Karmasangsthan Bank Exam Question Solution 2023 has been published. KB Exam Question Solution 2023 has been solved by our educational team. Karmasangsthan Bank Assistant Officer Question Solution 2023 is helpful for job seekers in Bangladesh. All information on Karmasangsthan Bank Exam Question and Solution 2023 is available below. Karmasangsthan Bank (KSB) is a Government Organization in Bangladesh.
Karmasangsthan Bank Exam Question Solution 2023:
Organization Name: Karmasangsthan Bank (KSB)
See more…
-
Karmasangsthan Bank Data Entry Operator Exam Seat Plan 2023
-
Karmasangsthan Bank Data Entry Operator Exam Question Solution 2022
-
Karmasangsthan Bank (KSB) Exam Question Solution 2021
Post Name And Vacancy:
1. Assistant Officer (General) – 45
2. Assistant Officer (Cash) – 52
3. Data Entry Operator – 160
Total Vacancy: 257
Assistant Officer Exam Date: 11 August 2023
Data Entry Operator Exam Date: 18 August 2023
Exam Type: MCQ + Written
Exam Time: 10.00 AM to 12.00 PM
Assistant Officer (General) Total Exam Candidates: 32967
Assistant Officer (Cash) Total Exam Candidates: 19695
See/download Karmasangsthan Bank (KSB) MCQ + Written Exam Question Solution 2023 from below:
প্রতিষ্ঠানের নামঃ কর্মসংস্থান ব্যাংক
পদের নামঃ সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)
পরীক্ষার তারিখ: ১১ আগস্ট ২০২৩
Exam Type: MCQ + Written
Edited and Solved by Jobstestbd.com
Written Part Solution:
বাংলা অংশের সমাধানঃ
১. ক) বাংলা কথ্য রীতিতে প্রথম গ্রন্থ রচনা কে? উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
খ) নিচের শব্দগুলোর বাংলা পরিভাষা লিখুন।
(ক) Bankrupt = দেউলিয়া
(খ) Dead lock = অচলাবস্থা
(গ) Embargo = নিষেধাজ্ঞা
(ঘ) Inauguration = উদ্বোধন
গ) কায়কোবাদের আসল নাম কি। তার মহাকাব্যের নাম কি?
উত্তরঃ কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়শী, তার মহাকাব্যের নাম মহাশ্মশান।
ঘ) কালনেমির লঙ্কা ভাগ- বাগধারার অর্থ?
উত্তরঃ কাজের আগেই ফল প্রাপ্তির কল্পনা
ঙ) এক কথায় প্রকাশ করুন- ‘সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা = উত্তরঃ প্রত্যুদ্গমন
চ) বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর সদস্য? উত্তরঃ ইন্দো-ইউরোপীয়
ছ) তাল গাছের শেষ তিন হাত’ এই প্রবাদের অর্থ কি? উত্তরঃ শেষ ও সবচেয়ে কঠিন অংশ।
জ) “মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন’। কোন কারকে কোন বিভক্তি। উত্তরঃ করণে তৃতীয়া
ঝ) সন্ধি বিচ্ছেদ করুনঃ মহৈশ্বর্য – উত্তরঃ মহা+ঐশ্বর্য
ঞ) ‘মুক্তিযুদ্ধ’ কোন সমাস? উত্তরঃ চতুর্থী তৎপুরুষ সমাস (মুক্তির জন্য যুদ্ধ)
ট) ভাওয়াল গড়ের উপাখ্যান’ এর রচয়িতা কে? উত্তরঃ আবু জাফর শামসুদ্দীন
ঠ) ‘আইলা’ ও ‘কিরিচ কোন ভাষার শব্দ? উত্তরঃ মালয়
ড) ‘তার বয়স বেড়েছে কিছু বৃদ্ধি বাড়েনি এটা কোন ধরণের বাকা? উত্তরঃ যৌগিক বাক্য
ঢ) ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? উত্তরঃ
ণ) নিকেতন’ শব্দের প্রতিশব্দ কি? উত্তরঃ বাড়ি
২. বাংলায় অনুবাদ করুন।
Blue economy means extraction of the resources of sea for the growth of an economy. Bangladesh has settled maritime boundary disputes with Myanmar in 2012 and with India in 2014 through an arbitral method. It is estimated that Bangladesh has acquired 118,813 square kilometres of the Bay of Bengal. We need to preserve the ecosystems of the seas which are reportedly being degraded at an unprecedented rate and this is not an issue only for Bangladesh.
