Karmasangsthan Bank Data Entry Operator Exam Question Solution 2022

Karmasangsthan Bank Data Entry Operator Exam Question Solution 2022 has been published. KSB Exam Question Solution 2022 has been solved by our educational team. Karmasangsthan Bank Data Entry Operator Exam Question Solution 2022 is helpful for job seekers in Bangladesh. All information on Karmasangsthan Bank (KSB) Exam Question and Solution 2022 is available below. Karmasangsthan Bank (KSB) is a Government Organization in Bangladesh.

 

 

 

 

Karmasangsthan Bank Data Entry Operator Exam Question Solution 2022:

Bank Name: Karmasangsthan Bank

See more…

Post Name And Vacancy:

1. Data Entry Operator – 177

Total Vacancy: 177

See more…

 

Exam Date: 01 April 2022

Exam Time: 10.00 AM to 11.30 AM [MCQ 30 Minutes, Written 60 Minutes] 

Exam Type: MCQ + Written [MCQ 45 Marks, Written 90 Marks] 

Total Candidates: 18171

 

See/download Karmasangsthan Bank (KSB) Exam Question Solution 2022 from below:   

কর্মসংস্থান ব্যাংক 

ডাটা এন্ট্রি অপারেটর

সময়: ৩০ মিনিট   পরীক্ষার তারিখ: ০১-০৪-২০২২  পূর্ণমান: ৪৫

 

Edited and Solved by Jobstestbd.com

MCQ Part Solution: 

১। বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রকাশিত হয়? উত্তর: ১৯২৩

২। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা’ কোন ধরণের কাব্য? উত্তর: পত্রকাব্য

৩। ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর: নীর

৪। ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন? উত্তর: রূপকথা

৫। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? উত্তর: ১১

৬। ‘বনফুল’ কার ছদ্মনাম? উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়

৭। কোনটি শুদ্ধ বানান? উত্তর: দ্বন্দ্ব

৮। জসীম উদ্দিন এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: রাখালী

৯। ‘তুমি এতক্ষণ কী করেছ’ – এই বাক্যে ‘কী’ কোন পদ? উত্তর: সর্বনাম

১০। ‘সূর্য’ এর প্রতিশব্দ কী? উত্তর: আদিত্য

১১। ”আমার কোনো কলম নাই” বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি? উত্তর: I have no pen to write with

১২। What is the meaning of “Ad hoc”? উত্তর: Special purpose

১৩। Choose the correct spelling from the given options: উত্তর: Transient

১৪। AIDS is not a disease that can be —- through the air or by insects. উত্তর: transmitted

১৫। Which is correct. উত্তর: Each student of the class took part in the picnic

১৬। The negative form of the sentence Neela is taller than Bushra is উত্তর: Bushra is not so tall as Neela

১৭। The passive form of the sentence Neela ‘Who has written Hamlet?’ is উত্তর: Who has Hamlet been written by?

১৮। Official misconduct means উত্তর: malfeasance

১৯। —- we reached the exam hall than the door closed. উত্তর: No sooner had

২০। The plural of “Spectrum” is- উত্তর: Spectra

২১। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত? উত্তর: ৪৪ বছর

২২। ১ জন ছাত্র পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ২০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল? উত্তর: ৪০

২৩। ১টি পণ্য ৪৮০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয় পণ্যটির ক্রয়মূল্য কত?  উত্তর: ৬০০

২৪। তিনটি সংখ্যার গড় ১৬। ১টি সংখ্যা ১৫ ও অপর সংখ্যা ৮ হলে তৃতীয় সংখ্যাটি কত?  উত্তর: ২৫

২৫। ১টি বৃত্তের ব্যাস ২ সে: মি: হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার? উত্তর: π

২৬। x = 3 + 2 হলে x² + 1/x2 এর মান কত? উত্তর: 10

২৭। ২টি সংখ্যার যোগফল ৫০, বিয়োগফল ৬। বড় সংখ্যাটি কত? উত্তর: ২৮

২৮। গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত ৫ : ৯ : ৪। ০৩টি যানের গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার হলে গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ কত? উত্তর: ৮৪

