BSCIC Previous Question Solution is available below. Bangladesh Small and Cottage Industries Corporation Previous Question Solution, BSCIC Previous Exam Question Solution, Previous Exam Question Solution of BSCIC, Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) Previous Question Solution, BSCIC Recent Exam Question Solution, BSCIC Recent Question Solution, BSCIC Previous Question Solution PDF are search option of get exam question solution of BSCIC Previous Question Solution.
Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) Exam question solution is available below. Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) has taken exam on various post recently. We publish different educational post and exam question solution is one of the important concern of our website. Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) has published Exam date on various categorizes post. It’s a lucrative job and it’s great chance to get job for job seeker. This job is perfect to build up a significant career. Those, who want to work, they should be taken out of this opportunity. Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) is a renowned Government organization in Bangladesh.
BSCIC Previous Question Solution:
Organization Name: Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC)
Post Name and Vacancy:
1. Programmer – 01
2. Extension Officer – 37
3. Promotion Officer – 24
4. Budget Officer – 01
5. Audit Officer – 01
6. Senior Designer – 03
7. Assistant Maintenance Engineer – 01
8. Assistant Programmer – 01
9. Technical Officer – 24
10. Designer – 02
11. Computer Operator – 03
12. Cashier – 01
13. Draftsman – 01
14. Clerk Cum Computer Typist – 46
15. Head Cook – 01
16. Field Staff – 01
17. Technical Helper – 03
Total Vacancy: 151
Exam Date: 26 May 2023
Exam Time: 3.30 PM to 4.30 PM
Exam Type: MCQ
Exam Centre: Dhaka
Extension Officer Total Exam Candidates: 30117
Promotion Officer Total Exam Candidates: 7957
See/download Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) Exam Question Solution 2023 from the below content:
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
পরীক্ষার তারিখঃ ২৬ মে ২০২৩
পদের নাম: বিভিন্ন পদ (৯ম গ্রেড)
Exam Type: MCQ
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
Solved and Edited By www.jobstestbd.com
সমাধান সেট- (A)
১. যেসব নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাকে কি বলা হয়?
ক. আইসোটোপ খ. আইসোটোন গ. আইসোবার ঘ. আইসোমার
উত্তরঃ খ. আইসোটোন
২. পৃথিবী কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত?
ক. আকাশগঙ্গা খ. এন্ড্রোমিডা গ. স্যাজিটারিয়াস ড্রফ ঘ. অ্যালকিয়োনেস
উত্তরঃ ক. আকাশগঙ্গা
৩. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
ক. লোহিত রক্ত কণিকা খ. অনুচক্রিকা গ. হিমোগ্লোবিন ঘ. শ্বেত রক্ত কনিকা
উত্তরঃ ঘ. শ্বেত রক্ত কনিকা
৪. পানিতে কোনটি কলয়েড তৈরি করবে?
ক. চিনি খ. অ্যালকোহল গ. সাবান ঘ. লবণ
উত্তরঃ গ. সাবান
৫. সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কী বলে?
ক. দ্রুতি খ. বেগ গ. গতি ঘ. ত্বরণ
উত্তরঃ খ. বেগ
৬. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে গঠিত?
ক. সেলুলোজ খ. কাইটিন গ. পেপটিডোগ্লাইকেন ঘ. লিপোপ্রোটিন
উত্তরঃ গ. পেপটিডোগ্লাইকেন
৭. ফল পাকানোর জন্য দায়ী কোনটি?
ক. ইথিলিন খ. লাইকোপেন গ. প্রপিন ঘ. মিথিলিন
উত্তরঃ ক. ইথিলিন
৮. হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়-
ক. সিস্টোল খ. ডায়াস্টোল গ. পালস ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ. ডায়াস্টোল
৯. পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতির হয়-
ক. সান্দ্রতা খ. প্লবতা গ. তলীয়টান ঘ. পৃষ্ঠাটান
উত্তরঃ ঘ. পৃষ্ঠাটান
১০. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
ক. কর্কটক্রান্তি খ. বিষুবরেখা গ. মকরক্রান্তি ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ খ. বিষুবরেখা
১১. বাংলা ভাষায় আনুনাসিক স্বরধ্বনি কয়টি?
ক. ৭ টি খ. ৪ টি গ. ১১ টি ঘ. ৩ টি
উত্তরঃ ক. ৭ টি
১২. আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
ক. আওয়াজ- নাজরানা-ফরমান খ. কলম- হাকিম-দখল গ. দরিয়া-আজাদ-সুদ ঘ. নাম- উর্দি-ভরসা
উত্তরঃ খ. কলম- হাকিম-দখল
১৩. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ক. ব + ন + ধ + ন খ. বন্+ধন্ গ. ব + ন্ধ + ন ঘ. বান + ধন
উত্তরঃ খ. বন্+ধন্
১৪. ‘Township’ এর বাংলা পরিভাষা কী?
ক. শহর খ. নগরায়ন গ. নগরবিদ্যা ঘ. উপশহর
উত্তরঃ ঘ. উপশহর
১৫. কোনটি যৌগিক শব্দ?
ক. বাঁশি খ. কর্তব্য গ. প্রবীণ ঘ. জলধি
উত্তরঃ খ. কর্তব্য
১৬. সকর্মক ক্রিয়া কোনটি?
ক. ছেলেটা কথা শোনে খ. ছেলেটা কানে শোনে না গ. আমি রাতে খাব না ঘ. সাপুড়ে সাপ খেলায়
উত্তরঃ ক. ছেলেটা কথা শোনে
১৭. ‘পঞ্চমুখ’ কথাটির অর্থ-
ক. নিন্দাবাক্য খ. পঞ্চমুখের সমাহার গ. বহুমুখী প্রতিভা ঘ. প্রশংসামুখর হওয়া
উত্তরঃ ঘ. প্রশংসামুখর হওয়া
১৮. যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
ক. কর্তৃ কারক খ. কর্ম কারক গ. করণ কারক ঘ. অপাদান কারক
উত্তরঃ ঘ. অপাদান কারক
১৯. ‘নীলদর্পণ’ নাটকে ‘শ্যামচাঁদ’ হলো-
ক. একটি চরিত্র খ. কৃষ্ণপক্ষের চাঁদ গ. চামড়ার তৈরি চাবুক ঘ. হাতে পাওয়া চাঁদ
উত্তরঃ গ. চামড়ার তৈরি চাবুক
২০. নিচের কোন বাক্য সংকোচনটি ভুল?
