46th BCS Mental Ability Exam Question Solution 2025

46th BCS Mental Ability Exam Question Solution 2025 has been published. 46th BCS Mental Ability Written Exam Question Solution 2025 has been solved by our educational team. 46th BCS Mental Ability MCQ Exam Question Solution 2025 is good news for the students in Bangladesh. All information on the 46th BCS Mental Ability MCQ Math Solution 2025 is available below. Bangladesh Public Service Commission (BPSC) is a government organization in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

46th BCS Mental Ability MCQ Exam Question Solution 2025: 

Organization Name: Bangladesh Public Service Commission (BPSC)

Exam Name: 46th BCS Examination (General)

See more…

 

 

Total Vacancy: 3140 (More or Less) 

 

General Cadre: 489 (More or Less)

Professional/Technical Cadre: 2074 (More or Less)

General Education Cadre: 520 (More or Less)

BCS (Technical): 57

 

BCS (Administration): 274

BCS (Police): 80

BCS (Assistant Surgeon): 1682

BCS (Assistant Dental Surgeon): 16

 

 

 

Total Vacancy:  489 + 2074 + 520 + 57 = 3140 (More or Less) 

 

 

 

46th BCS MCQ Exam Date: 26 April 2024 

MCQ Exam Time: 10.00 AM to 12.00 PM

 

 

 

Total Selected for Written Exam: 10638 

 

 

 

 

Written Exam Date (Compulsory Subjects): 24 July to 03 August 2025 
Written Exam Date (Subjects Related): 10 to 21 August 2025 

Written Exam Time Shift: 10:00 AM to 01:00 PM, 10:00 AM to 02:00 PM, 10:00 AM to 12:00 PM,  12:30 PM to 01:30 PM

 

 

 

 

See/download the 46th BCS Mental Ability MCQ Exam Question Solution 2025 from below: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সরকারি কর্মকমিশন

বিসিএসঃ ৪৬ তম বিসিএস

পরীক্ষার তারিখঃ ৩১ জুলাই ২০২৫

Exam Type: MCQ (এমসিকিউ)

সময়ঃ ১ ঘণ্টা

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

 

পরীক্ষার প্রশ্নের সেটঃ ০৪ 

 

১. যদি M, N-এর মা হন এবং N, P-এর বাবা হন তাহলে M এবং P-এর সম্পর্ক কী?

(ক) দাদী (খ) বোন (গ) চাচী (ঘ) মা

উত্তরঃ (ক) দাদী

২. Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) Unbiased (খ) Fair (গ) Neutral (ঘ) Prejudiced

উত্তরঃ (ঘ) Prejudiced  

৩. প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?

(ক) Mental process (খ) Mental characteristics (গ) Mental health (ঘ) কোনটিই নয়

উত্তরঃ (ক) Mental process

৪. বাংলা ভাষার বিরাম চিহ্নের প্রচলন কে করেন?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রাজা রামমোহন রায় (গ) গিরীশচন্দ্র সেন (ঘ) বঙ্কিমচন্দ্র

উত্তরঃ (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  

৫. ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?

(ক) ৫ কেজি (খ) ৭.৫ কেজি (গ) ১০ কেজি (ঘ) ১২ কেজি

উত্তরঃ (ক) ৫ কেজি 

৬. STRANGE-এর বিপরীত

(ক) Similar (খ) Familiar (গ) Peculiar (ঘ) Obstinate

উত্তরঃ (খ) Familiar 

৭. ৪০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ২৫ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

(ক) ৫০ মিটার (খ) ১০০ মিটার (গ) ১৫০ মিটার (ঘ) ২০০ মিটার

উত্তরঃ (খ) ১০০ মিটার 

৮. একটি চিড়িয়াখানায় কিছু সিংহ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি সিংহ ছিল?

(ক) ৫টি (খ) ১০টি (গ) ১৫টি (ঘ) ২০টি

উত্তরঃ (খ) ১০টি

৯. নিচের সিরিজের পরবর্তী বর্ণ কোনটি? A, C, F, J, ?