সুনীল অর্থনীতি মানে অর্থনীতির বৃদ্ধির জন্য সমুদ্রের সম্পদ আহরণ। বাংলাদেশ ২০১২ সালে মিয়ানমারের সাথে এবং ২০১৪ সালে ভারতের সাথে সালিসী পদ্ধতির মাধ্যমে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করেছে। অনুমান করা হয় যে বাংলাদেশ বঙ্গোপসাগরের ১১৮,৮১৩ বর্গকিলোমিটার অধিগ্রহণ করেছে। আমাদের সমুদ্রের বাস্তুতন্ত্র সংরক্ষণ করতে হবে যা অভূতপূর্ব হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য একটি সমস্যা নয়।
ইংরেজি অংশের সমাধানঃ
৩. Fill in the blanks.
(a) We ——friends since we were children. = উত্তরঃ have been
b) He slept ——eight o’clock. = উত্তরঃ at/till
c) The Ship is bound——Srilanka. = উত্তরঃ for
d) English is——– in many countries. = উত্তরঃ spoken
৪. Make Sentences:
a) Get down = উত্তরঃ Let’s get down to work.
b) Keep up = উত্তরঃ I can’t keep up with the new songs.
c) Lay down = উত্তরঃ He lay down and was asleep immediately.
d) Irony of fate = উত্তরঃ It seemed to her like the irony of fate that it should be thus occupied for the first time.
৫. Correct the Following Sentence:
a) Could you tell me where is he? উত্তরঃ Can you tell me where is he?
b) I do not know who is he? উত্তরঃ I do not know who he is.
c) Health crisis instead of antibiotic a burning issue. উত্তরঃ Health crisis instead of antibiotic is a burning issue
৬. Write a paragraph compressing five sentences on the importance of technical education in Bangladesh.
Technical education can somehow manage a job or maybe self-reliant. Ours is the age of survival of the fittest. So, general education often cannot provide a man with any suitable job rather it produces highly educated clerks. General education may fulfill the demand of education but it cannot fulfill one’s basic needs. So Technical education should be compulsory for all in Bangladesh.
৭. Name the writer:
a) My Childhood written by: উত্তরঃ Maxim Gorky
b) Who is the modern philosopher who was awarded Noble Prize? উত্তরঃ Bertrand Russell
৮. Change the voice into passive:
a) Who has broken the glass? উত্তরঃ By whom has the glass been broken?
b) Would you help me, please? উত্তরঃ You politely asked me if I would help you.
৯. Translate in to English:
বাংলাদেশ নদী মাতৃক দেশ হওয়া সত্ত্বেও এ দেশে বিশুদ্ধ পানির অভাব তীব্র। শহরগুলোতেও পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। নদী ভরাট, কলকারখানার বর্জ্য ও অন্যান্য ময়লা পদার্থ নদীতে ফেলে পানি দূষিত করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এর প্রধান কারণ।
Although Bangladesh is the mother country of rivers, the lack of fresh water in this country is acute. Water crisis has also become acute in cities. Water pollution by filling rivers, dumping of industrial waste and other waste materials throw away into rivers and lack of proper management are the main causes.
গণিত অংশের সমাধানঃ
১০. (ক) একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং গ্রন্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেয়ালগুলো ১৫ সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত?