ক. হনন করার ইচ্ছা = জিগীষা খ. যে নারীর হাসি সুন্দর = = সুষ্মিতা
গ. যার দুহাত সমান চলে = সব্যসাচী ঘ. যা বলা হয়নি = অনুক্ত
উত্তরঃ ক. হনন করার ইচ্ছা = জিগীষা
২১. ‘শ্রমবিমুখ’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
ক. আমড়া কাঠের ঢেঁকি খ. ননীর পুতুল গ. খয়ের খাঁ ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ
২২. ‘কি’ এবং ‘কী’ যথাক্রমে-
ক. বিশেষ্য ও অব্যয় পদ খ. সর্বনাম ও বিশেষণ পদ গ. ক্রিয়া ও বিশেষ্য পদ ঘ. অব্যয় ও সর্বনাম পদ
উত্তরঃ ঘ. অব্যয় ও সর্বনাম পদ
২৩. কোন বানানটি অশুদ্ধ?
ক. বুদ্ধিজীবী খ. পুরষ্কার গ. আবিষ্কার ঘ. শারীরিক
উত্তরঃ খ. পুরষ্কার
২৪. ‘সুকঠিন’ শব্দে ‘সু’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উত্তম খ. সহজ গ. বিশেষ রূপে ঘ. আতিশয্য
উত্তরঃ ঘ. আতিশয্য
২৫. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?
ক. লাভ-লোকসান খ. আয়-ব্যয় গ. স্বর্গ-নরক ঘ. ছেলে-বুড়ো
উত্তরঃ গ. স্বর্গ-নরক
২৬. কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা নয়?
ক. আমার দেখা নয়াচীন খ. অসমাপ্ত আত্মজীবনী ঘ. কারাগারের রোজনামচা ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ ঘ. রাজবন্দীর জবানবন্দী
২৭. “শোনো একটি মুজিবরের থেকে”- গানটির গীতিকার কে?
ক. গৌরীপ্রসন্ন মজুমদার খ. অংশুমান রায় গ. উপেন তরফদার ঘ. দিনেন্দ্র চৌধুরী
উত্তরঃ ক. গৌরীপ্রসন্ন মজুমদার
২৮. জাতির জনক শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন
ক. ১৯৬৯ সালের ১৬ ডিসেম্বর খ. ১৯৬৯ সালের ২৬ মার্চ গ. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঘ. ১৯৭০ সালের ২৩ জুন
উত্তরঃ গ. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
২৯. মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত ডা. সেতারা বেগমের পদবি কি ছিল?
ক. সেকেন্ড লেফটেন্যান্ট খ. লেফটেন্যান্ট গ. মেজর ঘ. ক্যাপ্টেন
উত্তরঃ ঘ. ক্যাপ্টেন
৩০. বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করেন?
ক. ১৯৩৮ খ. ১৯৪৭ গ. ১৯৩৫ ঘ. ১৯৪২
উত্তরঃ ক. ১৯৩৮
৩১. উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য কত হতে হয়?
ক. ১৫ কোটি খ. ১০ কোটি গ. ৫ কোটি ঘ. ৫০ কোটি
উত্তরঃ ক. ১৫ কোটি
৩২. কোনটি পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থপনায় ব্যবহৃত ‘5R strategy’ এর অংশ নয়?
ক. Refuse খ. Reduce গ. Recycle ঘ. Rework
উত্তরঃ ঘ. Rework
৩৩. কোনটি নিয়ন্ত্রিত শিল্প?
ক. সমুদ্রগামী জাহাজ চলাচল খ. পারমাণবিক শক্তি গ. হাইটেক শিল্প ঘ. সিকিউরিটিজ প্রিন্টিং
উত্তরঃ খ. পারমাণবিক শক্তি
৩৪. কোনটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক শিল্পের শ্রেণি বিভাজন নয়?
ক. সবুজ খ. হলুদ গ. কমলা ঘ. লাল
উত্তরঃ
৩৫. ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে অতি দারিদ্র্যের হার কত শতাংশে নামানো হবে?
ক. ৮.৪% খ. ৭.৪% গ. ৫.৪% ঘ. ৪.৮%
উত্তরঃ খ. ৭.৪%
৩৬. কাজী নজরুল ইসলাম রচিত ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার–
ক. বিদ্রোহী খ. প্রলয়োল্লাস গ. কামাল পাশা ঘ. কোরবানী
উত্তরঃ খ. প্রলয়োল্লাস
৩৭. দেশে চালু হওয়া প্রথম জাতীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি?
ক. বায়ান্ন খ. মুক্তি গ. তর্জনী ঘ. একাত্তর
উত্তরঃ গ. তর্জনী
৩৮. পদ্মা সেতু হয়ে প্রথম রেল অতিক্রমের তারিখ নিচের কোনটি?
ক. ২৫ জুন, ২০২২ খ. ৪ এপ্রিল, ২০২৩ গ. ২৫ এপ্রিল, ২০২৩ ঘ. ১ মে, ২০২৩
উত্তরঃ খ. ৪ এপ্রিল, ২০২৩
৩৯. কে ‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত?
ক. খান আবদুল গাফ্ফার খান খ. ইন্দিরা গান্ধী গ. ফিরোজ গান্ধী ঘ. মহাত্মা গান্ধী
উত্তরঃ ক. খান আবদুল গাফ্ফার খান
৪০. ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মঈদুল হাসান খ. এম. আর আখতার মুকুল গ. মুনতাসীর মামুন ঘ. মেজর রফিকুল ইসলাম
উত্তরঃ খ. এম. আর আখতার মুকুল
৪১. ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কোন কাজে ব্যবহৃত হয়?
ক. টিকা প্রদানে খ. আমদানি-রপ্তানি গ. জৈবসার উৎপাদন ঘ. পশু পালন
উত্তরঃ খ. আমদানি-রপ্তানি
৪২. Special Drawing Right (SDR) এ কোন মুদ্ৰা ব্যবহৃত হয় না?
ক. ব্রিটিশ পাউন্ড খ. চাইনিজ রেনমিনবি গ. ফ্রেঞ্চ ফ্রাঁ ঘ. জাপানিজ ইয়েন
উত্তরঃ গ. ফ্রেঞ্চ ফ্রাঁ
৪৩. গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. মাদ্রিদ, স্পেন খ. টোকিও, জাপান গ. স্টকহোম, সুইডেন ঘ. প্যারিস, ফ্রান্স
উত্তরঃ ঘ. প্যারিস, ফ্রান্স
৪৪. ‘কপ-২৮ (COP28 )’ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
ক. বাহরাইন খ. যুক্তরাজ্য গ. যুক্তরাষ্ট্র ঘ. সংযুক্ত আরব আমিরাত
উত্তরঃ ঘ. সংযুক্ত আরব আমিরাত
৪৫. ‘ভূমধ্যসাগরের বাতিঘর’ বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
ক. স্ট্রম্বোলী খ. ইটনা ঘ. পাশুলন্ড ঘ. সাপ্তামারিয়া
উত্তরঃ ক. স্ট্রম্বোলী
৪৬. কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
ক. ভিয়েনা চুক্তি খ. প্যারিস শান্তি চুক্তি গ. ভার্সাই চুক্তি ঘ. ইয়াল্টা চুক্তি
উত্তরঃ গ. ভার্সাই চুক্তি
৪৭. নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা Niccolo Machiavelli?