(ক) K (খ) N (গ) O (ঘ) M

উত্তরঃ (গ) O 

১০. ৩ টা ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?

(ক) ৭.৫° (খ) ১৫.৫° (গ) ৩৭.৫° (ঘ) ৪৫.৫° 

উত্তরঃ (ক) ৭.৫° 

১১. This———has given us many———for improving our products?

(ক) cliant, suggestions (খ) client, sugestions

(গ) client, suggestions (ঘ) cliant sugestions

উত্তরঃ (গ) client, suggestions 

১২. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি.। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

(ক) ৯৬ বর্গ সে.মি. (খ) ১২০ বর্গ সে.মি. (গ) ১৯২ বর্গ সে.মি. (ঘ) ২৫৬ বর্গ সে.মি

উত্তরঃ (গ) ১৯২ বর্গ সে.মি. 

১৩. Car: Garage:: Airplane:?

(ক) Runway (খ) Hanger (গ) Terminal (ঘ) Sky

উত্তরঃ (খ) Hanger  

১৪. চারজন মেয়ে খেলা দেখার জন্যে পাশাপাশি বসে আছে। জয়ার বামে স্মৃতি এবং ডানে তমা। জয়া ও তমার মাঝে রামিসা বসে আছে। ৩ বাম দিক থেকে দ্বিতীয়?

(ক) জয়া (খ) স্মৃতি (গ) তমা (ঘ) রামিসা

উত্তরঃ (ক) জয়া 

১৫. সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক——

(ক) ধোঁয়ার (খ) তাপের (গ) অন্ধকারের (ঘ) আলোর

উত্তরঃ (খ) তাপের

১৬. বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়

(ক) ড্যাশ (খ) কোলন (গ) সেমিকোলন (ঘ) কমা

উত্তরঃ (খ) কোলন 

১৭. নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

(ক) ২১ (খ) ২০ (গ) ১৯ (ঘ) ১৭

উত্তরঃ (খ) ২০ 

১৮. কোন বানানটি সঠিক?

(ক) প্রতিতি (খ) প্রতীতী (গ) প্রতিতী (ঘ) প্রতীতি

উত্তরঃ (ঘ) প্রতীতি

২০. সংকুচিত স্প্রিং (Spring)-এ কী ধরনের শক্তি থাকে?

(ক) স্থিতি শক্তি (খ) গতি শক্তি (গ) তাপীয় শক্তি (ঘ) মহাকর্ষীয় শক্তি

উত্তরঃ (ক) স্থিতি শক্তি 

২১.  নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

(ক) ২/৯ (খ) ৫/৮ (গ) ৭/১২ (ঘ) ১/৫

উত্তরঃ (ঘ) ১/৫ 

২২. একটি ব্যাগে ৩টি লাল, ৫টি নীল এবং ২টি সবুজ বল আছে। ব্যাগটি থেকে একটি বল দৈবচয়িতভাবে তুললে বলটি নীল হবার সম্ভাবনা কর্ত?

(ক)১/২ (খ) ২/৩ (গ) ৩/১০ (ঘ) ১/৫

উত্তরঃ (ক)১/২ 

২৩। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন।

She was so ——- that she did not ever raise her voice in argument.

(ক) timid (খ) aggressive (গ) excited (ঘ) rudex

উত্তরঃ (ক) timid 

২৪. ৪,৩.৭, ২, ৮-এর মধ্যক কত

(ক) ২ (খ) ৭ (গ) ৪ (ঘ) ৩

উত্তরঃ (গ) ৪

২৫. GAMES-এর কোড যদি হয় HBNFT তাহলে SPORTS-এর কোড কোনটি হবে?

(ক) RQNOSR (খ) TQPSUT

(গ) RONQSR (ঘ) TOQSUT

উত্তরঃ (খ) TQPSUT

২৬. একটি তারের ব্যাস (diameter) বৃদ্ধি করলে এর রোধ (resistance)_______.

