NESCO Exam Question Solution 2024 has been published. Northern Electricity Supply Company (NESCO) Exam Question Solution 2024 has been solved by our educational team. NESCO Sub-Station Attendant Exam Question Solution 2024 is good news for job seekers in Bangladesh. All information on NESCO MCQ Exam Question Solution 2024 is available below. Northern Electricity Supply Company (NESCO) is a renowned Government organization in Bangladesh.
NESCO Exam Question Solution 2024:
Organization Name: Northern Electricity Supply Company (NESCO)
See more…
Post Name and Vacancy:
1. General Manager (Admin & HRD) – 01
2. Deputy General Manager (Legal & Company Affairs) – 01
3. Assistant Engineer (Various) – 58
4. Assistant Manager (Admin & HRD/PR) – 12
5. Assistant Manager (Legal & Corporate Affairs) – 02
6. Head Master (Secondary School) – 01
7. Assistant Manager (Finance/Audit/Revenue Assurance) – 05
8. Assistant Teacher (Secondary) – 02
9. Head Master (Primary) – 01
10. Sub-Station Attendant – 42
11. Assistant Teacher (Primary School) – 01
Total Vacancy: 126
Exam Date: 27 January 2024
Exam Time: 10.00 AM to 11.00 AM
See/download Northern Electricity Supply Company (NESCO) Exam Question Solution 2024 from below:
প্রতিষ্ঠানের নামঃ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)
পদের নামঃ সাব-স্টেশন অ্যাটেনডেন্ট
নিয়োগ পরীক্ষার তারিখঃ ২৭ জানুয়ারি ২০২৪
সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমানঃ ৭০
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
প্রশ্নের সেট- (ঘ)
১. SCADA meaning?
ক. Supervisory Compliance and Data Acquisition খ. Supreme Control and Data Acquisition
গ. Supervisory Compliance and Data Access ঘ. Supervisory Control and Data Acquisition
উত্তরঃ ঘ. Supervisory Control and Data Acquisition
২. ইলেকট্রিক্যাল লোড কি ধরণের হয়?
ক. Resistive খ. Inductive গ. Capacitive ঘ. All of above
উত্তরঃ ঘ. All of above
৩. ট্রান্সফরমারের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়?
ক. KW খ. MW গ. MVAR ঘ. MVA
উত্তরঃ ক. KW [বেশি উপযুক্ত উত্তর KVA অপশনে না থাকাই ক. KW সঠিক উত্তর]
৪. ইলেকট্রিক্যাল বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয়?
ক. আয়রন খ. কার্বন গ. টাংস্টেন ঘ. লেড
উত্তরঃ গ. টাংস্টেন
৫. কোন পানিতে অক্সিজেন এর পরিমাণ বেশি?
ক. নদী খ. সমুদ্র গ. লেক ঘ. বিল
উত্তরঃ ক. নদী
৬. রোদে কোন ভিটামিন আছে?
ক. ভিটামিন ডি খ. ভিটামিন এ গ. ভিটামিন সি ঘ. ভিটামিন ডি এবং এ
উত্তরঃ ক. ভিটামিন ডি
৭. ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
ক. ট্রপোমন্ডল খ. স্ট্রাটোমন্ডল গ. মেসোমন্ডল ঘ. তাপমন্ডল
উত্তরঃ খ. স্ট্রাটোমন্ডল
৮. কোনটি ভারী পানি?
ক. H2O খ. H2SO4 গ. NH4 ঘ. D2O
উত্তরঃ ঘ. D2O
৯. Firewall কি protection দেওয়ার জন্য ব্যবহৃত হয়?
ক. Fire attack খ. Virus attack গ. Unauthorized access ঘ. Data-driven attack
উত্তরঃ গ. Unauthorized access
১০. Power Factor কি দিয়ে প্রকাশ করা হয়?
ক. cosθ খ. sinθ গ. tanθ ঘ. Secθ
উত্তরঃ ক. cosθ
১১. NLDC meaning?
ক. National Load Dispatch Centre খ. National Local Dispatch Centre
গ. New Load Dispatch Centre ঘ. National Load Distribution Centre
উত্তরঃ ক. National Load Dispatch Centre
১২. বাসাবাড়িতে কোন লেভেলের ভোল্টেজ ব্যবহৃত হয়?