ক. Why Nations Fail: The Origins of Power, Prosperity, and Poverty খ. On the Social Contract
গ. The Anarchy ঘ. The Prince
উত্তরঃ ঘ. The Prince
৪৮. GPT-সফটওয়ারটি আনুষ্ঠানিক ভাবে করে উন্মুক্ত করা হয়?
ক. ৩০ নভেম্বর,২০২২ খ. ১৩ মার্চ, ২০২৩ গ. ৩০ জুন, ২০২২ ঘ. ০১ মার্চ, ২০২৩
উত্তরঃ খ. ১৩ মার্চ, ২০২৩
৪৯. ‘দি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’ কোথায়?
ক. নিউইয়র্ক খ. বোস্টন গ. টরন্টো ঘ. লন্ডন
উত্তরঃ ক. নিউইয়র্ক
৫০. ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে কোন বার্তা সংস্থা?
ক. অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি) খ. এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)
গ. অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ঘ. পিআর নিউজওয়্যার
উত্তরঃ গ. অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
৫১. I submitted my graduation…. last month.
ক. dishertation খ. dissertation গ. discertation ঘ. deshertation
উত্তরঃ খ. dissertation
৫২. Archeology is related to-
ক. the study of new cultures খ. the study oif art and music
গ. the study of medicine ঘ. the study of human history
উত্তরঃ ঘ. the study of human history
৫৩. I … the opportunity……..account.
ক. turn, in খ. turn, down গ. turned, at ঘ. turned, to
উত্তরঃ ঘ. turned, to
৫৪. Identify the correct positive form of the sentence: Milk is the most nutritious food.
ক. Very few food is as nutritious as milk. খ. No other food as nutritious as is milk.
গ. No food as nutritious as milk is. ঘ. No other food is as nutritious as milk.
উত্তরঃ ঘ. No other food is as nutritious as milk.
৫৫. Identify the meaning of the Idiom: an arm and a leg.
ক. a reasonable amount of money. খ. a huge amount of money
গ. a fair amount of money ঘ. a good deal of money
উত্তরঃ খ. a huge amount of money
৫৬. If I were rich, I …. around the world.
ক. will travel খ. can travel গ. would travel ঘ. want to travel
উত্তরঃ গ. would travel
৫৭. Choose the correct sentence.
ক. No sooner he graduated he got a job. খ. No sooner had he graduated than he got a job.
গ. No sooner had he gradusted then he had got a job. ঘ. No sooner he had graduated he got a job.
উত্তরঃ খ. No sooner had he graduated than he got a job.
৫৮. Choose correct translation: ‘তোমার লৌকিকতা এখন থাক । ‘
ক. Just lay beside your formalities. খ. Just lay by your formalities.
গ. Just lay aside your formalities. ঘ. Just lay on your formalities
উত্তরঃ গ. Just lay aside your formalities.
৫৯. Synonym of ‘Indigenous’ is…
ক. Alien খ. Local গ. Poor ঘ. Modern
উত্তরঃ খ. Local
৬০. I attended the ceremony and distributed prizes … three winners.
ক. to খ. between গ. for ঘ. among
উত্তরঃ ঘ. among
৬১. A celebration of 100 years is called…..
ক. Century খ. Golden Jubilee গ. Centennial ঘ. Silver Jubilee
উত্তরঃ গ. Centennial
৬২. Which of the following is a verb ?
ক. Apparent খ. Appertain গ. Applause ঘ. Appetizer
উত্তরঃ খ. Appertain
৬৩. Choose the past participle of ‘Slide’
ক. Slided খ. Slide গ. Slid ঘ. Slidded
উত্তরঃ গ. Slid
৬৪. Choose the simple sentence of —- I knew that they were horribly expensive.
ক. I knew and they were horribly expensive. খ. I knew them, but they were horribly expensive
গ. They were horribly expensive ঘ. I knew them to be horribly expensive.
উত্তরঃ ঘ. I knew them to be horribly expensive.
৬৫. Nomenclature means-
ক. a collection of books on human civilization.
খ. a system of words used to name things in a particular discipline.
গ. a civilization of ancient times গ. a study of new culture
উত্তরঃ খ. a system of words used to name things in a particular discipline.
৬৬. একটি সমকোণী ত্রিভুজের অন্য দুটি কোণের সমষ্টি কত হবে?
ক. 60° খ. 90° গ. 120° ঘ. 180°
উত্তরঃ খ. 90°
৬৭. তুহিনের জন্ম তারিখ ২৬ জানুয়ারি ১৯৮৯। ২৬ নভেম্বর ২০২৩ সালে তার বয়স কত হবে?
ক. ৩৪ বছর ৯ মাস ২৯ দিন খ. ৩৪ বছর ১০ মাস ০ দিন গ. ৩৪ বছর ১০ মাস ১ দিন ঘ. ৩৫ বছর ১০ মাস ১ দিন
উত্তরঃ খ. ৩৪ বছর ১০ মাস ০ দিন
৬৮. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
ক. ৯√৩
উত্তরঃ ৯√৩
৬৯. একটি বাক্সে ১০টি লাল ও ১৫টি নীল মার্বেল আছে। একটি বালক চোখ বাঁধা অবস্থায় প্রতিবারে একটি করে পরপর দুইটি মার্বেল উঠালে দুইটি একই রঙের মার্বেল পাবার সম্ভাবনা কত?
ক. ১/২ খ. ৪/৫ গ. ৩/৫ ঘ. ৩/২০
উত্তরঃ ক. ১/২
৭০. হলে এর মান কত?
ক. ১ খ. ১/২− √৩
উত্তরঃ
৭১. একটি পার্টিতে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে সকলের সাথে করমর্দন করায় মোট ২১টি করমর্দন হলো। ঐ পার্টিতে মোট কত জন উপস্থিত ছিল?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
উত্তরঃ খ. ৭
৭২. তিন অংকের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৬, ১২, ১৮ দ্বারা বিভাজ্য হবে?