২৯। টাকায় ৩টি লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ৫০%

৩০। ৪৩ হতে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর: ৩

৩১। ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয়- উত্তর: ডিস্কের ফাইল গুলোকে পুনর্বিন্যস্ত করতে

৩২। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়? উত্তর: ইন্টারনেট

৩৩। Excel Workbook is a collection of- উত্তর: none of these

৩৪। World Wide Web এ প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? উত্তর: Browseer

৩৫। The printed output from a computer is called- উত্তর: Hard Copy

৩৬। নিচের কোনটি বাংলা টাইপ ও কম্পোজ সফটওয়্যার? উত্তর: বিজয় 

৩৭। NLP is a type of Language Processing, Where ‘N’ stands for- উত্তর: Natural

৩৮। The step by steps instructions that solve a problem are called- উত্তর: An algorithm

৩৯। MICR stands for- উত্তর: Magnetic Ink Character Reader

৪০। Which is equivalent of ১ GB? উত্তর: 10⁹B

৪১। কম্পিউটারে ব্যবহৃত দুটি অংক- উত্তর:  ০ ও ১

৪২। Windows media player is an example of উত্তর: Application Software

৪৩। সিলিকন ভ্যালী কোথায় অবস্থিত? উত্তর: যুক্তরাষ্ট্র

৪৪। কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কীসের প্রয়োজন? উত্তর: মডেম

৪৫। পামটপ কী? উত্তর: ছোট কম্পিউটার  

 

Edited and Solved by Jobstestbd.com

Written Part Solution: 

) বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?

 উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

) ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলিএই চরণদ্বয়ের লেখক কে?

  উত্তর: মদনমোহন তর্কালঙ্কার

) ‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’ – এখানে বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদান কারকে ৬ষ্ঠী বিভক্তি

  ) বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

  উত্তর: ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) 

  ) ‘সাত সাগরের মাঝিকাব্যগ্রন্থের রচয়িতা কে?

  উত্তর: ফররুখ আহমদ

) ‘লাঠালাঠি’ – এটি কোন সমাস? উত্তর: ব্যতিহার বহুব্রীহি সমাস 

) ‘নষ্ট হওয়া স্বভাব যার’ – এক কথায় কী হবে? উত্তর: নশ্বর

) ‘ক্ষীয়মানএর বিপরীত শব্দ কী? উত্তর: বর্ধমান

) ‘চাঁদমুখ’ – এর ব্যাসবাক্য কী? উত্তর: চাঁদের ন্যায় মুখ 

) ‘হাতভারিবাগধারার অর্থ কী? উত্তর: কৃপণ

) ‘অথৈ জলবাগধারার অর্থ কী? উত্তর: ভীষণ বিপদ 

) ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ কী? উত্তর: প্রজ্ঞা

  ) বাংলা গীতি কবিতায় ভোরের পাখিকাকে বলা হয়?

   উত্তর: বিহারীলাল চক্রবর্তী

) ‘বাগাড়ম্বরশব্দের সন্ধি বিচ্ছেদ করুন। উত্তর: বাক্‌ + আড়ম্বর 

  ) ‘সনেটকবিতার প্রবর্তক কাকে বলা হয়? উত্তর: পেত্রার্ক

কোভিড-১৯’ সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখুন।

  উত্তর:

কোভিড-১৯ (করোনাভাইরাস সংক্রামক অসুখ ২০১৯) একটা অসুখ যা করোনাভাইরাস নামের এক ধরনের ভাইরাস থেকে হয়। করোনাভাইরাসের দেহে খোঁচা খোঁচা কাঁটার মতো কিছু জিনিস দেখা যায়। এদের অনেকটা মুকুটের মতো দেখতে লাগে। তাই মুকুটের লাতিন প্রতিশব্দ করোনা থেকেই এসেছে এই ভাইরাসের নাম। এই রোগটির প্রাদুর্ভাব প্রথমে ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুপেই প্রদেশের উহান নগরীতে চিহ্নিত করা হয়। বাংলাদেশে ৮ মার্চ ২০২০ মানুষের দেহে এই রোগ শনাক্ত হয় আর ১৮ মার্চ ২০২০ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে ২০২০ সালের ১১ই মার্চ তারিখে একটি বৈশ্বিক মহামারী হিসেবে স্বীকৃতি দেয়। ব্যক্তিভেদে করোনাভাইরাস রোগ ২০১৯-এর লক্ষণ-উপসর্গগুলি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অধিকাংশ লোকের হালকা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দেয়, যেমন (প্রবল) জ্বর, শুকনো কাশি আর ক্লান্তি। কিছু কিছু লোকের গা-ব্যাথা, শ্বাসকষ্ট, পেশী আর হাড়ের জোড়ে ব্যাথা, গলা ব্যাথা, মাথাধরা, কাঁপুনি হতে পারে। কিছু ক্ষেত্রে অতিসার (পেট খারাপ) ও হতে পারে। যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিভিন্ন দেশের অর্থনীতি এই ভাইরাসের কারণে মন্দার দিকে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই সরকারের উচিৎ সঠিক ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়া। আমাদের সকলের টিকা নেওয়া ও সঠিক স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করা।

Fill in the blanks:

(a) The Ambassador called —- President yesterday.

উত্তর: on

ব্যাখ্যা: call on – আমন্ত্রণ করা। আম্বাসেডরকে প্রেসিডেন্ট আমন্ত্রণ করেছিলেন এই অর্থে called on বসবে।

(b) I have got a week to finish this —- is just about long enough.

উত্তর: which

ব্যাখ্যা: এখানে দুটি clause কে যুক্ত করতে অর্থপূর্ণ Relative pronoun হিসেবে which বসবে। কারণ এর antecedent ‘this’ হলো অব্যক্তিবাচক।

(c) If you had come earlier, you would —- found a good seat.

উত্তর: have

ব্যাখ্যা: 3rd Conditional এর নিয়ম অনুযায়ী If যুক্ত clause ‘present perfect tense’ হলে, পরবর্তী clause এ subject + would have + VPP + ….. বসে।

Make sentences with the idioms and phrases:

(a) A scalded dog fears cold water.

উত্তর: A scalded dog fears cold water – (চুন খেয়ে গাল পোড়ে; দই দেখলে ভয় করে; নেড়া বেল তলায় একবারই যায়) – The boy is very scared to climb the mountain so he does not want to go there and it is like a scalded dog fears a cold water.

(b) Be all and end all

উত্তর: Be all and end all – (একমাত্র লক্ষ্য বা পরিণতি) – Love is framed as the be-all and end-all of human existence in books, films, TV shows and songs.

(c) To kick the bucket.

উত্তর: To kick the bucket – (মারা যাওয়া) – As soon as he kicked the buckets, he started to become famous.

What do the expressions mean?

(a) Browbeating

উত্তর: Browbeating – চোখ রাঙ্গানো; শাসানো; চোখ রাঙ্গাইয়া বাগে আনা (threaten; brow beat; scowl)

(b) Bird’s eye view

উত্তর: Bird’s eye view – মোটামুটি ধারণা, এক নজর (a rough idea; a general view)

(c) A golden key can open any door.

উত্তর: A golden key can open any door – টাকায় বাঘের দুধ মেলে (sufficient money can accomplish anything)

Translate into English:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি হিসেবে আমাদের দিয়েছেন সম্মান, গৌরব, আত্মমর্যাদা। তিনি আমাদের ইতিহাসের পথ পার হতে সাহায্য করেছেন। তিনি এনে দিয়েছেন আমাদের মহান স্বাধীনতা। তিনি আমাদের মহানায়ক। তাঁর এগিয়ে যাওয়ার পথ ছিল কঠিন, কিন্তু লক্ষ্য ছিল একাগ্র।

Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman gave us respect, glory and self-esteem as a nation. He helped us cross the path of history. He has brought us great freedom. He is our hero. His path forward was difficult, but his goal was focused.