উত্তরঃ ৭.০২ মিটার
(খ) একটি শ্রেণির প্রতিবেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
উত্তরঃ ৬০ জন
(গ) একটি সমদ্বিবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার এর ক্ষেত্রফল ১২০০ বর্গসেন্টিমিটার হলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫০ সেন্টিমিটার
(ঘ) বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০/- টাকার মুনাফা ৪,৮০০/- টাকা হবে?
উত্তরঃ ৪ বছর
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন।
(১) ৬ দফার ১ম দফা কি?
উত্তরঃ শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি [প্রাদেশিক স্বায়ত্তশাসন]
(২) জাতীয় চার নেতার নাম লিখুন?
উত্তরঃ জাতীয় চার নেতা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন আহমেদ, এইচ এম কামরুজ্জামান, এম মনসুর আলী।
(৩) বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
(৪) মুক্তিযুদ্ধকালীন নৌ সেক্টর কোনটি?
উত্তরঃ ১০ নং সেক্টর
(৫) পলাশী যুদ্ধে কত সালের কত তারিখ বাংলা স্বাধীনতা হারায়?
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন
(৬) তাজহাট কোথায় অবস্থিত?
উত্তরঃ রংপুরে
(৭) জাতীয় সংসদে আসন সংখ্যা কত?
উত্তরঃ ৩৫০টি
(৮) নৰবৰ্ষ জল উৎসব কারা পালন করে?
উত্তরঃ আদিবাসী মারমা তরুণ–তরুণীরা
(৯) সুরমা ও কুশিয়ারা কোন নদী থেকে উৎপত্তি হয়েছে?
উত্তরঃ বরাক নদী
(১০) মুদ্রানীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক)
(১১) কোন দেশকে ইউরোপের ‘রুটি ঝুড়ি” বলা হয়?
উত্তরঃ ইউক্রেন
(১২) তাসখন্দ চুক্তি কোন দু’টি দেশের মধ্যে সম্পাদিত হয়?
উত্তরঃ পাকিস্তান ও ভারত এর মধ্যে
(১৩) NATO পূর্ণরূপ লিখুন ও সদস্য সংখ্যা কত?
উত্তরঃ North Atlantic Treaty Organization, বর্তমানে ৩১টি দেশ সদস্য।
(১৪) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এর নাম কি?
উত্তরঃ বর্তমানে অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ।
(১৫) SDG কয়টি Goals রয়েছে এবং ১ম ও ২য় Goals কি?
উত্তরঃ ১৭টি । লক্ষ্য ১: দারিদ্র্য বিলোপ এবং লক্ষ্য ২: ক্ষুধা মুক্তি
(১৬) BIMSTEC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation.
(১৭) জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
উত্তরঃ ৬টি
(১৮) উজবেকিস্তানের মুদ্রার নাম কি?
উত্তরঃ সোম
(১৯) NAM কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬১ সালে
(২০) WHO কি? এর সদস্য সংখ্যা কত?
উত্তরঃ World Health Organization. এর সদস্য সংখ্যা ১৯৪টি
MCQ Part Solution:
বাংলা অংশের সমাধানঃ
১. আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় কি বলে?
ক. অতলস্পর্শী খ. ক্রন্দসী গ. আমশি ঘ. রোদসী
উত্তরঃ খ. ক্রন্দসী
২. ‘সাইরেন বেজে উঠলো’ বাক্যটিতে ‘বেজে উঠলো’ কি ক্রিয়াপদ?
ক. যৌগিক খ. মিশ্র গ. সমধাতুজ ঘ. প্রযোজক
উত্তরঃ ক. যৌগিক
৩. জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হলো-
ক. রূপকথার চরিত্র খ. রোমান্টিক কবিকল্পনা গ. পূর্বপরিচিতা নারী ঘ. কবির জীবনদেবতা
উত্তরঃ ক. রূপকথার চরিত্র
৪. ‘শরতে ধরাতল শিশিরে ঝলমল।’ এখানে ‘শিশিরে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ৭মী খ. অধিকরণে ৭মী গ. কর্মে ৭মী ঘ. করণে ৭মী
উত্তরঃ ঘ. করণে ৭মী
৫. ‘সত্যের সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে। এই দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়। এই উক্তিটি কোন রীতিতে লিখিত?