ক. ২০ খ. ২৩ গ. ২৫ ঘ. ২৭
উত্তরঃ ঘ. ২৭
৭৩. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
ক. ১৪ মিটার খ. ১৬ মিটার গ. ১৮ মিটার ঘ. ২০ মিটার
উত্তরঃ খ. ১৬ মিটার
৭৪. যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
ক. abcd + 1 খ. abcd গ. ab + cd ঘ. abcd – 1
উত্তরঃ ক. abcd + 1
৭৫. সমীকরণটিতে x এর গুণাঙ্ক (coefficient) কি?
ক. -১ খ. ১
উত্তরঃ খ.
৭৬. ৬০ মিটার দীর্ঘ মেট্রোরেলের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি. হলে রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রোরেলটির কত সময় লাগবে?
ক. ১.০ সেকেন্ড খ. ৪.৫ সেকেন্ড গ. ৩.৬ সেকেন্ড ঘ. ১ মিনিট
উত্তরঃ গ. ৩.৬ সেকেন্ড
৭৭. একটি দ্রব্য ২৪ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল, ৪৮ টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক. ৪০ খ. ৩২ গ. ২০ ঘ. ১৬
উত্তরঃ ক. ৪০
৭৮. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
ক. ২৪ খ. ৩২ গ. ৪ ঘ. ২
উত্তরঃ ঘ. ২
৭৯. কোন সংখ্যার ৪৮% থেকে ৪৮ বিয়োগ করলে বিয়োগফল ৪৮ হবে?
ক. ৪৮ খ. ২০০ গ. ৯৬ ঘ. ১০০
উত্তরঃ খ. ২০০
৮০. হলে
ক.
২ গ. ৪ ঘ. ০উত্তরঃ গ. ৪
Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com আমাদের এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্…
Solved and Edited By www.jobstestbd.com
See/download Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) Exam Question 2023 from the images below:
Previous Job Exam Question Solution:
Organization Name: Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC)
Post Name and Vacancy:
1. General Manager -01
2. Regional Director -01
3. Deputy General Manager -09
4. Assistant General Manager -02
5. Manager -03
6. Deputy Controller -01
7. Deputy Chief Engineer -02
8. Deputy Manager -10
9. Specialist -02
10. Assistant Chief Audit Officer -01
11. Executive Engineer -02
12. Assistant Controller (Accounts and Finance) -01
13. Associate Faculty Member -03
14. Data Analyst -01
15. Technology Officer -01
16. Planning Officer -01
17. Extension Officer -20
18. Promotion Officer -16
19. Administrative Officer -02
20. Research Officer -01
21. Survey and Information Officer -01
22. Accounts Officer -03
23. Audit Officer -01
24. Librarian -01
25. Assistant Faculty Member -02
26. Personnel Officer -01
27. Draftsman -01
28. Technical Officer -02
29. Accounts Assistant- 01
30. Audit Assistant- 02
31. Cashier -02
32. Security Inspector – 02
33. Store Assistant- 01
34. Quality Control Assistant- 02
35. Clinical Assistant- 01
36. Craftsman -01
37. Design Assistant- 01
38. Office Assistant Cum Computer Typist -25
39. Receptionist -02
40. Telephone Operator -05
41. Darkroom Assistant- 01
42. Despatch Rider -01
Total Vacancy: 139
Exam Date: 18 June 2021
See/download BSCIC Exam Question Solution 2021 from below:
বিসিকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছে Jobstestbd.com ওয়েবসাইট ও Jobs Exam Alert নামের Android App. তাই কেউ সমাধান কপি করলে এই দুইটা সাইট ও Apps এর ক্রেডিট দিবেন । কারণ তারা এতো কষ্ট করে প্রশ্নের সমাধান করেছে আর আপনারা নিজের নামে চালিয়ে দেন সারা ফেসবুক। এইটা দেখতে আমাদের খারাপ লাগে আর সমাধান করার আগ্রহ থাকেনা। আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনে আর সব পরীক্ষার প্রশ্নের সমাধান করবো…ধন্যবাদ…
এভাবে লিখলে খুশি হবঃ………….. Courtesy: jobstestbd.com
Edited and Solved by Jobstestbd.com
MCQ অংশ সমাধানঃ
১. ১৯৬৬ সালের বাঙ্গালী জাতির মুক্তির সনদ ‘ছয়-দফা’ দাবি কোথায় উত্থাপন করা হয়?
উত্তরঃ লাহোরে
২. মুক্ত গণমাধ্যম সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৫২ তম (২০২০ সালে ১৫১ তম ছিল)
৩. মৃত্যুক্ষুধা উপন্যাসটি কাঁর লেখা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৪. করােনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম কোন দেশ প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?
উত্তরঃ রাশিয়া (ভ্যাকসিনটির নাম ‘কার্নিভাক-কোভ’)
৫. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগােলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী (কুয়াকাটা)
৬. বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রােহিঙ্গাদের প্রধান দাবি কোনটি?
উত্তরঃ নাগরিকত্ব (রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে)
৭. ‘Man is born free and everywhere he is in chains.’ উক্তিটি কার?
উত্তরঃ জঁ জ্যাক রুশো (ফ্রান্স)
৮. ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?
উত্তরঃ ইউক্রেন (৬০ বছর আগে ক্রিমিয়া ছিল রাশিয়ার অন্তর্ভুক্ত একটি অঞ্চল।)
৯. কোন সভ্যতাটি প্রাচীনতম?
উত্তরঃ সুমেরীয় সভ্যতা
১০. ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট
১১. স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
উত্তরঃ নাগাসাকিতে
১২. IBRD- এর পূর্ণরূপ কী?
উত্তরঃ International Bank for Reconstruction and Development
১৩. ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িয়ে আছে?
উত্তরঃ রাজীব গান্ধী (বোফোর্স অস্ত্র কেলেঙ্কারি ১৯৮৬ সালে ঘটেছিল)
১৪.”এই জানোয়ারদের হত্যা করতে হবে”- শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কে?
উত্তরঃ কামরুল হাসান (পটুয়া কামরুল হাসান ’৭১-এর গণহত্যার নায়ক মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের প্রেসিডেন্ট লম্পট মাতাল ইয়াহিয়া খানের বিকৃত ছবির পোস্টার করেছিলেন ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’।)
১৫. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয়?
