Primary Assistant Teacher Previous Exam Question Solution is available below. DPE Primary Previous Exam Question Solution has been solved by our educational Team. Primary Previous Exam Question Solution is good news for job seekers in Bangladesh. All information on Primary Assistant Teacher Previous Exam Question and Solution is available below. The Directorate of Primary Education (DPE) is a Government Organization in Bangladesh.
Primary Assistant Teacher Previous Exam Question Solution:
Organization Name: Directorate of Primary Education (DPE)
Post Name: Assistant Teacher
See more…
Exam Question Solution: Year 2022
See/download Primary Assistant Teacher Previous Exam Question Solution from below:
1st Phase MCQ Exam Date: 22 April 2022
1st Phase MCQ Exam Time: 11.00 AM to 12.00 PM
1st Phase MCQ Exam Total Candidates: 396764
No. of districts exam held in 1st Phase: 22 districts
পদের নামঃ সহকারী শিক্ষক
পরীক্ষার তারিখঃ ২২ এপ্রিল ২০২২
ধাপঃ ১ম ধাপের পরীক্ষা
প্রশ্নের সেট কোডঃ ৩০৭১
সময়: ৬০ মিনিট (১ ঘণ্টা)
পূর্ণমান: ৭০
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
Edited and Solved by Jobstestbd.com
১। If the price is low, demand ___.
(ক) will be increased (খ) will increase (গ) is increased (ঘ) would be increased
উত্তরঃ will increase
২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?
(ক) 10 (খ) 15 (গ) 20 (ঘ) 12
উত্তরঃ 10
৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
(ক) ৭ (খ) ৫০ (গ) ৫১ (ঘ) ৬০
উত্তরঃ ৫১
৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?
(ক) মদনমোহন তর্কালংকার (খ) কালিপ্রসন্ন সিংহ
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ মদনমোহন তর্কালংকার
৫। There is ___ milk in the bottle.
(ক) very little (খ) small (গ) very few (ঘ) a little
উত্তরঃ A little
৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
(ক) ১৭ আগস্ট ২০১৭ (খ) ২৭ জানুয়ারি ২০১৯
(গ) ১৭ জুন ২০২১ (ঘ) ১৭ নভেম্বর ২০১৬
উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭
৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
উত্তরঃ ৪
৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
(ক) অজ্ঞাতকুলশীল (খ) বংশপরিচয়হীয়ন (গ) কুলবংশহীন (ঘ) অজ্ঞাতকুলীন
উত্তরঃ অজ্ঞাতকুলশীল
৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
(ক) 6 (খ) 3 (গ) 4 (ঘ) 5
উত্তরঃ 5
১০। What is an epic?
(ক) a novel (খ) a long poem
(গ) a long prose composition (ঘ) a romance
উত্তরঃ a long poem
১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০
উত্তরঃ ৬০
১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) সূূর্য পূর্বদিকে উদয়মান হয়। (খ) সূূর্য পূর্বদিকে উদিয়মান হয।
(গ) সূূর্য পূর্বদিকে উদয় হয়। (ঘ) সূূর্য পূর্বদিকে উদিত হয়।
উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয়
১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
(ক) .০১ (খ) ১ (গ) .২ (ঘ) .১
উত্তরঃ .০১
১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
(ক) হাত করা (খ) হাত গুটান (গ) হাত থাকা (ঘ) হাত আসা
উত্তরঃ হাত গুটান
১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
(ক) ৮৮৯৮ (খ) ৯৮৯৯ (গ) ৯৯৯৯ (ঘ) ৯১৯৯
উত্তরঃ ৯৮৯৯
১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
(ক) ১৯৬ (খ) ৯৮ (গ) ৯৬ (ঘ) ১৯২
উত্তর: (খ) ৯৮
১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
(ক) সালফেট ও নাইট্রেট (খ) ফসফেট ও নাইট্রোজেন
(গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম (ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস
উত্তর: ফসফেট ও নাইট্রোজেন
১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?
(ক) লালন শাহ (খ) হাসন রাজা (গ) পাগলা কানন (ঘ) রাধারমণ দত্ত
উত্তর: (ক) লালন শাহ
১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৭২০ (খ) ১২০০ (গ) ৫০০ (ঘ) ৬০০
উত্তর: (গ) ৫০০
২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
(ক) ৩১ (খ) ৩৯ (গ) ৭১ (ঘ) ৪১
উত্তর: (ক) ৩১
২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-
(ক) সুনিশ্চিত (খ) নির্বাচনযোগ্য নয় (গ) বর্ণনাতীত (ঘ) অনিশ্চিত
উত্তর: (গ) বর্ণনাতীত
২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন
উত্তর: (ক) গমনের পশ্চাৎ
২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন
উত্তর: গমনের পশ্চাৎ
২৩। “To break the ice” means,
(ক) to end the hostility (খ) to end up partnership you
(গ) to start quarreling (ঘ) to start a conversation
উত্তর: (ঘ) to start a conversation
২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
(ক) মেধা+বিন (খ) মেধা+ৰি (গ) মেধাবী (ঘ) মেধা+ আধী
উত্তর:(ক) মেধা+বিন
২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে
(ক) শিল্প (খ) কৃষি (গ) সাহিত্য (ঘ) বিজ্ঞান
উত্তর: (খ) কৃষি
২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮
উত্তরঃ ১০ ও ১৬
২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
(ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) চতুর্থ (ঘ) পঞ্চম
উত্তরঃ সপ্তম [মাতৃভাষার দিক দিয়ে পঞ্চম]
২৮।The correct spelling is ——–
(ক) Assignment (খ) Assignernent (গ) Asignment (ঘ) Asignmment
উত্তর: (ক) Assignment
২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?
(ক) সমুচ্চয়ী (খ) অনুসর্গ (গ) অনস্বী (ঘ) অনুকার
উত্তর: অনুকার
৩০। “রূপসার ঘোলা জলে হয়তাে কিশাের এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কৰি কোন রূপসার কথা বলেছেন-
(ক) রূপসী ডিঙা (খ) রূপসী বাংলা (গ) রূপসা নদী (ঘ) গ্রামবাংলার নদী
উত্তর: রূপসী বাংলা
৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?
(ক) ৪৫ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৩৫
উত্তর: ৩৫
৩২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
(ক) ভূবন (খ) শূণ্য (গ) ত্রিভুজ (ঘ) পূন্য
উত্তর: (গ) ত্রিভুজ
৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?
(ক) আরােহন (খ) মিলন (গ) বিসর্জন (ঘ) স্নান
উত্তর: বিসর্জন
৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?
(ক) কান (খ) কাজ (গ) কাঁচি (ঘ) কলম
উত্তর: কলম (আরবি)
৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?
(ক) ৮১ (খ) ১০০০ (গ) ১০৯ (ঘ) ১০০
উত্তর: ১০০
৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
(ক) মধ্যপ্রাচ্য (খ) দূরপ্রাচ্য (গ) আমেরিকা (ঘ) দক্ষিণ এশিয়া
উত্তর: আমেরিকা
৩৭। জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়
(ক) ৪ মে (খ) ২ এপ্রিল (গ) ৪ এপ্রিল (ঘ) ২ মে
উত্তর: ২ এপ্রিল
৩৮। Agomoni School is one of the best in the city.
(ক) school (খ) schools (গ) of It (ঘ) high school
উত্তর: (খ) schools
৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
(ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
(গ) ১৭ জানুয়ারি ১৯৬৮ (ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯
উত্তর: (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
৪০। The Principal will —– the answer scripts.
(ক) look into (খ) took over (গ) took for (ঘ) look at
উত্তর: (খ) took over
৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
(ক) রাঙ্গামাটি (খ) খাগড়াছড়ি (গ) চট্টগ্রাম (ঘ) ফরিদপুর
উত্তর: রাঙামাটি
৪২। বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-
(ক) IQ>90 (খ) IQ>100 (গ) IQ>130 (ঘ) IQ>150
উত্তর: IQ>130
৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ
(ক) অহ+রহঃ (খ) অহ +অঃহ (গ) অহঃ+অহ (ঘ) অহঃ+রহ
উত্তর: (গ) অহঃ + অহ
৪৪। I look forward to
(ক) have heard from you soon. (খ) see you soon.
(গ) hear for you soon. (ঘ) hearing from you soon.
উত্তর: (ঘ) hearing from you soon.
৪৫। I water the plants. The word ‘water is used as
(ক) Verb (খ) Adverb (গ) Noun (ঘ) Pronoun
উত্তর: (ক) Verb
৪৬। Are you doing anything special – the weekend?
(ক) by (খ) in (গ) at (ঘ) on
উত্তর: (গ) at
৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৫৯ (খ) ১০১ (গ) ৭৫ (ঘ) ১০২
উত্তর: ১০১
৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
(ক) ২০০ মিটার (খ) ৫০০ মিটার (গ) ৪০০ মিটার (ঘ) ৩০০ মিটার
উত্তর: ৪০০ মিটার
৪৯। ‘Once in a blue moon’ means-
(ক) hourly (খ) always (গ) very rarely (ঘ) nearly
উত্তর: (গ) very rarely
৫০। ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?
(ক) মুনির চৌধুরী (খ) হুমায়ন আজাদ (গ) মীর মশাররফ হোসেন (ঘ) স্বর্ণকুমারী দেবী
উত্তর: মীর মশাররফ হোসেন
৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) ব্যাংকক (খ) থিম্পু (গ) ঢাকা (ঘ) দিল্লী
উত্তর: (গ) ঢাকা
৫২। টর্নেডো শব্দটি এসেছে-
(ক) Toonida (খ) Tunioda (গ) Tonada (ঘ) Tornada
উত্তর: Tornada
৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
(ক) ৫৫৫০ (খ) ৪৭৫০ (গ) ৫০০০ (ঘ) ৫২৫০
উত্তর: ৫০০০
৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
(ক) ৯৭ (খ) ৮৩ (গ) ৮৭ (ঘ) ৯৩
উত্তর: ৯৭
৫৫। He came to Dhaka with a view to — a new place.
(ক) watch (খ) Look (গ) visit (ঘ) visiting
উত্তর: (ঘ) visiting
৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
(ক) কোনটিই নয় (খ) ৫৬ (গ) ৬০ (ঘ) ৩২
উত্তর: ৩২
৫৭। Which of the following is the correct sentence?
(ক) He has said which is right.
(খ) What has he said is right.
(গ) What he has said is right.
(ঘ) He has said that what is right.
উত্তর: (গ) What he has said is right.
৫৮। “Leave no stone unturned” means
(ক) try every possible means (খ) heavy stone
(গ) rare stone (ঘ) impossible
উত্তর: (ক) try every possible means
৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
(ক) z/x<z/y (খ) xz<yz (গ) xz>yz (ঘ) x/z>y/z
উত্তর: xz<yz
৬০। Choose the correct spelling—-
(ক) Achievment (খ) Acheivment (গ) Achievement (ঘ) Achevement
উত্তর: Achievement
৬১। Remove শব্দটির Noun-
(ক) Remove (খ) Removal (গ) Re-movement (ঘ) Removing
উত্তর: Removal
৬২। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
(ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা (খ) ত্রাণ ও পুনর্বাসন
(গ) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা (ঘ) মেট্রোরেল ও রূপপুর প্রকল্প
উত্তর: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
৬৩। If I ——- you, I would not have done this.
(ক) are (খ) was (গ) am (ঘ) were
উত্তর: were
৬৪। ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
(ক) শঙ্খ ঘােষ (খ) শেখ মুজিবুর রহমান (গ) শওকত আলী (ঘ) মমতাজউদ্দিন আহমেদ
উত্তর: শেখ মুজিবুর রহমান
৬৫। কালবৈশাখীর ইংরেজি-
(ক) Dark Westerlies (খ) West Westerlles (গ) North Westerlies (ঘ) Black Westerlics
উত্তর: North Westerlies
৬৬। ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার-
(ক) শেখ ওয়াহিদ (খ) কিরণ রায় (গ) শাহ আবদুল করিম (ঘ) কাঙ্গালিনী সুফিয়া
উত্তর: শেখ ওয়াহিদ
৬৭। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
(ক) পদ্মগোখরা (খ) পদ্মপুরাণ (গ) পদ্মাবতী (ঘ) পদ্মরাগ
উত্তর: পদ্মগোখরা
৬৮। UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে? (ক) ১৯৯৭ (খ) ১৯৯৯ (গ) ২০০০ (ঘ) ২০০১
উত্তর: ১৯৯৯
৬৯। ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? .
(ক) গৌর+অব (খ) গুরু+অব (গ) শুরু+ঞ্চ (ঘ) গুরু+ ষ্ণ
উত্তর: ঘ) গুরু + ষ্ণ
৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
(ক) ২১ মিটার (খ) ৫৬ মিটার (গ) ৭ মিটার (ঘ) ১৪ মিটার
উত্তর: ১৪ মিটার
৭১। Choose the correctly spelt word ——
(ক) Buro (খ) Beauro (গ) Bureau (ঘ) Burough
উত্তর: Bureau
৭২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি?
(ক) ৩০ (খ) ১৭ (গ) ১৯ (ঘ) ২৩
উত্তর: ১৭
৭৩। বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
(ক) বৈদেশিক বাণিজ্য (খ) মুদ্রা বা অর্থ (গ) রাজস্ব কর (ঘ) কেন্দ্রীয় সরকার
উত্তর: কেন্দ্রীয় সরকার
৭৪। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
(ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) অষ্টম (ঘ) নবম
উত্তর: অষ্টম
৭৫। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?
(ক) পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট (খ) সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
(গ) বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ (ঘ) বরিশাল, খুলনা ও সাতক্ষীরা
উত্তর: সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
৭৬। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
(ক) ২০১৩ (খ) ২০১০ (গ) ২০১১ (ঘ) ২০১২
উত্তর: ২০১১
৭৭। Change the voice: “Where did you see him?”
(ক) Where he was seen by you? (খ) Where was he seen by you?
(গ) Where did he seen by you? (ঘ) Where was he see by you?
উত্তর: (খ) Where was he seen by you?
৭৮। প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?
(ক) স্পিকার (খ) জাতীয় সংসদ (গ) রাষ্ট্রপতি (ঘ) প্রধানমন্ত্রী
উত্তর: (গ) রাষ্ট্রপতি
৭৯। Learn the poem ——- heart.
(ক) by (খ) within (গ) in (ঘ) with
উত্তর: (ক) by
৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
(ক) ৯ (খ) ৮ (গ) ৪ (ঘ) ২
উত্তর: (ঘ) ২
Edited and Solved by Jobstestbd.com
Post Name: Assistant Teacher
2nd Phase MCQ Exam Date: 20 May 2022
2nd Phase MCQ Exam Time: 11.00 AM to 12.00 PM
2nd Phase MCQ Exam Total Candidates: 484725
No. of districts exam held in 2nd Phase: 30 districts
See/download Primary Assistant Teacher 2nd Phase Exam Question Solution 2022 from below:
পদের নামঃ সহকারী শিক্ষক
পরীক্ষার তারিখঃ ২০ মে ২০২২
ধাপঃ ২য় ধাপের পরীক্ষা
প্রশ্নের সেট কোডঃ ৪০২১
সময়: ৬০ মিনিট (১ ঘণ্টা)
পূর্ণমান: ৭০
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
Edited and Solved by Jobstestbd.com
১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জন্মভূমির প্রকৃতি (খ) গাছের ছায়া (গ) জন্মভূমির আশ্রয় (ঘ) মায়ের কোল
উত্তরঃ (গ) জন্মভূমির আশ্রয়
২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে-
(ক) Birds cry at dawn (খ) Birds sing at dawn
(গ) Birds twitter at dawn (ঘ) Birds shout at dawn
উত্তরঃ (গ) Birds twitter at dawn
৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
(ক) ৯ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৮
উত্তরঃ (গ) ৬
৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?