Write a paragraph on “The role Karmasangsthan Bank to create employment” within 150 words.

Karmasangsthan Bank is a specialized banking institution in Bangladesh. It is a financial institution. In this sense, it cannot maintain the fully Banking Ordinance. It has no power to receive deposits. It is the main source of self-loan to remove unemployment problem. So, we can say that it plays an important role in creation of employment opportunity and income generation. It participated in socio economic development activities in the Branch area’s people. Karmasangsthan Bank was a major step in a series of measures undertaken by the Government to remove the unemployment. Objectives of Karmasangsthan Bank

to encourage self employment, to remove the unemployed youngest men and women in our society, to improve the national economic condition, to mobilize saving, to provide poverty alleviation, to develop the social stage of village, to develop the agro based industry. Karmasangsthan bank loan sanctioned to the number of person about 65272 and corresponding employment opportunity is created about 89470. Karmasangsthan Bank plays wide role in order to self employment of the unemployment people through sanctioning this loan.

সালাম সাহেব কর্মসংস্থান ব্যাংক হতে ১২% হার সুদে ০১/০১/২০২২ তারিখে ৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করেণ। ১ লা এপ্রিল ২০২২ থেকে সুদের হার ৯% কার্যকর হলে ৩১/০১/২০২২ তারিখ শেষে সালাম সাহেব কত টাকা সুদ প্রদান করবেন?

উত্তর: ৪৮৭৫

সমাধান:

১২% সুদে,

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সুদ = (৫০,০০০ × ১২%) × টাকা

= ৫০,০০০ × × টাকা

= ১৫০০ টাকা

৯% সুদে,

এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সুদ = (৫০,০০০ × ৯%) × টাকা

= ৫০,০০০ × × টাকা

= ৩৩৭৫ টাকা

মোট সুদ = (১৫০০ + ৩৩৭৫) টাকা

= ৪৮৭৫ টাকা।

৯। শফিক সাহেব ১০ বছর মেয়াদী বন্ডে ৪২,০০০/- টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে ১,০৫,০০০/- টাকা পেল। যদি বন্ডটি সরল হার  সুদে হয়ে থাকে তবে সুদের হার কত? উত্তর: ১৫%

সমাধান:

আমরা জানি, I = ……. (i)

এখানে, সময় n = ১০ বছর

আসল p = ৪২০০০ টাকা

মুনাফা I = (১০৫০০০ – ৪২০০০) টাকা

= ৬৩০০০ টাকা

সুদের হার r =?

(i) নং হতে, = I

বা, r = %

= %

r = ১৫%

সুদের হার ১৫%

১০৬০ জন শ্রমিকের টি বিল্ডিং নির্মাণ করতে ২৫০ দিন সময় লাগে। ২০০ দিন একত্রে কাজ করার পর ১০ দিন কাজ বন্ধ ছিল। একই সময়ে কাজ শেষ করতে আর কত জন শ্রমিকের দরকার?

উত্তর: ১৫ জন

সমাধান: দেয়া আছে,

৬০ জন শ্রমিকের ১টি বিল্ডিং নির্মাণ করতে ২৫০ দিন সময় লাগে।

২০০ দিন একত্রে কাজ করার পর বাকি দিন = (২৫০ – ২০০) দিন

= ৫০ দিন

১০ দিন কাজ বন্ধ থাকার পর বাকি দিন = (৫০ – ১০) দিন

= ৪০ দিন

অর্থাৎ, বাকি কাজ ৪০ দিনে শেষ করতে হবে।

প্রশ্নমতে,

যেহেতু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে, সেহেতু অতিরিক্ত সময় লাগবে।

৫০ দিনে করে ৬০ জন শ্রমিক

১    ’’    ’’ (৬০ × ৫০) ’’

১০০ ’’    ’’  ’’

= ৭৫ জন শ্রমিক।

অতিরিক্ত শ্রমিক দরকার = (৭৫ – ৬০) জন।

= ১৫ জন

১১টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয় তবে আয়তক্ষেত্রের পরিসীমা কত?

উত্তর: ৩০ মি

সমাধান: ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মি.

’’   দৈর্ঘ্য = ২x মি. [ প্রশ্নমতে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ]

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২x × x) বর্গ মি.

= ২x2 বর্গ মি.

প্রশ্নমতে, ২x2 = ৩০০

বা, x2 =

বা, x2 = ১৫০

বা, =

বা, x =

x = ৫

আয়তক্ষেত্রের প্রস্থ = ৫ মি.

এবং     ’’     দৈর্ঘ্য = ২ × ৫ মি.

= ১০ মি.

আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মি.

= ২ (১০ + ৫ ) মি.

= ২ × ১৫ মি.

= ৩০ মি.

১২সঠিক উত্তরটি লিখুন: 

() কোনটি প্রোগ্রামিং এর ভাষা?

উত্তর: জাভা  

() কোনটি কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে?

উত্তর: ফায়ার ওয়াল

() কম্পিউটারে যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি অপারেশন কোথায় সংঘটিত হয়? উত্তর: Arithmatic Logic Unit

() কোনটি ডাটাবেজ Language?

উত্তর: Oracle

() ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয়? 

উত্তর: ইউআরএল (ULR)

১৩পূর্ণরূপ লিখুন: 

(ক) CPU= Central processing unit

(খ) DPI= Dots per inch

(গ) IPS= Instant power supply

(ঘ) OCR= Optical Character Recognition

(ঙ) IMEI= International Mobile Equipment Identity

১৪পার্থক্য লিখুন: 

() WAN এবং LAN

উত্তর: LAN এর পূর্ণরূপ হল Local Area Network, আর WAN এর  পূর্ণরূপ হল Wide Area Network।

LAN সর্বোচ্চ 1 কিলমিটার পর্যন্ত দূরত্বে ডাটা ট্রান্সফার করতে পারে, অন্যদিকে WAN এর এরিয়ার কোন সিমাবদ্ধতা নেই ।

ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে LAN  এ এরোর কম হয়, অন্যদিকে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে WAN এ এরোর বেশি হয় ।

LAN নেট্ওয়ার্কে কম্পিউটার সমূহ ফিজিক্যালি কো-অ্যাক্সিয়াল বা টুস্টেড পেয়ার ক্যাবলের সাথে সংযুক্ত থাকে, অন্যদিকে WAN নেট্ওয়ার্কে কম্পিউটার সমূহ একেওপরের সাথে ফিজিক্যালি সংযুক্ত থাকে।

() Internet এবং Intranet

উত্তর: ইন্টারনেট (Internet) হ’ল এমন একটি নেটওয়ার্ক যা প্রচুর সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কের আন্তঃসংযোগ দ্বারা নির্মিত যা কোনও সত্তার মালিকানাধীন নয়। ইন্টারনেটে কোনও কেন্দ্রীয় প্রশাসন নেই, বিশ্বের যে কোনও ব্যক্তি এতে যোগদান করতে পারেন।

একটি ইন্ট্রানেট (Intranet) ইন্টারনেটের এমন একটি অংশ যা ব্যক্তিগতভাবে একটি সংস্থার মালিকানাধীন। এটি সমস্ত কম্পিউটারকে এক সাথে সংযুক্ত করে এবং সেই নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে ফাইল এবং ফোল্ডারগুলিতে অ্যাক্সেস সরবরাহ করে। অননুমোদিত ব্যবহারকারীকে নেটওয়ার্ক অ্যাক্সেস করা থেকে বাঁচতে এটির চারপাশে একটি ফায়ারওয়াল রয়েছে। কেবল অনুমোদিত ব্যবহারকারীদেরই নেটওয়ার্ক অ্যাক্সেসের অনুমতি রয়েছে।

() ফাইবার অপটিক্যাল ক্যাবল কী?

উত্তর: অপটিক্যাল ফাইবার কেবল হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। যেভাবে কাজ করে: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে ইলেকট্রিকাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল করে কাজ করে এবং ডেটা আদান-প্রদানের জন্য লেজার রশ্নি ব্যবহার করে।

() কমার্স কী? তিনটি ইকমার্স সাইটের নাম লিখুন।

উত্তর: ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই-কমার্স বলা হয়। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, ক্রয়-বিক্রয়, গ্রহণ-বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে ই-কমার্স। Bikroy.com, Rokomari, Daraz তিনটি ই-কমার্স সাইটের নাম।

() ড্যাশবোর্ড কী?  

উত্তর: ড্যাশবোর্ড হলো সেই জায়গা যেখান থেকে সাইটের Admin সম্পূর্ণ সাইটকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া অন্যান্য ব্যবহারকারীরা নিজেদের পদ অনুসারে সেখানে নির্দিষ্ট Options ও Features ব্যবহার করতে পারে। তবে শুধুমাত্র Admin পদের জন্য সকল Options ও Features  ব্যবহার করার সুবিধা থাকে।

১৫। (ক) আদম শুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ পরিসংখ্যান ব্যুরোতে ব্যবহৃত হয় — এটি কোন ধরনের প্রোগ্রাম?  

উত্তর: ইন্টিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস)

() RTGS কী কাজে ব্যবহৃত হয়?  

উত্তর: ব্যাংক থেকে ব্যাংকে অর্থ ট্র্যান্সফার করতে RTGS ব্যবহৃত হয়।

() DBMS কী?

উত্তর: DBMS হলো সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার মাধ্যমে ডেটাবেজ পরিচালনা, তথ্যের স্থান সংকুলান, নিরাপত্তা, ড‌েটাটাইপ, তথ্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয়।  

() স্ক্যানার কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: স্ক্যানার কোন ছবি বা লেখা হুবুহু ডিজিটাল ডাটায় বা কম্পিউটারে সংরক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্র। বর্তমানে ডিজিটাল ক্যামেরা আসার পূর্বে ছাপা কোন তথ্য কম্পিউটারে সংরক্ষণের এটি ছিল একমাত্র সমাধান।

() ওয়েবক্যাম কী?

উত্তর: ওয়েবক্যাম হলো বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা যা একটি কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে যুক্ত হয়ে ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান করতে পারে।

১৬বাক্য রচনা করুন: 

() Big Data

উত্তর: Big data refers to data sets that are too large or complex to be dealt with by traditional data-processing application software.

() ফিনটেক 

উত্তর: ফিনটেক (Fintech) বা অর্থপ্রযুক্তি কি অর্থনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমাতে পারে।

() SWIFT 

উত্তর: SWIFT is a vast messaging network banks and other financial institutions.

() সাইবার সিকিউরিটি

উত্তর: সাইবার সিকিউরিটির (cyber security) মানে হলো, ইন্টারনেট এর মধ্যে আপনার ডিভাইস ও নেটওয়ার্ক টিকে সুরক্ষা প্রদান করার একটি প্রক্রিয়া।

() রিজার্ভ 

উত্তর: বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া সম্ভব।  

১৭বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও এর সম্ভাবনা বিষয়ে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখুন।