উত্তরঃ কার্বন মনোক্সাইড
১৬. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
উত্তরঃ WFP (WFP এর পূর্ণরূপ World Food Programme)
১৭. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
উত্তরঃ নবম ( ওয়ানডেতে ৭ম আর টি২০ তে ৯ম)
১৮. স্প্রেডশিট, এম এস ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট কোন সফটওয়্যার কোম্পানির পণ্য?
উত্তরঃ Microsoft
১৯. আন্ডার লাইন করার কী-বোর্ড (Key Board) কমান্ড-
উত্তরঃ Ctrl+U
২০. Font সাইজ ছোট করার কী-বোর্ড (Key Board) কমান্ড-
উত্তরঃ Ctrl+[ (Font সাইজ বড় করার কী-বোর্ড (Key Board) কমান্ড- Ctrl+] )
২১. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক-
উত্তরঃ রাষ্ট্রপতি
২২. ”ততোধিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ ততঃ+অধিক
২৩. নিচের কোনটি সঠিক বানান?
উত্তরঃ পুনরুজ্জীবন [ কারণ পুনঃ + উজ্জীবন =পুনরুজ্জীবন]
২৪. “কোন ভাবেই যা নিবারণ করা যায় না”-এর এক কথায় কি হবে?
উত্তরঃ অনিবার্য
২৫.”ঘাটের মড়া”- বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ অতি বৃদ্ধ
২৬. ”গরীয়ান” শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তরঃ গরিয়সী
২৭. ”বিধি” শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ নিষেধ
২৮. ”তরঙ্গ” শব্দের বহুবচন কী?
উত্তরঃ তরঙ্গমালা
২৯. ”রিক্সা” কোন ভাষার শব্দ?
উত্তরঃ জাপানী
৩০.কোনটি ”রাজপথ” শব্দের ব্যাসবাক্য?
উত্তরঃ পথের রাজা
৩১.”ছন্দের জাদুকর” বলা হয় কোন কবিকে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
৩২. ইংরেজি প্রবাদ “Black and White” এর অর্থ কী?
উত্তরঃ লিখিতভাবে
৩৩.”মাতৃস্নেহ কখনো শেষ হয় না“- এর ইংরেজি অনুবাদ কী?
উত্তরঃ Maternal love never ends
৩৪. What is the antonym of the word “foe”?
উত্তরঃ Friend
৩৫. Identify the uniform of the underlined parts of sentence. ”The invention of the electric telegraph gave birth of the communications industry. “
উত্তরঃ of (of এর স্থলে to হবে)
৩৬. Which of the following sentence is not correct?
উত্তরঃ I want that he goes. [Subjunctive verb এর পরে Subject এর পরে s বা es হয় না]
৩৭. ০.২X০.০২X০.০০২X০.০০০২=কত?
উত্তরঃ 0.00000000১৬
৩৮. √0.000009=কত?
উত্তরঃ 0.003
৩৯. তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত?
উত্তরঃ ৮৯৯
৪০. √1+√1 এর বর্গ কত?
উত্তরঃ ৪
Part-B (লিখিত অংশ সমাধান)
English অংশ সমাধান:
1) Translate from Bangla to English.
i) যত বেশি পড়বেন তত বেশি জানবেন।
Ans: The more you read, the more you learn.
ii) তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
Ans: He has rejected my proposal.
iii) পরিছন্নতা একটি গুণ।
Ans: Cleanliness is a virtue.
iv) এ পোশাকে তোমাকে সুন্দর লাগে।
Ans: You look beautiful in this dress.
v) সুশৃংখল জীবন সাফল্যের মূল চাবিকাঠি।
Ans: Disciplined living/life is the key to success.
2. Write meaning of the following idioms and make sentence with them:
i) at a loss
Ans: হতভম্ব = I was so embarrassed that I was at a loss for words.
ii) fight tooth and nail
Ans: প্রাণপণে যুদ্ধ করা = I am going to fight tooth and nail for my promotion.
iii) hue and cry
Ans: শোরগোল = Do not make a hue and cry in public place.
iv) in lieu of
Ans: পরিবর্তে = Give me a pen in lieu of this book.
v) by fits and starts
Ans: অনিয়মিতভাবে = He studies by fits and starts.
3. Write the correct meaning of the underlined part of the following sentences:
i) She handed out warm clothes.
Ans: বিতরণ করা
ii) Please hand in your paper before Friday.
Ans: দাখিল করা/জমা দেওয়া
iii) The Cricket match kicked off at 3 o’clock.
Ans: শুরু হওয়া
iv) I came across my old friend day before yesterday.
Ans: হঠাৎ দেখা হওয়া
4. Write meaning of the following words and make sentences with them:
i) Adept
Ans: দক্ষ = He is adept in English.
ii) Adopt
Ans: দত্তক নেওয়া = The family has adopted the girl.
iii) Adapt
Ans: খাপ খাওয়ানো = We have to adopt with changing environment.
5. Fill in the blank with appropriate preposition.
i) My cousin is senior ____ me.
Ans: to
ii) We should adhere ___ our strategy.
Ans: to
iii) The kid is trembling ___ fear.
Ans: with
iv) He is polite ___ his manners.
Ans: in
v) I’m always independent _____ my family.
Ans: of
vi) I’ve no zest ___ listening to music.
Ans: for
৬. Read the following passage and then answer (in your own words) the questions given at end of the passage.
i) Give a suitable title for the passage.
Ans: The impact of a teacher to student life.
(ii) Write a precis of the passage (Maximum 5 sentences)
Try yourself……
গণিত অংশ সমাধান:
i) ৬(-৩)(১/৩)(-০.২৫)= কত?
উত্তরঃ ৩/২
ii) -১ পাওয়ার জন্য -৫/৪ এর সঙ্গে কত যোগ করা দরকার?
উত্তরঃ ১/৪
iii) একটি সংখ্যা ৭৫৭ থেকে যত ছোট ৫৫৫ থেকে তত বড়। সংখ্যাটি কত?
উত্তরঃ ৬৫৬
iv) -২ +(-২) – {-(২)-২ এর মান কত ?
উত্তরঃ -৪
৮.কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে ২/৩ অংশ মহিলা। পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ওই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা সংখ্যা কত?
উত্তরঃ ৯০ জন
৯. একটি শহরের জনসংখ্যা ৮০০০ জন। প্রথম বছরের জনসংখ্যা বৃদ্ধি পায় শতকরা ১০ জন এবং দ্বিতীয় বছরে শতকরা ২০ জন। ২ বছর পরে জনসংখ্যা কত হবে?