(ক) ১২ (খ) ১৩ (গ) ১৪ (ঘ) ১১
উত্তরঃ (ঘ) ১১
৫। What does CV stand for?
(ক) Curriculum Vitae (খ) Current Value (গ) Curriculam Vitae (ঘ) Curriculum Vites
উত্তরঃ (ক) Curriculum Vitae
৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
(ক) উত্তরা গণভবন (খ) উত্তরবঙ্গ সংসদ ভবন (গ) গণভবন (ঘ) বঙ্গভবন
উত্তরঃ (ক) উত্তরা গণভবন
৭। A state where all religions are respected_____.
(ক) Good state (খ) Secular (গ) Holy country (ঘ) Reactor
উত্তরঃ (খ) Secular
৮। যদি a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত?
(ক) 1 (খ) 3abc (গ) abc (ঘ) 0
উত্তরঃ (খ) 3abc
৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?
(ক) ৯০ (খ) ৮০ (গ) ৮৫ (ঘ) ৯৫
উত্তরঃ (ঘ) ৯৫
১০। ধ্বনি হলো-
(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ (খ) অর্থবোধক শব্দসমষ্টি (গ) ভাষার লিখিত রূপ (ঘ) দুটি
উত্তরঃ (ক) ভাষার ক্ষুদ্রতম অংশ
১১। ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
(ক) ২৭ (খ) ২৮ (গ) ২৯ (ঘ) ২৫
উত্তরঃ (খ) ২৮
১২। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৬ (খ) ১০ (গ) ১২ (ঘ) ১৮
উত্তরঃ (খ) ১০
১৩। সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?
(ক) ক্রিয়া বিশেষণ (খ) বিশেষণের বিশেষণ
(গ) নাম বিশেষণ (ঘ) বিশেষ্যের বিশেষণ
উত্তরঃ (খ) বিশেষণের বিশেষণ
১৪। সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
(ক) প্যারিস (খ) নিউইয়র্ক (গ) ফ্লোরিডা (ঘ) দুবাই
উত্তরঃ (খ) নিউইয়র্ক
১৫। A lot of news in those papers___unreliable.
(ক) are (খ) is (গ) were (ঘ) being
উত্তরঃ (খ) is
১৬। ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
(ক) বিশেষভাবে বিশ্লেষণ (খ) সাধারণ সংশ্লেষণ
(গ) বিশেষভাবে সংযোজন (ঘ) সাধারণ বিশ্লেষণ
উত্তরঃ (ক) বিশেষভাবে বিশ্লেষণ
১৭। A remedy for all diseases___.
(ক) polyglot (খ) panace (গ) were (ঘ) being
উত্তরঃ (খ) panace
১৮। ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
(ক) তদ্ভব (খ) তৎসম (গ) অতৎসম (ঘ) সংস্কৃত
উত্তরঃ (গ) অতৎসম
১৯। He was brought to the police station for —.
(ক) judgement (খ) questioning (গ) confinement (ঘ) punishment
উত্তরঃ (খ) questioning
২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?
(ক) ২০০৯ (খ) ২০১২ (গ) ২০১০ (ঘ) ২০১১
উত্তরঃ (ক) ২০০৯
২১। ‘Syntax’ means —.
(ক) Supplementary text (খ) Synchronizing act
(গ) Manner of speech (ঘ) Sentence building
উত্তরঃ (ঘ) Sentence building
২২। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.?
(ক) ১২ (খ) ৮ (গ) ৯ (ঘ) ১০
উত্তরঃ (গ) ৯
২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
(ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন (খ) উদ্ভাবন ও বিজ্ঞান
(গ) ব্যবস্থাপনা ও উন্নয়ন (ঘ) তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
উত্তরঃ (ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
২৪। Which of the following is in plural form?
(ক) datum (খ) radius (গ) analysis (ঘ) media
উত্তরঃ (ঘ) media
২৫। ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-
(ক) কাজী নজরুল ইসলাম (খ) ধীরেন্দ্রনাথ দত্ত
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৬। ‘Brain child’ means-
(ক) autistic child (খ) special child (গ) intelligent person (ঘ) a person’s idea
উত্তরঃ (ঘ) a person’s idea
২৭। A sentence is a group of words that expresses a complete —.
(ক) thought (খ) paragraph (গ) predicate (ঘ) fragment
উত্তরঃ (ক) thought
২৮। To everyone’s surprise he got — the examination.
(ক) over (খ) passed (গ) through (ঘ) failed
উত্তরঃ (গ) through
২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
(ক) ২০১৫ (খ) ২০০৮ (গ) ২০১১ (ঘ) ২০১৪
উত্তরঃ (গ) ২০১১
৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের। মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
(ক) ৩০ (খ) ১০ (গ) ২০ (ঘ) ২৫
উত্তরঃ (ক) ৩০
৩১। SMS – এর পূর্ণরূপ কী?
(ক) Short Multimedia Service (খ) Short Message Server
(গ) Short Message System (ঘ) Short Message Service
উত্তরঃ (ঘ) Short Message Service
৩২। দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে?
(ক) ২৯২ (খ) ৩১২ (গ) ২৬০ (ঘ) ২৮০
উত্তরঃ (ঘ) ২৮০
৩৩। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
(ক) পাঠ্য+ণক (খ) পাঠ+ আক (গ) পঠ+ অনক (ঘ) পঠ্ +ণক
উত্তরঃ (ঘ) পঠ্ +ণক
৩৪। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন। (খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
(গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন। (ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
উত্তরঃ (ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
৩৫। ‘To read between the lines’ means.
(ক) To read only some lines (খ) To read quickly to save time
(গ) To read carefully to find out any hidden meaning (ঘ) To read carefully
উত্তরঃ (গ) To read carefully to find out any hidden meaning
৩৬। What is the meaning of the word ‘Vice Versa?
(ক) Face to face (খ) Namely (গ) The terms being exchanged (ঘ) For example
উত্তরঃ (গ) The terms being exchanged
৩৭। The word ‘Decade’ means
(ক) decaying old age (খ) a group of ten people
(গ) period of ten years (ঘ) rotten object
উত্তরঃ (গ) period of ten years
৩৮। বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন
(ক) মাওলানা ভাসানী (খ) তাজউপি আহমেদ
(গ) শেখ হাসিনা (ঘ) হােসেন শহীদ সােহরাওয়ার্দী
উত্তরঃ (গ) শেখ হাসিনা
৩৯। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
(ক) দেশি (খ) তদ্ভব (গ) তৎসম (ঘ) বিদেশি
উত্তরঃ (গ) তৎসম
৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
(ক) বনজ সম্পদ (খ) খনিজ সম্পদ (গ) মৎস্য সম্পদ (ঘ) সমুদ্র সম্পদ
উত্তরঃ (ঘ) সমুদ্র সম্পদ
৪১। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
(ক) ৩৬০০ (খ) ২৪০০ (গ) ১২০০ (ঘ) ৩০০০
উত্তরঃ (ক) ৩৬০০
৪২। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক-
(ক) রফিক আজাদ (খ) শেখ হাসিনা (গ) শেখ মুজিবুর রহমান (ঘ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ (গ) শেখ মুজিবুর রহমান
৪৩। ‘Oncology’ relates to —
(ক) ecology (খ) environment (গ) law (ঘ) medicine
উত্তরঃ (ঘ) medicine
৪৪। কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?
(ক) দেশের প্রাকৃতিক সম্পদ (খ) দেশের ভৌগলিক অবস্থান
(গ) দেশের আয়তন (ঘ) মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার
উত্তরঃ (ক) দেশের প্রাকৃতিক সম্পদ
৪৫। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?
(ক) নেপালের রাজদরবার (খ) ভারতের গ্রন্থাগার (গ) শ্রীলংকার গ্রন্থাগার (ঘ) চীনের রাজদরবার
উত্তরঃ (ক) নেপালের রাজদরবার
৪৬। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?
(ক) ২৮ (খ) ২৯ (গ) ২৫ (ঘ) ২৭
উত্তরঃ সঠিক উত্তর নেই [সঠিক উত্তর ১৮ হবে]
৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
(ক) ভাওয়াইয়া (খ) বাউল (গ) মুর্শিদি (ঘ) ভাটিয়ালি
উত্তরঃ (খ) বাউল
৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
(ক) ১৩ (খ) ১৪ (গ) ১৫ (ঘ) ১৬
উত্তরঃ (গ) ১৫
৪৯। I need to install an …….. Fan in the kichen.
ক) adjust খ) exhaust গ) exsost ঘ) egzost
উত্তরঃ খ) exhaust
৫০। ’কিনডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
(ক) ইংরেজি (খ) পর্তুগিজ (গ) ওলন্দাজ (ঘ) জার্মানী
উত্তরঃ (ঘ) জার্মানী
৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়?
(ক) ৮৯ (খ) ৮৮ (গ) ৮৬ (ঘ) ৯২
উত্তরঃ (ক) ৮৯
৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
(ক) ২৫-৩৫ (খ) ১০-২০ (গ) ২০-৩০ (ঘ) ৩০-৪০
উত্তরঃ (ঘ) ৩০-৪০
৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?
(ক) দিব্যি দেওয়া (খ) আস্কারা পাওয়া (গ) জ্ঞান দেয়া (ঘ) অঙ্গ বিশেষ
উত্তরঃ (ক) দিব্যি দেওয়া
৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) অপাদানে কারকে ৭মী বিভক্তি (খ) কর্মকারকে ৭মী বিভক্তি
(গ) কর্মকারকে ৫মী বিভক্তি (ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
উত্তরঃ (ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
৫৫। Man did not know that the earth moves round the sun until it was ………
ক) Invented খ) demonstrated গ) discovered ঘ) experimented
উত্তরঃ গ) discovered
৫৬। কোন বানানটি শুদ্ধ?
(ক) আধ্যক্ষর (খ) আদ্যাক্ষর (গ) আদ্যোক্ষর (ঘ) আদ্যক্ষর
উত্তরঃ (খ) আদ্যাক্ষর [আদ্যাক্ষর= আদ্য+অক্ষর]
৫৭। Can you tell me where……………?
(ক) Rahim lives (খ) Rahim does live
(গ) lives Rahim (ঘ) does Rahim live
উত্তরঃ (ক) Rahim lives
৫৮। The minister told his officials to ………… a press conference.
(ক) prepare (খ) speak (গ) announce (ঘ) arrange
উত্তরঃ (ঘ) arrange
৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
(ক) ৬ (খ) ৭ (গ) ৪ (ঘ) ৫
উত্তরঃ (খ) ৭
৬০। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?
(ক) কাস্টমার কেয়ার (খ) ব্যাংক (গ) ই-অফিস (ঘ) কল সেনটার
উত্তরঃ (গ) ই-অফিস
৬১। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?
(ক) ৬০ (খ) ৪৪ (গ) ৪০ (ঘ) ৫৪
উত্তরঃ (খ) ৪৪
৬২। শােন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?
(ক) আপেল মাহমুদ (খ) আলতাফ মাহমুদ (গ) গৌরীপ্রসন্ন মজুমদার (ঘ) অংশুমান রায়
উত্তরঃ (গ) গৌরীপ্রসন্ন মজুমদার
৬৩। ৯ কোটি সমান কত?
(ক) ৯০ মিলিয়ন (খ)’৯০ বিলিয়ন (গ) ৯ বিলিয়ন (ঘ) ৯ মিলিয়ন
উত্তরঃ (ক) ৯০ মিলিয়ন
৬৪। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
(ক) সমতল পথে হাটা (খ) গাছ থেকে নিচে নামা
(গ) একটি দেয়ালকে ধাক্কা দেওয়া (ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
উত্তরঃ (ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা
৬৫। কোন বানানটি শুদ্ধ?
(ক) বীকেন্দ্রীকরণ (খ) বিকেন্দ্রীকরণ
(গ) বিকেন্দ্রিকরণ (ঘ) বীকেন্দ্রিকরণ
উত্তরঃ (খ) বিকেন্দ্রীকরণ
৬৬। ‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর উৎসব?
(ক) পার্বত্য চট্টগ্রাম (খ) সিলেট (গ) ময়মনসিংহ (ঘ) রংপুর
উত্তরঃ (ক) পার্বত্য চট্টগ্রাম
৬৭। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?
(ক) ৮ (খ) ১০ (গ) ১২ (ঘ) ১৪
উত্তরঃ (ক) ৮
৬৮। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
(ক) গােতাবায়া রাজাপক্ষে (খ) মাহিন্দা রাজাপক্ষে
(গ) সাজিথ প্রেমাদাসা (ঘ) রনিল বিক্রমাসিংহে
উত্তরঃ (ঘ) রনিল বিক্রমাসিংহে
৬৯। A stage of short sightedness……………..
(ক) Abortion (খ) Myopia (গ) Autopsy (ঘ) Maternity
উত্তরঃ (খ) Myopia
৭০। ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলাে সারা’ – এখানে ‘রাশি রাশি’
(ক) অনুকার অব্যয় (খ) সমষ্টিবাচক বিশেষ্য
(গ) নির্ধারক বিশেষণ (ঘ) সাপেক্ষ সর্বনাম
উত্তরঃ (গ) নির্ধারক বিশেষণ
৭১। ন্যাটোতে যােগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
(ক) Poland (খ) Sweden (গ) Finland (ঘ) Denmart
উত্তরঃ (গ) Finland
৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
(ক) ক্রিয়া ও অব্যয় (খ) অব্যয় ও ক্রিয়া (গ) সর্বনাম ও বিশেষ্য (ঘ) ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ (ঘ) ক্রিয়া ও সর্বনাম
৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
(ক) ৫৮ (খ) ৫৩ (গ) ৫৫ (ঘ) ৫৬
উত্তরঃ (ঘ) ৫৬
৭৪। BMI এর পূর্ণরূপ-
ক) Best Medicine of Integration খ) Ballistic Missile Intivate
গ) Body Mass Index ঘ) Bill Measurement Index
উত্তরঃ গ) Body Mass Index
৭৫। ‘উইকিপিডিয়া’ কী?
(ক) মুক্ত বিশ্বকোষ (খ) স্মাট ফোন (গ) উন্মুক্ত সফটওয়্যার (ঘ) ডেটাবেইজ
উত্তরঃ (ক) মুক্ত বিশ্বকোষ
৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ –
(ক) ২০২১-২০২৫ (খ) ২০২৫-২০৩০ (গ) ২০২১-২০৪১ (ঘ) ২০২০-২০২৫
উত্তরঃ (গ) ২০২১-২০৪১
৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?
(ক) ৬০ (খ) ৪০ (গ) ৪৮ (ঘ) ৫০
উত্তরঃ (ক) ৬০
৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?
(ক) ৯৯৯ (খ) ৩৩৩১ (গ) ১০৯০ (ঘ) ১০৯৮
উত্তরঃ (ঘ) ১০৯৮
৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
(ক) ১০ (খ) ১৫ (গ) ১২ (ঘ) ১১
উত্তরঃ (ক) ১০
৮০। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
(ক) ১৪০০ (খ) ১২০০ (গ) ১৬০০ (ঘ) ১৫০০
উত্তরঃ (গ) ১৬০০
Edited and Solved by Jobstestbd.com
Post Name: Assistant Teacher
3rd Phase MCQ Exam Date: 03 June 2022
3rd Phase MCQ Exam Time: 11.00 AM to 12.00 PM
Total Candidates 3rd Phase MCQ Exam: 427973
No. of districts exam held in 3rd Phase: 31
See/download Primary Assistant Teacher 3rd Phase Exam Question Solution 2022 from below:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নাম: সহকারী শিক্ষক
সময়: ৬০ মিনিট, পরীক্ষার তারিখ: ০৩-০৬-২২, পূর্নমান: ৮০
১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?
ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪
উ. গ
২। He is jealous — my prosperity.
ক. for খ. of গ. with ঘ. over
উ. খ
৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০
উ. ক
৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-
ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে
ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে
উ. খ
৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?
ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২
উ. খ
৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?
ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০
উ. ক
৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?
ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ
৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
ক. ৫৫ খ. ৬৫
গ. ৭৫ ঘ. ৪৫
উ. গ
৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?
ক. ২/৫ খ. ৪/৯ গ. ১/৩ ঘ. ৩/৭
উ. গ
১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ
গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট
উ. খ
১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬
উ. ঘ
১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২
উ. ক
১৩। Which one is the correct passive form of “Who will do the work?”
ক. Who will be done the work?
খ. By whom will the work be done?
গ. By whom the work will be done?
ঘ. Who will done the work?
উ: খ. By whom will the work be done?
১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ
উ. ক
১৫। What is the adjective form of the word `People’?
ক. Popularity খ. Popularize
গ. Populous ঘ. Popular
উ. গ. Populous
১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭
উ. ক
১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব
গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল
উ. গ
১৮। A person who was before another person refers to—-.
ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor
উ: ঘ. predecessor
১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬
উ. ঘ
২০। The study of plants—-
ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany
উ. ঘ
২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮
উ. ঘ
২২। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা
গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
উ. ঘ
২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য
গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য
উ. ক
২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার
উ. খ
২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–
ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন
গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান
উ. গ
২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২
উ. ক
২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম
গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম
উ. খ
২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?
ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০
উ. খ
২৯। “দ্বীপ” এর ব্যাসবাক্য-
ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত
গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার
উ. ক
৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা উ. ক
৩১। What is the synonym of ‘Competent’?
ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet
উ: ক
৩২। কোন শব্দটির বানান সঠিক?
ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয়
উ. খ
৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ
গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
উ. গ
৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —
ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন
উ. গ
৩৫। The Antonym of the word ‘awesome’ —
ক. majestic খ. disgusting গ. grand ঘ. daunting
উ: খ
৩৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?
ক. ৩০ খ. ১৮ গ. ২০ ঘ. ২৫
উ. ঘ
৩৭। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?
ক. ২০.১০ খ. ২০.৫০ গ. ২৫ ঘ. ২৫.১০
উ. ক
৩৮। Which is the verb of the word ‘Ability’?
ক. Ableness খ. Able গ. Ably ঘ. Enable
উ: ঘ
৩৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?
ক. Round Table Conference
খ. Royal Technical Committee
গ. Rawalpindi Technical Committee
ঘ. Road and Transport Corporation
উ. ক
৪০। What is the adjective of the word ‘Heart’?
ক.Heartful খ. Heart গ. Hearten ঘ. Heartening
উ: ঘ
৪১। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে?
ক. নির্মলেন্দু গুণ খ. শামসুর রাহমান
গ. ফরহাদ মজহার ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লা
উ. ক
৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার
উ. ঘ
৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
উ. খ
৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-
ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব
গ. বিষাক্ত তামা ঘ. অহংকার
উ. খ
৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?
ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ
উ. ঘ
৪৬। Which one is similar to Adult:Child
ক. Horse:Mare খ. Cat:Kitten
গ. Swine:Saw ঘ. Human:Animal
উ: খ
৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক
গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম
উ. ঘ
৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১
উ. খ
৪৯। Which spelling is correct?
ক. Secretariate খ. Secretariat
গ. Secretariat ঘ. Secreteriate
উ: গ
৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?
ক. এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ. এইচডিএল উ. ঘ
৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-
ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ
উ: ক
৫২। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-
ক. বৃন্দাবন দাস খ. চন্ডীদাস গ. গোবিন্দ দাস ঘ. মুকুন্দ দাস
উ. খ
৫৩। “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ
ক. ভয়ংকর ঘটনা খ. মহা বড় ঝাপটা
গ. তুমুল কাণ্ড ঘ. কথা কাটাকাটি
উ. গ
৫৪। ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-
ক. তাজউদ্দিন আহমেদ খ. শেরে বাংলা এ.কে ফজলুল হক
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. শেখ হাসিনা
উ. ঘ
৫৫। If a substance is cohesive, it tends to ——-
ক. Break easily খ. retain heat
গ. Bend without difficulty ঘ. stick together
উ: ঘ
৫৬। Which is the meaning of ‘White Elephant’?
ক. A hoarder খ. A black marketer
গ. A very costly or troublesome possession
ঘ. An elephant of white colour
উ. গ
৫৭। He insisted — my going there
ক. to খ. on গ. for ঘ. over
উ: খ
৫৮। A ‘Myth’ is—-
ক. A mysterious story খ. a detective story
গ. a legend ঘ. An adventurous story
উ: ক
৫৯। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
ক. বাবা খ. আত্মীয়-স্বজন গ. শিক্ষক ঘ. মা
উ. ঘ
৬০। Sin is to confess as fault is to—
ক. admit খ. accept গ. consider ঘ. forgive উ: ক
৬১। নিচের কোনটি তৎসম শব্দ?
ক. নারিকেল খ. গেরাম গ. চামার ঘ. মাটি
উ. ক
৬২। The reading of history is interesting. এখানে reading কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. Verbal Noun খ. Gerund গ. Adverb ঘ. Uncountable Noun
উ: ক
৬৩।পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?
ক. শ্রীলঙ্কা খ. বাংলাদেশ গ. ভারত ঘ. চীন
উ. ঘ
৬৪। নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
ক. সোনার বাংলা-১ খ. বাংলামতি গ. ব্রি বঙ্গবন্ধু-১০০ ঘ. ব্রি-৪৪
উ. গ
৬৫। যদি (6x-y,13) = {1,3x+2y) হয়, তাহলে (x,y) = কত?
ক. (1,5) খ. (5,1) গ. (2,3) ঘ. (3,2)
উ. ক
৬৬। এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
ক. ৪৫ খ. ৪০ গ. ৩৫ ঘ. ৫০
উ. খ
৬৭। “Felicitation” means —-
ক. To conduct something খ. Readings books
গ. Felling bad ঘ. Expression of good wish উ: ঘ
৬৮। একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. মনিটর খ. টাচ্ স্ক্রিন গ. কি বোর্ড ঘ. মাদার বোর্ড
উ. খ
৬৯। ’ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?
ক. হামিদুজ্জামান খান খ. অখিল পাল গ. মর্তুজা বশীর ঘ. মৃণাল হক
উ. ঘ
৭০। পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ?
ক. ২৫ জুন ২০২২ খ. ৩০ জুন ২০২২
গ. ০১ জুলাই ২০২২ ঘ. ১৬ ডিসেম্বর ২০২২
উ. ক
৭১। ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
ক. ৪২ খ. ৪৩ গ. ৪০ ঘ. ৪১
উ. খ
৭২। ২৩০.৫১.৫ = কত?
ক. ৩ খ. ২ গ. ৪ ঘ. ১
উ. খ
৭৩। ‘Out and out’ means-
ক. to get out খ. thoroughly
গ. not at allo ঘ. someone from outside
উ: খ
৭৪। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?
ক. আমাদের ছোট রাসেল সোনা খ. মমতামাখা একটি নাম রাসেল
গ. রাসেলের দিনগুলি ঘ. আমাদের ছোট রাজকুমার
উ. ক
৭৫। GPS এর পূর্ণাঙ্গ রূপ কী?
ক. General Pointing System খ. Global Processing System
গ. Global Positioning System ঘ. General Positioning System
উ: গ
৭৬। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
ক. সংবাদ পরিক্রমা খ. বজ্রসাহস গ. চরমপাঠ ঘ. চরমপত্র
উ. ঘ
৭৭। “শীতার্ত” শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
ক. শীতা+অর্ত খ.শীতা+র্ত গ. শীত+ঋত ঘ. শীত+আর্ত
উ. গ
৭৮। নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?
ক. বিদ্যালয়ে উপস্থিতির হার খ. অসমর্থ্য শিক্ষার্থীদের অভিযোজন উপকরণ
গ. পঠন ও গণিতের দক্ষতা ঘ. ছেলে ও মেয়ে শিশুর অনুপাত
উ. ক
৭৯। Penny wise pound _____.
ক. rich খ. poor গ. callous ঘ. foolish
উ: ঘ
৮০। শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ১৯৭১ খ.১৯৫২ গ. ১৯৬৬ ঘ.১৯৬৯
উ. ঘ
Edited and Solved by Jobstestbd.com
Exam Question Solution: Year 2019
1st Phase MCQ Exam Date: 24 May 2019
All Phase Exam time: 10.30 AM to 11.30 AM
প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছে Jobstestbd.com ওয়েবসাইট ও Jobs Exam Alert নামের Android App. তাই কেউ সমাধান কপি করলে এই দুইটা সাইট ও Apps এর ক্রেডিট দিবেন। কারণ তারা এতো কষ্ট করে প্রশ্নের সমাধান করেছে আর আপনারা নিজের নামে চালিয়ে দেন সারা ফেসবুক। এইটা দেখতে আমাদের খারাপ লাগে আর সমাধান করার আগ্রহ থাকেনা। আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনে আর সব পরীক্ষার প্রশ্নের সমাধান করবো…ধন্যবাদ…
Edited and Solved by Jobstestbd.com
সম্পুর্ণ ও বিস্তারিত সমাধানঃ ২০১৯ সালের ১ম ধাপের প্রশ্ন সমাধান
১. Deciduous trees are trees those—-
ক. have fleshy leaves
খ. are extremely big
গ. have delicious leaves
ঘ. lose the leaves annually
উত্তরঃ ঘ. lose the leaves annually
২. সমাস শব্দের অর্থ-
ক. সংযোজন
খ. সংশ্লেষণ
গ. বিশ্লেষণ
ঘ. সংক্ষেপণ
উত্তরঃ সংক্ষেপণ
৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় —
ক. ঋ, র
খ. ট,ঠ
গ. ই,উ
ঘ. ত, থ
উত্তরঃ ক. ঋ,র
৪. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
ক. 18
খ. 20
গ. 22
ঘ. 16
উত্তরঃ খ. 20%
৫. একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
ক. 200
খ. 150
গ. 210
ঘ. 125
উত্তরঃ ১৫০
৬. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন –
ক. বেলাল মোহাম্মদ
খ. এম এ আজিজ
গ. আবু হেনা মোস্তফা কামাল
ঘ. এম আর আখতার মুকুল
উত্তরঃ এম আর আখতার মুকুল
৭. Which one of the following words is not plural?
ক. Men
খ. Feet
গ. Lice
ঘ. News
উত্তরঃ ঘ. News
৮. .১*১.১*১.২/ .০১*.০২ এর মান কত?
ক. 550
খ. 200
গ. 120
ঘ. 660
উত্তরঃ ৬৬০
৯. গায়ক এর সন্ধি বিচ্ছেদ-
ক. গো + অক
খ. গা+ অক
গ. গা + য়ক
ঘ. গৈ+ অক
ঊত্তরঃ গৈ+ অক
১০. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
ক. 46
খ. 35
গ. 24
ঘ. 57
উত্তরঃ ২৪
১১. শুদ্ধ বানান কোনটি?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মুমূর্ষূ
ঘ. মূমর্ষ
উত্তরঃ মুমূর্ষু
১২. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. ড্যাশ
খ. প্রশ্নচিহ্ন
গ. কোলন
ঘ. সেমিকোলন
উত্তরঃ প্রশ্নচিহ্ন
১৩. The meaning of the word “obese” is:
ক. tardy
খ. obnoxious
গ. Very fat
ঘ. ugly
উত্তরঃ Very fat
১৪. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন-
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
খ. মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমণ্ডি ৩২ নম্বর
উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
১৫. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-
ক. শব্দ শক্তি
খ. তাপ শক্তি
গ. শব্দ ও তাপ শক্তি
ঘ. চুম্বক শক্তি
উত্তরঃ গ) শব্দ ও তাপ শক্তি
১৬. “Pass away” means:
ক. disappear
খ. die
গ. erase
ঘ. to cross
উত্তরঃ die
১৭. The Synonym of “Crime” is
ক. Mistake
খ. Thief
গ. Offence
ঘ. Trial
উত্তরঃ গ. Offence
১৮. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য —
ক. বস্তুবাচক
খ. সমষ্টিবাচক
গ. ব্যক্তিবাচক
ঘ. জাতিবাচক
উত্তরঃ ক. বস্তুবাচক
১৯. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে —
ক. যৌগিক
খ. মিশ্র
গ. সরল
ঘ. জটিল
উত্তরঃ জটিল
২০.ধ্বনির পরিবর্তন কত প্রকার —
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ২
উত্তরঃ ২ প্রকার
২১. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি?
ক. 12, 13
খ. 15, 16
গ. 18, 19
ঘ. 20, 21
উত্তরঃগ. 18, 19
২২. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি-
ক. বাইট
খ. DPI
গ. পিক্সেল
ঘ. হার্জ
উত্তরঃ ক. বাইট
২৩. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক. 210
খ. 200
গ. 180
ঘ. 220
উত্তরঃ 180
২৪. What is the noun of “Accept”?
ক. Acceptably
খ. Acceptance
গ. Accepted
ঘ. Acceptable
উত্তরঃ Acceptance
২৫. English …. across the world.
ক. has spoken
খ. speaks
গ. is speaking
ঘ. is spoken
উত্তরঃ is spoken
২৬.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি —
ক. গুরুত্বহীন লোক
খ. রাজা-বাদশা
গ. এক শ্রেণীভুক্ত
ঘ. লাকড়ি
উত্তরঃ ক. গুরুত্বহীন লোক
২৭. Which one is correct?
ক. One of my friends is a lawyer.
খ. One of my friend are a lawyer.
গ. One of my friends are a lawyer.
ঘ. One of my friend is a lawyer.
উত্তরঃ ক. One of my friends is a lawyer.
২৮.কষ্টে লাভ হয় যা —
ক. সুলভ
খ. দুর্লভ্য
গ. দূর্লভ
ঘ. দুর্লভ
উত্তরঃ ঘ. দুর্লভ
২৯. Of the four books, the red one is the …
ক. more cheaper
খ. cheapest
গ. cheap
ঘ. cheaper
উত্তরঃ খ. cheapest
৩০ . জন্মহীন মৃত্যুহীন —
ক. অয়
খ. আমৃত্যু
গ. অজ
ঘ. অজেয়
উত্তরঃ গ. অজ
৩১. She was blessed … a son.
ক. by
খ. for
গ. in
ঘ. with
উত্তরঃ ঘ. with
৩২. যদি (x-y)2=12 আর xy=1 তবে x2+y2 কত?
ক. 11
খ. 12
গ. 13
ঘ. 14
উত্তরঃ 14
৩৩. The feminine form of the word “Author” is:
ক. Authorss
খ. Authoress
গ. Authores
ঘ. Authors
উত্তরঃ Authoress
৩৪. ঢাকাতে 24 মে দুপুর 12 টার সময় লন্ডনে সময় হবে-
ক. 25 মে 12 টা
খ. 24 মে সকাল ৬ টা
গ. 24 মে সন্ধ্যা 6 টা
ঘ. 24 মে রাত 12 টা
উত্তরঃ খ. 24 মে সকাল ৬ টা
৩৫.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –
ক. বারাবাড়ি করা
খ. ভূমিকা করা
গ. হিসাব নিকাশ
ঘ. অসম্ভব বস্তু
উত্তরঃ গ. হিসাব নিকাশ
৩৬.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি —
ক. অগ্নি+ষ্ণেয়
খ. অগ্নি+ এয়
গ. অগ্নি+য়
ঘ. অগ্নী+ এয়
উত্তরঃ ক. অগ্নি+ষ্ণেয়
৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
ক. Mikhail Gorbachev
খ. Nikita Khrushev
গ. Nikolai Podgorny
ঘ. leonid Breznhev
উত্তরঃ গ. Nikolai Podgorny
৩৮. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. বিচারপতি এবি সিদ্দিক
গ. বিচারপতি এম এন হুদা
ঘ. বিচারপতি আবদুস সাত্তার
উত্তরঃ ঘ. বিচারপতি আবদুস সাত্তার
৩৯.সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-
ক. ২৮০
খ. ২২৩
গ. ১৭১
ঘ. ২৯৮
উত্তরঃ খ. ২২৩
৪০. Which sentence is correct?
ক. none of these
খ. He do not know how to swim.