(ক) উঠানামা করবে (খ) বাড়বে (গ) কমে যাবে (ঘ) একই থাকবে

উত্তরঃ (গ) কমে যাবে 

২৭. উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

(ক) দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য

(খ) অতীত সম্পর্কে চিন্তা করার জন্য

(গ) সবসময় সঠিক পরিকল্পনা করে কাজ করার জন্য

(ঘ) ধীরে ধীরে সমস্যার সমাধান করার জন্য

উত্তরঃ (ক) দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য

২৮. একটি বর্গের ক্ষেত্রফল ২৫ বর্গ সে.মি. হলে এর পরিসীমা কত?

(ক) ১০ সে.মি. (খ) ২০ সে.মি.  (গ) ২৫ সে.মি. (ঘ) ৩০ সে.মি.

উত্তরঃ (খ) ২০ সে.মি.  

২৯.  যদি (a-b) = ৬ এবং (a+b) = ১০ হয়, তাহলে (a²-b²) = কত হবে?

(ক) ৩০ (খ) ৪০ (গ) ৬০ (ঘ) ১৩৬

উত্তরঃ (গ) ৬০

৩০. ১ থেকে ৭৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

(ক) ২৫ (খ) ৩০ (গ) ৩৪ (ঘ) ৩৮

উত্তরঃ (ঘ) ৩৮ 

৩১. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

(ক) ২০ (খ) ২৫ (গ) ৩০ (ঘ) ৩৫

উত্তরঃ (ঘ) ৩৫  

৩২. নিচের কোন বানানটি শুদ্ধ?

(ক) তার সাংস্কৃতি নেই (খ) তার সাংস্কৃত নেই

(গ) তার সংস্কৃতি নেই (ঘ) তার সংস্কিতি নেই

উত্তরঃ (গ) তার সংস্কৃতি নেই

৩৩. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

(ক) ৪ (খ) ৬ (গ) ৮ (ঘ) ১০

উত্তরঃ (ঘ) ১০

৩৪. যখন গ্রিনিচ মান সময় (GMT) রাত ৮:০০ টা, তখন ৬০° দক্ষিণ অক্ষাংশে স্থানীয় সময় কত?

(ক) দুপুর ১২ টা (খ) সকাল ৮ টা (গ) রাত ৮ টা (ঘ) ভোর ৪ টা

উত্তরঃ (গ) রাত ৮ টা

৩৫. A contest always has

(ক) victory (খ) applause (গ) opponents (ঘ) umpire

উত্তরঃ (গ) opponents 

৩৬. নিচের কোন শব্দটি অন্যগুলো থেকে ভিন্ন?

(ক) Conservative (খ) Peculiar

(গ) Conventional (ঘ) Traditional

উত্তরঃ (খ) Peculiar

৩৭. নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?

১,৪,২,৫,৩,৬,৪,৭,৫,৯,৬

(ক) ৮ (খ) ৯ (গ) ১০ (ঘ) ১১

উত্তরঃ (খ) ৯

৩৮. বস্তুর স্থায়িত্ব (Stability) নির্ধারিত হয় এর______ দ্বারা।

(ক) উচ্চতা (খ) ভারকেন্দ্র (গ) ওজন (ঘ) রং

উত্তরঃ (খ) ভারকেন্দ্র 

৩৯. কোন উপাদান একটি গাড়ির বিভিন্ন উপাদানের মধ্যে ঘর্ষণ হ্রাস করে?

(ক) চেইন (খ) এ্যাক্সেল (গ) বিয়ারিং (ঘ) বেল্ট

উত্তরঃ (গ) বিয়ারিং

৪০. টম এবং হ্যারি এক ডজন মাছ ধরলো। হ্যারি টমের চাইতে দিক বেশি মাছ ধরলো। টম কয়টি মাছ ধরলো?

(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮

উত্তরঃ (খ) ৪ 

৪১.