ক. ২২০ ভোল্ট খ. ১১০০০ ভোল্ট গ. ৩৬০০০ ভোল্ট ঘ. ১১০ ভোল্ট
উত্তরঃ ক. ২২০ ভোল্ট
১৩. কোনটি তড়িৎ পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
ক. Power Transformer খ. Potential Transformer গ. Distribution Transformer ঘ. Current Transformer
উত্তরঃ খ. Potential Transformer
১৪. g এর মান –
ক. পৃথিবী পৃষ্ঠে বেশি খ. পৃথিবীর কেন্দ্রে শূন্য গ. ক ও খ উভয়টি ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ. ক ও খ উভয়টি
১৫. কেপলারের তৃতীয় সূত্রের নাম কোনটি?
ক. কক্ষপথের সূত্র খ. ক্ষেত্রফলের সূত্র গ. পর্যায়কালের সূত্র ঘ. হারমোনির সূত্র
উত্তরঃ গ. পর্যায়কালের সূত্র
১৬. কোন অবস্থায় অনুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়?
ক. তরল খ. প্লাজমা গ. বায়বীয় ঘ. কঠিন
উত্তরঃ খ. প্লাজমা
১৭. পৃথিবীর বিভব কত ধরা হয়?
ক. ১০০ ভোল্ট খ. ১০ ভোল্ট গ. ১ মেগাভোল্ট ঘ. ০ ভোল্ট
উত্তরঃ ঘ. ০ ভোল্ট
১৮. কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়?
ক. অভ্রধারক খ. সিরামিক ধারক গ. পরিবর্তনশীল ধারক ঘ. ইলেকট্রো নাইট্রিক ধারক
উত্তরঃ ঘ. ইলেকট্রো নাইট্রিক ধারক
১৯. বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে বলা হয় –
ক. ডাই ইলেক্ট্রিক খ. সেমি কন্ডাক্টর গ. পরিবাহী ঘ. অপরিবাহী
উত্তরঃ ক. ডাই ইলেক্ট্রিক
২০. একটি ক্যাপাসিটর কাজ করে –
ক. AC সার্কিট খ. DC সার্কিটে গ. ক ও খ উভয়টি ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ. ক ও খ উভয়টি
২১. নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
ক. কুলম্ব খ. অ্যাম্পিয়ার গ. ভোল্ট ঘ. সিমেন্স
উত্তরঃ খ. অ্যাম্পিয়ার
২২. নিচের কোন যন্ত্রের সাহায্যে একটি কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করা হয়?
ক. অ্যামিটার খ. গ্যালভানোমিটার গ. ওহম মিটার ঘ. পোটেনশিওমিটার
উত্তরঃ ঘ. পোটেনশিওমিটার
২৩. রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
ক. উপাদান খ. দৈর্ঘ্য গ. তড়িৎ প্রবাহ ঘ. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
উত্তরঃ গ. তড়িৎ প্রবাহ
২৪. দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত ১:২, যদি একটির আপেক্ষিক রোধ ১ ওহম মিটার হয় তবে অন্যটির কত?
ক. ০.৫ ওহম মিটার খ. ১ ওহম মিটার গ. ২ ওহম মিটার ঘ. ৪ ওহম মিটার
উত্তরঃ ক. ০.৫ ওহম মিটার
২৫. কোনটির জলবায়ুর উপাদান নয়?
ক. উষ্ণতা খ. আদ্রতা গ. সমুদ্র স্রোত ঘ. বায়ু প্রবাহ
উত্তরঃ গ. সমুদ্র স্রোত
২৬. বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
ক. স্ট্রাটোস্কিয়ার খ. আয়নোস্ফিয়ার গ. ওজনস্তর ঘ. ট্রপোস্ফিয়ার
উত্তরঃ খ. আয়নোস্ফিয়ার
২৭. স্টিফেন হকিং একজন
ক. দার্শনিক খ. পদার্থবিদ গ. রসায়নবিদ ঘ. কবি
উত্তরঃ খ. পদার্থবিদ
২৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ক. নাইট্রোজেন গ্যাস খ. হাইড্রোজেন গ্যাস গ. মিথেন গ্যাস ঘ. কার্বন মনোক্সাইড
উত্তরঃ গ. মিথেন গ্যাস
২৯. কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে?
ক. সিলিকন খ. অ্যালুমিনিয়াম গ. গ্যালিয়াম ঘ. মাইক্রোচিপ
উত্তরঃ ক. সিলিকন
৩০. PH হলো –
ক. এসিড নির্দেশক খ. এসিড ও ক্ষার নির্দেশক গ. ক্ষার নির্দেশক ঘ. এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
উত্তরঃ ঘ. এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
৩১. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক. নিউট্রন ও প্রোটন খ. ইলেকট্রন ও প্রোটন গ. নিউট্রন ও পজিট্রন ঘ. ইলেকট্রন ও পজিট্রন
উত্তরঃ ক. নিউট্রন ও প্রোটন
৩২. 3x+3x+3x=?