গ. He does not know to swim.
ঘ. He does not know how to swim.
উত্তরঃ গ. He does not know to swim.
৪১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে-
ক. ১০
খ. ১৭
গ. ২১
ঘ. ৮
উত্তরঃ ১৭
৪২.‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি —
ক. দিবস
খ. রজনী
গ. দীন
ঘ. রাত
উত্তরঃ ক. দিবস
৪৩. Singular form of ‘data is?
ক. dat
খ. datas
গ. none
ঘ. datum
উত্তরঃ ঘ. datum
৪৪. Rajshahi is …. sugar growing areas in Bangladesh.
ক. one of the larger
খ. one of largest
গ. one of the largest
ঘ. largest
উত্তরঃ গ. one of the largest
৪৫. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-
ক. ৩৪৫
খ. ৩৫০
গ. ৩৫৫
ঘ. ৩০০
উত্তরঃ খ. ৩৫০
৪৬. ৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
ক. ৮
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তরঃ ঘ. ৭
৪৭. The passive form of “I know him”
ক. He known to me
খ. He was known to me.
গ. He is known to me
ঘ. I was known to him.
উত্তরঃ গ. He is known to me
৪৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত 3 : 1। পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. 1875
খ. 1675
গ. 1575
ঘ. 1775
উত্তরঃ ক. 1875
৪৯. একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3 : 1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4 : 1 হবে?
ক. 3
খ. 8
গ. 6
ঘ. 4
উত্তরঃ ঘ. 4
৫০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-
ক. UNDP
খ. UNESCO
গ. UNEP
ঘ. UNICEF
উত্তরঃ খ. UNESCO
৫১. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-
ক. Newly Development Bank
খ. BRICS Development Bank
গ. Developing Bnak
ঘ. New Development Bank
উত্তরঃ ঘ. New Development Bank
৫২. যদি x+y=17 ও xy=60 তবে x-y= কত?
ক. ৫
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তরঃ ৭
৫৩. দেশে বিদেশে’র লেখক কে-
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ মুজতবা আলী
গ. ফররুখ আহম্মদ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
৫৪. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ?
ক. ১/৪
খ. ১/২
গ. ২/৩
ঘ. ১/৩
উত্তরঃ খ. ১/২
৫৫. কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজী এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
ক. 500
খ. 560
গ. 600
ঘ. 400
উত্তরঃ ৫০০
৫৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি —
ক. গো+ এষণা
খ. গো+ ষণা
গ. গ+ এষণা
ঘ. গব+ এষণা
উত্তরঃ গো+ এষণা
৫৭. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?
ক. 39
খ. 93
গ. 57
ঘ. 75
উত্তরঃ ৩৯
৫৮. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুন পরিমান পেলে শিক্ষার্থী সংখ্যা কত?
ক. 30
খ. 75
গ. 70
ঘ. 85
উত্তরঃ ৩০
৫৯.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-
ক. দুর্নীতি দমন কমিশন
খ. জাতীয় মানবাধিকার কমিশন
গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
ঘ. জাতীয় তথ্য কমিশন
উত্তরঃ গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
৬০. There is …. milk in the glass.
ক. a big amount
খ. much
গ. small
ঘ. a little
উত্তরঃ ঘ. a little
৬১. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
ক. 90
খ. 80
গ. 85
ঘ. 120
উত্তরঃ ৯০
৬২. The antonym of ‘Insipid is-
ক. cold
খ. dull
গ. exciting
ঘ. sanguine
উত্তরঃ গ. exciting
৬৩. I hardly go out after dusk. সঠিক বাংলা অনুবাদ-
ক. আমি সন্ধ্যার পরে মোটেও বাইরে যাই না
খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই
গ. আমি সন্ধ্যার পরেই বাইরে যাই
ঘ. আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই।
উত্তরঃ খ. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই
৬৪. The Spirit of Islam বইটির লেখক কে-
ক. হাজী মুহম্মদ মুহসিন
খ. বেগম রোকেয়া
গ. মাওলানা আবুল কালাম আজাদ
ঘ. সৈয়দ আমীর আলী
উত্তরঃ ঘ. সৈয়দ আমীর আলী
৬৫.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন-
ক. জেনারেল ইয়াহিয়া
খ. জেনারেল রাও ফরমান আলী
গ. জেনারেল জিয়াউর রহামান
ঘ. জেনারেল টিক্কা খান
উত্তরঃ খ. জেনারেল রাও ফরমান আলী
৬৬.পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
ক. 4 মিনিট
খ. 5 মিনিট
গ. 20 মিনিট
ঘ. 1 মিনিট
উত্তরঃ ক. 4 মিনিট
৬৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে —
ক. সমরণি
খ. সরণি
গ. সরণী
ঘ. স্মরণী
উত্তরঃ খ. সরণি
৬৮. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন-
ক. ৮
খ. ৫
গ. ৯
ঘ. ৭
উত্তরঃ গ. ৯
৬৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ —
ক. প্রগতি
খ. গৃহস্থ
গ. ছাপোষা
ঘ. উপকূল
উত্তরঃ ক. প্রগতি
৭০. a-1/a=3 হলে a2+1/a2 এর মান কত?
ক. 11
খ. 12
গ. 14
ঘ. 16
উত্তরঃ ক. 11
৭১. Choose the word with correct spelling:
ক. recieve
খ. receve
গ. receive
ঘ. recieve
উত্তরঃ গ. receive
৭২. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি 12, 9, 15, 5, 20, 8, 25, 17,21,23, 11
ক. 14
খ. 12
গ. 15
ঘ. 13
উত্তরঃ ১২
৭৩. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
ক. স্থূল কোণ
খ. সরল কোণ
গ. সূক্ষ কোণ
ঘ. পূরক কোণ
উত্তরঃ গ. সূক্ষ কোণ
৭৪.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-
ক. পৃথিবীর কেন্দ্রে
খ. বিষুব অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. পাহারের ওপর
উত্তরঃ গ. মেরু অঞ্চলে
৭৫.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. সম্রাট আকবর
গ. শায়েস্তা খাঁ
ঘ. শেখ হাসিনা
উত্তরঃ খ. সম্রাট আকবর
৭৬. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-
ক. মোস্তফা সারওয়ার ফারুকী
খ. তারেক মাসুদ
গ. আব্দুল গাফফার চৌধুরী
ঘ. নাসির উদ্দীন ইউসুফ
উত্তরঃ গ. আব্দুল গাফফার চৌধুরী
৭৭.শুদ্ধ বানান কোনটি —
ক. বিভীষিকা
খ. বিভিষিকা
গ. বিভীষীকা
ঘ. বিভিষিকা
উত্তরঃ ক. বিভীষিকা
৭৮.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ —
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. আরবি
ঘ. ফারসি
উত্তরঃ খ. বাংলা
৭৯. The opposite word of “Delete” is
ক. injure
খ. Delay
গ. Insert
ঘ. Trap
উত্তরঃ গ. Insert
৮০. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং 2য় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. 6
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তরঃ খ. 3
সম্পুর্ণ ও বিস্তারিত সমাধানঃ (২য় ধাপ পরীক্ষা- ৩১ মে ২০১৯)
2nd Phase MCQ Exam Date: 31 May 2019
2nd Phase Exam time: 10.30 AM to 11.30 AM
১. The countable form of Laughter?
ক. All of the above
খ. Laugh
গ. A laugh
ঘ. The laugh
উ. খ. Laugh
২. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ১১
খ. ৮
গ. ৯
ঘ. ১০
উত্তরঃ ঘ. ১০
৩. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৭ সালের কত তারিখ?
ক. ২২ জুন
খ. ২৩ জুন
গ. ২৪ জুন
ঘ. ২১ জুন
উত্তরঃ খ. ২৩ জুন
৪. একটি যাবেন দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার?
ক. ৫
খ. ৬
গ. ৪
ঘ. ২
উত্তরঃ ঘ. ২
৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
ক. ২৮ টি
খ. ১৭ টি
গ. ১৮ টি
ঘ. ২৭ টি
উ. ক. ২৮ টি
৬.শুদ্ধ বানান কোনটি?
ক. সমিচিন
খ. সমীচিন
গ. সিমিচীন
ঘ. সমীচীন
উ. ঘ. সমীচীন
৭. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পূত্রের বয়স কত?
ক. ৩০
খ. ২৫
গ. ৪০
ঘ. ৩৫
উত্তরঃ ক. ৩০
৮. 4X2+9Y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
ক. 12xy
খ. 24xy
গ. 2xy
ঘ. 6xy
উত্তরঃ ক. 12xy
৯. “He said that he had done the work”. The direct speech is-
ক. He said, I will do the work
খ. He said, the work will be done by me.
গ. He said, I do the work.
ঘ. He said, he did the work.
উ.ঘ. He said, he did the work.
১০. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
ক. ১৬৭
খ. ১৬৯
গ. ১৬৩
ঘ. ১৬৫
উ. খ. ১৬৯
১১. Phosphates need —- to most farm lands in Bangladesh.
ক. Need to be adding
খ. Need to be added
গ. Need added
ঘ. Need to add
উ.খ. Need to be added
১২. ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবি+ ইন্দ্র
খ. রবি+ঈন্দ্র
গ. রব+ইন্দ্র
ঘ .রবি+ইন্দ্র
উত্তরঃ ঘ .রবি+ ইন্দ্র
১৩. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে
ক. প্রস্বেদন
খ. অভিস্রবণ
গ. সালোকসংশ্লেষণ
ঘ. শ্বসন
উত্তরঃ গ. সালোকসংশ্লেষণ
১৪. বিরাম চিহ্নের অপর নাম কি?
ক. ছেদ চিহ্ন
খ. স্থির চিহ্ন
গ. বিশ্রাম চিহ্ন
ঘ. বিভাজন চিহ্ন
উত্তরঃ ক. ছেদ চি
১৫. ইতিহাস রচনা করেন যিনি-
ক. ইতিহাস লেখক
খ. ঐতিহাসিক
গ. ইতিহাসবেত্তা
ঘ. ঐতিহাসিকতা
উত্তরঃ খ. ঐতিহাসিক
১৬. কোনটি শুদ্ধ বাক্য?
ক. আমার বড় দুরাবস্থা
খ. আমার বড় দুরবস্থা
গ. আমার বড় দূরবস্থা
ঘ. আমার বড় দূরাবস্থা
উত্তরঃ গ. আমার বড় দূরবস্থা
১৭. কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
ক. ২,৪,৫
খ. ৪,৫,৬
গ. ২,৪,৭
ঘ. ৩,৪,৬
উত্তরঃ গ. ২,৪,৭
১৮. As the sun –, I decided to go out.
ক. Was shining
খ. Have shone
গ. Shine
ঘ. Shines
উ.ক. Was shining
১৯. খাওয়ার লবণের সংকেত কি?
ক. কোনোটিই নয়
খ. NaCo3
গ. NACL
ঘ. Cacl2
উত্তরঃ গ. NACL
২০.আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে “ poet of politics”বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়?
ক. ইন্দিরা গান্ধীকে
খ. সুভাষ বসুকে
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
ঘ. মহাত্মা গান্ধী কে
উত্তরঃ গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
২১. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
ক. ৩
খ. ৫
গ. ৬
ঘ. ৪
উত্তরঃ খ. ৫
২২. Change the voice. Who is creating this mess?
ক. Who has been created this mess?
খ. By whom has this mess been created?
গ. By whom this mess is being created?
ঘ. By whom is this mess being created?
উত্তরঃ ঘ. By whom is this mess being created?
২৩.The book Treasure Island is by-
ক. Stevenson ( Robert Louis Stevenson)
খ. James Joyce
গ. Arthur Miller
ঘ. Homer
উত্তরঃ ক. Stevenson ( Robert Louis Stevenson)
২৪. ‘অক্ষির’ সমীপে’ এ সংক্ষেপ হল-
ক. নিরপেক্ষ
খ. পরোক্ষ
গ. সমক্ষ
ঘ. প্রত্যক্ষ
উত্তরঃ গ. সমক্ষ
২৫. পানির স্ফুটনাঙ্ক কত?
ক. ১৮০ ডিগ্রি সেলসিয়াস
খ. ১০০ ডিগ্রি সেলসিয়াস
গ. ৮০ ডিগ্রি সেলসিয়াস
ঘ. ১০০ ডিগ্রী সেলসিয়াস
উত্তরঃ খ. ১০০ ডিগ্রি সেলসিয়াস
২৬.‘অলীক’- এর বিপরীত শব্দ-
ক. সত্য
খ. মিথ্যা
গ. আশা
ঘ. অনীচ
উত্তরঃ ক. সত্য
২৭. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক. মাননীয় স্পিকার
খ. মাননীয় চিফ হুইপ
গ. মহামান্য রাষ্ট্রপতি
ঘ. মাননীয় প্রধানমন্ত্রী
উত্তরঃ গ. মহামান্য রাষ্ট্রপতি
২৮. ‘আমি’‘ আমরা’- এগুলো কোন সর্বনাম পদ?
ক. ব্যতিহারিক
খ. সাকুল্যবাচক
গ. আত্মবাচক
ঘ. ব্যক্তিবাচক
উত্তরঃ ঘ. ব্যক্তিবাচক
২৯. The professor was given — to materials in the research laboratory.
ক. Allusion
খ. Access
গ. Excess
ঘ. Time
উ.খ. Access
৩০. Every driver must be held — his own actions
ক. responsible to
খ. Blamed for
গ. Liable to
ঘ. responsible for
উ.ঘ. responsible for
৩১. একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ । ত্রিভুজটি হবে?
ক. সমবাহু
খ. সূক্ষ্মকোণী
গ. স্থূলকোণী
ঘ. সমকোণী
উত্তরঃ ঘ. সমকোণী
৩২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
ক. ৯০ ডিগ্রী
খ. ৩৬০ ডিগ্রী
গ. ৩০০ ডিগ্রী
ঘ. ১৮০ ডিগ্রী
উত্তরঃ খ.৩৬০ ডিগ্রী
৩৩. Amenable শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?
ক. with
খ. to
গ. after
ঘ. for
উত্তরঃ খ. to
৩৪. What is the antonym of the word “ unwitting”
ক. Stupid
খ. intentional
গ. unintentional
ঘ. clever
উত্তরঃ খ. intentional
৩৫. The Feminine of “Ram” is
ক. Ewe
খ. Hind
গ. Mare
ঘ. Sow
উত্তরঃ ক. Ewe
৩৬. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগান টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
ক. ১৮৫০০
খ. ১৫৫০০
গ. ২০৫০০
ঘ. ১৯৮০০
উত্তরঃ ঘ. ১৯৮০০
৩৭.রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
ক. পাবনা
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. নাটোর
উত্তরঃ ক. পাবনা
৩৮.Which of the following sentences is correct?
ক. He was hunge for murder
খ. He was hanged for murder
গ. He was hunged for murder
ঘ. He had been hung for murder
উত্তরঃ খ. He was hanged for murder
৩৯.১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?