(ক) ৯

(খ) ১০

(গ) ১২

(ঘ) ১৪

উত্তরঃ (ঘ) ১৪

৪২. ২৪, ১৬-এর কত শতাংশ?

(ক) ১১০%

(খ) ১২৫%

(গ) ১৫০%

(ঘ) ১৬০%

উত্তরঃ (গ) ১৫০%

৪৩. IQ-এর অর্থ কী?

(ক) Intelligence Quality

(খ) Intellectual Quotient

(গ) Intelligence Quotient

(ঘ) Intellectual Query

উত্তরঃ (গ) Intelligence Quotient 

৪৪. আইকনিক মেমোরি (Iconic memory) এবং হ্যাপটিক মেমোরি (haptic memory) কীসের সাথে সম্পর্কিত?

(ক) স্বাদ ও স্পর্শ

(খ) শ্রবণ ও দর্শন

(গ) দৃষ্টিশক্তি ও স্পর্শ

(ঘ) দৃষ্টিশক্তি এবং স্বাদ

উত্তরঃ (গ) দৃষ্টিশক্তি ও স্পর্শ

৪৫. নিচের কোনটি ভিন্ন?

(ক) Cylinder

(খ) Prism

(গ) Circle

(ঘ) Sphere

উত্তরঃ (গ) Circle

৪৬. একটি নিয়মিত পেন্টাগনের কয়টি আবর্তনীয় প্রতিসাম্য রেখা থাকে?

(ক) ২

(খ) ৫

(গ) ১০

(ঘ) অগণিত

উত্তরঃ (খ) ৫

৪৭. একটি ভোজসভার শেষে ১০ জন ব্যক্তি একে অপরের সাথে করমর্দন করে। সেখানে মোট কতটি করমর্দন হবে?

(ক) ৫

(খ) ১০

(গ) ২৫

(ঘ) ৪৫

উত্তরঃ (ঘ) ৪৫

৪৮. রুমা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর ১৫ কি.মি. পূর্ব দিকে যায়। এরপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে সে কত কি.মি. দূরে আছে?

(ক) ১৫ কি.মি.

(খ) ২০ কি.মি.

(গ) ২৫ কি.মি.

(ঘ) ৩০ কি.মি.

উত্তরঃ (গ) ২৫ কি.মি.

৪৯। নিচের কোন বানানটি ভুল?

(ক) Necessary

(খ) Influence

(গ) Prosparity

(ঘ) Happiness

উত্তরঃ (গ) Prosparity

৫০. আমি যদি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করি, তাহলে প্রতি সপ্তাহে আমার কত ঘণ্টা কাজ করা হবে?

(ক) ৩৭ ঘণ্টা ৩০ মিনিট

(খ) ৩৭ ঘণ্টা ৪৫ মিনিট

(গ) ৩৮ ঘণ্টা ১৫ মিনিট

(ঘ) ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট

উত্তরঃ (ঘ) ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট

 

 

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

See/download the 46th BCS Mental Ability MCQ Exam Question 2025 from the images below: 

 

46th-BCS-Mental-Ability-1

46th-BCS-Mental-Ability-2

 

 

Courtesy: To all authorities from where documents are collected

N.B: Generally, we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates, stay with our website jobstestbd.com

46th BCS Mental Ability Exam Question Solution 2025: 

46th BCS Mental Ability Written Exam Question Solved 2025 has been published. BPSC has published some news on various categories of posts. BPSC is one of the largest Government sectors in Bangladesh. BPSC has published a huge job circular by the Authority. All information regarding the appointment of BPSC is given on our website, jobstestbd.com. We publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information, with as provide some effective information or resources and job tips, which help to get a job easily. We trust that our distribution data helps job seekers who are looking a superior employment. We likewise share slanting assets for learners who are expanding their knowledge. Our main target turns into a trustworthy occupation round site in Bangladesh by distributing a genuine update that enables individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website, jobstestbd.com. So every day, tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page, jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us at the following Address.

 

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →