ইরাক
৯১। বাংলদেশে মােট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধার সংখ্যা কত?
ক. ৬৭৬ খ. ৭৮০ গ. ৫৭৬ ঘ. ৭৭৬
উত্তরঃ ৬৭৬ [বর্তমানে ৬৭২ জন]
৯২। বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম কে উত্থাপন করেন?
ক. অলি আহাদ খ. শ্রী মনোরঞ্জন ধর গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. শামসুল আলম
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত
৯৩। The synonym for the word tender is –
ক. strong খ. robust গ. soft ঘ. hard
উত্তরঃ soft
৯৪। SAARC এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
ক. ঢাকা খ. দিল্লী গ. ইসলামাবাদ ঘ. কাঠমুন্ডু
উত্তরঃ কাঠমুন্ডু
৯৫। চর্যাপদ কোন যুগের কাব্য?
ক. প্রাচীন যুগ খ. মধ্যযুগ গ. অন্ধকার যুগ ঘ. আধুনিক যুগ
উত্তরঃ প্রাচীন যুগ
৯৬। বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি?
ক. BRRI খ. BINA গ. BJRI ঘ. BARI
উত্তরঃ BARI
৯৭। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
ক. শনি খ. বৃহস্পতি গ. শুক্র ঘ. বুধ
উত্তরঃ বুধ ও শুক্র
৯৮। কপিসিং করা হয় কোন বৃক্ষে?
ক. জারুল খ. গরান গ. গর্জন ঘ. শাল
উত্তরঃ শাল
৯৯। সরিষা ফসলের প্রধান ক্ষতিকারক পােকা কোনটি?
ক. বিছা পোকা খ. মাজরা পোকা গ. লাল মাকড়া ঘ. জাব পোকা
উত্তরঃ জাব পোকা
১০০। বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
ক. নিউইয়র্ক খ. ওয়াশিংটন গ. লন্ডন ঘ. কোলকাতা
উত্তরঃ কোলকাতা
See/download Bangladesh Public Service Commission (BPSC) Exam Question 2021 from below:
Previous Question Solution:
Post Name: Senior Instructor
Exam Date: 17 September 2021
See/download Bangladesh Public Service Commission (BPSC) Exam Question Solution 2021 from below:
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
বাংলা অংশ সমাধানঃ
১। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে? উত্তর: শব্দ [শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি]
২। বাংলা স্বরধ্বনি কয়টি? উত্তর: ১১ টি
৩। বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা? উত্তর: মাইকেল মধুসূদন দত্ত [মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য মেঘনাদ বধ কাব্য’ ১৮৬১ সালে রচিত]
৪। নিচের কোনটি নিত্য সমাস? উত্তর: গৃহান্তর [আরো কিছু নিত্য সমাস দেশান্তর, কালান্তর, তন্মাত্র, গ্রামান্তর, দর্শনমাত্র, কালসাপ, আমরা, বিরানব্বই]
৫। ‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী? উত্তর: মোহাম্মদ আকরাম খাঁ [এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়]
৬। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর: কাজী নজরুল ইসলাম
৭। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন? উত্তর: ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি মাসে
৮। ‘লালসালু’ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা? উত্তর: উপন্যাস [ লালসালু ১৯৪৮ সালে রচিত]
৯। পল্লীকবি জসীমউদ্দনের জন্মস্থান? উত্তর: ফরিদপুর [তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন]
১০। শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯১৭ সালে
১১। ‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখকের নাম কী? উত্তর: শামসুদ্দীন আবুল কালাম
১২। কোন বানাটি বিশুদ্ধ? উত্তর: আষাঢ়
১৩। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কার লেখা? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? উত্তর: বীরবল
১৫। কোনটি সার্থক বাক্যের গুণাবলির মধ্যে পড়ে না? উত্তর: আসক্তি [সার্থক বাক্যের গুণাবলি হলো আকাঙ্ক্ষা,যোগ্যতা, আসত্তি]
১৬। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: বন্দী শিবির থেকে [শামসুর রাহমান রচিত বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটি ১৯৭২ সালে রচিত]
১৭। ‘সন্ধি’ ব্যকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর: ধ্বনিতত্ত্ব
১৮। ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম? উত্তর: সেলিনা হোসেন [‘নীল ময়ূরের যৌবন‘ একটি জীবনীমূলক উপন্যাস। এই উপন্যাসের বৃহৎ ক্যানভাস জুড়ে আছেন প্রাচীন যুগের কবিগণ।]
১৯। কোনটি ‘সূর্য’ এর সমার্থক শব্দ? উত্তর: রবি