ক. ১৩০
খ. ১০৭
গ. ১১৩
ঘ. ১৪৬
উত্তরঃ খ. ১০৭
৪০.Which one is plural-
ক. Oasis
খ. Terminus
গ. Vertex
ঘ. Bureaux
উত্তরঃ ঘ. Bureaux
৪১. বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে?
ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
খ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৯
গ. ৩ জানুয়ারি ১৯৬৮
ঘ. ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯
উত্তরঃ খ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৯
৪২. ভাষার মূল উপকরণ কি?
ক. শব্দ
খ. বাক্য
গ. ধ্বনি
ঘ. বর্ণ
উত্তরঃ খ. বাক্য
৪৩. X-1/x=1 হলে x3-1/x3 এর মান কত
ক. 4.0
খ. 1.0
গ. 2.0
ঘ. 3.0
উত্তরঃ ক. 4.0
৪৪. শুদ্ধ বানান কোনটি?
ক. আসক্তী
খ. আষক্তি
গ.আশক্তি
ঘ. আসক্তি
উত্তরঃ ঘ. আসক্তি
৪৫. Choose the English translation of- তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ?
ক. Have you gone to coxes Bazar?
খ. Have you ever gone Coxes Bazar?
গ. Have you ever been to Coxes Bazar?
ঘ. Did you ever go to Coxes Bazar?
উত্তরঃ গ. Have you ever been to Coxes Bazar?
৪৬. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি ব্রাঞ্চ খালি থাকে । আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
ক. ৫৫
খ. ৬০
গ. ৬৫
ঘ. ৫০
উত্তরঃ খ. ৬০
৪৭. I have a boat (made) of (wood). .The underlined phrase is
ক. An adverbial phrase
খ. Perfect participle phrase
গ. Present participle Phrase
ঘ. Past participle phrase
উত্তরঃ ঘ. Past participle phrase
৪৮. z2+7x+P যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত
ক. -30.0
খ. -60.0
গ. -10.0
ঘ. 30.0
উত্তরঃ খ. -60.0
৪৯. ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষড়+দশ
খ. ষট+অশ
গ. ষড়+অশ
ঘ. ষট্ + দশ
উত্তরঃ ঘ. ষট্ + দশ
৫০. ৬ জন পুরুষ ,৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর রচনা। পুরুষদের বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
ক. ১৪ বছর
খ. ১৫ বছর
গ. ১৬ বছর
ঘ. ১৩ বছর
উত্তরঃ ঘ. ১৩ বছর
৫১. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?
ক. ৩২০ ডিগ্রী
খ. ৫০ ডিগ্রী
গ. ১২০ ডিগ্রী
ঘ. ১৪০ ডিগ্রী
উত্তরঃ খ. ৫০ ডিগ্রী
৫২. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. অপব্যয়
খ. বাগদত্তা
গ. দেশান্তর
ঘ. বনজ
উত্তরঃ গ. দেশান্তর
৫৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?
ক. যুক্তরাজ্য ও চীন
খ. যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
গ. চীন ও যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া ও ফ্রান্স
উত্তরঃ গ. চীন ও যুক্তরাষ্ট্র
৫৪. Mr. Atique – rather not invest that money in the stock market.
ক. must
খ. has to
গ. Could
ঘ. would
উত্তরঃ ঘ. would
৫৫. The plural of “Fez” is-
ক. Fez
খ. Fezees
গ. Feezes
ঘ. Fezes
উত্তরঃ ঘ. Fezes
৫৬. ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
ক. ২৯৯০
খ. ২১৮৭
গ. ২২৮৭
ঘ. ৩১৪৫
উত্তরঃ খ. ২১৮৭
৫৭. A person Who writes and edits dictionaries is called a
ক. Lithographer
খ. Topographer
গ. Lexicographer
ঘ. Laryngographer
উত্তরঃ গ.Lexicographer
৫৮. Which one is the correct spelling?
ক. iresistible
খ. iresistable
গ. irresistible
ঘ. irresistable
উত্তরঃ গ. irresistible
৫৯. একটি ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ২০
খ. ১২
গ. ৮
ঘ. ৬
উত্তরঃ ঘ. ৬
৬০. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. জীবনানন্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ খ. জীবনানন্দ দাশ
৬১. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত?
ক. কানাডা
খ. ফিনল্যান্ড
গ. ইংল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ. ফিনল্যান্ড
৬২. 2x+3y/3x+2y=5/6 হলে x:y কত?
ক. 6:8
খ. 8:3
গ. 5:6
ঘ. 3:8
উত্তরঃ খ. 8:3
৬৩. ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?
ক. মতিউর রহমান
খ. সাইমন ড্রিং
গ. এম আর আখতার মুকুল
ঘ. অ্যালেন গিন্সবার্গ
উত্তরঃ খ. সাইমন ড্রিং
৬৪. 4*5*0*7*1=কত ?
ক. ১৮০
খ. ০
গ. ১৪০
ঘ. ২১০
উত্তরঃ খ. ০
৬৫. Which one is the correct spelling?
ক. Supercede
খ. Spuerseede
গ. Superceed
ঘ. Supersede
উত্তরঃ ঘ. Supersede
৬৬. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. নেপাল
ঘ. পাকিস্তান
উত্তরঃ গ. নেপাল
৬৭. দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গমন
খ. অতিবাহিত
গ. বলা
ঘ. ধারাবাহিকতা
উত্তরঃ খ. অতিবাহিত
৬৮. কুসুমিত শব্দের প্রকৃতি- প্রত্যয় কোনটি
ক. কুসুম+ত
খ. কুসুম+ইত
গ. কুসুম+ঈত
ঘ. কুসুম+উত
উত্তরঃ খ. কুসুম+ইত
৬৯. কিরণ এর সমার্থক নয়-
ক. রশ্মি
খ. প্রভা
গ. কর
ঘ. রবি
উত্তরঃ ঘ. রবি
৭০. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. এ এইচ এম কামরুজ্জামান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. এম মনসুর আলী
উত্তরঃ ঘ. এম মনসুর আলী
৭১.বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জার্মানি
উত্তরঃ গ.যুক্তরাষ্ট্র
৭২. পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা?
ক. ফরিদুল আলম
খ. মাকসুদুল আলম
গ. শহিদুল আলম
ঘ. মোহাম্মদ জলিল
উত্তরঃ খ. মাকসুদুল আলম
৭৩. জোয়ার-ভাটার প্রধান কারণ?
ক. পৃথিবীর আকর্ষণ
খ. চাঁদের আকর্ষণ
গ. বায়ু প্রবাহ
ঘ. সূর্যের আকর্ষণ
উত্তরঃ খ. চাঁদের আকর্ষণ
৭৪. হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস
ক. বিপরীতার্থে
খ. মিলনার্থে
গ. বিরোধার্থে
ঘ. সমার্থে
উত্তরঃ ঘ. সমার্থে
৭৫. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
ক. লর্ড ব্যাডেন পাওয়েল
খ. লর্ড মুরিং
গ.লর্ড স্টিফেন
ঘ. লর্ড কার্জন
উত্তরঃ ক. লর্ড ব্যাডেন পাওয়েল
৭৬. তাসের ঘর অর্থ কি?
ক. পূর্ণ স্থায়ী
খ. ক্ষণস্থায়ী
গ. তাস খেলার ঘর
ঘ. দীর্ঘস্থায়ী
উত্তরঃ খ. ক্ষণস্থায়ী
৭৭. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?
ক. ১৯০৫
খ. ১৯১১
গ. ১৯২০
ঘ. ১৯২১
উত্তরঃ ঘ.১৯২১
৭৮. অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ?
ক. খাঁটি বাংলা
খ. বিদেশি
গ. তৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ ক. খাঁটি বাংলা
৭৯. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার । এর ব্যাসার্ধ কত মিটার?
ক. ৪
খ. ৩
গ. ২
ঘ. ৫
উত্তরঃ ক. ৪
৮০. ১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
ক. ৪২
খ. ৩৬
গ. ৩৭
ঘ. ৩৯
উত্তরঃ ঘ. ৩৯
প্রাইমারীর ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০১৯ঃ
নিচে বিভিন্ন সেটের প্রশ্ন ও সমাধান দেওয়া আছে…. উত্তর মিলিয়ে নিন…..
3rd Phase MCQ Exam Date: 21 June 2019
3rd Phase Exam time: 10.30 AM to 11.30 AM
Set Code- 2594
১. Which one is plural?
ক. someone
খ. Each
গ. None of these
ঘ. Anyone
উ. গ. None of these
২. Looks before you leap.
ক. লাফ দেওয়ার আগে তাকাও
খ. ভাবিয়া করিও কাজ
গ. আগে ভাবিয়া পরে লাফ দাও
ঘ. দেখে নাও পরে লাফ দাও
উ. খ. ভাবিয়া করিও কাজ
৩. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫ টি
খ. ৯ টি
গ. ৭ টি
ঘ. ৩ টি
উ. গ. ৭ টি
৪. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৩
উ. ক. ২
৫. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
ক. 5.5
খ. 6.5
গ. 8.5
ঘ. 7.5
উ. ঘ. 7.5
৬. 0.4*0.02*0.08=?
ক. 0.00064
খ. 6.4
গ. 0.64
ঘ. 0.064
উ. ক. 0.00064
৭. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. কানাকানি
খ. ভাই বোন
গ. গাছ পাকা
ঘ. সিংহাসন
উ. খ. ভাই বোন
৮.‘ choose the correctly spelt word?
ক. volantary
খ. voluntary
গ. voluntery
ঘ. volantory
উ. খ. voluntary
৯. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. কারণ
খ. ইচ্ছা
গ. সম্ভাব্যতা
ঘ. আবশ্যকতা
উ. গ. সম্ভাব্যতা
১০. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. কর্মে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
উ. গ. কর্মে সপ্তমী
১১. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?
ক. ০.০৯
খ. ০.০৮
গ. ০.১
ঘ. ০.১২
উ. খ. ০.০৮
১২. x- 1/x=2 হলে x4 +1/x4=?
ক. 35
খ. 32
গ. 33
ঘ. 34
উ. ঘ. 34
১৩. পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?
ক. ক+ষ
খ. ক+খ
গ. ষ+ন
ঘ. ষ+ ঞ
উ. ক.ক+ষ
১৪. ‘রাতুল’ শব্দের অর্থ কি?
ক. লাল
খ. নীল
গ. সাদা
ঘ. আলো
উ. ক. লাল
১৫. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
ক. শূণ্য
খ. ভূবন
গ. পূণ্য
ঘ. ত্রিভুজ
উ. ঘ. ত্রিভুজ
১৬. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
ক. 5
খ. 6
গ. 3
ঘ. 4
উ. ক. 5
১৭. ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ?
ক. সমাপিকা
খ. প্রযোজ্য
গ. অসমাপিকা
ঘ. প্রযোজক
উ. গ. অসমাপিকা
১৮. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত?
ক. ০.০০২
খ .০.২
গ. ৬.২৫
ঘ. ২০০
উ. গ. ৬.২৫
১৯.‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ?
ক. জয়ের
খ. এর
গ. জয়
ঘ. পরা
উ. ঘ. পরা
২০. কচুরিপানা পানিতে ভাসে কেন?
ক. কান্ড ফাপা বলে
খ. পাতা হালকা বলে
গ. পানির ঘনত্ব বেশি বলে
ঘ. শিকর শক্ত বলে
উ. ক.কান্ড ফাপা বলে
২১. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
ক. ইসলাম খান
খ. ইশা খান
গ. শায়েস্তা খান
ঘ. পরী বিবি
উ. ক. ইসলাম খান
২২. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
ক. ৭ টি
খ. ৬ টি
গ. ১০ টি
ঘ. ৮ টি
উ. ঘ. ৮ টি
২৩. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
ক. 8 মার্চ
খ. 2 ফেব্রুয়ারি
গ. 21 ফেব্রুয়ারি
ঘ. 1 মে
উ. খ. 2 ফেব্রুয়ারি
২৪. I cannot—— to pay such high prices.
ক. try
খ. afford
গ. able
ঘ. but
উ. খ. afford
২৫. কোনটি যৌগিক বাক্য?
ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো
খ. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
গ. তুমি আমার বাড়িতে এস আমি খুশি হব
ঘ. তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
উ. ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো
২৬. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি?
ক. The authority gave reins to him
খ. The authority took him to task
গ. The authority criticised him
ঘ. The authority took him to book
উ. খ. The authority took him to task
২৭. ‘ উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি?
ক. সৌম্য
খ. চপল
গ. মেজাজ
ঘ. বিজ্ঞ
উ. ক. সৌম্য
২৮. The ambassador called ——- the president.
ক. at
খ. In
গ. on
ঘ. None of them
উ. গ. on
২৯. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. তাজউদ্দিন আহমেদ
খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
গ. এইচ এম কামরুজ্জামান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উ. খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
৩০. What is the adjective of the word heart?
ক. Heart
খ. Heartful
গ. Heartening
ঘ. Hearty
উ. গ. Heartening
৩১. The synonym of “stringent” is
ক. Rigorous
খ. Shrill
গ. Dry
ঘ. Strained
উ. ক. Rigorous
৩২. যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
ক. ৮৮
খ. ৮৪
গ. ৮৫
ঘ. ৮৬
উ. খ. ৮৪
৩৩. All of the people at the conference are —
ক. Mathematic teachers
খ. Mathematics teacher
গ. Mathematics teacher
ঘ. Mathematic’s teacher
উ. খ. Mathematics teacher
৩৪. Choose the correct sentence
ক. Every of the three boys got a prize
খ. All of the three boys got a prize
গ. A few of the three boys got a prize
ঘ. Each of the three boys got a prize
উ. Each of the three boys got a prize
৩৫. মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়?
ক. সেন শাসন আমলে
খ. মুঘল শাসনামলে
গ. পাল শাসনামলে
ঘ. খলজী শাসন আমলে
উ. গ. পাল শাসনামলে
৩৬. কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি?
ক. No one can live alone
খ. None can live alone
গ. Nobody can live alone
ঘ. No man can live alone
উ. ঘ. No man can live alone
৩৭. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ২ জন
ঘ. ৬ জন
উ. গ. ২ জন
৩৮. Frequency is
ক. Adverb
খ. Verb
গ. Adjective
ঘ. Noun
উ. ঘ. Noun
৩৯. শশব্যস্ত কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উ. গ. কর্মধারয়
৪০. The correct spelling is
ক. beaurocrat
খ. Burocrat
গ. Bureaucrat
ঘ. Buroucrat
উ. গ. Bureaucrat
৪১. কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?
ক. 1526
খ. 1524
গ. 1527
ঘ. 1523
উ. ক. 1526
৪২. কত মেগাবাইট 1 গিগাবাইট?
ক. 2^9
খ. 2^10
গ. 2^11
ঘ. 2^12
উ. খ. 2^10
৪৩. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
ক. আসক্তি
খ. যোগ্যতা
গ. আকাঙ্ক্ষা
ঘ. দৃঢ়তা
উ. গ. আকাঙ্ক্ষা
৪৪. 2, 3, 5, 8, 13, 21, 34 — ধারাটির পরের সংখ্যাটি কত?
ক. 16
খ. 55
গ. 13
ঘ. 35
উ. খ. 55
৪৫. 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?
ক. 167
খ. 162
গ. 298
ঘ. 300
উ. ক. 167
৪৬. 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে
ক. 10
খ. 15
গ. 20
ঘ. 5
উ. ঘ. 5
৪৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে?
ক. 14
খ. 12
গ. 10
ঘ. 16
উ. খ. 12
৪৮. y এর মান কত হলে 16×2 – xy +25 পুর্ণবর্গ রাশি হবে?
ক. ৩৬
খ. ৬৪
গ. ৪৯
ঘ. ২৫
উ. সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)
৪৯. ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?
ক. ২.৫
খ. ০.০২৫
গ. ০.২৫
ঘ. ২৫
উ. খ. ০.০২৫
৫০. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
ক. ১৩:১২:৫
খ. ৬:৪:৩
গ. ৬:৫:৩
ঘ. ১২:৮:৪
উ. ক. ১৩:১২:৫
৫১. স্থূলকোণী ত্রিভুজ এর স্থূলকোণের সংখ্যা-
ক. ৩ টি
খ. কোনোটিই নয়
গ. ১ টি
ঘ. ২ টি
উ. গ. ১ টি
৫২. ‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণ কারকে সপ্তমী
খ. অপাদান কারকে সপ্তমী
গ. সম্প্রদান কারকে চতুর্থী
ঘ. কর্তৃকারকে প্রথমা
উ. খ. অপাদান কারকে সপ্তমী
৫৩. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
ক. স্বাতন্ত্র্যবোধ
খ. বাঙালি জাতীয়তাবাদ
গ. দ্বিজাতি তত্ত্ব
ঘ. অসাম্প্রদায়িক মনোভাব
উ. খ. বাঙালি জাতীয়তাবাদ
৫৪. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন?
ক. ইয়াহিয়া
খ. ভুট্টো
গ. টিক্কা খান
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
উ. গ. টিক্কা খান
৫৫. বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম আচিক খুসিক?
ক.সাঁওতাল
খ. চাকমা
গ. গারো
ঘ. মারমা
উ. গ. গারো
৫৬. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আর তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে। বাবুর কাছে কয়টি মার্বেল আছে?
ক. ১২০
খ. ১১০
গ. ১০০
ঘ. ৯০
উ. খ. ১০০
৫৭. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
ক. আমি সাক্ষী দিতেছি
খ. আমি সাক্ষী দিলাম
গ. আমি সাক্ষী দিয়েছি
ঘ. আমি সাক্ষ্য দিয়েছি
উ. ঘ. আমি সাক্ষ্য দিয়েছি
৫৮. 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা গাছের উচ্চতা কত ফুট
ক. 110
খ. 105
গ. 96
ঘ. 100
উ. গ. 96
৫৯. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল মনসুর আহমেদ
খ. শেখ মুজিবুর রহমান
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উ. খ. শেখ মুজিবুর রহমান
৬০. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
ক. ইসরাইল
খ. শ্রীলংকা
গ. ভারত
ঘ. যুক্তরাজ্য
উ. খ. শ্রীলংকা
৬১. শুদ্ধ বাক্য কোনটি?
ক. রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব
খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
গ. আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
ঘ. তুমি, আমি, ও শফিক সিনেমা দেখতে যাব
উ. খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব
৬২. কোনগুলো ওষ্ঠ ধ্বনি?
ক. চ,ছ,জ,ঝ,ঞ
খ. প, ফ, ভ, ভ,ম
গ. ত,থ ,দ,ধ,ন
ঘ. ক,খ,গ,ঘ,ঙ
উ.খ.প, ফ, ভ, ভ,ম
৬৩. The lady prides herself — her beauty
ক. about
খ. upon
গ. in
ঘ. of
উ. ঘ. of
৬৪. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?
ক. 60
খ. 30
গ. 50
ঘ. 56
উ. গ. 50
৬৫. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
ক. স্কটল্যান্ড
খ. মায়ামি শব্দটির সার্থক
গ. লন্ডন
ঘ. ম্যানচেস্টার
উ. গ. লন্ডন
৬৬. ‘সর্বজন’- এর বিশেষণ কি?
ক. বিশ্বজনীন
খ. বিশ্ব জন
গ. সর্বজনীন
ঘ. ঐশ্বরিক
উ. গ. সর্বজনীন
৬৭. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?
ক. ৪২
খ. ৫২
গ. ৪১
ঘ. ৪৫
উ. খ. ৫২
৬৮. Dog days means?
ক. Hot weather
খ. A period of misfortune
গ. A time when dogs roam the street
ঘ. A period of being care- free
উ. ক. Hot weather
৬৯. At least one of the students —— full marks every time.
ক. Are getting
খ. gets
গ. have got
ঘ. get
উ. খ. gets
৭০. The synonym of sanguine is?
ক. Careful
খ. Scared
গ. Sparkle
ঘ. Cheerful
উ. গ. Sparkle
৭১. কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন?
ক. 2016
খ. 2015
গ. 2017
ঘ. 2018
উ. গ. 2017
৭২. Counsel means?
ক. Trade
খ. Cabinet
গ. Meeting
ঘ. Advice
উ. ঘ. Advice
৭৩. Ambiguous means?
ক. Large
খ. increase
গ. Unclear
ঘ. Eager
উ. গ. Unclear
৭৪. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?
ক. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
খ. সম্রাট বাবর
গ. ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ. আলাউদ্দিন খলজী
উ. ক.ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
৭৫. AFTER- BEFORE
ক. present: past
খ. successor: predecessor
গ. First: second
ঘ. Contemporary: historic
উ. খ. successor: predecessor
৭৬. নিচের কোনটি প্রবাল দ্বীপ?
ক. মহেশখালী
খ. মনপুরা
গ. সেন্ট মার্টিন
ঘ. কুতুবদিয়া
উ. গ. সেন্ট মার্টিন
৭৭. সাপের বিষে কি থাকে?
ক. লেড মনোক্সাইড
খ. ফ্লোরিড অ্যাসিড
গ. জিংক সালফাইড
ঘ. কপার সালফােইড
উ. গ. জিংক সালফাইড
৭৮. কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত?
ক. ৯০
খ. ৮৫
গ. ৮০
ঘ. ৭৫
উ. গ. ৮০
৭৯. সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সম+ বিধান
খ. সং+ বিধান
গ. সং + অবিধান
ঘ. সম+ ধান
উ. ক. সম+ বিধান
৮০. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
ক. 1990 সালের 26 মে
খ. 1990 সালের 26 শে জানুয়ারি
গ. 1990 সালের 26 শে আগস্ট
ঘ. 1990 সালের 26 শে নভেম্বর
উত্তরঃ ঘ. 1990 সালের 26 শে নভেম্বর
প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছে Jobstestbd.com ওয়েবসাইট ও Jobs Exam Alert নামের Android App. তাই কেউ সমাধান কপি করলে এই দুইটা সাইট ও Apps এর ক্রেডিট দিবেন । কারণ তারা এতো কষ্ট করে প্রশ্নের সমাধান করেছে আর আপনারা নিজের নামে চালিয়ে দেন সারা ফেসবুক। এইটা দেখতে আমাদের খারাপ লাগে আর সমাধান করার আগ্রহ থাকেনা। আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনে আর সব পরীক্ষার প্রশ্নের সমাধান করবো…ধন্যবাদ…
প্রাইমারীর ২০১৯ সালের ৪র্থ ধাপের প্রশ্ন সমাধান
4th Phase MCQ Exam Date: 28 June 2019
4th Phase Exam time: 10.30 AM to 11.30 AM
নিচে বিভিন্ন জেলার বিভিন্ন সেটের প্রশ্ন ইমেজ এবং PDF ও সমাধান দেওয়া আছে…..
যেকোন পরীক্ষার প্রশ্ন kamrulsan101@gmail.com এই ইমেইল পাঠালে আমরা সমাধান করে দেব। আজকের প্রশ্নের ক্লিয়ার ছবি কারো কাছে থাকলে Send করুন প্লিজ।
সেটঃ ২৮১৫
১. Kamal did not join the army, here the word army is?
উত্তরঃ collective noun
২. The study of religion is
উত্তরঃ Theology
৩. কোনটি সঠিক বানান?
উত্তরঃ সৌজন্য
৪. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
উত্তরঃ ২৫%
৫. ৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?
উত্তরঃ ৪০০
৬. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩ । ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?
উত্তরঃ ৮০ লিটার
৭. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কি বলে?
উত্তরঃ সম্মুখ স্বরধ্বনি
৮. Which one is reflexive pronoun?
উত্তরঃ Myself
৯. গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই , এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ মিথ্যা শোক
১০. বিনা যত্নে উৎপন্ন হয় যা -এর বাক্য সংকোচন কি?
উত্তরঃ অযত্নজাত
১১. বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে?
উত্তরঃ ১০৬৮০
১২. a= √3 + √2 হলে a3+3a+3a^-1+a^-1=?
উত্তরঃ 24√3
১৩. কোনটি তদ্ভব শব্দ?
উত্তরঃ চাঁদ
১৪. আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে ৭মী
১৫. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
উত্তরঃ কমা
১৬. 1024 এর বর্গমূল কত?
উত্তরঃ ৩২
১৭. কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ কাজলের ন্যায় কালো
১৮. মনির ও বোনেরা এর অনুপাত ৪ঃ৩। তপন রবিনের আই এর অনুপাত ৫ঃ৪ । মনিরের আয়ের ১২০ টাকা হলে রবিনের আয় কত?
উত্তরঃ ৭২ টাকা
১৯. মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
উত্তরঃ প্রযোজক
২০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক
২১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ চট্টগ্রাম
২২. বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকায়
২৩. পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?
উত্তরঃ পাকিস্তান সেনাবাহিনী
২৪. Karim as well as Rahim –praise.
উত্তরঃ deserves
২৫. কোনটি শুদ্ধ বাক্য?
উত্তরঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি
২৬. Ensure means?
উত্তরঃ Make ensure
২৭. সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম+ লাপ
২৮. I — him only one letter up to now.
উত্তরঃ have sent
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ ৫২ বছর
৩০. The child cried for — mother.
উত্তরঃ its
৩১. Which one is always used as singular?
উত্তরঃ Bread
৩২. 2+4+8+16+ ——- এই ধারাটির কত তম পদের মান 128 ?
উত্তরঃ 7
৩৩. Let the book be read by you “ বাক্যের active form হচ্ছে–
উত্তরঃ read the book
৩৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Remittance
৩৫. কোন দেশটি SCHENGEN ভুক্ত নয়?
উত্তরঃ ব্রিটেন
৩৬. I would like—–information, please?
উত্তরঃ Some
৩৭. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তরঃ ৮ সেপ্টেম্বর
৩৯. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ রীতিনীতি
৪০. At home এর অর্থ হচ্ছে–
উত্তরঃ familiar with
৪১. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়?
উত্তরঃ অভিকর্ষ
৪২. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়?
উত্তরঃ ১৯৯৭ সালে
৪৩. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ কনিষ্ঠ
৪৪. Log8^2= কত?
উত্তরঃ 2/1
৪৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?
উত্তরঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল
৪৬. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে?
উত্তরঃ ৬০
৪৭. দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর?
উত্তরঃ সম্পূরক কোণ
৪৮.x +x/1=2 হয় ,তাহলে x এর মান কত?
উত্তরঃ ১
৪৯. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 । একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত?
উত্তরঃ ২৪
৫০. x^ – 3x -2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
উত্তরঃ ০
৫১. 80, 96—–128 শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
উত্তরঃ ১১২
৫২. নদীটি উত্তর মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ দিক
৫৩. 1971 সালের 7 ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
উত্তরঃ ঢাকার রেসকোর্স ময়দান
৫৪. পুত্রজায়া হল?
উত্তরঃ মালেশিয়ার প্রশাসনিক রাজধানী
৫৫.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ
৫৬. 6 টি পরস্পর পূর্ণ সংখ্যা দেয়া আছে প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত?
উত্তরঃ ৩৩
৫৭.কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তরঃ আব
৫৮. একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মি.লি। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?
উত্তরঃ ৮.৪
৫৯. একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
৬০. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?
উত্তরঃ আকর্ষী
৬১. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ চালবাজ
৬২. তালব্য বর্ণ কোনগুলো?
উত্তরঃ ই,জ,ঞ,য়
৬৩. Synonym for magnificence?
উত্তরঃ Splendid
৬৪. লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে । তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
উত্তরঃ কখনই না
৬৫. রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?
উত্তরঃ ভিটামিন ডি
৬৬. ঢেউ এর প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ বীচি
৬৭. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ২০০
৬৮. Black and blue অর্থ কি?
উত্তরঃ উত্তম-মধ্যম
৬৯. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Parallel
৭০. কোনটি present perfect tense এর উদাহরণ?
উত্তরঃ I have heard the news
৭১. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ফিলিপাইন
৭২. A burning question means?
উত্তরঃ An important question
৭৩. Bottom line means?
উত্তরঃ The essential point
৭৪.বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের?
উত্তরঃ মন্ত্রিপরিষদ শাসিত
৭৫. He addressed Mr . Rahman and wished him good morning বাক্যটির direct speech হবে?
উত্তরঃ He said Good morning, Mr. Rahman.
৭৬. ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর/
উত্তরঃ গঙ্গা নদী
৭৭. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?
উত্তরঃ ২০৩০ সালে
৭৮. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি?
উত্তরঃ ৯
৭৯. তার টাকা আছে কিন্তু দান করেন না কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক
৮০.বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের কারণে?
উত্তরঃ অপরিবর্তিত হয়
সেটঃ ১৭১২
১. যা আঘাত পায়নি- এর বাক্য সংকোচন?
উত্তরঃ অনাহত
২. কোনটি শুদ্ধ বাক্য?
উত্তরঃ আমার কথাই প্রামাণিত হলো।
৩. কোন বানানটি অশুদ্ধ?
উত্তরঃ মনকষ্ট ( সঠিক মনঃকষ্ট)
৪. He was taken to task. অর্থ?
উত্তরঃ তাকে তিরস্কার করা হয়েছিল
৫. ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
উত্তরঃ ৪ জন
৬. যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে?
উত্তরঃ মহাপ্রাণ
৭. The Principal had an inquiry —-the case.
উত্তরঃ into
৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন
৯. দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয় কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া নির্দেশনা প্রদান করা হয়?
উত্তরঃ ২০০৯ সাল
১০. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে?
উত্তরঃ কোলন
১১.`বঙ্গভঙ্গ’ কি ধরনের সংস্কার ছিল?
উত্তরঃ সামাজিক সংস্কার
১২.`অনুচিত’ শব্দটি কোন সমাস?
উত্তরঃ তৎপুরুষ
১৩. কোনটি সঠিক?
উত্তরঃ Paper is made from wood
১৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Occasion
১৫.‘ আজকে নগদ কালকে ধার’ এখানে ‘আজকে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে ২য়া
১৬. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২। হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
উত্তরঃ ৯/১১
১৭.‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাজনশ করা হয়?
উত্তরঃ রাবণের চিতা
১৮. একটি ক্লাবে ৮ জন পুরুষ ও ৮ মহিলা সদস্য আছেন । ৬ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে যেখানে পুরুষ ও মহিলা সদস্য ৩ জন করে থাকবেন । কতভাবেই কমিটি গঠন করা যায়?
উত্তরঃ ৩১৩৬
১৯. X2+1/x2 এর নিম্নোক্ত কোন মানের জন্য x3+1/x3=0 হবে?
উত্তরঃ 2
২০.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ ১৩৬ তম
২১.`একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন’- কোন ধরনের বাক্য?
উত্তরঃ জটিল
২২. Which sentence is with correct punctuation?
উত্তরঃ Maria, my student, is on leave today.
২৩. I suggest that he—-there.
উত্তরঃ goes
২৪.‘পাঠক’ শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত?
উত্তরঃ সংস্কৃত
২৫.বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯৮০ সালে রংপুর জেলায়
২৬. look forward means?
উত্তরঃ Expect with eager
২৭.গাছের প্রাণ আছে- কে প্রমাণ করেন?
উত্তরঃ জগদীশচন্দ্র বসু
২৮. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
উত্তরঃ ৬ ঘণ্টা
২৯.বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
উত্তরঃ বরেন্দ্র জাদুঘর
৩০.কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Grievance
৩১. Kamal said to me, what is your name? Indirect narration
উত্তরঃ Kamal asked me what my name was.
৩২. (০.০১)/২ এর মান কোন ভগ্নাংশটি সমান?
উত্তরঃ ১/১০০০০
৩৩. নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ?
উত্তরঃ out of order
৩৪. You must work hard for success (make it compound)
উত্তরঃ Work hard and you you succeed.
৩৫. A rolling stone gathers no moss. What is rolling here?
উত্তরঃ Participle
৩৬. যদি ( x-5)(a+x)= x2-25 হয় তবে a এর মান কত?
উত্তরঃ 5
৩৭.‘গরু ঘাস খায়’- এখানে ‘খায়’ কোন কালের উদাহরণ?
উত্তরঃ সাধারণ বর্তমান
৩৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী
৩৯. সোহেল একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে বিক্রয় করা। ২০% লাভ করতে হলে ঘড়িটি বিক্রয় মূল্য কত বাড়াতে হত?
উত্তরঃ ১৪৪
৪০. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫,৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
উত্তরঃ ৬৩
৪১. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২বছর। পুত্রের বর্তমান বয়স কত?
উত্তরঃ ১২ বছর
৪২.কোনটি শুদ্ধ?
উত্তরঃ He is a lecturer in English.
৪৩.উয়ারী- বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তরঃ আড়াই হাজার বছর আগে
৪৪.‘বিচ্ছিন্ন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ বি+ছিন্ন
৪৫. The adjective form of decision is?
উত্তরঃ decisive
৪৬. দুটি পরস্পর পূরক কোণ এর মধ্যে একটির মান ৩৫ ডিগ্রি হলে অপরটির মান কত?
উত্তরঃ ৫৫ ডিগ্রি
৪৭. মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৬ সালের ২২ মার্চ
৪৮. Tress have –off their leaves.
উত্তরঃ fallen
৪৯. ‘ বারোভূঁইয়া’ কাদের বলা হত?
উত্তরঃ বড় বড় স্বাধীন জমিদার
৫০. অপু, দিপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬ ,১০ ,১৫ দিনে করতে পারে এক্ষেত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে?
উত্তরঃ ৩ দিন
৫১. একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয় মূল্য ও ক্রয়ের মুল্যের অনুপাত নিচের কোনটি?
উত্তরঃ ৫ঃ৪
৫২.‘শুদ্ধ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কোনোটিই নয়
৫৩.একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায় ?
উত্তরঃ ২ টি
৫৪.যদি a+b=2, ab=1হয় তবে a ও b এর যথাক্রমে?
উত্তরঃ 1,1
৫৫. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ মহাকাশ গবেষণা
৫৬. তুমি কার সাথে কথা বলছো? এর ইংরেজি?
উত্তরঃ Whom are you speaking to?
৫৭.ওষ্ঠ বর্ণ কোনগুলো?
উত্তরঃ প,ফ,ব,ভ,ম
৫৮. Anis had a talent —–making people laugh.
উত্তরঃ of
৫৯. ‘নামাজ, রোজা’ কোন দেশি শব্দ?
উত্তরঃ ফারসি শব্দ
৬০.বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
৬১.কত সালে নীল কমিশন গঠন করা হয়?
উত্তরঃ ১৮৬০
৬২. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
উত্তরঃ ৪/২৭
৬৩. P এর মান কত হলে 4×2-px+9 একটি পূর্ণবর্গ হবে?
উত্তরঃ ১২
৬৪.জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য?
উত্তরঃ বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ
৬৫.এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ ইয়াংসিকিয়াং
৬৬.১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন?
উত্তরঃ সাধারণ পরিষদে
৬৭.‘কর্মভোগ এড়ানো যায় না’ এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ কৃতকর্ম
৬৮. কোনটি সঠিক বানান?
উত্তরঃ ঔজ্জ্বল্য
৬৯.What is the meaning of `of late’?
উত্তরঃ Recently
৭০.`Stop Genocide পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান
৭১. Two heads are better than one” প্রবাদ বাক্য টির ভাবার্থ কোনটি?
উত্তরঃ Consultation
৭২. পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়?
উত্তরঃ দিন ও রাত হয়
৭৩.কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ দূরীভূত
৭৪. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবাররের ব্যবহার কেমন কমলে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
উত্তরঃ ২০%
৭৫. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয়?
উত্তরঃ হায়ারোগ্লিফিক
৭৬. x+y=6 হলে xy এর বৃহত্তম মান কত?
উত্তরঃ 12
৭৭. ‘মহেঞ্জোদারো’ কথার অর্থ কি?
উত্তরঃ মরা মানুষের ঢিবি
৭৮. ‘মহারাজাধিরাজ’ পদবী কারা গ্রহন করেন?
উত্তরঃ ধর্মপাল, গোপাল
৭৯.What is the meaning of “White Elephant’?
উত্তরঃ A very costly or troublesome possession
৮০. কোন শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
উত্তরঃ ৩
Exam Question Solution: Year 2018
See Primary Teacher 1st Phase Exam Question Solution:
Exam Date: 20 April 2018
সেট-৪২২৯
১. শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল কোন সমাস – খ) অব্যয়ীভাব
২. বহুব্রীহি সমাস কত প্রকার- গ) দশ প্রকার
৩. ঢাকায় প্রথম রাজধানী করেন- ক) ইসলাম খাঁ
৪. সঠিক বাক্য- ঘ) He was hanged for murder
৫. প্রাচীন এর বিপরীত শব্দ- খ) অর্বাচীন
৬. অশুদ্ধ বানান- ক) উপচার্য ( সঠিক উপাচার্য)
৭. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি- ক) রাজা শশাঙ্ক
৮. নন্দিত এর বিপরীত শব্দ- গ) নিন্দিত
৯. বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান– এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ- ঘ) ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
১০. কোনটি প্রাচীন জনপদের নাম নয়- ঘ) মৌর্য
১১. Diamonds cuts diamonds- ঘ) মানিকে মানিক চিনে
১২. ‘অন্বেষণ’ এর সন্ধি বিচ্ছেদ -ক) অনু + এষণ
১৩. xএর মান কত- ক) ১৪
১৪. বরণের যোগ্য যিনি- ক) বরেণ্য
১৫. একাটি ক্লাসের—— ক) ৩০
১৬. সঠিক বাক্য- ঘ) you he and I are present
১৭. সবচেয়ে বড়- ক) .১০০
১৮. একাদশে বৃহস্পতি এর অর্থ কি- ঘ) সৌভাগ্যের বিষয়
১৯. Precedence meaning- গ) A case of reference
২০. কোনটি শুদ্ধ বানান- গ) আদ্যক্ষর
২১. ১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে- ঘ) ৩৫০ নটিকেল মাইল
২২. Dissimilar- ক) preserve :prevent
২৩. কোন সংখ্যার ৪০%… ক) ৭৫
২৪. Among is used for- ক) More than two
২৫. I have to do it passive voice- খ) It has to be done by me
২৬. ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ-ঘ) অপদার্থ
২৭. জহির রায়হানের উপন্যাস নয়-ঘ) নিষ্কৃতি
২৮. উপাত্ত গুলোর মধ্যক- ১৫
২৯. Prior to meaning-ঘ) Before
৩০. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে- ঘ) আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে
৩১। সমকোণী ত্রিভুজের স্মকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩,৪ সে. হলে এর অতিভুতের মান- ৫ সে.মি
৩২ । নিম্নোক্ত গণের মধ্যে বীরশেষ্ঠ নন – মুন্সী আব্দুল রহিম
৩৩। বাংলা লেখার সফটওয়ার- বিজয়
৩৪। ২০ ফুট লম্বা একটি বাঁশ- ৮ ফুট
৩৫। He prefer—The
৩৬। নিকুঞ্জ অর্থ- বাগান
৩৭। 4×4 +1 এর উৎপাদক- খ) ( 2x₂ + 2x +1)(2x₂-2x+1)
৩৮। We were watching the news when the telephone —rang
৩৯। কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়- আন্তর্জাতিক রেডক্রস
৪০। The singular of Leaves – leaf
৪১। বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা রায় হয়- ১৪ মার্চ ২০১২
৪২। প্রত্যূষ এর সন্ধি- প্রতি+ ঊষ
৪৩। কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের—- ২০ দিন
৪৪। Indirect speech- She asked me if i was happy in my new job
৪৫। যা মুখে বলা যায় না- অনির্বচনীয়
৪৬। বীর প্রতীক নারী- সেতারা বেগম
৪৭। কোন বৃহত্তম সংখ্যা – ১২
৪৮। বড় ডাটার এক্ক- টেরাবাইট
৪৯। ত্রিভুজ ABC এ- ১০৫ ডিগ্রি
৫০। অংক- কোনটিও নয়
৫১। The road of Dhaka are wider—- Than those of sylhet
৫২। মৌলিক পদার্থ কোণটি – লোহা
৫৩। একজন ক্রিকেটার —- ৯৫
৫৪। ক, খ, গ একত্রে—- ৭৭৭ টাকা
৫৫। কোন ত্রিভুজের তিনটি বাহু- ৩৬০
৫৬। empty vessel sounds much means- barking dog seldom bite
৫৭। The sun—- shines
৫৮। লোক সাহিত্য- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান , ছড়া
৫৯। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-পিতল
৬০। .৩*.০৩*.০০৩= ০.০০০০২৭
৬১। deliberate means- willingly
৬২। everything is- pronoun
৬৩। দুর্দান্ত বিপরীত – নিরীহ
৬৪। নীল লোহীত কার নাম- সুনীল গঙ্গোপাধ্যায়
৬৫। Infancy is —-Noun- গ) Abstract
৬৬। ২% হার সুদে— ৩টাকা
৬৭। প্রথম ক্লোন করা ভেড়ার নাম- ডলি
৬৮। x3 + 1/x3 এর মান- ০.০০
৬৯। মাথা খাও, ভুলিও না- এখানে মাথা খাও মানে- মাথার দিব্যি
৭০। I prefer tea to—coffee
৭১। বাংলাদেশের সীমান্তকারী দেশ- মিয়ানমার
৭২। দেশের জন্য সেবা কর- কোন সমাস- সম্প্রাদানে ষষ্ঠী
৭৩। দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকে তার বিপরীত কোণের – বিপ্রতীপ কোণ বলে
৭৪। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা- নিশাত মজুমদার
৭৫। সম্প্রতি জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশে নববর্ষের– মঙ্গল শোভাযাত্রা
৭৬। বিশ্বের রাজধানী- নিউইয়র্ক
৭৭। নৌ সেক্টর- ১০নং
৭৮। দেশের খরস্রোতা নদী- কর্ণফুলি
৭৯। একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মুল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?- ৪৬ টকা
৮০। শুদ্ধ বানান- Accelerate
See Primary 2nd Phase Exam Question Solution below:
Exam Date: 11 May 2018
Full Solution:
১. 7P^2-P-4 এর একটি উৎপাদক হবে-p-4
২. লম্ফ প্রদান করিল এর চলিত রুপ- লাফ দিল
3. x+y=12 and x-y=8 হলে xy=? – 20
৪. The word American is- Both Noun and Adjective
৫. দুটি সংখ্যার লসাগু ও এর গুণফল সংখ্যা দুটির- কোনটিও নয়
৬. মোডেমের মাধ্যমে কম্পিঊটারের- ইন্টানেট সংযোগ করা হয়
৭. He is confident …. successes- To
৮. দহগ্রাম ছিটমহল কোন জেলায়- লালমনিরহাট
৯. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?- ৩৬০°
১০.White elephant meaning- A very costly and troublesome possession .
১১. দিবারাত্রির কাব্য কার লেখা- মানিক বন্দ্যোপাধ্যায়
১২. Correct sentence- The man appears to be stronger than any other living man
১৩. কোনটি বৃটিশ আমলের স্থাপত্য- কার্জন হল, ঢাকা।
১৪. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ঈষা
১৫. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মুল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?- ৪৬ টকা
১৬. কাজী নজরুলের স্মৃতি বিজরিত ময়মনসিংহ এর- দরিরামপুর
১৭. তিস্তা নদীর উৎপত্তিস্থল- সিকিমের পর্বত অঞ্চল থেকে
১৮. কোন সংখ্যার বর্গমুলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?- ৩৬
১৯. The chairman and Secretary —present at last meeting- was ( The chairman and Secretary same person) . If The chairman and the Secretary —present at last meeting- then answer- were
২০. Which of the following adverb- Someday
২১. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয়- বনানী ( বনানী মানে- বন)