ক. চলিত রীতি খ. সাধু রীতি গ. মিশ্র রীতি ঘ. বিদেশি রীতি
উত্তরঃ খ. সাধু রীতি
৬. প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন-
ক. বাংলাদেশ সরকার খ. এশিয়াটিক সোসাইটি গ. বাংলা একাডেমি ঘ. শিল্পকলা একাডেমি
উত্তরঃ গ. বাংলা একাডেমি
৭. কোন বানানটি শুদ্ধ?
ক. কনীনিকা খ. কনিনীকা গ. কণিনিকা ঘ. কনিনিকা
উত্তরঃ ক. কনীনিকা
৮. ‘Fair weather friends’ এই ইংরেজি কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
ক. দুধের মাছি খ. চোরে চোরে মাসতুতো ভাই গ. পিরিত বিনে সুহৃদ নাই ঘ. ধামাধরা মানুষ
উত্তরঃ ক. দুধের মাছি
৯. ‘স্বখাতসলিলে’ বাগধারাটির অর্থ-
ক. দুঃখে কষ্টে পরা খ. বিনা দোষে শাস্তি পাওয়া গ. পানির গভীরে যাওয়া ঘ. স্বীয় কর্মের ফল ভোগ
উত্তরঃ ঘ. স্বীয় কর্মের ফল ভোগ
১০. কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন?
ক. দুধের মাছি খ. বসন্তের কোকিল গ. সুখের পায়রা ঘ. ননির পুতুল
উত্তরঃ ঘ. ননির পুতুল
১১. ‘Cognizable’ শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ক. সুষম খ. অবহিতি গ. আমলযোগ্য ঘ. বোধজাত
উত্তরঃ ঘ. বোধজাত
১২. ‘আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিসেতু’ কার উক্তি?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. কাজী মোতাহার হোসেন গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. অমিয় চক্রবর্তী ঘ. দ্বিজেন্দ্রপাল রায়
উত্তরঃ খ. কাজী নজরুল ইসলাম
১৪. ‘বাঁশরী আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গাঁয়ের ঘরে’। এটি কোন কবির রচনা?
ক. ইদ্রিস আলী খ. গোবিন্দ চন্দ্র দাশ গ. কাজী নজরুল ইসলাম ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ ঘ. জসীমউদ্দীন
১৫. ‘অন্বেষণ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অন্বে + ষন খ. অনে+এখন গ. অনু+এষন ঘ. অনু+এষণ
উত্তরঃ ঘ. অনু+এষণ
১৬. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ বাক্যে ‘নিশীথে’ কোন পদ?
ক. বিশেষণের বিশেষণ খ. বিশেষ্যের বিশেষণ গ. বিশেষ্য ঘ. বিশেষণ
উত্তরঃ ঘ. বিশেষণ
১৭. ‘আস্তানা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি খ. ফারসি গ. ফরাসি ঘ. হিন্দি
উত্তরঃ খ. ফারসি
১৮. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
ক. চোরা খ. চালক গ. সত্যবাদী ঘ. পূজক
উত্তরঃ ক. চোরা
১৯. নিম্নের কোন পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?