২০। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়? উত্তর: চোখের বালি [১৯০৩ সালে চোখের বালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সামাজিক উপন্যাস।]
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১। বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল? উত্তর: ৫ টি [চ্যাম্পিয়ন দল জেমকন খুলনা]
২২। বঙ্গবন্ধু ঐতিহাসিক ‘ছয়দফা’ কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন? উত্তর: লাহোর [বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি ছয়দফা ঘোষণা করেন, ছয়দফার পক্ষে ৭ জুন তীব্র আন্দোলন গড়ে তোলে এজন্য ৭ই জুন বাংলাদেশে ‘৬ দফা দিবস’ পালন করা হয়।
২৩। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর: বরেন্দ্র [বরেন্দ্র জাদুঘর ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়]
২৪। বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে? উত্তর: অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড [বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ২৭ জানুয়ারি ২০২১ সালে গ্রহণ করেন রুনু ভেরোনিকা কস্তা।]
২৫। মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’ কোন শহরে সক্রিয় ছিল? উত্তর: ঢাকা
২৬। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? উত্তর: মাতৃ মৎস্য ভান্ডার [খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী হালদা যার দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার]
২৭। ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে? উত্তর: বিশ্ব খাদ্য কর্মসূচি [World Food Programme]
২৮। ‘রাতারগুল’ কোন জেলায় অবস্থিত? উত্তর: সিলেট
২৯। Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কত? উত্তর: ২০০ নটিক্যাল মাইল [১ নটিক্যাল মাইল সমান ১.৮৫৩ কিলোমিটার]
৩০। নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কি? উত্তর: ইলা মিত্র [ইলা মিত্র তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন]
৩১। বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে? উত্তর: ২০২৬ সালে
৩২। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? উত্তর: অস্ট্রেলিয়া
৩৩। নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? উত্তর: ৪১ টি [পিলার সংখ্যা ৪২টি]
৩৪। ‘ভাসানচর’ কোন জেলায় অবস্থিত? উত্তর: নোয়াখালী
৩৫। রাখাইনের পূর্ব নাম কী? উত্তর: আরাকান
৩৬। www ( world wide web) এর জনক কে? উত্তর: টিম বার্নাস লি
৩৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO) এর সদর দপ্তর কোথায়? উত্তর: জেনেভা [সুইজারল্যান্ড]
৩৮। দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তর: অর্থ সচিব
৩৯। কম্পিউটার মনিটরকে আরও বলা হয়? উত্তর: VDU [‘Visual Display Unit’]
৪০। কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয়? উত্তর: ৮ মার্চ ২০২০ [বাংলাদেশে প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ ২০২০]
৪১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? উত্তর: ১৫৩ টি
ইংরেজি ও আইসিটি অংশ সমাধানঃ
৪২। Choose the correct Preposition. Be aware-? উত্তর: of
৪৩। Fill in the blank with the right option: `River’ is a/an—- noun. উত্তর: common
৪৪। Which one is the correct spelling? উত্তর: disease
৪৫। Fill in the blank with the right option: The poor —- born to suffer. উত্তর: are
৪৬। Complete the sentence. —–is observed as the Victory Day in Bangladesh. উত্তর: 16th December
৪৭। What is the antonym of `noble’? উত্তর: mean [হীন]
৪৮। Which one of the following is the singular number? উত্তর: phenomenon [plural phenomena]
৪৯। Use the right form of the verb in the following sentence: I wish I —– a car. উত্তর: had
৫০। What is the synonym of `pardon’ – উত্তর: forgive
৫১। DVD এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে? উত্তর: Blue Ray Disk
৫২। Choose the verb phrase: উত্তর: ought to obey
৫৩। Choose the correct option: Would you mind ____ the door? উত্তর: to open
৫৪। The phrase ‘Baker’s dozen’ means: উত্তর: 13
৫৫। Which one of the following is an incorrect sentence? উত্তর: He know him to be honest.