উত্তরঃ ১০৫৬০
১০. x ও y এর মান নির্ণয় কর: 3x – 5y = – 9; 5x – 3y = 1
উত্তরঃ x=2, y=3
প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছে Jobstestbd.com ওয়েবসাইট ও Jobs Exam Alert নামের Android App. তাই কেউ সমাধান কপি করলে এই দুইটা সাইট ও Apps এর ক্রেডিট দিবেন । কারণ তারা এতো কষ্ট করে প্রশ্নের সমাধান করেছে আর আপনারা নিজের নামে চালিয়ে দেন সারা ফেসবুক। এইটা দেখতে আমাদের খারাপ লাগে আর সমাধান করার আগ্রহ থাকেনা। আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনে আর সব পরীক্ষার প্রশ্নের সমাধান করবো…ধন্যবাদ…
এভাবে লিখলে খুশি হবঃ………….. Courtesy: jobstestbd.com
Edited and Solved by Jobstestbd.com
See/download the BSCIC Exam Question 2021 from below:
Previous Job Exam Question Solution:
Organization Name: Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC)
Post Name: Various Posts
Exam Date: 9 November 2018
Exam Time: 3:30 p.m. to 4:30 p.m
See/download BSCIC Exam Question Solution 2018 from below:
Full Solution is given below:
বাংলা অংশ সমাধানঃ
২১. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক- ভদ্রাজুন
২২. subconscious শব্দের সঠিক পারিভাষা কোনটি- অবচেতন
২৩. বাগধারার অর্থ নির্ণয় করুন “ ঘটিরাম”? -মুর্খ
২৪. নিচের কোন উপন্যাসটির ভাষা আন্দোলনের উপর রচিত- আরেক ফাগুন
২৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ- গণিত খুব জটিল
২৬.পাকা শব্দটি স্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোনটিতে-পাকা রং
২৭. কাদম্বিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র-কোনটি নয় (জীবিত ও মৃত)
২৮. হাতের তৈরি জিনিস- এখানে হাতের কোন কারকে কোন বিভক্তি- করণে ৬ষ্ঠী
২৯. বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি-২১
৩০. পশুরাম কোন লেখকের ছদ্মনাম-রাজশেখর বসু
৩১. বনস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি–বন + পতি
৩২. কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি-আত্মজা
৩৩. সৈয়দ মুজতবা আলী রচিত দেশ-বিদেশ একটি- ভ্রমণ কাহিনী
৩৪. নীর শব্দের অর্থ কি- জল
৩৫.চক্ষুর সম্মুখে সংঘটিত- এর এক কথায় প্রকাশ- চাক্ষুষ
General Knowledge And ICT Solution:
56. Switzerland এর রাজধানী– Bern
57. সিপাহী মুস্তফা কামালের জন্ম– ভোলা
58. ECNEC প্রতিষ্ঠিত হয়– 1972 সালে
59. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ১ম এশিয়ান– ব্রজেন দাস
60. মনপুরা দ্বীপ অবস্থিত– ভোলা
61. BSCIC প্রতিষ্ঠিত হয়– 1957 সালে
62. বৃহত্তম স্থল বন্দর– বেনাপোল
63. পুণ্ড্রনগর অবস্থান ছিল– মহাস্থানগড়ে
64. প্রধানমন্ত্রী হওয়ার জন্য মিনিমাম বয়স– ২৫ বছর
65. Landlocked country নয়– ভিয়েতনাম
66. জাতীয় সঙ্গীত ইংরেজিতে অনুবাদকারী– সৈয়দ আলী আহসান
67. দেশের ১ম প্রাইভেট airlines– GMG Airlines.
68. শান্তিতে নোবেল পান– Nadia Murad
69. Puskus Award দেয়া হয়– ফুটবলে
70. BIMSTEC– Economic Organisation
71. National Maritime Institute অবস্থিত– চট্টগ্রামে
72. চলন বিলে মধ্যে দিয়ে প্রবাহিত– আত্রাই
73. Bangla academy award দেয়া শুরু হয়– 1960 সাল থেকে
74. Operating System একটি– System Software
75. Duplicate slide এর command– ctrl+D
76. entire file select করার command– ctrl+A
77. কোনটি Utility Programme– Norton
78. Pictures File এর extension নয়– php
79. Unsolicited commercial E-mail কে বলে– Spam.
80. Unicode এর bits সংখ্যা– 16 টি
Previous Job Exam Question Solution:
Organization Name: Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC)
Post Name and vacancy:
1. General Manager-02
2. Regional Director-01
3. Chief Designer-01
4. Deputy Controller-01
5. Deputy Chief Engineer-01
6. Extension Officer-27
7. Accounts Officer-05
8. Industrial Estate Officer-04
9. Monitoring Officer-02
10. Training Officer-01
11. Analyst-01
12. Technology Officer-01
13. Personnel Officer-01
14. Evaluation Officer-02
15. Survey and information officer-02
16. Promotion Officer-13
17. Assistant Engineer (Civil)-03
18. Assistant Engineer-04
19. Public Relations Officer-01
20. Technical Officer (Grade 10)-32
21. Technical Officer (Grade 11)-01
22. Sub Assistant Engineer-02
23. Master Technician-01
24. Draftsman-03
25. Designer-03
26. Master Craftsman-05
27. Stenographer cum computer operator-02
28. Accountant Cum Cashier ( Grade 14)-03
29. Account Assistant-22
30. Inspector (Grade 14)-01
31. Upper Division Assistant-01
32. Store Keeper cum Account Assistant-06
33. Dormitory Superintendent- 01
34. Marketing Assistant-02
35. Executive Assistant- 01
36. Data Entry Operator-01
37. Technician-11
38. Craftsman (Grade 16)-02
39. Design Assistant-06
40. Office Assistant Cum Computer typist- 65
41. Computer typist-03
42. Receptionist Cum Telephone Operator- 01
43. Driver-02
44. Darkroom Assistant- 01
45. Expert Weaver- 13
46. Pump driver-18
47. Technical Assistant-06
48. Fieldman-04
49. Field Staff-02
50. Massenger-02
51. Office Support Staff-03
52. Gardener-04
53. Helper-16
54. Cleaner- 01
Total vacancy: 319
Exam Date: 20 December 2019
See/download BSCIC Exam Question Solution 2019 From below:
আজ ২০ ডিসেম্বর ২০১৯ এর প্রশ্নের সমাধানঃ
বাংলা অংশের সমাধানঃ
১. নিচের কোন শব্দটি ”দরিদ্র” শব্দের সমার্থক শব্দ ? উত্তরঃ গরিব
২. ”মাননীয় মন্ত্রী দুঃস্থ নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন” বাক্যে ভুল শব্দ কোনটি? উত্তরঃ মন্ত্রি
৩. ঋ অথবা ঋ -কার (ৃ) এরপর নিচের কোন বর্ণটি বসে? উত্তরঃ ষ
৪. নভতলে আজ রয়েছে ফুটে, হাজার ফুলের রাশি- বাক্যে” নভ” শব্দের অর্থ কি? উত্তরঃ আকাশ
৫. নিচের কোনটি ভুল বাক্য? উত্তরঃ বাঞ্ছা করি দেখিব একদিন, তাহার শ্রী মুখ। ( সঠিক হবে বাঞ্ছা করি দেখিব একদিন, তাহার মুখশ্রী)
৬. নিচের কোনটি” অবলোকন” শব্দের সমার্থক? উত্তরঃ দেখা
৭. ” অপ্রতুল” শব্দের অর্থ? উত্তরঃ অপর্যাপ্ত
৮. ” এ জগতে ,হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি”- বাক্যে” হায়” কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ পরিতাপ
৯. ”বাংলার ইতিহাস’ এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস”- বাক্যে” রঞ্জিত” শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ রক্তাক্ত
১০. ” আমি অদ্য এ কার্যালয়ে যোগদান করেছি”- বাক্যে কোন শব্দটি ভুল ভাষারীতিতে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ অদ্য
১১. প্রণীত শব্দের ক্রিয়াপদ কী? উত্তরঃ প্রণয়ন
১২. পুনরুক্তি শব্দের অর্থ কি? উত্তরঃ পুনরায় বলা
১৩. কোনটি দুর্যোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ দুঃ + যোগ
১৪. প্রবীণ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তরঃ প্রবীণা
১৫. ” বিদেশাগত” শব্দের অর্থ কি? উত্তরঃ বিদেশ হতে আগত
১৬. নিচের কোনটি” আপনার একান্ত” অভিব্যক্তির ইংরেজি? উত্তরঃ yours sincerely
১৭. ” বাংলা সাহিত্যে তিনি একজন সব্যসাচী লেখক”- বাক্যে সব্যসাচী বলতে কী বোঝানো হয়েছে? উত্তরঃ দুই হাতে সমান দক্ষতায় লিখতে পারেন
১৮. ( ;)ব্রাকেট বদ্ধ বিরাম চিহ্নকে কি বলে? উত্তরঃ সেমিকোলন
১৯. অভিধান শব্দের ইংরেজি কি? উত্তরঃ Dictionary
২০. সার্বিক বিবেচনায় এ অভিযোগ সত্য বলে প্রতীয়মান হয “- বাক্যে ”সার্বিক” দ্বারা কি বুঝানো হয়েছে? উত্তরঃ সব দিক বিবেচনায়
ইংরেজী অংশ সমাধানঃ
২১. The Bangla word ‘’ Naksha’’ means artistic——উত্তরঃ Design
২২. ’One third of the job is finished’’ means? উত্তরঃ One of the three parts of the jobs
২৩. In Bangla ‘’Reference to the above subject and reference number’’ means? উত্তরঃ উপর্যুক্ত বিষয় ও স্মারকের পরিপ্রেক্ষিতে
২৪. My friend always goes home—–foot. উত্তরঃ on
২৫. I have——-interest in the matter. উত্তরঃ no
২৬. The word ‘’quantity’’ means. উত্তরঃ পরিমাণ
২৬. What is the meaning of ‘’besides’’? উত্তরঃ এছাড়াও
২৭. No man can—alone. উত্তরঃ live
২৮. Twenty years——-passed since my father died. উত্তরঃ have
২৯. ‘’Draft Agreement’’ means? উত্তরঃ খসড়া চুক্তি
৩০. Identify the correct sentence. উত্তরঃ He is working hard to stand first.
৩১. Translate into English: সে এমন ভাবে কথা বলে যেন সব জানে। উত্তরঃ He talks as if he knew everything.
৩২. Translate into Bangla: Territorial Boundary. উত্তরঃ আঞ্চলিক সীমা রেখা
৩৩. Translate into English: অন্যের দোষ ধরা সহজ। উত্তরঃ It is easy to find fault with others
৩৪. Which one is a correct spelled word? উত্তরঃ secretary
৩৫. The appropriate meaning of the word ‘’Diversity’’ is? উত্তরঃ variety
৩৬. The synonym of ‘’amicable’’ is? উত্তরঃ friendly
৩৭. Identify the correct passive form of ‘’He is going to open a shop. উত্তরঃ A shop is going to be opened by him
৩৮. Translate into English: আপনি কখনো কুয়াকাটা গিয়েছেন? উত্তরঃ Have you ever been to Kuakata?
৩৯. Which of the following is an adjective? উত্তরঃ Special
৪০. ‘’Duchess’’ is the feminine of? উত্তরঃ duke
গণিত অংশ সমাধানঃ
৪১. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২,১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে? উত্তরঃ ৭০
৪২. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? উত্তরঃ সম্পূরক কোণ
৪৩. ০.৩* ০.০৩*০.০৩=কত? উত্তরঃ .০০০২৭
৪৪. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি দের গড় ওজন কত? উত্তরঃ ৬৮ কেজি
৪৫. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে? উত্তরঃ ১২
৪৬. ১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে,৩টি খাসির মূল্য কত? উত্তরঃ ১৫০০ টাকা
৪৭. ১৫.৬ এর ৮% কত? উত্তরঃ ১.২৪৮
৪৮. কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে? উত্তরঃ অন্তঃকেন্দ্র
৪৯. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাশ করলে শতকরা কতজন পাশ করল? উত্তরঃ ৬০%
৫০. ০.৯৬২৩-৩১=কত? উত্তরঃ -৩০.০৩৭৭
৫১. তিন ভাইয়ের গড় বয়স ১৬ বছর। পিতাসহ ৩ ভাইয়ের বয়সের গড় ২৫ বছর হলে, পিতার বয়স কত? উত্তরঃ ৫২
৫২. ১২৫ এর ১২৫%=কত? উত্তরঃ ১৫৬.২৫
৫৩. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক- ১২,৯,১৫,৫,২০,৮,২৫,১৭,২১,২৩,১১ উত্তরঃ ১৫
৫৪. একজন ক্রিকেটারের ১০ ইনিংস এর রানের গড় ৪৫.৫ । ১১তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? উত্তরঃ ৯৫
৫৫. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? উত্তরঃ কোনটিও নয় ( সঠিক হবে ৬৪√৩
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৫৬. নিচের কোনটি দূরপ্রাচ্যের দেশ? উত্তরঃ জাপান
৫৭. কোনটি একটি কুটির শিল্প? উত্তরঃ জামদানি
৫৮. নিচের কোনটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় ফুল? উত্তরঃ সরিষা
৫৯. পাখি পালন বিদ্যাকে কি বলে? উত্তরঃ এভিকালচার
৬০. বাংলাদেশে চীনামাটি পাওয়া যায় কোথায়? উত্তরঃবিজয়পুর
৬১. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? উত্তরঃ১০ জানুয়ারি ১৯৭২
৬২. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত? উত্তরঃ নাফ নদী
৬৩. কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না? উত্তরঃসৌদি আরব
৬৪. রয়টার কি? উত্তরঃ সংবাদ সংস্থা
৬৫. বাংলাদেশের কোন উপজাতির লোকজনের ধর্ম ইসলাম? উত্তরঃ পাঙন
৬৬. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা সেবা কে কি বলে? উত্তরঃ টেলিমেডিসিন
৬৭. ইন্টারনেট ছাড়াও একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের কাজকে কি বলে? উত্তরঃ সার্ফিং
৬৮. JPEJ ফরমেটে তথ্য কি হিসেবে সংরক্ষিত হয়? উত্তরঃ ছবি
৬৯. Intel Core i7 -কিসের নাম? উত্তরঃ প্রোসেসর
৭০. সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ থেকে বলে? উত্তরঃ সাইবার ক্রাইম
গত ৬ ডিসেম্বর ২০১৯ এর প্রশ্নের সমাধানঃ
See/download BSCIC Exam Question Solution 2019 From below:
Exam Date: 06 December 2019
ইংরেজী অংশ সমাধানঃ Set-A
বাংলা অংশ সমাধানঃ Set-A
শব্দের অর্থ নির্ণয় করুন..
২১. বিভাবরী- উত্তরঃ রাত্রি
২২. পাতক- উত্তরঃ পাপ
২৩. দেউড়ি- উত্তরঃ কোনটিও নয় (সঠিক দেউড়ি শব্দের অর্থ প্রধান দরজা বা তোরণ)
২৪. ভার্যা- উত্তরঃ স্ত্রী
২৫. অর্ক- উত্তরঃ সূর্য
২৬. পেলব- উত্তরঃ কোমল
২৭. লহরী- উত্তরঃ ঢেউ
২৮. অর্বাচীন- উত্তরঃ নতুন
২৯. প্রত্যুৎপন্নমতি- উত্তরঃ উপস্তিত বুদ্ধি আছে যার
৩০. ’খোদার খাসি’ বাগধারার অর্থ কী? উত্তরঃ ভাবনাচিন্তাহীন
৩১. ’মিছরির ছুরি’ বাগধারার অর্থ কি? উত্তরঃ মুখে মধু অন্তরে বিষ (কপটাচারী)
৩২. ’বাঘের মাসি’ বাগধারার অর্থ কী? উত্তরঃ আরাম প্রিয় ব্যক্তি
৩৩. ’ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ কি ? উত্তরঃ কোনটিও নয় (সঠিক উত্তরঃ যথেচ্ছাচারী)
৩৪. ক্রীতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ শওকত ওসমান
শুদ্ধ বানান নির্ণয় করুন..
৩৫. উত্তরঃ ধ্যানধারণা
৩৬. উত্তরঃ বিকিরণ
৩৭. উত্তরঃ ভ্রাতুষ্পুত্র
৩৮. উত্তরঃ অনুকূল
৩৯. উত্তরঃ ভণিতা
৪০. উত্তরঃ পীড়াপীড়ি ( অপশ্নে পিড়াপিড়া থাকলেও সঠিক হতো)
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ Set-B
গণিত অংশ সমাধানঃ Set-B
৬১. Arif’s present age is two-fifth of the age of his mother. After 8 years he will be one half of the age of his mother. What is the present age of Arif?
উত্তরঃ 16 Years
৬২. At a certain high school, 40% of the students are boys and 60% are girls. Of the girls, 40% take the bus to school and the rest walk. Of the boys, half take the bus to school and half walk. What percent of all students at the high school walk to school?
উত্তরঃ 56
৬৩. Arif is paid an hourly wage totaling taka 400 for 40 hour of work in a week. If his hourly wage increases by 25% and he decreases to work 25% lower hour each week. How much (in tk) will he be paid in that week?
উত্তরঃ 375
৬৪. The average monthly income of P and Q is Tk. 5050. The average monthly income of Q and R is Tk. 6250 and the average monthly income of P and R is Tk. 5200. The monthly income of P is:
উত্তরঃ 4000 TK.
৬৫. The sum of three number is 138. If the ration of the first to the second is 2: 3 and the that of second to the third is 5 : 7 then the second number is?
উত্তরঃ 45
৬৬. উত্তরঃ ab < a2
৬৭. A man buys 20 pens and 12 books for Tk. 400. He sells pens at a profit of 40% and books at a gain of 25%.If his overall profit was Tk. 112, the cost price of the book is (in Tk)?
উত্তরঃ None ( Correct 26.66)
৬৮. Arif travels from A to B in a speed of 6 km/hr. On the way back, he travel at a speed of 4 km/hr. Thus making the return trip 4 hour longer. What is the distance (in km) between A and B?
উত্তরঃ 48
৬৯. There are 40 members in a club. 9/20 of them members are engineers and 4/5 of the members are man. What can be the possible minimum number of man engineers?
উত্তরঃ 10
৭০. Four man and 6 women finishes a job in 8 days, while 3 men and 7 women can finish it in 10 days. In how many days will 10 women working together finish it?
উত্তরঃ 40
Courtesy: To all authorities from whom documents are collected
N.B.: Generally, we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.
For more updates, stay with our website, jobstestbd.com
BSCIC Previous Question Solution:
BSCIC Previous Question Solution has been published. Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) is one of the largest Government organizations in Bangladesh. Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) has published a huge job circular by the Authority. All information regarding the appointment of Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) is given on our website, jobstestbd.com. We publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs results in Bangladesh and all part-time Jobs in Bangladesh and other educational support are available here in our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which help to get job easily. We trust that our distributing data helps the job seekers who are finding a superior employment. We likewise share slanting assets for learner uniquely who is re expanding their insight. Our main target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs of this website is not for the unemployed people but also employed people too. All type of suggestions, question solutions of different competitive exam are available here. We provide all types of educational support in our website jobstestbd.com. So everyday tune with our website for all kinds of educational support. Please like our Facebook page, jobstestbd.com.
Contact Us:
If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us by following the Address.
Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750
Mirpur 1, Dhaka, Bangladesh.