ক. সবুজপত্র খ. শনিবারের চিঠি গ. কল্লোল ঘ. ধূমকেতু
উত্তরঃ ঘ. ধূমকেতু
২০. ৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-
ক. ‘বাতাসে লাশের গন্ধ’ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ খ. ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’- নির্মলেন্দু গুণ
গ. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’- শামসুর রাহমান ঘ. ‘আমার পরিচয়’- সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ. ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’- নির্মলেন্দু গুণ
ইংরেজি অংশের সমাধানঃ
২১. You are dull ___ hearing.
ক. after খ. by গ. in ঘ. of
উত্তরঃ ঘ. of
২২. He is engaged ____ writing a book.
ক. in খ. with গ. at ঘ. to
উত্তরঃ ক. in
২৩. Water is flowing ____ the danger point.
ক. up খ. an গ. above ঘ. over
উত্তরঃ ঘ. over
২৪. What ____ last night?
ক. you did খ. did you do গ. had you done ঘ. did you
উত্তরঃ খ. did you do
২৫. ‘Once in blue moon’ means-
ক. very rarely খ. always গ. nearly ঘ. hourly
উত্তরঃ ক. very rarely
২৬. The antonym of the word delete is-
ক. Insert খ. Contract গ. Dull ঘ. Discrete
উত্তরঃ ক. Insert
২৭. ‘I am one who loved not wisely but too well’ is a quotation from-
ক. Milton খ. William Shakespeare গ. T.S. Eliot ঘ. Ruskin
উত্তরঃ খ. William Shakespeare
২৮. What is antonym of ‘Famous’?
ক. Opaque খ. Illiterate গ. Obscure ঘ. Immature
উত্তরঃ গ. Obscure
২৯. Which of the following is a correct sentence:
ক. He was to clever not to miss the point. খ. He was so clever to miss the point.
গ. He was too clever to miss the point. ঘ. He was too clever to grasp the point.
উত্তরঃ গ. He was too clever to miss the point.
৩০. ‘An ordinance’ is-
ক. a book খ. a law গ. an arms of factory ঘ. a newspaper journal
উত্তরঃ খ. a law
৩১. A bull market means share prices are-
ক. Falling খ. Rising গ. Moving ঘ. Static
উত্তরঃ খ. Rising
৩২. সততা সর্বোৎকৃষ্ট পন্থা-
ক. Honesty is the best virtue. খ. Honesty is a good way.
গ. Honesty is the better way. ঘ. Honesty is the best policy.
উত্তরঃ ঘ. Honesty is the best policy.
৩৩. The word sibling means-
ক. A brother খ. A sister গ. An infant ঘ. A brother or sister.
উত্তরঃ ঘ. A brother or sister.
৩৪. What is the verb of ‘significance’?
ক. sign খ. significant গ. signify ঘ. signature
উত্তরঃ গ. signify
৩৫. Who is the poet of Victorian age?
ক. Helen Keller খ. Matthew Arnold গ. Shakespeare ঘ. Robert Brownie
উত্তরঃ খ. Matthew Arnold
৩৬. The word ‘Offspring’ means-
ক. Twins খ. Children গ. Strength ঘ. Winter
উত্তরঃ খ. Children
৩৭. I do not ___ his address.
ক. recollect খ. remember গ. remind ঘ. recall
উত্তরঃ খ. remember
৩৮. What is the meaning of premium?
ক. Contaminate খ. Condone গ. Best ঘ. Large
উত্তরঃ গ. Best
৩৯. Few know where he is’ Here few is used as-
ক. Pronoun খ. Noun গ. Adjective ঘ. Adverb
উত্তরঃ ক. Pronoun
৪০. Verb of word ‘able’ is-
ক. ability খ. enable গ. able ঘ. disable
উত্তরঃ খ. enable
গণিত অংশের সমাধানঃ
৪১. ১, ৫, ৬, ১১, ১৭, ২৮……. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কি?
ক. ৩৩ খ. ৪৫ গ. ৫০ ঘ. ৫৬
উত্তরঃ খ. ৪৫
৪২. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
ক. ২১টি খ. ২৫টি গ. ২৩টি ঘ. ২৯টি
উত্তরঃ খ. ২৫টি
৪৩. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার লাভ হবে-
ক. ১০% খ. ১২% গ. ১৩% ঘ. ১২.৫%
উত্তরঃ খ. ১২%
৪৪. একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
ক. ৯.৬ কি.মি. খ. ৯ কি.মি. গ. ১২ কি.মি. ঘ. ৮ কি.মি.