৫৬। Choose the correct option: _____ are present at the meeting. উত্তর: You, he and I
৫৭। Choose the correct preposition for the sentence: I reminded him ____ his appointment. উত্তর: of
৫৮। Choose the correct option: You will help me, ______ you? উত্তর: won’t
৫৯। What is the meaning of the phrase, ‘of late’? উত্তর: recently
৬০। A barking dog seldom bites. In the sentence, ‘barking’ is-? উত্তর: an adjective
৬১। Which of the following is a compound sentence? উত্তর: Do or die
৬২। Which of the following is correctly spelt? উত্তর: maintenance
৬৩। CPM এর পূর্ণ অভিব্যাক্তি হলো- উত্তর: Critical Path Method
Previous Question Solution of the year: 2021
Post Name: Senior Staff Nurse
Vacancy Was: 2550
MCQ Exam Date: 28 January 2021
Exam Time: 3.00 to 4.00 PM
See/download Bangladesh Public Service Commission (BPSC) Exam Question Solution 2021 from below:
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
১. ‘Excise duty’ শব্দের বাংলা পরিভাষা কী?
(ক) অতিরিক্ত কর
(খ) অতিরিক্ত দ্বায়িত
(গ) অতিরিক্ত কাজ
(ঘ) আবগারি শুল্ক
উত্তরঃ (ঘ) আবগারি শুল্ক
২. ‘ কোন ভিটামিন ক্ষত হতে রক্ত পড়া বন্ধ করে?
(ক) ভিটামিন-সি
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন-ডি
(ঘ) ভিটামিন-কে
উত্তরঃ (ঘ) ভিটামিন-কে
৩. পেডিয়াট্রিক সম্পর্কযুক্ত
(ক) পুরুষ
(খ) মহিলা
(গ) শিশু
(ঘ) বৃদ্ধ
উত্তরঃ (গ) শিশু
৪. “ফা হিয়েন’ কার শাসনামলে বাংলায় আসেন?
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) আলাউদ্দিন হোসেন শাহ
(গ) প্রথম চন্দ্রগুপ্ত
(ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ (ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৫. মানব জিন থাকে
(ক) RNA-তে
(খ) RBC-তে
(গ) DNA-তে
(ঘ) সাইটোপ্লাজমে
উত্তরঃ (গ) DNA-তে
৬. She is named—————her grandmother. Fill in the blank with…..
(ক) after
(খ) to
(গ) about
(ঘ) according
উত্তরঃ (ক) after
৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
উত্তরঃ (ক) ১৯৭২
৮. কোন নদ-নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত ?
(ক) পুরাতন ব্রহ্মপুত্র
(খ) সুরমা
(গ) তিস্তা
(ঘ) যমুনা
উত্তরঃ (ক) পুরাতন ব্রহ্মপুত্র
৯. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?
(ক) সাইটোপ্লাজম
(খ) ক্রোমোজোম
(গ) নিউক্লিয়াস
(ঘ) নিউক্লিওলাস
উত্তরঃ (খ) ক্রোমোজোম
১০. I have to differ ——– you on this issue. (Fill in the gap)
(ক) over
(খ) to
(গ) from
(ঘ) with
উত্তরঃ (ঘ) with
১১. Which of the following words is in singular form?
(ক) formulae
(খ) agenda
(গ) oases
(ঘ) radius
উত্তরঃ ঘ) radius
১২. বৃক্কের একক কী?
(ক) নিউরন
(খ) নেফ্রন
(গ) পেসমেকার
(ঘ) হেপাটোসাইট
উত্তরঃ (খ) নেফ্রন
১৩. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
(ক) ১৩টি
(খ) ১১টি
(গ) ৪৯টি
(ঘ) ৩৯টি
উত্তরঃ (ঘ) ৩৯টি
১৪. যে সব অনুজীব রােগ সৃষ্টি করে তাদেরকে বলে?
(ক) ইনফেকশন
(খ) ফ্লোরা
(গ) টক্সিন
(ঘ) প্যাথজেনিক
উত্তরঃ (ঘ) প্যাথজেনিক
১৫. মানবদেহের কোন অঙ্গটির সাথে পোর্টাল শিরা যুক্ত আছে?
(ক) চোখ
(খ) মস্তিষ্ক
(গ) যকৃত
(ঘ) কিডনি
উত্তরঃ (গ) যকৃত
১৬. “Pick up”means?
(ক) display
(খ) collect
(গ) suspend
(ঘ) tolerate
উত্তরঃ (খ) collect
১৭. Identify the correct spelling:
(ক) questionnaire
(খ) questionaire
(গ) questionnare
(ঘ) questioneire
উত্তরঃ (ক) questionnaire
১৮. The bell had already been -. (Fill in the gap)
(ক) rang
(খ) ranged
(গ) rung
(ঘ) ringed
উত্তরঃ (গ) rung
১৯. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
(ক) অগ্নিবীণা
(খ) সোনার তরী
(গ) চিত্রা
(ঘ) বলাকা
উত্তরঃ (ক) অগ্নিবীণা
২০. NATO এর সদর দপ্তর কোথায়?
(ক) বার্ন
(খ) লিও
(গ) ব্রাসেলস
(ঘ) হামবুর্গ
উত্তরঃ (গ) ব্রাসেলস
২১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
(ক) আঠারো
(খ) উনিশ
(গ) বিশ
(ঘ) একুশ
উত্তরঃ (ঘ) একুশ
২২. পানিতে দ্রবণীয় ভিটামিন হলাে-
(ক) ভিটামিন-A
(খ) ভিটামিন-E
(গ) ভিটামিন-B
(ঘ) ভিটামিন-D
উত্তরঃ (গ) ভিটামিন-B
২৩. পটল তােলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
(ক) পটল গাছ থেকে পটল তােলা
(খ) পটল খাওয়া
(গ) মারা যাওয়া
(ঘ) ফেল করা
উত্তরঃ (গ) মারা যাওয়া
২৪. ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এককথায় বলে
(ক) ঔষধি
(খ) ওষধি
(গ) বনস্পতি
(ঘ) নিসর্গ
উত্তরঃ (খ) ওষধি
২৫. Identify the correct sentence:
(ক) Tell me what is your name?
(খ) Tell me what your name is. ”
(গ) Tell me what is your name.
(ঘ) Tell me what your name is?
উত্তরঃ (ক) Tell me what is your name?
২৬. মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের নাটক?
(ক) কমেডি
(খ) সামাজিক প্রহসন
(গ) ট্রাজেডি
(ঘ) মেলোড্রামা
উত্তরঃ (খ) সামাজিক প্রহসন
২৭. ইতিহাসের জনক কাকে বলা হয়?
(ক) রুসিডাই জিস
(খ) হেরোডোটাস
(গ) এরিস্টটল
(ঘ) টায়নবি
উত্তরঃ (খ) হেরোডোটাস
২৮. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
(খ) বাংলাদেশ প্রজাতন্ত্র
(গ) গণতান্ত্রিক বাংলাদেশ
(ঘ) প্রজাতান্ত্রিক বাংলাদেশ
উত্তরঃ (ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
২৯. কোন গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়?
(ক) এড্রেনাল
(খ) থাইরয়েড
(গ) পিটুইটারি
(ঘ) থাইমাস’
উত্তরঃ (গ) পিটুইটারি
৩০. আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
(ক) টায়ালিন
(খ) লাইপেজ
(গ) এমাইলেজ
(ঘ) ট্রিপসিন
উত্তরঃ (ঘ) ট্রিপসিন
৩১. মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি?
(ক) ফিমার
(খ) টিবিয়া
(গ) স্টেপস
(ঘ) রেডিয়াস
উত্তরঃ (ক) ফিমার
৩২. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
(ক) রাশিয়া
(খ) কানাডা
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ (ক) রাশিয়া
৩৩. CoVID-19 একটি?
(ক) RNA Virus
(খ) DNA Virus
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) ছত্রাক
উত্তরঃ (ক) RNA Virus
৩৪. Fill in the blank : He takes a lot of interest – game
(ক) for
(খ) in
(গ) at
(ঘ) with
উত্তরঃ (খ) in
৩৫. Fill in the blank: *Each of the ladies told own story.’
(ক) its
(খ) her
(গ) their
(ঘ) hers
উত্তরঃ (খ) her
৩৬. Noun form of the word “beautiful’ is:
(ক) beautify
(খ) beauteous
(গ) beautifully
(ঘ) beauty
উত্তরঃ (ক) beautify
৩৭. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
ক) ঢাকা
(খ) বগুড়া
(গ) যশাের
(ঘ) টাঙ্গাইল
উত্তরঃ (গ) যশাের
৩৮. মানবদেহে রক্তে সােডিয়াম আয়নের নরমাল Value কত?
(ক) 120-130 mmol/L
(খ) 135-155 mmol/L
(গ) 160-170 mmol/L
(ঘ) 130-145 mmol/L
উত্তরঃ সঠিক উত্তর নেই (সঠিক উত্তর 135-145 mmol/L)
৩৯. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
(ক) বাংলা
(খ) আসামী
(গ) গুজরাটি
(ঘ) জাপানি
উত্তরঃ (গ) গুজরাটি
৪০. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
(ক) থায়মিন
(খ) মেলানিন
(গ) ক্যারােটিন
(ঘ) হিমােগ্লাবিন
উত্তরঃ (খ) মেলানিন
৪১. সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর অবস্থিত
(ক) ব্যাংকক
(খ) দিল্পী
(গ) ইসলামাবাদ
(ঘ) ঢাকা
উত্তরঃ (ঘ) ঢাকা
৪২. সুষম খাদ্যের উপাদান কয়টি?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৭
উত্তরঃ (গ) ৬
৪৩ ক্যান্সার রােগের কারণ?
(ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
(খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
(গ) কোষের অস্বাভাবিক জমাট বাধা
(ঘ) সবগুলাে
উত্তরঃ (খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
৪৪. ভ্যাকসিনের কাজ কোনটি?
(ক) রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা
(খ) রােগ নিরাময় করা
(গ) রােগ বৃদ্ধি করা
(ঘ) রােগ প্রতিরােধ ক্ষমতা কমিয়ে দেওয়া।
উত্তরঃ (ক) রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা
৪৫. Which one is not an example of comparative degree?
(ক) much
(খ) less
(গ) more
(ঘ) worse
উত্তরঃ (ক) much
৪৬. রক্ত দানের বয়স সীমা কত?
(ক) ১৫-৪৫ বছর
(খ) ১০-৬০ বছর
(গ) ১৮-৫৭ বছর
(ঘ) ১৮-৭০ বছর
উত্তরঃ (গ) ১৮-৫৭ বছর
৪৭. মানুষের মস্তিষ্কের করোটি মধু সংখ্যা কত?
(ক) ১০ জোড়া
(খ) ১২ জোড়া
(গ) ১৫ জোড়া
(ঘ) ৮ জোড়া।
উত্তরঃ (খ) ১২ জোড়া
৪৮. “The apex of a triangle’ means its –
(ক) angles
(খ) top
(গ) sides
(ঘ) perimeter
উত্তরঃ (খ) top
৪৯. বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) প্রমথ চৌধুরী
(গ) শামসুর রাহমান
(ঘ) অন্নদাশংকর রায়
উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী
৫০. “Gulliver’s Travels’ is written by –
(ক) Ernest Hemingway
(খ) Jonathan Swift
(গ) Bernard Shaw
(ঘ) Charles Dick
উত্তরঃ (খ) Jonathan Swift
৫১. রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি?
(ক) হেপাটাইটিস-A
(খ) হেপাটাইটিস-B
(গ) ম্যালেরিয়া
(ঘ) হেপাটাইটিস-C
উত্তরঃ (ক) হেপাটাইটিস-A
৫২. জাতিসংঘ দিবস কোনটি?
(ক) ২৪ আগস্ট
(খ) ২৪ নভেম্বর
(গ) ২৪ ডিসেম্বর
(গ) ২৪ অক্টোবর
উত্তরঃ (গ) ২৪ অক্টোবর
৫৩. An omnivore is an animal that cats —
(ক) all types of food
(খ) only plants
(গ) on all types of insects
(ঘ) only meat
উত্তরঃ (ক) all types of food
৫৪. শতভাগ (১০০%) বিশুদ্ধ অগিযেন শরীরের জন্য?
(ক) ক্ষতিকর
(খ) উপকারী
(গ) ঠিক নয়
(খ) কোনটিই নয়
উত্তরঃ (ক) ক্ষতিকর
৫৫, “Pass away’ means
(ক) disappear
(খ) cease
(গ) fall
(ঘ) die
উত্তরঃ (ঘ) die
৫৬. কোন জেলায় রেল যোগাযোগ নেই?
(ক) নোয়াখালী
(খ) টাঙ্গাইল
(গ) সাতক্ষীরা
(ঘ) হবিগঞ্জ
উত্তরঃ (প) সাতক্ষীরা
৫৭. What is the superlative degree of ‘”bad?
(ক) worst
(খ) Lowest
(গ) worse
(ঘ) heat
উত্তরঃ (ক) worst
৫৮. কোনটি কোষের অংশ নয়?
(ক) সে মেমবেন
(খ) সাইটোপ্লাজম
(গ) প্লাজমা
(গ) নিউক্লিয়াস
উত্তরঃ (গ) প্লাজমা
৫৯. বাংলাদেশী মহিলাদের গড় আয় কত?
(ক) ৮০.৬ বছর
(খ) ৫৭.৫ বহর
(গ) ৬৪.৪ বছর
(ঘ) ৭৩.৮ বছর
উত্তরঃ (ঘ) ৭৩.৮ বছর (বর্তমানে ৭৪.২)
৬০. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে?
(ক) ৩০ মার্চ ১৯৭১
(খ) ৭ এপ্রিল ১৯৭১
(গ) ১৭ এপ্রিল ১৯৭১
(গ) ১০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ (গ) ১৭ এপ্রিল ১৯৭১
৬১. কোনাট রক্তে অক্সিজেন পরিবহণ ক্ষমতা খর্ব করে?
(ক) নাইট্রিক অক্সাইড
(খ) সালফার ডাইঅক্সাইড
(গ) কার্বন মনোঅক্সাইড
(ঘ) কার্বন ডাই অক্সইড
উত্তরঃ (গ) কার্বন মনোঅক্সাইড
৬২, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এ গানটির রচয়িতা কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ) মোহাম্মদ মনিরুজ্জামান
(গ) আবদুল গাফফার চৌধুরী
(ঘ) আবদুল লতিফ
উত্তরঃ (গ) আবদুল গাফফার চৌধুরী
৬৩. A doctor who treats patients with heart diseases is known as a/an?
(ক) nephrologist
(খ) cardiologist
(গ) neurologist
(ঘ) pathologist
উত্তরঃ (খ) cardiologist
৬৪. হৃদস্পন্দন কত বেশী হলে তাকে Tachycardia বলে?
(ক) 40
(খ) 60
(গ) 90
(ঘ) 72
উত্তরঃ সঠিক উত্তর নেই (সঠিক উত্তর হবে 100)
৬৫. কোন ঔষধটি রক্ত পাতলা রাখতে সাহায্য করে?
(ক) ডাইক্রোফেনাক
(খ) এসপিরিন
(গ) প্যারাসিটামল
(ঘ) প্যাথেডিন
উত্তরঃ (খ) এসপিরিন
৬৬. Which one is a conjunction?
(ক) up
(খ) or
(গ) very
(ঘ) for
উত্তরঃ (খ) or
৬৭. The passive form of the sentence who can do it?
(ক) By whom it can be done?
(খ) By whom can it be done?
(গ) Who can it be done?
(ঘ) Whom can be done by it?
উত্তরঃ (খ) By whom can it be done?
৬৮. মানুষের ক্রোমজমের সংখ্যা?
(ক) ২০ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ২৩ জোড়া
(ঘ) ২৪ জোড়া
উত্তরঃ (গ) ২৩ জোড়া
৬৯. মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটিএসিড কয়টি?
(ক) ১২
(খ) ৩
(গ) ৮
(ঘ) ১০
উত্তরঃ (খ) ৩
৭০. শ্বেত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে?
(ক) ৮০০০ এর নীচে
(খ) ৪০০০ এর নীচে
(গ) ১০০০০ এর নীচে
(ঘ) ৫০০০ এর নীচে
উত্তরঃ প্রশ্নটি সঠিক নয়
৭১. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
(ক) চক্রবাক
(খ) এক পয়সার বাঁশি
(গ) রূপসী বাংলা
(ঘ) কঙ্কাবতী
উত্তরঃ (গ) রূপসী বাংলা
৭২. খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়?
(ক) পাকস্থলিতে
(খ) ক্ষুদ্রান্ত্রে
(গ) মুখগহ্বরে
(ঘ) বৃহদান্ত্রে
উত্তরঃ (ক) পাকস্থলিতে
৭৩. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
(ক) কিউলেক্স
(খ) এডিস
(গ) অ্যানাফিলিস
(ঘ) সব ধরনের মশা
উত্তরঃ (খ) এডিস
৭৪. মৈমনসিংহ গীতিকা’-এর সংগ্রাহক ছিলেন কে?
(ক) আশুতােষ ভট্টাচার্য
(খ) দীনেশচন্দ্র সেন
(গ) চন্দ্রকুমার দে
(ঘ) দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ (গ) চন্দ্রকুমার দে
৭৫, ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
(ক) নুরুলদীনের সারা জীবন
(খ) ক্রীতদাসের হাসি
(গ) ওরা কদম আলী
(ঘ) কবর
উত্তরঃ (ঘ) কবর
৭৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
(ক) ০৮ মার্চ
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ২১ ফেব্রুয়ারি
(ঘ) ২১ আগস্ট
উত্তরঃ (গ) ২১ ফেব্রুয়ারি
৭৭. বিডক্তিহীন নাম শব্দকে কী বলে?
(ক) প্রাতিপাদিক
(খ) সাধিত শব্দ
(গ) প্রকৃতি
(ঘ) প্রত্যয়
উত্তরঃ (ক) প্রাতিপাদিক
৭৮. একলেমশিয়া রােগটি কাদের হয়?
(ক) শিশুকন্যা
(খ) বৃদ্ধ পুরুষ
(গ) গর্ভবতী মায়ের
(ঘ) সববয়সী মায়ের
উত্তরঃ (গ) গর্ভবতী মায়ের
৭৯. ‘জজসাহেব’ কোন সমাসের উদাহরণ?
(ক) দ্বিগু
(খ) দ্বন্দ্ব
(গ) বহুব্রীহি
(ঘ) কর্মধারয়
উত্তরঃ (ঘ) কর্মধারয়
৮০. কোনটি রক্তের কাজ নয়?
(ক) অক্সিজেন বিতরণ করা
(খ) হরমােন বিতরণ করা
(গ) কার্বন ডাই অক্সাইড পরিবহণ করা
(ঘ) জারক রস বিতরণ করা
উত্তরঃ (ঘ) জারক রস বিতরণ করা
৮১. কোন হরমোেনর অভাবে ‘Diabetes Mellitus’ হয়?
(ক) রুকাগন
(খ) ইনসুলিন
(গ) কর্টিসল
(ঘ) ইস্ট্রোজেন
উত্তরঃ (খ) ইনসুলিন
৮২. কোন রক্তকণিকা দেহে এন্টিবডি তৈরী করে?
(ক) নিউট্রোফিল
(খ) বেসসাফিল
(গ) ইওসিনােফিল
(ঘ) লিম্ফোসাইট
উত্তরঃ (ঘ) লিম্ফোসাইট
৮৩. সংক্রামক ব্যাধি কোনটি?
(ক) এইডস
(খ) উচ্চ রক্তচাপ
(গ) ডায়াবেটিস
(ঘ) রেনাল ফেইলিউর
উত্তরঃ (ক) এইডস
৮৪. ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট?
(ক) ওয়াটার লু’র যুদ্ধ
(খ) আমেরিকার গৃহযুদ্ধ
(গ) ফরাসি বিপ্লব
(ঘ) ক্রিমিয়ার যুদ্ধ
উত্তরঃ (ক) ওয়াটার লু’র যুদ্ধ
৮৫. কারক কত প্রকার?
(ক) ৫ (পাঁচ) প্রকার
(খ) ৬ (ছয়) প্রকার
(গ) ৩ (তিন) প্রকার
(ঘ) ৭ (সাত) প্রকার
উত্তরঃ (খ) ৬ (ছয়) প্রকার
৮৬. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
(ক) তাম্র
(খ) আর্য
(গ) সুমেরীয়
(ঘ) শহরভিত্তিক
উত্তরঃ (ক) তাম্র
৮৭. রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?
(ক) সােজন বাদিয়ার ঘাট
(খ) নক্সী কাঁথার মাঠ
(গ) রাখালী
(ঘ) বালুচর
উত্তরঃ (খ) নক্সী কাঁথার মাঠ
৮৮. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
(ক) ধমনীর ভিতর
(খ) শিরার ডিতর
(গ) স্নায়ুর ভিতর
(ঘ) নাসিকা নালীর ভিতর
উত্তরঃ (ক) ধমনীর ভিতর
৮৯. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণি বিভাগ কয়টি?
(ক) তিন
(খ) দুই
(গ) পাঁচ
(ঘ) চার
উত্তরঃ (গ) পাঁচ
৯০. পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
(ক) জগদীশ চন্দ্র বসু
(খ) কুদরত-এ-খুদা
(গ) ড. মাকসুদুল আলম
(ঘ) ড. মেঘনাথ সাহা
উত্তরঃ (গ) ড. মাকসুদুল আলম
৯১. বাংলাদেশে কোডিড-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
(ক) ২৫/০১/২০২১
(খ) ২৭/০১/২০২১
(গ) ২১/০১/২০২১
(ঘ) ২২/০১/২০২১
উত্তরঃ (খ) ২৭/০১/২০২১
৯২. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
(ক) একুশে পদক
(খ) স্বাধীনতা পদক
(গ) বাংলা একাডেমি পদক
(ঘ) প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
উত্তরঃ (খ) স্বাধীনতা পদক
৯৩. Which one does not mean the opposite of ‘old’?
(ক) young
(খ) different
(গ) new
(ঘ) recent
উত্তরঃ (খ) different
৯৪. তিয়ান মেন স্কয়ার কোথায় অবস্থিত?
(ক) বেইজিং
(খ) সাংহাই
(গ) হংকং
(ঘ) ক্যান্টন
উত্তরঃ (ক) বেইজিং
৯৫. “ভানু’ শব্দের অর্থ কী?
(ক) ধােকা
(খ) নক্ষত্র
(গ) সূর্য
(ঘ) চন্দ্র
উত্তরঃ (গ) সূর্য
৯৬. বৃহদান্ত্রের অংশ কোনটি?
(ক) ডিওডেনাম
(খ) জেজুনাম
(গ) এপেনডিক্স
(ঘ) ইলিয়াম
উত্তরঃ (ঘ) ইলিয়াম
৯৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?
(ক) ঢাকা
(খ) কুমিল্লা
(গ) মানিকগঞ্জ
(ঘ) ভারতের চুরুলিয়া
উত্তরঃ (ঘ) ভারতের চুরুলিয়া
৯৮. Disinfactant হিসাবে কোনটি ব্যবহৃত হয় না?
(ক) স্যাভলন
(থ) শাহজল
(গ) ফেনল
(ঘ) ইথাইল অ্যালকোহল
উত্তরঃ (গ) ফেনল
৯৯. স্যালাইন পুস করার জন্য প্রয়ােজন?
(ক) ল্যাটারাল কিউটেনিস ভেইন
(খ) মিডিয়াল কিউটেনিয়াস ডেইন
(গ) মিডিয়া ডেইন
(ঘ) সবগুলো
উত্তরঃ (খ) মিডিয়াল কিউটেনিয়াস ডেইন
১০০. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশী?
(ক) ভারত
(খ) জাপান
(গ) রাশিয়া
(ঘ) চীন
উত্তরঃ (ঘ) চীন
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
See/download Bangladesh Public Service Commission (BPSC) Exam Question 2021 from below:
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally we try to update any news. For any Change, reform, and republished of any news we are not responsible.
For more update stay with our website jobstestbd.com
BPSC Non Cadre Exam Question Solution 2021:
BPSC Non-Cadre Exam Question Solution 2021 is available above. BPSC Exam date 2021 has been published by the authority. BPSC Job Circular all information is given above. BPSC is one of the largest Government organizations in Bangladesh. BPSC has published a huge job circular by the Authority. All information regarding the appointment of BPSC is given on our website jobstestbd.com. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private companies in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, BPSC Question, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs on this website are not for unemployed people but also employed people too. All types of suggestions, question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.
Contact Us:
If you want to give advertisement in our website for any product of your organization please contact with us by following Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.