উত্তর: বাংলাদেশের টেকসই উন্নয়নের সাথে সঙ্গতি রেখে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবার প্রচলন ও এর বাস্তবায়নের প্রয়াস চলছে বেশ জোরেশোরে। আর, একটি উন্নয়নশীল দেশ তথা বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্থনৈতিক অর্ন্তভূক্তি এবং গ্রামীণ উন্নয়নের গুরুত্ব সার্বজনীনভাবে স্বীকৃত। এ ক্ষেত্রে অনেক সফলতার মাঝেও একথা সত্য যে, দেশের মানুষের একটি অংশ এখনো ব্যাংকিং সেবার আওতার বাইরে আছে, তবে তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় এনে অর্থনৈতিক অন্তভ‚ক্তি নিশ্চিত করার পরিস্থিতি তৈরী করা হয়েছে। আর্থিক অন্তর্ভূক্তির প্রথম পদক্ষেপ হয়ে থাকে ব্যাংকিং খাতকে সম্পৃক্ত করে আর্থিক লেনদেন সম্পন্ন করা। বিশেষতঃ মোবাইল ব্যাংকিং সেবা স্বল্প সময়ের মধ্যে নিম্ন আয়ের মানুষের কাছে অর্থ লেনদেনের সহজ মাধ্যম হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। মোবাইল ব্যাংকিং ইতোমধ্যে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে গ্রামীণ জনজীবনে এবং অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক প্রভাব রেখেছে। এ পর্যন্ত ১৯টি ব্যাংকে অনুমতি প্রদান করা হলেও ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। এজেন্ট ব্যাংকিং একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এজেন্ট ব্যাংকিং মূলতঃ সার্বিকভাবে সব ধরণের ব্যাংকিং বা আর্থিক সেবা যা একটি স্বয়ং সম্পূর্ণ বুথের মাধ্যমে সব ধরণের ব্যাংকিং সেবা প্রদান করতে পারে। অতি সম্প্রতি কয়েকটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে – যার ফলে তথ্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এর পরিসর আরো বাড়ছে এবং প্রত্যন্ত অঞ্চলে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া শুরু হয়েছে। যদিও দেশের মোট ১৭টি ব্যাংক ইতোমধ্যে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে তাদের মধ্যে যারা সাম্প্রতিক সময়ে জোরেশোরে এজেন্ট ব্যাংকিং সেবার বিস্তারে কাজ করছে তাদের মধ্যে ব্যাংক এশিয়া; দি সিটি ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যাংকিং খাতে তথ্য প্রযুক্তি ও মোবাইল ব্যবহারের একটি বড় সুবিধাভোগী হলো রেমিট্যান্স সেবা গ্রহণকারী। একথা অনস্বীকার্য যে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য নিশ্চিতকরণে অত্যন্ত জরুরী। ডিজিটাল ব্যাংকিং আর্থিক সেবা প্রদানের পাশাপাশি এ সংক্রান্ত শিক্ষা, সচেতনতার বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যাংকিং সেবার বিকাশে প্রকৃত অর্জন নিশ্চিত করতে হলে সব ধরণের ব্যাংকিং সেবা অর্থাৎ আর্থিক লেনদেন, ঋণ ও আমানতের সার্বিক বিকাশের বিকল্প নাই।  এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিশেষভাবে লক্ষ্যণীয়। বিশেষতঃ নতুন নতুন নিরাপত্তা ঝুঁকি এবং এ সংক্রান্ত সচেতনতার অভাব অনেক বড় চ্যালেঞ্জ- যা মোকাবিলার মাধ্যমে সত্যিকারের আর্থিক অর্ন্তভ‚ক্তির সুফল অর্জনই আগামী দিনের ব্যাংকিং এর লক্ষ্য। ইতিবাচক নীতিমালা, কার্যকর আইন ও যথাযথ নজরদারীর ক্ষেত্রে গত কয়েক বছরে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক তথ্যপ্রযুক্তির নির্ভর ব্যাংকিং এর বিকাশে যে ক্ষেত্র তৈরী করেছে, তার সদ্বব্যবহার করে বাংলাদেশের স্বল্প আয়ের সাধারণ জনগণকে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় আনা হবে- এটাই কাম্য।

See/download Karmasangsthan Bank (KSB) Exam Question 2022 below:  

Karmasangsthan Bank Data Entry Operator Exam Question

Karmasangsthan Bank Data Entry Operator Exam Question

 

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.