ক. 9x খ. 3x+1 গ. 33x ঘ. 3×3
উত্তরঃ খ. 3x+1
৩৩. How many rotations will the hour hand of a clock complete in 72 hours?
ক. 6 খ. 3 গ. 9 ঘ. 12
উত্তরঃ ক. 6
৩৪. a-{a-(a+1)}= ?
ক. 1 খ. a-1 গ. a+1 ঘ. a
উত্তরঃ গ. a+1
৩৫. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী?
ক. ২৭০ ডিগ্রি খ. ৩৬০ ডিগ্রি গ. ১২০ ডিগ্রি ঘ. ১৮০ ডিগ্রি
উত্তরঃ ঘ. ১৮০ ডিগ্রি
৩৬. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুটির ল. সা. গু. কত?
ক. ২৬০ খ. ৭৮০ গ. ১৩০ ঘ. ৪৯০
উত্তরঃ ক. ২৬০
৩৭. একটি পঞ্চভুজের সমষ্টি?
ক. ৪ সমকোণ খ. ৬ সমকোণ গ. ৮ সমকোণ ঘ. ১০ সমকোণ
উত্তরঃ খ. ৬ সমকোণ
৩৮. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২২ জোড়া খ. ২৩ জোড়া গ. ২৪ জোড়া ঘ. ২৫ জোড়া
উত্তরঃ খ. ২৩ জোড়া
৩৯. ১,১,২,৩,৫,৮,১৩,—- ধারার ১০ম পদটি কত?
ক. ৩৪ খ. ৪১ গ. ৫৫ ঘ. ৮৯
উত্তরঃ গ. ৫৫
৪০. নিচের কোনটি log464 এর সঠিক মান?
ক. 8 খ. 4 গ. 3 ঘ. 2
উত্তরঃ গ. 3
৪১. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ডিজাইনার কে?
ক. সালেহ উদদিন খ. রোহানি বাহারিন গ. মোয়াজ্জেম চৌধুরী ঘ. লুই আই কান
উত্তরঃ খ. রোহানি বাহারিন
৪২. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
ক. পায়রা খ. ঘোড়াশাল গ. রূপপুর ঘ. বড়পুকুরিয়া
উত্তরঃ ক. পায়রা
৪৩. মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে?
ক. চীন খ. ভারত গ. জাপান ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ গ. জাপান
৪৪. রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?
ক. বাগেরহাট খ. সাতক্ষীরা গ. খুলনা ঘ. যশোর
উত্তরঃ ক. বাগেরহাট
৪৫. HFO অর্থ কি?
ক. Hard Fuel Oil খ. Heavy Fuel Oil গ. High Fuel Oil ঘ. Higher Fuel Oil
উত্তরঃ খ. Heavy Fuel Oil
৪৬. বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে?
ক. চীন খ. ইন্দোনেশিয়া গ. অস্ট্রেলিয়া ঘ. ভারত
উত্তরঃ খ. ইন্দোনেশিয়া
৪৭. কোনটি নবায়নযোগ্য জ্বালানীর উৎস?
ক. কয়লা খ. LNG গ. সমুদ্রের ঢেউ ঘ. HSD
উত্তরঃ গ. সমুদ্রের ঢেউ
৪৮. সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে ভূষিত করা হয়?
ক. স্বাধীনতা পুরস্কার খ. একুশে পদক গ. জুলিও কুরি শান্তি পুরস্কার ঘ. চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ
উত্তরঃ ক. স্বাধীনতা পুরস্কার
৪৯. মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. অতুল তিওয়ারি খ. শ্যাম বেনেগাল গ. মোস্তফা সরয়ার ফারুকী ঘ. অতুল তিওয়ারি
উত্তরঃ খ. শ্যাম বেনেগাল
৫০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচে নির্মাণ করা হয়েছে?