উত্তরঃ ক. ৯.৬ কি.মি.
৪৫. ১ কিলোমিটার সমান-
ক. ১.৬১ মাইল খ. ০.৬২ মাইল গ. ০.৬৯ মাইল ঘ. ০.৬১ মাইল
উত্তরঃ খ. ০.৬২ মাইল
৪৬. এককের আন্তর্জাতিক পদ্ধতি
i. এর বৈশিষ্ট্য দশ গুণোত্তর
ii. অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়
iii. বাংলাদেশে ১ লা জুলাই ১৯৮১ সালে চালু হয়
নিচের কোন উত্তরটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii
৪৭. দুইটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি হলো:
ক. 35 ও 25 খ. 15 ও 45 গ. 10 ও 50 ঘ. 40 ও 20
উত্তরঃ ঘ. 40 ও 20
৪৮. ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক. ৬১ খ. ৬৯ গ. ৭১ ঘ. ৭৩
উত্তরঃ খ. ৬৯
৪৯. m এর মান কত হলে 4x2 – mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক. 16 খ. 12 গ. 10 ঘ. 9
উত্তরঃ খ. 12
৫০. ০.০০০০০১ × ০.৯০০১ = ?
ক. ০.০০০০০০৯০০১ খ. ০.০০০০০৯০০১ গ. ০.০০৯০১ ঘ. ০.০০০০৯০১
উত্তরঃ ক. ০.০০০০০০৯০০১
৫১. দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ২৪ এবং একটি সংখ্যা ১৩ হলে অপরটি হবে?
ক. ১১ খ. ৯ ঘ. ১৫ ঘ. ৭
উত্তরঃ ক. ১১
৫২. প্রবৃদ্ধ কোণের মান-
ক. ১৮০° এর চেয়ে বেশী খ. ১৮০° এর সমান গ. ১৮০° এর চেয়ে কম ঘ. ৩৬০°
উত্তরঃ ক. ১৮০° এর চেয়ে বেশী
৫৩. পিথাগোরাস একজন
ক. দার্শনিক ও গণিতবিদ খ. পদার্থবিদ গ. রসায়নবিদ ঘ. অর্থনীতিবিদ
উত্তরঃ ক. দার্শনিক ও গণিতবিদ
৫৪. সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল।
ক. ১০০° খ. ১৪০° গ ২৪০° ঘ. ৩৪০°
উত্তরঃ গ ২৪০°
৫৫. রম্বসের
i. চারটি বাহু পরস্পর সমান
ii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
iii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
৫৬. ২০টি স্বাভাবিক সংখ্যার যোগফল-
ক. ২২০ খ. ২১০ গ. ১১০ ঘ. ১২০
উত্তরঃ খ. ২১০
৫৭. একটি বৃত্তের ব্যাস ৭/১১ সেমি হলে, এর পরিধি কত?
ক. ২ সে.মি খ. ৭ সে.মি গ. ২২ সে.মি. ঘ. ৩ সে.মি
উত্তরঃ ক. ২ সে.মি
৫৮. a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
ক. a = b = c
উত্তরঃ
৫৯. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
ক. ২ গুণ খ. ৩ গুণ গ. ৪ গুণ ঘ. ৬ গুণ
উত্তরঃ
৬০. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. ও ৪ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
ক. 24 সে.মি. খ. 24 বর্গ সে.মি. গ. 24 বর্গমিটার ঘ. 24 মিটার
উত্তরঃ খ. 24 বর্গ সে.মি.
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৬১. ‘আতাকামা’ মরুভূমি কোন দেশে অবস্থিত?
ক. চিলি খ. ইকুয়েডর গ. দ. আফ্রিকা ঘ. সৌদিআরব
উত্তরঃ ক. চিলি
৬২. ২০২৩ সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় হয়?
ক. ওয়াশিংটন খ. লন্ডন গ. নিউইয়র্ক ঘ. জেনেভা
উত্তরঃ গ. নিউইয়র্ক
৬৩. ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ভারত খ. শ্রীলংকা গ. পাকিস্তান ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ক. ভারত
৬৪. পৃথিবীর গভীরতম স্থান?
ক. ম্যারিয়ানা ট্রেঞ্চ খ. বৈকাল হ্রদ গ. ডেড সী ঘ. প্রশান্ত মহাসাগর
উত্তরঃ ক. ম্যারিয়ানা ট্রেঞ্চ
৬৫. ফেসবুকের সদর দপ্তর-
ক. সিয়াটল খ. ক্যালিফোর্নিয়া গ. ওয়াশিংটন ঘ. নিউইয়র্ক
উত্তরঃ খ. ক্যালিফোর্নিয়া
৬৬. কোনটি প্রাচীন সভ্যতা?
ক. গ্রিস খ. রোম গ. সিন্ধু ঘ. মেসোপটেমিয়া
উত্তরঃ ঘ. মেসোপটেমিয়া
৬৭. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
ক. ১৯২৯ খ. ১৯৩০ গ. ১৯৩১ ঘ. ১৯৩২
উত্তরঃ খ. ১৯৩০
৬৮. IRRI কোথায় অবস্থিত?
ক. ভারত খ. বাংলাদেশ গ. চীন ঘ. ফিলিপাইন
উত্তরঃ ঘ. ফিলিপাইন
৬৯. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
ক. মিশর খ. সৌদিআরব গ. ইরান ঘ. জর্ডান
উত্তরঃ ক. মিশর
৭০. ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হয়?
ক. ২০২৩ সালে খ. ২০২২ সালে গ. ২০২১ সালে ঘ. ২০২০ সালে
উত্তরঃ ক. ২০২৩ সালে
৭১. ‘গণহত্যা জাদুঘর’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. কুমিল্লা ঘ. খুলনা
উত্তরঃ ঘ. খুলনা
৭২. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
ক. কুমিল্লা খ. রাঙ্গামাটি গ. ময়মনসিংহ ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ. রাঙ্গামাটি
৭৩. মণিপুরী’ ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে?
ক. খুলনা খ. পটুয়াখালী গ. মৌলভীবাজার ঘ. নেত্রকোণা
উত্তরঃ গ. মৌলভীবাজার
৭৪. কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
ক. ২০৩৯ খ. ২০৩০ গ. ২০৪১ ঘ. ২০৪০
উত্তরঃ গ. ২০৪১
৭৫. দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম?
ক. PGCB খ. BGCP গ. PCGB ঘ. TBCP
উত্তরঃ ক. PGCB
৭৬. মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর বিভক্ত ছিল?
ক. ৯ খ. ১০ গ. ১১ ঘ. ১২
উত্তরঃ গ. ১১
৭৭. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর সংগীত শিল্পীর নাম?
ক. জর্জ রবার্ট খ. জর্জ ওয়াকার গ. জর্জ হারছুন ঘ. জর্জ হ্যারিসন
উত্তরঃ ঘ. জর্জ হ্যারিসন
৭৮. বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি-
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ৬টি
উত্তরঃ খ. ৪টি
৭৯. যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৭৭৬ খ. ১৮৭৬ গ. ১৮৭২ ঘ. ১৭৭২
উত্তরঃ ক. ১৭৭৬
৮০. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
ক. জনাব শাহাবুদ্দিন আহমেদ খ. জনাব লতিফুর রহমান গ. জনাব আফজাল ঘ. জনাব এ.এস.এম সায়েম
উত্তরঃ ঘ. জনাব এ.এস.এম সায়েম
See/download Karmasangsthan Bank (KSB) Exam Question 2023 from the below images:
Written Exam Question:
MCQ Exam Question:
Mirpur 1, Dhaka, Bangladesh.