MEFWD Exam Question Solution 2021 has been published. Medical Education and Family Welfare Division (MEFWD) Exam Question Solution 2021, MEFWD Written Exam Question Solution 2021, MEFWD Steno Typist Cum Computer Operator Exam Question Solution 2021, mefwd question solved 2021, MEFWD Computer Operator Exam Question Solution 2021, MEFWD Cashier Exam Question Solution 2021, MEFWD Office Sohayok Exam Question Solution 2021, Exam Question Solution of MEFWD 2021, Medical Education and Family Welfare Division Exam Question Solution 2021, MEFWD Exam Question and Solution 2021, MEFWD Exam Question and answer 2021, MEFWD Exam Question Solved 2021 are search option to get all information of MEFWD Exam Question Solution 2021.
MEFWD Exam Question Solution 2021:
Organization Name: Medical Education and Family Welfare Division (MEFWD)
Post Name:
1. Steno Typist Cum Computer Operator
2. Computer Operator
3. Cashier
4. Office Sohayok
Exam Date: 15 January 2021
See/download MEFWD Exam Question Solution 2021 from below:
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
বাংলা অংশ সমাধানঃ
১. অনুচ্ছেদ লিখুন ”৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ”
১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ভাষণ এক ঐতিহাসিক ভাষণ। বাঙালিরা তাদের মহান নেতার নির্দেশের অপেক্ষায় ছিল যা ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে প্রকাশ পায়। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণে বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ভাষণটি ইতিমধ্যে ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ৭ই মার্চের ভাষণের মাহাত্ম্য বিবেচনা করে কিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। আর ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় যা বাঙালি জাতির জন্য অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ই মার্চের ভাষণে শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে গর্জে ওঠার আহবান জানানো হয়। জাতির জনক যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারণ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানি শাসকরা ক্ষমতা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখার চেষ্টা শুরু করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদ আহ্বান করলেও ১লা মার্চ অপ্রত্যাশিতভাবে এই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারাদেশে হরতাল পালিত হয়। ৩রা মার্চ তিনি পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি অসহযোগ আন্দোলনের মধ্যেই প্রদান করা হয়েছিল। ভাষণটিতে ৪টি দাবি তুলে ধরা হয় যা ছিল, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, হত্যার সুষ্ঠু বিচার, সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়া, সামরিক আইন প্রত্যাহারের আহ্বান। বঙ্গবন্ধু বাঙালির বদনাম যেন না হয় সে বিষয়েও ভাষণটিতে সতর্ক করেছেন। ভাষণটির প্রথম থেকে শেষ পর্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি কথা বিশ্লেষণধর্মী। বাঙালি জাতির স্বাধীনতার পরোক্ষ ঘোষণা ছিল ৭ই মার্চের ভাষণ। বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রই ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বাঙালি জাতির জনকের দেওয়া এই ঐতিহাসিক ভাষণটি সর্বকালের সেরা ভাষণ হিসেবে সারাবিশ্বে আলোচিত এর ফলস্বরূপ ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
২. এক কথায় প্রকাশ করুন।
যা আঘাত পায়নি=উত্তরঃ অনাহত
অক্ষির অভিমুখে= উত্তরঃ প্রত্যক্ষ
অসূয়া নেই এমন নারী=উত্তরঃ অনুসূয়া
ঈষৎ পীত বর্ণ= উত্তরঃ আপীত/পীতাভ
অধর প্রান্তের হাসি= উত্তরঃ বক্রোষ্ঠিকামর
৩. এক কথায় উত্তর দিন।
সুপ্ত এর প্রত্যয় কি= উত্তরঃ √স্বপ্ + ক্ত
সন্দেশ কি ধরনের শব্দ= উত্তরঃ রূঢ়ি শব্দ
বিশেষ্য পদ কত প্রকার=উত্তরঃ পাঁচ প্রকার
পঞ্চায়েত কোন পদ= উত্তরঃ বিশেষ্য পদ
আদেশ ক্রিয়ার কোন ভাব= উত্তরঃ অনুজ্ঞা ভাব
৪. সন্ধি বিচ্ছেদ করুন।
বৃষ্টি=উত্তরঃ বৃষ্+তি
মস্যাধার=উত্তরঃ মসী + আধার
অন্বয়= উত্তরঃ অনু+অয়
শীতার্ত= উত্তরঃ শীত+ঋত
সঞ্চয়= উত্তরঃ সম্ + চয়
৫. লেখক এর নাম লিখুন।
ওদের জানিয়ে দাও=উত্তরঃ শাহরিয়ার কবির (কবিতা)
সবুজ মাঠ পেরিয়ে=উত্তরঃ শেখ হাসিনা (সবুজের মাঠ পেরিয়ে’ শেখ হাসিনার একটি প্রবন্ধের বই। বইটি লিখেছেন কারাগারে বসে। সংসদ ভবন এলাকায় সাবজেলে বন্দী ছিলেন তখন, সেসব দিনের কথা স্থান পেয়েছে এই বইয়ে)
রাইফেল রোটি আওরাত=উত্তরঃ আনোয়ার পাশা (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস)
গোরা=উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১০ সালে রচিত ‘গোরা‘ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস)
সময়ের প্রয়োজনে= উত্তরঃ জহির রায়হান (ছোটগল্প)
৬. ভাব সম্প্রসারণ করুন:
”চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায় “
কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে”।
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
ইংরেজি অংশ সমাধানঃ
৭. Fill in the gaps.
a) I have been looking—– you for a long time. উত্তরঃ for
b) The train is running—time . উত্তরঃ on
c) He is older than I—–five years. উত্তরঃ for/by
d) Check— beast in you. উত্তরঃ the
e) Only—— Omar can save our nation. উত্তরঃ a
৮. ইংরেজিতে অনুবাদ করুন।
ক) সে কথা না বলেই আমার পাশ দিয়ে হেঁটে গেল। =উত্তরঃ He walked past me without speaking
খ) হালিম যাই করুক পরিবার তার পিছেনে আছে।= উত্তরঃ Whatever Halim does, the family is behind him.
গ) আমরা আগামী পরশু সাক্ষাৎ করি। =উত্তরঃ We are going to meet the next day.
ঘ) তোমার উত্তর আমার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নয়। = উত্তরঃ Your answer is not relevant to my question.
ঙ) একবারেই এসো।= উত্তরঃ Come for forever.
৯. Write a paragraph: Coronavirus is a fatal disease.
Coronaviruses are a large family of respiratory viruses that can cause illness in people and animals. In rare cases, coronaviruses that circulate among animals can evolve and infect humans. In turn, these infections can easily spread from person-to-person as was the case with Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) and Middle-East Respiratory Syndrome (MERS-CoV). An outbreak of the novel (new) coronavirus was first reported in December 2019 when cases of viral pneumonia with unknown origin were confirmed in Wuhan, Hubei Province, China. Because of its similarity to SARS-CoV, the virus has been named: Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-CoV-2). This virus causes the disease referred to as COVID-19 – Coronavirus disease 2019. Similar to other coronaviruses SARS-CoV-2 is suspected to have come from animals, potentially bats. The virus is primarily transmitted from person-to-person by coming into contact with an infected person’s droplets. When an infected person coughs, sneezes or exhales, droplets are expelled and can land in another person’s nose or mouth and inhaled into the lungs. The virus can be transmitted by an infected person not showing symptoms of illness. This is why it’s important to stay at least 2 metres (6 feet) apart. The most common symptoms include flu-like symptoms such as fever, dry cough, and shortness of breath or difficulty breathing. Symptoms can also include chills and repeated shaking, muscle pain, headache, sore throat, and loss of sense of taste or smell. Practice good hand hygiene. Wash your hands frequently and thoroughly with soap and water. Use an alcohol-based hand sanitizer containing at least 60% alcohol where soap and water are not available. Avoid close contact with those who appear sick. Avoid touching your face.
১০. Make sentences.
Bad blood= উত্তরঃ (অসদ্ভাব বা কলহ)- There is bad blood between the two brother.
Turn down= উত্তরঃ (হ্রাস করা)- Please turn down the price of rice in Bangladesh.
Yellow dog= উত্তরঃ (হীনচেতা লোক)- Sumon is a yellow dog for our society.
End in smoke= উত্তরঃ (ব্যর্থতায় পর্যবসিত হওয়া)- The love story ended in smoke.
Hard up= উত্তরঃ (অভাবগ্রস্ত)- We are passing a hard up life.
১১. Change the voice.
a) Do you like me? উত্তরঃ Am I liked by you?
b) Please do the work. উত্তরঃ You are requested to do the work.
c) He wants me to take some fruits. উত্তরঃ He wants some fruits to be given to him.
d) He annoyed me. উত্তরঃ I was annoyed with him.
e) The thief was caught. উত্তরঃ Someone caught the thief.