| বৃক্ষ | গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ, শিখরী |
২২. মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়- ১৪ ডিসেম্বর ১৯৭১
২৩. মানবদেহের কোষে কত জোড়া ক্রোমজোম থাকে- ২৩ জোড়া
২৪. Correct sentence: Airport is a busy place.
২৫. ধীমান অর্থ- বুদ্ধিমান
২৬. সরকারের কর বহির্ভূত রাজস্ব – টোল ও লেভী কি
২৭. Correct Sentence: The shirt which he has bought is blue in color.
২৮. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২৯.ইউরিয়া সারের সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে?- ৪৬ ভাগ
৩০. x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? (2y2 – x2)/xy
৩১. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ- পার্থক্য বা ভেদাভেদ
৩২. Common gender- Teacher
৩৩. ভারত শ্রীলঙ্কা কে পৃথক করেছে- পক প্রণালী
৩৪. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে- ইউনেস্কো
৩৫. a² + 1/a²= 2 হলে a-1/a=? – Ans: 0
৩৬. সারাংশে নিচের কোনটি প্রয়োজন নেই- অলঙ্কার
৩৭. চলিত রীতির শব্দ- শুকনো
৩৮. A Tale of Two Cities written by – Charles Dickens
৩৯. সম্বোধন এর পরে বসে- কমা
৪০. অনিল বাগচীর একদিন এর লেখক- হুমায়ূন আহমেদ
৪১. যে পরিমান খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ওই পরিমান খাদ্য কতজনের ৬ সপ্তাহ চলবে?- ৬০০ জন
৪২. Fill in the Gap: Today ——people who enjoy cricket is bigger than that of 30 years ago. – the number of
৪৩. CPU এর পূর্ণরূপ কী ? -Central Processing Unit
৪৪. উভয় লিঙ্গ- মানুষ
৪৫. Antonym of word delete- Insert
৪৬. ‘কর্মে যার ক্লান্তি নেই‘- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? – অক্লান্ত কর্মী
৪৭. সঠিক বানান- Achievement
৪৮. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? উত্তর- ৪১ ফুট
৪৯. Passive form: Who did this? – By whom was this done
৫০. হাভাতে অর্থ – হতভাগ্য
৫১. অংক ১ সমস্ত ২/৩ এর ১/৫ ÷ ১/৯ =কত?- উত্তর- ৩
৫২. Narration: He said, I can do the work – He said that he could do the work
৫৩. We could not buy anything because — of the shops was open – None
৫৪. কোনটি আফ্রিকা মহাদেশের দেশ নয়- আলবেনিয়া
৫৫. Correct spelling: diarrhea
৫৬. পিসি কালচার-মৎস্য চাষ
৫৭. A child likes sweet only. (Negative form) – A child likes none but sweets
৫৮. জি-৮ এর সদস্য নয়- সুইডেন
৫৯. Rahim discourages me– borrowing – from
৬০. স্বাধীনতা যুদ্ধের সেক্টর- ১১
৬১. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত- ১০%
সমাধানঃ দেওয়া আছে, P1= 500 টাকা
n1=4 বছর , P2=600 টাকা এবং , n2= 5 বছর।
ধরি, মানাফার হার = x%
আমরা জানি, I=Prn
শর্তমতে,
P1r1n1 + P2r2n2 = 500
বা, (৫০০×x/100 × 4 ) + ( 600 × x/100 × 5) = 500
বা, ২০x + 30x = 500
বা, ৫০x = 500
বা x = ৫০০/৫০
= ১০
নির্ণেয় মুনাফার হার = ১০%
৬২. একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?– ১৫০
৬৩. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে । বাঁশটির দৈর্ঘ্য কত?- ২০ মিটার
৬৪. চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া যায়। ১ কেজি চালের পুর্বমুল্য কত? – উত্তরঃ ২৫
৬৫. অংক-০.০০১ ÷ ০.১×০.১- উত্তর- .১
৬৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব- বীরশ্রেষ্ঠ
৬৭. বজ্রপাতের সময় থাকতে হবে- গুহার ভেতরে বা মাটিতে শুয়ে
৬৮. Opposite of Liability- Asset
৬৯. টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে-
৭০. অংক-৭৫০০ টাকার ১ঃ ২ঃ ৩ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য? উত্তর- ২০০০
৭১. অংক-১০০ জন শিক্ষার্থীর পরীসংখানের গর নম্বর ৭০ এদের মধ্যে ৬০ ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের নম্বর কত?- ৬২.৫
৭২. কপোত অর্থ –কবুতর
৭৩. সংযোজ্ঞাপক সর্বনাম- যে
৭৪. যার আগমনে কোন তিথি নেই- অতিথি
৭৫. সঠিক বানান- ষাণ্মাসিক
৭৬. সঠিক বানান- নিশীথিনী
৭৭. গাছের অংক-সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশী হবে না?- ২১০
৭৮. সংশয় এর বিপরীত- প্রত্যয়
৭৯. উত্তরা গণভবন কোথায়- নাটোর
৮০. কুসুম্বা মসজিদ কোথায়- নওগাঁ
Primary 3rd Phase Exam Question Solution:
Exam date: 26 May 2018
Exam Time: 10 AM to 11.20 AM
Full Solution:
শিক্ষামূলক সেবা পেতে প্রতিদিন ভিজিট করুন jobstestbd.com
১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান
২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন
৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২
৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100
৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ
৬. Out and out means- Thoroughly
৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩
৮. The word gravity is- Noun
৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০
১০. Correct spelling- achievement
১১. কোনটি বৃহত্তম- ৪/৩
১২. কপোল এর প্রতিশব্দ-গাল
১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%
১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক
১৫. একটি বৃত্তের যেকোন দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা
১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি
১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড
১৮. The chain was—–than we thought. – Stronger
১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী
২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল
২১. আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি- মুক্তিযুদ্ধ
২২. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস- কার্বন ডাই অক্সাইড
২৩. Passive form of – He is going to open a shop- A shop is going to be opened by him
২৪. যার দুই হাত সমান চলে- সব্যসাচী
২৫. ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ – ৮ ফালগুন
২৬. কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
২৭. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
২৮. ক্ষুৎপিপাসা সন্ধি বিচ্ছেদ- ক্ষুধ+পিপাসা
২৯. বাংলাদেশের বীরত্বসূচক উপাধির মধ্যে ২য় কোনটি- বীর উত্তম
৩০. ৩০.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
৩১. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? -১৮১
৩৩. The Train—-From Rangpur. –Has already arrived
৩৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?- ৪০°
৩৫. He lives —comfortable life- a
৩৬. এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করা যাবে- সুকান্ত ভট্রাচার্য ৩৭.দূর প্রাচ্যের দেশ- জাপান
৩৮. বাংলাদেশের সংবিধানের কোন অংশে শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত আছে- ১৭
৩৯. Shakespeare is known mostly for his-Drama
৬০. নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- rasel@yahoo.com
৬১. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি – এ্যাসকরবিক এ্যাসিড
৬২. কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো- মুঘল আমলে
৬৩. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার- ৯মিটার
৬৪. ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২
৬৫. ৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০
৬৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট
৬৭. জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ
৬৮. ৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট
৬৯. ১৯৪৩ সালের দূর্ভীক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন
৭০. যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান
৭১. কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom
৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী
৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি
৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার
৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking
৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূণ্য বিভক্তি
৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০
৭৮. Synonym of Tenuous- Thin
৭৯. The invigilator made us——our identity card at test center. – Showing
৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh.
Primary 4th Phase Question Solution:
Exam Type: MCQ
Exam date: 1 June 2018
Exam Time: 10 AM to 11.20 AM
Full Solution:
Solved By- jobstestbd.com
১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল- সিপাহী
২. সার্বভৌম এর সন্ধি বিচ্ছেদ- সর্বভূমি + ষ্ণ=সার্বভৌম
৩. সঠিক বানান- ভবিষ্যৎ
৪. I know where he lives which type of sentence- Complex Sentence
৫. লোক সাহিত্য কাকে বলে- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
৬. ৯০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী- ৯০ ডিগ্রী
৭. x + 1/x= 6 হলে x/x^2+x+1 কত?- 1/7
৮. A reward has been announced for the employees who—– hard. – have worked
৯. কোন সংখ্যার দ্বিগুনের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপাক্ষা ৭বেশি হয় । সংখ্যাটি নির্ণয় করুন- ৪
১০. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি ২০ খেলায় ৮২,৮৫ ও ৯২ রান করলে । চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে ? – ৮৯
১৪. বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়- হালদা
১৫. আগামীকাল তিনদিন পর যেদিন আসবে তা শনিবার।গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল? – শনিবার
১৬. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় -১৯৫০
১৭. এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরিরাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি- রবিঠাকুরের কোন কবিতার অংশ- দুই বিঘা জমি
১৮. x^3 +1 and x^2 -1 এর লাসাগু- (x +1) (x-1) (x^2-x+1)
১৯. A person who writes about his own life- Autobiography
২০. সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ সর্বাঙ্গে’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ – অধিকরণে ৭মী
২১. He was absorbed—— deep thought. -in
২২. এডামস পিক তীর্থস্থানটি কোথায়- শ্রীলংকায়
২৩. মন না মতি বাগধারার অর্থ- অস্থির মানব মন
২৪. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ-ক্ষুদ্রার্থে
২৫. সব ঝিনুকের মুক্তা মেলে না- এর ব্যাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি- অপাদানে সপ্তমী
২৬. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি হয়- ১২ টি
২৭. সংবিধান এর সন্ধি বিচ্ছেদ- সম + বিধান
২৮. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত- বেলজিয়াম
২৯. The boy from the village said “I…….. Starve then beg” – Would rather
৩০. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি – মহেশখালী
৩১. A rolling stone gathers no moss. What “rolling” is ? – Participle
৩২. শতকারা ১টাকা হার সুদে ১তাকার সুদ ১টা হবে কত বছরে- ১০০ বছর
৩৩. A swimming snake bit him in the leg. Here swimming is- Gerund
৩৪. I always take an umbrella —-it train. – in case
৩৫. URL হলো- Web এর বিভিন্ন Documents ও অন্যান্য resources এর ঠিকানা
৩৬. গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃক্ত- ৯/১১
৩৭. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? – শুক্র
৩৮. কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে – আমার যাওয়া হবে না
৩৯. ব্যাষ্টি এর বিপরীত শব্দ- সমষ্টি
৪০. Famous antonym- obscure
৪১. শব্দ ও ধাতুর মূলকে কি বলে- প্রকৃতি
৪২. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্ত তার ফল এখনো আছে তাকে বলে-পুরাঘটিত বর্তমান
৪৩. Which one is indefinite pronoun- Anybody
৪৪. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন
৪৫. The passive form of the sentence, “Some children were helping the wounded man”- The wounded man was being helped by some children
৪৬. শ্বশ্রূ অর্থ- শাশুড়ি
৪৭.বাংলা সাহিত্যের কাকে ছন্দের জাদুকর বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্ত
৪৮. আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কি দামে বিক্রয় করলে গড়ে তার ৫টাকা লাভ হবে- ২২
৪৯. x^2-x+1
৫০. পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০,৮৫,৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়- ৯০
৫১. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি- যুক্তরাজ্য
৫৩. Which sentence is correct- He is as good as me
৫২. (a-b) , (a2-ab)(a2-b2) এর লসাগু – a(a2-b2)
৫৪. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়- হরমোন
৫৫. একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল – ট্রাপিজিয়াম
৫৬. চাষাভুষার কাব্য কার লেখা – নির্মলেন্দু গুণ
৫৭. বাড়ি থেকে দেখায়া যায়- কোন কারক কোনটি – অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
৫৮. Choose the correct indirect speech – She asked me, ”Are you happy in your new job?” – She asked me if I was happy in my new job.
৫৯. একটি গাড়ী ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ড উহা কতদূর যাবে?- ৩.৩ কিলোমিটার
৬০. What type of noun is chemistry- Abstract
৬১. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য , প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত- ৫ঃ৩ঃ১
৬২. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে- ক্ষণপ্রভা
৬৩.বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন- সৈয়দ নজরুলইসলাম
৬৪. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান -জিব্রাল্টার প্রণালী
৬৫.The birds and the bees means- The basic facts about sex
৬৬. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি- লোহা
৬৭. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল । হাসান ঘনটায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হবার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো । শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?-২৪
৬৮. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
৬৯. If a+1/a= 3 হলে a2+1/a2= কত = ৭
৭০. কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল? – ২৫
৭১. একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটিগাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত? ১৪০ মিটার
৭২. কোনটিতে মধ্যস্বর লোপ হয়েছে- মশরি ( মশারি থেকে আ লোপ পেয়ে মশরি)
৭৩. When I saw the gardener, he…. tree– cut down
৭৪. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? ৪/৩
৭৫. Choose the correct sentence- The rich are not always happy
৭৬. Subconscious এর পারিভাষিক শব্দ- অবচেতন
৭৭. স্বাধীন বাংলা বেতারে কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন- এম আর আখতার মুকুল
৭৮. যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি- অম্ল
৭৯. সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কবে-১৮২৯
৮০. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা- ৫/২১
See the Directorate of Primary Education (DPE) Question Solution below:
Post Name and vacancy and Reference were:
1. UD Clerk cum Accountant-11 ( Ref: 38.107.015.02.009.2012-497)
2. Assistant Librarian cum Cataloger- 11 (Ref: 038.107.015.02.009.2012-888)
Exam date: 18 May 2018
Exam Time: 3.00 to 4.00 PM
Exam questions: 70
Marks: 70
Negative Marking: YES (.25 for every wrong answer)
Solved by jobstestbd.com
Full Solution:
১. বর্ণ- ধ্বনি নির্দেশক চিহ্ন
২. .001 × .000875 = .000000875
৩. ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ বাক্যে কিসের দোষ আছে?- বাহুল্য দোষ
৪. সে হাসিতে হাসিতে ঘরে ঢুকলো- He entered the room laughing
৫. ৩০টি আম এবং ৩৬ টি লিচু কত জন বালক কে সমান ভাবে ভাগ করা যাবে- ৬জন
৬. ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?- ৫ দিন
৭. কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ?- ২২০ গজ
৪৮৪০ বর্গগজ= ১ একর, তাইলে ১০ একর= ৪৮৪০০ বর্গগজ, এখন বর্গের ক্ষেত্রফল হলো- ৪৮৪০০ বর্গগজ, এতএব এক বাহু-√৪৮৪০০= ২২০ গজ
৮. ”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি? – অপাদানে ৭মী
৯. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?- ২৫ বর্গসে.মি
১০. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম- ১১/১৪
১১. ঔ কোন ধরণের স্বরধ্বনি – যোগিক
১২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৯২১ সালে
১৩. পাকিস্থানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন- ধীরেন্দ্র নাথ দত্ত
১৪. The child cried for —– mother- it’s
১৫. এক দশমাংশ , এক- শতাংশ এবং এক সহস্রাংশ এর গড়- ০.০৩৭
১৬. ‘মাছের মা’ বাগধারার অর্থ-নিষ্ঠুর
১৭. Voice- He wished Mr. kamal good morning
১৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?-পঞ্চগড়
১৯. প্র, পরা, অপ , সম , ইন কোন ধরণের উপসর্গ – তৎসম
২০. সে সাঁতার কাটতে জানে না অনুবাদ – He does not know how to swim
২১. ভূমধ্যসাগরীয় দেশ-আলজেরিয়া
২২. হাসান বই পড়ছে- কোন বর্তমান কালের উদাহরণ- ঘটমান
২৩. a^2=9, b^2=16 হলে, a+b= ? – 7
২৪. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম-MS DOS
২৫. শব্দ ও ধাত্রুর মূলক বলে- প্রকৃতি
২৬. কোন একটি জিনিস নির্নাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাবে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০টাকা হয় , তবে খুচরা মূল্য কত -১৪৪টাকা
২৭. ঋজু শব্দের বিপরীত- সোজা
২৮. Voice change- We don’t respect dishonest people- Dishonest people are not respected by us
২৯. Synonym of commemorate- Memorize
৫০. My friend always goes home —- foot. – on
৫১. ‘প্রকৃত’ এর সমার্থক পদ কোনটি?-যথার্থ
৫২. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে? সন্ধি
৫৩. অ্যালটিমিটার কি- উচ্চতা পরিমাপক যন্ত্র
৫৪. The passive voice of “post the letter” is —- Let the letter be posted
৫৫. শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
৫৬. আগুনের পরশিমুণি রচিয়তা – হুমায়ূন আহমেদ
৫৭. Teacher said , The earth —- Round the sun. -moves
৫৮. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে তিন কোণের মান কত- ৪৫,৬০,৭৫
৫৯. কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন অকত সালে গঠিত হয়-১৯৭২ সাল
৬০. Which is of the following used as verb- Master
৬১. Julia has been ill—–three months.- for
৬২. What do you want? She asked him- She asked him what he wanted.
63. Preposition stand before- Noun and pronoun
৬৪. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে আসলের দ্বিগুণ হবে?-১০বছরে
৬৫. What kind of noun discipline? –Abstract Noun
৬৬. a3–b3=513 এবং a-b=3 হয়, তবে ab-এর মান? = 54
৬৭. ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?- ১৪৪
৬৮.A basket rotten oranges —–thrown away .
৬৯. জলে স্থলে কি সমাস – অলুক দ্বন্দ্ব
৭০. তেভাগা আন্দোলনের নেত্রী- ইলা মিত্র
Edited and Solved by Jobstestbd.com
প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছে Jobstestbd.com ওয়েবসাইট ও Jobs Exam Alert নামের Android App. তাই কেউ সমাধান কপি করলে এই দুইটা সাইট ও Apps এর ক্রেডিট দিবেন। কারণ তারা এতো কষ্ট করে প্রশ্নের সমাধান করেছে আর আপনারা নিজের নামে চালিয়ে দেন সারা ফেসবুক। এইটা দেখতে আমাদের খারাপ লাগে আর সমাধান করার আগ্রহ থাকেনা। আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনে আর সব পরীক্ষার প্রশ্নের সমাধান করবো…ধন্যবাদ…
Edited and Solved by Jobstestbd.com
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.
For more updates stay with our website jobstestbd.com
Primary Assistant Teacher Previous Exam Question Solution:
Primary Assistant Teacher Previous Exam Question Solution has been published. Govt Primary School Job has published circulars on several categorized posts. DPE is one of the largest Government organizations in Bangladesh. DPE has published a huge job circular by the Authority. All information regarding the appointment of DPE is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people too. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.
Contact Us:
If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.