ক. মাতামুহুরী খ. নাফ গ. সাঙ্গু ঘ. কর্ণফুলী
উত্তরঃ ঘ. কর্ণফুলী
৫১. Which one is the correct word?
ক. Commission খ. Comission গ. Commision ঘ. Comision
উত্তরঃ ক. Commission
৫২. He is very good____ making stories.
ক. in খ. by গ. on ঘ. at
উত্তরঃ ঘ. at
৫৩. In black and white means
ক. Truly খ. In writing গ. Falsely ঘ. In color
উত্তরঃ খ. In writing
৫৪. He has fallen victim ____plane crush.
ক. from খ. to গ. by ঘ. of
উত্তরঃ খ. to
৫৫. It came ____ his head to appear at the examination.
ক. for খ. on গ. into ঘ. with
উত্তরঃ গ. into
৫৬. The antonym of climax is?
ক. nadir খ. peak গ. apex ঘ. zenith
উত্তরঃ ক. nadir
৫৭. The plural form of the spectrum is?
ক. spectra খ. spike গ. spectrums ঘ. species
উত্তরঃ ক. spectra
৫৮. The feminine gender of the fox is?
ক. Foxes খ. Foxen গ. Vixen ঘ. Vixer
উত্তরঃ গ. Vixen
৫৯. “The Merchant of Venice” is written by
ক. George Bernard Shaw খ. William Shakespeare গ. Shelley ঘ. John Milton
উত্তরঃ খ. William Shakespeare
৬০. Translation of ‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা
ক. Honesty is the best virtue. খ. Honesty is the better way
গ. Honesty is the good way ঘ. Honesty is the best policy
উত্তরঃ ঘ. Honesty is the best policy
৬১. ‘তিতাস একটি নদীর নাম” উপন্যাসের লেখক কে?
ক. অদ্বৈত মল্লবর্মণ খ. কাজী নজরুল ইসলাম গ. মাগন ঠাকুর ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ক. অদ্বৈত মল্লবর্মণ
৬২. ‘ক্ষ্ম’ -এর বিশ্লিষ্ট রূপ-
ক. ক+ঘ খ. ক+ষ+ণ গ. ক+ষ+ম ঘ. হ+ম
উত্তরঃ গ. ক+ষ+ম
৬৩. ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. ওলন্দাজ খ. পর্তুগিজ গ. তুর্কি ঘ. ফারসি
উত্তরঃ খ. পর্তুগিজ
৬৪. আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা । ‘আমারে’ কোন কারক?
ক. অধিকরণে ৭মী বিভক্তি খ. করণ কারকে ৩য়া বিভক্তি
গ. অপাদানে ৫মী বিভক্তি ঘ. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
উত্তরঃ ঘ. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
৬৫. ‘অন্ধের যষ্টি’ বাগধারার অর্থ নিচের কোনটি?
ক. নিষ্ফল আবেদন খ. অপদার্থ গ. একমাত্র অবলম্বন ঘ. দিশেহারা হয়ে পরা
উত্তরঃ গ. একমাত্র অবলম্বন
৬৬. কোনটি ‘স্মৃতি’ শব্দের বিপরীত শব্দ?
ক. বিস্মৃতি খ. বিস্মরণ গ. স্কুলে যাওয়া ঘ. বিস্ময়
উত্তরঃ ক. বিস্মৃতি
৬৭. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ –
ক. মা খ. সতীন গ. ঠাকুরন ঘ. বোন
উত্তরঃ খ. সতীন
৬৮. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. গো + এষণা খ. গো + এষনা গ. গৌ + এষণা ঘ. গো + এসনা
উত্তরঃ ক. গো + এষণা
৬৯. বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা কার লেখা ?
ক. বাদশাহ আলমগীর খ. কবি কাজী কাদের নওয়াজ গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ. কবি কাজী কাদের নওয়াজ
৭০. “গা লাগা”- এর অর্থ কোনটি?
ক. মনোযোগ দেওয়া খ. অভান্ত হওয়া গ. অনুভূত হওয়া ঘ. দেহে সহ্য হওয়া
উত্তরঃ ক. মনোযোগ দেওয়া
Solved and Edited By www.jobstestbd.com
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
See/download the Northern Electricity Supply Company (NESCO) Exam Question 2024 from the below images:
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.
For more updates stay with our website jobstestbd.com
NESCO MCQ Exam Question Solution 2024 :
NESCO Exam Question and Solution 2024 is given above. Northern Electricity Supply Company Limited (NESCO) is one of the largest Government institutes in Bangladesh. All information regarding the Northern Electricity Supply Company Limited (NESCO) is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some adequate information or resources and job tips which help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are looking for better employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables opportunities to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day visit our website for all kinds of educational support. Please like our Facebook page jobstestbd.com.
Contact Us:
If you want to give an advertisement on our website for any product of your organization please contact us by following Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.