১২. Write right form of verb.
a) Each of the girls (be) present in the class Yesterday=উত্তরঃ was
b) You , He and I (be) friends=উত্তরঃ are
c) One fourth of the work (to finish)=উত্তরঃ has been done
d) I already (forget) his name=উত্তরঃ have forgotten
e) After (eat) rice I shall go to Market=উত্তরঃ eating
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
গণিত অংশ সমাধানঃ
১৩. একটি জমির ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করুন।
উত্তরঃ জমিটির দৈর্ঘ্য ১৬ মিটার আর প্রস্থ ১২ মিটার।
১৪. একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60০ কোণ করে গাছের গোড়া থেকে 15√3 মিটার দূরে মাটি স্পর্শ করে।
উত্তরঃ ৪৫ মিটার
১৫. এক ব্যক্তি ২৫০০ টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন , প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ২ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১ টাকা হয়। তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন?
উত্তরঃ ৫০ টি কিস্তিতে ঐ ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারবেন।
১৬. উৎপাদকে বিশ্লেষণ কর: 8x^3+12x^ 2+6x- 63
উত্তরঃ (2x-3) (4×2 +12x + 21)
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১৭. পূর্ণ অর্থ লিখুন।
ক) ICDDRB= উত্তরঃ International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.
খ) SPARRSO= উত্তরঃ Bangladesh Space Research and Remote Sensing Organization.
গ) MICR= উত্তরঃ Magnetic ink character recognition.
ঘ) SMTP= উত্তরঃ Simple Mail Transfer Protocol
ঙ) NAEM= উত্তরঃ National Academy for Educational Management
১৮. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন (সাধারণ জ্ঞান)
ক) স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।
খ) ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? উত্তরঃ ১৯৭২ সালের ১৯ মার্চ
গ) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কি? উত্তরঃ ফ্যালকন-৯
ঘ) অপারেশন থান্ডারবোল্ট কি? উত্তরঃ রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি অপারেশনের নাম ‘অপারেশন থান্ডারবোল্ট’।
ঙ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ পঞ্চম তফসিলে
চ) বিশ্বের গভীরতম খাল কোনটি? উত্তরঃ পানামা খাল
ছ) পদ্মা সেতুর দৈর্ঘ্য ও স্প্যান সংখ্যা কত? উত্তরঃ দৈর্ঘ্য ৬.১৫ কি.মি এবং ৪১ টি স্প্যান।
জ) মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করেছিলেন কে? উত্তরঃ এম.এ.জি. ওসমানী (তিনি তাজউদ্দিন আহমদ এর নির্দেশে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন)
ঝ) ভারতের কতটি ছিট মহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? উত্তরঃ ১১১টি
ঞ) পোর্ট অব স্পেন কোন দেশের রাজধানী? উত্তরঃ ত্রিনিদাদ ও টোবাগো
ট) ওমানের মুদ্রার নাম কি? উত্তরঃ রিয়েল
ঠ) আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ড) SDG টার্গেট কতটি? উত্তরঃ ১৬৯টি
ঢ) বেগম রোকেয়ার জন্ম কত সালে? উত্তরঃ ৯ ডিসেম্বর ১৮৮০
ণ) Green Dam কি? উত্তরঃ Green Dam is a content-control software for Windows developed in the People’s Republic of China (PRC).
Solved by http://jobstestbd.com/
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
See/download MEFWD Exam Question 2021 from below:
Courtesy: To all authorities from where documents are collected
N.B: Generally we try to update any news. We are not responsible for any Change, reform, or republishing of any news.
For more updates stay with our website jobstestbd.com
MEFWD Exam Question Solution 2021:
Medical Education and Family Welfare Division MEFWD Exam Question Solution 2021 has been published by the authority. Medical Education and Family Welfare Division (MEFWD) Job Circular All information is given above. The Medical Education and Family Welfare Division (MEFWD) is one of the largest Government organizations in Bangladesh. The Medical Education and Family Welfare Division (MEFWD) has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Medical Education and Family Welfare Division (MEFWD) is given on our website jobstestbd.com. We Publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with some effective information or resources and job tips that help to get a job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding superior employment. We likewise share slanting assets for learners uniquely who are expanding their insight. Our principle target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables joblessness to individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide all types of educational support on our website jobstestbd.com. So every day tune in with our website for all kinds of academic support. Please like our Facebook page jobstestbd.com.
Contact Us:
If you want to advertise on our website for any product of your organization, please contact us at the following Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.